এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩৩২৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • u | 61.12.12.83 | ২৭ জানুয়ারি ২০১১ ১২:৪৬435131
  • :-((
  • lcm | 69.236.184.33 | ২৭ জানুয়ারি ২০১১ ১৩:৩৯435132
  • বাহ! ছবিগুলো বেশ।
    একটু অন্যরকম দেখালেও, দাড়ি না কামানো কাবলিদার এনার্জি লেভেল নিয়ে কোনো সংশয় ছবিতে দেখা যাচ্ছে না।
  • pi | 117.194.193.240 | ২৭ জানুয়ারি ২০১১ ১৩:৪০435133
  • সামরানদি, আমাকে আর হিসেব রাখতে দেবে ! কালকের ঐ নমুনার পর !! :((

    উফ্‌ফ, কীসব ভুতুড়ে কাণ্ড রে বাবা, রসিদ আছে তো দেখি টাকা নেই, টাকা আচে তো দেখি রসিদ নেই !
    এই বই ছিল, বই নেই। আঠা ছিল , আঠা নেই !
    এক পাতা জোড়া গুরুর হাতে লেখা পোস্টার হাওয়া .... হ্যাঁ, ইন্দোদার ঐ অতক্ষণের অপারেশন পোস্টারে প্রসুউত একটি ছনা হাওয়া।

    অবশ্য কাঁচি, ছুরি আর আশেপাশের স্টল থেকে ধার ধূর করা প্রায় ফুরানো স্কেচপেন নিয়ে মামু-ইন্দোদার জোয়এন্ট ভেন্‌চারে নাম ফার্স্ট প্রোডাক্ট অক্ষতদেহে পিছনের দেঔয়ালে জ্বলজ্বল কচ্ছে।

    অচিন্ত্যদা,মৃগাম্‌ক,সমীর ,স্নিগে্‌ধন্দু, মশামেসোদের (ধর্মের্ন্দ্র তো কাল আসেনি)গপ্পো পরে লিখবো সময় করে।

    খালি একটাই কথা, সামরানদি যার কথা একেবারেই বাদ দিয়ে গেছে, সে হচ্ছে সামরানদি নিজে :)
  • kallol | 220.226.209.2 | ২৭ জানুয়ারি ২০১১ ১৭:২৭435134
  • বইমেলার মাঠ থেকে বৌএর মারফৎ খবর পাচ্ছি, গরম পড়ে গেছে। বিকাল পর্যন্ত লোক তেমন হয় নি। বহু স্টল এখনো তৈরী হচ্ছে। তবে ও কোনোকালেই হয় না। প্রত্যেকবারই মেলা জমে প্রথম শনিবার থেকে। কেনাকাটা শুরু হয় ১ তারিখের পর।
    এখোনো কি বইমেলায় গান হয়? এমনি দল পাকিয়ে এখানে ওখানে বসে গান।
  • siki | 122.162.75.245 | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:৫০435135
  • ইন্দোদাদাকে কেমন শ্যামল মিত্রের মত দেখতে হয়ে গেছে।

    ক্ষী মিস্‌ করছি! (অবিশ্যি আমি কলকাতা বইমেলা গেছি জীবনে মাত্র একবার। প্রাক সুভাষ দত্ত আমলে)
  • siki | 122.162.75.245 | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:৫১435136
  • নতুন চটি আসবে কবে?

    ইপ্পির কত্তার ছবি কই? কোথায় সেই ক্ষণজন্মা মহাপুরুষ?
  • tatin | 70.177.55.6 | ২৭ জানুয়ারি ২০১১ ২০:৩৬435137
  • ইন্দোদকে বেশ হ্যান্ডসাম দেখতে তো
  • Ishan | 117.194.35.241 | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৩২435138
  • দোকানের নাম আলিবাবা। আর রত্নগুহার দরজা খুললে, না-না বই-টই নয়, পাচ্ছেন গরম ও তাজা ধোঁয়া-ওঠা বিরিয়ানি। মাটন কিংবা চিকেন, যেমন চান তেমনই। ওদিকে জি টিভির স্টলে রমরমিয়ে চলছে সুপার-ডুপারহিট ডান্স-বাংলা-ডান্স(জুনিয়ার)এর মেলা সংস্করণ। লাইভ এবং হাতে গরম। যেকোনো সময়ে অ্যাঙ্কর কাম মহাগুরু মুঠুন চক্কোত্তিও চলে আসতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। চাদ্দিকে কিয়স্কে পাওয়া যাচ্ছে গরম চা। দাম মাত্র বারো টাকা পার কাপ।

    সব মিলিয়ে মস্তির চূড়ান্ত। কেবল প্রলেতারিয়েতদের বড়ো দুর্দিন। চা-ওলাদের মেলায় ঢোকা বন্ধ। লিটল ম্যাগাজিনওলারা দোকানে ডিভিডি রাখলে গিল্ড নাকি হেবি ধমকাচ্ছে। বড়ো বড়ো শহরে এইসব ছোটোখাটো উচ্ছেদ তো ঘটবেই। গুরুও এই মওকায় প্রকাশ করতে চলেছে চেনা-অচেনা জানা-অজানা নানারকম উচ্ছেদের এক ধারাবিবরণী। "উচ্ছেদের সাতকাহন"। কপাল ভালো থাকলে কালই দোকানে পেয়ে যাবেন। চটি রাও কেউ কেউ থাকতে পারে।

    তবে পান বা না পান, একবার ঢুঁ মেরে যান, কারণ, শীতের কাঁপুনি ক্রমশ অতীত, শহরে এসে গেছে বইমেলা।
  • pi | 117.194.205.171 | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৪১435139
  • কা গু র রিসেশনের সেশন ও বইমেলার মুখ দেখবো দেখবো কচে।
    কপাল ভালো থাকলে সে ও কাল ই । :)
  • pi | 117.194.205.171 | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৪২435141
  • *কচে।
  • Tim | 198.82.20.161 | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৫১435142
  • কারেকশানটা বুঝতেই পারলাম না। ;-)
  • pi | 117.194.205.171 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:০৪435143
  • তবে বইমেলায় বিক্রিবাটায় আজকের হিট হল ..., না:, গেস কত্তে আর বলবো না। এর কথা তো বোধহয় কেউ জানেই না। সে হল গুরুর ক্যালেন্ডার :)

    আর আজকের স্টলের নীরব কর্মী ছিলেন এক নীরব পাঠক।
    কাব্লিদার বিখ্যাত 'গুরু' দেশলাই জ্বালিয়ে দড়ি কেটে ( আজকেও যথারীতি সেই ভূতের উপদ্রব। ছুরি, কাঁচি দেরকে কাজের সময় অনেক ডাকাডাকি করেও পাওয়া গেল না। এদিকে দুপুর দুটোয় সব দোকান বন্ধ দেখে মুচিবাবুকে বলে কয়ে তাঁর কাস্টোমাইজড আঠা ক্রয় করে নিয়ে টিয়ে গিয়ে দেখি কালকের আটার টিউবরা সব প্রেজেন্ট পিল্‌জ বলছে ! বোঝো ! :( ) প্নচা ঝোলানো থেকে শুরু করে আমাদের ফুলোরেসেন্ট ও ইঁদুর ছাপ লিফলেটে টেবিল নং বসানো থেকে সেগুলো স্টলে স্টলে সাঁটা , সেসব ই সে করে গ্যালো।
    আমাদের সবার পোস্ট , ছবি, গান সব ই তার মুখস্থ, এমনি্‌ক ইন্দোদার বারামখানা পড়ে কিনে ফেলেছে লালনের বই ও , খালি এখানে পোস্টাতেই তার যত ....
    :)
  • I | 14.96.5.157 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:০৫435144
  • আমাদের বাক্সটার কী খবর? সেটা কি এখনো শোভা পাচ্ছে? বাক্সের ছবি তোলে নি কেন কেউ?
  • pi | 117.194.205.171 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:০৮435145
  • পাচ্ছে বই কি।

    এমনকি তার তলা থেকে চারপিস ঠ্যাং ও গজিয়েছে। কিন্তু তাও সে কোত্থও চলে যায়নি। কেবল দিনের শেষে ঘরের ছেলে টেবিলতলায় তার ঘরে ফিরেছে।
  • pi | 117.194.205.171 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১১435146
  • টিম, ম্যাঁ জাঁহা জাঁহা চলেগা, মেরা ভূত সাথ সাথ হোগা :(
    আপাতত সে আমার বাংলা লেখার কলে ঠঁআই নিয়েছে বলে বোধ হতিছে।

  • achintyarup | 121.241.214.38 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১৩435147
  • বাস্ক বসানোর পরমুহূর্তের ছবি আমার কাছে আছে
  • Tim | 198.82.20.161 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১৮435148
  • ইপ্পির তোলা ছবি কই?
  • I | 14.96.5.157 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:২৫435149
  • অচিন্টির (তোলা) ছবি কই?
  • pi | 117.194.205.171 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:৩৭435150
  • ছবি পত্তর তো অনেক ই আচে। মামুর ঐ হুকুম ও পোজ দিয়ে দিয়ে তোলানো ছবি, দেওয়াললিখনরত ইন্দোদা ও তাকে সুপারভাইজকরণরত অচিন্তিদার ছবি,বাস্কো বানানোর টিমের ছবি, টুঁকাই বাবুর দিনের শেষের সেরা পোস্টারখানি বানানোর ধ্‌হাপে ধাপে ছবি, সন্দেশের উপরে, সৎসঙ্গের নীচে, টয়লেটের ডানপাশে, আমেরিকার বাম দিকে ও মাঠের মাঝখানে গুরুর পোস্টার সবের ছবি ই আছে। এই যা:, মৃগাঙ্কর আজকের ঐ চেয়ারের উপর প্রাণপণ ডিঙি মেরে ফ্লেক্সের তিনখানি সেফটিপিন খোলা ও তারপর আরেকটু কম ডিঙি মেরে দুখানি সেফটিপিন সহ তাকে প্যাভিলিয়নের মুখে স্থানান্তরকরণ পর্বের ছবি তোলা হল না তো !

    কিন্তু, প্রশ্ন হল, সে সব ছবিদের এখানে তুলবো ক্যামনে ? আমার ল্যাপিতে লাগানোর জন্য নেটওয়ার্কের তার বইমেলার টেবিলের তলায় গুটিশুটি মেরে ঘুমুচে ( আশা করছি , কারণ সঙ্গে ফেরত আসা ব্যাগে যখন সে নেই) আর ডেস্কটপের জন্য ট্রান্সফার কর্ড , সে কে জানে কোন বাড়ির , কোন ব্যাগের অতলে শুয়ে শুয়ে জেটল্যাগ কাটানোর চেষ্টা করছে !
  • pi | 117.194.205.171 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:৪৬435153
  • আর হ্যাঁ।
    FYI, গতকল্য ছব্বিশে জানুয়ারীর পুণ্য সন্ধ্যায়, গুরুর দ্বিতীয় বইমেলা অভিযানের দ্বিতীয় দিনের ততোধিক পুণ্য লগ্নে আমি একখানি নতুন ফোটো সিরিজের শুভারম্ভ করিলাম।
    বইমেলা, ল্যাম্পপোস্ট ও নর্দমা।
  • I | 14.96.5.157 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:৪৮435154
  • তাতিনের খুব ভালো চোখ আছে। অনেক দূর যাবে।

    তাতিনকে আমার খুব ভালো লাগছে। তাতিনের আটটা ছত্তিরিশের পোস্টটা যত পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি। একজন খু-উব নামী ডিরেক্টরও এই কথা বলেছিলেন। আহা, আজ তিনি নেই।
  • Tim | 198.82.20.161 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:৫১435155
  • :-)))))))))))))))
  • byaang | 122.172.30.78 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:৫৪435156
  • :-))
  • pi | 117.194.205.171 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:৫৫435157
  • আহা। আমি ও যে কাল এই তাতিনের কথা টা ই বল্লুম !
    এই একজনের চোখকে ভালো বলাটা নিতান্ত একচোখামি হল।
  • sayan | 59.164.96.211 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:৫৮435158
  • বাংলা সিনেমার দিগন্তে আবির্ভাব নতুন তারকা-ডাক্তার, মাস্টার ইন্দর কুমার।

    (শুধু একটু লিফ্‌ট করিয়ে দিতি হবে, এই যা)
  • pi | 117.194.205.171 | ২৮ জানুয়ারি ২০১১ ০১:০৮435159
  • তবে আজকের সেরা পাওনা ছিল কাব্লিদার সাথে ঐ জয়, শাঁওলী, অপর্ণাদের থেকে 'মানুষের বেশি কাছাকাছি ' থাকা মানুষটির সাথে মামু ও কাব্লিদার কথোপোকথনখানি। গম্ভীর মুখে হাসার অভ্যেসটা খুব কাজে দিয়েছিল।

    ও হ্যাঁ, তিনি আমার জন্যি একখান টেক হোম কোশ্নো রেখে গেছেন। গোরাকে কেন পাঠ্য না করে রেফারেন্স করা উচিত। এখন মনে হচে, প্রশ্নটা উল্টো ও হতে পারে। সে যাই হোক, সহৃদয় কেউ উত্তর খানি দিয়ে দিলে কালকের জন্য আমার বড় উপকার হয়।
  • pi | 117.194.205.171 | ২৮ জানুয়ারি ২০১১ ০১:২৬435160
  • যা(রা) যা(রা) বাদ গ্যাছের লিস্টি থেকে যা যা যেমন যেমন মনে পড়ছে, লিখে দেবো।
    এই যেমন, প্রথমদিন অধীশা ,আজ, সিঁফো, সাহানা, স্যান।
  • a x | 99.53.141.11 | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৪২435161
  • অমা আমার ইন্দোভাইপো ক্যামন দ্যাখতে দ্যাখতে বড় হয়া গ্যাল! লোকে আজকাল মিষ্টি দ্যাখতে না বইল্যা হ্যান্ডসাম কয়!
  • lcm | 128.48.44.141 | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৪২435162
  • ঐ বুঝি ক্যাপিট্যাল আই, তথা ইন্দো... তথা ডাগ্‌তার... এ তো ছেলেমানুষ... বড়জোর থার্ড ইয়ার... এর কলম দিয়ে (থুরি, কিবোর্ড দিয়ে অমন লেখা আসে)...
  • kallol | 115.184.121.229 | ২৮ জানুয়ারি ২০১১ ০৪:৫৩435164
  • ছবি চাই। ছবি কোই?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন