এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ২৫১৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 76.247.246.200 | ২২ নভেম্বর ২০০৯ ০৫:০৯430084
  • কলমচী না, কলমবাজ গুন্ডা :-)) আমার কথা না, আজিজুলবাবুর কথা।
  • kallol | 115.184.73.185 | ২২ নভেম্বর ২০০৯ ০৭:১১430085
  • সত্যি, সুনীল আর বুদ্ধ গুহ যে কবে বাম হয়ে গেলো!!!
    এরা দুজনেই আনন্দবাজারের pet ছিলো। দুজনেই আবাপতে কল্কে না পেয়ে আজকালে লিখতে শুরু করলো - আর বাম হয়ে গেলো।
    সুনীলেরটা জানি। সাগরময়বাবু মারা যাবার পর সুনীল ধরেই নিয়েছিলো ওকে দেশএর সম্পাদক করা হবে। কিন্তু কোন কারনে সেটা হলো না। সুনীলও ঘুরতে শুরু করলো।
    বুদ্ধ গুহর ব্যাপার জানি না।
    অবশ্য এদিকে শুভাপ্রসন্নর কেসও প্রায় তাইই।
  • PT | 203.110.246.230 | ২২ নভেম্বর ২০০৯ ০৯:০৬430086
  • @ nyara

    ১। প্রথমে সিপিএমকে গালাগাল-যা করেছে সব ভুল, সব অন্যায়।

    ২। তারপর সিপিএম বিরোধিরা একই অন্যায়/ভুল করলে সিপিএমের ভুলগুলো তুলে ধরে-""ওরা করলে দোষ নেই আর এরা করলেই দোষ"-জাতীয় যুক্তিবিন্যাস।

    আমরা তো গত দু বছর ধরে শুনে আসছি যে বুদ্ধবাবু নাকি ""আমরা-ওরা"" বলে বাঙালীদের ভাগ করে দিয়েছেন। দিদি এবং পকাবুরা তো দেখছি সেটাকেই আদর্শ ধরে সব কিছুতেই ""আমরা-ওরা"" প্রয়োগ করছেন। এখন ""পরিবর্তন"" মানে তাহলে ওদের বদলে আমাদের লোকের খাওয়ার ব্যবস্থা করা?
  • PT | 203.110.246.230 | ২২ নভেম্বর ২০০৯ ০৯:১১430087
  • @Kallol

    "সাগরময়ের পরে সুনীল ধরেই নিয়েছিল (নিয়েছিলেন?) ওকে (ওঁকে?) দেশের সম্পাদক করা হবে"- এই ধরে নেওয়ার বিষয়ে যদি একটু প্রমাণপত্র পেশ করেন.......
  • a x | 143.111.22.23 | ২২ নভেম্বর ২০০৯ ০৯:৩৯430088
  • SB কে - ঐ ৫০,০০০ এর পোস্টে যে যে নামগুলো দিয়েছেন, ওনাদের কেউ কেউ যদি ঐ টাকা না নেন, আশা করব নিজেই এসে তা বলে যাবেন।
  • SB | 59.93.204.215 | ২২ নভেম্বর ২০০৯ ১০:১০430089
  • আমি তো আশাবাদী যে এনারা সুমনের ভাষায় কোনদিন বলবেন, যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ!
  • nyara | 24.4.99.4 | ২২ নভেম্বর ২০০৯ ১০:১৮430090
  • @PT

    তার থেকেও দৃষ্টিকটু কি এই নয় যে বুদ্ধজীবী পোষনের সঙ্গে সঙ্গে পকাবু বলে ব্যঙ্গ করা? এ তো 'সূচ বলে চালুনি তোর পোঁদে কেন ফুটো' কেস। বেসিকালি, সিপিএমের এসব বলার কোন মরাল হাইগ্রাউন্ড নেই। সাধারণ লোকও তৃণমূল এসব করলে কিছুই হয়তো বলবে না, কারণ বত্রিশ বছরে চোখ সয়ে গেছে। কালেক্টিভ ভ্যালু সিস্টেমের বারোটা বাজিয়ে এখন 'তৃণমূলের স্বজনপোষনের বিরুদ্ধে দিকে দিকে গর্জে উঠুন' বলে নাকে কাঁদলে সেটাকে ভাল বাংলায় বলে ন্যাকামি, গ্রাম্য বাংলায় বলে ঢ্যামনামি।

    আমি তো এ পাতাতেই দেখলাম অনেকেই রেলে শিল্পী-সাহিত্যিক পোষার বিরুদ্ধে মুখ খুললেন।
  • SB | 59.93.204.215 | ২২ নভেম্বর ২০০৯ ১০:২৯430091
  • আরে কি চাপ, যদি দুই-য়ের মধ্যে কোন গুনগত পার্থক্যই না থাকে তাহলে আর কিসের পরিবর্তন, কেনই বা পরিবর্তন এর নামে এরকম ঢ্যামনামি??!!!
  • nyara | 24.4.99.4 | ২২ নভেম্বর ২০০৯ ১০:৩৮430092
  • SB-র প্রশ্ন কি আমাকে? নাকি, সিপিএম যাকে মানুষ বলে, তাদের (e.g "মানুষ আমাদের সঙ্গে আছে')?

    যদি আমাকে হয় তবে বলি আমি তৃণমূলেরও ঠেকা নিইনি, পরিবর্তনেরও ঠেকা নিইনি। তবে পরিবর্তন তো হবে বটেই। সিপিএমের বদলে তৃণমূল। বাকিসব মোটামুটি একই থাকবে বলে আমার বিশ্বাস। ধান্দাবাজী, মস্তানি এগুলোতে হতো পার্টির ছাপ কম থাকবে। ইন্ডিপেন্ডেন্ট মস্তানদের সুদিন আসার চান্স আছে।

    তবে আমার একটা কৌতুহল হচ্ছে। লালফেট্টি কলমচীরা যে গায়ের লোম খাড়া ও চোখ ছানাবড়া করে বলছেন, মমতা এলে সর্বনাশ হবে, সেই সূত্রে আমি জানতে চাই, এর থেকে আর কী অধিক সর্বনাশ হতে পারে? সেল্ফ-ডেস্ট্রাক্টিং কৌতুহল সন্দেহ নেই, তবে গেল বছর পনের ধরে তো তাইই চলছে - সেল্ফ-ডেসট্রাকশন।
  • kallol | 115.184.90.164 | ২২ নভেম্বর ২০০৯ ১১:২১430094
  • পিটি - প্রমাণ নাই। তবে, আবাপতে কেউ চেনা শোনা থকলে কথা কয়ে দেখতে পারেন।
    আর তাছড়া আশা করবেই(করবেনই) বা না কেন। সাগরময়ের(সাগরময়বাবুর) শেষের দিকে সুনীলই (সুনীলবাবুই) তো সব দেখতো (দেখতেন)।
  • kallol | 115.184.90.164 | ২২ নভেম্বর ২০০৯ ১১:৩৪430095
  • পরিবর্তনটা সিপিএম থেকে সিপিএম নয়-এ। এবার তাতে তৃণমূল আসুক কি বৃক্ষডগা তাতে কিইই বা আসে যায়। ৩২ বছর ক্ষমতয় থাকলে নানান ক্ষতিকর কোলেস্টরল জমে। সেগুলো নির্মূল হোক। তার মানে এই নয় যে সিপিএমের ভালোর জন্য পরিবর্তন চাইছি। মানুষ একটু হাঁফ ছড়ুক, একটু দম নিক। তারপরে তো আবার ক্ষমতার সাথে লড়াই। যতদিন ক্ষমতা বিরুদ্ধে অ-ক্ষমতার জয় না হচ্ছে ততদিন সে লড়াই থাকবেই।
    আর এইসব পরিবর্তনের ঠ্যালায় যদি সিপিএম-তৃণমূলাদি একটু পদের হয়ে ওঠে, আর একটু সহ্য করার মত।
    তাই পরিবর্তন।
  • PT | 203.110.246.230 | ২২ নভেম্বর ২০০৯ ১১:৩৫430096
  • বামফ্রন্টকে কারুর পছন্দ হোক বা না হোক, ১৯৭৭-এ ক্ষমতায় আসার সময় কোন টিভি চ্যানেল, ব্যক্তিমালীকানাধীন খবরের কাগজ বামপন্থীদের পক্ষে কথা বলেনি। বরুণ সেনগুপ্ত আ:বা:-তেও বামেদের গালাগাল করতে করতে বামবিরোধীদের দয়ায় জেলে গিয়ে আবার বেরিয়ে এসেও বা পরে বর্তমান কাগজে বামেদেরই গালাগাল দিয়ে গেছেন। বেশীরভাগ শিল্পী-সাহিত্যিক নিজেদের বিশ্বাসের তাগিদে বামেদের সমর্থন করেছেন। বামেরা ক্ষমতায় অসার পর অনেকে কিছু সুবিধেও পেয়েছেন। কিন্তু তার অনেকটাই তিলকে তাল করা হয়েছে। যেমন ধরুন এই ফোরামেই সৌমিত্র চ্যাটার্জ্জীকে নিয়ে আলোচনা শুরু করে পকাবুরা রণে ভঙ্গ দিয়েছেন।

    সমস্যা তৃণমূল বা বামফ্রন্টকে নিয়ে নয়। সমস্যা হচ্ছে পকাবুদের নিয়ে যাঁরা মমতাকে ঠেলে তোলার চেষ্টা করছেন। গত প্রায় দুবছর ধরে এই পকাবুরা বলে এসেছেন যে এই ""পচে যাওয়া" ব্যবস্থাটার বদল তাঁরা করাতে চান মমতাকে মুখ্যমন্ত্রী করে। এই অবস্থান নেওয়ার পরে "high moral ground"-ধরে রাখার দায়িত্ব তাঁদেরই। ব্রাত্য বসু তাঁর সাম্প্রতিকতম নাটকে দেবব্রত বিশ্বাসের মুখে একটি ডায়লগ রেখেছেন ক্ষমতাসীন বামেদের কটাক্ষ করে,""মাওবাদী অনেক ভাল কামাওবাদীদের থেকে।"" পকাবু ব্রাত্যর প্রিয় মমতা মুখ্যমন্ত্রী হওয়ার আগেই পকাবু এবং তৃণমুলের কেউ কেউ (সুমন উবাচ) কামাওবাদীতে পরিণত হয়েছেন।
  • Arpan | 122.252.231.12 | ২২ নভেম্বর ২০০৯ ১২:২৮430097
  • যাঁরা "পকাবু'দের বিরুদ্ধে এই থ্রেডে গলা ফাটাচ্ছেন তাদের জন্য একটা কোচ্চেন আছে। বৃহত্তর অর্থে "পকাবু' বলতে আপনারা কাদের টার্গেট করেন? এই ধরেন অক্ষ বা কল্লোলদা এরাও কি "পকাবু'? তার সাথে প্লিজ বলবেন সাম্প্রতিক কিছু নির্বাচনে সিপিয়েমের পরপর পরাজয়ের পিছনে "পকাবু' দের ভূমিকা কতটা বলে আপনারা মনে করেন?
  • PT | 203.110.246.230 | ২২ নভেম্বর ২০০৯ ১৩:০৩430098
  • পকাবুদের মিথ্যাচার বেশ কিছুটা প্রভাবিত করেছে ভোটারদের। লিন্‌ক দিতে পারছি না বলে দু:খিত। বিশ্বাস করতেও বলছিনা। একজন শাঁওলী মিত্র। হাজার হাজার মৃতদেহ হলদি নদীতে ভাসিয়ে দেওয়ার কথা মুখে এবং লেখাতে (নিজে পড়েছি) প্রচার করেছেন। এসব কথা পুণাতে গিয়েও বাঙালীদের কাছে বলে এসেছেন। আরেকজন কবীর সুমন। নন্দীগ্রামের জঘন্য ঘটনার পরে তারা টিভিতে আরও জঘন্য মিথ্যে কথা আধঘন্টার ওপর ধরে প্রচার করেছেন (নিজে শুনেছি)-অসংখ্য বাচ্চাদের পা চিরে রাস্তার গর্তে ফেলে তার ওপরে খোয়া ফেলে রোলার চালিয়ে দেওয়া হয়েছে। সুমন এমনকি স্থানীয় এক সংখ্যালঘু মানুষের মোবাইল নাম্বারও দিয়েছিলেন দর্শকদের ঘটনা confirm করার জন্য।

    অক্ষ বা কল্লোল কে আমি ব্যক্তিগতভাবে চিনি না, শুধু তাঁদের লিখিত মন্ত্যবের পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য রাখছি। তাঁরা পকাবু কিনা সেটা তাঁরাই ভাল জানেন।
  • SB | 59.93.197.210 | ২২ নভেম্বর ২০০৯ ১৭:২২430099
  • কল্লোল্‌দাদের মত পরিবর্তনকামী দের কাছে প্রশ্ন, যাকে প্রোজেক্ট করছেন আপনারা, সেই কংগ্রেসকে কি আপনারা আগে দেখেননি? নাকি ভুলে গেছেন? নাকি মনে করছেন, এখনকার তৃনমূল আর কংগ্রেসের জোট আগের কংগ্রেসের থেকে গুনগত ভাবে ভাল, তাই যদি ঠিক হয়, তাহলে এই ভালত্বটা বুঝলেন কি করে?

    এমনকি হিটলার এর পার্টির নাম ও ছিল National Socialist German Workers' Party এবং হিটলারের নিজের ইচ্ছে ছিল নাম হোক Social Revolutionary Party!! হিটলারের উত্থানের সময়কার সোসালিস্ট এজেন্ডা নিয়ে আজও অনেকে লেখালেখি করেন!

    আপনারা অন্য কোন বাম বিকল্প প্রোজেক্ট করলে এসব প্রশ্ন আসতো না অবশ্যই। বৃহত্তর বাম ঐক্যের বদলে এমন একটা শক্তি কে সমর্থন করছেন, যারা বাম অতি বামের মধ্যেও পার্থক্য করবে না, ওদের support base কে যদি ধরে রাখতে হয় তাহলে ওদের একটাই স্লোগান হবে, "লাল হাটাও"। যেটা অলরেডি শুরুও হয়ে গেছে!
  • aka | 24.42.203.194 | ২২ নভেম্বর ২০০৯ ২০:০৫430100
  • আবার সেই ট্যাঁশামো, জনগণ হল ছাগল, এই শাঁওলী মিত্র, মহাশ্বেতা দেবী, কবীর সুমন এরা বিপক্ষে গেছে তাই না তৃণমূল জিতছে। কি দাআপঅট।

    এই আদিম প্রস্তর যুগের ফ্যাসিবাদের গল্প শুনে জনগণ কি করবে? গুণ্ডা তো রোজই মরে সে বামই হোক বা ডান তাই দিয়ে সাধারণ লোকের কি? এমনিতেই লোকে খুব চালাক হয়ে গেছে। শুনছি গুণ্ডা লেভেলে দল পরিবর্তন করে নিচ্ছে লোকে।
  • dukhe | 117.194.228.90 | ২২ নভেম্বর ২০০৯ ২০:৪৬430101
  • সর্বশিক্ষা অভিযান মনে হয় প্রচুর এগিয়ে গেছে । রোজ সকালে বাচ্চারা কাগজ খুলে শাঁওলী মহাশ্বেতার লেখা নিয়ে বসে এবং মিড ডে মিলের রান্না শুরু হওয়ার আগেই সিপিয়েম থেকে তৃণমূল হয়ে যায় ।
    জিও: শিক্ষামন্ত্রী !
  • PT | 203.110.246.230 | ২২ নভেম্বর ২০০৯ ২১:০০430102
  • প্রয়োজন না থাকলে শাঁওলী আর সুমনের পেছনে তৃণমুল এত investment করছেই বা কেন? এঁরা দুজন মিথ্যাচারের যে যোগ্য পুরষ্কার পাছেন তা দেখাই যাচ্ছে! অন্যসময় হলে এতদিনে সুমনের ঘাড়ধাক্কা জুটে যেত-নির্বেদ/অরুণাভদের কাছ থেকে জেনে নিন। জরুরী না হলে শুভাপ্রসন্নর বাড়িতেই বা এত ঘন ঘন মিটিং কিসের?
  • aka | 24.42.203.194 | ২২ নভেম্বর ২০০৯ ২১:০৭430103
  • দেখেছেন রুট কজ অবধি পৌঁছেও সমস্যার সমাধান করতে পারছেন না। এই ব্যপার? আপনারা একটু বেশি ইনভেস্ট করুন ২০১১ হাসতে হাসতে জিতে যাবেন। এই ছোট্ট সমস্যা নিয়ে এত লেখালেখি। আগে বললেই হত, কখন সলিউশন বাতলে দেওয়া যেত।
  • dukhe | 117.194.228.90 | ২২ নভেম্বর ২০০৯ ২১:১৯430105
  • ৩২-৩৫ বছর আগে সমর সেন লিখেছিলেন - কাকে ভোট দেব? বিরোধীদের ভোট দিলে শুনছি স্থিতাবস্থা থাকবে না । না থাকুক । আর কত খারাপ হাবে? - এই জাতীয় কথা - হাতের কাছে 'বাবু বৃত্তান্ত' নেই বলে কোট করতে পারলাম না।
    তখনও তো লোকে উন্নততর কংগ্রেসের আশায় বসে থাকেনি । দিয়েছে উলটে । পাব্লিকের হালচালই এরকম - কী করবেন দাদা ?
  • kc | 89.203.49.18 | ২২ নভেম্বর ২০০৯ ২১:২২430106
  • SB আর অক্ষকে,
    একটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, জয় গোস্বামী রেলের সাম্মানিক দক্ষিণা নিতে অস্বীকার করেছেন।
  • PT | 203.110.246.230 | ২২ নভেম্বর ২০০৯ ২১:২৮430107
  • কি যে মুশকিলে পড়া গেল, মমতাকে মুখ্যমন্ত্রী বানানো justify করতে সমর সেনকে quote করতে হল!! বঙ্গে অবামপন্থী বুদ্ধিজীবি নিশ্চিত কম পড়িয়াছে।
  • dukhe | 117.194.228.90 | ২২ নভেম্বর ২০০৯ ২১:৩২430108
  • অবামপন্থী কম? হতি পারে । অবামপন্থী বলতে তো সুনীল, কাজেই তিনি একদিকে । তবে সরকারবিরোধী কমে নাই - এই আর কি ।
  • PT | 203.110.243.21 | ২২ নভেম্বর ২০০৯ ২২:৪৫430109
  • সুনীল সম্পুর্ণ বাম-কলুষমুক্ত এমন বোধহয় শপথ করে বলা যাচ্ছেনা। যতদুর জানি বাল্যকালে তিনি AISF-এর সদস্য/সমর্থক ছিলেন।

    এমন হতে পারে যে তাঁর এই চরিত্রদোষের জন্য তাঁকে দেশ পত্রিকার সম্পাদক করা হয়নি।
  • dukhe | 117.194.233.235 | ২২ নভেম্বর ২০০৯ ২২:৫৯430110
  • বলেন কি! এই চরিত্রদোষের কারণেই সাহিত্য আকাদেমির সভাপতি?

  • dukhe | 117.194.233.235 | ২২ নভেম্বর ২০০৯ ২৩:০০430111
  • কিংবা কলকাতার শেরিফ?
    না: - চরিত্রে দোষ ঢোকাতে না পারলে জীবনই বৃথা ।
  • Du | 71.252.222.156 | ২২ নভেম্বর ২০০৯ ২৩:১৫430112
  • অক্ষ, বলছো তৃণমূল এলে স্ট্রং অপোজিশন হবে বলে তুমি আশাবাদী।
    সাংবাদিকদের ভাড়াটে খুনী বলে অ্যারেস্ট করানোর কথা কোন চ্যানেলে দেখানো হয়নি।
    ওয়েবেলকে রেল থেকে বাদ করা কোন কাগজে ছাপানো হয়নি।
    এই পটভূমিকায় বসে তুমি মনে করছো - গণশক্তি থেকে অর্ডার ডিটেল দিয়ে ছাপানো খবর তুমি নুন দিয়ে নেবে।
    তো স্ট্রং বিরোধিতাটা সুখময় খবরের পটভূমিতে কিভাবে হবে বলে তোমার আশা?
  • kallol | 115.184.93.39 | ২২ নভেম্বর ২০০৯ ২৩:৩৭430113
  • পিটি, আপনার Date:22 Nov 2009 -- 05:22 PM
    পোস্টের জবাব বহুবার দিয়েছি। আমার Date:22 Nov 2009 -- 11:34 AM পোস্টটা দেখে নিন।
    তবে আপনার চোখে বা কানে এই সহজ সত্যটি দেখাতে/ঢোকাতে না পারার দায় আমাকেই নিতে হবে।
    কে বললো, কোথায় পেলেন যে আমি কংগ্রেস কে প্রোজেক্ট করছি? কোন পোস্টে লিখেছি?
    আমি বারবার বলেছি সিপিএম গেলে কে আসবে তা নিয়ে আমার কোনও মাথা ব্যাথা নেই। তৃণমূল বা বৃক্ষডগা যেইই আসুক, লম্বা দৌড়ে সকলকেই সিপিএমের মতো হতে হবে। শুধু আশা এই যে দেরীতে হলেও নাগরিক সমাজ প্রতিবাদ করছেন। ফলে সিপিএম গিয়ে যেই আসুক, এমনকি কোন আলৌকিক কারনে সিপিএম এলেও লড়াই জারী থাকবে।
    সত্যি তর্ক করতে গেলেও যে অন্যের মতামত মন দিয়ে পড়তে হয়, সেটাও লোকে গুলি মেরে দিয়েছে। আসলে তর্ক করার অভ্যাসটাই আর নেই, শুধু ৩২ বছর ধরে হুকুম দিলে তা থাকেও না।
  • dukhe | 117.194.233.235 | ২২ নভেম্বর ২০০৯ ২৩:৪৯430114
  • দু:খ করে কী করবেন - গণতন্ত্রে মাঝেমধ্যে সরকার বদলের ব্যাপার থাকে । এই গণতন্ত্র কে নাকি সিপিয়েমই প্রতিষ্ঠা দিয়েছে (পার্লামেণ্টকে শুয়োরের খোঁয়াড় বলে) - বুঝুন কাণ্ড ! সেই কর্নওয়ালিসও নেই, চিরস্থায়ী বন্দোবস্তও নেই - সুখের দিন কি আর আছে দাদা ?
  • kallol | 115.184.93.39 | ২২ নভেম্বর ২০০৯ ২৩:৫৫430116
  • আর হ্যাঁ, সুনীলের বাম দোষ!!!
    একটু কষ্ট করে গণশক্তি অপিসে গিয়ে ৬০এর দশকের নন্দন-এর সংখ্যাগুলো দেখে নেবেন। কি পরিমান গাল দেওয়া হতো কৃত্তিবাস গোষ্ঠীকে। বিশেষ করে শক্তি-সুনীল-সন্দীপনকে। সেই সুনীলের বাম দোষ!!! আর এআইএসফ? তখন বিপিএসএফ ছিলো। সুনীল তার সদস্য ছিলেন সিটি কলেজে। তো??? তাতে কৃত্তিবাসের ""অবক্ষয়ী সংষ্কৃতি"", ""মার্কিনী অপসংষ্কৃতির ধারক বাহক"", ""অশ্লীল সাহিত্য"" জাতীয় বিশেষনগুলো নন্দনের পাতা থেকে মুছে যাবে???
    মনে পড়ে মুক্তমেলার (যার অন্যতম প্রধান উদ্যোক্তা সেই সুনীল) বিরুদ্ধে গালের তোড় ঐ নন্দনেই।
    সুনীল বাম হলে - আনন্দবাজার - কমিউনিষ্ট পার্টি মার্কসবাদীর সরকারী মুখপাত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন