এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ২৫১৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.93.241.173 | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৩৯430217
  • যতদূর শুনেছি আজকাল কোড লিখেই মাসে ৫০ হাজার পাওয়া যায়। তবে কি বিভাসবাবু, শাঁওলিদেবীরা যে কাজ করবেন তা এতই নিম্নমানের যে ওঁরা দশ-বারো হাজার পেলেই যথেষ্ট?

    আমার এক বন্ধুকে ভারত সরকার অত টাকাই দেবে বিইকলেজে একটা 'লোহার চেয়ার'এ বসার জন্যে - এই পোস্টগুলো পড়ে মনে হচ্ছে এটাও আর একটা অযথা ব্যয়।

    on a serious note, এঁদের কাছ থেকে যদি কোন সত্যিকারের কনট্রিবিউশন আশা করি, তাহ'লে সেই অনুযায়ী পয়সা দিতে আপত্তি কী? আর ওনারা নেবেনই বা না কেন?
  • ...... | 168.26.215.135 | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৫০430218
  • সেটাই তো মুশকিল। হেরিটেজ কমিটির কাজ এবং তার গুরুত্ব নিয়ে কোনোরকম কোনো তথ্য নেই। সাধারণ মানুষের কোনো ধারণাই নেই কি কাজ কত পরিশ্রম ইত্যাদি। যদি পঞ্চাশ হাজারের যোগ্য পরিশ্রমের কাজ হয়, আর সেটা করার যোগ্যতা যদি থেকে থাকে শাঁওলি কিম্বা ব্রাত্যর, তাহলে অসুবিধার কোনো কারণ নেই।
    "বেশ করেছি" ইত্যাদি না বলে এইসব তথ্য ও যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেই হয়।
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৫৫430220
  • কতকগুলান কথা

    ১। সিপিএম যদি কোন সরকারী কমিটি বানিয়ে নিজের দলের বিভিন্ন লোকজনকে সেখানে বসিয়ে টাকা পয়সা বিলি করে তাহলে সেটা নিয়ে আপত্তি আছে। প্রবল আপত্তি আছে। সিপিএমের বহু অনাচারের মধ্যে এটা নিয়ে আপত্তি প্রথম দিকে আসবে, এসেওছে।

    ২। মনে হয়েছিল সিপিএমের বহু দোষের মধ্যে এই স্বজন-পোষন নিয়েও বুদ্ধিজীবিরা সাধারণ মানুষের মতন ভাবেন। টেকনিকালি যেভাবেই ডিফেন্ড করা যাক এটা স্বজন-পোষণ, এর সাথে সিপিএমের এতদিনের পাইয়ে দেওয়ার রাজনীতির কোন পার্থক্য নেই। অতএব দেখা যাচ্ছে ওনারা শুধু সিপিএমের বিরুদ্ধাচারণ করছেন কোন নীতিগত স্ট্যান্ড নেই।

    ৩। যতদিন যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে তৃণমূলী বুদ্ধিজীবিদের সিপিএমের বিরোধীতাটা সম্পূর্ণ ব্যক্তিগত অ্যাজেণ্ডা। কল্লোলদা মাঝে মাঝেই বলে সিপিএমের ঔদ্ধত্য আর সহ্য করা যাচ্ছে না। এখন মনে হচ্ছে এটাই তৃণমূলী বুদ্ধিজীবিদেরও আসল অ্যাজেন্ডা। সাধারণ লোকের দৃষ্টিভঙ্গী থেকে ঔদ্ধ্বত্য ইত্যাদি পরে আসে। তাদের কাছে এই মূহুর্তে যেকোন অলটারনেটিভ একটা আশা। সেক্ষেত্রে শুধুমাত্র সিপিএমের ঔদ্ধত্ব্য নির্মূল করার পারিশ্রমিক হিসেবে ট্যাক্স পেয়ারদের লক্ষ লক্ষ টাকা খরচ করা অবশ্যই নিন্দনীয়, যেকোন দিন, যেকোন স্ট্যান্ডার্ডে।
  • Binary | 198.169.6.50 | ২৪ নভেম্বর ২০০৯ ০২:৫৫430219
  • কেডিদা, কোড লেখার ৫০ হাজারি চাগরী পেতে গেলে তার আগে ইন্টার্ভিউ নামক বস্তু থাকে, বা লিখিত পরীক্ষা। শাঁওলী বা ব্রাত্য সে সব দিয়ে-ই যোগ্যতা প্রমান করেছেন আশাকরি। তাহলে ৫০ হাজারি নিয়ে কথা নেই, আর নাদিয়ে থাকলে আছে।
  • nyara | 209.131.62.113 | ২৪ নভেম্বর ২০০৯ ০৬:১১430221
  • নন্দীগ্রামের পরে ব্রাত্য, বিভাসবাবু, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন - এনাদের অনেকে কিসব রাজ্য সরকারী পদ থেকে পদত্যাগ করেছিলেন না? আমার ছাই সব মনেও থাকে না। সেগুলো কিরকম পদ ছিল? বৈতনিক না অবৈতনিক? পার্ক্স কি ছিল? তো তখন যদি এনারা পদ বা পয়সার মায়া না করে সিপিয়েমের বিরুদ্ধে বলতে পারেন, তবে এখন মমতার বিরুদ্ধেও বা বলতে পারবেন না কেন বলে মনে হচ্ছে?
  • PT | 203.110.243.21 | ২৪ নভেম্বর ২০০৯ ০৮:৪১430222
  • @ nyara

    আমার Date:23 Nov 2009 -- 05:04 PM
    -এর পোস্টিংয়ে যে নামগুলো আছে তাঁরা নাকি পয়সা পান না?
  • PT | 203.110.243.21 | ২৪ নভেম্বর ২০০৯ ০৯:১৫430223
  • aka-র সঙ্গে সম্পুর্ণ একমত হয়ে আরেকটি পয়েন্ট:

    রেল একটি সর্বভারতীয় সংস্থা। সেখানে শুধু পশ্চিমবঙ্গ থেকে (এলেবেলে থিয়ামকে বাদ দিলে) হেরিটেজ বা অন্যান্য কমিটির সদস্য বেছে নেওয়ার যুক্তি কোথায়? অন্তত: লোকদেখানো ভাবে এই মমতাজীবিদের সঙ্গে সারা ভারত থেকে বামবিরোধী ব্যক্তিত্বদের তো অন্তর্ভুক্ত করা যেত! নাকি পুরো ঘটনাটাই "প্রেম করেছি বেশ করেছি করবই তো"" জাতীয় বালখিল্যপনা।
  • SB | 59.93.203.3 | ২৪ নভেম্বর ২০০৯ ০৯:১৯430224
  • রন্‌জনদা,

    খচবেন না :-))

    অপনার ধারাবাহিক লেখাটা পারলে পাঠাবেন, পড়ার ইচ্ছে রইল।

    প্রথমত শঙ্খ ঘোষ তৃনমূলী হয়ে যাননি, পরিবর্তন চেয়ে বিঞগাপনে মুখ ঢাকেননি, উনি এখনও শেষ পর্যন্ত "আমাদেরই লোক"! এবং ওনার বা এমনকি বিভাস বাবু সম্পর্কেও কোন খারাপ মনভাব নেই। আগেও তো একবার বোল্লাম, টাকা নিন ওনারা, তবে "আলু বেচ, কলা বেচ----" বলে প্রতুলের গানটা মনে রেখে, ব্যাস!

    পরিবর্তন তখনই চায় মানুষ যখন খারাপের থেকে ভালর দিকে উত্তরনের একটা সম্ভাবনা থাকে। সত্যি বলতে কি, সরকার পরিচালনার বাইরে থাকলে হয়ত আখেরে সিপিআইএমেরই লাভ হবে, কিন্তু প্রচুর মানুষ, গরীব মানুষ খুন হয়ে যাবেন এর মধ্যে। আপনি কেরালার কথা বললেন, কিন্তু ত্রিপুরার কথাও আপনার একইসাথে বলা উচিত ছিল হয়তো। আপনি হয়তো যানেন ত্রিপুরা তে ৮০'র দশকের শেষে, ৯০'র শুরুতে কিরকম কম্যুনিস্ট নিধন চলেছিল।

    আর কিছুই না, এরকম তো আরেকবার ঘটটে চলেছে, তাই তখন আশা করি আপনারা বা বাকি এই মমতা'র হাত থেকে পুরস্কার পাওয়া বুদ্বিজীবিরা চুপ চাপ ফুলে ছাপ দেবেন না! আর মিডিয়া তো এই নিয়ে চুপ থাকবেই, আগের বারের মতই, এখনো আছে, গুরু ও চুপ এই নিয়ে, কোথাও কেউ এই নিয়ে লিখলে অক্ষদা'র মত নুনের চিমটে দেওয়ার বদলে প্রতিবাদটা করবেন।

    আসলে আশংকা করি, "প্রতিবাদী কন্ঠ গুলো টাকার ব্যাপার" -- আশংকা ভুল প্রমানিত হলে তো খুশি হবই, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু চোখেয় পড়েনি, including গুরুচন্ডা৯
  • aka | 24.42.203.194 | ২৪ নভেম্বর ২০০৯ ০৯:২৩430225
  • শেষ লাইনটা বুঝলাম না আর একটু ব্যাখ্যা করুন।
  • aka | 24.42.203.194 | ২৪ নভেম্বর ২০০৯ ০৯:২৯430227
  • আর পিটিকে একটাই কথা বলার। তাহল আমার প্রতিবাদ আর আপনার অঙ্গুলি প্রদর্শন দুটো এক করে দেখবেন না। আপনি বিশেষ একটি দলের পক্ষ নিয়ে কথা বলছেন যারা স্বজন পোষনকে শিল্পের পর্যায় নিয়ে গেছে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ঐ ছুঁচের তুলনাটি এসে পড়ে।

    আমার বক্তব্য সাধারণ মানুষের জায়গা থেকে। অন্যের নীতি নিয়ে প্রশ্ন তুললে নিজের কাছে প্রশ্ন করুন স্কুলের সম্পাদক থেকে শুরু করে পাড়ায় চায়ের দোকানের বরাত সবই সিপিএমের লোকজন পায় কেন? যদি না পারেন আপনার অন্যের দিকে প্রশ্ন তোলার রাইট কতটা?
  • Arijit | 61.95.144.122 | ২৪ নভেম্বর ২০০৯ ০৯:৩১430228
  • এই ব্যক্তিগত এজেন্ডার কথা আজ বোঝলা? ধেৎ ;-)
  • SB | 59.93.203.3 | ২৪ নভেম্বর ২০০৯ ০৯:৩৬430229
  • aka, গতকালের উদাহরন দিতে হলে, তপন মাহত বলে এক গরীব কৃষক সিপিএম করেন বলে শালবনীতে খুন হলেন। প্রায় রোজই এরকম খবর। সংখ্যাটা যোগ করলে ১০০ ছাড়িয়ে গেছে কয়েক মাস হোল। victimরা সবাই গরীব। এখানে যারা ৭০ সাল দেখেছেন, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন, ঠিক এইরকম ঘটনা তখন ঘটত। আজ এখনে একজন, কাল ওখানে দুজন। আবার ঘটছে। এই নিয়ে কিছু বলতে গেলেই নুনের ছিটে। প্রতিবাদী কন্ঠ গুলো এই নিয়ে নীরব কেন জানেন?
  • aka | 24.42.203.194 | ২৪ নভেম্বর ২০০৯ ০৯:৪৬430230
  • ঠিকই অনেকেই আপনার মতন পার্টিজান। আপনিও তো সিপিএম খুন করেছে বা সিপিএমে সমাজবিরোধী আছে সেটা বলেন না। আমি তো খবরের কাগজে প্রায়ই দেখি তৃণমূল খুন হচ্ছে। কই সে নিয়ে আপনাকেও তো সরব হতে দেখি না। বরং সিপিএমের অন্দরমহলের বিশ্বাস হল রাজনীতির জন্য সমাজবিরোধীর প্রয়োজন আছে - ফ্রন্টলাইনে না হলেই হল। আপনাদেরই একজনের লেখায় পড়েছি। চাইলে লিঙ্ক দিয়ে দেব।

    তাই নিয়ে যদি নাই বলেন তাহলে অন্য কেউ আপনার দলের কেউ মারা গেল কিনা তাই নিয়ে কথা বলবে এমন আশা করেন কেন? আপনিও পার্টিজান, অন্য যাদের কথা ভাবছেন তারাও তাই। তবে খামোখা পুরো ফোরামকে এর মধ্যে জড়াবেন না। বলতে হলে নাম করে বলুন।
  • SB | 59.93.203.3 | ২৪ নভেম্বর ২০০৯ ০৯:৫৬430231
  • প্রায়ই তৃনমূল খুন হচ্ছে সংখ্যাটা কত? অবশ্যই এটাকে মোটেই সমর্থন করছি না, যেকোন খুনের বিরুদ্ধেই লিখুন, বলুন। সমাজবিরোধী সিপিআইএমে নেই এরকম দাবীও আমি করছি না, যে সব যায়গাতে চোখ রাঙানি আছে সেখানেই সিপিআইএম হারছে, আর সেটা খারাপ কিছু নয়।

    কিন্তু দুদিকেরটাই বলুন দরকারে। প্রতিবাদটা সিলেক্টিভ হয়ে গেলে, স্পেশালি যখন এই ধরনের কমিটি টমিটি হচ্ছে, তখনই মনে হয়, "প্রতিবাদী কন্ঠগুলো টাকার ব্যাপার"---
  • PT | 203.110.243.21 | ২৪ নভেম্বর ২০০৯ ১০:১২430232
  • @ aka

    issue-টাকে ব্যক্তিগত করতে চাইনা। কিন্তু এই ফোরামে বেশীরভাগ মতামতদানকারীরা বেশীরভাগই আমার ক্ষুদ্র বিচারবুদ্ধি অনুযায়ী সুজাত ভদ্রের মত ""নিরপেক্ষ"। মুখে যিনি মানবাধিকারের কথা বলেন আর সুমনকে নিয়ে তৃণমুলের পাটির আলোচনাচক্রেও উপস্থিত থাকেন। আমার সমস্যা তৃণমুলকে নিয়ে নয়। সিপিএমের অন্যায়ের সমর্থনেও আমার বলার কিছু নেই। আমার প্রধান সমস্যা হতাশ বামপন্থিদের নিয়ে। আমার বিশ্বাস এঁদের বেশীরভাগই ব্যক্তিগত আক্রোশে (আপনি তৃণমুলী বুদ্ধিজীবিদের কথা বলেছেন) বামফ্রন্টের বিরুদ্ধে কথা বলছেন। এবং এই একান্ত ব্যক্তিগত ক্রোধে অন্ধ হয়ে থাকার জন্য কোন ""bigger picture"" এঁদের চোখে পড়ছে না। গুরুচন্ডা৯-র অবস্থানও এর থেকে খুব বেশী দুরে নয়।

    দ্রৌপদীর বস্ত্রহরণের সময় সকল বুদ্ধিজীবিরা চেয়ে চেয়ে দেখেছিলেন। যুধিষ্ঠিরের জুয়া খেলার দোষ তো অবশ্যই ছিল। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের পর সেই দেশটার প্রভুত উন্নতি হয়েছিল এমন কথা কিন্তু মহাভারতে লেখা নেই।
  • Arpan | 204.138.240.254 | ২৪ নভেম্বর ২০০৯ ১০:২১430233
  • লোকে খারাপ থেকে ভাল-তে উত্তীর্ণ হতে চাইলে পরিবর্তন কামনা করে সবসময়? সেই চয়েজ থাকে অলয়েজ?

    আনেক সময়ই খুব খারাপ থেকে অল্প খারাপে পৌঁছনোটাই মেনে নিতে হয়। যেমন ধরেন উন্নততর বামফ্রন্ট থেকে অপেক্ষাকৃত অনুন্নত বামফ্রন্ট। কিন্তু সেইটা যেহেতু এই মুহূর্তে সম্ভব নয়, বাধ্য হয়ে অন্য একটা লেসার ইভিলকে বেছে নিতে হয়। দায়ে পড়েই। নাহয় আরেকবার পরীক্ষাতে বসলই সবাই।
  • a x | 76.247.246.200 | ২৪ নভেম্বর ২০০৯ ১০:২২430234
  • ধুর এটা একটা যুক্তি হল? কাজ করলে টাকা তো পাবেনই। কিন্তু রাস্তাটা দেখা দরকার তো।
    একটা কমিটি যা ছিলনা, তা তৈরি হল।
    তাতে কেউ কেউ চাকরী পেলেন, এমন মাইনের যা উচ্চপদস্থ লোকজন পেয়ে থাকেন।
    যারা যারা চাকরি পেয়েছেন তারা "পরিবর্তনের পক্ষে"।

    তো এই পক্ষটা নিয়েছেন বলেই এই চাকরিটা পেলেন এটা না বোঝার কিছু তো দেখছিনা। আর সোজা বাংলাতে একেই তো নেপোটিসম বলে, নাকি? এটা একটা প্রিন্সিপলের ব্যপার হওয়া উচিৎ। হয় চাকরিটা নেবনা, নয়তো নিলেও মাইনে নেবনা।
  • Arijit | 61.95.144.122 | ২৪ নভেম্বর ২০০৯ ১০:২৪430235
  • পরীক্ষাতেই বসুক। তবে যেটাকে প্রোজেক্ট করা হচ্ছে সেটা "লেসার ইভিল' - এটা মেনে নিতে প্রবল আপত্তি আছে। এক্সপিকে রিপ্লেস করলা ভিস্তা দিয়া...ম্যাগো।
  • Arijit | 61.95.144.122 | ২৪ নভেম্বর ২০০৯ ১০:২৫430236
  • ওটা সিপিয়েম করলে নেপোটিজম বলে। মমতা করলে দূরদর্শিতা বলে;-)
  • dukhe | 122.160.114.84 | ২৪ নভেম্বর ২০০৯ ১০:৪৫430238
  • @SB, শঙ্খবাবুর ছবি কিন্তু পরিবর্তনের বিজ্ঞাপনে ছিল । বেশ কিছু যৌথ বিবৃতিতেও (যেগুলো কাগজে বেরিয়েছে) ছিল । কমিটিতে নেই মানেই উনি "আমাদের লোক" - এই আশা করে লাভ নেই । তৃণমূলী বাছতে গাঁ উজাড় হয়ে যাবে দাদা ।
  • Arpan | 204.138.240.254 | ২৪ নভেম্বর ২০০৯ ১০:৪৬430239
  • আরে ভিস্তা একবার টেস্ট করে তো দেখতে হবে। ম্যাক-ফ্যাকের কথা এনো না। ইওরোপে ছাড়া কোথাও দেখা পাওয়া মুশকিল।
  • kc | 213.132.250.2 | ২৪ নভেম্বর ২০০৯ ১০:৪৭430240
  • কিছুদিন আগে রঙ্গন এই টইতেই লিখেছিল, সবাই নিজের অবস্থানে দাঁড়িয়ে থেকে অন্যদের ক্রমাগত খিমচে যাচ্ছে। অন্য পক্ষ কত খারাপ তা দেখানোর প্রতিযোগিতা। নিজেদের ভালত্ব নিয়ে কোনো গল্প নেই, আছে শুধু অন্যকে খিমচে যাওয়া। পাড়ায় পাড়ায়, ফোরামে ফোরামে, এ এক নতুন সংস্কৃতি...... ম্যা--গো--
  • dukhe | 122.160.114.84 | ২৪ নভেম্বর ২০০৯ ১০:৫৫430241
  • ভালত্বের কপাল করে কি এসেছি দাদা ? একটার হাঁ করা বোয়াল মাছের মত চেহারা, অন্যটা কানকাটা খরগোশের মত দেখতে । এই তো চয়েস ।
  • Z | 220.227.6.42 | ২৪ নভেম্বর ২০০৯ ১১:১৪430242
  • সমস্যা হচ্ছে যে খুব ভালো হলে, চয়েস লিস্টে নাম ওঠানো-ই মুস্কিল। কংগ্রেস তো এতো ভালো ছিলো ৩২ বছর ধরে। সিপিয়েমের পে রোলে শান্ত শিষ্ট, শুধু নির্বাচনের আগে জনতাকে একদফা ৭২-৭৭ জুজু দেখিয়ে দিলেই হলো। সেই ভালো কংগ্রেস তো জনতার চয়েস লিস্টে নামই তুলতে পারল না।
    বর্তমান বামফ্রন্ট সরকার প্রায় ৯০% মেজরিটি নিয়ে বিধানসভায় এসে গত চার বছরে ৫-টি কী সফলভাবে ভালো কাজ করেছেন, সেইটি একটু জানতে চাই। (মানে করতে গিয়েছিলেন, বিরোদীদের বাধায় করতে পারেননি এমন উদাহরণ চলবে না।)
  • Z | 220.227.6.42 | ২৪ নভেম্বর ২০০৯ ১১:১৫430243
  • * বিরোধী
  • a x | 76.247.246.200 | ২৪ নভেম্বর ২০০৯ ১১:২১430244
  • দুখে :-))
  • PT | 203.110.246.230 | ২৪ নভেম্বর ২০০৯ ১১:৪২430245
  • বামফ্রন্টের ব্যর্থতা নিয়ে আলোচনা যাঁরা চান তাঁরা গৌড়চন্দ্রিকাটা একটু সেরে দিন তার আগে এইগুলো ব্যাখ্যা করে:

    ১। ভারতে ২০০ মিলিয়ন লোক না খেয়ে আছে কেন?
    ২। মানোবন্নয়নের তালিকাতে বিশ্বে আমাদের স্থান এইবছরে ১২৮ থেকে ১৩৪ হয়ে গেল কেন?
    ৩। আদিবাসীদের জল-জঙ্গল-জমির অধিকার এখনো সংবিধান স্বীকৃত নয় কেন?
    ৪। ব্রিট্রিশ আমলের জমি অধিগ্রহণের আইন ষাট বছরেও বদলানো হয়নি কেন?
    ৫। স্বাধীনতার পরে নেহেরুর সেই বিখ্যাত উক্তি-কালোবাজারিদের ল্যাম্পপোস্টে ঝুলিয়ে ফাঁসি দেব-অনুসারে এপর্যন্ত কত জন কালোবাজারিকে ফাঁসি দেওয়া হয়েছে?
  • PT | 203.110.246.230 | ২৪ নভেম্বর ২০০৯ ১১:৪৩430246
  • *মানবোন্নয়ন
  • dukhe | 122.160.114.84 | ২৪ নভেম্বর ২০০৯ ১১:৫৩430247
  • লিস্টি আরো বাড়বে -
    বিশ্ব উষ্ণায়ন রোধ করা যাচ্ছে না কেন ?
    পৃথিবী থেকে এত প্রাণী লোপ পেয়ে গেল কেন ?
    রাশিয়ার এই হাল হল কেন ?
    তাতিনের নাম তাতিন হল কেন ?
  • PT | 203.110.243.221 | ২৪ নভেম্বর ২০০৯ ১২:১৭430249
  • ধোঁয়াশা সৃষ্টি করাই পকাবুদের লড়াইয়ের যে একমাত্র রাস্তা সেটা মোটামুটি জানা আছে। কারণ ধোঁয়াশা সৃষ্টি করতে পারলে উত্তর দেওয়ার কোন দায় থাকে না। তখন শুধু বামফ্রন্টকে গাল দিয়ে পরিবর্তন, পরিবর্তন করে লাফালাফি করেই বিপ্লব সেরে ফেলা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন