এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঈশ্বর-কণিকা ও তারপর ...

    quark
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০০৯ | ৯২৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 65.124.26.7 | ০৭ এপ্রিল ২০১০ ০২:৫৩428768
  • খুব ভালো হচ্ছে এই টইটা।
  • bitoshok | 69.180.128.132 | ০৭ এপ্রিল ২০১০ ০৮:২০428769
  • ১) শুধু কোয়ার্ক-অ্যান্টিকোয়ার্ক নয় অনেক কিছুই হতে পারে। কি কি হতে পারে সেটা বলে দেবে ইন্টারায়াকশনের প্রকৃতি এবং সংরক্ষন সুত্র গুলি । এনার্জি-মোমেন্টাম-অ্যাঙ্গুলার মোমেন্টাম এগুলো শুধু নয় -- আরো সংরক্ষন সুত্র আছে। যেরকম এখানে ইনিশিয়াল স্টেটে কি আছে? একটা ইলেক্ট্রন আর একটা পজির্টন। এগুলো কে বলা হয় লেপটন। লেপটনদের তিনটে ফ্যামিলি আছে - (ইলেক্ট্রন নিউট্রিনো, ইলেক্ট্রন), (মিউয়ন নিউট্রিনো, মিউয়ন), (টাও নিউট্রিনো, টাও)। এই ফ্যামিলি গুলোর একটা করে কোয়ান্টাম নাম্বার আছে। কোন রিঅ্যাকশনে ফ্যামিলি লেপটন নাম্বার কনজার্ভড হবে। ইলেক্ট্রনের ফ্যমিলি লেপটন নাম্বার +১। পজিট্রনের নাম্বার -১। দুয়ে মিলে শুন্য। স্বভাবতই ফাইনাল স্টেটে একটা ইলেক্ট্রন পজিট্রন থাকতে পারে বা মিউয়ন আর অ্যান্টি-মিউয়ন-ও থাকতে পারে। কিন্তু, একটা মিউয়ন আর একটা অ্যান্টি টাউ হবে না।

    ফাইনাল স্টেটে যদি কোয়ার্ক-অ্যান্টিকোয়ার্ক ধরি তাহলে তাদের জন্য আবার আলাদা নাম্বার আছে। সেটাও কনজার্ভড হতে হবে। কোয়ার্ক গুলো-ও তিনটে জেনারেশনে আসে। এখনও পর্যন্ত আমরা তাই জানি। এই নাম্বার অফ লেপটন ফ্যমিলি = নাম্বার অফ কোয়ার্ক জেনারেশন এটারও একধরনের ইন্টেরেস্টিং কনসিকোয়েন্স আছে।

    ২) এবার সংরক্ষন সুত্র বলে কোন চ্যানেল টা অ্যালাওড - কোন টা নয়। কিন্তু, রিঅ্যাকশন টা ঘটতে গেলে প্রয়োজনীয় এনার্জি সিস্টেমে পাম্প করতে হবে। ন্যুনতম এনার্জির পরিমান নির্ভর করবে পার্টিসিপান্টদের মাস এবং ইনিশিয়াল/ফাইনাল স্টেটের কনফিগারেশনের উপর। এই ফান্ডামেন্টাল পার্টিকল গুলোর মাস কিন্তু আলাদা এবং ওয়াইডলি সেপারটেড।

    ৩) অ্যালাওড রিঅ্যাকশন গুলোর কোন টা কি রেটে হবে, সেটা যে প্রবাবিলিস্টিক মেজার দিয়ে স্পেসিফাই করা হয় তাকে বলে ক্রস-সেকশন। ক্রস-সেকশনের ধারণা টা সহজ -- দুটো টেনিস বল একটা অন্যটার দিকে ছুঁড়ে দিলে তাদের কলিশন প্রবাবিলিটি ডিপেন্ড করবে মোশনের পারপেন্ডিকুলার
    ডিরেকশনে এফেক্টিভ এরিয়ার উপর।

    ফাইনাল স্টেটে দুটো মাত্র পার্টিকল থাকবে এমন নয়। একাধিক পার্টিকল-ও থাকতে পারে। তাদের ক্রস-সেকশন স্বভাবতই কম হবে।

    ৪) দ্রি যেই উদাহরণ দিয়েছেন সেগুলো এখানে প্রযোজ্য নয়। কারণ থিওরির আন্ডারলায়িং স্কেল অনেক আলাদা। মেটাল থেকে ইলেক্ট্রন বার করে নিয়ে আসতে বা গ্যাস আয়োনাইজ
    করতে ইলেক্ট্রন ভোল্ট অর্ডারের এনার্জি খরচ করতে হয়। এখানে ইলেক্ট্রন মাস ১/২ মিলিয়ন ইলেক্ট্রন ভোল্ট| মিউয়ন মাস ১০৫ মিলিয়ন ইলেক্ট্রন ভোল্ট| আপ-ডাউন কোয়ার্কের মাস ৫-৭ মিলিয়ন ইলেক্ট্রন ভোল্ট।

    ৫) কোয়ার্ক-অ্যান্টিকোয়ার্ক সিস্টেম দীর্ঘস্থায়ী হবে না। এটা আল্টিমেটলি হ্যাড্রনে কনভার্টেড হবে। কোয়ার্ক অ্যান্টিকোয়ার্ক সিস্টেমের লাইফটাইম ঠিক হবে স্ট্রং ইন্টার অ্যাকশনের স্কেল দিয়ে।
  • quark | 202.141.148.99 | ০৭ এপ্রিল ২০১০ ১২:৫৮428770
  • @ কেউ না,

    দু:খিত, অ্যান্টি পার্টিকল বলাই উচিৎ ছিল, ভুল ক'রে শুধু উল্টো চার্জ বলে দিয়েছি।
  • dri | 117.194.233.131 | ১২ জানুয়ারি ২০১১ ২৩:৩৫428771
  • আমার নাইভ মনে প্রশ্ন জেগেছিল, ন্যাচারাল হাই এনার্জি সিচুয়েশানে (বিদ্যুৎ চমকানো ইত্যাদি) কোয়ার্ক নিজে নিজেই হতে পারে কিনা।

    আজ বিবিসি সায়েন্সে একটা রিপোর্ট পেলাম তাতে বলছে, কোয়ার্ক নয় তবে ঝড়ের সময় অ্যান্টিম্যাটার তৈরী হতে নাকি দেখা গেছে।http://www.bbc.co.uk/news/science-environment-12158718

    A space telescope has accidentally spotted thunderstorms on Earth producing beams of antimatter.
  • dri | 117.194.233.131 | ১২ জানুয়ারি ২০১১ ২৩:৩৯428772
  • আরো একটা খবর আছে, সেটা রিসেশানের টইতেও দেওয়া যেত।

    আসছে সেপ্টেম্বারে ফার্মিল্যাব বন্ধ হয়ে যাচ্ছে, ফান্ডিংএর অভাবে। http://www.cbsnews.com/stories/2011/01/11/tech/main7236009.shtml
  • quark | 202.141.148.99 | ১৩ জানুয়ারি ২০১১ ১০:২৭428773
  • ব্রুকহাভেন-এ তো বছর বছর বন্ধ হয়ে যাওয়ার নোটিশ আসত আর সব্বাই চিঠি লিখে সই ক'রে সেনেটরকে পাঠানো হ'ত ..... তারপর বন্ধ না ক'রে পয়সা কমিয়ে মাপ ক'রে দেওয়া হ'ত। এ গল্প ২০০১ - ২০০৩ এর সময়কার।
  • dri | 117.194.238.53 | ১৮ মে ২০১১ ২২:২১428774
  • বলা হচ্ছে সার্নে ঈশ্বর কণিকা পাওয়া যেতে পারে ২০১২ র শেষের দিকে। তবে এই রিপোর্টেই বলছে ফার্মিল্যাব সত্যিই বন্ধ হয়ে যাবে এ বছর। http://www.physorg.com/news/2011-05-riddle-god-particle-cern.html
  • dri | 117.194.238.53 | ১৮ মে ২০১১ ২২:২৪428775
  • তবে সার্নের সাইন্টিস্টরা একটা আশ্চর্য্য জিনিষ করতে পেরেছে। অ্যান্টিহাইড্রোজেন অ্যাটমকে প্রায় ১৭ মিনিট ধরে রাখতে পেরেছে। আগে অ্যান্টিপার্টিক্‌ল সৃষ্টি হওয়ার প্রায় সাথে সাথেই (~0.1 sec) ধ্বংস হয়ে যেত। http://www.physnews.com/physics-news/cluster151875117/
  • dri | 117.194.229.28 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ০০:০৭428776
  • মনে হচ্ছে আইনস্টাইনের উইকেটটি পড়ে গেল। এখনও অবশ্য আম্পায়ার আঙুল তোলেননি। তবে লাউড অ্যাপীল।

    http://seattletimes.nwsource.com/html/nationworld/2016290580_speed23.html

    এ ব্যাপারে গুরুর সব ফিজিসিস্টদের রেসপন্স চাইছি। এ ব্যাপারে আপনাদের সবার ভাবনাগুলো লিখে রাখুন। কারণ, মনে হচ্ছে, এক্সপেরিমেন্ট যদি অ্যাকিউরেট হয় তবে এটা ফিজিক্সের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহুর্ত।
  • i | 203.158.52.216 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১১:২৪428592
  • কেউ লেখে না কেন?
  • kallol | 220.226.209.2 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৩428593
  • গুরুর ফিজিক্স গুরুরা লিখুন। আমরা চন্ডালেরা বসে আছি।
  • abastab | 61.95.189.252 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:০১428594
  • রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্স কি রিকন্সাইল করা হয়ে গেছে নাকি?
  • dd | 122.167.47.233 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৩428596
  • হেথায় মানে এই টইতে আমার নির্বিকার নির্ভীক পোস্টিং দেখে চিন্তা করার কিছু নেই, আমি ঐ রকমই, এক স্বনির্বাচিত কাঁঠালি কলা।

    বছর চল্লিশ আগেও পপুলার সায়েন্স ম্যাগ গুলিয়ে এই অতি দ্রুত মানে ট্যাকিওন কণার কথা পড়তাম। নিউট্রিনো, সে সময়কার ফান্ডা অনুযায়ী ছিলো একটি নেগেটিভ ম্যাসের কণিকা। থিওরেটিক্যালি,স্থির অবস্থায় এর ভর শুণ্যের ও কম। আলোর থেকে দ্রুত ছোটে কিন্তু ভর শুণ্য এরকম আরো কনাদের নাম শুনেছি তখন।

    তাইলে অ্যাদ্দিন পরে বোধয় এক ব্যাটাকে খপ করে ধরা গ্যাছে।

    আর সে সময়ে এটাও শুনতাম আইনস্টাইনের স্পেস্যাল রিলেটিভিটি তঙ্কেÄর এক সীমা আছে, শুধু সেই টুকু ক্ষেত্রেই সেটি অমোঘ কিন্তু ঐ থ্রেশহোল্ড পেরোলে আর ঐ তঙ্কÄ ভ্যালিড থাকে না।
  • SRISUVRO | 80.239.243.101 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৫428597
  • একটা সোজা প্রশ্নের সরল উত্তর চাইছি অপদার্থবিদদের জন্য!

    আলোর থেকে বেশি গতিবেগের অস্তিত্বের সাম্ভব্যতা প্রমাণ হলে
    আমাদের সাদা চোখে কোনো নতুন ছবি দেখার সম্ভাবনা আছে কি?

    বিজ্ঞানীদের মহলের ওঠা তোলপাড় সাধারণের গায়ে এসে পড়বে কি?

    জগ্‌ৎ সম্বন্ধে এযাব্‌ৎ প্রচলিত ধ্যনধারণায় কোনো পরিবর্তন আসছে কি?
  • nk | 151.141.84.194 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০428598
  • টাইম, স্পেস এসবের প্রচলিত ধারনা বদলে যেতে পারে। টাইম ট্রাভেল এর সম্ভাব্যতা দেখা দিতে পারে। আরো অনেক কিছু হতে পারে।
    এদিকে নিউট্রিনো কিন্তু ভরশূন্য না, এর অতি সামান্য ভর আছে। নিউট্রিনো আছে তিন রকমের, এখন পর্যন্ত যা জানা গেছে। ইলেক্ট্রন-নিউট্রিনো, মিউয়ন-নিউট্রিনো আর টাউ-নিউট্রিনো। টাউ দের ভর সবচেয়ে বেশী।
    এক্সপেরিমেন্ট এর ক্ষেত্রে একটা ব্যাপার হলো, এটা রিপ্রোডুসেবল হতে হবে, বারে বারে দেখাতে পারলে তবে মেনে নেওয়া যাবে।
    আলোর গতি এমনি একটা ব্যাপার---
    সে যাক গে, দেখা যাক।
  • Tim | 198.82.26.151 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২১:২৭428599
  • আলোর গতিবেগ অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার। আর একই রেজাল্ট বিভিন্ন ল্যাবে রিপ্রোডিউস করতে না পারলে কোন লাভ নেই। আপাতত লক্ষ্য রাখুন, সঙ্গে থাকুন।
    আইনস্টাইনের উইকেটটা সত্যিই পড়ে গেলে সাংবাদিকেরা টাইম ট্রাভেল করে আইনস্টাইনের প্রতিক্রিয়া জেনে আসতে পারবেন। :-)
  • dri | 117.194.231.79 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৯428600
  • হ্যাঁ, আপনারা ধীরে সুস্থে এক্সপেরিমেন্টগুলো সব শেষ করে নিন। তারপর আমায় খবর দেবেন। আমার একটা বিজনেস প্ল্যান রেডি আছে। আমি একটা টাইম ট্রাভেল এজেন্সি খুলব। আপনাদের দ্বাদশ শতকের ইরানে ল্যাপিস লাজুলির খনিগুলো সব ঘুরিয়ে আনব। আর যদি চান তো পাশেই ইরাকে সিক্স হান্ড্রেড বিসিতে নেবুচাদনেজারের অটোগ্রাফটাও নিয়ে আসতে পারবেন।
  • tania | 12.167.106.163 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৫428601
  • ব্যাস, এই যে দ্রি এটা এখানে ডিসক্লোজ করলেন, এর ফলে যে কোনদিন উনি খুন হয়ে যাবেন একটা কন্সপিরেসির শিকার হয়ে।

    ব্যাপারটা ভাল করে ভেবে দেখুন কমরেড। আজ যে এই সব মিলিয়নেয়ার বিলিয়নেয়াররা আদা জল খেয়ে অ্যান্টিকুইটি কেনে (হামুরাব্বির শিলনোড়া থেকে মোনালিসার দাঁতন), সেসবের ভ্যালু তো যাস্ট কানাকড়িতে নেমে আসবে আপনার বিজিনেসের ঠ্যালায়! তখন তারা আপনাকে ছেড়ে দেবে ভেবেছেন?
  • dri | 117.194.231.79 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৯428603
  • কোই নেহি। খুন হওয়ার পর টাইম ট্রাভেল করে আবার জীবিত অবস্থায় ফিরে আসব।
  • Tim | 198.82.26.151 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৬428604
  • তার জন্য তো অ্যাসিস্টেন্ট লাগেগা। মৃতদেহ কি আর একা একা টাইম মেশিন অপারেট করতে পারবে? দ্রিদার কাছে অ্যাপ্লিকেশন করে রাখলাম। বহুদিনের শখ, একটা সত্যিকারের রহস্য রোমাঞ্চের মধ্যে জড়িয়ে পড়ি।
  • dri | 117.194.231.79 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩১428605
  • একটা প্রোগ্রাম লিখে রাখতে হবে। আমার ডেড বডি ডিটেক্ট করলেই অটোমেটিকালি টাইম মেশিনটা চালিয়ে দেবে।

    তার আগে অবশ্য ডেড বডি ডিটেকশান অ্যালগরিদ্‌মটা লিখতে হবে। সেটা ইমেজ প্রসেসিং নিয়ে একটু লড়ে গেলে হয়ত হয়ে যাবে।
  • Tim | 198.82.26.151 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪১428606
  • ভেবেছিলাম একটা যুগান্তকারি প্যাকেজের আইডিয়া দেব। থার্ড রাইখের সময়কার জার্মানীতে টাইম ট্রাভেল করে যাওয়া নিয়ে। কিন্তু থাক। দ্রিদার সাথে হয়ত ট্রাভেল এজেন্সি খুলে কম্পিট করতে হবে।
  • dri | 117.194.231.79 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৬428607
  • এহেহে। তুমি শুধু থার্ড রাইখে নিয়ে যাবে?

    আমি ফাস্ট, সেকেন্ড এবং থার্ড রাইখে নিয়ে যাব একইসাথে। প্যাকেজ ট্যুর। শার্লামেন, বিসমার্ক, হিটলার এবং আপনার একটা গ্রুপ ফোটোও তুলে দেব।
  • pinaki | 122.178.19.164 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৬428608
  • দুর দুর, এদের সব প্রাচীনপন্থী বিজনেস আইডিয়া। আমার টাইমট্রাভেল কোম্পানির ক্যাচলাইন হবে ""আলতামিরায় আঁকুন নিজের ছবি""।

    তারপর দ্রি আর টিমের কোম্পানিকে কিনে নেব।
  • Tim | 198.82.26.151 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৭428609
  • আরে থার্ড রাইখের থেকে দূরে যেতেই হবেনা। অ্যাডভেঞ্চারমূলক ভ্রমণ কিনা, লোকে ক্যালাকেলি করে হাঁফিয়ে যাবে। তুমি তিনটে রাইখ ঘুরিয়ে এনো, শুদু বড়োনোকেরাই তোমার সাথে যাবে। আমার প্যাকেজে দুটো কোভার্ট অপারেশন, একটা ব্যাঙ্ক রবারি আর তিনটে স্টিট ফাইট রাখবো। তাছাড়া আনসিমুলেটেড কিছু ইভেন্ট থাকবে। ভরপুর এন্টারটেইনমেন্ট।
  • dri | 117.194.231.79 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৯428610
  • আলতামিরায় আমিও নিয়ে যাব। কিন্তু আপনার মত ফক্কুড়িতে সারব না। প্রথমে পারস্য হয়ে। ল্যাপিস লাজুলি খনি থেকে সংগ্রহ করে। তা না হলে আমার ক্লায়েন্ট রং করবে কি দিয়ে? আপনার মত ফেবার ক্যাসেলের প্যাস্টেল দিয়ে? ছ্যা।
  • tania | 12.167.106.163 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৩০428611
  • বলি বিগ ব্যাঙের সময়ে নিয়ে যেতে পারবেন?
  • dri | 117.194.231.79 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৬428612
  • অবশ্যই। তবে ওখানে সামারে গরমটা একটু বেশী। উইন্টারে যান। আর হ্যাঁ, বিগ ব্যাঙের কাছাকাছি গেলে ক্যামেরা ইত্যাদি পার্সোনাল বিলংগিংএ কোন ইন্সুরেন্স আমরা কাভার করি না, জানেন নিশ্চয়ই।
  • aka | 168.26.215.13 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৯428614
  • উফ বিজনেস প্ল্যানেও নান্দনিক আইডিয়া।

    চলুন না যাই ""শুনে"" আসি বসন্তসেনার গান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন