এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ২৫১৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shrabani | 124.30.233.102 | ২৩ নভেম্বর ২০০৯ ১৬:০৫430183
  • সরি, সবাই বাঙালী নয়, একজন মনিপুরী।
  • SB | 114.31.249.105 | ২৩ নভেম্বর ২০০৯ ১৬:১২430184
  • source?
  • shrabani | 124.30.233.102 | ২৩ নভেম্বর ২০০৯ ১৬:১৮430186
  • দুর, আমি কি আর্টিকল লিখছি নাকি কমিটীর ওপর! সোর্স আমার উল্টোদিকে বসা একজন চাটুজ্জে ভয়ঙ্কর সিপিএম সাপোর্টার। মাইনে টাইনে নিয়েও অনেক কিছু বললেন, যা লিখলাম না।
  • Arijit | 61.95.144.122 | ২৩ নভেম্বর ২০০৯ ১৬:২১430187
  • দাঁড়াও দাঁড়াও - এই একজন মণিপুরি এটা আমি কোথায় যেন পড়লাম - থিয়াম না এরকম কি নাম।
  • Arpan | 204.138.240.254 | ২৩ নভেম্বর ২০০৯ ১৬:২৮430188
  • গতকাল আজকালে বেরিয়েছিল উ:স: বিভাগে।
  • PT | 203.110.243.21 | ২৩ নভেম্বর ২০০৯ ১৭:০৪430189
  • একি সত্যি, একি সত্যি? এনারা নাকি বেগার খাটার জন্য এক পয়সাও পাননা?

    বাংলা একাডেমির সভাপতি: নীরেন চক্রবর্তী
    নাট্য একাডেমির চেয়ারম্যান: কুমার রায়
    নন্দন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান: তরুণ মজুমদার
    মাস মিডিয়া সেন্টারের চেয়ারম্যান: কৃষ্ণ ধর
    রবীন্দ্রসদন উপদেষ্টা পরিষদের সভাপতি: পবিত্র সরকার
    http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=119587
  • PT | 203.110.243.21 | ২৩ নভেম্বর ২০০৯ ১৭:১৭430190
  • রেল যেহেতু শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার নয় সেটা উপলব্ধি করে দিদি একজন মণিপুরীকে কমিটিতে ঢুকিয়ে নেওয়াতে কমিটিটি সর্বভারতীয় রূপ পেল।

    না, না এইসব সিরিয়াস ব্যাপারে মজন্তালী সরকারের মত হাসা চলবে না।
  • SB | 114.31.249.105 | ২৩ নভেম্বর ২০০৯ ১৭:১৮430191
  • মণিপুরি রতন থিয়াম হবে নিশ্চই। আচ্ছা এই মমতার ব্রাদাররাই কল্লোল নাটকের শো চলাকালিন ভাংচুর চলিয়েছিল না? কল্লোলদা রন্‌জন দারা বোধয় সেসব দিন ভুলে গেছেন!
  • PT | 203.110.243.221 | ২৩ নভেম্বর ২০০৯ ১৯:৪৮430194
  • হায় রে! ক্ষমতায় আসার এত আগেই এই অবস্থা? এ কোন পরিবর্তনের সংকেত?

    Three youths, arrested with sophisticated pistol from Arambag in Hooghly last night, have confessed that they had been working for an arms smuggling racket, allegedly being operated by the son of a local Trinamul Congress leader........the accused, Sheikh Azhar, the son of Trinamul Congress Arambag sub-division convener Mr Akbar Ali, is at large.
    http://www.thestatesman.net/page.news.php?clid=6&theme=&usrsess=1&id=275457

  • Du | 71.97.53.112 | ২৩ নভেম্বর ২০০৯ ২০:২৮430195
  • যাক, চিরবিদ্রোহীরা এখন সরকারী লাইন সাপোর্টের প্র্যাক্টিস করছেন। ওয়েলকাম টু সংসদীয় রাজনীতি।

  • dukhe | 117.194.231.229 | ২৩ নভেম্বর ২০০৯ ২০:৩৩430196
  • সত্যি কী আশ্চর্য মাইরি । রাজনৈতিক দলের লোকেরা এসব গুণ্ডাবাজি করে ? এ তো পৃথিবীর ইতিহাসে প্রথম । বুঝুন - ৩২ বছরের ধোয়া তুলসীপাতা সরিয়ে লোকে এদের নিয়ে আসবে বলছে ! অকৃতজ্ঞের ঝাড় ।
  • Ishan | 12.163.39.254 | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৫৩430197
  • অ্যাঁ? দুখে কি পোসুন ভৌমিক নাকি?
  • Ishan | 12.163.39.254 | ২৩ নভেম্বর ২০০৯ ২১:৫৭430198
  • আমার শাঁওলি মিত্তির রেলের ছাতার মথা কমিটিতে গেলে কোনো প্রবলেম নাই। পঞ্চাশ হাজার টাকা নিলে আছে।

    নচিকেতা-পল্লব টাকা নিয়েই গান, রেলে কি মেলে যেখানেই গান, কোনো আপত্তি নাই।

    আরামবাগ ধনেখালি নিয়ে সিপিএম সন্ত্রাস এর অভিযোগ আনলে প্রবল আপত্তি আছে।

    এই হল আজকের মতো আমার সারগর্ভ মতামত। :)
  • a x | 143.111.22.23 | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:১৯430199
  • যাহ্‌ দুখে কিছুতেই প্রসূন না!
  • ranjan roy | 115.184.45.169 | ২৪ নভেম্বর ২০০৯ ০০:১৪430200
  • মাক্কালী!
    শৈবালবাবুর ওপর খচে গেছি।:)))))
    একটা কারণ মুক্তিসুর্য ভাবা হচ্ছে এইটা বলা।
    দুই আমার প্রিয় এবং শ্রদ্ধেয় নাট্যকর্মী এবং কবি শঙ্খ ঘোষের প্রতি ইশারায় মার্সেনারী বলা।
    তিন, জরুরী অবস্থা নিয়ে বক্তব্য।
    একটা একটা করে বলি।
    প্রথম,
    মুক্তিসূর্য? না:, কোন মুক্তিসুর্য নয়। সিপিএম ও তিনোমূল এর অবস্থা হচ্ছে-- একটা ঘুঁটে, আর একটা গোবর।
    মমতার পরিণাম ও একই হবে। মূল সমস্যার সমাধান বা সার্বিক উন্নয়ন এদের হাতের বাইরে, খালি রেটোরিক আলাদা।
    একেবারে ভিকি উদ্ধৃত পুরন্দর ভাটের কবিতা।
    ""------- সকলেরই হবে অন্ত,
    আজ যেই শিশু করিতেছে হিসু,
    কাল ক্যালাইবে দন্ত।''
    সেই জে গপ্পোটা আছে না যে এক গাঁয়ে পাহাড়ের ওপরে এক মন্দিরে পূজো দিলে সন্তানহীন মহিলারা পেতেন সন্তান। খালি পূজারী মহিলাকে নিয়ে মন্দিরের দরজা বন্ধ করে বিশেষ পূজো করতেন। এমনি এক সফল অপারেশনের পর স্বামীদেবতা জিগাইলেন-- হ্যাঁ গা? পুরুত ঠাকুর কি বিশেষ অনুষ্ঠান করলেন? এত সফল!
    --- আরে নতুন কিছু না। তুমি যা কর তাই করলেন খালি আগে আর পরে একটু ঘন্টা নেড়ে দিলেন।
    তা সিপিএম এর আর্থিক উন্নয়নের বর্তমান যা প্রোগ্রাম তাতে কংগ্রেস বা বিজেপির সঙ্গে মূলগত তফাৎ কোথায়? সেই বিদেশি পুঁজি, সেই এস ই জেড, সেই একস্প্রেস হাইওয়ে আর মল। সেই টাটা-বিড়লা-গোয়েন্‌কা। এমনকি ১৯৬৫তে সুহার্তো-নাসুসিয়েন চক্রের( যারা প্রায় এক লক্ষ কম্যুনিস্টকে জবাই করেছিল) আর্থিক খুঁটি সালেম গ্রুপ, ভোপাল গ্যাস কান্ডের ইউনিয়ন কার্বাইডের বর্তমান ভেক "" ডাও''।
    তফাৎটা খালি আগে আর পরে ঘন্টি বাজানোর মার্ক্সবাদী রেটোরিকে।
    বিকল্প কি মাওবাদী? না। ওদের আর্থিক মডেল বলে যা জানি তা অত্যন্ত প্রিমিটিভ।
    এবার শৈবালের সংগত প্রশ্ন।

    মশাই, সবই যদি মূলত: এক, যদি কোন পরিবর্তনই নাই, তবে সিপিএম বদলাও কইরা চিল-চিৎকার ক্যান?
    উত্তর: ঠিক যে কারণে বামপন্থী বিকল্পহীন হিন্দিবলয়ে জনতা এক-দুই ইলেকশন পরে পরেই, বা কেরালায় জনগণ সরকার বদলায়। হিন্দিবলয়ে কংগ্রেস-বিজেপি, কেরালায় বামমোর্চা, আর কংগ্রেসি মোর্চা। অর্থাৎ এর মধ্যেও যদি একচেটিয়া নিয়ন্ত্রণ ঠেকানো যায় তবে কিছুদিনের জন্যে হইলেও শাসক দল নিজেদের সামান্য উত্তরদায়ী ভাবে। দাদাগিরি-অত্যাচার-তোলাবাজি একটু কমে।
    এইডারে কয় গরম তাওয়ায় একটু পরে পরে রুটি পাল্টাইয়া দেওয়া। ৩২ বছর! উরিত্তারা!
    শৈবাল এবং যাঁরা তিনোমূল আইলেই বঙ্গদেশ গেল-গেল রব তুলছেন তাঁরা একবারও কেরালার কথা ভাবেন না কেন। এত বছর ধইরা কয়দিন পরে পরেই সিপিএম যায়, সিপিএম আসে। তাতে কেরালা কোন অধ:পাতে গেছে। হিউম্যান ইন্ডেক্স এর হিসাবে বঙ্গের চেয়ে তো উপরেই আছে। অমর্ত্য এবং জাঁ দ্রেজে এর হিসেবে অনেক বিষয়ে চীনের থেইক্যা আগাইয়া আছে।
    জয় কেরালা! জয় প্রকাশ কারাত!
  • ranjan roy | 115.184.45.169 | ২৪ নভেম্বর ২০০৯ ০০:৩৫430201
  • শৈবালবাবু,
    শংখ ঘোষ সেই বিধান রায়ের সময়ে অমিয়া-প্রতিভা-গীতা-লতিকা গুলি খাওয়ার সময়( এইডা নিয়া নন্দী গ্রামের সময়সরকার ও বিরোধীদের রেটোরিক নিয়া বৈজয়ন্তের চ্‌মৎকার একটা লেখা আই-পত্রিকায় বাইরইছিলো) ""যমুনাবতী-সরস্বতী'' লেখার সময় থেকে বরাবর নীচু আন্তরিক গলায় বামেদের পাশে থাকা কন্সিস্টেন্ট কবি। বাম সরকারের পাশে থেকে ওনার কি কম পড়িয়াছিলো যে উনি মমতার দিকে গেলেন। জিগাই মমতা শংখ বাবুরে, বিভাসবাবুরে আর ব্রাত্যবাবুরে কি এমন দিছে যা বুদ্ধবাবু দিত্যাছেন না? এদের তিনজনেরে বিবেকহীন মার্সেনারি( শব্দার্থে না হইলেও বাচ্যার্থে) কওয়ার আগে তথ্য দেয়ার দরকার নাই? খালি আঙ্গুল তুললেই হইলো?

    এইখানে অমার থেইক্যা বিভাসবাবুরে অনেক ঘনিষ্ট ভাবে জানেন এমন লোক অনেকে আছেন। তাঁরা ভদ্রতাবোধে চুপ কইর‌্যা আছেন। তাতে আমাগো দায়িত্ব বাড়ে। বিভাস আমার সিপিএম এর এক সময়ের সর্বভারতীয় ইউনিয়নের নেতা জরুরী অবস্থায় জেলে যাওয়া ন'কাকার বন্ধু।
    নাটক পাগল মানুষটি কেন্দ্রীয় সরকারের চাকরি পরে দূরদর্শনের কর্তামির চাকরি ছাড়লেন। ""চাকভাঙ্গা মধু'', ""রাজরক্ত''এর পর ফাটিয়ে দিলেন "" শোয়াইক গেল যুদ্ধে''। এর পর ""মহাকালীর বাচ্চা'' ও "" মাধব-মালঞ্চী কইন্যা''য় ইতিহাস গড়লেন। শেষ নাটকটা করতে শুনেছি রিস্ক নিয়ে বাড়ি বাঁধা রেখেছিলেন, সত্যিমিথ্যে জানিনে। অসাধারণ আত্মমর্য্যাদা সম্পন্ন এই ব্যক্তিটি নিয়ে যাতা বল্লেন। কেন? আজ কিছু নীতিগত প্রশ্নে বাম্‌সরকারের বিরোধিতা করেছেন বলে?
    এনার যদি কোন নেগেটিভ ঐতিহ্য না থাকে তাহলে মাত্র দুটি বছরে একজন বামপন্থী শিল্পী হঠাৎ ভাড়াটে তাঁবেদার হবেন?
    ওনার প্রাক্তন কিছু নষ্টামীর তথ্য দিন যাতে করে ওনার ভবিষ্যত গতিপ্রকৃতি নিয়ে আপনার ফোরকাস্ট কিছু ক্রেডিবল্‌ হয়!
  • ranjan roy | 115.184.45.169 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:০০430202
  • শৈবালবাবু,
    কিছুই ভুলি নাই। যেই সময়( ১৯৬৫-৬৬)তে মিনার্ভায় কল্লোল নাটকের ওপর কংগ্রেসি গুন্ডাদের হামলা হয়েছিলো তখন মমতা হয়তো ফ্রক পড়ে এক্কা-দোক্কা খেলতেন। পার্থ চাটুজ্জে ক্লাস সেভেন।
    আ-বা-প এবং দেশ পত্রিকা সমানে কল্লোল নাটককে দেশদ্রোহ বলে ব্যান করার ক্যাম্পেন চালাচ্ছে। তাতে আছেন প্রমথনাথ বিশী( কমলাকান্তের দপ্তর), তারাশংকর( গ্রামের চিঠি) ইত্যাদি। তখন সুনীল গাঙ্গুলী আইওয়া ইউনিভার্সিটির এক পেট্রন মহিলার সৌজন্যে বৃত্তি পেয়ে সেখান থেকে ""অন্য দেশের কবিতা'' ধারাবাহিক ভাবে দেশ পত্রিকায় পাঠাচ্ছেন। আর নন্দন পত্রিকা খোলাখুলি আবু সৈয়দ আইয়ুব, অম্লান দত্ত ও বুদ্ধদেব বসুকে সি আই এর দালাল বলছে। তার পরেই সুনীলকে খিস্তি, কৃত্তিবাস পত্রিকার পেছনেও মার্কিন দূতাবাসের পয়সা মনে করা হত। অ্যালেন গীনস্‌বার্গ আদি বীটনিক কবি তখন কোলকাতায় সুনীলের অগ্রজ বন্ধু হয়েছিলেন কি না।
    সুনীল ছাত্রজীবনে এ আই এস এফ করেছিলেন?
    শুনুন, গৌরকিশোর ঘোষ প্রথম জীবনে উত্তরবঙ্গে
    ট্রান্সহিমালয়ান রেল মজদুর ইউনিয়ন করেছিলেন, হোলটাইমার ছিলেন। পরে রায়পন্থী র‌্যাডিক্যাল হিউম্যানিস্ট হয়ে কমিউনিস্ট পার্টির সংস্রব ছাড়েন। দিন, আরও গাল দিন।
    জরুরী অবস্থার সময় বামেদের রেকর্ড আদৌ ভালো নয়। সমানে লক আউট, ছাঁটাই হয়েছে---- কোন আন্দোলন হয় নি।
    বরং বুদ্ধদেব বসুর জামাই জ্যোতি দত্তের কোলকাতা পত্রিকা বিশেষ সংখ্যা বের করে ব্যান হল। জ্যোতির্ময় দত্ত, গৌরবাবু, কবি শিবশম্ভু পাল জেলে গেলেন। সোভিয়েত লবির সমর্থনের ফলে সিপিআই জরুরী অবস্থার সবচ্যে বড় সমর্থক হয়ে গেলো।
    সেই সময় প্রচন্ড শীতের সকালে দেখেছি সি পিআইয়ের ট্রেড ইউনিয়ন কর্মী মাইক নিয়ে স্টীল প্ল্যান্টের ফ্যাকটরী গেটের সামনে জরুরীঅবস্থা গরীব ও মজদূর দের জয়ে কত জরুরী এটা বলে যাচ্ছে, একটাও লোক নেই।
    বরং জর্জ ফার্ণান্ডেজ আন্ডারগ্রাউন্ডে গিয়ে প্রচার অভিযান চালিয়ে (( তাতে একটাতে মাজীকে ফ্যাসিস্ত কুত্তি বলা হয়েছিলো ইউরোপীয় প্রথায়) ইন্দিরার হাড় কাঁপিয়েছিলেন।
  • nyara | 209.131.62.145 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:০২430203
  • পশ্চিমবঙ্গ সরকারেরও একখানা হেরিটেজ কমিটি না কি অছে না? বাড়িঘরদোর দেখে বলে ঐতিহাসিক্মূল্য কত? থাকবে না ভাঙবে? সেখানে তো সুচিত্রা মিত্র ছিলেন। মহর্ষিও ছিলেন বোধহয়। তবে এতে দোষ নাই। কারণ 'বুদ্ধ তো কালচার-ফালচার বোঝে'।
  • ranjan roy | 115.184.45.169 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:১০430205
  • হ্যাঁ, উনি সেই অকৃতদার,অজাতশত্রু প্রয়াত প্রতুল লাহিড়ি। অসম্ভব প্রাণবন্ত,তেমনি সিনিক। সেবার সাধারণ নির্বাচনের আগে জিগ্যেস করলাম--- কেমন বুঝছেন? সি পি আই দিল্লিতে ক'টা সীট পাবে?
    হেসে বল্লেন--সাপ-সিঁড়ি লুডো। যুক্তফ্রন্ট করে সিঁড়ি বেয়ে একটু ওপরেচড়বে। নইলে সাপের মুখে পড়ে গোটা আটেক সীট হারাবে।
    আমাকে শুধু সমর সেন নয়, গোলাম কূদ্দুস এর " স্তালিন'' বলে দীর্ঘকবিতাটি আবৃত্তি করেশুনিয়েছিলেন।
    সত্তরের আগে জন্মানো জনৈকের উদ্দেশে:
    ষাটের শেষের দিকেআমরা ছোকরারা যখন সবাই সি পি এম, তখন স্বাধীনতার আগে জন্মানো বয়স্করা অমনি করেই বলতেন --কংগ্রেস আজাদী এনেছে বলেই বামপন্থীরা এত ফরফর করছে।
    তেমনি আপনিও আজকের ছোকরাদের বলছেন সি পি এম ডেমোক্রাসি এনেছে। হক্‌ কথা, তাই বলে কি আজকে ডেমোক্রাসি খতম করার অধিকার সিপি এম এর হয়?
    জন্ম দিয়েছে বলেই কি বাপ ছেলের গলাকাটার অধিকার রাখে?
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:১২430206
  • টাকা নিয়ে ওনারা নিজেদের ভাবমূর্তি নষ্ট করেছেন। টেকনিকালি কিছুই বলার নেই। টাকাটা না নিলেই ভালো করতেন।
  • ranjan roy | 115.184.45.169 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৩৩430207
  • সেটাই তো স্পেসিফিক জানতে চাইছি aka
    শংখ, বিভাস এরা কী ব্যাপারে টাকা নিয়েছেন?
  • a x | 143.111.22.23 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৩৪430208
  • শঙ্খ বাবু এর মধ্যে নেই তো?
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৪১430209
  • রঞ্জন দা, আবাপর খবরে জেনেছি বিভাস বাবু ও শাঁওলি মিত্র টাকা নিয়েছেন। আরও পড়েছি ব্রাত্য বসু ও শুভাপ্রসন্ন টাকা নেন নি। শুনেছি জয় গোস্বামীও টাকা নেন নি।
  • pinaki | 131.151.102.250 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৪২430211
  • বিভাসবাবু টাকা নেওয়াকে ডিফেন্ড করেছেন। এইটা দু:খজনক। তবে ওনার সম্বন্ধে যতটুকু জানি, তাতে উনি বিচারবুদ্ধি বিসর্জন দিয়ে মমতাপন্থী হয়ে গ্যাছেন - এই সিদ্ধান্তে আসা ঠিক হবে না। টাকা নিলেও।
  • Du | 71.97.53.112 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৪২430210
  • আমি একটা দ্রি অ্যাঙ্গেল দেই। এইসব কমিটি ঢের আগে হয়েছে - মাইনের খবর বেরোল -এমন এক সময় যখন - একটা ভাগাভাগি হয়েছে। আর এই খবরে কয়েকজনের ভাবমূর্ত্তি কিন্তু উঙ্কÄল থাকলো ।
    মমতা সিপিএমের কাছে কথা শুনবো কেন -ইত্যাদি চেচামেচি যতই করুন - খবরটা যে রেলমন্ত্রক থেকেই সুকৌশলে ভাসানো হয়নি সিওর নই এই টাইমিং এর জন্যই।

  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৪৭430212
  • মনে হয় না ওনারা কেউই টাকার জন্য মমতার হয়ে কথা বলার লোক। অন্তত এখনো অবধি সেই ধারণাই আছে। তবে মমতার হয়ে প্রচার করে, তাঁরই বানানো কমিটির মাথা হয়ে বসে টাকা নেওয়াটা যেকোন স্ট্যান্ডার্ডে দৃষ্টিকটু। ওনাদের এটা বোঝা উচিত ছিল।
  • .. | 168.26.215.135 | ২৪ নভেম্বর ২০০৯ ০১:৪৯430213
  • আরে শ্রম দেবেন, অথচ পারিশ্রমিক নেবেন না, এমন আশা মানুষ করে কেন? বুদ্ধিজীবিরা কি সন্ন্যাসী নাকি?

    পারিশ্রমিক ৫০ হাজার না হয়ে দশ বারো হাজার হলেই ঝামেলা চুকে যেত, কেউ কথাটি কইত না, কইত কি?
  • aka | 168.26.215.13 | ২৪ নভেম্বর ২০০৯ ০২:০৪430214
  • শ্রম দিলে পারিশ্রমিক নিতেই পারেন। কিন্তু কি কমিটি? আগে ছিল কিনা? ওনারাই বা কেন? এসব প্রশ্নও উঠবেই। ১০ হলে একটু কম উঠত ৫০ বলে অনেক বেশি উঠবে।
  • ranjan roy | 115.184.45.169 | ২৪ নভেম্বর ২০০৯ ০২:১০430216
  • আমি ঠিক বুঝচি না। বিভাস যখন বাম সরকারের কোন সরকারী বিভাগে থাকতেন তখন কি টাকা নিতেন না? তাহলে কি করে খেতেন? এখন কি করে খাবেন?
    যদি বামের টাকা নিয়েও ইস্যুর প্রশ্নে একটা পর্যায়ে গিয়েছেড়ে আসতে পারেন তাহলে মমতার সময়ে কোন সরকারী কমিটিতে কাজ করলে নীতিগত প্রশ্নে ছে্‌ড় আসতে পারবেন এই ভরসা কেন করা যাবে না?

    শুভাপ্রসন্নের ছবি অনেক দামে বিক্কিরি হয়। জয়ের কবিতার বইও। নাটুকে লোকগুলোর কাছে পয়সা সত্যিই কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন