এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ২৫১৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:১৫430383
  • বুঝেছি! একই সঙ্গে মানবাধিকার কর্মী, গাড়ী-কারখানা-এক্সপার্ট এবং নিরপেক্ষ-তৃণমূলী না হলে এই বাজারে বাঙালী সমাজে পাত্তা পাওয়া মুস্কিল।
  • r | 198.96.180.245 | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:২৪430384
  • আহা! চেইত্যা যান ক্যানে? ইদিক উদিক ঘুইরা ধরেন একটা রেসিপি লিখলেন, নয় একটা কবিতা, বা ধরেন ফুটবল লইয়া ফুট কাটলেন, কোথাও বেড়াইতে যাবার গল্প লিখা ফালাইলেন। দ্যাখবেন, মনে অনেক শান্তি পাবেন। ভুল বুয়েন না। আপনার জন্যই কই। আমাদের লিগ্যা কই নাই। এই দ্যাখেন না, আমারেও তো লোকে সিপিএম কয়। তাই বইলা আমি কি নাকখুঁটা বন্দ কইরা দিসি, না লাল দন্তমঞ্জন ইউজ করি না?
  • rokeyaa | 203.110.243.22 | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:৫৩430385
  • একি/কী! এই টই আধঘন্টা ফাঁকা?
  • PT | 203.110.246.230 | ২৫ নভেম্বর ২০০৯ ১৯:১০430386
  • কি হল, পকাবুদের দম শেষ? নাকি এরমধ্যে তিনমুলীরা কোনো বজ্জাতি করেনি?

    নাহোক অন্তত: এইটা দেখুন:
    Say no to nuclear plant, Mahasweta tells tribals
    http://www.newkerala.com/nkfullnews-1-157474.html


    ট্র্যাডিসন বজায় রেখে থাকুক ব্যাটাচ্ছেলেরা অন্ধকারে। মহাশ্বেতাদির অবিশ্যি লাইট-ফ্যান দরকার। আদিবাসীদের নিয়ে নেকা-পড়ার কাজ করতে হয়ত!
  • kallol | 115.184.34.140 | ২৫ নভেম্বর ২০০৯ ২০:২৮430387
  • পারমানবিক বিদ্যুত প্ল্যান্ট নিয়ে নানা বিতর্ক রয়েছে - উন্নত দুনিয়াতেও। সেগুলো আপনি যানেন না এমন নয়। তবু মহাশ্বেতা বলেই এরকম একটা মন্তব্য করতে পারলেন। চেরনবিল ভুলে গেলেন?
    একটু অপেক্ষা করুন, ভারতে যদুগোড়ায় ইউরেনিয়াম খনি নিয়ে রিপোর্টের লিংক দিচ্ছি।

  • a x | 76.247.246.200 | ২৫ নভেম্বর ২০০৯ ২০:৪২430388
  • মায়াবতীর মূর্তি গুলো নাকি মায়াবতীর মত দেখতেও না :-))) এটা হাইট!
  • tkn | 122.162.42.205 | ২৫ নভেম্বর ২০০৯ ২০:৪৭430389
  • সবই মায়া :-)
  • bitoshok | 76.113.141.128 | ২৫ নভেম্বর ২০০৯ ২১:০৬430390
  • তাইলে একটা মার্ক্সবাদী কম্যুনিস্ট পার্টীর মুখপত্র থেকে লিংক থাকুক।

    http://pd.cpim.org/2007/0902/09022007_snd.htm

  • dd | 122.167.52.136 | ২৫ নভেম্বর ২০০৯ ২১:১১430391
  • আ:। এরা সেই নিউক্লিয়ার নয় , সে গুনো আম্রিগান ও পচা। অপুষ্টিকর।

    আরো নিউ ক্লিয়ার আছে, য্যামন ই নিউ ত্যামন ই ক্লিয়ার। ভালো,সচ্চরিত্র। সেগুনোর কথা কওয়া হচ্ছে তো।
  • aka | 24.42.203.194 | ২৫ নভেম্বর ২০০৯ ২১:৩০430393
  • সিপিএমিরা নিজেদের স্ট্যান্ডগুলারও খবর রাখে না। বলেইছি, এইজন্যই দিদির কাছেও হারে। কি দিঙ্কাল, কি দিঙ্কাল।
  • Ishan | 12.163.39.254 | ২৫ নভেম্বর ২০০৯ ২১:৪৮430394
  • আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। কদিন ধরেই বলব বলব করে আর বলা হয়নি, আজ লিখেই ফেলি।

    তখন কলকাতায় থাকতাম। হপ্তায় হপ্তায় সিঙ্গুর যেতাম। ট্রেনে চড়ে। হাওড়া থেকে এক ঘন্টা লাগে ট্রেনে। কখনও কখনও আরও আধঘন্টা বেশি লাগে। কারণ শাওড়াফুলি থেকে সিঙ্গল লাইন। দিয়াড়া কি শাওড়াফুলিতে ট্রেন দাঁড়িয়ে থাকে দশ পনেরো কুড়ি মিনিট। লোকে নেমে বাজার-টাজার করে আসে। চা-জল খায়। অন্যদিকের ট্রেন এসে পুঁছলে তবে এই ট্রেন ছাড়বে।

    ইহাই তারকেশ্বর লাইনের ট্র্যাডিশন। দীর্ঘদিন ধরেই চলে্‌ছ। সেই আশি সাল থেকেই লোকে সেই নিয়ে মাঝেমাঝে গজগজ করে। সিপিএম নিয়ন্ত্রিত একটি যাত্রীসমিতি আছে, তারা রেলের জিএম না কাকে মাঝে মাঝেই ডেপুটেশন দেয়। অনেক দাবীর মধ্যে "তারকেশ্বর লাইনকে ডাবল লাইন করতে হবে' এটাও থাকে। কিন্তু ওটা হবে বলে কেউই বিশ্বাস করেনা। লোকে গাল দেয় কেন্দ্রীয় সরকারকে। ওরা পশ্চিমবঙ্গের জন্য কিসুই করেনা, এইসব বলে। সিপিএম এই প্রসঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার কথা প্রায়ই প্রচার করে।

    তা, লোকে প্রথমে সিপিএমের কথায় অক্ষরে অক্ষরে বিশ্বাস করত। কংগ্রেস সরকারকে গাল পাড়ত। এ সেই আশির দশকের কথা বলছি। কিন্তু তারপরে সিনটা বদলালো। ১৯৮৯ সালে কেন্দ্রে ক্ষমতায় এলেন ভিপি সিং। একদিকে বিজেপি অন্যদিকে সিপিএমের সমর্থন নিয়ে। লোকের হেবি উৎসাহ, কংগ্রেসএ ফোটানো গেছে। এবার বঞ্চনা ঘুচবে। কি না কি হবে। কিন্তু বেসিকালি কিসুই হলনা। মানে ডাবল লাইন হলনা। এর পরে আরেকবার বাম সমর্থন নিয়ে কেন্দ্রে কংগ্রেস সরকার চলল। তাতেও কিসু হলনা। লোকে এমনিও বিশ্বাস করতনা কিছু হবে, কিন্তু গালাগালটা এবার সিপিএমকেও দিতে শুরু করল। বঙ্‌চনা কথাটা নিয়েই খোরাক করতে শুরু করল। "শুধু বঞ্চনা বঞ্চনা বলে কি হবে, তোমরা তো বাপু সরকারে যাবার চান্স পেলেও যাওনা, কিছু আদায়ও করোনা', ইত্যাদি।

    এই যখন অবস্থা, তখন এই মার্কেটে কোন সালে যেন মমতা তৃণমূল বানালেন, এবং রেল মিনিস্টার হয়ে গেলেন। প্রথম এক গুচ্ছ ঘোষণার মধ্যে, কি ইআশ্চর্য তারকেশ্বর ডাবল লাইনও আছে। লোকে তখনও ঠিক বিশ্বাস করেনি কেসটা। ওসব তো লোকদেখানো ব্যাপার বলে লাপাচ্ছিল। কিন্তু কি কান্ড। কাজ হইহই করে শুরু হয়ে গেল। আধখানা হবার পরেই অবশ্য মমতা পদত্যাগ করলেন। কিন্তু তদ্দিনে সিঙ্গুর অবধি ডাবল লাইন হয়ে গেছে।

    এবার বলেন, লোকে কি বিশ্বাস করবে? এই যে রেল পরিষেবা নিয়ে আজকে জয়দেব বসু আজকালে লিখেছেন, একদম খাঁটি কথাই লিখেছেন নির্ঘাত (আমি ঠিক জানিনা অনেকদিন রেলে চড়ি নি), কিন্তু এর পরেও লোকে জয়দেব বসুর কথা শুনবেনা। বলবে, মমতা রেলমন্ত্রী হয়েছে বলে রেলের পিছনে লেগেছে। নিজেরা তো এত বন্ধু সরকার চালালো, কিসুই তো কই করেনি। চেষ্টা করলেই সব হয় তা নয়, কিন্তু মমতা অন্তত চেষ্টাটা করে তো। এরা তো চেষ্টাই করেনা। শুধু ভুল ধরে বেড়ায়।

    আপনারা যারা সিপিএম করছেন তাদের এইটা কাউন্টার করতে হবে। কিকরে করবেন জানিনা। লোকে খবরের কাগজ টিভি দেখে প্রভাবিত হয় ঠিকই, কিন্তু ভোট দেয় নিজের অভিজ্ঞতা থেকে। তক্কাতক্কি করলে, গলার জোরে চেঁচালে অনেককেই চুপ করিয়ে দেওয়া যায়, লোকে চুপ করে যায়ও, কি দরকার ফালতু ঝামেলায় যাবার -- এই ভেবে, কিন্তু লোকের অভিজ্ঞতাকে কিকরে কাউন্টার করবেন, সে আমি জানিনা।

  • r | 219.64.71.50 | ২৫ নভেম্বর ২০০৯ ২১:৪৯430395
  • এত কওনের পর দুনিয়ায় দ্যাখলেন সেই মহাশ্বেতার মুখ আর এক দলা ইউরেনিয়াম! করীনা কাপুর না হউক, অন্তত: লারা দত্ত টত্তও চক্ষে পড়ল না। আপনাদের কপালে ঐ হাঁ গাল বোয়াল আর কানকাটা খরগোশই নাচতাসে। পোড়াকপাইল্যা!
  • PT | 203.110.243.21 | ২৫ নভেম্বর ২০০৯ ২৩:৩১430396
  • বা:, এইত! মহাশ্বেতাদেবী আবার সবাইকে একজায়গায় জড় করেছেন।
  • ranjan roy | 115.184.91.31 | ২৫ নভেম্বর ২০০৯ ২৩:৩৮430397
  • ডিডি, হক কথা!

    দুই রকম নিউক্লিয়ার আছে।
    একটা আমেরিকান একটা বাঙ্গালী।
    প্রথমটায় ধোঁয়া , দ্বিতীয়টায় আলো।

    দুইখান টাটা আছে।
    একখান উড়িষ্যা-অন্ধ্র-৩৬গড়ে, একখান বঙ্গদেশে।
    প্রথমটা খালি চাষের জমি নিয়া শিল্প গইড়্যা চাষাদের উচ্ছেদ করে। খুব খারাপ।
    দ্বিতীয়টা বঙ্গসন্তানদের চাগরি দেয়। আমার নাতিনাতনিদেরও দিবো।
  • r | 219.64.71.50 | ২৫ নভেম্বর ২০০৯ ২৩:৪৬430398
  • অনুমতি দিলা কয়া ফালাই। টাটা দুর'ম না, তিনর'ম। আপনে যাদের কথা কন তারা ওল্ড টাটা। তাদের দিন গ্যাসে গিয়া।

    তিন নং মোস ইম্পটেন। টাটা ইয়ং।

    http://www.tatayoung.com/home.php
  • tkn | 122.161.164.139 | ২৫ নভেম্বর ২০০৯ ২৩:৫৭430399
  • হো হো হো হো হো হো
  • PT | 203.110.243.21 | ২৫ নভেম্বর ২০০৯ ২৩:৫৮430400
  • আচ্ছা প্লেন আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে শ'য়ে শ'য়ে লোক মরেনি? মানুষ কি প্লেনে চড়া বন্ধ করে দিয়েছে?
  • Sayantan | 159.53.46.141 | ২৬ নভেম্বর ২০০৯ ০০:০২430401
  • "sexy, naughty, bitchy' টাটা। স্বমুখে স্বীকার করে গেছে।
  • r | 219.64.71.50 | ২৬ নভেম্বর ২০০৯ ০০:১৩430402
  • ভাগ্যিস ইংরাজি হরফে ল্যাখলা! :-P
  • Sayantan | 159.53.46.141 | ২৬ নভেম্বর ২০০৯ ০০:১৮430404
  • ওই তো। বাংলায় লিখে দুর্দশা দেখে কেটে দিলাম।
  • PT | 203.110.243.21 | ২৬ নভেম্বর ২০০৯ ০০:২৬430405
  • খবরটা বছর তিনেকের পুরনো কিন্তু চেরনোবিলের অনেক পরের ঘটনা:

    Floating atomic plant for Russia. http://news.bbc.co.uk/2/hi/europe/5080732.stm

    Russia currently generates up to 17% of its electricity from 31 reactors at 10 sites, and President Vladimir Putin has said he would like to increase the figure to a quarter.

  • PT | 203.110.243.21 | ২৬ নভেম্বর ২০০৯ ০০:৩৫430406
  • Europe looks to a new generation of atomic energy

    After the Chernobyl disaster in 1986, most European nations turned away from nuclear power - but global warming has forced a change of heart...

    .....France, which takes 78 per cent of its electricity from nuclear power, and Finland, which decided to build a fifth reactor in 2002, ....

    http://www.smh.com.au/news/world/europe-looks-to-a-new-generation-of-atomic-energy/2007/05/18/1178995408907.html

    খবরের এই অংশটি প্রণিধানযোগ্য:
    In terms of carbon dioxide emissions, the case is strong. France's use of nuclear energy means each citizen emits six tonnes of carbon dioxide a year, compared with 9.5 in Britain, 15 in Australia and 18 in the United States,...
  • tkn | 122.161.164.139 | ২৬ নভেম্বর ২০০৯ ০০:৪৪430407
  • তিন নং টাটার গাওয়া এই গানটা আমার ব্যাপক লাগে :-)

  • Ishan | 173.26.17.106 | ২৬ নভেম্বর ২০০৯ ১০:৩৯430408
  • আম্মো ভাটে না কোথায় যেন হাসিঠাট্টা করেছি স্লাইটলি। PTর রেগে যাবার কারণ আছে। উনি কাউক্কে গালমন্দ করেননি। নিজের কথা স্পষ্ট করে লিখছেন। আমাদের যাদের ওনার লেখা এবং/অথবা সিপিএমকে অপছন্দ, তারা ওনার বক্তব্য কাউন্টার করতে পারি, কিংবা ইগনোর করতে পারি। কিন্তু বিষয়টা নিয়ে লিখতেই দেবনা বলে নানারকম কায়দা করাটা বোধহয় ঠিক না।
  • r | 125.18.104.1 | ২৬ নভেম্বর ২০০৯ ১০:৫৩430409
  • কেন রে ভাই? গলাও টিপি নি, কটুকাটব্যও করি নি, লিখতে বারণও করি নি। আর ইস্যুটা তো শুধু পিটি-কে নিয়েও নয়। ঈশান মাঝে মাঝে খুব সিলেক্টিভলি খিল্লিতে আপত্তি করে।
  • Ishan | 173.26.17.106 | ২৬ নভেম্বর ২০০৯ ১১:২৬430410
  • টই ওঠানো-নামানো, পাতা ঘেঁটে দেওয়া তো আগে তো খুব দেখেছি বলে মনে পড়েনা। ওগুলোকে আমার লেখা বন্ধ করার চেষ্টা মনে হয়েছে।
  • r | 198.96.180.245 | ২৬ নভেম্বর ২০০৯ ১১:৩৩430411
  • মনে হওয়ার কিছু নেই। চেষ্টা তো বটেই। তবে চেষ্টাই। এটা জেনেশুনে যে নিষ্ফল চেষ্টা। কারণ আমাদের হাতে এমন কোনো অধিকার নেই যে পার্মানেন্টলি কোনো টই ঢুবিয়ে দিতে পারি বা বন্ধ করে দিতে পারি বা ঘেঁটে দিতে পারি। কিছু নিরর্থক খামচাখামচির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ- খুব স্পষ্ট ভাষায় আগেই বলেছি। পাতা না ঘাঁটার অনুরোধ করায় সেটাও পরে আর করি নি। স্রেফ খিল্লি করছি। সেটা নিয়েও যখন আপত্তি, তখন থাক।
  • Samik | 122.162.75.43 | ২৬ নভেম্বর ২০০৯ ১১:৩৯430412
  • খিল্লিই তো। খিল্লিতে আপত্তি নাই। তবে এটাও বলি, নিজের প্রতিবাদের স্পেসটা রাখতে গিয়ে যেন অন্যের অ-প্রতিবাদের স্পেস খেয়ে না ফেলি।
  • bb | 202.75.197.38 | ২৬ নভেম্বর ২০০৯ ১১:৪০430413
  • ঈশানের সাথে ক। PT র বক্তব্য পচ্ছন্দ না হলেও টইটা ডোবানোর জন্য চেস্টা করাটা চোখে লেগেছে। এড়িয়ে গেলেই হয়।
  • r | 198.96.180.245 | ২৬ নভেম্বর ২০০৯ ১১:৪৭430416
  • খিল্লি করে সেই স্পেসটা কি করে খাওয়া সম্ভব বুঝিয়ে দেবে?

    পিটির বক্তব্য নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এই থ্রেডটার আলোচনার কোয়ালিটি যে জায়গায় পৌঁছেছে তা নিয়ে তীব্র অ্যালার্জি আছে।

    ভদিলালের নুনুকামান নিয়ে গুরুচন্ডালীতে আপত্তি উঠবে এ কথা এক সময়ে ভাবা যেত না। এখন ভাবছি। পরিবর্তিত পরিস্থিতি। "এই বিদেশে সবই মানায়।" :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন