এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ২৫১৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.221 | ২৪ নভেম্বর ২০০৯ ১৩:৪৯430283
  • ঠিক ধরেছেন। এখন থেকে এইটাই খেলার নিয়ম।
  • pi | 72.83.98.106 | ২৪ নভেম্বর ২০০৯ ১৩:৫২430284
  • তাইতো।
    তাই অন্ধ্রকে নিয়ে পকাবুদের মুখে লালা ঝরলেও ( যদিও কোথায় ঝরেছে তা একটু প্রমাণ সহযোগে দেখিয়ে দিলে ভালো হয় :)) তাই নিয়ে আপনি এক্কেরে বকাবকি করতে পারবেন না। ওক্কে, ডান ? ইয়ে মানে, ডান তো অনেক দিন ই হতে শুরু করেছেন।
  • dukhe | 122.160.114.84 | ২৪ নভেম্বর ২০০৯ ১৩:৫৩430285
  • বিশ্বের প্রেক্ষাপট বাদ দিয়ে শুধু ভারত নিয়ে পড়ে থাকবেন না । বিশ্ব উষ্ণায়ন এবং ডোডোপাখিদেরও জায়গা দেওয়া হোক ।
    সারা বিশ্বে কত লোক অভুক্ত ? ভারতের ঐ ২০০ মিলিয়ন তাদেরই অংশ বৈ তো নয় ।
  • lcm | 69.236.190.107 | ২৪ নভেম্বর ২০০৯ ১৩:৫৭430286
  • পিটি, বুঝলাম। তাহলে বলছ, পরিবর্তন-ফর্তন সব ফালতু বলছ। ধুর, তোমরা বড় স্ট্যাটিক। একটু ডায়নামিক হও না। জ্যোতি বসু-র ২৩ বছর, এরপর বুদ্ধদেব ৩২ বছর। মিশরের ফারাও নাকি?

  • dukhe | 122.160.114.84 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:০০430287
  • কেন - অদ্বৈতই তো ৩৫০ বছর না কতদিন ছিল । আলিপুরে ।
  • Arpan | 204.138.240.254 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:০৩430289
  • দুখে :-)))
  • lcm | 69.236.190.107 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:০৩430288
  • বোঝো! দুখে শেষে কিনা কচ্ছপ-এর সাথে তুলনা করলে। এবার, কচ্ছপের গতিতে উন্নতি .... এসব আসবে। নাহ!

    পশ্চিমবঙ্গ=কচ্ছপ, হায়দ্রাবাদ=খরগোস....
    কচ্ছপ একটু রেস্ট নিচ্ছে এখন, দ্যাখো না ২০২০ তে কি কোথায় যায়।
  • PT | 203.110.246.230 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:১৫430290
  • কি মজা! কি মজা! একটি রাজনৈতিক দলকে অপছন্দ বলে কেমন নিজেরাই নিজেদের কচ্ছপ-টচ্ছপ বলে গাল পাড়ছি। বাড়ি যাওয়ার আগে মুখ মুছে নেবেন। থুতু নিজেদের মুখেই পড়ছে কিনা!!
  • dukhe | 122.160.114.84 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:২২430291
  • @lcm, আপনি পশ্চিমবঙ্গকে কচ্ছপ বলে গাল দিলেন, নাকি কচ্ছপকে পশ্চিমবঙ্গ বলে ? হায়দ্রাবাদ আর খরগোশ নিয়েও একই প্রশ্ন রইল ।
  • lcm | 69.236.190.107 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:২৩430293
  • ধুর, পিটি রেগে গেছে, থুতু ফুতু কি সব বলছে।
    তা, পিটি, তুমি না হয় বুঝে গেছ কার কাকে অপছন্দ। তোমার কাকে পছন্দ শুনি না। বলো না । পছন্দের পার্টি বাছাই করতে গিয়ে গাঁ উজার করে দিলে হবে না কিন্তু।
  • lcm | 69.236.190.107 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:২৬430294
  • বোঝো! গাল দিলাম কই। কচ্ছপ একটা ধীর, স্থির, সুচিন্তিত... পার্সোনালিটির প্রতীক। কচ্ছপ-খরগোশ এর গল্পের কথা মনে নেই? ফাইন্ডিং নিমো-তে কচ্ছপের ভূমিকা ভুলে গেলে?
  • Arijit | 61.95.144.122 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:৩৬430295
  • হল না। খরগোশ আর কচ্ছপের গপ্পের কচ্ছপ আর ফাইন্ডিং নিমোর sea turtle আলাদা species ;-)
  • lcm | 69.236.190.107 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:৪২430296
  • আরে অরিজিৎ, ঐ হোলো। মাসতুতো ভাই।
    উইকি বলছে, ল্যান্ড টার্টল বা টর্টয়েস হলো গিয়ে মেরিন টার্টল-এর কাজিন।
  • q | 59.93.55.50 | ২৪ নভেম্বর ২০০৯ ১৫:০৫430298
  • দু পক্ষেরি কেমোন জেনো কাম্‌ড়া কামি্‌ড় কোর্ছে
  • dukhe | 122.160.114.84 | ২৪ নভেম্বর ২০০৯ ১৫:১৫430299
  • শুধু কামড় নয় - কচ্ছপের কামড় !
  • Bishorgo | 122.172.29.5 | ২৪ নভেম্বর ২০০৯ ১৫:৫৮430300
  • নভেম্বর মাসের গোড়া থেকেই 'দুখে'র প্রেমে পড়েছিলাম। আজ থেকে হাবুডুবু খেতে শুরু করলাম।
  • ranjan roy | 122.168.205.197 | ২৪ নভেম্বর ২০০৯ ১৬:০১430301
  • PT কি থিয়ামরে এলেবেলে কইলেন?
    মশয়, নামটা যদি মণিপুরের রত্তন থিয়াম হয় তাহইলে মন্তব্য প্রত্যাহার করেন।
    রতন থিয়াম সত্তরের দশকে এন এস ডি থেইক্যা পাশ কইর‌্যা রেপার্টরি জয়েন করেন। তারপর মনিপুরে গিয়া কোরাস রেপার্টরি দল বানাইয়া অভিমন্যু বধের মডার্ন ভার্শন ""চক্রব্যুহ'' প্রোডিউস কইর‌্যা অখিল ভারতীয় নাট্যজগতে মণিপুরের নাম স্বর্ণাক্ষরে লিখাইলেন। মণিপুরের ট্র্যাডিশনাল মার্শাল আর্ট, কীর্তন সবের সফল প্রয়োগ। শেষে একদশক আগে থিয়ামরে ডাইক্যা এন এস ডি'র ডিরেক্টর করলো। কিন্তু ব্যাডা বড় নাটক পাগল। এক বছর পরেই কয় আমি নাটক করতে চাই, চেয়ারে বৈস্যা -ফাইল পুশ করতে না।
    মণিপুরে ফির‌্যা গিয়া আবার নাটক, কোরাস রেপার্টরি এখন সর্বভারতীয় স্তরে প্রথম শ্রেণীর দল। আর এই হরিদাস পাল মাত্র গত ২১ তারিখ রায়পুরে ফেস্টিভালে থিয়ামের মণিপুরি ভাষায়
    ইবসেনের শেষ নাটক When we dead awaken''দেখছে। মাত্র ঢাকা তে কইর‌্যা আইসিলো।
    শচীন বা ধোনি যদি কৈল্কাতায় আইস্যা পি সেন ট্রফিতে ব্যাট কইর‌্যা হেইডারে সর্বভারতীয় কম্পিটিশন বানায়, তাহইলে দিদির কমিটিও রতন থিয়ামের নাম জুইড়্যা --। তবে সবাই পূর্বভারতের। তাতেও আপনাগো মুখ ভার। অন্য সময় কয়েন কেন্দ্র বাঙ্গলারে পুছে না। দিদি সেই এরিয়ার কোটা পুরা করলেন। তাতেও রাগ!
    তবে কি না কমিটির কার্য্যকাল দুই বছরের। কারণ? দিদি জানেন তিনি দুই বছর পরে রাজ্যের মন্ত্রী হইবেন। :))))))
  • PT | 203.110.246.230 | ২৪ নভেম্বর ২০০৯ ১৬:৪৬430302
  • থিয়াম এলেবেলে নন। কমিটিতে তাঁর উপস্থিতি "এলেবেলে"-দিদির রাজনীতির কারণে। বোধহয় দিদি মণিপুরে ভোটে লড়া মনস্থ করেছেন। ভাবছি দিদি ফিদা হুসেনকে নিতে পারতেন-সংখ্যালঘু ভোট আরেকটু পোক্ত হত? ডক্টর বালমুরলিকৃষ্ণার কথাও তো দিদি ভাবতে পারতেন-কলকাতার দক্ষিণী ভোট সব দিদির ঝুলিতে আসত? মোহন আগাসে কিংবা শ্যাম বেনেগল নয় কেন? আসলে মহারাষ্ট্রে ঠিক পাত্তা পাবেন না-শিবসেনা ঠেঙিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে।
  • Mmu | 88.162.116.162 | ২৪ নভেম্বর ২০০৯ ১৮:০৭430305
  • কি্‌জইউউউয়্য
  • Mmu | 88.162.116.162 | ২৪ নভেম্বর ২০০৯ ১৮:১১430306
  • PT2011 র নির্বাচন টা হোক তখন দেখা জাবে কে কাকে ঠ্যঙ্গায়
  • PT | 203.110.246.230 | ২৪ নভেম্বর ২০০৯ ১৮:৪০430307
  • @ MmU

    আপনারা ২০১১-র পরে আমাকে অবশ্যি ঠ্যাঙাবেন -- সে জন্যে প্রস্তুতও হচ্ছি। কিন্তু আপনারা কিছুতেই শিবসেনাকে ঠ্যাঙাতে পারবেন না। পারলে -- কালীঘাটের কালীর দিব্যি -- ট্যাংরাতে নিয়ে গিয়ে চাইনিস খাওয়াব!
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ১৮:৪৬430308
  • এসবি, একটু চোখ কান খোলা রেখে ফোরাম পড়ুন ও পার্টিসিপেট করুন। শুধু মাত্র কিছু বায়াসের ওপর বেস করে ফোরাম সম্বন্ধে ভার্ডিক্ট দেওয়া মনে হয় ঠিক নয়। একটা লেভেলের পরে পুরোটাই বিরক্তিকর ঠেকে।
  • SB | 114.31.249.105 | ২৪ নভেম্বর ২০০৯ ১৯:০৮430309
  • চোখকান খোলাই আছে, তবে আমি অন্য কিছু বলতে চেয়েছিলাম বোধয়। আপনি যদি ভুল না বুঝে থাকেন, তাহলে আমি ভুল বলেছি, এবারে খুশী তো? আর আপনি যা বলছেন বায়াস, সেটা যদি একা আমরই থেকে থাকে --- যাগ্গে, কাটিয়ে দিন, আমি অনেক্ষন হল দিয়েছি।
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ১৯:১৯430310
  • না একেবারেই খুশী নই। লঘু কমেন্ট করে লোকের ভুল বোঝাবুঝির ওপর চাপানোর আগে এক্সপেক্ট করব ভবিষ্যতে আর একটু সচেতন হয়ে কমেন্ট করবেন।

    খুব খোলাখুলি বললে, যদি মনে হয় গুরুচণ্ডালির সম্পাদকমণ্ডলীর উদ্দেশ্যেও কথাটি বলা হয়েছে তাহলেও এক্সপেক্ট করব বুঝিয়ে বলবেন কেন? সম্পাদকের একটা ব্যক্তিগত পলিটিকাল দৃষ্টিভঙ্গি আছে, সে সম্বন্ধে আপনি হয়ত আমার থেকে বেশি অবগত। এখনো অবধি আমি কোনদিন দেখি নি সেই বায়াস তার সম্পাদনার কাজে পড়েছে। যদি দেখিয়ে দিতে পারেন তাহলে খুশী হয়ে এই পুরো পোস্টটা উইথড্র করে নেব।
  • SB | 114.31.249.105 | ২৪ নভেম্বর ২০০৯ ১৯:৪৮430311
  • সম্পাদনার ব্যাপারে বলিনি, এই টই ফই তে যারা লেখেন তাদের সম্পর্কে বলেছি। যদি ধরা যায় এটা একটা কমিউনিটি, এবং তার বেশীরভাগ পার্টিসিপেন্টের একটা দৃষ্টিভঙ্গী, তাহলে সেই মেজরিটি ভিউটাকে বলেছি। এখানে মনে হয়েছে সিপিআইএমের কোন গরীব সমর্থকের মৃত্যুটা মৃত্যুই নয়, সে নিয়ে কিছু বলতে যাওয়াটা এই ফোরামে অপসংস্কৃতি, প্রতিবাদটা সিলেক্টিভ ---- যাগ্গে, নিশ্চই আমার মনে হওয়াটাও ভুল, কি বলেন?

    তবে বায়াসের কথা যদি বলেন, আমার তো ধারনা কেউই তার উর্ধ্বে নন, তাছারা holier than thou এর নাক উঁচু ব্যাপারটাও কেমন যেন লাগে।
  • saikat | 59.93.222.74 | ২৪ নভেম্বর ২০০৯ ১৯:৫৫430312
  • আমি তো অনেক দিন আগেই বলেছি, এই টইয়ের মাহাত্ম্য শুধু দুখের কমেন্টের জন্য। অনুরোধ যে তক্কো চলুক, দুখে ফলে মণিমুক্তো ছড়ানোর সুযোগ পাবে।
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ২০:০৩430313
  • না আপনি ভুল কাউন্ট করেছেন। সিপিএমের মৃত্যু, গরীব লোকের মৃত্যু ইত্যাদি নিয়ে অনেকেই কথা বলেছেন সেটা আপনার চোখে পড়ে নি বা পড়াতে চান নি। একটা ফোরাম সম্বন্ধে ভার্ডিক্ট দিলেন সেই নিয়ে প্রশ্ন করা হোলিয়ার দ্যান দাউ হয়ে গেল? খুব পরিষ্কার করে বলি, আমি এই ফোরামে লিখি এবং আপনি যে লেবেলিংটা করলেন তা আমার ক্ষেত্রে খাটে না। এবং বেশ অনেকদিন এই ফোরামে যাতায়াতের সুবাদে জানি সেই লেবেলিং অন্য অনেকের ক্ষেত্রেও লাগে না। সেটা পরিষ্কার করে জানাতে গেলে যদি মনে হয় হোলিয়ার দ্যান দাউ তাহলে হোলিয়ার দ্যান দাউ।

    তবে হ্যাঁ আপনি যে মতাদর্শে (আপনার বুলবুলভাজা থেকে এই ধারণা হয়েছে) বিশ্বাস করেন তার বিরুদ্ধ মতামতের লোকজনও এখানে আছেন, এবং তারা নিজের বক্তব্য ক্লিয়ারলি জানাতে দ্বিধা করেন না। অন্য অনেক ফোরামের থেকে সেটা সম্পূর্ণ আলাদা। সেটা আপনার বা আপনাদের পছন্দ না হলে কিছু করার নেই।
  • SB | 114.31.249.105 | ২৪ নভেম্বর ২০০৯ ২০:৩০430314
  • সে তো ভাল কথা! ধারনা ছিল বায়াস আর লেবেলিং আলাদা ব্যাপার। লেবেল্ড হয়াটা সোজা নয়, পার্টিজান হয়াটাও সোজা কাজ নয়, যদি ধান্দাবাজী না থাকে, অবশ্য এই ফোরামেই কেউ একজন বলেই দিয়েছেন আমি ধান্দাবাজী'র জন্যে পার্টি করি, এটাও তো লেবেলিং :-) তবে লেবেল্ড না হয়েও বায়াস্‌ড হওয়া যায় বোধয়। বায়াসের উর্ধ্বে ওঠাটা কঠিন, আপনি পেরেছেন, টুপি খুলে সেলাম :-)
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ২০:৩৫430316
  • আর একটু ব্যাখ্যা করুন। বুঝতে পারলাম না।

    হ্যাঁ হ্যাঁ বায়াস আর লেবেলিং একদম আলাদা। তবে হ্যাঁ বায়াস থেকে লেবেলিং আসে। কার্য্য কারণ সম্পর্ক।

    যদি মনে করে দেখেন সেই লেবেলিং এর প্রতিবাদ করেছে বহু লোকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন