এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঈশ্বর-কণিকা ও তারপর ...

    quark
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০০৯ | ৯২৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.26.151 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০৩428615
  • উঠতি ফোটোগ্রাফারদের জন্য স্পেশাল ট্রিপ : আইস এজ। গাইডেড ট্যুর, বরফ চাপা পড়ে মরে গেলেও আমাদের অভিজ্ঞ গাইড আপনাকে খুঁজে ও খুঁড়ে এনে বাঁচিয়ে দেবে।

    ধর্মে যাঁদের ঝোঁক তাদের জন্য নানক-কবীর-তুলসীদাসজির লাইভ প্রোগ্রাম। অনুষ্ঠানের শেষে প্রত্যেকেই তিনটে করে প্রশ্নের উত্তর দেবেন, কথা দিয়েছেন।

    ইতিহাস নিয়ে আলাদা একটা বুকলেটই থাকছে। ব্যাবিলন থেকে বর্ধমান সব কভার করছি। মুঘল পিরিয়ড বুক করলে প্রথম পঞ্চাশজনকে তানসেনের কাছে ফ্রি তালিমের বন্দোবস্ত করে দেওয়া হবে। তিন মাসের কোর্স, কোর্স ফি পরে জানানো হবে।
    ( টই হাইজ্যাক হতে বেশি বাকি নেই)
  • nk | 151.141.84.194 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০১:১০428616
  • আমি আকবরের কাছে যাবো। ওনার ডিসলেক্সিয়া ছিলো কিনা দেখবো। এত ঝঞ্ঝাঝাটের মধ্যে বাবর লেখাপড়া শিখে নিজের আত্মজীবনীও লিখে ফেল্লেন আর আকবর পারলেন না, এটা একটা কথা হোলো? ডিস্লেক্সিয়া যদি থাকে, ট্রান্সপারেন্ট লাল কাগজ ওনাকে দেবো, উনি পড়তে লিখতে শিখে ফেলে বই লিখবেন "আকবর ও যোধা" :-)
  • tania | 12.167.106.163 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৫428617
  • টিম, টই হাইজ্যাক হয়নি। এগুলো ঐ সাবজেক্ট লাইনের 'তারপর' ফেজে চলছে :-)
  • nk | 151.141.84.194 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪০428618
  • ঠিক। তারপর... ফেজে সবই এঁটে যায়। :-)
  • pi | 128.231.22.133 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪১428619
  • একি, ভবিষ্যভ্রমণ কারো প্যাকেজে নাই ?
  • aka | 168.26.215.13 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৪428620
  • থাকবে না কেন? একেবারে একটা আস্ত রাইড। সিম্পল হারমোনিক মোশনে দুলুন অতীত থেকে ভবিষ্যত। নাম দেব টাইম ফ্ল্যাগ। একটা কিনলে একটা ফ্রি।
  • pi | 128.231.22.133 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৮428621
  • তাইলে সে রাইড কি সামারে মন্দগতিতে আর শীতে চটপটাপট চলব ?
  • pi | 128.231.22.133 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৯428622
  • *চলবে ?
  • nk | 151.141.84.194 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৪428623
  • কালের ভিতরে আবার সামার কী? উইন্টারই বা কী? সেখানে তো সব "এই সেই মধু-বৃন্দাবন, যেখানে বিরহ নাই। " :-)
  • aka | 168.26.215.13 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৯428625
  • কিন্তু যা ঘটেনি তার আবার আলো কোথায়? রিফ্লেকশনই বা কি?
  • aka | 168.26.215.13 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০২:০৩428626
  • তাই ভবিষ্যতে টাইম ট্র্যাভেল করা গেলেও সেখানে শুধু অন্ধকার।

    (শুধু এটার জন্যই আমার নোবেল কিংবা ম্যগসাইসাই কিছু একটা পাওয়া উচিত)।
  • nk | 151.141.84.194 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১০428627
  • কেন অন্ধকার? সেখানে নিজের বিন্দু থেকে আলো যায় নি বটে, কিন্তু অন্য বিন্দুর আলোরা চলে গেছে না?
    আসলে আমরা সবাই কিন্তু টাইম ট্রাভেল করছি, ভবিষ্যতের দিকে চলেছি, শুধু চলার রেট টা ফিক্সড, এটা বদলাতে পারলেই কেল্লা ফতে।
  • aka | 168.26.215.13 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৮428628
  • নিজের থেকে আলো যায় নি অন্যের থেকে আলো চলে গেছে এটা ডিসপ্রুফ করা যায়।

    ধরা যাক অন্য কোন বিন্দু থেকে আলো ভবিষ্যতে চলে গেছে। তারমানে সেই বিন্দুর যে অধিকারী তার রেসপেক্টে তার নিজের বিন্দুর থেকে আলো চলে গেছে। যা কিনা নিশির আগের স্টেটমেন্টকে ক¾ট্রাডিক্ট করে। (হেন্স প্রুভড)
  • pi | 128.231.22.133 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২১428629
  • আরে শুধু এই আবিষ্কার দিয়েই ভাঙিয়ে খেলেই হবে ? দেখছোনা, অলরেডি কী কঠিন কামড়াকামড়ি কম্পি শুরু হয়ে গেছে। রিসেশন প্রুফ বিজিনেস প্ল্যান বানাতে চান তো নতুন রিসার্চ ইনোভেশনে ইনভেস্ট করুন সার। অদূর ভবিষ্যতে সুদূর ভবিষ্যতে পাড়ি দেবার বন্দোবস্ত করা যায়, এমনি কিছু।
  • nk | 151.141.84.194 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২১428630
  • মোটেই তার নিজের রেস্পেক্টে ভবিষ্যতে যায় নি। সেটা তার বর্তমান। :-)
    হুঁ হুঁ বাবা, এরে কয় রিলেটিভিটি, এর এমন ধাক্কা যে ভদ্রলোক শেষে সব ছেড়ে দিয়ে পথে পথে গান গাইলেন!
  • T | 14.139.128.11 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০৫:৩০428631
  • ধুস, আমি সবচেয়ে স্পেশাল প্যাকেজ দিচ্ছি। তাবত হোমোস্যাপিয়েন্সের পরমপিতা সেই বাঁদরটির সাথে দেখা করাবৈ, মাইরি বলছি। সঙ্গে মিসিং লিংকের সাথে আলাপ টা ফ্রি।
  • nk | 151.141.84.194 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০৫:৪৬428632
  • আর পরমা মাতা বাঁদরীটি। তার গুরুত্ব আরো বেশী।
    যেন খামচে টামচে না দেয় বা থাপ্পড় টাপ্পড় না মারে সে দায়িত্ব আপনার। :-)

  • Sibu | 122.175.11.26 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০৫:৫২428633
  • ডিডিদার জন্যে ইস্পিশাল ট্যুর, কালিদাসের সঙ্গে ইন্টারভিউ। প্রথম পশ্চেন - মেয়েদের পোষাকে রঙের বর্ণনা আপনার রচনায় অনুপস্থিত কেন মহাকবি।

    তাতে ঘাবড়ে গিয়ে কবি যদি বলে বসেন - মেয়েদের জামা-কাপড় আমরা যে দেখতে পেতুম না বাবারা, তাহলেই চিত্তির।
  • T | 14.139.128.11 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০৬:৩৯428634
  • @nk, খামচে দেবে কেন? উটি কি অপ্রেসড নাকি!
  • pi | 128.231.22.133 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০৭:২৯428636
  • অতীত হলে আমি কিচ্ছুটি চাই না। শুধু কৈশোরের, না না শুধু ঠেক ই না, গোটাগুটি দিনগুলোই।
    গুপ্তযুগ, মুঘল যুগ, চালুক্য, বৈশালী, হস্তিনাপুর এসব তারপরের প্রেফারেন্সে আসবে।
  • Paakhi | 71.162.141.236 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৬428637
  • মধুমেহ রোগে পট করে স্বামী বিবেকানন্দ মরে না গেলে এই আলোর সমস্যাটা নাও হতে পারত। হয়ত নিকোলা টেসলা এনার্জী-ম্যাটার রূপান্তরের বৈদান্তিক ধ্রুবক পেয়ে যেতেন। বিস্তারিতের জন্য link পশ্য:
    http://www.hinduism.fsnet.co.uk/namoma/life_swamiji/life_swamiji_tesla.htm

  • abastab | 61.95.189.252 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৩১428638
  • বা: লোকজনের সহনশীলতা বাড়ছে দেখছি, কাল ভুল কইলাম কিন্তু এখনো কেউ কোন আওয়াজ দেয় নি, বেশ বেশ।

    পরীক্ষা সত্যি হলে স্পেশাল থিওরিতেও টান পড়বে।

    আজ একজনা এই লিংক পাঠালে, http://toddlerincosmos.blogspot.com/

    The other, more likely to me, is the possibility that we have been careless in treating time properly! This expt is based on the so called Time of Flight method, which treats
    time very much as in classical physics whereas neutrinos and the way they move could be involving many subtle aspects of time in quantum mechanics.


    এবং সময় বিষয়ে এক ফিল্ডস মেডালিস্টের চিন্তা ভাবনা http://www.alainconnes.org/docs/carlotime.pdf
  • Tim | 198.82.19.63 | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৫428639
  • এখানে একজন এক্সপার্টের সাথে কথা হলো। ভদ্রলোক বললেন যে খুব সম্ভব রেজাল্টে এরর আছে। টাইম সংক্রান্ত কথা তো আছেই, এছাড়াও জানা গেল জিপিএস দিয়ে দূরত্ব মাপা হয়েছে এবং (শুনলাম) সেই ডেটা ইন্টারপ্রেট করার দায়িত্বও নাকি আউটসোর্সড ছিলো, যেহেতু ঐ বিশেষ টেকনোলজি সম্পর্কে ওঁরা খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না। তো, মূল বক্তব্য হলো, যেকোনো স্টেপেই এই ভুলটা হয়ে থাকতে পারে।
    এদিকে যথারীতি ব্লগে ব্লগে কনসিকোয়েন্সেস নিয়ে গপ্প শুরু হয়ে গেছে। এই হলো কল্পবিজ্ঞানের অপকারিতা। :-)
  • dri | 117.194.238.200 | ২৮ সেপ্টেম্বর ২০১১ ০০:১৬428640
  • ইন্টারেস্টিং। কোয়ান্টাম মেকানিক্সে টাইম আর টাইম অফ ফ্লাইট নিয়ে একটু সহজবোধ্য ভাষায় আলোচনা হোক না। জি পি এস দিয়ে ডিসট্যান্স মাপার প্রবলেমটা কী? যথেষ্ট অ্যাকিউরেট নয়? আমি শুনলাম কত ৭২০ কিমি ট্রাভেল করেছে নিউট্রিনো।

    আর পাশাপাশি, স্পেশাল থীওরির সাপোর্টে কি ধরণের এক্সপেরিমেন্ট আছে সেগুলোও আলোচনা হোক। তাহলে জমবে।
  • Tim | 198.82.19.55 | ২৮ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৭428641
  • সময় কম, তাই অবাস্তবের লিংক থেকেই কোট কল্লাম
    They send a beam of neutrinos from the European Center for Nuclear Research, CERN, now famous for the LHC expt, to the Gran Sasso neutrino detector some 730 kms. They claim to know this distance to the accuracy of 20 cms! They find that the neutrinos take 60.3 nanoseconds faster than what light in vacuum would take to cover the same distance.

    It is not a one shot affair, they have roughly 16000 sample events.


    এইযে বলা হচ্ছে ১৬০০০ বার, এইটা কিন্তু মিসলিডিং। অ্যাপ্রক্সিমেশনের সমস্যা থাকলে ১৬০০০ বারেও ভুল ধরা পড়বে না। তারপর টানেলের মধ্যে উষ্ণতার তারতম্য, ডিটেক্টরের ডাইমেনশনস, বাতাস চলাচল- এসবেরও কোন এফেক্ট আছে কিনা কেজানে।
  • quark | 14.139.199.1 | ২৮ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৩428642
  • ইউজুয়্যালি এই ধরণের এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলার আগে এই সব জিনিস যেমন "টানেলের মধ্যে উষ্ণতার তারতম্য ইত্যাদি" নিয়ে সিমুলেশন করার কথা। ডিটেক্টরের যা যা বাস্তব সমস্যা হ'তে পারে, এবং সেই সব সমস্যার প্রভাব ডেটায় কেমন ভাবে পড়বে সেই সবই এই সিমুলেশন থেকে জানতে আরা উচিৎ। সিমুলেটেড রেজাল্ট সম্পর্কে ১০০% নিশ্চিত হয়ে তবেই আসল ডেটার ব্যাখ্যা। আর এতসব কিছুর পরেও যদি আসল ডেটা সিমুলেটেড ডেটার সাথে না মেলে, তবেই আসে আবিষ্কার।
  • দ্রি | 59.14.225.46 | ০৪ জুলাই ২০১২ ২০:৫৬428643
  • ঈশ্বর-কণিকা কি আবিষ্কার হল বলে? এরকমই তো কথা শোনা যাচ্ছে। সিক্স-সিগমা কি হল?

    কী বলেন গুরুর রেসিডেন্ড ফিজিসিস্টরা? এই কণিকার গুরুত্ব কী? আলোচনা করুন, হাত খুলে।
  • a x | 109.50.245.175 | ০৫ জুলাই ২০১২ ১০:১৯428644
  • http://vimeo.com/41038445
    ছোটদের হিগস্‌-বোসন।
  • b | 135.20.82.164 | ০৫ জুলাই ২০১২ ১১:৩৬428645
  • এদিকে ভারতীয় নিউজ চ্যানেলগুলোর ঢাক পেটানো শুরু হয়ে গেছে। বিদেশি ইনজাস্টিস ইত্যাদি।
  • শ্রী সদা | 69.97.137.67 | ০৫ জুলাই ২০১২ ১৩:৪৭428647
  • এই প্রোজেক্টে আমাদের দেশের একটা খুব বড় কন্ট্রিবিউশন হল হাই স্পিড ডেটা অ্যাকুইজিশন চিপ - MANAS। কোলকাতার সাহা ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে ডিজাইন হয়েছিল এই চিপটার, চন্ডীগড়ের একটা ফ্যাব্রিকেশন ল্যাবে ম্যানুফ্যাকচারিং হয়েছিল। ভারতে হাই স্পিড ভি এল এস আই ডিজাইনে এটা একটা মাইলস্টোন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন