এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩২৭৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumudini | 59.178.33.84 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৬435364
  • দাদারা, দুক্ষু কইরেন না,পরের বছর ঠিক তিন মাস আগে আমরা টিকিট কেটে রাকব,আর সবচে আগে হাজির হবো।
    মোবাইলে রিমাইন্ডার দিয়ে রেখেছি।
  • Bratin | 122.248.183.1 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৫435365
  • দেখেছো কান্ড!! আসল খবর টাই দেয় নি। কালকে পাই টিপিনে এনেছিল 'কুচো নিমকি ভাজা' - বাড়িতে তৈরী।
  • de | 59.163.30.4 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২৮435366
  • ছবিগুলো দেখে নষ্ট লজিকে আচ্ছন্ন!
    বুধবারের ৬০ নং ছবিতে বাটিকের ওড়না-আলা ভদ্রমহিলা কি সপা না নীপা? খুব চেনা মুখ তো!
  • til | 220.253.65.196 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪১435367
  • আরে ছত্তিশগড় কা কুঁয়ার,
    করসেবা, ফ্রীতে? না স্যার, এবার পাই দি ও সামরান ঠিক করেছে করসেবার ভলান্টিয়ারের চাকরী নীলামে তুলবে।
    (আমিও ঠিক করেছি ২০১২ ফেব এ যাবো)
  • kelo | 117.254.76.206 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৩435368
  • এক করসেবকের নিবেদন -

    ১) গুরুর ৩০০০ প্রিন্টার্স লাইনের স্টীকার ছাপা কমপ্লীট। বর্তমানে কাটিং এ গেছে। আগামীকাল কিছু আশা করা যেতে পারে। প্রতি শীটে ১২৫ টা করে স্টীকার আছে। সুতরাং অল্প কিছু শীট পেলেই চলবে।

    ২) ফুলুওরেসেন্ট কাগজে গুরুর হ্যান্ডআউট আজ বেলা তিনটের মধ্যে রেডি হয়ে যাবার আশা রয়েছে। অলরেডী নাকি মাস্টারটা কমপ্লীট। (চোখে দেখি নি অবশ্য)। তবে বন্ধু সুব্রত আর তার পার্টনার অসম্ভব ভালমানুষ বাবুদা দায়িত্ব নিয়েছেন। ওরা করসেবক নন, সুতরাং ওদের ওপর এই বান্দার চেয়ে বেশী ভরসা করা যায়।

    ৩) আজকের কোটার চটি বিকেল পাঁচটা নাগাদ হাতে আশার আশঙ্কা। তবে বিষ্যুদবারের আকাশ, কিচ্ছু বিশ্বেস নেই। ফোনাফুনি না করে এই করসেবক বেলা দেড়টা নাগাদ শশরীরে প্রিন্টার মনোজবাবুর সঙ্গে দেখা করেছিল। ওনার মুখের ভাবটি দেখে খুব ভাল কিছুর পূর্বাভাস দেওয়া যাচ্ছে না।

    পরেরবার থেকে আর যাই হোক এই করসেবক আর নিলামে দাঁড়াচ্ছে না। জনগনের কাছে করজোড়ে রিটায়ারমেন্ট চাইছে।
    যাই আপাতত চাট্টি ….. ইশে …. মানে খেয়ে আবার প্রিন্টার এর বাড়ি দৌড়াতে হবে।

  • kelo | 117.254.76.206 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৬435369
  • আর সবাই খেয়াল রাখুন,
    বইমেলা হয় জানুয়ারী মাসের শেষ বুধবার। তা সে যে তারিখই হোক না কেন।
  • kumu | 59.178.33.84 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫১435370
  • কৌশিকবাবুর কথা অনুযায়ী ২০১২ সালের ১ ফেব্রুয়ারী বইমেলা।
    ডিসে,২০১২ তে পৃথিবী ধ্বংস হওয়ার কথা,তার আগে বইমেলা যেতেই হবে।
  • kumu | 59.178.33.84 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৭435371
  • সরি জনগণ,25 JANUARY,2012পরের বইমেলা।
  • kallol | 220.226.209.2 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৩435372
  • পরের বই মেলায় আমিও আসছি।
  • kelo | 117.254.254.169 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪১435375
  • করসেবকের লেটেস্ট আপডেট -

    পূর্বোক্ত এক ও দুই নং পয়েন্টের উল্লেখযোগ্য অগ্রগতি হলেও তিন নম্বর পয়েন্টে বিষ্যুদবারের আকাশ কিন্তু যথারীতি বিট্রে করেছে। আজ একপাটিও চটি না পাওয়া যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    ঐ 'লাস্ট বুধবার' এর ফর্মূলাটি কিন্তু প্রফেসর কেলোর উদ্ভাবন নয়। এর পেছনে নাকি একটা জমজমাট ইন্টারন্যাশন্যাল কারন রয়েছে। জনগন, একটু আলোকপাত করবেন তো! আমি গল্পটা শুনতে আগ্রহী। সূত্রটা এক বন্ধুর কাছে পাওয়া।

    আবার এও শুনলাম, যে - এবারের বইমেলার মেয়াদ সরস্বতী পূজো অবধি বাড়ানো হতে পারে। সে অবশ্য হতেই পারে, সামনে ভোট বলে কতা। সবারই এখন দেবদ্বিজে ভক্তি খুব।

    আর কল্লোলদাকে বলি,
    গুচ কতৃপক্ষ আমাকে নানা অজুহাতে বইপাড়ায় আটকে দিচ্ছে। কিছুতেই বইমেলামুখো হতে দিচ্ছে না। এমনকি যেদিন টিপিনবাস্কো আনছে না - সেদিনও না। কাজেই আপনার বই/ক্যাটালগের আমি কিছুই করে উঠতে পারি নি। অন্য কাউকে একবার বলে রাখুন। আমি পারলে চেক করে নেব কাজটা হাসিল হয়েছে কিনা।
  • kumudini | 59.178.156.94 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৭435376
  • কৌশিক, বলছিলাম যে পরের্বার আমিও আপনার সাথে প্রিন্টারের কাচে ধর্ণা দেব,এবারটা সামলে নিন।
  • kelo | 117.254.254.169 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৫435377
  • একটা দুটো প্রিন্টার হলে হয়। এ - একেবারে তিন তিনটে প্রিন্টার,
    ১) স্টীকার
    ২) হ্যান্ডবিল
    ৩) চটি
    এদেরকে একত্রে সামলানোর খমোতা আমার আপনার কেন ! যৌথবাহিনীরও নেই।
  • pipi | 78.52.237.16 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৬435378
  • কলকাতায় কি নির্ভরযোগ্য প্রেস বলে কিছু নেই? তাহলে ভাবছি ছাপাখানার ব্যবসা চালু করব। মনে হচ্ছে চলবে।
  • kumudini | 59.178.156.94 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৩435379
  • কৌশিক,গত পনেরো বছর এখানে দুজন প্রিন্টার কুলরত্নকে হ্যান্ডল করে আসচি,তাই বলছিলাম সামান্য অভিজ্ঞতা আছে,সুবিশাল চেহারাও আছে।অন্তত একজনকে সামলে নেব,আশা করি।
    কদিন কেডিদার খবর পাই নি,ভাল আছেন নিশ্চয়ই।
    পিপি,নির্ভরযোগ্য প্রিন্টার,সবুজ বাঘ-এইসব কিছু হয় না।
  • Bratin | 122.248.183.1 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৮435380
  • এই খানে মহিলা দের এক প্রতিভার কথা না বললেই নয়। ডিস্ট্রিবিঊটারের কাছ থেকে বই বিক্রি র টাকা আদায় কারতে করতে আমাদের জুতোর সুখতলা ক্ষয়ে যাবার অবস্থা। তাও সেরকম কিছু আদায় হয় নি। কিন্তু সোমনাথের মা মাত্র এক দিন গিয়ে হাজার টাকা আদায় করে এনেছেন!!
  • kallol | 220.226.209.2 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২১435381
  • কেউ আমার জন্য কটা কাজ করে দেবে?
    একালের রক্তকরবীর স্টলে খোঁজ করতে হবে - বাংলা গানের যন্ত্র শিল্পী নিয়ে সংখ্যাটা পাওয়া যাচ্ছে কিনা। পাওয়া গেলে কিনে নেওয়া।
    আনন্দ, দে'জ, প্রতিভাস, মিত্র ঘোষ, এ মুখার্জি - র গ্রন্থসূচী নিয়ে নেওয়া।
    এগুলো এখন বিসংবাদ স্টলে (সামরান চেনে) আমার নাম করে পৌঁছে দেওয়া।
  • Souva | 122.248.183.1 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৪435382
  • পরের বার বইমেলায় আমি যাবো, যাবই, যাবো। এ আমার পিতিজ্ঞে। নইলে হারিকেন, টাইফুন, ঘূর্ণিবাত্যা, ঝঞ্ঝাবাত।
  • achintyarup | 121.241.214.38 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১১435383
  • আম্মো
  • Abhyu | 97.81.82.161 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩০435384
  • ভাববেন না, এখনো, এই আজকের দিনেও, ব্যতিক্রমী চিন্তা ভাবনার লোক আছেন। আমি পরের বারও কলকাতা বইমেলা যাবো না, কিছুতেই না।
  • Samran | 117.194.103.88 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৫435386
  • কল্লোলদা,
    আমি কাল একালের রক্তকরবী থেকে বইটা কিনে নিয়ে এলাম তো, তোমাকে জানানো হয়নি।
  • nyara | 122.172.44.84 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৯435387
  • কল্লোলদা 'বাংলা গানের যন্ত্রশিল্পী'র একটা কপি কি ব্যাঙ্গালোরে আসছে? ধার নিতে পারি?
  • Ishan | 117.194.33.148 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৮435388
  • সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। সব পাখি ঘরে ফেরে বাইপাস ধরে। নিভে যায় সব আলো মিলনমেলায়। কিন্তু গুরুর লেনদেন ফুরোয় না। আমরা ল্যাম্পপোস্টের নিচে বই বেচে চলি। পুরো অন্ধকারে নয় অবশ্য। ভুলে যাবেননা, স্রেফ আমাদের জন্যই বিদ্যেসাগর ল্যাম্পপোস্ট আবিষ্কার করেছিলেন, লোডশেডিং এ কিভাবে পড়াশুনো করতে হবে তার গাইডলাইন দিয়ে গেছেন সেই কবে। কী ইনোভেটিভ লোক ছিলেন, এর থেকেই বোঝা যায়। ঐ জন্যই লোকে মহাপুরুষ বলে। যে কারণে পশ্চিমবঙ্গ সরকার বর্ণপরিচয় নামক শপিং মলের নামকরণের দায়িঙ্কÄ দিয়ে তাঁকে মহাসম্মানে ভূষিত করেছেন।

    সাইড টক থাক। এটা বইমেলার আপডেট, তাই লেটস টক বিজনেস। মোদ্দা কথা হল দুর্ভাগা কেলোবাবু ছাড়া(তিনি বেচারি সারাদিন প্রেসে কাটিয়েছেন) গুরুভাই-বোনরা আজ সারাদিন তো বটেই, এমনকি রাত্তির নটা অব্দি মেলায় বই বেচেছেন (আমার হিসেবটা এখানে ধরলাম না, আমি তো কলকেতায় থেকেও বইমেলায় বঞ্চিত, আপাতত সিক লিভে আছি)। আলো নিভে যাবার পরে ল্যাম্পপোস্টের নিচে বসে বেচেছেন। লাইটার জ্বালিয়ে গুলতানি করেছেন। বিড়ির আগুনে বিল লিখেছেন। কোনো অজ্ঞাত কারণে ভিড় এমনকি শনি-রোব্বারকেও ছাড়িয়েছে (ডিটেল অন্যরা দেবে, যারা সশরীরে উপস্থিত ছিল)।

    এত লোকে গুরু পড়ে, পড়ছে দেখে চন্ডালরা, সত্যি বলতে কি হতভম্ব। কেউ-কেউ কলার তুলে ঘুরছেন, কেউ কেউ মুখোশ পরে। মুখোশের আড়ালে তো থাকতেই হবে, কেননা, এই বাজারে কোন এক প্রকাশনা নাকি গুরুকে গাল দিয়ে বইও ছাপিয়ে ফেলেছে। কারা করেছে সেটা টপ সিক্রেট, নামধাম করে পাবলিসিটি করবে, চন্ডালরা এত্তো বোকা নয়।

    হুঁহু বাওয়া আমরা হেবি বুদ্ধিমান। লোকে কি আর সাধে বই কিনছে? বিদ্যেসাগর আর বনলতা সেন আমাদের রক্তে। জিনে মিউটেশন হয়ে গেছে। পাবলিক আমাদের ঠিকই চিনছে। পাবলিকের উপর ভরসা রাখুন। জ্জয় গ্গুরু।
  • pi | 117.194.209.101 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ০০:৩৭435389
  • ও কেলোদা, প্রিন্টার রো ঐ তিন এই খতম নয় :)

    ক্যালেণ্ডার
    মুখোশ
    তিনরকম ফ্লেক্স
    তিনর্কম পোস্টার
    বইয়ের খাম
    বিলবই
  • Nina | 64.56.33.254 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ০২:৩০435390
  • ও পাই আমার চটিগুলো ভুলিসনা যেন।
    পরের বছর আম্মো যাব!
  • kallol | 220.226.209.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৫435391
  • ন্যাড়া - ধার কি বলছিস!! জেরক্স করে উপহার দেবো। এটা তোকে, তোকে-ই দেওয়ার মত।
  • kallol | 220.226.209.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৯435392
  • কেলোকে বইমেলায় না আসতে দেওয়ার ষড়যন্ত্রী গুরু হাতে - চুমো দাও চুমো দাও।
    কেলো ভুল বুঝিস না মাইরী। এটা গান্ধীগিরির যুগ তো। আর সব্বাই জানে পোলিটিকালি করেক্ট থাকা কি ভীষন জরুরী।
  • dd | 124.247.203.12 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:০২435393
  • এই যে সাঁঝের বেলায় বাদুর শোভিত আকাশের নীচে নিজেদের কাব্যিক মুঠোয় জোনাকি (আলতো) করে ধরে সে আলোয় চন্ডালেরা আঁতলামি চ্যালেঞ্জড ম্যাংগো পিপলকে উচ্চ শিক্ষিত করার জন্য কাগুজে গুরু (মুল্য নীরব হলে বিশ,সডাক হলে ত্রিশ) বিক্কিরি করে যাচ্ছেন। যাচ্ছেন্তো যাছেন্নি।
    থামার অবকাশ নেই। জ্ঞান পিপাসু ম্যাংগোরা সতৃষ্ণ কিউতে দন্ডায়মান।

    অবশেষে সব বাদুরেরা বাড়ী ফেরে, সব নদী ঘুমিয়ে পরে। ম্যাংগোরা আপিসে যায়। চন্ডালেরা গুহায় ও লাইব্রেরীতে। সব চটি শেষ হয়।

    ক্ষি মধুর দৃশ্য। আমি একাই ভেবে ভেবে শিহরিত হই।
    নিজে থাকত পাল্লাম্না,অ্যামোন আবেগঘন সময়ে, এই যা দু:ক্ষু।
  • Abhyu | 97.81.82.161 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৮435395
  • নীরব হলে বিশ :)
  • kallol | 220.226.209.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৪435397
  • ৪৮ নং ছবিতে কি পাইএর সাথে জয়া মিত্র?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন