এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩৩২৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • mita | 24.248.203.162 | ২৯ জানুয়ারি ২০১১ ০৫:৪৭435198
  • অচিন্ত্য, থ্যান্‌কু :)
  • lcm | 128.48.44.141 | ২৯ জানুয়ারি ২০১১ ০৬:২১435199
  • আরে না! গুরু দেশলাই বের করেছে! অ্যামেজিং!
  • kallol | 115.184.16.195 | ২৯ জানুয়ারি ২০১১ ০৭:৪৩435200
  • আরেন্টি স্যারের দাদারা দিশি দেশলাই তৈরী করেছিলো না? সামান্য আগুন পেলেই যেটা জ্বলে উঠতো। গুরুর দেশলাই নিশ্চই তার চেয়ে ভালো।
  • Samran | 110.227.104.138 | ২৯ জানুয়ারি ২০১১ ০৮:২৭435201
  • আমি যে ব্রতীনের একটা নতুন নামের দাবী জানাইলাম, সেই নিয়া কেউ এক্ষান পশ্নূ কল্লো না! বিপ্লবের থেইকা ধার নিয়া একখান দু:খিত ইমো।

    অদ্রিশদা কইলেন, কে সি পালের মত অনুযায়ী সূজ্জি জেমনি পিত্থিমিরে প্রদক্ষিণ করে, বইমেলা- খোমাখাতা সক্ষলে এখন গুরুরে প্রদক্ষিণ করে। গোটা বইমেলা নাকি গুরুর পোস্টারে-ব্যানারে সয়লাপ। মৈদি এসে খোঁজ কল্লো, সেই ভদ্রলোক আসেন নাই? সেই ভদ্রলোক বলতে গতবারের মেলায় একজন এসেছিলেন, যিনি ম্যালা টাইম দিয়েছিলেন গুরুর টেবিলে বসা আমাকে, আমি কেন হুদা? মুখো নই ক্যা? আমাগো পোলাপাইন হইলে তারা সমাজে কুন পরিচয় লইয়া বাঁচবো? শ্বশুর বাড়ির সামাজিক অনুষ্ঠানে আমি কি কী ওয়েলকাম? আমার বাড়িতেই বা ক্ষী অবস্থা? সেইক্ষেনে কী সুমেরু মুখো ওয়েল্লি ওয়েলকাম? আত্মীয় স্বজনেরাই বা আমারে কদ্দূর স্বীকৃতি দিসে? আমি তাঁর পশ্নোবানে জজ্জরিত হইয়াও তাঁকে সহ্যি করে যাচ্ছিলাম কারণ কয়েকখানি গুরু তাঁর হাতে ছিল আর পয়সা তাঁর পকেটে। উদ্ধার করে মৌদি, ইচ্চেমতন পালটা পশ্নোবাণ দিয়ে। বাপস। কত রঙ্গ গুরুর টেবিলে!

    বইমেলার শুরুর দিনে মানে ২৬তারিখে সৈকতের এক দোস্তো এসেছিলেন। হাম্বা লইয়া লেখকের অটোগ্রাফ চাহিলে লেখক পত্থমে বুঝতেই পারেন নাই যে সহি চাওয়া হইতেছে, অবশেষে অনুধাবন করিয়া সহি দিয়া তিনবার গুনিয়া গুনিয়ে থ্যাংকু দিয়াছেন দোস্তোকে। কে একটা যেন বলিল, বোধায় বম্বে পি, লেখক তাঁর নিজের বইয়ে অটোগ্রাফ দিয়ে এতবার থ্যাঙ্কু দ্যায়, এটা এই পত্থমবার দেখিলাম!

    আরো কিছু মনে পড়লে পরে এসে লিখে দেব।
  • pharida | 122.163.99.116 | ২৯ জানুয়ারি ২০১১ ০৯:১৪435202
  • লাই পেলে গুরু একদিন দেশ ও বের করবে :)
  • Ruchira | 75.22.183.88 | ২৯ জানুয়ারি ২০১১ ০৯:২৩435203
  • আরে কতদিন পর অদ্রিশদা আর মৌএর কথা পড়ছি - এরা একসময় বড্ড চেনা ছিল
  • siki | 122.162.75.82 | ২৯ জানুয়ারি ২০১১ ১০:১৬435204
  • আরেকটু পরিচয় হোক, আমি প্রায় কাউকেই চিনি না।
  • pi | 117.194.202.103 | ২৯ জানুয়ারি ২০১১ ১০:২০435205
  • পারমিতাদি,মিতাদ্দি, 'ওনা'র নাম আমি ও থোড়াই জানি !
  • siki | 122.162.75.82 | ২৯ জানুয়ারি ২০১১ ১০:২৯435208
  • ওহো, ওহো, আরে ইনি তো ফাটাফাটি লেখক। নামটা খেয়াল ছিল না। ইনিও কি নীপা?
  • Samran | 110.227.104.138 | ২৯ জানুয়ারি ২০১১ ১০:৩৬435209
  • শমীক,
    অদ্রিশদা বোধ হয় নেটগুরু পড়েননা। সপ্তায় পাঁচদিন তো থাকেন কলকাতার বাইরে, নেটের বাইরে। কাগুজে গুরু পড়েন।

    আনন্দ থেকে অদ্রিশদা আর মৌদি দুজনের দুট বই বেরুলো এই মেলায়, গাঙচিল থেকে বেরিয়েছে অদ্রিশদার দুটো বই।
    নাম জিগাইয়ো না, ভুল্যা গেসিগা :-(
  • Manish | 59.90.135.107 | ২৯ জানুয়ারি ২০১১ ১৩:২৯435210
  • এই অদ্রীশ বিশ্বাসের একটা প্রবন্ধ পড়লাম এবারের পুজোবার্ষিকী একদিনে।
  • kumudini | 122.173.166.201 | ২৯ জানুয়ারি ২০১১ ১৭:৪৬435211
  • আমার কথা ভেবে সদার ছবি তোলা?ধন্যবাদ।ঐ ছবিতে পাই ছাড়া বাকীরা কারা?
  • Ishan | 117.194.33.196 | ২৯ জানুয়ারি ২০১১ ১৮:৩১435212
  • ইঁদুর, আর সদা স্বয়ং।

    বাড়ি বসে বসে খপর পেলাম, নতুন গুরু মেলায় ল্যান্ড করেছে।
  • kumudini | 122.173.166.201 | ২৯ জানুয়ারি ২০১১ ১৮:৫০435213
  • ঐ ছবিতে সদার গলায় কার ওড়না/উত্তরীয়?
  • sda | 115.241.66.236 | ২৯ জানুয়ারি ২০১১ ১৯:৫০435214
  • ওটা আমার মাফলার।
  • kumudini | 122.173.166.201 | ২৯ জানুয়ারি ২০১১ ২০:০৫435215
  • এই তো!এখন যদি বলতে যাই যে মাপলার যদি, তো গলায় জড়ান নাই ক্যানো,অমন শান্তিনিকেতনী উত্তরীয় এস্টাইলে ওটি গলায় ঝুলে আচে ক্যানো,অম্নি যে যেখানে আছে, "রে রে কুমু" চিৎকার করে হাতের গোড়ায় যা পাবে তাই নে দৌড়ে আসবে!
  • sda | 115.241.66.236 | ২৯ জানুয়ারি ২০১১ ২০:১২435216
  • আসলে বইমেলার মধ্যে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু বাইরে বেশ ঠান্ডা। তাই আর কি :)
  • Lama | 117.194.236.1 | ২৯ জানুয়ারি ২০১১ ২১:৩২435217
  • আজ মেলায় একজন গোরা সায়েব কিছু বই কিনে যখন দাম মেটাচ্ছিলেন, তখন একজন লোক তাঁকে উপযাচক হয়ে জিগালো "ইজ দিস বুক গুড স্যর?'।

    তাছাড়া একজন পুলিশ দেখলাম যাঁর পিস্তলের খাপে পিস্তল নেই। পকেটমার হয়ে গেল কিনা কে জানে।

    আর এক ভদ্রলোককে দেখলাম মাইক্রোফোন হাতে- লোকজনকে ডেকে "বই মেলা মেলা বই মেলা বই বই মেলা' কথাটা ঠিকঠাক বলতে পারলে ব্যাগ, চাবির রিং এসব দিচ্ছেন।

    আর এক ভদ্রমহিলা তাঁর সঙ্গীকে বলছিলেন চেয়ারগুলো সাভানে রাখতে যাতে গুরুচন্ডালিরলোকেরাঝে'নে্‌পনাদেয়
  • Ishan | 117.194.33.196 | ২৯ জানুয়ারি ২০১১ ২১:৩৬435219
  • কাবলিদা হারিয়েছে মোবাইল। ইপি হারিয়েছে তার গানের গলা। ব্রতীনের কল্যাণে সামরানের ঘটি হারিয়েছে। আর বাকিদের কি হারিয়েছে ভগবানই জানে (আমি যেতে পারি নাই, আর ফোনে এর চেয়ে বেশি ডিটেল জোগাড় করা অসম্ভব।) গুরুর একখানা কাউন্টারে সামলানো যায়নি আরেকখানা খুলতে হয়েছে। ভরা বইমেলায় সেটা কিকরে সম্ভব হয়েছে সেটাও কেবল মহাগুরুই জানেন। আসলে সবই মহাগুরুর কৃপা।

    তিনি অর্ধেক আঁতেল আধখানা ল্যালা। খানিকটা পাতি-পাবলিক, বাকিটা রেলাবাজ। তিনি উপযাচক হয়ে জ্ঞান দেন, ফান্ডাবাজদের খিল্লি করেন, ইন্টারভিউয়ের সময় তোৎলান। অঙ্কে তেরো আর ইতিহাসে পাতিহাস হয়েও পন্ডিত এবং/অথবা সমাজবিদদের সহজে বাংলা লেখা শেখানোর টিউটোরিয়াল দেন। ইদানীং অর্থনীতির অবসাদের দিকে তাঁর নজর পড়েছে। আর তাই নিয়ে নাগাড়ে ফান্ডা ঝাড়ছেন। সব ফান্ডারই অবশ্য এক রেট। পার পিস কুড়ি টাকা।

    কেউ তাঁকে মহাগুরু বলে, কেউ বলে কাগুজে বাঘ। যে যাই বলুক, একথা অক্ষরে অক্ষরে সত্য, যে, গুরু আর চন্ডালদের তিনি একঘাটে জল খাওয়ান। একে কেউ চরণামৃত বলে কেউ বলে কারণবারি। কেস যাই হোক না কেন, ফান্ডা যে জলব্‌ৎ তরলং তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই ফান্ডার মহানায়ক মহাগুরু ওরফে কাগুজে গুরু ওরফে গুরুচন্ডালি পত্রিকা রূপে অবশেষে অবতীর্ণ হলেন মহামানবের সাগরতীরে। এই বইমেলায় তাঁর রিসেশন অবতার।

    তাঁর ফান্ডা নিয়ে অলরেডি দিগ্বিদিক টালমাটালা। হুড়হুড়িয়ে কাটছে। ক্যালেন্ডার শেষ (ইপি নাকি আবার ছাপাবে), মুখোশও বাড়ন্ত। "অন্য যৌনতা" রিফিল করতে গিয়ে হাড় হিম। নতুন অবতারও কতক্ষণ টিকবেন বলা যাচ্ছেনা। ইয়ে হুয়া আজ কা আপডেট (আঁখো দেখা হাল নহে)।

    পু: এই মাত্তর ইপ্পি জানালো সে আজিজুল হকদের টেবিলে গিয়ে কিসব যেন বেচে এসেছে। :) মুখোশ, না ক্যালেন্ডার, নাকি কাগু, সেটা অবশ্য জানা হয়নি । বিশদে জানতে ইপ্পির আপডেটের জন্য অপেক্ষা করুন।
  • Ishan | 117.194.33.196 | ২৯ জানুয়ারি ২০১১ ২১:৪২435220
  • আফশোষ একটাই। চটির প্রবল ডিম্যান্ড সত্বেও চটি সোমবারের আগে আসা শক্ত।
  • Lama | 117.194.236.1 | ২৯ জানুয়ারি ২০১১ ২১:৪৪435221
  • *সাবধানেরখতেযাতেগুরুচন্ডালীরলোকেরাঝে'নে্‌পনাদেয়।
  • Lama | 117.194.236.1 | ২৯ জানুয়ারি ২০১১ ২১:৪৬435222
  • spacebar bhoge gechhe
  • Ishan | 117.194.33.196 | ২৯ জানুয়ারি ২০১১ ২১:৫৩435223
  • স্পেসবার শুধু বাংলায় ভোগে কেন যাচ্ছে?
  • Lama | 117.194.236.1 | ২৯ জানুয়ারি ২০১১ ২১:৫৯435224
  • কূট প্রশ্ন।

    কিন্তু আপাতগ্রাহ্য
  • Lama | 117.194.236.1 | ২৯ জানুয়ারি ২০১১ ২২:০০435225
  • কম্পু ভৌতিক আচরণ করছে
  • tatin | 130.39.149.174 | ২৯ জানুয়ারি ২০১১ ২২:২২435226
  • ajijdartable-egelemurgikhawalo?
  • byaang | 122.172.43.189 | ২৯ জানুয়ারি ২০১১ ২২:৩৭435228
  • অহো! কী দেখিলাম! :-)
  • kelo | 117.254.241.128 | ২৯ জানুয়ারি ২০১১ ২২:৪৩435230
  • আমি আজ এবছর প্রথম বইমেলা গিয়েছিলাম। পুরোটাই আবশ্য গুরুচন্ডালীর কল্যানে। মানে গুরুচন্ডালীর স্পনসর করা।
    কাবলীদার গাড়ী করে নিজোর বাড়ীর প্রায় দোরগোড়া থেকে বইমেলা গেলাম, এবং পুলিশের দেওয়া বাঁশ ডিঙিয়ে বাসে করে বাড়ী ফিরে এলাম। এর মাঝের ঘটনাবলীর বিশেষ বর্ণনা দেবার উপায় নেই। কারন সৈকতদা নিজে না গিয়েও সব বিস্তারিত লিখে দিয়েছেন। সৈকতদা যা যা লিখেছেন, আমি সেই সেই ঘটনাগুলো স্বচক্ষে দেখেছিমাত্র। এই - যেমন ধরুন কাবলীদার ফোন হারানো, বা নতুন গুরু মার্কেটে হিট করা... ইত্যাদি।
    ঐসব ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী থাকতে পেরে আমি যারপরনাই নিজেকে ধন্য মনে করছি।

    তবে হ্যাঁ - একেবারে ফাঁকি আমি মারি নি। একটি অন্তত কাজের কাজ করে এসেছি। আমার গুগলেন্দ্রিয় দিয়ে কাগুজে গুরুর স্টলটার লোকেশনটা টুকে নিয়েছি। আপনারা অলরেডী জানেন, যে কাগুজে গুরুর বিখ্যাত ১৫৭ নং স্টলটি আমেরিকার ডাইনে না বামে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। সৈকতদার মতে বাম এবং কাবলীদার মতে দক্ষিন। কিন্তু আপনারা যারা ঐ দুটো পথের একটাও ফলো করে বইমেলায় গুরুচন্ডালী খুঁজে পান নি, তারা নিম্নলিখিত লিঙ্কটি ফলো করুন। ওতে গুগল-ম্যাপে এক্কেবারে গুরুচন্ডালীর স্টলের অবস্থান দেওয়া আছে। স্যাটেলাইট ম্যাপটা দেখবেন, ওটায় বেশী ডিটেলে আছে। যাঁরা ভূগোলে কাঁচা তাদের গুগোল ই ভরসা।
    হুঁ হুঁ বাব্বা, গুরুর পাঠকরা রীতিমত ইনফরমেশন হাইওয়ে ধরে গুরুতে আসে, তাদের ওসব বাম-দক্ষিন ছাতামাথা মার্গ দেখালে হবে ? ?

    তবে সাবধান। আমার দেওয়া লোকেশনটাও ঠিক ঠাক কিনা সেটা বোঝার ক্ষমতা আমার নেই। বইমেলায় আজই প্রথম গেলুম কিনা! তাই ঈশেনদা, পাইদিদি প্রভৃতি আদিগুরুরা যদি একটু চেক করে দেখে নেন তো ভাল হয়। শেষে গুগলেন্দ্রিয়কে অতিরিক্ত বিশ্বাস করে গুরুর পাঠকদের গনশক্তি স্টলে পাঠিয়ে দিলে, এই শেষবেলায় আরও একটা কেলোর কিত্তি হবে।

    এই নিন ২০১১ র বইমেলায় গুরুচন্ডালী স্টলের সঠিক অবস্থান-
    http://maps.google.com/maps?q=loc:22.54519%2C88.39511

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন