এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ২৫১৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ২০:৪৪430317
  • পার্টিজান হওয়া সহজ কথা নয়, যেকোন মূল্যে পার্টি কমরেডের স্বার্থ রক্ষা করতেই হবে, দুনিয়ার মজদুর এক হও, সিপিএম ছাড়া বাকি সব কিছুই ফ্যাসিবাদ, রাষ্ট্রের হেজেমনি দুর করতেই হবে, আমরা নিরপেক্ষ নই। এই টার্মিনলজির রাজনীতি দেখতে দেখতে বড় হতে হতে বুড়ো হতে চললাম। কেতাবী বামপন্থার রেটরিকই আলাদা বাকি হাতে থাকে ভোটের রাজনীতি। শুধুই ভোটের কথা ভাবা। হ্যাঁ যেটুকু ভাবনা ভাবি তা এই টার্মিনলজির রাজনীতিকে প্রশ্নই করি। শুধুই দু একটি কেতাবে লেখা আছে বলে বিশ্বাস আর করি না। তার জন্য যদি সেলাম করেন তো সানন্দে গ্রহণ করলাম।
  • SB | 114.31.249.105 | ২৪ নভেম্বর ২০০৯ ২০:৪৫430318
  • কি চাপ, ইদিকে বলছে এই সুতো তে পোস্ট করলে পয়সা দিতে হবে, আর aka বাবু কিছুতেই ব্যাখ্য পাচ্ছেন না। আর নতুন করে কি ব্যাখ্যা করব সেটাও বুঝলাম না :-(

    হ্যাঁ হ্যাঁ পচ্চুর পোতিবাদ হয়েছিল অক্ষদা বলেছিল এরকম ধান্দাবাজি না করলেও আমি ভুল, তাই ধান্দাবাজি ইস্যুটা রেলেভেন্টই নয় :-)
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ২০:৫০430319
  • চলুক না। এতদিন ধরে কচলে লেবু আর নতুন করে তেঁতো হবার কিছু নেই।
  • SB | 114.31.249.105 | ২৪ নভেম্বর ২০০৯ ২০:৫৪430320
  • তা বটে।

    পার্টিজান মানে এরাও কিন্তু:
    পারলে দেখবেন।

    পার্টিজান কথাটাকেই একভাবে দেখলে চলবে কেন?
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ২০:৫৯430321
  • এর সাথে গুরুচণ্ডালি ফোরামের লেবেলিং এর কি সম্পর্ক?
  • pi | 72.83.98.106 | ২৪ নভেম্বর ২০০৯ ২১:৪৩430322
  • আর ঐ প্রতিবাদী কন্ঠগুলো টাকার ব্যাপার, এর সাথে ঐ including guruchandali এটার ই বা কি মানে একটু বোঝান। এখানে যারা প্রতিবাদ করছেন, সে ও ঐ টাকার ব্যাপার আছে বলেই করছেন, এরকম ইঙ্গিত দিলেন নাকি ? ভুল বুঝে থাকলে খুশি হবো।
  • SB | 59.93.242.238 | ২৪ নভেম্বর ২০০৯ ২৩:১৩430323
  • ভুল বুঝেছেন। এখানে তো কেউ দিদির কমিটিতে নেই।
  • ranjan roy | 115.184.40.180 | ২৫ নভেম্বর ২০০৯ ০০:০৬430324
  • শৈবাল,
    মুশকিল হল আমি আলাদা করে লিখে রেখে পাঠাইনি। আই পত্রিকা/ বাংলালাইভ এর মজলিশ( এখানের ভাটিয়ালির মত) ইন্সট্যান্ট্‌ লিখেছি। হ্যাঁ, অরিন্দম বলেছিল একসঙ্গে করে রেখেছে বা এরম কিছু।
    তবে সবাই মিলে যা বার খাওয়ালেন তাতে কাল থিক্যা আবার ""মজলিশ''এর পাতায় শুরু করবো। মাক্কালি! উৎপল দত্তের সঙ্গে মোমবাতির আলোয় বৈঠক আর অনন্ত সিং এর ব্যাংক ডাকাতির দলের গপ্পো, যদুগোড়ায় হেলিকপ্টার এইসব কহানী বাকি আছে না?
    অরিন্দম------????? শুনতে আছো? কিছু কও।
  • Mmu | 78.236.153.102 | ২৫ নভেম্বর ২০০৯ ০২:১৯430325
  • পি টি মহাশয় আমরা ঠেঙ্গাই না। ওটা আমাদের কালচার নয়। আমরা আন্দোলনে বিশ্যাসি। এই বাম জমানায় কতো জন ত্রিনমুল কর্মি খুন হয়েছে একটু হিসাব কোরে দেখবেন please। রাজনৈতিক হানা হানিতে বিশ্ব রেকর্ড হবে নিশ্চই। যদিও অমি কম
    বুঝি...............
  • Mmu | 78.236.153.102 | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৩৬430327
  • পুলিশ-SFI মিলে পেটালো ত্রিনমুল কর্মিদের (বর্তমান পত্রিকা ২৫.11.09 )
  • . | 159.53.78.142 | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৩৯430328

  • ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓

  • Binary | 198.169.6.50 | ২৫ নভেম্বর ২০০৯ ০২:৫৯430329
  • ম্মু-র 'বিশ্যাস' টা কেমনতর ঠেকছে।
  • Mmu | 78.236.153.102 | ২৫ নভেম্বর ২০০৯ ০৩:১৯430330
  • Binary বিশ্বাস ঠিকই আছে । বানান ভুল হোয়েছে। sorry
  • bitoshok | 128.101.220.108 | ২৫ নভেম্বর ২০০৯ ০৩:৫২430331
  • ভাতা সম্পর্কে শাঁওলির বক্তব্য ছাপা হয়েছে আজকের প্রতিদিনে। চিঠিপত্র বিভাগে।
  • a x | 143.111.22.23 | ২৫ নভেম্বর ২০০৯ ০৪:১৬430332
  • দেখলাম। যাঁরা নেননি, এবং কমিটিতে থাকবেন না, তাঁরা একদম ঠিক কাজ করেছেন। ভরসা বাড়ল তাঁদের ওপর। বাকিদের সম্বন্ধে সেই কথা চলেনা। কাজ করবেন বলে টাকা পাবেন, সেটা ইস্যু না।
  • Samik | 122.162.75.97 | ২৫ নভেম্বর ২০০৯ ০৮:৪৬430333
  • বেশ লাগছে। লাল কাপড়, মোষের শিং কিচ্ছুটি কম পড়ে নাই। মাতাদোরও হাজির অ্যারেনার ভেতরে। আমি বেশ ভিআইপি বক্সে বসে মজা দেখি। অ্যাই সান্দা, অ্যাক্‌দম নামাবি না এটাকে। আমি এখন যোগ কর্চ্ছি, বাম জমানায় কতজন তিনোমূল খুন হয়েছে তার হিসেব চলছে। হিসেব শেষ হলেই হাতে গলা কাটবো সব শালা সিপিয়েমের। শুধু একটাই পবলেম, ত্রৈরাশিক লাগাবো না ভগ্নাংশ, নাকি ঐকিক নিয়ম, সেইডা এহনো ঠিক করে উঠতে পারি নাই।

    এর পরের স্টেপে কতজন সিপিয়েম খুন হয়েছে সেটাও হিসেব কত্তে হবে। ঐ ফরমূলাতে ফেলে দিলেই হবে তখুন। তিনোমূলেরো যা ফরমূলা, সিপিয়েমেরো তাই ... তাপ্পরে সেকেন রাউন্ড ক্যালাকেলি। আরো লাল কাপড়, অভাবে গেরুয়া-সবুজও চলবে, মোষের শিংয়ে মিত্যু বাঁধা, না-না, ঘাসফুল বাঁধা, ক্রুদ্ধ মোষ ডাক ছাড়বে : মাম্মাম্মা ...

    নেপথ্যে গীটারের টুং টুং আওয়াজ, আর একটি ভণ্ড স্বর। কত হাজার মরলে পরে বলবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গ্যাছে বানের জলে ভেসে ...

    গায়ে কাঁটা দিচ্চে মাইরি!
  • PT | 203.110.243.21 | ২৫ নভেম্বর ২০০৯ ০৯:১৮430334
  • প্রতিদিন কি পকাবুদের কাগজ? এতেই তো শাঁওলিদিদি হলদি নদীতে হাজার হাজার মানুষের মৃতদেহ ভাসিয়ে দেওয়ার গপ্প ফেঁদেছিলেন।
  • Samik | 122.162.75.97 | ২৫ নভেম্বর ২০০৯ ০৯:২০430335
  • পিটিদাদা কি লেবেলিং ছাড়া অ্যাক লাইনও লিখতে পারেন্না?
  • Sayantan | 76.160.41.66 | ২৫ নভেম্বর ২০০৯ ০৯:২১430336
  • ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
    ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
  • . | 115.117.216.94 | ২৫ নভেম্বর ২০০৯ ০৯:২৫430338
  • r | 115.117.216.94 | ২৫ নভেম্বর ২০০৯ ০৯:২৯430339
  • আআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআঅ

  • Sayantan | 76.160.41.66 | ২৫ নভেম্বর ২০০৯ ০৯:৩০430340
  • এরকম কিছু একটারই আশা করছিলাম :))))
  • PT | 203.110.243.21 | ২৫ নভেম্বর ২০০৯ ০৯:৫৩430341
  • Samikভাই, বাংলা ভাষাতে প্রকাশিত খবরের কাগজগুলির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা এত কম (আজকালকে ধরে) যে তাদের অবস্থানটি নিজের কাছে পরিষ্কার করে নিই। বাংলা টিভি-র অবস্থা বোধহয় আরো খারাপ। যেমন ধরুন আনন্দময় সুমনকে চলন্ত গাড়ীতে বসে দিদি বলছেন যে সিপিএম নেতাদের নিজস্ব হেলিকপ্টার আছে। সুমন নিরপেক্ষ বলে হাসি হাসি মুখে সেই কথাটি শুনছেন, সম্পাদনা না করেই ইথারে ছেড়ে দিছেন কিন্তু ভুল করেও বলছেন না যে দিদি নামগুলো বলুন!!

    তাই আমি আমার প্রশ্নটাকে ঠিক লেবেলিং বলিনা। আমার মতে এটা মেনে নেওয়ার আগে জেনে নেওয়া।
  • Samik | 122.162.75.97 | ২৫ নভেম্বর ২০০৯ ০৯:৫৫430342
  • তা বেশ, তা বেশ ...
  • Sayantan | 76.160.41.66 | ২৫ নভেম্বর ২০০৯ ১০:০০430343
  • শমিক, একদম কথা বলবি না। চুপ একেবারে।

    বত্তিরিশ বছরের একটি অ-নিরপেক্ষ বিশেষ অবস্থানকে ১৮ বা ১৮০ অথবা ১৮০০ পাতার যুক্তি-বিবৃতি-বিশ্লেষণ দিয়ে টলানো যাবে না, এটা শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা যত তাড়াতাড়ি বোঝেন, ততই মঙ্গল।
  • Rajdeep | 59.160.220.131 | ২৫ নভেম্বর ২০০৯ ১০:০৯430344
  • FYI
    "প্রতিদিন" তৃণমুলের মুখপত্র

    মমতা নিজে নিয়মিত কলাম , প্রশ্নোত্তর পর্ব ইত্যাদি লেখেন , মালিক টুটু বোস তৃণমুলের রাজ্যসভা সাংসদ

    আর রিপোর্টিং .... না থাক
  • Ishan | 173.26.17.106 | ২৫ নভেম্বর ২০০৯ ১০:১২430345
  • ধুত পাতাটা ঘেঁটোনা। পিলিজ।
  • PT | 203.110.243.21 | ২৫ নভেম্বর ২০০৯ ১০:১৩430346
  • ভাই সায়ন্তন,ধন্দে ফেললেন।
    আরেকটু ভেঙ্গে বলবেন? কম বুঝি
    কিনা? ভারতীয় প্রেক্ষাপটে ঠিক কোন
    রাজনৈতিক দলটি নিরপেক্ষ অবস্থান
    নিয়ে রাজ্য শাসন করেন যদি জানান।

    প্রতিদিন কাগজের সাইটে গেলে
    প্রথমেই যেটা চোখে পড়ে
    সেটা হল দিদির ছবিসহ বড় বড় ফন্টে ""সরাসরি মমতা""।
    এটি যদি নিরপেক্ষ কাগজের চেহারা
    হয় তাহলে আমি নাচার এবং সেইসব
    শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের শুভবুদ্ধিকে ঈর্ষা করি
    যাঁরা এই কাগজটির মধ্যে
    নিরপেক্ষতা দেখেন।
  • Arijit | 61.95.144.122 | ২৫ নভেম্বর ২০০৯ ১০:৩৪430347
  • এই মুহূর্তে (ঠিক লিখেছি) কোনো বাংলা মিডিয়াকে গণশক্তি বা জাগো বাংলা বা আজকালের চেয়ে বেশি নিরপেক্ষ বলাটা কেমন একটা চুন্নুমুন্নু কেস মনে হয়;-)
  • . | 115.117.212.162 | ২৫ নভেম্বর ২০০৯ ১০:৪০430349
  • ড্যান্সিং ডিক্‌স। ককলিক এন্ড। লুজ বটম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন