এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩৩২৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 117.194.35.15 | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৩০435098
  • বইমেলা ঘুরে এলাম। টুপটাপ পেরেক পোঁতা চলছে, ডেকরেটারদের হুড়মুড়। বিনয় চৌধুরি বেঁচে থাকলে বলতেন এতো স্রেফ কনট্রাকটারের রাজত্ব। এরই মধ্যে উদ্বোধন হয়ে গেল কততম যেন কলকাতা বইমেলা। কে করতে এলেন সেসব জানা নেই। ওসব টিভিতে দেখে নিন। মুখ্যমন্ত্রী দেখতে একপাল গেঁয়ো লোক গিল্ড আপিসে ঢুকে পড়েছিল, এইটুকু শুধু জানা আছে। কারণ আমরা ওখানেই ব্যস্ত ছিলাম লটারি লটারি খে...লায়। আড়াই ঘন্টা খেলার শেষে রেজাল্ট বেরিয়ে গেছে। গুরুর টেবল নং ১৫৭.

    মুখ্যমন্ত্রী আদপেই এসেছিলেন কিনা সে অবশ্য জানা নেই। এসে থাকতেও পারেন, নাও পারেন। আমেরিকান প্যাভেলিয়নের দরজা বন্ধ ছিল। বাইরে থেকে গুচ্ছ ফটোগ্রাফারের ভিড় দেখা গেছে। একদম নিজের চোখে। অবশ্য বুদ্ধদেব না হয়ে জর্জ বুশ হলেই আটকাচ্ছে কে। ওবামা নন। তিনি তো এই সেদিন ঘুরে গেলেন।

    আর হ্যাঁ, আমেরিকার স্টল নাকি প্যাভেলিয়ান, নাকি প্রাসাদের সামনে দাঁড়িয়ে যদি বাঁদিকে ফেরেন, তো সিধে লিটল ম্যাগাজিন প্যাভেলিঅন। সেখানেই আলো করে আছে গুরুচন্ডালি। বল্লে হবেনা, আমরা অন্তত আমেরিকার চেয়ে স্লাইট বাম দিকে আছি।

    পু: শুরু হতে না হতেই দুজন ফেসবুকের বন্ধু দেখা দিয়ে গেলেন। বাকিরাও আসুন। আমেরিকার বাম দিকে আমরা প্যাঁচা ও ইঁদুর নিয়ে চুপচাপ বসে আছি।
  • r.h | 117.194.233.138 | ২৫ জানুয়ারি ২০১১ ২৩:৫৮435099
  • ফোঁস। বুদ্ধবাবু, আমেরিকা, ফটোগ্রাফার, প্যাঁচা কিছুই দেখতে পেলাম না।
    চাট্টে ছবিও দেখাবে না কেউ? তোমরা কেন্দ্রের চে কম জালিম কিসে?
  • r.h | 117.194.229.137 | ২৬ জানুয়ারি ২০১১ ১০:২৯435101
  • ও গুরু গুরু হে
    মর্মপীড়ের কিরে লাগে
  • siki | 122.162.75.198 | ২৬ জানুয়ারি ২০১১ ১৮:১৬435102
  • জয় গুরু। এনজয় গুরু!!
  • Suvajit | 59.177.199.209 | ২৬ জানুয়ারি ২০১১ ২১:০১435103
  • দিল্লির বইমেলায় কি গুচ থাকছে / পাওয়া যাবে?
  • Ishan | 117.194.35.49 | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:৩৯435104
  • সেকেন্ড ইনিংসের সেকেন্ড ডেও পার করে এলাম। ছবি টবি গুচ্ছের উঠেছে, এমনকি একজন সাংবাদিক আর একজন ফিলমমেকার অব্দি গুচ্ছ ছবি তুল্লেন। (দুজনেই চন্ডাল)। কিন্তু চন্ডালদের বড়ো ল্যাদ। তাই ছবির ভরসায় থাকবেন না। মুখের কথায় ভরসা রাখুন। গুরু রমরমিয়ে টেবিল বাগিয়ে বসেছে লিটল ম্যাগ কর্নারে। সামনে ইঁদুর, পাশে প্যাঁচা। এদিক ওদিক খানকয় ক্যালেন্ডারও ছড়িয়ে আছে। বিক্রিবাটাও মন্দ নয়। পুরোনো চাল ভাতে বাড়ে আর পুরোনো বই পুরোনো সম্‌খ্‌য়া দিব্যি চলে বইমেলায়। হেব্বি ডিম্যান্ড। লোকে আসছে যাচ্ছে, ভাট মারছে আর ঝপাঝপ কিনে নিচ্ছে পুরোনো চটি, পুরোনো কাগজ। ল্যালা সংখ্যার ডিম্যান্ড দেখা যাচ্ছে সর্বাধিক। দেখা যাচ্ছে লোকে লেটে হলেও আমাদের কদর বুঝেছে।

    এর মধ্যে কাবলিদা দাবী করেছেন, যে আমরা আমেরিকার বামে নয় ডানদিকে। হবেও বা। মোদ্দা জিনিসটা বুঝে নিন। আমেরিকার প্যাভেলিয়নের দিকে সামনে থেকে সোজা তাকাবেন। এবার আপনার বাম হাতে আসবে গুরুর দোকান। পৌঁছনো সহজ নয়। কিন্তু আপনার জন্য ল্যাম্পপোস্টে ল্যাম্পপোস্টে আমরা দিয়ে রেখেছি দিকনির্দেশিকা। দেখে দেখে টুক করে চলে আসুন। লোকে বলছে শেহ্‌হকালটায় একটু কষ্ট হচ্ছে, সে হোক, কষ্ট হলেই বুঝবেন যে লক্ষ্য সামনে।

    আর কি দেখবেন সে নিয়েও বেশি লেবার নেবার দরকার নেই। বইমেলার জন্য বেরিয়ে গেছে গুরুর গাইড। ইচ্ছে ছিল বই বেরোনোর ঠিক একদিন আগে আপলোডিত হবে। কিন্তু পেপার যখন ফাঁসই হয়ে গেছে, তখন গুরুতেও আপলোডিত হল জগদ্বিখ্যাত গুরুর গাইড। পড়ুন, পড়ান এবং সার্কুলেট করুন। পিলিজ।

    http://www.guruchandali.com/pebble/files/preview/gurur_guide.pdf
  • Ishan | 117.194.35.49 | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:৪২435105
  • আর হ্যাঁ, এই হল নতুন সংখ্যা:


  • r.h | 117.194.234.193 | ২৭ জানুয়ারি ২০১১ ০০:০০435106
  • নতুন চটি? এলো?
  • Tim | 198.82.25.122 | ২৭ জানুয়ারি ২০১১ ০০:৫৪435109
  • এইত্তো! জিও!
  • Samran | 117.194.98.124 | ২৭ জানুয়ারি ২০১১ ০১:১৯435110
  • সৈকত আর ইপ্সিতা মিলে ব্যপক সাজিয়েছে গুরুর বইমেলার টেবিল, একেবারে যাকে বলে ঝক্কাস। বাড়ি থেকে বয়ে নিয়ে আসা খালি প্যাকিং বাক্স কেটে কেটে তাতে পোস্টার সাঁটিয়ে ঘুরে ঘুরে মেলাময় বসিয়েছে সেগুলো, কোনমতে একবার আম্রিগার বড় বাড়িটার কাছে পৌঁছে গেলেই আপনি পেয়ে যাবেন গুচর টেবিলে যাওয়ার দিশা। আমাদের ইন্দো ডগদার আন্তত সেই দিক নির্দেশনাতেই পৌঁছে গেছিল টেবিল অব্দি।

    কেডির ধরে থাকা বাঁশের ভারায় চড়ে রফিক টানিয়ে দিয়েছে বিশাল ফ্লেক্স। ইপ্পির আনা আর্ট পেপারে সৈকত নকশা করে লিখেছে গুরুচণ্ডা৯। অচিন্ত্য মেলায় ঢোকার আগে খোঁজ নিয়েছে, ছুরি-কাঁচি কিছু লাগবে কিনা এবং যা লাগবে সেগুলো নিয়েও এসেছে। পাটের বোনা নকশাদার পেচক দুখানি শোভা বাড়াচ্ছে টেবিলের, কেডির সৌজন্যে আছে এমনকি গুরু দেশলাইও। আছে ছোট্ট কাঠের প্যাঁচা, ইপ্পির সৌজন্যে। পোস্টার, ক্যালেন্ডার, বুকমার্ক, কি নেই টেবিলে! আর আছে নতুনে পুরোনে সব কা গু, চটি, অপেক্ষা শুধু নতুন জোড়া চটি আর টাটকা গরম নতুন ইস্যু কা গু'র।

    আজ ছিল ক্ষুদেদের দিন। টুংকাই, টিনটিন বুবাই। টেবিলে চড়ে বসে সমানে ছবি আঁকল ডাগদার-রাত্রি নন্দন টুংকাই, সোনা ছেলেটি হয়ে চেয়ারে বসে গেম খেলেছে মিঠু-সৈকত নন্দন টিনটিন। বুবাই শুধু দৌড়ে বেড়াল এদিক ওদিক। বলা বাহুল্য মিঠু আর রাত্রিও হাজির ছিল আজ।

    ইপ্পি সাজানো গোছানো তো করতেই পারে, আরো পারে দোকানদারি করার সঙ্গে সঙ্গে সমানে ফোনে কথা বলতে। কেডি যাকে প্রণাম করতে চান, এসেছিলেন সেই মানুষটি। তিনি আর কেউ নন, ইপ্পির কত্তা। ইন্দোদাদা আমাকে আর ইপ্পিকে চাউমিন খাইয়েছে, বারো টাকা কাপের চা খাইয়েছে সৈকত। বাড়ি থেকে টিফিন কৌটোয় বয়ে নিয়ে আসা কাটা আপেল, যা কিনা মাসিমা দিয়ে দিয়েছিলেন, না খেয়েই সেই আপেল বাড়ি নিয়ে গেছে ইপ্পি, বাড়ি গিয়ে বকুনি খাওয়ার ভয়ে অবশ্য আমাকে সেগুলো খাওয়ানোর তালে ছিল সে:-)

    মেলা জুড়ে চলছে সমানে ঠোকাঠুকি, বেশির ভাগ দোকানই সেজে-গুজে তৈয়ার হয়ে গেলেও অনেক দোকান এখনো তৈরিই হয়নি। আম্রিগার বড় বাড়ির সামনে লম্বা লাইন, যেমন পড়ে যে কোনো বড় বা বিদেশী স্টলের সামনে। মেলায় কোনো চাওয়ালা ঘুরে বেড়াচ্ছে না অতএব চা খেতে হলে ঐ বারো টাকা খচ্চা কত্তেই হবে আপনাকে। টেলিভিশনের চ্যানেলগুলো জমিয়ে আসর বসিয়েছে, ঝাঁ চকচকে তাদের সব টেম্পোরারি আপিস।
  • Samran | 117.194.98.124 | ২৭ জানুয়ারি ২০১১ ০১:২৫435111
  • বলতে ভুলে গেসলাম, যে সব স্টলে কাজ চলছে সেসব জায়গা থেকে নিজেদের দরকার আর পছন্দমত কাঠু-কুটো, বোর্ড, পেরেক-পিন, দড়ি ইত্যাদি কিছু ঝেপে কিছু বলে বিন্দাস নিয়ে এসেছে সৈকত আর ইপ্পি:-)
  • a x | 99.53.141.11 | ২৭ জানুয়ারি ২০১১ ০১:৫৮435112
  • চাউমিন খাওয়ানোর পরেই কি ইন্দোর মুখখান ঐরকম হয়ে গেল?
    কেডিকে দেখে অবশ্য মেয়ের বিয়ে বলেই মনে হচ্ছে! :-)
  • Tim | 198.82.25.122 | ২৭ জানুয়ারি ২০১১ ০২:১৫435113
  • ইন্দোদা ইতিমধ্যে এট্টু ভারিক্কি হয়েছে বলে মনে লয়। নাকি আগেরবার পেট খারাপ ছিলো? :-)

    মামুর লাল জামাটা কিন্তু ঝক্কাস!
  • debu | 170.213.132.253 | ২৭ জানুয়ারি ২০১১ ০২:৪৩435114
  • কেডি দা কে ত্রিনমুল টিকিট দেবে মনে হছে

    বস ,বই গুলি কি calcuttaweb এ পাওআ যাবে?
  • kd | 59.93.246.17 | ২৭ জানুয়ারি ২০১১ ০৩:০২435115
  • মাইরি, দাড়ি কামাইনি বলে সকলে কেমন লাইন বেঁধে প্যাঁক দিচ্ছে।
    আরে অতো ভোরবেলা এতো কিছু সামলানো যায় নাকি? আবার কিছু সঙ্গে নিতে যদি ভুলে যাই, তাহ'লে তো হয়েই গ্যালো, গুরুমার বকুনি খেয়ে পেট ভরে যাবে।
    এত্‌তো টেন্‌সান কি পোসায়?
    :-)
  • m | 117.194.32.165 | ২৭ জানুয়ারি ২০১১ ০৭:৩৬435116
  • পাটের বোনা নকশাদার পেচক দম্পতি টিনটিনের সৌজন্যে:)

  • kanti | 202.90.100.18 | ২৭ জানুয়ারি ২০১১ ০৭:৫৬435117
  • কেডিকে কিন্তু খাসা দেখাচ্ছে এই দাড়িতে । থাক না ক্যাপ্টেন বইমেলার জন্য এই দাড়িশোভা।
    কান্তি।
  • i | 137.157.8.253 | ২৭ জানুয়ারি ২০১১ ০৮:১৭435119
  • গুরুর জয় হোক।
    জাস্ট কটা দিনের জন্য মিস করলাম সব। চটি টু চাউমিন।
  • Paramita | 122.172.36.164 | ২৭ জানুয়ারি ২০১১ ০৮:২৩435120
  • মনে হচ্ছে উইকেন্ডটাতে ছুট্টে চলে যাই -
  • byaang | 122.172.26.112 | ২৭ জানুয়ারি ২০১১ ০৮:৩৩435121
  • কত্তো মজা মিস কল্লুম!! কান্না পেয়ে যাচ্ছে!! এই উইকেন্ড না হোক, পরের উইকেন্ডে আসতে পারি কিনা দেখি! আমাকে বাদ দিয়ে অ্যাত্তো অ্যাত্তো মজা করে নেওয়া চলবে না। আমারও ভাগ চাই। :-((
    (পাইবক্সের ঢাকাইখানা দারুণ)
  • Samran | 117.194.97.55 | ২৭ জানুয়ারি ২০১১ ০৮:৪৯435122
  • চলে এসো ব্যাঙ্কুমারী। ছুট্টে এসো, আমি পথ চেয়ে রইলাম..

    এহহে, জোড়া পেচক কোথা হতে এলো সেটাই বলতে ভুলেছি। থ্যাঙ্কু মিঠু।
  • Samran | 117.194.97.55 | ২৭ জানুয়ারি ২০১১ ০৮:৫৩435123
  • আজকে আমি ওখানে চায়ের দোকান দেব আর টেটলির ব্যাগ চা বেচব দশ টাকা করে। ফাইন্যাল। মাটির ভাঁড়ে সার্ভ করব। দোকান বসাতে কোনো ঝামেলা হবে না, চেয়ারওলা চেয়ারম্যান দাদার টেবিলের পাশেই জায়গা পেয়ে যাব, নিশ্চিত:-)
  • mita | 24.248.203.162 | ২৭ জানুয়ারি ২০১১ ০৮:৫৪435124
  • সামরান, সৈকত, মিঠু, কাবলিদা, সক্কলকে থ্যান্‌কু, বইমেলা অভিযান ছবিসহ তুলে দেওয়ার জন্য। ইশ, কত হই চই হচ্চে! খুব মিস করছি, তবু তো ছবিগুলো দেখতে পারছি।

    কত্তদিন বাদে কুচো গুলোকে দেখলাম। :)
  • kallol | 220.226.209.2 | ২৭ জানুয়ারি ২০১১ ০৯:৪৬435125
  • গুরুর বইমেলা অভিযান - সার্থক হোক।
    প্রতিদিন ছবি চাই।
  • kd | 59.93.196.244 | ২৭ জানুয়ারি ২০১১ ০৯:৫১435126
  • আরে মিতা, তোমার থ্যাঙ্কু-লিস্টে যে গুরুমা বাদ পড়লো (পুরোনো নামই দিলুম, যদিও তিনি কলকাতায় 'বম্বেপি' নামেই অধিক পরিচিত)। (ম:)
  • byaang | 122.172.26.112 | ২৭ জানুয়ারি ২০১১ ১০:০২435127
  • মশামেসোর কোনো ছবি ওঠে নি?
  • m | 117.194.32.165 | ২৭ জানুয়ারি ২০১১ ১১:১৬435128
  • কয়েকজন নীরব কর্মবীরের নাম বাদ পড়ে গেছে।আমি চারটে নাগাদ গিয়ে দেখি,ইন্দো প্রাচীন কালের পোস্টার লেখার অভ্যাস ঝালিয়ে নিচ্ছে:) সঙ্গে অচিন্ত্য। দুজনে অনেকটা সময় জুড়ে পোস্টার লেখা ,কাগজ সাঁটা, সেগুলো নিয়ে এদিক সেদিক যাতায়াত ইত্যাদি করেছে।পরের দিকে মৃগাংক আর ধর্মেন্দ্র আরো প্রচুর কাগজ দড়িদড়া নিয়ে লেগেছিলো।

    আর গুরুর পরিচিত লোকজনদের মধ্যে কাল দময়ন্তী, স্যান, আর সৈকত এর সঙ্গে দেখা হলো।
  • Manish | 59.90.135.107 | ২৭ জানুয়ারি ২০১১ ১২:২৯435130
  • বইমেলা ৬ তারিখ পর্যন্ত্য থাকছে কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন