এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৩২৩০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ০৪ জানুয়ারি ২০১০ ১১:৩৬428063
  • এই যে "যেই আসুক স্বাগত' বল্লেন - অমর্ত্যবাবু এটাকেই বকা দিয়েছেন - "নট ভেরি আর্টিকুলেট' বলে। পরিবর্তন চাওয়া অধিকারের মধ্যে পড়ে, কিন্তু পরিবর্তনটা কি সেটাকে ডিফাইন করার প্রয়োজন আছে। "পরিবর্তন চাই' বলে ছেড়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়। দোতলা বাড়ি থেকে সাউথ সিটির পেন্টহাউজে যাওয়াও পরিবর্তন, আবার মহাবীরতলার পিছনে বস্তিতে যাওয়াও পরিবর্তন। আমরা কোন পশ্চিমবঙ্গ চাই - এটাই অমর্ত্যবাবুর প্রশ্ন।
  • Arijit | 61.95.144.122 | ০৪ জানুয়ারি ২০১০ ১১:৪৬428064
  • অমর্ত্যবাবুর ইন্টারভিউ ১ তারিখ। তারিখ ভুল দিয়েছি।
  • PT | 203.110.246.230 | ০৪ জানুয়ারি ২০১০ ১২:১৪428065
  • অরিজিৎ, আমি প্রশ্নের অপেক্ষাতে আছি।
  • kallol | 124.124.93.202 | ০৪ জানুয়ারি ২০১০ ১২:৩৩428066
  • অমর্ত্যবাবু গুরুজন তায় নোবেল-পাওয়া। উনি বকা দিতেই পারেন। তবে কি না উনি যাঁর পাঠশালায় পড়ে মুরুব্বি হয়েছেন তিনি কিন্তু পথের মুক্তি চেয়েছিলেন গন্তব্যের থেকে।
    পরিবর্তন চাইলেই ""ওনার"" মতে প্রগতির পথে পরিবর্তন চাইতে হবে তার কি মানে আছে? উনি মনে করছেন শিল্পায়ন, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বামফ্রন্টের থেকে অন্যদের কাজ করার ক্ষমতা/ইচ্ছে এগুলো কম। ওঁর কাছে ওটাই প্রগতির মাপকাঠি। কারুর কাছে পার্টি শাসনের বাইরে শ্বাস নেওয়াটাও সমান বা বেশী জরুরী। কেউ সিপিএমের সমর্থক বলে তৃণমূল পাত্রের সাথে তার মেয়ের বিয়ে দিতে পারবে না - এর থেকে মুক্তি চাওয়াটাও দরকারী বলে মনে হতে পারে।
    আর আমি মনে করি অন্য সম্ভাবনাও আছে। যেভাবে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, স্যোসালিস্ট পার্টি - নানান বিষয়ে সিপিএমএর বিরুদ্ধে কামান দাগছে, তাতে এরা যে সিপিএমএর সাথে খুব সুখে নেই এটা পরিস্কার। এদের সাথে এসইউসি, এবং, আমি আশ্চর্য্য হবো না যদি কংগ্রেসও যোগ দেয়, তবে অন্য সম্ভাবনা জোরদার হবে। পার্লামেন্টে কংগ্রেস তৃণমূলের ওপর নির্ভর করে নেই। তাই জোট ভাঙ্গতে খুব অসুবিধা নেই। বরং এই তৃতীয় জোট সিপিএম ও তৃণমূল ঔদ্ধ্বত্যের পাল্টা জবাব হিসাবে অনেক বেশী বিশ্বাসযোগ্য। এরা হয়তো জোট হিসাবে ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু যেই সরকার গড়ুক তার ওপর নিয়ন্ত্রন রাখতে পারবে।
  • Arijit | 61.95.144.122 | ০৪ জানুয়ারি ২০১০ ১২:৪১428067
  • :-) অর্থাৎ কিনা অমর্ত্যবাবু হইলেন...;-)

    পিটির জন্যে কোশ্চেনগুলোও তো অমর্ত্যবাবুর ইন্টারভিউতে অবভিয়াস। কাকা-র লেখাতেও।
  • PT | 203.110.246.230 | ০৪ জানুয়ারি ২০১০ ১৬:০৭428068
  • আমি পুরো সাক্ষাৎকারটা "live" শুনেছি ২৪ ঘন্টাতে। আমার মনে হয়েছে সেন মশাই বর্তমান সরকারের অনেক পদক্ষেপ-কেই ওঁর পক্ষে প্রকাশ্যে যতটা সম্ভব সমর্থন করেছেন.......
  • PT | 203.110.246.230 | ০৪ জানুয়ারি ২০১০ ১৮:১৮428069
  • .... তবে কাকাবাবুর লেখা পড়লে আমার ব্যাপক ধন্ধ লাগে। আমি ওঁকে পথহারা বামপন্থীদের নেতা মানি। ওঁর অনেক সাক্ষাৎকার এবং live আলোচনা শুনেছি। উনি যদিও তাত্বিক ভাবে বামফ্রন্টকে ধাক্কা দেওয়ার কথা বলেন, কিন্তু ব্যবহারিক দিক থেকে বাম আন্দোলনের বিকাশ তাতে কিভাবে হবে সে ব্যাপারে বিশেষ আলো দেখান না। কিন্তু দুটি প্রশ্নের উত্তর পাইনি। উনি 'সদর দফতরে কামান দেগে'কি সিপিএমকে ঝাড়াই-বাছাই করে সেই পরিশুদ্ধ সিপিএমের মধ্যেই বাম আন্দোলনের ভবিষ্যত দেখছেন, নাকি তৃণমুলকে মেনে নিয়ে আসন্ন ভবিষ্যতে কংগ্রেসকেও মেনে নেওয়ার পথে পা বাড়াচ্ছেন?
  • Blank | 170.153.65.102 | ০৪ জানুয়ারি ২০১০ ১৮:৩৮428070
  • কারো কাছে মানুষের করা পাপ থেকে মুক্তি পাওয়াটা সবথেকে বেশী জরুরী। তালিবান দের স্বপক্ষে বেশ একখান যুক্তি পাওয়া গেলো বটে, অথবা বজরং দলের পক্ষে ....
  • pi | 72.83.210.50 | ০৪ জানুয়ারি ২০১০ ২১:২৭428071
  • শিল্পায়ন/শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বামফ্রন্টের অন্যদের থেকে বেশি কাজ করার ক্ষমতা/ইচ্ছের কিছু নমুনা জানার ইচ্ছে রইলো।

  • bb | 59.164.52.172 | ০৫ জানুয়ারি ২০১০ ০০:৪০428073
  • খুব সম্প্রতি এক পাক জঙ্গীর মন্তব্য মনে পড়ল "যদি জিহাদের জন্য আমাকে আমার মা যেখানে বাজার করছেন তা উড়িয়ে দিতে বলা হয়, আমি তাও করব কারণ আল্লার তাই ইচ্ছা'।
    সিপিএম তাড়াতে তথাকথিত বামপন্থীরাও যাকে খুশি মানতে রাজি আছেন। কি ভীষণ মিল পেলাম এই দুই উক্তিতে।
    ঈশ্বরের কি অসীম করুণা :)
  • Mmu | 78.236.153.102 | ০৫ জানুয়ারি ২০১০ ০২:৪০428074
  • একটা ভাল খবর- সংবাদ প্রতিদিন মহানগর কলমে -বুদ্ধর সভাও বন্ধ করবে পুলিশ?
    http://www.sangbadpratidin.in/mahanagar.php
  • S | 117.200.80.123 | ০৫ জানুয়ারি ২০১০ ০৮:২৯428075
  • @bb,ঠিক বলেছেন। সেইরকমই অবস্থা এখন। সিপিয়েম তাড়াতে মমতা।
  • kallol | 124.124.93.202 | ০৫ জানুয়ারি ২০১০ ০৯:৫৪428076
  • বাজার ওড়ানো আর সিপিএম তাড়ানো যদি একই রকমের কাজ বলে মনে হয়, তাহলে আমোদিত হলাম।
    মানুষের করা পাপ থেকে মুক্তি চাওয়ার মধ্যে কোন অসুবিধা নেই। শুধু অন্যের ক্ষতি না করে করলেই হলো। অন্যের ক্ষতি করে নিজের আদর্শ পালন করা অন্যায়। কিন্তু সিপিএম তাড়ানোর সাথে একে মেলানোয় আমোদিত হলাম।
    সামনে পরাজয় দেখলে কতো যুক্তিই যে আসে। আহা। অবশ্য নিৎসে বলে গেছে অযুক্তির পথও একটা পথ।

    বরং কেউ সিপিএম বিরোধী হলেই সে তৃণমূল - এটা বুশ-যুক্তি, সেটা নিয়ে ভাবুন - ভাবা প্র্যাকটিস করুন।

    হ্যাঁ, এই খবরটা নিদারুন আমোদিত হওয়ার মত - সিপিএম ও তৃণমূল ভুমিকা পাল্টে। তাও সিপিএম বিজেপির সাথে!!! হলো কি!!!!
    http://www.anandabazar.com/5raj1.htm
    উত্তরপ্রদেশের চান্দৌলি গ্রামে মমতারই সিঙ্গুরের কায়্‌দায় "কৃষিভূমি বাঁচাও সংঘর্ষ সমিতি"" গড়ে কৃষকেরা লুধিয়ানা-ডানকুনি পণ্য করিডোরের জন্য জমি দিতে আপত্তি জানাচ্ছেন। বিজেপি, সিপিএম, সমাজবাদী পার্টি একসাথে শামিল ঐ কমিটিতে।

    খুব দিখলাইস রে সিপিএম-মমতা, খুব দিখলাইস।

  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ১১:৫৪428077
  • @Kallol
    উত্তরপ্রদেশের ঘটনাটার অন্য ব্যাখ্যাও থাকতে পারে। সিঙ্গুরে ন্যানো ফাক্টরি করতে দিলে সিপিএম হয়ত এই আন্দোলনে যুক্ত হতনা।

    কিন্তু আপনার অবস্থানটা পরিষ্কার করুন। আপনি যেহেতু বর্তমানে মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চান (ঔদ্ধত্য ইত্যাদি), সেইজন্য রেলের জমি দখলের বিরুদ্ধে কোন আন্দোলন এখন আপনার মন্‌পসন্দ নয়, তাইকি?
  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১১:৫৯428078
  • কল্লোলদা - পরিবর্তনটা কি, কি ভাবে (অমর্ত্যবাবু যে কথাগুলো বলেছেন) সেগুলো না ভেবে পরিবর্তন অ্যাণ্ড ফুলস্টপ (ঔদ্ধত্য হঠানোর জন্যে) - এটা কিভাবে অযুক্তি নয় একটু বোঝাবেন?
  • kd | 59.93.200.204 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:১৮428079
  • অনেক সময় লোকে তাই করে। পরিবর্তন ফর পরিবর্তন'স সেক। নাহ'লে কী লোকে ২০ তলা থেকে লাফায় হোটেলে আগুন লাগলে - হয়তো দগে্‌ধ দগে্‌ধ মরার থেকে সঙ্গে সঙ্গে মৃত্যু প্রেফারেব্‌ল মনে করে, কে জানে?

    এটা পরিবর্তনের ফেবারে না এগেনস্টে লিখলুম, নিজেই বুঝতে পারলুম না :)
  • kd | 59.93.200.204 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:২০428080
  • সরি,'দগে্‌ধ দগে্‌ধ' হবে।
  • kd | 59.93.200.204 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:২১428081
  • যা: !!!!!
  • kd | 59.93.200.204 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:২৩428084
  • এইজন্যেই যা জানিনা তা নিয়ে লিখতে নেই। মামার কল 'পছন্দ করে না' :(
  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:২৩428082
  • যা বল্লেন সেটা পাঁচকান হলে ভবানীপুরে টেঁকা দায় হবে;-)
  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:২৪428085
  • মামুর কল কঠিন বানান - ইস্পেশ্যালি তিনটে অক্ষরের খিচুরি পছন্দ করে না।
  • lcm | 69.236.172.178 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:৩৭428086
  • পরিবর্তন... এসেট্রা নিয়ে একটু বেশী কচলানো হচ্ছে।
    প্রথমত, অ্যাসেম্বলি ইলেকশন তো এখনো অনেক বাকি - বছর দেড়েক। এত আগে থেকে তক্কাতক্কির দরকার কি।
    আর, দ্বিতীয়ত - ২০০৬-এর বিধানসভা-র রেজাল্ট দেখো - http://ceowestbengal.nic.in/mis_pdf/LeadPosition1.pdf। একটু চোখ বোলালেই বোঝা যাবে, বহু লোক যেমন লেফট ফ্রন্ট কে ভোট দিয়েছে, আবার অনেকে দেয় নি। ২০০৯-এর লোকসভা নির্বাচনে লেফ্‌ট-এর ভোট মাত্র ৭.৫ শতাংশ কমেছে, আর তৃণমুলের ভোট মোটে ১০% বেড়েছে - তাতেই ২৩৫-৩০ থেকে ফলাফল হয়েছে ২৭-১৫। একে তো রাজ্যের ৫৮% পপুলেশন ইলোকটোর‌্যাল প্রসেসে অংশ নেয়। তার মধ্যে আবার...
    কি একেবারে হাতিঘোড়া পরিবর্তন হচ্ছে? ধুর, ধুর...। পরের ইলেকশনেও প্রচুর লোক সিপিএম-কে ভোট দেবে, আবার প্রচুর লোক দেবে না। ঐ উনিশ-বিশ (বা, বড়জোর আঠারো-বিশ) তফাৎ হয়ে কোনো এক পার্টি ভোটে জিতবে, তার জন্য একেবারে সব পাল্টে গেল, উল্টে গেল করে রে রে করার কিস্যু হয় নি।
    আর এই ২০০৯ সালে আর পলিটিক্যাল পার্টি গুলির মধ্যে কে ভাল কে খারাপ বাছতে বসবেন না। সবই ঐ গোলেমালে ছ....
  • lcm | 69.236.172.178 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:৩৮428087
  • ২০০৯ তো শেষ হয়ে গেল, ২০১০ হবে।
  • kallol | 124.124.93.202 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:৪৭428088
  • পিটি- আমার অবস্থান খুব পরিস্কার।
    ১) সিপিএম প:ব:তে ক্ষমতাচ্যুত হোক।
    ২) তাতে কে আসবে, তা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই।
    ৩) যেই আসুক - একটা অপেক্ষিক গণতান্ত্রিক পরিসর (তাও হয়তো প্রথম কয়েক বছরের জন্য) পাওয়া যাবে। তার বেশী কিচ্ছু নয়। শিল্প, কৃষি, উন্নয়ন কিচ্ছু নয়।
    ৪) মমতাই যে ক্ষমতায় আসবে তা নাও হতে পারে।
    ৫) রেলের জমি দখলের বিরুদ্ধে (যে কোন দখলের বিরুদ্ধে আন্দোলন), তা যেই করুক না কেন - আমি তার পক্ষে। আমার লেখা থেকে কি করে আপনার মনে হলো যে ওটা আমার ""মনপসন্দ নয়"", আমার বাংলাভাষর জ্ঞানে আমি বুঝতে অপারগ। আমার ঐ পোস্টের শেষ লাইনটা ছিলো - খুব দিখলাইস রে মমতা-সিপিএম খুব দিখলাইস। তাতে দুজনকেই ব্যাঙ্গ করা হয়েছে।
    এর পর পরিপ্রেক্ষিত সহকারে ব্যাখ্যা কর গোছের নোট বই মার্কা ব্যাখ্যা দিতে হবে যে কোন পোস্টের।

    আমি এর আগে নানান পোস্টে আমার উপরোক্ত (মানে উপরে লেখা/বলা) মত ব্যক্ত (মানে প্রকাশ, মানে জাহির, মানে express) করেছি। তার পরেও এই খোকামী - আমোদিত হই।

    আমি জানি আমার ২ ও ৩ নং পয়েন্ট আপনার ও আপনার বন্ধুদের পছন্দ হবে না। কারন আপনারা ঐ বুশ-যুক্তি (বা অযুক্তিতে) আস্থা রাখেন - তুমি যদি আমার বন্ধু না হও তবে আমার শত্রু। সেই যায়গা থেকেই আপনারা আমার আর রঞ্জনের অবস্থান বার বার বার বার বার বার জানতে চান, কিন্তু বুঝতে পারেন না। আহা কষ্টো লাগে।
    অবশ্য "বন্ধু না হলেই শত্রু"" এটা মার্কসবাদী যুক্তিও বটে। মেরুকরণ ঘটতেই হবে - তা না হলেই কম্যুনিষ্ট ম্যানিফেস্টো অশুদ্ধ হয়ে যাবে।
    আর একটা কথা - উত্তরপ্রদেশে কৃষি জমি বাঁচাও আন্দোলনে সিপিএম কেন, আপনার দেওয়া ব্যাখ্যাটা পুউরো একঘর। মানে, সিপিএম কোন বিষয় নিয়ে আন্দোলন করবে তা নির্ভর করবে সেই বিষয়ে প:ব:/ত্রিপুরা/কেরালাতে অতীতে কে সিপিএমএর বিরুদ্ধে ছিলো - তার ওপর। অর্থাৎ যদি এখন লালু রেলমন্ত্রী হতেন তবে উ:প্র:তে সিপিএম ঐ আন্দোলনে থাকতো না!!!!!!
    না: বিমান বসু বা প্রকাশ কারাত বা সিতারাম ইয়েচুরী এতোটা ইয়ে, মানে, যাকগে - মনে হয় না।
  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:৫৪428090
  • এই (২) এবং (৩) নং পয়েন্টগুলোকে কি বলা যেতে পারে? যুক্তি? অযুক্তি? কুযুক্তি? না সেকেন প্যারার লাস্ট বাট টু শব্দটা?
  • kallol | 124.124.93.202 | ০৫ জানুয়ারি ২০১০ ১২:৫৪428089
  • অরিজিত - আমার ""জবাব"" পোস্টে আমি পরিবর্তন চাওয়ার অন-অমর্ত্য কারন কিছু দেখিয়েছিলাম। এক কথায় : ১) সিপিএমএর ঔদ্ধ্বত্যের অবসান। ২) কয়েক বছরের জন্য একটা আপেক্ষিক গণতান্ত্রিক পরিসর পাওয়া।
    এগুলোকে তুমি কারন হিসাবে না দেখতে চাইতে পারো, সেটা তোমার ""কারন"" সম্পর্কে বোধের বিষয়, আমার নয়।
  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ১৩:০৬428091
  • অনেক হতাশ এবং পথহারা বামপন্থীরা যে ক্রমশ: নৈরাজ্যবাদের রাস্তা ধরছেন সে বিষয়ে সন্দেহ নেই। সেইজন্য, ক্ষমতায় কে আসবে তা নিয়ে মাথা ব্যথা নেই অথচ সেই নাজানা সরকার যে বর্তমান সরকারের থেকে বেশী গণতান্ত্রিক পরিসর দেবে সেটা জানা আছে। কিমাশ্চর্যম!!
  • lcm | 69.236.172.178 | ০৫ জানুয়ারি ২০১০ ১৩:১৩428093
  • ২০০৬-এর ডেটা
    -------
    মোট ভোট দিয়েছেন: ৩.৯৪ কোটি

    সিপিএম - ১.৪৬ কোটি
    তৃণমূল - ১ কোটি
    কংগ্রেস - ৫৮ লাখ
    ফ:ব্লক - ২২ লাখ
    নির্দল - ১৬ লাখ
    আরএসপি - ১৪ লাখ
    ....
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৩:১৩428092
  • কল্লোল দার ২ আর ৩ নং টা পড়ে হাসছি হ্যা হ্যা করে।
    কল্লোল দা নাম্বার গুলো একটু বদলান।
    ওগুলো যুক্তি না জেদ। আপনি একটা জেদের লিস্টি বানিয়ে তাতে ১ ২ করে লিখে দিন।
  • lcm | 69.236.172.178 | ০৫ জানুয়ারি ২০১০ ১৩:১৭428095
  • ২০১৫--- দুই ব্যক্তির কথোপকথন---
    (অ্যাসাম্পশান: মমতা ক্ষমতায় রয়েছে)
    .....
    ক: শেষে কিনা আপনি সিপিএম-কে ভোট দেবেন
    খ:- মমতার হাত থেকে বাঁচতে যে কোনো অল্টারনেটিভকে ভোট দেবো।
    ক:- কিন্তু তা বলে বুদ্ধবাবুকে ভোট দেবে, উনি তো... পেইড ব্যাক উইথ সেম কয়েন।
    খ:- হোক হোক তা হোক, মমতার হাত থেকে বাঁচতে, শুধু বুদ্ধ/বিমান কেন - বুশ, কিষেনজি, আল-কায়দা ... যে কোনো, যেই হোক তাকে ভোট দেবো।
    ...

    তখন গুরুচন্ডালি-র লোকজন প্রশ্ন করবেন, এ কি যুক্তি? :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন