এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩২৮০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 220.226.209.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৫435398
  • মনে তো হচ্ছে, জয়াই।
  • kelo | 117.252.91.214 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৬435399
  • যাচ্চলে!
    আমি আবার ভুল বুঝব কি! লোকেই তো আমার পরিস্থিতি সম্পর্কে মনের মধ্যে ভুল ধারনা পোষন করছে।
    এই যেমন ধরুন কুমুদিনীদিদি। ...তিনি আগামী বইমেলায় প্রিন্টারের কাছে ধর্না দিতে উত্‌সুক। অথচ গোড়াতেই উনি ভুল বুঝে বসে আছেন। আমি এবছর যেটা দিচ্ছি সেটাকে 'ধর্না' বললে বিরাট ভুল হবে। পলিটিক্যালি কারেক্ট শব্দটা হবে 'অ ন শ ন'। তবে উনি নিজের কোয়ালিফিকেশন যা দিয়েছেন, তাতে মনে হয় দশদিনের লাগাতার অনশনে ওনার মত লোকই দরকার। প্রিন্টারের থাবা থেকে চটি বের করা আমার মত ফিনফিনে লোকের কর্ম নয়।অতাও আবার টিপিনবাস্কোর মদত ছাড়া।

    ফোন করলে কপালে গান্ধীগিরির বদলে গালাগাল জুটতে পারে, হয়তএই আশঙ্কায় গতকাল গুচ কতৃপক্ষ ফোন করার রিস্ক না নিয়ে পেছনের দরজা দিয়ে ই-মেল করে একটা ফ্লেক্স ব্যানারের আর্টওয়ার্ক পাঠিয়ে রেখেছিলেন। আজ অবশ্য অনিবার্য্য কারনবশত: সেটা বাতিল করতে হয়েছে।
  • kallol | 220.226.209.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪৩435400
  • ক্ষি ক্ষেলো।

  • kumudini | 59.178.32.158 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫২435401
  • কৌশিক,আপ্নি কোন চিন্তা কইরেন্না।ঐ অনশন-টনশন সব স্টেপ আমি জানি।শুদু ২০১২ আসতে দিন।
    আমাদের বাঙালী ক্লাবের পুজোর souvenirযে কি করে দেওয়ালীর দিন বেরোয়,সে শুধু আমি ও আর দুএকজন জানি,বিশেষত যখন ৯৫% ম্যাটার পাওয়া যায় একাদশীর দিন।
  • Sags | 114.143.7.146 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৮:২৩435402
  • ধুর, ছবির লিংক গুলো কাজ করছে না।
  • Ishan | 117.194.36.217 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৩২435403
  • আপৎকালীন সুখবর। অবশেষে প্রেস ছেড়ে বেরিয়েছে "আমার যৌনতা' এবং অবশ্যই "লা জবাব দিল্লি'। বিশেষ করে শেষ বইটির জন্য যাঁরা হা পিত্যেশ করে বসেছিলেন (বেশ কয়েকজন খোঁজ করে গেছেন), দয়া করে আরেকবার স্টলে পায়েদ্ধুলো দিন। পিলিজ।
  • achintyarup | 59.93.254.2 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:২৭435404
  • আজকে আশা করি সুমেরু ছোটদের "হাম্বা'র মত ছোটদের "আমার যৌনতা' বিক্রি করবে না ;-)
  • tatin | 117.194.194.76 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৮:০০435405
  • হোমোদের যৌনতা?
  • sumeru | 117.194.97.170 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:০৭435406
  • ওটা না বিক্রি করলেও যাবে। মানে বিক্রি ও চুরি হবে। উচ্ছেদের মত স্ট্রেটিজি না নিলে কেবল সেটাই কাটবে। কাজেই বিধিগত সতর্কীকরণ: বইটি হাতের নাগালে রাখবেন না।
  • Samran | 117.194.97.170 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৬435408
  • ছোটোদের হাম্বার সঙ্গে ছোটদের যৌনতাও কাল বিক্কিরি হয়েছে তো! এক্কেরে শেষবেলায়। ছানাদুটি বড়জোর কেলাস সেভেন, একটি খোকা দ্বিতীয়জন খুকি। রাত্তির তখন নটার প্রায় সোয়া ন'টা। দুবার এসে মেলার লকে বাতি নিভিয়ে গেছে, অনুরোধে আবার জ্বালিয়েও দিয়ে গেছে অবশ্য। বাচ্চাদুটি এই বইটাতেই আটকে গেল এবং টাকা-পয়সা হিসেব করে সঙ্গে একটি ছোটোদের হাম্বাও কিনে নিল।

    আরেকটি ছানা কিনলো ছোটোদের পিপিপি-পূর্ব প্রকাশিতের পর, তাকে বুদ্ধি দেয়া হয়েছিল, টুকে টুকে শুধু এসেমেস করবে!

    লা জবাব দিল্লি আর আমার যৌনতা কাল শেষমেশ- শেষবেলায় মেলার মুখ দেখল কৌশিক'দার কল্যাণে। সারাদিন হত্যে দিয়ে প্রেসে বসে থেকে, মাঝে একবার লিফলেট ইত্যাদি মেলায় পৌঁছে দিয়ে আবার প্রেসে গিয়ে ধর্না দিয়ে জোড়া চটি নিয়ে মেলায় পৌঁছুলেন যখন, তখন ম্যালা রাত। গুরুচণ্ডা৯ ভাগ্যি করে এমন চণ্ডাল পেয়েছিল। সারাদিন না খেয়ে থেকে, রাস্তার এই অকল্পনিয় জ্যাম ইত্যাদি ঠেলে কলেজ স্ট্রিট থেকে দুই দুইবার মেলায় আসা- জাস্ট ভাবা যায় না। চটি লেখকেরা যেন আলাদা করে কৌশিক'দাকে ট্রিট দ্যান, এটা আমার দাবী। গুরুচণ্ডা৯ তো দেবেই।

    ---------------------

    মাইক হাতে এক অধম করসেবকের দাবী এবং ঘোষণা (বোল্ড এন্ড আন্ডারলাইন্ড)

    আগামী বছর ইস্টল না দিলে এই শর্মা চণ্ডাল পদ হইতে ইস্তফা দিবে।
    কারণ বলা যদিও আবশ্যিক নয়, তবুও বলছি। ছোট কাগজের ছোট ঠেকে ততধিক ছোট এই টেবিলে গুরু আর আঁটিতেছেন না। পাহাড়সম বইয়ের থাক। অন্যেরাও বই-ম্যাগ-সিডি ডিভিডি ইত্যাদি দিয়ে যান, সেগুলো ডিসপ্লে দেওয়ার জাস্ট কোনো জায়গা নেই। এ তো গেল উপরতলার গল্প। নিচের তলার গল্প তো ভনক। চতুর্দিকে পেরেক, কাঠের আল ইত্যাদির খোঁচা খেয়ে খেয়ে রক্তাক্ত এই করসেবককে ইঞ্জিশন নিতে হইয়াছে, যাতে বাজে কোনো রোগ না হয়। ভাবুন, ইঞ্জিশন! কী ভনক এই ইঞ্জিশন। যে না খেয়েছে সে আর কী করে জানবে:-(

    সেদিন তাও মারকুটে স্যান(স্যানকে কেন মারকুটে বলা হয় সেটা নিজচক্ষে দেখেছে সেদিন) তালা দিয়ে ঠুকে ঠুকে কয়েক্ষান পেরেককে বসিয়েছে কিন্তু এরপরেও রয়ে গেছে আরো অনেক চোরাগুপ্তা পেরেক, যারা কিনা খোঁচা দিয়ে রক্ত বার করার জন্যে মুখিয়েই আছে:-(

    ঘটনা আরো আছে। যদিও গুরুদেবের জন্যে নির্ধারিত একখান টেবিল কিন্তু গুরুর সাজ সরঞ্জাম এমন যে তা রাখতে গিয়ে তিনখানা টেবিলের তলায়ও কুলোচ্ছে না। পাঁচ পাঁচখান জাম্বো সাইজের ব্যাগ-স্যুটকেস নামমাত্র সিক্যুরিটিতে পড়ে আছে টেবিলের তলায়। একখান ব্যাগ বা স্যুটকেস এনিটাইম হাপিস হয়ে যেতেই পারে। আরো ঘটনা আছে। প্রতিদিন এই ব্যাগ খুলে সব সাজ-সরঞ্জাম বের করে টেবিলে গুরুর অধিষ্ঠান এবং পুজোপর্ব শেষ হলে আবার যথাস্থানে সিক্যুরিটি সমেত টেবিলের তলাকার ব্যাগে তাদের সামলে সুমলে রাখা এক মহাযঞজ! তাতে করে কারো কাঁধে খিঁচ লাগছে, ডাক্তার-বদ্যি করতে হচ্ছে, যা কিনা নিশ্চিতরূপেই গুরুর কাম্য নয়। অতএব- ইস্টল চাই।

    ----------------

    আমার যৌনতা মেলায় আসামাত্র হিট। প্রায় সক্কলের ঝাঁপ পড়ে গেছে। বম্বে পি একখান হাতে করে নিয়ে গেছিল স্যাফো-র জনতার কাছে। সেটি তাঁরা তো কিনলেনই তারপএ একে একে এসে জুটতে লাগলেন গুরুর টেবিলে। গুছিয়ে নেওয়া ব্যাগ থেকে বেরুলো আমার যৌনতা, কাগু-র অন্য যৌনতা। হাতে হাতে বেশ কয়েক্ষান বিক্কিরি হয়ে গেল। মেলাফেরত জনতা- যাঁরা গুরু-র পাশ দিয়ে পাশ কাটাচ্ছিলেন, তাঁরাও তুলে নিয়ে নিয়ে গেলেন এই আমার যৌনতা। কাগু-র সব কটি সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি অন্য যৌনতা সংখ্যাটির। যাঁরা কিছুই কিনছেন না, তাঁরাও অন্তত এই সংখ্যাটি কিনছেন।

    কাল মেলায় ভীড় ছিল ব্যপক কিন্তু প্রায় ফাঁকা ছিল লিটল ম্যাগ প্যাভিলিয়ন। তারপরেও নয় নয় করে গুরু-র মান রক্ষা করেছেন জনতা জনার্ধন।

    গতকাল এই বান্দা কোনো ফটুক তুলিতে পারে নাই। তাতিন তুলেছে, বম্বে পি তুলেছে।

    চিণ্ময় বিশ্বাস- গল্পানু কাকুর কথা অবসরে বলব, বিস্তারে।
  • dd | 124.247.203.12 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩২435409
  • "আমার যৌনতা', ব্যাপারটা ক্ষি ?
    এটা ক্ষি ঐ যে সমকামীদের একটা সমীক্ষা হয়েছিলো কয়েক সংখ্যা জুড়ে বেড়িয়েছিলো। সেগুলো? সেগুনো আর আরো অনেক ল্যাখা নিয়েআর গু চ'এ তো একটা সংখ্যাও বেড়োলো "অন্য যৌনতা" ।

    তো এইসব পাঞ্চ করে ? না, আরো একস্ট্রা কিছু ?

    ভালো কথা, সমকামীদের ব্যাপারে পুরাণাদিতে একটা উল্লেখ পেয়েছি। কুল্লুক ভট্ট , যিনি মনুস্মৃতির সব চে' নামজাদা টীকাকার, তিনি আরো কয়েকটি ধর্মশাস্ত্রের টীকা ভাষ্য লিখেছিলেন। সেই সব ঊনবিংশ সংহিতা নামে, ধর্মসাহিত্যের সংকলন ডিজিটাল লাইব্রেরীতে আছে।

    তাতে ,অত্রিসংহিতায় পড়ুন " গো ব্যতিরেকে অমানুষী স্ত্রীতে,রজ:স্বলাতে,ও অযোনি (অর্থাৎ পুরুষ বা নপুংসকে)রেত;সেক করিলে সান্তপন ব্রত করিবে।" (পৃ ২৬১-২৭০)

    ঐ কথাই লেখা আছে বিষ্ণুসংহিতাতেও। (পৃ ৮৭)

    তাইলে?
  • dd | 124.247.203.12 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪১435410
  • এবং একটা প্রশ্নও আছে। এই কুল্লুক ভট্ট কোন সময়ের মানুষ ? গুগুল খুঁজে পাই নি।

    যারা লাইব্রেরীতে গতায়াত করেন, তারা জানতে পারেন? এমন মানুষ কোথায় পাবো ?
  • kelo | 117.254.252.131 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১১435411
  • বইমেলা শেষ হবার আগেই প্রিন্টার বাইন্ডার দের কবল থেকে 'আমার যৌনতা' এবং 'লা জাবাব দিল্লি' উদ্ধার করতে পারাটা একটি আধিভৌতিক ঘটনা। অর্থাত এর আধাআধি কৃতিত্ব চারপেয়ে ভুতোর। কাল বিকেলে কাব্লীদা যখন তাঁর বাহিনী নিয়ে হাঁপাতে হাঁপাতে প্রেস রেড করতে যান তখন ভুতো তাতে অতিসক্রিয় ভূমিকা নিয়েছিল। তার অংশগ্রহন ছাড়া এই অবিশ্বাস্য ঘটনা কিছুতেই সম্ভব হত না। আপনারা কেউ ভুতোর প্রাপ্য ভুতোকে দিচ্চেন না দেখে বেজায় দুক্কু পেলুম।

    আছ্‌ছা কাব্লীদা, ভুতো কি ডিমের্ঝোল খায়?? খেলে নাহয় আমিই একদিন ভুতোকে........

    সামরানদি, আপনারা যেভাবে এগোচ্ছেন তাতে স্টল তো বটেই, অচিরেই একদিন গুরুচন্ডাল৯ বইমেলার থিম প্যাভিলিয়ানও পেতে পারে। তবে আমি একটা কথাই বলব। স্টল নেওয়া মানে বড় একঘরে হয়ে পড়া। স্টলে কোথায় পাবেন গল্পানুকাকু, দুর্বাসা কিম্বা আজিজুলদা বা স্যাফোর জনতার মত বর্ণময় ব্যক্তিদের ? গতকালই রাতেই ধুতি-উত্তরীয় পরা অবস্থায় দুর্বাসার সঙ্গে দেখা হয়। আমি ওনাকে গুরুচন্ডালী ডট কম এর পক্ষ থেকে ওনার মাতৃবিয়োগে সমবেদনা জানালাম, ধন্যবাদও জানালাম ওনার অনুপস্থিতিতে টেবিল ব্যবহার করতে দেওয়ার জন্য। (জানিনা অবশ্য ঠিক করলাম কি না। আমি গুরুর হয়ে ওসব বলার কে!)। ভদ্রলোক কিন্তু বেজায় ইম্যোশনাল হয়ে পড়লেন। আমার হাত চেপে ধরে ধরা গলায় বললেন..“খালি থাকলে নিশ্চয় ব্যবহার করবেন, ১০০ বার ব্যবহার করবেন। আপনাদের ওয়েবসাইটের নামটা আর একবার বলুন ভাই, আমি অবশ্যই ঢুকে দেখব”

    তাই বলছি সামরানদি, স্টল তো নেবেন, সেখানে পেরেকের খোঁচা খাবো না জানি, কোমোরের খিঁচও হয়ত কিছু কমবে, কিন্তু তাতে কি এই উষ্ণতা পাব? কিছু লোক কি আর সাধে বস্তি ছেড়ে মাল্টিস্টোরিডে উন্নয়ন চায় না!

    আমার অভিজ্ঞতা বলে, মানুষ মানুষের মধ্যে প্রথম খোঁজে তার যৌন পরিচয়, অর্থাত সামনের মানুষটি পুরুষ, মহিলা না অন্য কিছু। তারপর তার জাতি বা ধর্ম, তারও পরে তার রাজনৈতিক বা অন্য কোন পরিচয়। আপনাদের কাগুর 'অন্য যৌনতা' বা চটির 'আমার যৌনতার' ব্যপক জনপ্রিয়তাই প্রমান করছে যে আপনারা আপনাদের লক্ষে পৌঁছাতে সফল হয়েছেন। আশাকরি আপনাদের সকলের চেষ্টায় অন্য সব পরিচয় ছাপিয়ে মানুষের মনুষ্যত্বই বড় হয়ে উঠবে।

    সুমেরুদা, আপনি কোমর বেঁধে ছোটদের মধ্যে বিপুল সংখ্যায় গুরুর নানাবিধ যৌনতা সার্কুলেট করে যৌনতার সমস্ত বেরিয়ার ভেঙ্গে দিন তো!
  • tatin | 117.194.203.101 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৯435412
  • কেলোদার এই কথাটা আমারও মনে হচ্ছে, স্টল হলে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের অনেক কিছুই মিস করতে হবে- তবে সত্যিই গুরু উইথ অল পাব্লিকেশন্স একটা টেবিলে আঁটে না
  • siki | 122.162.75.62 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৬435413
  • ভালোবাসায় মাথা নিচু হয়ে আসছে। কাল বইমেলায় পৌঁছে থেকে পরের্পর ফোন, এসেমেস এসেছে আমার কাছে, চেনা পরিচিতজনদের কাছ থেকে। সক্কলকে ধন্যবাদ এই অসামান্য সাপোর্টের জন্য। আমি তো এখানে বসে ল্যাজ নাড়াচ্ছি, আর কিছুই বিশেষ করার নেই।

    গুরুচণ্ডালী বইমেলা পুরো টিমের জন্য একদিন ভজহরি মান্নায় ট্রিট, আমার তরফে। কিন্তু আমি যে কবে কলকাতায় যাব, সেটা আমি নিজেও জানি না, ততদিনে পাই থাকবে না, আরও কে কোথায় থাকবে জানি না। কোনওভাবে করা সম্ভব হলে আমি অবশ্যই খাইয়ে দেব।

    স্পেশাল ধন্যবাদ রবাহুত ওরফে সায়নকে। কী অবস্থার মধ্যে দিয়ে ও যাচ্ছিল যখন আমি ওকে আমার বইয়ের প্রচ্ছদ আঁকার কথা বলেছিলাম, সেটা আমিই জানি, আর কলকাতার কিছু জনতা জানতেন। তার মধ্যে থেকে হুতো যে জিনিস আমায় এঁকে দিয়েছে আমি তার একটা পিক্সেলও অপছন্দ করতে পারি নি। বাকি সমস্ত কিছুতে কলম চালিয়েছিলাম, প্রচ্ছদের নামকরণের জন্য কাউকে অনুরোধ করেছিলাম, কিন্তু যে জিনিস পেয়েছিলাম, সেটা আমার মন:পূত হয় নি, ফলে নিজেই কলম নিয়ে বসে গিয়েছিলাম। তাতে ফাইনাল টাচ দিয়েছিল, সেই একবেমাদ্বিতীয়ম্‌, হুতো।

    হুতোকে শুধু খাওয়াবার প্রতিশ্রুতি দিলে আমার মনে হয়, সেটা হুতোর প্রতিভার প্রতি সুবিচার করা হবে না। কিছু সম্মানদক্ষিণার প্রসঙ্গ তুলেছিলাম, হুতো সেটা সবিনয়ে এড়িয়ে গেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে হুতোকে এই অসামান্য প্রচ্ছদের জন্য কিছু একটা প্রেজেন্ট করতে ইচ্ছুক। সেটা এখানেই পাবলিকলি জানিয়ে রাখলাম। কী দিলে সবচেয়ে ভালো হয়, সেটা বাকি গুরু ও চণ্ডালগণ বরং কিছু আইডিয়া দিন / দাও।

    সবাইকে আবারও অভিনন্দন। মেয়ে হবার সময়ে লেবার পেনটা আমি ফীল করি নি, আমি তো বাইরে দাঁড়িয়ে ছিলাম। অনুভবটা এইবার করলাম, হাতেনাতে। হতচ্ছাড়া চেন্নাই ট্রিপটা আমায় ঝুলিয়ে না-দিলে আমি হয় তো সত্যিই চলে যেতাম কলকাতায়।
  • siki | 122.162.75.62 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫২435414
  • ও হ্যাঁ, ভূতো (কুং)-র জন্য অনেক আদর। ভূতোর একটি বিয়ে হোক।
  • M | 59.93.222.177 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১০435415
  • আমার মনে হয়, না একদম খিল্লি নয়,সামু আর কাব্লিদাকে গুরুর তরফ থেকে স্পেশাল ট্রিট দেওয়া উচিৎ, প্রথম থেকে যে কয় জায়গায় স্টল দেওয়া হয়েছে, সেখানে এই দুজন যেভাবে থেকেছে তাতে ধন্যবাদ দিলেও কম হবে বোধহয়।জনগন নতুন চটিদের আমার জন্য একখান করে সামলে রেখো, দেখা হলেই নিয়ে নেব।
  • pipi | 78.52.237.209 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪০435416
  • অমি ভুতোকে (ল্যাজ যুক্ত) দেখতে চাই, না না, শুধু দেখতে নয়, কষে খুব আদর করতে চাই।
    আর সত্যি, দুই ভুতোরই এবার বিয়ে হোক।

  • Kaju | 59.93.199.77 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২০:২৭435417
  • গত শনিবারের পর আজকে সেকেন্ডবার বইমেলা গেলাম। দূর থেকে দেখতে পেলাম, সামরানদির পাশে স্যানদিদি আসন অলঙ্কৃত করে আছেন। লিটিল ম্যাগে ঢুকছি, পাশ দিয়ে টুপি মাথায় সুমেরুদা হেঁটে গেলেন। বাইরের দিকে একটা কর্নারের বেঞ্চিতে সৈকতদা আর বোতিন্দাকে দেখলাম, খানিক পরে পাইদি এল, আবার ভেতরেও চলে গেল। সবে ভাবছি বোতিন্দাকে গিয়ে বলি, চিনতে পারছ? এই সেই প্রাক্তন কার্তুজ তথা অধুনা কাজু। তা বোতিন্দা ক্যামেরা নিয়ে একবার ঢোকে, একবার বেরোয়। টেবিলের দিকে যেতাম, কিন্তু পাইদিদি আর স্যানদিদি যদি বকা দেয়, সেই ভয়ে আর সাহস হল না। এর আগে যা সব কান্ড করেছি এখানে। সামুদির সাথে তো তেমন করে এখেনে কথা হয়নি। শেষমেশ দূর থেকে সবাইকে দেখে চুপিচুপি চলে গেলাম।

    আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা দেখা না করে সটকে পড়ার জন্যে। পারলে ভার্চুয়ালি মেরেটেরে দাও, কী আর করব। বেঁচে থাকতে থাকতে একদিন নিশ্চয়ই সকলের কছে এই শ্রীমুখ নিয়ে আত্মপ্রকাশ করব। :-)
  • Kaju | 59.93.199.77 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩০435419
  • ও হ্যাঁ, অনামিকাদি রাজনৈতিক কবিতা টই-তে যে কবিতাগুলো লিখেছিলেন, তার অনেকগুলো-ই অন্য কোন টেবিলে যেন 'প্রতিবাদী কবিতা' শীর্ষক বইতে শুরুর দিকেই দেখলাম।
  • kumudini | 122.162.135.66 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫৯435420
  • গুরুর জয়যাত্রা যেন চিরকাল অব্যাহত থাকে।
    কেডিদাকে ও তাঁর বাহিনীকে আন্তরিক অভিনন্দন ও অনেক শুভেচ্ছা।
  • Nina | 68.84.239.41 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২১:২৮435421
  • সামরু, ইপির হাতে আমার চটি গুলো আসে যেন, প্লিজ।
    গু চ 'র জয় হো!
  • siki | 122.162.75.69 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৬435422
  • এইমাত্র ব্রতীন এসেমেস করল, আজকের বিক্রিবাটা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে।
  • r.h | 117.194.229.111 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৯435423
  • রবিকরে জ্বালাতন মীনগনের ন্যায় হীন হয়ে দিল্লি প্রবাসে লা জবাব দিল্লি আমাকে প্রোৎসাহিৎ করেছিলো দিল্লিজীবনকে চক্ষু মেলে দেখতে, আর তারপর সত্যিই দিল্লি প্রবাস আর রুখা সুখা বেদিল বেজান থাকেনি।
    তো সেই লা জবাব দিল্লি বই হয়ে বেরনো আর তার প্রচ্ছদ আঁকার বরাত পাওয়া আমার কাছে অত্যন্ত বড় ব্যাপার।

    ব্রতীন্দার এসেমেস পেলাম, মেলার আর গল্প শুনতে উদগ্রীব।
  • byaang | 122.172.44.38 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৩435424
  • হুঁ, আমিও আজ রাত্তিরে যখন বাড়ি ফিরছিলাম, তখন ব্রতীনের এসএমএস পেলাম বিক্রি ৫২০০। আনন্দের চোটে সারাদিনের ক্লান্তি কোথায় পালিয়ে গেল। আমি গুরুর টেবিলে আজকের এই মারামারি-কাটাকাটি ভিড়ের ছবি দেখতে চাই। কে আপলোডাচ্ছে?
  • tatin | 117.194.206.102 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫৫435425
  • পানু চটি কেমন বিক্রি হচ্ছে?
  • pi | 14.99.78.21 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫৬435426
  • আজ কিছু জনতা(স্যাফোর হতে পারেন) হাতে তাঁদের আমার যৌনতা ও অন্য যৌনতা, স্টলে আসা অন্যদের ও বই দেখাতে লাগলেন, বললেন, এ তো আমাদেরি স্টল :)
    ও, গল্পাণুকাকু অন্যান্যদের অন্যান্য দিন আমাদের ইঁদুর, ল্যাল্যা, অন্য যৌনতা দেখান, আজ দেখি দেখাচ্ছেন শমীকের দিল্লি :)। সে ছবি আমার ক্যামেরাবন্দী :)
  • siki | 122.162.75.69 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫৯435427
  • অন্তত কালকের ছবিগুলো তুলে দাও কোথাও! তারপরে আজকেরগুলোও।
  • pi | 14.99.78.21 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৮435428
  • আগে একটা দুটো কাগুজে গুরু কিনে নিয়ে গিয়ে দুদিন বাদে বাকি সব কিছু কিনে নিয়ে যাচ্ছেন, এরকম কেস প্রচুর হচ্ছে... , কাল আমার ৭০ কিনে নিয়ে গিয়ে ক্লিন বোল্ড একজন। হাম্বার সেকেণ্ড লাস্ট কপি ও সে কিনে ছড়লো ( লাস্টটা মামু ই ওটা আমার বলে ছিনিয়ে নিলো, পরে আবার ডায়লগ দিল,
    খুচখাচ এক দুটো হাম্বা আর কিছু বেরোলেও বেরোতে পারে, কাল মনে হয়, তিতাস , বন্দুক, অন্য যৌনতা, হাম্বা সবের ই লাস্ট কপি বিকোবে। বইগুলোর উদ্বোধন তো সেরকম কোনো অনুস্‌ঠান ছড়াই হয়েছিল, শেষ কপি নাহয় নিলাম হোক :)
  • pi | 14.99.78.21 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ০০:১০435430
  • শমীক, আজ সকালে পাঠানো মেইল এ কিছু ছবি পাও নাই ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন