এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩২৮০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 65.42.208.133 | ৩১ জানুয়ারি ২০১১ ০০:২২435265
  • এক্ষুণি এফ বি আপডেটে তারে দেখলাম
  • Samran | 110.227.96.148 | ৩১ জানুয়ারি ২০১১ ০০:৪৩435266
  • বেশি কথা বলা যাবে না।
    সর্বশেষ খবর অনুযায়ী চটি কাল নয়, পরশু মঙ্গলবার মাঠে আসিবে।
    মেলায় ম্যালা হ্যাঙ্গাম। মিটিং-মিছিল-ভাংচুর মায় আগুনও। যদিও কিসের আগুন বোঝা গেল না। ফাঁকতালে শংকর গাড়ি বাগিয়ে হাওয়া পার্কিং না দিয়েই। ব্যাঙ্কুমারী ২৪ঘন্টায় খবর দেখে ফোনে খবর নিল সক্কলেই কুশল কিনা।

    গুরু যাঁরা পড়েন, লেখেন সক্কলেই গুরু। নিজের সুবিধে-অসুবিধে সব ভুলে গিয়ে সক্কলে জুটে যায় একজোট হয়ে। স্যানবালিকা স্লিপডিস্ক সুদ্ধু বাস্কো ধরে টানাটানি করে, ঘন্টার পর ঘন্টা বসে বসে বিল বানায়, টেবিলে রাখা বই-পত্তর বেচে। ব্রতীন- থীমায় নিজের বাবার বই প্রকাশ অনুষ্ঠানে হাজির না থেকে গুরু-র গুরুভার স্কন্ধে তুলিয়া দোকান সামলায়, বেচে, অন্যের বই কিনে এনে দেয়, খাবার-জল এনে খাওয়ায়। সায়ন। সে আজই প্রথম মেলায় আসতে পারল। তার নকশা প্যাঁচারা বিভিন্ন রূপে বিভিন্ন আকারে মেলায় হাজির বহু আগেই। সায়ন থাকে একেবারে সেই ঝাঁপ বন্ধ হ অব্দি, মানে ঝাঁপ ফেলে তবেই সায়ন বাড়ির পথ ধরে আরকি। কেলোবাবু, ইয়াব্বড় বড় সব ব্যাগ টানাটানি করে এখান থেকে ওখানে সরিয়ে টেবিল সাজান, বসে বসে পাতা মিলিয়ে মিলিয়ে ভাঁজ করেন উচ্ছেদের সাতকাহন।
    উচ্ছেদের নামে মনে পড়ল, ঠিক পাশের টেবিলে একটা বই হাজির, উচ্ছেদের সাতকাহন নামে, বইটা নাগরিক মঞ্চের। অচিন্ত্য- এটা সেটা কাজ কম্মো তো আছেই, দৌড়ে দৌড়ে নানা জায়গায় গিয়ে বেচে আসে উচ্ছেদের সাতকাহন।
    আজকে ছানা কোলে গিন্নি সহ গুরুর টেবিলে হাজির দীপ্তায়ণ, পুরনো ভাটুরেরা যাকে দীপ্ত জ্যেঠু বলে ডাকতেন। বম্বে পি আসার আগে থেকেই মেলায় ছিলেন কাকিমা, ইপ্পির আম্মু। আজকে চা খাওয়ালেন কাকিমা, লুচি আর একটা ফাটাফাটি আলুদ্দম সক্কলকে লুকিয়ে আমি খেয়ে ফেললাম বম্বে পি-র নাম করে। মানে? পুরনো গল্প, ইপ্পি সঙ্গে নিয়ে আসা খাবার সব অন্যদেরকে খাইয়ে দিয়ে খালি টিপিন বাড়ি নিয়ে যায় লক্ষী ছানাটির মত।

    দুর্বাসা'র মেলায় আসতে না পারার সুযোগ নিয়ে চণ্ডালেরা গতকাল জাঁকিয়ে বসেছিল দুর্বাসার টেবিলে, আজকেও সেই তাল ছিল আর সেই মতো কেলোবাবু উচ্ছেদের সাতকাহন নিয়ে সেই টেবিলেই ছিলেন। কিন্তু আজ সর্বদিকেই চক্রান্তের জাল বিছানো ছিল, বিশাল এক ট্রাঙ্ক দুজনে বয়ে নিয়ে বহির্বঙ্গ থেকে এসে হাজির দুর্বাসার দুই চ্যালা এবং সেখান থেকে উচ্ছেদ হয় চণ্ডাল সহ উচ্ছেদের সাতকাহনের। কিন্তু চণ্ডালদের দমানো কি চাট্টিখানি কতা! দলছুটের পাশের খালি টেবিলে গিয়ে হাজির তারা, বই পত্তর আর উচ্ছেদ নিয়ে। তবে সেখানে একলা সায়ন বেশিক্ষণ টিকতে পারে না, না আছে আড্ডা, না আছে খদ্দের আর না যায় রসাতল পার্টি। হুতো মানে সায়ন আবার ব্যাক টু গুরু-র টেবিল।

    গল্পানু-র অনু বইগুলি নিয়ে যিনি বসে থাকেন, তাঁর টেবিলের তলার সবটুকু জায়গা গুরু-র দখলে। হাসিমুখে চণ্ডালদের সমস্ত অত্যাচার সহ্য করেন আর সাতটা বাজলেই মেলা ছেড়ে বেরিয়ে যান গুরু-কে টেবিল ছেড়ে দিয়ে। বম্বে পি বাড়িতে থাকলে তার শরীর খারাপ করে এটা আজ বোঝা গেল। বসে যাওয়া গলায় রিতিমত চিঁ চিঁ করা মেয়ে মেলায় আসার খানিক পরেই হারিয়ে যাওয়া স্বর ফিরে পেয়ে ফুলফর্মে লেগে পড়ে কাজে! এই সব কার মহিমা কে জানে!

    আমি দু দিনে দিনে বেশ কয়েকক্ষান বই পেলাম, গিপটো। বাংলাদেশ থেকে আসে দুটি বই, আজ কৌশিক চক্রবর্তী দিয়ে যান তাঁর গতবারের মেলায় বের হওয়া বইটি, আমি যদিও সেতি ওখানেই রেখে চলে এসেছি। গুরুচণ্ডালীর অফিশিয়ালি একখানি টেবিল হলেও তার দখলে আছে তিনখানা টেবিলের তলা আর সেখানে আছে পাঁচখানা জাম্বো সাইজের ব্যাগ-স্যুটকেস আর ছোট বড় বেশ কয়েকটি ঝোলা! কোনোমতে দুই খানা চেন-লকেট ঝোলানো হয়েছে বটে তবে সে শুধু মনের শান্তির জন্যে, বাকি আল্লাহ মালিক। চটির আগমন ঘটিলে ব্যাগ বা স্যুটকেসের সংখ্যা আরো বাড়িবে। পাশের টেবিলের সহৃদয় কাকু বললেন, তোমাদের এত বই, এত জিনিস আর এত লোক তোমরা একটা স্টল নিয়ে নাওনি কেন! বোঝো!

    মেলা খোলা ছিল রাত নটা পর্যন্ত। ৩দিন ধরেই এটা হয়ে আসছে, সব বন্ধ করে ব্যাগ গুছিয়ে তালা দেওয়ার পরেও আগ্রহী পাঠক এসে হাজির হচ্ছেন গুরু-র জন্যে, চেন-লকেট খুলে আবার বই খাতা বের করে কাগু-চটি ইত্যাদি বিক্কিরি কত্তে হচ্ছে হা ক্লান্ত চণ্ডালদের।

    ছবি- বম্বে পি এদ্দিন ধরে শুধু ছবি তুলে যাচ্ছে, তাকে ধরা হউক আপলোড করে লিং দেওয়ার জন্যে। আমার এয়ার্টেলের সাধ্যি নাই কিছু এয়ারে তোলার।

    এবার গুন্নাইট
  • Abhyu | 97.81.82.161 | ৩১ জানুয়ারি ২০১১ ০১:৩৯435267
  • রিমিদি, অবন ঠাকুরের বইটা অন্য টইতে দিয়েছি। তুমি কিনে আমাকে গিফ্‌ট কোরো :)
    প্রতিক্ষণ বার করেছে Paintings of Abanindranath Tagore। কালেক্টেবল বই।
  • rimi | 24.42.203.194 | ৩১ জানুয়ারি ২০১১ ০২:৩৬435268
  • ধন্যবাদ অভ্যু। বইটা এখানে আর কোথায় পাবো? সামনের বার গিয়ে তোকে প্রেজেন্ট করব, নিজেকেও। আমি এবারে কিনলাম যামিনী রায়-এর বেশ কিছু ছবির কালেকশন।
  • kelo | 117.254.78.203 | ৩১ জানুয়ারি ২০১১ ০২:৪৪435269
  • দেকেছো কান্ড!!
    আমাকে বার করে দিয়ে সব নুচি আলুদ্দম সাঁটিয়েছে। অথচ আমি সেই কাকভোরে দুটি ডিমেরঝোল ভাত নাকেমুখে গুঁজে দৌড়তে দৌড়তে মেলায় গিয়ে, সকাল থেকে গুরুর তালাচাবি পাহারা দিচ্ছি। সৈকদ্দা, এর পোতিকার চাই.....

    তবে ভেবে দেখলে, সামরানদির অবশ্য লুচিটা প্রাপ্য ছিল, যেভাবে ভর দুপুরে একা ফোর্ট সামলেছেন সে আর বলার নয়। আমি সে সময় তেমন কিছু সাহায্য করতে পারি নি ওনাকে। দুর্বাসার ওখানে দখল রাখার জন্য বসে বসে গুরুর উচ্ছেদ সংখ্যা ভাঁজাই করছিলাম কিনা।
    তবে হ্যাঁ, এই বিশ্বামিত্রের পো (আমি ওনারই বংশধর) থাকাকালীন কিন্তু দুব্বাসা ট্যাঁ ফো করতে পারে নি। এ শর্মা বাল্যবন্ধুর ডাকে একটু চোখের আড়াল হতেই দুর্বাসার দুই চ্যালা এসে গুরুকে ওখান থেকে উচ্ছেদ করে ফ্যালে।
    ফিরে এসে ঐ চ্যালাদের কাছে নমস্কার বিনিময় করে জানতে পারলাম যে হঠাত মাতৃবিয়োগের কারনেই নাকি কাল থেকে দুর্বাসা অনুপস্থিত। মঙ্গলবার থেকে আবার নিয়মিত আসবেন। শুনে মনটা ভারী খারাপ হয়ে গেল। দুর্বাসাকে সামান্য সময় হলেও, তাঁদের স্টল ব্যাবহার করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই , আর মাতৃবিয়োগের জন্য সকল গুরু-চন্ডালের সমবেদনা রইল।
  • Abhyu | 128.192.7.51 | ৩১ জানুয়ারি ২০১১ ০৩:৫৪435270
  • রিমিদি, তুমি অন্য টইতে আমার সাজেশন ২টা মিস করেছো :)
  • ax | 99.53.141.11 | ৩১ জানুয়ারি ২০১১ ০৫:১৩435272
  • ব্রতীনের বাবার লেখা বই-এর নাম কি? কিসের ওপর?
  • Abhyu | 128.192.7.51 | ৩১ জানুয়ারি ২০১১ ০৫:৩৫435273
  • অক্ষদা, বইমেলা মেলা বই টইতে আমি লিখেছি দ্যাখো। ভাবনার দশ দিগন্ত। এই লিঙ্কটার শেষ পাতায় পাবে
    http://www.udbodhan.org/magazine_online/september2010/granthaparichaya.pdf

  • a x | 99.53.141.11 | ৩১ জানুয়ারি ২০১১ ০৬:২৫435275
  • ওক্কে, পড়লাম অভ্যু।
  • Paramita | 122.172.21.42 | ৩১ জানুয়ারি ২০১১ ০৯:০২435276
  • বইমেলা কদ্দিন চলছে?
  • byaang | 122.172.28.156 | ৩১ জানুয়ারি ২০১১ ০৯:০৬435277
  • আগামী রোব্বার শেষ।
  • Bratin | 122.248.183.1 | ৩১ জানুয়ারি ২০১১ ১০:৩৬435278
  • অভ্যু ধন্যবাদ। দেখে খুব ভালো লাগলো। আর চন্ডাল হিসাবে বুক টা একটু ফুলে গেল :-))

    অক্ষ, বইটার নাম 'প্রেসিডেন্সী কলেজের ইতিবৃত্ত' ।

  • Arijit | 61.95.144.122 | ৩১ জানুয়ারি ২০১১ ১১:৫০435279
  • http://tinyurl.com/4dth296

    প্রথমটা।
  • kelo | 117.254.254.80 | ৩১ জানুয়ারি ২০১১ ১১:৫৫435280
  • আজকে এখন পর্যন্ত কথা আছে যে আমি আর পাইদিদি আজ দুপুর দেড়টা নাগাদ দোকান খুলছি।

    আজ আর কিছুতেই পাইদিদিদর টিপিন বাস্কোটা চোখের আড়াল হতে দিচ্ছি না বাবা!
  • pi | 14.96.180.194 | ৩১ জানুয়ারি ২০১১ ১২:০৬435281
  • কিন্তুক পাইদিদির আজ টিপিন বাস্কো নাই !!

    আর এইসব আমেরিকা, তার বাম ফাম হল মামুর ঘুরিয়ে আম্রিগা দেখানোর চক্রান্ত। এসবে কান দিয়ে জনতা বিভ্রান্ত হইবেন না। আমরা আম্রিগা থেকে অনেক দূরে আছি। কাছে বরম্‌গ বলা যায় পশ্চিমবঙ্গ সরকার, জাগো বাংলা কে ( হ্যাঁ, এনারা মুখোমুখি ই বটেক ), আরো কাছে জি বাংলা, রূপা। আর এক্কেরে প্রতিবেষী হইলো , ২৪ ঘণ্টা :)
  • Arijit | 61.95.144.122 | ৩১ জানুয়ারি ২০১১ ১২:০৮435282
  • সরি। রিপিট।
  • pi | 14.96.180.194 | ৩১ জানুয়ারি ২০১১ ১২:১২435283
  • * শী
  • Samran | 117.99.43.30 | ৩১ জানুয়ারি ২০১১ ১২:৫১435284
  • ঠিক সামনেটায় বাংলাদেশ আছে বম্বে পি, ভুলে গেলে চলবে!
    কলকাতাবাসি গুরুপ্রেমী, পারলে মেলায় হাজিরা দিও, বেড়ানোর জন্যি নয়কো, লোকবল চাই।

    রাতে যা বলতে ভুলেছি। পরশু সন্ধ্যেয় কাবলিদার সঙ্গদোষে সুমেরুও হাওয়া মেলা থেকে। রাতে বাড়ি তো ফেরেইনি, সকাল থেকে তাকে ফোনেও পাওয়া যায়নি সন্ধে অব্দি। সম্ভ্যাব্য- অসম্ভ্যাব্য সকল জায়গায় ফোন করেও খোঁজ না রিতিমত দু:শ্চিন্তাগ্রস্থ যখন, তখন তাকে ফোনে পাওয়া যায় বেলা চারটেয়, ঘুম গলায় বলে, পরে কথা কইছি! ঘুমিয়ে ঘুমিয়ে মেলায় হাজির হয় সন্ধে নাগাদ।

    বম্বে পির কল্যাণে কাঠের ডিসপ্লে বোর্ড রেডি, তাতে পোস্টার সাঁটিয়ে মেলার বিভিন্ন জায়গায় হাজির প্যাঁচা, ষাঁড় এবং গুরুচণ্ডা৯।

    বম্বে পি গান হারিয়েছে মেলায়।

    লিটল ম্যাগ প্যাভিলিয়নকে ঠেলে মেলার প্রায় মাঝামাঝি জায়গায় ঢুকিয়ে দিয়েছে গিল্ড, পাকা করে দিয়েছে মেঝে, যতখানি সম্ভব চাপা যায় তার চাইতেও বেশি চেপে দিয়ে যাতায়াতের পথ সরু করে দিয়ে,, মাঠ হাপিস করে দিয়ে বাচ্চা-কাচ্চাদের বসে গান করার জায়গাটুকু বেমালুম গাপ করে দিয়েছে মেলা কর্তৃপক্ষ। ফলে গান নেই মেলায়। দামাল ছেলেরা তবু গিটার নিয়ে টুংটাং করে, গান গায় কিন্তু সেই গান শোনা যায় না পাশের টেবিল থেকেও। সৌজন্য মাইকের ঘন ঘন ঘোষণা।

    কাল দেখা হলো সোমনাথ ঘোষালের সঙ্গে, আমি পেলাম ম্যাজিক কলকাতা। তাতে বেশ একটা কবিতা লিখে দিল সে। কালকেও এসেছিলেন অদ্রীশদা, মৌদি। আপিস ফাঁকি দিয়ে এসেছিল অধীশা, চটজলদি নতুন কাগু আর উচ্ছেদের সাতকাহন নিয়ে ফেরার পথ ধরে সে।

    কেডি একটা গেম শোয়ের আয়োজন করেছে, "গেস হু' নামে। মুখোশ পরিয়ে ক্রেতা-চণ্ডাল-পরিচিতদের দাঁড় করিয়ে তাদের ছবি তোলা হচ্ছে। ছবি যখন আপলোড হবে তখন মুখোশের আড়ালে থাকা ব্যাক্তিকে চিনতে পারলে পুরস্কার। তবে কী দেওয়া হবে তা আমি জানি না, কেডি বলতে পারবেন।

    মেলায়-গুরুচণ্ডা৯র টেবিলে হাজির রোহণ কুদ্দুসের সফোর বাঘ। আরো আগেই আসার কথা ছিল কিন্তু প্রকাশক ল্যাদ কাটিয়ে উঠে মেলায় হাজির হতে পেরেছেন গতকাল সন্ধায়। সফোর বাঘ বিক্রির সমস্ত টাকা রোহণ কুদ্দুস দান করবে আলামীন মিশনকে।

    পাঁচটি ছোট সিনেমা দিয়ে বানানো একটা ডিভিডি বিক্রির জন্যে স্টলে রাখতে এসেছিল দেবার্ঘ, নন্দনে, লিটল ম্যাগ মেলায়। এসে বসেছিল আমি আপনাদের গুরুচণ্ডা৯র ফেসবুকের মেম্বার। তো পরে জানা গিয়েছিল, মামু চেনে ঐ ফিল্মের নির্মাতাকে। নির্মাতা যদিও আসেনি কিন্তু দেবার্ঘ মাঝে মধ্যেই উঁকি দেয় গুরুর টেবিলে। বম্বে পি তার হাতে ধরিয়ে দেয় কাগু, উচ্ছেদের সাতকাহন। কাগু সে মেলায় ঘুরে বেচতে না পারলেও বিক্রি করে কাগজখানা। মাঝে মধ্যেই এসে দুটো-তিনটে কাগজ বিক্রির টাকা দিয়ে যায় সে।

    লোটাকম্বলের সুত্রে আলাপ অতনু আসে কাল, পরশু এসেছিল শুভময়, মিলিটারির ডাগদার কৌশিক- গেছোদাদার ভাই। কাল মুখ দেখা গেল আগুন মানে আগ্নের, নতুনেরা তাকে না চিনলেও পুরনোরা তাকে চিনবেন। পিঠের পরে ছড়ানো চাদর দুই হাতের উপর বেশ কেতা করে জড়িয়ে বড় কবি বা গয়কের চেহারা তার। গানটা আগ্নে সত্যি ভাল গায় সে নিয়ে কোনো কথা হবে না।
  • a x | 99.53.141.11 | ৩১ জানুয়ারি ২০১১ ১৬:২৩435286
  • ওকে ব্রতীন, অভ্যুর দেওয়াটাও ওনারই তো?
  • Bratin | 122.248.183.1 | ৩১ জানুয়ারি ২০১১ ১৬:২৫435287
  • হ্যাঁ। ওটা 'ভাবনার দশ দিগন্ত'
  • siki | 122.162.75.213 | ৩১ জানুয়ারি ২০১১ ২০:৪৪435288
  • আজকের আপডেট কখন উঠবে?

    আর বম্বে পি-র কাছ থেকে ছবিটবি কে উদ্ধার করবে?

    বম্বে পি নামটা কেমন বম্বে ডাইং বা বম্বাই কুল টাইপের শুনতে লাগছে :-)
  • Arpan | 112.133.206.2 | ৩১ জানুয়ারি ২০১১ ২০:৫০435289
  • না না। বম্বে ডাক।
  • kd | 59.93.198.58 | ৩১ জানুয়ারি ২০১১ ২১:৫৩435290
  • আমার ওই 'বম্বেপি' একদম পছন্দ নয়। সামসুম ওটা শুরু করেছে পাইএর ভাইঝি ওই বলে ডাকে বলে। কিন্তু আমি বাবা ওই বলে ডাকতে পারবো না, বড় হ'য়ে গেছি না এখন, লজ্জা করবে।
  • Abhyu | 128.192.7.51 | ৩১ জানুয়ারি ২০১১ ২২:১৮435291
  • না না আপনি মশামাসি বলেই ডাকুন।
  • kumudini | 122.173.166.201 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৯435292
  • মশামেসোর ছবি দেখার বড় ইচ্ছা ছিল।
  • kelo | 117.254.255.210 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০১:১৯435293
  • সর্বদিকে চক্রান্ত, নয়ত আজকেই পাইদিদির টিপিনবাস্কো নাই!!
    আমি শুদ্ধু ওটার লোভেই আজ হাজার কাজ ফেলে বইমেলা গেছি। বিশ্বাস না হয় তো সামরানদিকে জিজ্ঞেস করুন। এরকম চক্কান্তো করলে কিন্তু খেলব না বলে দিচ্ছি...

    আজ বইমেলা গিয়ে যা যা উপলব্ধি/অভিজ্ঞতা হল সেগুলো লিখে রাখি -

    ১) ছোটোবেলা থেকে ইস্কুলে না গিয়ে ওয়াগন ব্রেকিং করলে জীবনে আজ ঢের বেশী উন্নতি করতে পারতাম। যেভাবে তালাচাবি না খুলেই চেনবাঁধা ইয়াব্বড় বড় বাক্স থেকে কাগুজে গুরুগুলো বের করে টেবিল সাজালাম। হাতসাফাই এর চূড়ান্ত। ওয়াগন ব্রেকিং এ আবার সামাজিক মর্য্যাদা একটু কম, হুডিনি হবার চেষ্টা করলেও মন্দ হত না। আমি এ লাইনে এলে জুনিয়র পিসি সরকারকে আজ আর বইমেলায় বক্তৃতা দিতে হত না।

    ২) এক নং পয়েন্টের সাফল্যে অনুপ্রানিত হয়ে পাইদিদির সঙ্গে আনা ঢাউস ব্যাগটার ওপর ঐ ১নং পয়েন্ট লব্ধ জ্ঞান অ্যাপ্লাই করতে গিয়েই তো টিপিনবাস্কের অনুপস্থিতির কথাটা প্রথম টের পেলাম। এখন আবশ্য নেট খুলে দেখছি পাইদিদি নিজেই সেটা আগেই ডিক্লেয়ার করে রেখেছিলেন।

    ৩) পরের মেলায় শিওর আমি গুরুচন্ডালী ছেড়ে গল্পানুতে যোগ দেব। পাশের টেবিলের গল্পানুর ব্‌হ্‌দ্‌রলোককে দেখে আমার এত হিংসা হয় যে কি বলব। ফুরফুরে মেজাজে ঠিক কাঁটায় কাঁটায় দুটোর সময় উনি রোজ দোকান খুলে ফেলেন। তালাচাবি নেই, দৌড়োদৌড়ি নেই, ফোনাফুনি নেই কিচ্ছু নেই, সমস্ত গল্পানুগুলো ওনার book-পকেটেই ধরে যায়। আর আমার? ... সেই ফাইভ ফিফটি ফাইভ নম্বর উবুদশের স্টল থেকে কাগু বয়ে আনতে আনতে হাতের টেংরি খুলে গেছে মশাই। স্লিপডিস্ক ই হল কিনা তাই বা কে জানে!!
    তবে গল্পানুর কাছে কিন্তু কাগুর বিশেষভাবে ঋনী থাকা উচিত। কারন গল্পানুগুলো ওনার book-পকেটে না এঁটে গেলে গুরুচন্ডালী কিন্তু পাশের টেবিলের পুরো তলাটা দখল করতে পারত না। এরকম তলা-খালি স্টল বোধহয় পুরো লিটল ম্যাগাজিনের চত্বরে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। আর ভদ্রলোকেরও তুলনা নেই। আমাকে হাতসাফাই এর সময় আগাগোড়া মবয়াল সাপোর্ট জুগিয়ে গেছেন। নিজের বাবা মাও হয়ত এ কাজ করতে পারতেন না।

    ৪) একটা গোপন কথা আমি কাউকে বলি নি। টাকাপয়সায় আমার আবার পরমহংসদেবের মতই অ্যালার্জি। কিছুতেই টাকাপয়সা হ্যান্ডেল করে উঠতে পারি না। হাতসাফাই করে টেবিল সাজানোর পর তো একা একা ভারি ফাঁপরে পড়ে গিয়েছিলাম। লোকে তো প্যাঁচা টাঙ্গানোর আগেই স্টলে কাগু কিনতে লাইন লাগিয়ে দিল। বিল কাটা পয়সা গোনা, সর্বোপরি খুচরো পয়সা ফেরত দেওয়া, ওসব আমার আসে নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমতা আমতা করছি আর মনে মনে ভাবছি যে বিল না কেটে সবকিছু এমনি এমনি বিলিয়ে দেব কিনা। ঠিক সেই সময় সাক্ষাত মা দুগ্গার মত স্যানদিদির আবির্ভাব। উনি আবির্ভূতা হয়েই গোল গোল রোদ চশমাটা মাথার ওপরদিকে ঠেলে তুলে একা হাতে গুরুর পাঠক বাহিনীকে সামলে দিলেন। কে বলবে ওনারও স্লিপডিস্ক! পাইদিদি আসার পরে স্যানদিদি তাঁকে প্রতিটি পাই পয়সার হিসেব বুঝিয়ে দিয়েছেন। উনি না থাকলে আমার অবস্থা আজ নিশ্চয়ই প্রাক্তন টেলিকম মিনিস্টার এ.রাজার মত হত।

    সবকিছু দেখেশুনে আমি ঠিক করেছি -
    ১) পাশের স্টলের গল্পানুর ভদ্রলোককে একটা গুরুচন্ডালী ক্যালেন্ডার কিনে প্রেজেন্ট করব। এ আমার গুরুদক্ষিনা..
    ২) স্যানদিদিকে কৃতজ্ঞতাস্বরূপ অবশ্যই একদিন চাট্টি ডিমেরঝোল ভাত খেয়ে যেতে নেমন্তন্ন করব।
  • achintyarup | 59.93.246.214 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০২:০২435294
  • ক্কি ক্কেলো! রোজকার মতো আজকেও একবার টুকি বলে আসতে গুরুর টেবিলে গেইছিলুম, কিন্তু কেলোবাবুর সঙ্গে দেখা হল না
  • pi | 59.93.193.245 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০২:২১435295
  • কেলোদার ছবি তো কলিভাটেই আছে। আপতত আমার ল্যাপী, ফোন, শরীর সকলেই কিছু না কিছু পরিমাণে বেগড়বাঁই করছে।সেগুলো নিয়ে কিঞ্চিৎ ব্যস্ত +
    রাস্তার ময়াল সাপ সম ট্র্যাফিক জ্যাম কাটিয়ে বইমেলা ফেরত যেটুকু সময় বাড়িতে থাকা যাচ্ছে (আজ বইমেলা-উত্তরপাড়া লেগে গ্যালো সাড়ে তিন ঘণ্টা ! ), তাতে এখন ছবি আপলোডাবার সুযোগ নেহাত কম। :(
    কেলোদা + +গিল্ড আর ফুডকোর্টের দোরগোড়ায় কেলোদার বসিয়ে আসা প্যাঁচার ছবি দেখতে গেলেও তাই ওয়েটাতে হবে। যদি না অবিশ্যি কেলোদা নিজেই ওনার ঐ গুগল ম্যাপের নাড়ি নক্ষত্রের হিসেব সহ ওগুলো তুলে দ্যান ।

    ওদিকে আবার সামরানদি, মামু ও কেতরে পড়েছে।

    পার করে দে মা !
  • kelo | 117.254.255.210 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০২:৩৮435297
  • হ্যাঁ অচিন্ত্যদা, আজও একটুর জন্য আপনার সঙ্গে দেখা হল না।
    ব্রতীনের ভাষায় ব্যাটেবলে হচ্ছে না।

    আর পাইদিদি !! আপনি আমার ছবিও আপলোডানোর তালে আছেন নাকি? ও তো কেবল ব্ল্যাক হোলের মত একটা কালো স্পট আসবে কেবল। একটা কালো স্পট, ওপরের দিকের বর্ডারটা রুপুলী। প্রতিটি ডার্ক জিনিসের মত আমার ওপরদিকেও তো একটা সিলভার লাইনিং আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন