এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ২৫১৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 173.54.108.10 | ২৩ নভেম্বর ২০০৯ ০০:০৭430117
  • পকাবু-রা মোটামুটি এখানে কল্লোল-দা যা বলছেন, সে কথাই বলে আসছেন - সিপিয়েম প্রথম দিকে ভূমি সংস্কার ইত্যাদি কিছু ভাল কাজ করলেও গত বহু বছর ধরে উদ্ধত দাদাগিরি,স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ - সর্বত্র নিজের লোক বসানো - যারে সাধু বাংলায় কয় স্বজনপোষণ, বিরোধীদের "লাইফ হেল' করে দেওয়া (বিনয় বাবু উবাচ) - এসব এত পরিমাণে করে আসছে যে এখন সাধারণ লোকের সহ্যের সীমা অতিক্রম করেছে, তারা সরকারে একটা বদল চাইছে,বদলের vehicle হিসেবে তৃণমূল। এই বদল-টা হলে সব দলেরই প্রাণে একটা ভয় ঢুকবে যে দেখ - খারাপ কাজ করার জন্যে ৩২ বছরের আপাত মনোপলির পরেও মানুষ তোমায় প্রত্যাখ্যান করতে পারে - হয়ত সব দলই তখন আরেকটু accountable হবে, এইটুকুই তো আশা। পকাবু বা কোন বু-রাই ম্যাটার করে না, তারা সত্যিই কতটুকুই বা মানুষ-কে প্রভাবিত করতে পারেন। তবে ব্যক্তিগত সততার কথা যদি বলেন, সুমন তো পরিষ্কার ভাবে তার গানেই বলেছেন -
    "কার সাথে আছি বড় কথা নয়
    কার বিরুদ্ধে আছি
    শত্রুর শত্রুকেই পেলাম
    সংগ্রামে কাছাকাছি ....'
    তৃণমূলের সংগে থাকাটা একটা কৌশলগত অবস্থান, তার বেশী কিছু নয়। তার পরেও যখন দেখছেন তৃণমূলের স্থানীয় নেতারা কাজ করতে দিচ্ছে না, তখন প্রতিবাদ করছেন, আমি তো এটাকে কুর্ণিশ-ই জানাব। জয় রেলের টাকা নিচ্ছেন না, আমার প্রত্যাশা থাকবে ব্রাত্য, শাঁওলী এরাও নেবেন না, তবে এইসব সেলিব্রিটি-দের সত্যিই অত কিছু প্রভাব নেই - অন্তত বিস্তৃত গ্রাম বাংলায়, আর এখনো অব্দি শহুরে শিক্ষিত মধ্যবিত্ত কোন সরকার উল্টোনোর ক্ষমতা ধরে না।
  • a x | 143.111.22.23 | ২৩ নভেম্বর ২০০৯ ০০:০৮430118
  • কেসি, থ্যান্‌কু, হ্যাঁ আমিও এরকম কিছু শুনেছিলাম বলেই, শৈবালবাবুকে এটা বলেছিলাম। খবরগুলো ভুল প্রমাণ হলে এসে সেটা সংশোধন করবেন, এমন আশা করিনি বলেই ওটা বলা।

    দু,
    কোথাও কিছু দেখায় নি, ছাপায় নি, তাহলে সবাই জানল কি ভাবে? এমনকি আজকালেও ছাপায় নি বলছ, ২৪ ঘন্টাতেও দেখায়নি? সত্যি? ওয়েবেলের কথা যখন তুললেই, আর কে কে ঐ প্রজেক্টে আছে? তাদের আর সেই প্রজেক্টের স্ট্যাটাস কিছু জানাতে পারবে?

    আর নুন? ওপরের পোস্ট দ্রষ্টব্য।
  • Arpan | 122.252.231.12 | ২৩ নভেম্বর ২০০৯ ০০:২১430119
  • আবাপ বা টেলিগ্রাফ বা সংবাদ প্রতিদিন নয়, অন্য একটি কাগজের লিংক:

    http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Metro-smart-cards-in-a-mess/articleshow/5166369.cms

    "Troubles started when the smart gates needed to be repaired and maintained. Metro had a contract with Webel to maintain all entry and exit gates. For reasons best known to the company, Webel opted out and Metro was left in the lurch."

    এরকম নন-পার্ফরমিং ভেন্ডারের ক¾ট্রাক্ট রিনিউ না করানৈ উচিত। আর এখানে তো লিখেছে ওয়েবেল কোন অজ্ঞাত কারণে নিজেরাই সরে গেছে।
  • Arpan | 122.252.231.12 | ২৩ নভেম্বর ২০০৯ ০০:২২430120
  • * করানোই
  • kc | 89.203.49.18 | ২৩ নভেম্বর ২০০৯ ০০:২৭430121
  • আরেকটা কথা, ভারতীয় রেলের টেকনিক্যাল উইংটা যার নাম rdso, সেটা দুনিয়ার মধ্যে একদম প্রথম সারিতে আসে। লিঙ্ক দিতে পারব না, কিন্তু এই লাইনেই করে খাইতো...... তা সেই rdsoর, কোনো টেন্ডার রিজেক্ট করা না করা কোনোদিনই রেলমন্ত্রীর উপর ডিপেন্ড করেনা।
    অক্ষর মতন আমারও বলতে ইচ্ছে করছে, আজকালের খবরটাও একটু নুন দিয়ে খান। এরকম হলুদ সাংবাদিকতাই কিন্তু অনেক ক্ষেত্রে বামদের অ্যাকাউন্টেবিলিটিকে বিপদে ফেলছে।
    ডি: আমি নকু বা তিনু কোনোটাই নই। পাঁড় সিপিএম।
  • Arpan | 122.252.231.12 | ২৩ নভেম্বর ২০০৯ ০০:৩০430122
  • আর ৭২-৭৭ "স্ট্রং বিরোধিতা' কি হয়েছিল? মিডিয়া কি তখন অত সুখময় ছিল না? তা সঙ্কেÄও "মানুষ' বুঝল (বোঝানো গেল) কী করে?
  • Du | 71.252.222.156 | ২৩ নভেম্বর ২০০৯ ০১:০২430123
  • অক্ষকে, কোন উপরের পোস্ট দ্রষ্টব্য জানি না। শুধু আজকালে আর ২৪ ঘন্টায় দিয়েছিল অবশ্যই -- আর বলছিই বা কেন - তুমি কি জানো না? কিন্তু তাদের খবর তো নুন দিয়ে খাবে।
    অর্পণ, ওয়েবেলের অফিস কলকাতাতেই। অজ্ঞাত কারনে তারা সরে যায় না বলে একটু জিগানো যেত না কি?
    কৌশিক, আমার বক্তব্য ছিল - যে খবরগুলো - কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায় - সেগুলো দেবার লোক এক দুটোই আছে। তাদেরকে মুছে দেওয়া যায় - আপত্তি নেই। তবে ৩৩ বছর ধরে সবকটা নুনছাড়া কাগজের বিরোধিতার মুখে যেখানে বামফ্রন্টের বিরুদ্ধে যথেষ্ট জোরদার বিরোধিতা হয়নি বলে মনে করা হচ্ছে, তার্পর কিসের ভরসায় জোরদার বিরোধিতার আশা করছি সেটাই জিজ্ঞেস করেছিলাম। কোন হলুদে নুন দেবো আর কোনটা কাঁচা খাবো - এখানে পাঁড়ত্ব ছাড়া কিসের ওপরই আর দাঁড়ানোর আছে? কারো কারো পক্ষে আরো কঠিন কারণ ওকে মাঝে মাঝেই আপাত বন্ধু ৯৮ শতাংশের বিরুদ্ধে দাঁড়াতে হয় তো।

  • kc | 89.203.49.18 | ২৩ নভেম্বর ২০০৯ ০১:১৯430124
  • কোনো খবরের আগাপাশতলা না দেখে, কিছু অনৃততথ্যকে শুধু বাজার আর পাড়ার কিছু আড্ডাখানাকে গরম করবার জন্য হাওয়াতে ভাসিয়ে দেওয়াকে হলুদ সাংবাদিকতাই বলে। বিরোধিতা বলেনা, তা আপনি যাই বলুননা কেন!
  • Arpan | 122.252.231.12 | ২৩ নভেম্বর ২০০৯ ০১:৪৮430125
  • বেশ, পরিষ্কার বোঝা গেল, দুটি বাদে সব মিডিয়াই সিপিয়েমবিরোধী।
  • ranjan roy | 115.184.8.122 | ২৩ নভেম্বর ২০০৯ ০৬:৪৮430127
  • শৈবালবাবুকে,
    আপনার লেখার উদাহরণ দিয়েই প্রশ্নটি করি।
    ঠিক যেমন হিটলারের পার্টির নামের মধ্যে সোশ্যালিস্ট শব্দটি থাকলেই দলটি সোশ্যালিস্ট হয়ে যায় নি। তেমনি কোন দলই নামের পট্টিতে কমুনিস্ট বা মার্কসবাদী লিখলেই সেটি বিপ্লবী দল হয় না।
    আজকের সি পি এম দল নিজেদের বাস্তবিক কাজে ও অ্যাটিচুডে অন্য রাজনৈতিক দলগুলো থেকে কোন অর্থে মার্কস্‌বাদী? শিল্প ও আর্থিক নীতিতে? ESZ নিয়ে সব চেয়ে বেশি ব্যাকুলতা দেখানো? বিদেশি প্রাইভেট পুঁজিকে আমন্ত্রণ জানানোয়?
    ভূমিসংস্কারের যতটুকু কাজ হয়েছে তা আসলে কংগ্রেসি দের জমিদারী উচ্ছেদ প্রোগ্রামের অসমাপ্ত ঘোষণার ফলো আপ।
    কাজেই বামপন্থী তকমার সেন্টিমেন্টাল এক্সপ্লয়টেশন না করে আলোচনা করুন প্রোগ্রামের এফিকেসি নিয়ে।
    আবার দ্বিচারিতা দেখুন।
    বঙ্গে স্বাগতম টাটা। উড়িষ্যা, অন্ধ্রে, ছত্তিশ্‌গড়ে কৃষিজমি থেকে শিল্প গড়া চলবে না।
    কোলকাতায় জিটিভি দের প্লে-উইন জুয়ো খেলা- চলবে না, চলবে না কিছুদিন ডি ওয়াইএফ কে দিয়ে বলানো হল। তারপর ওদের ২৪ ঘন্টা চ্যানেলএর ম্যানেজমেন্টে নিজেদের প্রতিনিধি রাখা ও পলিসি চেঞ্জ নিয়ে সমঝোতা হতেই রমরমিয়ে চলছে প্লে উইন জুয়ো। সব চুপ। এগুলো নিয়ে কিছু বলুন। নইলে কটা লেখক-শিল্পীকে গাল দিন, কিন্তু রাইটার্স ধ্বসে যাচ্ছে।
    সি পি এম এর বড় শত্রু সি পিএম নিজে। ওর ঘোমটার আড়ালে খ্যামটা নাচা।
    লাল কাপড়ের আড়ালে দক্ষিণ্‌পন্থার জায়গায় খোলাখুলি দক্ষিণ্‌পন্থার সাথে লড়াই করা সহজ।
    একটু খোঁজ করুন না শিশির বাজোরিয়া কেন আলিমুদ্দিন অফিসে ঘাঁটি গেড়েছেন?
  • kallol | 220.226.209.2 | ২৩ নভেম্বর ২০০৯ ০৯:৩৪430128
  • আমি শৈবালের হয়ে জবাব দিতে পারবো না বটে, তবে সিঙ্গুর কান্ডের সময় বহুবার সিপিএম নেতৃত্ব, বিশেষ করে নিরুপম ও বুদ্ধবাবু একটা সাংঘাতিক যুক্তি পেশ করেছিলেন, আপাত:ভাবে মার্কসবাদী যুক্তি।
    ওনাদের যুক্তি : আমাদের মত দেশে যেখানে ধণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটে নি, সেখানে ধণতন্ত্রের বিকাশ ঘটিয়ে সমাজতন্ত্রের দিকে যাওয়াই মার্কসবাদী কাজ। তাই টাটা, তাই বি-অ-অ।
    যুক্তি হিসাবে ঠিকই আছে। শুধু স্তালিন এবং মাওয়ের যুক্তিগুলোকে অযৈক্তিক প্রমান করতে হবে। সেই যে স্তালিন বলেছিলেন - ""বুর্জোয়া গণতন্ত্রের পতাকা আজ ধূলায় লুন্ঠিত। শ্রমিক শ্রেণীকেই সেই পতাকা তুলে ধরতে হবে।"" বা মাওয়ের জনগণতন্ত্রের ধারনা।
    সেক্ষেত্রে ওদের পার্টির ঘোষনাও পাল্টাতে হবে। জনগণতান্ত্রিক বিপ্লব আর করা যাবে না। একেবারে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাতে হবে।
  • Ri | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:১১430129
  • প্যাসেঞ্জার ট্রেনে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ মেরে আহত করে মাওবাদীরা কোন বিপ্লব করল কে জানে। সুশীল সমাজ তো এই নিয়ে একটা কথাও বলেনি। অবশ্য মাওদের নেতারা তো বলেইছে উলফা হিজবুল দের ও তারা স্ট্রাটেজিক পার্টনার ভাবে তাদের এই "রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে"।
  • Arijit | 61.95.144.122 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:১২430130
  • কল্লোলদা - জানাবো তো। পড়াশোনা করতে সময় লাগে। এখন তো আরো বেশি লাগে...এ যে কি জোয়াল...
  • SB | 114.31.249.105 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২৩430131
  • অক্ষ: খবরটা তাও ভুল হয়ে যায় না, কেউ সাম্মানিক নিতে অস্বিকার করলে তাকে টুপি খুলে সেলাম, এমনকি টাকা নিলেও অসুবিধা নেই, আমাদের মত ট্যাক্স পেয়ার দের টাকা জয় গোস্বামির পকেটে ঢুকলে আমি অন্তত ভববো একটা ভাল কাজ কোরলাম। কিন্তু আশা রাকি মমতা ওনাদের কিনে নিতে চাইছে বলেই ওনারা বিক্রি হয়ে যাবেন না। " আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরি" :-)

    রন্‌জনদা: প্রশ্নগুলো আমারও, এসব প্রশ্ন না থাকলে তো সিপিআইএম ছারার কথা ভাবতাম না, সক্রিয় কর্মি / মেমবার থেকেই যেতাম। সত্যি বলতে এর থেকেও বড় বড় প্রশ্ন আছে। কিন্তু বাকি বিকল্পদের এখনো সিপিআইএমের থেকে বেশী বাম এরকম মনে হয়নি, তাই ছেরে দিলেও অন্য কারোর সাথে ঘর করার কথা ভাবতে পারিনি। অন্তত মমতা সিঙ্গুরের অন্দোলনটা করেছেন বলেই উনি বাম এটা জাস্ট মানা যায় না কোন যুক্তিতেই,তাহলে বলতে হয় আমরা আমাদের ইতিহাসবোধ জলান্‌জলী দিয়েছি।

    কল্লোলদা: সুনীল গাঙ্গুলি বুদ্ধদেব গুহরা আবার আবার বাম নাকি? কে দাবি করলো? অতো পুরনো নন্দনের কি দরকার, উৎপল দত্তের যে কোন লেখা পড়লেই তো ব্যপারটা জলের মতো ক্লিয়ার হয়ে যায়। এখনতো দেখি আজিজুল হক ও নাকি সিপিএম, আমি এসব খুব একটা বুঝতে পারিনা। আর আপনি যে যুক্তিটার কথা বলেছেন, সেটা একটা PD'র লেখা, বিনয় কোঙ্গারের। একদম ফালতু যুক্তি। যদ্দুর জানি নিরুপম সেন বা বুদ্ধদেব ভট্টাচার্য্য এই ভুল যুক্তিটা দেননি।

    একইসাথে শত্রুর শত্রু আমার বন্ধু যুক্তিটাও কু-যুক্তি। এসব বলেই আপনারা হিটলার কে মনে করিয়ে দিচ্ছেন বারবার :-)
  • SB | 114.31.249.105 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:৪৮430133
  • রন্‌জন বাবুর ধারাবাহিক লেখাটা কেউ পেয়ে থাকলে প্লীজ ইমেল করে দিন। আমিই প্রথম থেকে হাত তুলে আছি!
  • Jyotishaschorjo | 203.78.217.151 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:৪৮430132
  • প্রশ্নগুলো মজার। আর উত্তরো বেদানা...

    জাগগে,

    SB বাবু ভারি পরিষ্কার কথা বলেন। ভাল।

    আমার একটাই বক্তব্য। সিপিয়েমের মেলা দোষ। শুধু একটা কথা ওদের আমার ভারি ভাল লেগেছিল একসময়। "সিপিয়েমের বিকল্প উন্নততর সিপিয়েম"।

    এইটা একদম হাড়ে হাড়ে ঠেকছে এখন।

    সিপিয়েম তো প্রশ্নবাণে ভীষ্ম-র পিতামহের স্টেজে চলে গেছে... এখন অ্যান্টিসেপটিক লাগবে, বা আয়ুর্বেদ। কিন্তু তৃণ-কে বাঁচাবে কে?

    বিমান্দার বিকল্প যদি কিশেঞ্জি হন, তাইলে তো বলতে হয় গোড়ায় গলদ আছে।
  • kallol | 220.226.209.2 | ২৩ নভেম্বর ২০০৯ ১১:২৭430134
  • পিটি আপনার Date:22 Nov 2009 -- 10:45 PM
    পোস্টে লিখেছেন - ""সুনীল সম্পূর্ণ বাম কলুষমুক্ত এমন বোধহয় শপথ করে বলা যাচ্ছে না।"" আর হয়তো সেই কারনেই নাকি সুনীলের দেশের সম্পাদক হওয়া হলো না।
  • SB | 114.31.249.105 | ২৩ নভেম্বর ২০০৯ ১১:৩৯430135
  • বাম কলুষমুক্ত নন বলেছেন, বাম বলেননি তো! একটা সময়ে তো আপামর শিল্পী সাহিত্যিক গণনাট্য আন্দোলনের /আইপিটিএ-র সাথে যুক্ত ছিলেন।

    যাগ্গে, আরেকটা ড্যামেজিং নিউজ: http://aajkaal.net/report.php?hidd_report_id=119622

    আগে রেলের অনুস্‌ঠান গুলোতে রেলের কর্মীরা বা তাদের ছেলেমেয়েরা গান গাইতো, কোন পারিশ্রমিক ছারাই। এখন আপনাদের মমতা পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের কিনে নিতে চাইছেন ঐ সব অনুস্‌ঠানগুলোতে টাকা বিলিয়ে!

    একেকটা প্রোগ্রামের জন্যে নচিকেতা পল্লবদের ৭০ হাজার টাকার, এমনকি সুমনের মত তৃনমূলীকেও! যাচ্ছেতাই ব্যাপার!!!
  • saikat | 202.54.74.119 | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৫৬430136
  • এটাও থাকুক। যা করেছি বেশ করেছি !!!! তবে খবরের শেষ লাইনের অন্ত্যমিল পড়ে হাততালি দিন।

    http://aajkaal.net/report.php?hidd_report_id=119620
  • PT | 203.110.243.21 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:১০430138
  • ""শাঁওলিদি শম্ভু মিত্রের মেয়ে। যোগ্য মানুষ। তাঁকে কমিটিতে নিয়ে আমি গর্বিত।""- মমতা উবাচ।
    http://aajkaal.net/report.php?hidd_report_id=119620

    বেড়ে জমেছে ব্যাপারটা। এই হিসেবে উৎপল দত্তের মেয়েও তো রেলের কোন কমিটিতে ঢুকতে পারেন? কিন্তু কেউ আমাকে একটু বোঝাতে পারেন যে শাঁওলির রাজনৈতিক বিশ্বাস যাই হোকনা কেন, তাঁর মত একজন অত্যন্ত প্রতিভাশালী নাট্যকর্মীর এই ক্যাঁচালের মধ্যে থাকার দরকার কি? তিনি কি অন্যকোনভাবে সমাজের উপকার করতে পারতেন না?

  • Arijit | 61.95.144.122 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:১৭430139
  • কারো নিজস্ব রাজনৈতিক বিশ্বাস থাকাটা অন্যায় নয়। সেই বিশ্বাস থেকে মিটিন-মিছিলে যাওয়াও অন্যায় নয়।
  • PT | 203.110.243.21 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:২৫430140
  • @ Kallol

    22 Nov, 05.22 PM - এটি আমার আঙুলনি:সৃত নহে। সত্যি, তর্ক করতে গেলে কে বলছে সেটা বোধহয় আগে জেনে নিতে হয়।

    আপনার পোস্টিং 23 Nov, 11.27 AM কোন প্রশ্ন ছিল কি? যখন হর্ষ দত্তর প্রবন্ধ জাতীয় লেখা পড়ি, তখন সুনীলকে বাম-ই মনে হয়। আমি নিশ্চিত সুনীলকে দেশ পত্রিকা এত সস্তাতে কিন্তে পারত না।

  • Arijit | 61.95.144.122 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:২৬430142
  • টেকনিক্যাল কোশ্চেন করি -

    সে¾ট্রাল সিভিল সার্ভিসেস কনডাক্ট (১৯৬৪) থেকে - (সেকশন ২, পয়েন্ট ৪)

    "An honorary worker should be paid a nominal salary of Re.1 per month in respect of the civil post the duties of which he is required to perform. This is necessary in order to bring him within the ambit of the Government servants Conduct Rules and other service rules. An honorary worker need not, however, actually draw the nominal salary and may, by writing to the Accounts Officer concerned voluntarily surrender it. For the purpose of official records, however, such nominal salary must be fixed and specified in the order of appointment.'

    এঁদের অ্যাডভাইসরি ক্যাপাসিটিতে নেওয়ার কথা, এবং নমিনাল স্যালারী দেওয়ার কথা।

    http://www.persmin.nic.in/EmployeesCorner/Acts_Rules/CCSRules_1964/ccs_conduct_rules_1964_details.htm

    রেলের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য নয়?
  • PT | 203.110.243.21 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:২৬430141
  • *কিনতে
  • Arijit | 61.95.144.122 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৩১430143
  • নয়।

    Provided that nothing in these rules shall apply to any Government servant who is –

    (a) (i) a railway servant as defined in Section 3 of the Indian Railways Act, 1890 (9 of 1890);

    (ii) a person holding a post in the Railway Board and is subject to the Railway Services (Conduct) Rules;

    (iii) holding any post under the administrative control of the Railway Board or of the Financial Commissioner of Railways;


    রেলের নিয়মটা দেখা দরকার তাহলে।
  • PT | 203.110.243.21 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৩৪430144
  • @ Arijit

    মিটিং-মিছিলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলিনি। রেলের কমিটিতে থাকার (তাও পয়সা নিয়ে) ব্যাপারে জানতে চেয়েছি। যদি ধরেও নিই যে শম্ভু মিত্রের মেয়ে হলেই ভাল নাট্যকর্মী হওয়া যায়, কিন্তু সেই সুবাদে কি রেলের সমস্যা সমাধানের যোগ্যতাও অর্জন করা যায়?
  • dukhe | 117.194.231.229 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৩৫430145
  • SB আর PT নিজেরা একটু আলোচনা করে জানান না - সুনীল বাম কি বাম না । আলিমুদ্দিনের কী মত ?
    হর্ষ দত্ত টাটার শোকে কেঁদেছিলেন - কাজেই নিশ্চয় বাম না । কী বলেন ?
  • Arijit | 61.95.144.122 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৪৩430147
  • শাওঁলী মিত্র যে ভালো নাট্যকর্মী সেই নিয়ে আমার দ্বিমত নাই। এবং সেটা শম্ভু মিত্রের মেয়ে হওয়ার সাথে যুক্ত নয়। দ্বিতীয় কথা হল সান্মানিক পদে এঁদের কেউ আমন্ত্রন জানাতেই পারেন। সেক্ষেত্রে মাইনে দেওয়া হয় কিনা সেই নিয়মটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে - সে¾ট্রাল সিভিল সার্ভিসের ক্ষেত্রে নিয়মটা তো পেলাম। রেলের কন্ডাক্ট বইয়ে সেরকম কিছু পাইনি। একদম পিওর লজিক এবং আইনী দিক থেকে দেখার চেষ্টা করছি - ডেভিলস অ্যাডভোকেট;-)

    এঁরা কি রেলের কর্মী তাহলে? না হলে মিটেই গেলো, কিন্তু যদি হন, তাইলে রেলের কন্ডাক্ট অনুযায়ী -

    5. Taking part in politics and elections.-

    (1) No railway servant shall be a member of, or be otherwise associated with, any olitical party or any organization which takes part in politics nor shall he take part in, subscribe in aid of, or assist in any other manner, any political movement or activity.

    (2) It shall be the duty of every railway servant to endeavour to prevent any member of his family from taking part in, subscribing in aid of, of or assisting in any other manner any movement or activity which is, or tends directly or indirectly to be subversive of the Government as by law established and where a railway servant is unable to prevent a member of his family from taking part in, or subscribing in aid of or assisting in any other manner, any such movement or activity, he shall make a report to that effect to the Government.

    (3) If any question arises whether a party is a political party or whether any organisation takes part in politics or whether any movement or activity falls within the scope of sub-rule(2), the decision of the Government thereon shall be final.

    (4) No railway servant shall canvass, or otherwise interfere with, or use his influence in connection with or take part in, an election to any legislature or local authority:

    Provided that-
    (i) a railway servant qualified to vote at such election may exercise his right to vote, but where he does so, he shall give no indication of the manner in which he proposes to vote or has voted;
    (ii)a railway servant shall not be deemed to have contravened the provisions of this sub-rule by reason only that he assists in the conduct of an election in the performance of a duty imposed on him by or under any law for the time being in force.


    যদিও এই নিয়মটার ক্ষেত্রে ঠগ বাছতে গাঁ উজার হয়ে যাবে;-)
  • kallol | 220.226.209.2 | ২৩ নভেম্বর ২০০৯ ১৪:০৮430149
  • পিটি - কিন্তু আমি তো স্বচক্ষে পষ্টো এখনও দেখতে পাচ্ছি ওটা আপনারই পোষ্ট। নীচে পুরো বয়ানটা তুলে দিলাম।

    Name: PT Mail: Country:

    IP Address : 203.110.243.21 Date:22 Nov 2009 -- 10:45 PM

    সুনীল সম্পূর্ণ বাম কলুষমুক্ত এমন বোধহয় শপথ করে বলা যচ্ছে না। যতদূর জানি বাল্যকালে তিনি AISF-এর সদস্য/সমর্থক ছিলেন।
    এমন হতে পারে যে তাঁর এই চরিত্রদোষের জন্য তাঁকে দেশ পত্রিকার সম্পাদক করা হয় নি।

    গুরু এবং চন্ডালী সাথীয়োঁ আমি কি ভুল বলেচি?
    সত্যি..............!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন