এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩৩২৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ২৮ জানুয়ারি ২০১১ ১০:৪০435165
  • গোরা নিয়ে কে আবার টেক হোম দিয়ে গেলেন ? তাঁর ছবিই বা কই ?
  • kd | 59.93.199.140 | ২৮ জানুয়ারি ২০১১ ১২:৪৭435166
  • গুরুমা, ভয় নেই, উনি আর আসতে পারবেন না বলেছেন - মেদিনীপুর ইত্যাদি জায়গায় সেমিনার দিয়ে বেড়াবেন। ৫ না ৬ তারিখ অবধি খুব ব্যস্ত।

    উনি পার সেমিনার কত চার্জ করেন জিগাতে খুব আশ্চর্য হ'লেন - আবার উনি কিছু নেননা শুনে আমি আশ্চর্য হওয়ায় আরও আশ্চর্য হ'লেন।

    তারপর উনি শুরু করলেন কফিহাউস নিয়ে - উনি যাননা কারণ সেদিনের সেই কফিহাউস আজ আর নেই। গোড়ায় ভেবেছিলুম উনি গান গাওয়ার চেষ্টা করছেন, কিন্তু দেখি উনি বেশ সিরিয়াস। তাই দেখে আমিও আশ্চর্য হয়ে জিগালুম, কেন, আজকাল ওখানে ভালো মেয়েতোলা যায় না? উনি হতভম্ব দেখে জিগ্যেস কল্লুম, আপনি ওখানে কেন যেতেন তাহ'লে? বন্ধুদের কবতে শোনাতে?

    যাই হোক, উনি আমার নাম, ঠিকানা নিয়ে নিলেন - বরাতে আমার দুক্কু আছে দেখছি।

    একটুও বাড়িয়ে বলছি না, গুরুমা সাক্ষী। তবে হ্যাঁ, গুরুমার হাসি ক®¾ট্রাল করার ক্ষমতা, কী যেন বলে, কোয়াইট ইম্প্রেসিভ।

    ও আর একটা কথা সবাই জেনে রাখো, সামরান 'ঢাকাই' আর 'জামদানী'র তফাৎ জানে না - মানে তেমন করে জানে না - মানে আমাকে বোঝাতেই পারলো না। :)
  • de | 59.163.30.4 | ২৮ জানুয়ারি ২০১১ ১৩:০৫435167
  • ও মা, ডাগদার অ্যাতোটুকু?? অমন গম্ভীর গভীর বিষয়ে লেখা ইনিই ল্যাখেন?
    দেখতে কিন্ত সত্যি হ্যান্ডু -- ঠিক য্যানো গুপী গাইনের মতো হাসি! :))
  • til | 220.253.65.196 | ২৮ জানুয়ারি ২০১১ ১৬:০৫435168
  • আর আনী (র উহ্য) মা? উরিব্বাস, ইনসপেকশনে বেরিয়েছেন যেন! কি গেরেমওয়ালী!
  • siki | 122.162.75.239 | ২৮ জানুয়ারি ২০১১ ২১:২০435169
  • পোস্টগুলো একটু ওপর দিয়ে যাচ্ছে, প্রায় কিছুই বুঝতে পারলাম না।

    একটু বিস্তারিত বলা যাবে? আর আজকের ছবি কে তুলবে? কখন তুলবে?
  • Ishan | 117.194.35.242 | ২৮ জানুয়ারি ২০১১ ২২:২৭435171
  • বইমেলা শুরু হয়ে গেছে দিব্বি টের পাওয়া যাচ্ছে। অন্য কিছু হোক না হোক, ক্কী জ্যাম ক্কী জ্যাম। ওদিকে নিক্কোপার্ক থেকে। এপাশে উল্টোডাঙা। এপারে পার্কসার্কাস ওপারে রুবি। লোক চলেছে রাস্তা দিয়ে আর বাইক ফুটপাথে। বাসেদের সামনের কাচে উঠে এই সিজনের নতুন গয়না -- বইমেলা লেখা পোস্টার। চালু হয়ে গেছে কলকাতার বসন্তকালীন অস্থায়ী বাসস্টপ। লোক দাঁড়িয়ে আছে গাঁদি লেগে। ট্যাক্সি আর গাড়িবাবুরা অবশ্য সুখের বাইপাসের এই কঠিন সার্জারিতে হেবি ক্ষিপ্ত। সমানে হর্ন বাজাচ্ছেন আর খিস্তি দিচ্ছেন। কিন্তু তাতে পাবলিকের ঘন্টা। হর্ন দিবি দে। এ ব্রিগেড প্যারেড নয়। আমরা কালচার করছি বাবা, ইয়ার্কি না।

    গুরুর স্টলেও উপচে পড়া ভিড়। আজ নাকি রেকর্ড বিক্রি। এসে গেছে নতুন বই "উচ্ছেদের সাতকাহন"। শনিবার, মানে কাল এসে যাবে নতুন সংখ্যাও। অর্থনীতির অবসাদ। ছুটির দিনে ভিড় সামাল দেওয়া চাপ হয়ে যেতে পারে। আজই কজন নীর্‌রব পাঠক হাত লাগিয়ে উদ্ধার করেছেন। এই সদা আর দীপ্তবাবু তাদের মধ্যে দুই উজ্বল নক্ষত্র। বাকিদের নাম অন্যরা লিখবে। আমি স্লাইট ফাঁকি মেরে সন্ধ্যেবেলায় পৌঁছনোয় অনেককএই মিস করেছি। কাল যারা হেল্পিং হ্যান্ড হতে চান, কাইন্ডলি ঝপাঝপ চলে আসুন টেবিলে। আর হ্যাঁ, নতুন সংখ্যাও ঝপাঝপ সংগ্রহ করুন। ভিড়ের চোটে ফুরিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়।
  • Samran | 110.227.152.76 | ২৮ জানুয়ারি ২০১১ ২২:৩৮435172
  • ব্রতীনের একটা নতুন নাম দেওয়া হোক। কেন নতুন নাম চাইছি সেটা ব্রতীন বলুক। আমি এখনো ধাক্কা সামলে উঠতে পারিনি!

    কল্লোলদা,
    আজকে অনেক গান হলো। কয়েকটি ছেলে ঠিক আমাদের টেবিলের পাশটিতে কয়েকটি ছেলে মেঝেয় অসে অনেক্ষণ গান করল। অনেকক্ষণ ধরে

    মেলায় এলো নতুন ট্যাবলয়েড, উচ্ছেদের সাতকাহন। গুরু মুখোশ। গুরু ক্যালেন্ডার, গুরু বুকমার্ক তো আগেই এসেছিল। দিব্যি বিকোলো মুখোশ, ক্যালেন্ডার। রতন মুখোশ কিনে সেই মুখোশ মুখে, মাথার পেছনে বেঁধে, পিঠের ব্যাগে ক্যালেন্ডার ঝুলিয়ে ঘুরল মেলা। মুখোশ পরে মানে লোকে যেমন রোদ চশমা কপালে আটকে ঘোরে তেমনি মুখোশ মাথায় চড়িয়ে ঘুরে বেড়ালো মানে ঘুরে ঘুরে লোককে গুরুমুখোশ, গুরুক্যালেন্ডার, কাগুজেগুরু ইত্যাদি ধরালো বম্বে পি। মৃগাঙ্ক নিপা মানে দীপ্তও একই কাজ করেছে গোটা বিকেল আর সন্ধে ধরে।

    ছবি আমি আপলোডাতে পারছি না, বিএসএনেল ৬৭৮এরর। ডাটাকার্ড নেহাত দ করে সাইটগুলো খুলে দেয়, কিছু নামানো বা তোলা? নৈব নৈব চ।

    আজকে রতনের জন্মদিন। ট্রিট পেলাম আমি আর সুমেরু। ইপ্পি নেহাত মোটা হতে চায় না বলে খায় না তাই ট্রিটও নেয় না। আমরা খেলাম আলিবাবার বিরিয়ানি, ফিরনি। বম্বে পি চিনেবাদাম খাইয়েছে। আরো কে কে কি কি খাইয়েছে সেগুলো বলা যাবে না, গুরুর মানা।

    আজকে আমি খানিকটা মেলায় ঘুরলাম, সৌজন্যে সুমেরু আর বম্বে পি। আমার আজকে মেলায় দেরিতে যাওয়ার কথা ছিল, বাড়ির কাজ-কম্মো ইত্যাদি সেরে খেয়ে দেয়ে বেরুবো সেরকমই ঠিক ছিল, তালা চাবি তাই গুরুমা বম্বে পির জিম্মায়। সুমেরু একদিন আগেই বোলপুর থেকে ফিরে সকাল থেকেই তাড়া দিয়ে বারোটায় আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়, মেলায় ঘুরবে বলে। তো আমরা খানিক ঘুরলাম, যদিও কাঁধে-পিঠে প্রচুর জিনিস্পত্র থাকায় খুব বেশি ঘোরা গেল না। বাংলাদেশ প্যাভিলিয়ন, আর এমনি এদিক ওদিক খানিক ঘোরা শেষ করে টেবিলে পৌঁছে যাওয়ারও আধ ঘন্টা পরে বম্বে পি সেখানে পৌঁছয় হাঁপাতে আর দৌড়াতে দৌড়াতে। বুকমার্ক, মুখোশ আসে বম্বে পির সঙ্গেই। সে আসার আগে সুমেরুকে জিনিস্পত্র ইত্যাদি সমেত টেবিলে বসিয়ে আমি আবার বেরিয়েছিলাম, কৃষ্ণা'দি মানে কল্লোলবৌদির খোঁজে। কৃষ্ণাদি বসেন এখন বিস্বংবাদে, কিন্তু আজকেই তিনি আসেননি।

    আমাদের এসএমএস কবি-লেখক সোমনাথ ঘোষালের আরেকটি বই বেরিয়েছে অভিযান পাবলিশার্স থেকে, দেখে আসা হলো সেই বইটিও।

    সি ফোঁ এবং হুতো এবং আরো অনেকের জন্যে খবর, আজকে সে এসেছিল, রসাতল নিয়ে। আমার পাশের জনের মুখ দেখে আমি বিষম খেলাম আর সেই বিষম কাটাতে জল এল তার হাতের কিনলের বোতল থেকে, কারণ আমার জল ফুরিয়েছিল। আমার পাশের জন সেই খালি বোতলখানি বাড়ি নিয়ে আসতে চেয়েছিলেন, নেহাত আমি বিষয়টা বুইতে না পেরে ফেলে দিয়েছিলাম খালি বোতল বাড়ি আনব কেন সেটা ভেবে!

    আইভিদির একটি বই বেরিয়েছে প্রতিভাস থেকে, আজ যদিও আমি দেখতে পারিনি গিয়ে, আগ্রহীরা দেখবেন আশা করি।
  • tatin | 130.39.149.48 | ২৮ জানুয়ারি ২০১১ ২২:৪৫435173
  • আহা, তার সঙ্গে প্রথম দ্যাখা হবে বইমেলাতেই- হাউ রোমান্টিক
  • byaang | 122.166.160.197 | ২৮ জানুয়ারি ২০১১ ২২:৪৮435175
  • আমি এই অ্যাদ্দিনে, একবছর বাদে দোয়েলপাখির ফটো দেখলাম।
  • siki | 122.162.75.239 | ২৮ জানুয়ারি ২০১১ ২২:৫৭435176
  • আমার আর দেখা হল না। হাউ আনরোম্যান্টিক !!
  • siki | 122.162.75.239 | ২৮ জানুয়ারি ২০১১ ২২:৫৮435177
  • সদা, মাত্র একটা ছবি?
  • r.h | 117.194.241.70 | ২৮ জানুয়ারি ২০১১ ২৩:০০435178
  • বক্ষে শেল
    বৃক্ষে বেল
    পাকছে কাক
    চক্ষু তার
    ক্লিষ্ট খার
    দু:ক্ষু পাক
    গুরুর জয়
    চণ্ডালিক
    একলা থাক
    বইমেলায়
    পক্ষী আয়
    পক্ষী যায়
    পক্ষী কাক
    পক্ষী যায়।

    বড় দু:ক্ষু। বড় গভীর দু:ক্ষু। ইন ফ্যাক্ট, দীর্ঘীকার দিয়ে এই গভীরতা বোঝানো যাবে না, একটা দীর্ঘতর ঈকার দরকার ছিল।

  • Samran | 110.227.152.76 | ২৮ জানুয়ারি ২০১১ ২৩:০৯435179
  • অচিন্ত্য প্রচুর কাজ করেছে। বন্ধুদের নিয়ে এসে তাদেরকে গুরু-ক্যালেন্ডার ইত্যাদি ধরানো তো আছেই, জায়গায় জায়গায় পোস্টার, ফ্লেক্স টাঙানো, প্যাঁচা লটকানো ইত্যাদি ইত্যাদি। এসেছিল অর্ণবও। সদা আর তার বান্ধবি। প্রেসে দৌড়ে আর জ্যামে ক্লান্ত কেডি আজ একটু তাড়াতাড়িই বেরিয়ে গেছেন, পার্টিতে গিয়ে ফ্রেশ হবেন এমত জনশ্রুতি। যাওয়ার আগে অবশ্য বসে বসে ট্যাবলয়েডের পাতা মিলিয়ে মিলিয়ে ভাঁজ করে রেখে গেছেন। বলা বাহুল্য কেডির বাহনে চেপেই অগুলো মেলায় এসে পৌঁছেছে।

    মেলায় আজ বেশ ভীড়। মেলা মেলা ভাব। ঘন ঘন মাইকে ঘোষণা, কেউ হারিয়েছেন গরম জামা তো কেউ মোবাইল ফোন। গান, ঘন ঘন নতুন বইয়ের প্রকাশের ঘোষণা আর জি বাংলার নাচের প্রোগ্রামের গান।

    গুরুর পাশের টেবিলের ভদ্রলোক হঠাৎ আমায় ডেকে বললেন, ম্যাডাম, আপনাদের তো অনেক বিক্রি, রাজনীতির বিপক্ষে কথা বলেন, সেই নিয়ে পত্রিকা ছাপান, এত লোকে আসছে তো আমাদের একটা হেল্প করবেন? কি হেল্প জানতে চাইলে বললেন, আমাদের এই পত্রিকাটিও কিন্তু সরকার বিরোধি, আমরা সায়েন্স নিয়ে কাজ করি, মানে এই সব পরিবেশ দুষণ ইত্যাদি নিয়ে সরকার বিরোধী প্রচারণা। তো আপনি একটু আপনাদের বই যাঁরা কিনতে আসেন, আর আমাদের বিষয় নিয়ে যাঁরা আগ্রহী তাদেরকে একটু বলবেন যেন আমাদের বইও একটু কেনেন?

    মামু তো এসেই ছিল আপিসফের্তা। আশ পাশের খালি টেবিলগুলো দখন করে বম্বে পি ছড়িয়েছে মুখোশ, চটি, ক্যালেন্ডার। বলতে ভুওল্লে চলবে না যে আজ একটি বইও এসেছে গুরুর টেবিলে, একমাত্র বই। গুরুচণ্ডালীর ছাপা বিলবই।
  • byaang | 122.166.160.197 | ২৮ জানুয়ারি ২০১১ ২৩:১৩435180
  • সামরান, আমার জন্য একখানা মুখোশ আর একখানা ক্যালেন্ডার সরিয়ে রেখো তো!
  • Samran | 110.227.152.76 | ২৮ জানুয়ারি ২০১১ ২৩:২২435181
  • লিচ্চয় ব্যাঙ্কুমারী।
    ক্যালেন্ডার ফুরিয়েছে তবে বম্বে পি আবার অর্ডার দিয়েছে, কাল আবার আসবে আশা করা যায়।
  • siki | 122.162.75.239 | ২৮ জানুয়ারি ২০১১ ২৩:২৪435182
  • তো, ওভারঅল কী লাগছে? আগের বারের থেকে বিক্কিরি ভালো এইবারে?

    ইয়ে, বাকি বই কি কাল আসবে?
  • Sanjay | 122.162.53.10 | ২৮ জানুয়ারি ২০১১ ২৩:৩২435183
  • আবার সেই পক্ষীবেদনা!! মর্মপীড়া!!!

  • pipi | 92.225.145.158 | ২৮ জানুয়ারি ২০১১ ২৩:৫০435184
  • ঐ ক্যালেণ্ডার, মুখোশ আর বুকমার্কের ফোটু দেখতে পাওয়া যায় না?
  • pi | 117.194.200.28 | ২৯ জানুয়ারি ২০১১ ০০:২৬435186
  • সদার ছবিটা তো এই টই এর জন্য নয় ! ওটা ঐ রোগা মোটা টইএর জন্য। কারণটা নিশ্চয় বোঝাই যাচ্ছে ! তবে এই ছবিটা ইস্পিশালি কুমুদির কথা ভেবে তোলা হয়েহি্‌চল। তখন কি আর জানতুম, ভাটে এই কাণ্ড ঘটিয়ে রেখেছে ! [ক্ষ-(]
  • pi | 117.194.200.28 | ২৯ জানুয়ারি ২০১১ ০০:৪৬435187
  • এই ক্যালেণ্ডার আর পাওয়া যাবে ক্যামনে, প্রায় শেষ তো। এবার অন্য ডিজাইন হচ্ছে। তবে সে জিনিষ কাল সকালের মধ্যে যে কীকরে রেডি হবে, তা যে কে জানে, তা আমিও জানিনা :(

    নতুন গুরু এসে গেছে, প্রেসে। বইমেলা পৌঁছবে কাল।
    চটির ফ্রণ্টে খবর খারাপ। আসতে আসতে রবি কি সোম। :((

    উফ্‌ফ ! এই প্রেস যে কী জিনিশ গুরু !! :(

    তবে হ্যাঁ, আজ রেকর্ড বিক্কিরি ই বটেক।

    অদ্রেস্‌শ বিশ্বাস এয়েছিলেন। বলে গেলেন.. । ধুর ! বেজায় ঘুম পাচ্ছে। কাল বলবো। ছবিও কাল ই ।

    যাবার আগে আরো একটি দু:সংবাদ দিয়ে যাই। ভূতের আজকের উপদ্রবের নমুনা। গুরুর টেবিলের তলা থেকে ইন্দোদাদের ঐ গুরুর নাম ও ছবি দেওয়া বাস্কো গন, গায়েব, চলে গেছে !!

  • Paramita | 202.3.120.9 | ২৯ জানুয়ারি ২০১১ ০০:৫৮435188
  • এই উনি টুনি গুলো আরেকটু প্রাঞ্জল করে লিখলে হয় না? আমরা তোমাদের চোখ দিয়েই বইমেলায় গুরুচন্ডালীকে দেখছি। আর নইলে না লিখলেও হয়। তোমরা যারা ওখেনে ছিলে তারা তো সব জানোই আর যারা ছিলো না তাদের না বোঝার জন্যই বা খোলা পাতায় প্রকাশযোগ্য নয় বলেই সর্বনাম, তাইলে লেখাটাই রিডানড্যান্ট.. মোল্লা নাসিরুদ্দিনের বক্তৃতার চুটকিটার মত।
  • pi | 117.194.200.28 | ২৯ জানুয়ারি ২০১১ ০১:১৮435189
  • পিপি, মুখোশ ফেসবুকে আপলোডিত। এটাই ফাইনাল নয়। কিন্তু আর জেগে থাকলে মাতৃদেবী ...। এখেনে এসে ইস্তক যা ইচ্ছে তাই করার সুখ গায়েব :(
  • kd | 59.93.206.241 | ২৯ জানুয়ারি ২০১১ ০১:৩২435190
  • পারমিতা, তোমার কমেন্ট যদি আমার ২৮ তারিখের দুপুর পৌনে একটার পোস্টের 'উনি'র জন্যে হয়, তাহ'লে আমার উত্তর খুব সোজা - আমি ওনার নাম জানি না। পাই রাত ১:০৮এর পোস্টের যে ভদ্রলোকের কথা লিখেছেন, তিনি।

    আর সামরানের রাত সাড়ে দশটার 'সে' যখন আগের বছরের মেলায় এসেছিলো, তখনও গুরুর কচিকাঁচাদের 'পাখি নিয়ে কলরব' আমায় বহুত জ্বালিয়েছিলো। 'সে'র পরিচয় হয়তো সেই টইয়ে আছে।
    হুতো, উনিই কি মর্মপীড়ের আবির্ভাবের কারণ?

  • kd | 59.93.206.241 | ২৯ জানুয়ারি ২০১১ ০১:৩৬435191
  • পাই, সেই 'সুখ' গায়েব? তোমার পিতৃদেব কিন্তু একেবারেই ভিন্নমত। :-)
  • Paramita | 122.172.36.164 | ২৯ জানুয়ারি ২০১১ ০১:৪৬435192
  • যাক্‌ গিয়া, বাদ দ্যান।
  • mita | 24.248.203.162 | ২৯ জানুয়ারি ২০১১ ০২:৩৫435193
  • ও পাইদিদি, " মানুষের কাছাকাছি থাকা মানুষ" কে রে ? নাম বলা যাবে না ? নাকি গু চ'র চেনা কেউ, আমি ই ধরতে পার্ছি না!
    আর একবার সময় করে মেল চেক করিস, খুব দর্কার আছে।
  • pipi | 92.225.145.158 | ২৯ জানুয়ারি ২০১১ ০৩:৩৬435194
  • অ পাই, ফেসবুকে তোমার অ্যালবামে গিয়ে তো কিছু বুঝলুম না। কোনটা মুখোশ তার নীচে লিখে দাও না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন