এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৩২৩০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 204.138.240.254 | ০৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৩428197
  • হচ্ছে লোকসভা ভোটের কথা। বটেই তো। তবে কিনা এই বঙ্গেও ছোটখাটো পাড়ার নির্বাচনে কারা যেন বিজেপির সাথে আঁতাত গড়ছে।
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৩428196
  • কনসেন্ট ম্যানুফ্যাকচার একেই বলে। শুরু করলেন 'তিনোমুলও তো খুন করছে ...', শেষ করলেন তিনোমুল-মাওবাদী জোট দিয়ে !!
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৫428198
  • ব্ল্যাংকি ঠিকই বলেছ, তাহলে আবার মিডিয়ার কাছে পৌছে যাওয়া যায় :-)
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৬428199
  • saikat, দিনে তিনোমূল রাতে মাওবাদী, কোন নামে ডাকা যায় ভেবে ভেবে ক্লান্ত, ভালো নাম পেলে জানাবেন :-)
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৭428201
  • আর লেখা আছে মনে হয়:
    According to Aleksandr Solzhenitsyn, Gorky's return to the Soviet Union was motivated by material needs.
    camp-টা নিয়ে বক্তব্যও কি Solzhenitsyn-এর মনে হচ্ছে?
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৭428200
  • মিডিয়া থেকে লাইনের আধখানা তুলে নেওয়াটা অবশ্য মিডিয়া থেকে দুরে চলে যাওয়াই ...
  • Arpan | 216.52.215.232 | ০৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৮428202
  • আর সামনের লোকসভা ভোট নিয়ে শৈবাল কথা বলতে চাইছেন কেন? সে তো সাড়ে চার বছর বাকি! বছর দেড়েক বাকি থাকতে না হয় কেন্দ্রে "পরিবর্তন'-এর কথা আলুচানা করা যাবে।
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৯428203
  • According to Aleksandr Solzhenitsyn, Gorky's return to the Soviet Union was motivated by material needs. In Sorrento, Gorky found himself without money and without fame. He visited the USSR several times after 1929, and in 1932 Joseph Stalin personally invited him to return for good, an offer he accepted. In June 1929, Gorky visited Solovki (cleaned up for this occasion) and wrote a positive article about that Gulag camp, which had already gained ill fame in the West. Later he stated that everything he had written was under the control of censors. What he actually saw and thought when visiting the camp has been a highly discussed topic.

    আমার তো মনে হচ্ছে না।
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:০০428204
  • তাই তো মনে হচ্ছে, অন্তত সেভাবেই তো প্যারাগ্রাফ করা হয় বলে মনে হয়। কনটেক্সট বদলালে প্যরাগ্রাফ সাধারনত বদলানো হয়।
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:০৪428207
  • Arpan, তা ঠিক, আমার উচিত হয়নি কারোর কারোর অস্বস্তি তৈরী করা :)))
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:০৪428206
  • ব্ল্যাংকিকে,

    তাহলে new yorker-এর লিংকটা পড়। সেখানে Solzhenitsyn-এর উল্লেখ নেই, Dmitri Likhachev বলে একজনের কথা আছে।
  • kallol | 124.124.93.202 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:১২428208
  • এখন তোমাদের মনে হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া যায় না। পরের ভোট যখন আসবে, তখন হয়তো এরকম পরিস্থিতি হলেও হতে পারে।
    ধরা যাক মূল্যবৃদ্ধি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছলো যে আলুর কিলো ২০০০ টাকা। আর মনমোহন বলছেন, এটাই তো উন্নতির লক্ষণ। এবং আমেরিকা আমাদের নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করতে দেবে না বলছে। আর মনমোহন বলছে - এটাই তো হওয়া উচিত। এবং আমেরিকা বলছে ভারত শুধু ধান চাষ করুক, বাকি যা কিছু আমরা দেবো, আমাদের দামে। মনমোহন বলছেন - ঠিকই তো। - তখন, কি করবে? সিপিএমএর তো ক্ষমতা নেই কেন্দ্রে সরকার গড়ার। সেই তৃতীয় কারাত বিকল্প তো আগেই পটল তুলেছে। তখন কি হবে? ধরো তখন হাং পার্লামেন্ট হলো - তখন কি হবে???
    মার্ক্সবাদীরাই বলে রাজনীতিতে চিরস্থায়ী শত্রু-মিত্র বলে কিছু হয় না। যুক্তফ্রন্টের মার্কসবদী তঙ্কÄই তো তাই - জুলিয়াস ফুচিকের সেই বইটা মনে পড়ে। তাই বলছিলাম - এসব বালখিল্যতা না করে ঠিকঠাক ঝগড়া করলে হতো না?
    আর বালখিল্যতা করতে চাইলেও আছি।
    ঐ যে উ:প্র:এর কৃষি জমি রক্ষা না সংঘর্ষ কি সব - যাতে নাকি সিপিএম-বিজেপি-সমাজবাদী সবাই আছে - রেলের জমি দখলের বিরুদ্ধে - সেটা নিয়ে একটু জ্ঞানগর্ভ মতামত পেলে ভালো হতো। উড়িশ্যায় কলিঙ্গনগরের বা পস্কোর আন্দোলনে সিপিএমএর ভূমিকা নিয়ে একটুস আলো যদি দিতে ভাই।
    আমার অবস্থান আগেই জানিয়ে দিয়েছি আমি ঐ আন্দোলনগুলোকে সমর্থন করি।

  • Arpan | 216.52.215.232 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:১৪428209
  • অস্বস্তি কি আর অত সহজে যায়? :-)

    এই বিগত লোকসভা ভোটের আগে পরিবর্তন পরিবর্তন বলে কেউ কেউ লাফালাফি করছিল। আর কেউ কেউ সরকারের প্রশাসনের অপদার্থতায় বিরক্ত ছিল। সেইসব আপনারা মোটেও আমল দেননি। যখনই ওই প্রসঙ্গ উঠেছে তখনই শুনেছি "প:বঙ্গের ভোটাররা শিক্ষিত। এইসব ইস্যু লোকসভা নির্বাচনে কোন ফ্যাক্টর হবে না'।

    কী কাণ্ড! রাত পোহালে দেখা গেল ভোটাররা অশিক্ষিত হয়ে গেছে। অস্বস্তির ব্যপার।
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:১৭428210
  • বিজেপিকে ভোট দেওয়ার আগে ভাববো না শাইনিং ইন্ডিয়ার দিন গুলো, গোধরা থেকে কন্ধমাল গুলো?
    সত্যি বালখিল্যতা !
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:২৪428211
  • কল্লোলদা, বিজেপি কি অন্য কিছু করবে নাকি? তাহলেও কেন বিজেপি কে ভোট দেব? বিজেপি তো মনমোহনের কথাগুলোই বলবে, হয়তো একটু ঘুরিয়ে।

    হাং পার্লামেন্ট হাং থাকবে, অসুবিধা কি?

    অর্পণ, সিপিএমকে ভোট না দেওয়া মানুষকে অশিক্ষিত আবার কে কবে বলেছে? একটু দেখাবে?

    তিনোমূলকে ভোট দেওয়াটা অশিক্ষিত কাজ বলা মানেই কি সিপিএমকে ভোট দিতে বলা নাকি? কি চাপ! ;-)
  • kallol | 124.124.93.202 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:২৫428212
  • কেনো? আগেরবার কেন্দ্রে কং কে সমর্থন করার আগে ৭২-৭৭, জরুরী অবস্থা মনে পড়ে নি? ভাগলপুর মনে পড়ে নি??? পড়েছিলো, সব মনে পড়েছিলো, কিন্তু তখন প্রধান শত্রু বিজেপি, তাই..... নিজেদের তো মুরোদ নেই। তাই পরিস্থিতির খেলায় আবার কং প্রধান শত্রু হয়েও যেতে পারে।
    ধরো মধ্যপ্রদেশে একটা কেন্দ্রে বিজেপি আর কং লড়ছে। ওহানে এক পিস সিপিএম আছেন। তাকে প্রকাশ-সিতারাম-বিমান কি বলবেন ?
    তোমাদের উত্তরটা জানি। তবু তোমাদের থেকে চাইছি।
  • Arpan | 216.52.215.232 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:২৬428214
  • আপাতত আর তো তৃতীয় কোন বিকল্প নাই। বিকল্প কখনো তৃতীয় হয়ে থাকতে চায় না। :-)
  • Rajdeep | 125.22.62.70 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:২৬428213
  • Date:05 Jan 2010 -- 06:12 PM এর পোষ্ট @ কল্লোলদা পশ্চিমবঙ্গে এখন ২০০০ টাকা কিলো আলুর তুলনীয় পরিস্থিতি আছে? আবেগ নয় একটু যুক্তি দিয়ে প্লিজ বোঝান

    তর্কের খাতিরে যদি থাকেও তার জন্য দায়ী শুধু ৩৩ বছরের বামশাসন? আর তার সলিউশন হল তৃণ ফ্যাসিবাদে পরিবর্তন??
  • kallol | 124.124.93.202 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:২৮428217
  • অসুবিধা কি ? সেটা পোকাশ-সিত্তারামকে জিগাও। তাদের তো আবার হাং পার্লামেন্ট সয় না। নইলে তেড়েফুড়ে কং সমর্থন করে? এবার করে নি, তার কারন কং এর দরকার নেই তাই। সিপিএম বেঁচে গেলো। কোন সিদ্ধান্ত নিতে হলো না।
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:২৮428215
  • আর কল্লোলদা যখন যুক্তফ্রন্টের তত্ব নিয়েই আসলেন তাহলে অনেক কথাই বলা যায়, আপাতত একটাই প্রশ্ন, বৃহত্তর বাম ঐক্য নিয়ে কী মতামত? নাকি আর এস পি আর ফরওয়ার্ড ব্লক আর সুসিরা অত্যন্ত বাম, শুধু সিপিএম ছারা? :-)
    নাকি মমতাও বাম, তাই মমতা-অতিবাম জোট টাই বৃহত্তর বাম ঐক্য!!???
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:৩০428218
  • অর্পণ, সেই you're either with us.... :)))
  • Arpan | 216.52.215.232 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:৩২428219
  • ঠিক তাই কি? ঠিক এই মুহূর্তে বঙ্গে হাওয়াটাই সিপিয়েমবিরোধী। সিপিয়েম না থাকলে লোকে বামেদের জিতিয়েছে। উদাহরণ গোয়ালপোখর।
  • Rajdeep | 125.22.62.70 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:৩৬428220
  • অর্পণ এটা ঠিক নয় , গোয়ালপোখরে দীপাকে কেউ একজন হারিয়েছেন:) - ঐ সময়কার কাগজগুলো দেখুন (ইনক্লুডিং আজকাল) বোঝা যাবে
  • Arpan | 216.52.215.232 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:৩৭428221
  • হ্যাঁ, সেইটা হতেও পারে। :-)
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:৩৮428222
  • ধুর! কি যে বল, গোয়ালপোখর অন্য ইকুয়েশন, সবই তো জানো .....

    বামফ্রন্টের শরিক দলগুলোও তো হেরেছে এবারে।

    অনেক কিছুই ভুলভাল আছে, তবে সেই ভুলগুলোকে শতগুন এমপ্লিফাই করছে মিডিয়া আর তিনোমূল।

    এই যে সন্ত্রাস সন্ত্রাস বলে চিৎকার করছে এরা, কিন্তু আসলে তো বেশীরভাগই সিপিএমের কর্মীরাই খুন হচ্ছে।
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:৪১428223
  • সৈকত দা
    It is hard to know to what degree the censors shaped Gorky’s thoughts, but the text certainly suggests a man well satisfied with Soviet conditions and Soviet kindness.
    তো ব্যপারটা নিয়ে লেখক ও সন্দিহান। আর Dmitri Likhachev তো বিখ্যাত ব্যাক্তি। তাকে নিয়ে এই থ্রেডে টানা টানি করাটা কি ঠিক হবে?
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:৪২428224
  • সন্ত্রাস আবার কোথায়? তিনোমুলের লিস্টি তে তো জ্যান্ত লোকেদের নাম দেয়।
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:৪৭428225
  • ভাল। এর পরে বলবে রবি ঠাকুরও তো 'রাশিয়ার চিঠি' লিখেছিলেন এবং তাতে এ সব তো কিছু ছিল না !!! অতএব ?

    আর Dmitri Likhachev কেন বিখ্যাত আমি জানি না, কিন্তু কেন টানব না বুঝলাম না? অন্য টই খুলতে হবে বলছ?
  • PT | 203.110.246.230 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:৪৮428226
  • @ Saikat

    সত্যি কথাটা কে লিখেছে? কোন ইংরেজকে প্রশ্ন করে দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবিভক্ত বাংলাতে যে লক্ষ লক্ষ মানুষ ব্রিটিশের তৈরি মন্বন্তরে পোকা-মাকড়ের মত মরে গিয়েছিল (অশনি সংকেত) সেটা ওদেশের ইতিহাসের ক্লাসে পড়ানো হয় কিনা? ইউরোপের সবাই হিটলারের আর কম্যুনিস্ট বিশ্বের মানুষ মারার গপ্প জানে। এশিয়া আর আফ্রিকাতে ইংল্যান্ড আর ফ্রান্সের গণতান্ত্রিক হত্যার কথা নিয়ে ওখানে বিশেষ আলোচনা হয়না!
  • kallol | 124.124.93.202 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:৪৮428229
  • বৃহত্তর বাম বলতে কি বোঝো সেটা আগে শুনি। সিপিআই-সিপিএম-আরএসপি-ফব ছাড়া ভারতবর্ষে আর কারা কারা বাম তোমার মতে সেটা শুনি, তবে তো কিছু বলা যায়।
    আমার মতে এদের ছাড়া, নানান রং ও ঢংএর নকশাল (তার মধ্যে মাওবাদীরাও পড়ে) আর এসইউসি। এদের দিয়ে একটা সর্বভারতীয় ফ্রন্ট হয় ???????
    প:ব: প্রেক্ষিতে সিপিএম এতে রাজি নয়।
    একটা ছোট্ট গপ্পো শোনাই।
    আমরা ৭৭-৮৫ রাসবিহারী কালিঘাট অঞ্চলে রাজনীতি করতাম। আমাদের একটা গণসংগঠন ছিলো পিপিএফ। প্রোগ্রেসিভ পিপলস ফোরাম। আমাদের সংগঠন ঐ এলাকায় খুব জনপ্রিয় ছিলো। আমরা এলাকার ডিওয়াইএফএর সাথে ফ্রন্ট গড়তে চেয়েছিলাম। বারবর সেটা ডিওয়াইএফ নেতৃত্ব খারিজ করে দিয়েছে। একটা মজার তথ্য দেই - ডিওয়াইএফ-এ আমাদের একমাত্র সমর্থক ছিলো বিকাশদা - আজকের মেয়র।
    সিপিএম কোনদিন এমন কোন ফ্রন্ট করতে চায় না যেখানে সে চ্যালেঞ্জ পাবে, সেটা সংখ্যা বা তাঙ্কিÄক যেকোন দিক থেখেই হোক না কেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন