এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩২৭৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Shibanshu | 59.97.232.13 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২০435498
  • মন্ত্রের দ্বিতীয় লাইনটা বেশ মনে ধরলো। এটা পুরো চন্ডীদাস। পীড়ের জয় হোক...
  • siki | 123.242.248.130 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৭435499
  • পাগলা ক্ষীর খা, গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা।
  • Sags | 114.143.7.146 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৩৬435500
  • সিকি, এটা কি আপিস থেকে নাকি?
  • siki | 122.162.75.94 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২০:২৫435501
  • হাঁয়েস, ওটাও আপিস থেকে। অভ্র পোর্টেবল দিয়ে।
  • siki | 122.162.75.94 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:০৯435502
  • শেষদিনের বিবরণ আর ছবি উঠল না?
  • Samran | 117.194.101.93 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৫435503
  • জনতা সব ঝিমোচ্ছে।অ। বম্বে পি বোধায় বসে পড়েছে পরবর্তী কাজ-কম্মের তালিকা নিয়ে।অ। ফোন কল্লে ধচ্চে না, ছবি আপলোডাচ্চে না এমনকি ভাটও কচ্চে না।

    আপডেট দেওয়ার আসলে বিশেষ কিছু নেই। গুরুর ম্যালা ভক্ত আর চ্যালা চামুন্ডা এ তো পুরনো খবর, গুরু তো গুরু, গুরুর চটিও লোকে এবার হাতে নিয়ে ঘুরছে, নিজের জন্যে নিচ্ছে তো বটেই, কিনে নিয়ে গিয়ে অন্যকে গিফটূ করছে। নিজচক্ষে দেখেছি, একদম বানিয়ে বলছি না। এক সুন্দরী বালিকা গোলাপী মলাটের এক্ষান চটি কিনল আর এক সেলিব্রিটি সিঙ্গারকে উপহার দিল। নিজের জন্যে তো সে আগেই কিনে নিয়ে গেসল।

    শমীকের 'লা জবাব দিল্লি'র আকাল পড়ল ২য় দিনেই। এক পিস টেবিলে সাজিয়ে রেখে দেয়া হলো, বিক্কিরি করা হলো না কিছুতেই। রবিবার বলে বই আনা গেল গেল না বাইন্ডারের কাছ থেকে কারণ বইপত্র সব নিজের জিম্মায় রেখে বাইন্ডার বাড়ি চলে গেছেন, মধ্যমগ্রামে। বছর ঘুরতে ঘুরতেই ফুরিয়ে গেল সৈকতের 'হাম্বা', দীপ্তেন'দার 'আমার ৭০'-এর সমস্ত কপি। চুপি চুপি ফুরিয়ে গেল 'তিতাস কোনো নদীর নাম নয়' আর 'বন্দুকের নলই ক্ষমতার প্রকৃত উৎস'র সমস্ত কপিও।

    কাগুজে গুরু'র ১ম সংখ্যা তো বহুদিন পাওয়া যায় না কোথাও। ফুরুলো গুরু-৩, অন্য যৌনতা। শেষ দুই দিনের মেলায় ঊপচে ভীড় হবে এ নতুন কোনো কথা নয়, কিন্তু এবছর যেহেতু টিকিট কাটতে হচ্ছে না তাই ধারণা করা হয়েছিল যে ভীড় হয়ত সামলানো যাবে না। ভীড়ের চাপে শুধু একটি স্টল ভেঙে পড়ার খবর ছাড়া কোনো খারাপ খবর কানে আসেনি।
  • Samran | 117.194.101.93 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫০435504
  • দুইখান এক্ষট্রা 'অ' অজান্তে রয়ে গেছে, এছাড়াও ভুল আর ভাঙ্গা বানান নিজগুণে শুদ্ধ করে পড়ে নিবেন সক্কলে:-)
  • Samran | 117.194.101.93 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৬435505
  • কুমু,
    ফেলে যাওয়া বই দুইখান আমার কাছে, পড়ব বলে নিয়ে এসেছি। তুমি এলে দিয়ে দেবনে। ক্যালেন্ডার-মুখোশ সব কাবলিদার জিম্মায় আছে, আগ্রহীরা সক্কলেই পাইবেন আশা করা যায়।
  • siki | 122.162.75.94 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৭435506
  • শেষ হয়ে হইল না শেষ। হাম্বা এবং আমার সত্তর অবিক্রীত কপি আমার কাছে এখনো পড়ে আছে। সাথে পিপিপি।
  • ranjan roy | 122.168.176.174 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৮435508
  • কাবলিদা,
    আমি মার্চের দ্বিতীয় সপ্তাহে কোলকাতা আসছি। সাতদিনের জন্যে। আমার জন্য চারটে চটি-হাম্বা রিজার্ভ রাখবেন, সব তিন পিস করে। নইলে খেলবো না।:))))
  • Samran | 117.194.101.93 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:১২435509
  • তার মানে এদিক ওদিক আরও কিছু বই থেকে থাকতে পারে আরো কারোর কাছে। বম্বে পিইইই, শুনছো??
  • Ishan | 117.194.34.144 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৯435510
  • শেষের সেদিন ১।

    শেষদিন বাম্পার ভিড় হয়েছিল, ওদিকে প্রেসের কল্যাণে নতুন চটি যা মুদ্রিত হয়েছে তার অর্ধেক সংখ্যার বেশি এসে পৌঁছয়নি (দিল্লি তো হাফেরও কম)। ফলে বইয়ের শর্টেজ। দিল্লি আর আমার যৌনতা (যদ্দুর মনে পড়ছে, ভুল হলে স্টকিস্টরা শুধরে দেবেন) কমপ্লিটলি আউট অফ স্টক (বাকি কপিগুলি প্রেসের এখনও গর্ভে -- বেস্পতিবার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে)। বাকি দুটোও অল্প কিছু কপিই পড়ে আছে। অনেক বইই তাই সারাদিন চেপে বেচতে হয়েছে। চেনা-হাফচেনা লোকেদের বলতে হয়েছে পরে নেবেন। কেলোর কীর্তি যাকে বলে।

    শেষের সেদিন ২।

    কেলোর কীর্তি বললাম বটে, কিন্তু শেষদিন কেলোবাবু আসেননি। রোজ সারাদিন প্রেসে হাজিরা দিয়ে তিনি শেষবেলায়, মনে হয় সিধে জম্বুদ্বীপ চলে গেছেন। :) বাকিরাও ধুলোচ্চোটে সর্ষেফুল দেখছে। কাবলিদা হাঁফাচ্ছে (তাতে অবশ্য পাট্টির) বিরাম নেই। বম্পে পির সুরেলা গলায় ইঁদুরের আওয়াজ বেরোচ্ছে। আমার বোধহয় প্লেগ হয়েছে, কম্প দিয়ে জ্বর আসছে থেকে থেকে। সবই ইঁদুর নিয়ে আদিখ্যেতার ফল। সা-সু জুটির খপর নেওয়া হয়নি। কিন্তু নিচ্চয় কিছু হয়েছে, টই আপডেটিত হয়নি দেখেই মালুম হচ্ছে। আর আর ... আর কারো কিছু হয়েছে কি? ভুলে গেলে নিজগুণে মার্জনা করে আপডেট করে দেবে। প্লেগের প্রকোপে মাথাটা ভোঁ ভোঁ করছে।

    আপাতত এই। এখন একটু ঘুমিয়ে নিই। বইমেলা শেষ হল, এরপর আবার ডিস্ট্রিবিউশন ইত্যাদি। জ্জয়গুরু। :)
  • Ishan | 117.194.34.144 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:২১435512
  • আমি লিখতে শুরু করার পর কত্তো পোস্ট পড়ে গেছে। সেগুলি আমার লেখার পরে পড়েছে ধরে নেবেন। :)
  • Bratin | 117.194.102.109 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:২১435511
  • আমার কাছে কিছু ল্যালা আর অন্য যৌনতা থাকতে পারে। চন্দননগরের স্টলে র অবিক্রীত কপি।
  • Ishan | 117.194.34.144 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৩435513
  • যার কাছে যা যা অবিক্রীত বই আছে, কাইন্ডলি কাব্লিদাকে দেবার বন্দোবস্তো করুন। পিলিজ।
  • tatin | 117.194.193.234 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৩435514
  • সামরানদি, ছবি আপ্লোডালেও না, পাঠালেও না :-(
  • Bratin | 117.194.102.109 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৩435515
  • এই যে ঈপ্সিতা আর সৈকত, আমাদের ভাট কবে হবে সেটা বলো দেখি??
  • Nina | 64.56.33.254 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৩435516
  • সামরু ভাগ্যিস তোর তিতাস আগেই নিয়ে এসেছি---তোদের সক্কলকে পুরো গুরু-টিমকে অজস্র অভিনন্দন---আমিও কোনও একবার তোদের সঙ্গে যেন যোগ দিতে পারি এই বইমেলায় --সেই আশাই রইলাম।

  • Samran | 117.194.101.93 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২২435517
  • আহারে, মামু এত করেও সামাল দিতে পারল না:-(
    কত্তা-গিন্নি দুজনেই মুখে নেকাব বেঁধে মেলা করেছে এমনকি লোককে গিপটও করেছে সেই নেকাব।

    আজগের কাজোতে লিখেছে, ধুলোহীন মেলা! মেলায় নাকি ধুলোর নাম-গন্ধও ছিল না! হাঁচিতে-কাশিতে -সদ্দিতে আক্রান্ত লোকেদের এইসব খবরোলারা এট্টু জিগায় না ক্যান খপোর ছাপানোর আগে?!

    তাতিন,
    আসিতেছে ব্‌ৎস। সবুর সবুর।

    এদিকে ঘু ঘঘুড়িবাবা দোয়েলী'র ঘুড়িতে গল্প লিখে দিয়েছেন ইন্সট্যান্ট কফির মত। যতবড় ঘুড়ি ঠিক ততবড়ই গল্প। না ছোট না বড়। ঘুড়িখানি ফাউ হিসেবে ছিল সোমনাথ ঘোষালের ম্যাজিক কলকাতার সঙ্গে। দোয়েলীর পরিচয় দেওয়া আবশ্যিক, সে আমাদের সিফোঁর শ্যালিকা। কোনো পাখ-পাখালী নয়।

    পাখ-পাখালীর কথায় মনে পড়ল, এক ভদ্রলোক হিন্দি কবিতার বই খুঁজতে এসেছিলেন। তাঁকে বেজার মুখে বলা হয়েছে, ও সেই পঞ্ছি কাব্যগ্রন্থ তো? তা সে তো কবেই ফুরিয়ে গেছে, রিপ্রিন্টের জন্যে গেছে, শিগগিরি এসে যাবে, পাঠক যেন ততক্ষণ সেই লেখকের এই সুপারহিট ছোটোদের হাম্বা পড়েন।

    আরো কিছু মনে পড়লে লিখে দিয়ে যাবোনে..
  • hu | 12.34.246.72 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫৪435519
  • কে বলে দোয়েলী পাখি নয়? দিব্যি ঝলমলে তরতরে উড়ুক-তুড়ুক পাখি একখান! ওর দিদিও পাখি। কোয়েল পাখি। বিশ্বেস না হয় গান শুনে দেখুন :-)
  • kd | 59.93.241.226 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪৫435520
  • এতদিনে ইন্টারনেট পেলুম - সেই পয়লা তারিখে গিয়েছিলো। BSNLএর দোষ না, আমার মোডেমটা দেহ রেখেছিলো। পড়ে থাকা (previously declared dead) একটা মোডেম ঝেড়ে মুছে ফুঁ-টুঁ দিয়ে আরও কিসব করে (কী করেছি, কেন করেছি কোন আইডিয়া নেই) দেখলুম বেশ চলছে। এতক্ষণে ভাট আর টই ক্যাচআপও করেছি, এবার গা-ও ক্যাচআপ করবো।

    এইবারের মেলায় আমাদের বেশকিছু ভুলভ্রান্তি হয়েছে তবে তাতে আমার কোন অনুতাপ নেই। বরং সকলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে নানানভাবে গুরুর নাম দিগ্বিদিকে ছড়িয়ে দিতে, তাই দেখে আমাদের প্রতিবেশী টেবিলেরা বেশ ঈর্ষাণ্বিতই বলা চলে।

    পুরোনো পাপীরা তো ছিলোই, এবারের নতুন পাপী অচিন্ত্য, কৌশিক (মি: কেলো) আর নী-পা দীপ্ত। কৌশিকের অবিশ্বাস্য কϾট্রবিউশন, যার বেশীরভাগই পর্দার আড়ালে - ফেলো-চন্ডাল, তাই আর থ্যাঙ্কিউ বল্লুম না।

    সৈকত আর মিঠু বেচারা একদমই এন্‌জয় করতে পারলো না - শরীর বেগড়বাঁই।

    আর গুরু'মার কথা কী বলবো! অতটুকু শরীরে অত এনার্জি থাকতে পারে, না দেখলে কেউ বিশ্বাস করবে না। এইবার বুঝলুম, মশাগুলো কেনো ওকে এতো ভয় পায়!

    apres-মেলা ভাট কবে?
  • aranya | 144.160.226.53 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫৮435521
  • বইমেলা দেখি পুরো জমে কুলপী হয়ে গেছিল, অনেক গর্ব সবার জন্য আর অনেক দু:খও বটে, মিস করার জন্য। সব কটা চটি আমারও চাই - বুলবুলভাজাকে মেল করব।

    পাই, আজিজুলের সাথে তক্কাতক্কির বিবরণ-টা পারলে লিখে ফেল - কৌতূহলী।
  • Blank | 59.93.240.210 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ০১:০১435522
  • ক্কি কেলো !!!!!!!!!!!!!!!
  • aranya | 144.160.226.53 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ০১:০৬435523
  • কিসের কেলো? কেলো (কৌশিক) গুচ-কে দূরন্ত সার্ভিস দিয়েছে - সেই কথা বলছ?
  • Blank | 59.93.240.210 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ০১:১৫435524
  • নাঅ পুরো অন্য কেস
  • pinaki | 95.109.7.4 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ০১:৩০435525
  • অ্যাঁ!!!!! আজিজদার সাথে পাইদিদির তক্ক!!!!! এ তো শতাব্দীর সেরা ইভেন্ট। ভিডিও চাই। ওসব লেখা-টেখায় কাম চলবে না। যদি ভিডিও না থেকে থাকে তাহলে পরের বইমেলায় রিপীট টেলিকাস্ট চাই। পৃথিবীর যে প্রান্তে থাকি চলে আসব। :-D

  • byaang | 122.172.9.191 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ০১:৩৫435526
  • পিনাকী বেঁচে আছিস! এখনো!! ভাটে আয় শিগ্গির।
  • sinfaut | 117.194.228.108 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ০৭:৩৩435527
  • সামরান গুইলে ফেলেছে। যে এসেছিল সে কোয়েলী-ই বটে, দোয়েলী ওর বোন, সে আসে নাই।
  • shrabani | 124.124.86.86 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৬435528
  • গুরুর জায়গাটা পরের বার থেকে একটু বড় করার চেষ্টা করলে হয়। দাঁড়াবারও জায়গা নেই, মিউজিক্যাল চেয়ার করে বসতে হচ্ছিল,আমাদের মত বয়স্কদের পক্ষে কষ্টকর।:(
    পরের বার লিটল ম্যাগ থেকে বেরিয়ে আস্ত একখান স্টল হয় না? ছোট হোক ক্ষতি নাই, সামনে ঘাসের জমি থাকবে, সেখানে দু চারখান চেয়ার পাতা থাকবে, কয়েকটা চায়ের ফ্লাস্ক...............
    এদিকে বইয়ের স্টক নেই আর সুমেরু আমাকে পনেরখানা বই নিতে বলছিল। শেষদিন অবধি বিক্রি না হলে নিয়ে যাব বলে চলে এসেছিলাম ভাগ্যিস!
  • siki | 123.242.248.130 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৩435530
  • শ্রাবণী, কথা চলছে সেই নিয়ে। দেখা যাক, কী হয়।

    বাড়িতে বাংলা স্টেটসম্যান নেয়। কাল বাবা ফোন করে বলল স্কাইপে আয়। তারপরে স্টেটসম্যান থেকে পড়ে পড়ে শোনালো লিটিল ম্যাগের ওপর আর্টিকল। তাতে গুরুচন্ডালীর নামও ছিল। তো, আমি বললাম, এর আগেই টাইমস অফ ইন্ডিয়া আর কালকের আজকালে বেরিয়ে গেছে আমাদের গল্প। তাতে বাবা বেজায় বিমর্ষ হয়ে গেল। বাবা আজকাল, আজকালের নাম শুনলেই অত্যন্ত খচে যায়। ছেলে সিপিয়েম হয়ে গেছে ভাবল কিনা, কে জানে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন