এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩২৮০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 59.93.193.245 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০২:৪৯435298
  • গলাপণুকাকু তো রীতিমতন গুরুর চণ্ডাল ই হয়ে গেছেন। শুধু নিজের টেবিলের তলা খালি করা না, কোথায় কোথায় গুরুর পোস্টার লাগালে ভাল হবে, সেই স্পট বেছে দেওয়া থেকে শুরু করে, আমাদের ইনদুর লিফলেট এ কুটি কুটি লেখাগুলো ওনার টেবিল এ আসা জনতাকে পড়ানো, তাদের ও আশেপাশের টেবিলের লোকজনকে গুরু ধরানো, গুরু পড়ানো , সব কিছুই করে চলেছেন :)
    মশামেসোর পাড়ার লোক, বল্লে হবে ! :)

    ও হ্যাঁ, আজ ও বিক্রিবাটা ভালো। এলেন বেশ কিছু নীরব পাঠক, অর্কুট আর ফেসবুকের বন্ধুরা।ওদিকে আবার স্টলে এসে প্রথমবার গুরুচণ্ডালির নাম শুনে নাড়াচাড়া করে দুজন অনুযোগ করলেন,এরকম সাইট বা পত্রিকার খবর আগে পান নি ক্যানো, সকলের জানার মত প্রচার নেই ক্যানো ইত্যাদি।

    দুদিন আগে কিন্তু কিন্তু করে একটি গুরু কিনে নিয়ে যাওয়া নতুন পাঠক পড়ে খুশি হয়ে আরো আরো গুরু কিনে নিয়ে গেলেন :)
    আর আগের সবকটি গুরু ও চটি সংগ্রহকারী পাঠকেরা এসে গুরুর রিসেশন ,উচ্ছেদ আর ক্যালেণ্ডার কিনে নতুন চটি না আসার জন্য আক্ষেপ ও ক্ষোভ জানিয়ে গেলেন :(
    (চটির কভারের টেস্ট প্রিন্ট গুলো ই এখন ঘোলের মতন টেবিলে পরিবেশন করা হচ্ছে :( )

    আশা করি কালকে আবার কালকে পাওয়া যাবে শুনতে হবেনা ... পার করে দে বাবা প্রেস !!
  • pi | 59.93.193.245 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০২:৫০435299
  • কেলোদা, :)
  • achintyarup | 59.93.246.214 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০২:৫৫435300
  • প্রেসের কাজই ঐ -- চাপে রাখা।
  • pi | 59.93.193.245 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০২:৫৯435301
  • বিকেল সন্ধে না হতেই হাজির কাব্লিদা, মামু, সুমেরুদা। আমি কাটার পরে অচিন্তিদাও।
    আজ আবার একটা সময়, যখন আমরা তিনখানা টেবিলের দখল নিয়ে ছিলাম। তবে কোনোরকম উচ্ছেদ না করে !:)
  • achintyarup | 59.93.246.214 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:২১435302
  • সুমেরু আজকে আমকে গুরুর পুরোনো সংখ্যাগুলি বিক্কিরি করার জন্যে সবিশেষ চেষ্টা করছিল। তাকে অনেক বলে কয়ে নিরস্ত করি।
  • kelo | 117.254.73.122 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:১২435303
  • গল্পানুকাকু, গল্পানু ---- গুরুচন্ডা৯
    কেলো, গল্পানু ---- গুরুচন্ডা৯

    লিটল-ম্যাগেরা দলবদলের নিত্যতা সূত্র মেনে চলে বলেই লিটল-ম্যগরা চিরকালই লিটল-ম্যাগ রয়ে যায়। লিটল-ম্যাগের আর কোনদিনই বিগ পাবলিকেশন-হাউস হয়ে ওঠা হয় না।
    গুরুচন্ডা৯ ও দেখছি এই সূত্রের ব্যতিক্রম নয়।

    পাইদিদি, লিখেছেন-
    “ওদিকে আবার স্টলে এসে প্রথমবার গুরুচণ্ডালির নাম শুনে নাড়াচাড়া করে দুজন অনুযোগ করলেন,এরকম সাইট বা পত্রিকার খবর আগে পান নি ক্যানো, সকলের জানার মত প্রচার নেই ক্যানো ইত্যাদি।”

    পোচার নেই মানে ???? লোকটাকে সেদিনেরই টাইমস অব ইন্ডিয়াটা কিনে ভালকরে পড়ে দেখতে বললেন না কেন। কোন কম্পানীতে কাজ করে লোকটা? সে কোম্পানীর নাম টাইমসে কবার উঠেছে? আবার এরকম হলে, সোজা বলে দেবেন যে পোহাং স্টীল কর্পোরেশন ছাড়া, প্রচারে গুরুর আগে কোন প্রতিদ্বন্দ্বী নেই। ঐ লোকটা মঙ্গলগ্রোহো থেকে এসেচে নাকি?
    আর টাইমস অব ইন্ডিয়ারও বলিহারি যাই। রোজ রোজ সকালে দিস্তা দিস্তা কাগোজ ছেপে বের করিস, কিন্তু লোকে খাচ্ছে কিনা সেটা দেখার দিকে এক্কেবারে নজরই নেই!! শেষে ওদের পোচারের জন্য গুরুর স্টলেই টাইমস অব ইন্ডিয়া রাখতে হবে দেখছি।

  • kumudini | 122.173.166.201 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৪৭435304
  • কেলো-এই বিচ্ছিরি নাম কে,ক্যানো,কোথায়,কখন দিলো?ওনার তো কি সুন্দর নাম-কৌশিক,আমার ক্কি ভালো লাগে এই নামটা।আমরা ওনাকে কৌশিক বলে ডাকতে পারি।
  • byaang | 122.172.7.214 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৪435305
  • কেলোর ১:১৯ আর ৯:১২ পড়ে খুব মজা পেলাম। গল্পাণুকাকুর কি কোনো ছবি পাওয়া যেতে পারে?
  • Samran | 117.194.97.178 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:০০435306
  • ঈশেনের আপডেট নাই ক্যা?

    ঘুর্ণায়মান মুন্ডু লইয়া মেলায় যাওয়া চাপ আবার মেলায় না গিয়া বাড়িতে শুইয়া থাকাও আরো বেশি চাপ:-(

    কলকাতা ও তার আশে পাশের সমস্ত বইমেলাগুলোতে ঘুরে ঘুরে নিজের লেখা কৌতুক, ছোট নাটকের ছোটো ছোট বই বিক্রি করে বেড়ান অলোক দত্ত। আমার সঙ্গে তাঁর আলাপ গুরুচণ্ডা৯র প্রথম মেলায়, প্রেসিডেন্সি চত্তরে। ব্যাগে থাকে অনু বইগুলো, হাতে দু-চারটে করে নিয়ে মেলাময় ঘুরে ঘুরে বিক্রি। কোনোটা দু'টাকা, কোনোটা পাঁচটাকা। সর্বশেষ বইটি প্রকাশ করেছিলেন ছ'বছর আগে, ১৫০০কপি ছেপেছিলেন, সেগুলো এই ছ'বছর ধরে এভাবেই শহরে, শহরতলীতে ঘুরে বিক্রি করে প্রায় শেষ করে এনেছেন। মাঝে মাঝেই টেবিলে এসে খানিক গল্প করে যান, আমার থেকে আধ কাপ চা খান আর পকেট থেকে বের করে আমাকে দেন কখনো বাপুজী কেক তো কখনো অরেঞ্জ ক্রিম বিস্কুট।

    খানিক বিরতি নিতে আমি যখন লিটল ম্যাগ কর্নারের সামনের খোলা জায়গাটায় গিয়ে বসি, ঠিক এসে হাজির হন অলোকবাবু। কথায় কথায় বেরিয়ে পড়ল তিনি আমার যোগব্যায়ামের মাস্টারমশাই মুকুল দত্ত'র খুড়তুতো ভাই। দুনিয়া গোল হ্যায়। এখন অলোকবাবুও আমাকে যোগব্যায়ামের উপদেশ দেন, ক্রীম বিস্কুট আর খেতে না দিয়ে সঙ্গে নিয়ে আসেন ক্রীম ক্‌র্‌যাকার:-)

    অলোকবাবু শুধু বই লেখা আর বিক্রি করা নয়, নাটকও করেন, করেন আবৃত্তিও। কোথাও ডাক পেলে সঙ্গী-সাথি নিয়ে পৌছে যান, নাটক-আবৃত্তি করতে। সম্মানী কিছু পান না বেশিরভাগ জায়গাতেই আর সে নিয়ে কোনো অভিযোগও নেই শুধু যাতায়াতের খরচটুকু পেলেই খুশি। শ্রুতি নাটকের জন্যে একজন ফিমেল পার্টনারের খোঁজে আছেন আপাতত..
  • a x | 99.53.141.11 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:০৪435308
  • লং ডিস্টেন্স রেকর্ডিং করলে চলবে? :-)
  • kd | 59.93.198.58 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪৫435309
  • সামরান, পরের কলিভাটে ওনাকে ডাকতে পারো তো।

    ও পাই, চটি কি আজ রেডি হবে? কখন যাবো? জেনে জানাও। (এখানে জানালেই হবে, নজর রাখছি)।
  • kumu | 59.178.57.126 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১২:০২435310
  • সামরান,ফিমেল পার্টনার চাই ওনার?আহা,এক্কালে করেছিলুম দুএকটা,সব যেন গত জন্ম।
  • Samran | 117.194.101.55 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৭435311
  • কুমু,
    হ। ফিমেল পার্টনার। আরেকবার ঝালিয়ে নেবে নাকি?

    অক্ষ,
    জিগাইয়া দেখমু, লং ডিসট্যান্স রেকর্ডিং চলব কিনা।
  • Souva | 122.177.152.59 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৮435312
  • কলকাতার বাইরে বসে বইমেলার কথা পড়লে/শুনলেই আমার মেজাজ খিঁচড়ে যায়, আর যাকে-তাকে ক্যালাতে ইচ্ছে করে! :-(

    তবে যাই হোক, গুরু-র বিজয়রথ অব্যাহত থাকুক। দূরে থেকে কেবল শুভেচ্ছাই পাঠাই।

    আর হ্যাঁ, শুনলুম লিটল ম্যাগ প্যাভিলিয়নে ডিভিডি/সিডি রাখার ব্যাপারে কিছু বাওয়াল হয়েছে? সত্যি কি?
  • pi | 59.93.217.155 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩০435313
  • হুঁ, সত্যি। রাখলেই গিল্ডের লোকজন তেড়ে ফুঁড়ে এসে হুমকি দিয়ে যাচ্ছে। রাখা হয়েছে কিনা এসে এসেই চেক ও করে যাচ্ছে।
  • Arya | 125.16.82.195 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১১435315
  • পাইদিদি কি উত্তরপাড়ার বাসিন্দা, আমিও, কিভাবে যোগাযোগ করব একটু বলবে?
  • Souva | 122.177.152.59 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৯435316
  • একটা ব্যাপার কেউ আমাকে বুঝিয়ে দেবে? দোয়েলপাখির কেসটা কি? রসাতল তো দোয়েলেরই কাগজ। কিন্তু তারে নিয়ে এই কানাকানির কারণ কি??
  • kumu | 59.178.156.27 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৯435317
  • সামরানের লেখায় অলোকবাবুর কথা পড়ে বেশ ভাল লাগল।এই রকম একটা পাখা মেলা জীবন যদি পেতাম।অবশ্য জীবন পাওয়া যায় না,তৈরী করে নিতে হয়!সামরান,ওনাকে ভাটে লিখতে বলো।
  • Manish | 59.90.135.107 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৩435319
  • ছবিগুলো দেখে বইমেলায় না যেতে পারার দু:খ্য কিছুটা কমে গেলো।
  • Netai | 121.241.98.225 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২১435320
  • বেশ সুন্দর ছবিতে বইমেলা ভ্রমন :)
  • Samran | 117.194.100.192 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৯435321
  • বম্বে পি নামটা অনেকের পসন্দো হয় নাই বোঝা গেল!
    নাম তো শুধু নাম নয়কো, নাম দিয়ে যায় চেনা। নন্দনে এক ক্ষুদে এসেছিল, তানিশা, ইপ্সিতার ভাইঝি। যার আঁকা ছবি আছে পাশবিক সংখ্যায়। তানিশার কথা যতই বলা হউক, সেটা কম হইবে। সেসব শিশিটকের কথা, এখানে বলে স্পেস খাবো না। ইপ্পি তখন আক্ষরিক অর্থে ময়দানে, তালাপাতার সেপাই হিসেবে প্যাঁচা দাঁড় করানো যায় কিনা সেই হিসেবে মগ্ন কারিগরের সঙ্গে। তানিশা অনেকক্ষণ বসে উসখুশ করে আমাকে বলল, পিসি কে ডাকো না, আমি বললাম, তুমি ডাকো। সে বলে, কি বলে ডাকব, কি বলব? কিছু শুনছে না তো! বললাম পিসিইইইই বলে জোরে ডাকো। সে বেচারা বাচ্চা কম করে দশবার পিসি পিসি করে চেঁচালো। পিসি তো জানেই না যে কেউ তাকে পিসি বলে ডাকে বা ডাকছে। হঠাৎ খেয়াল হলো, ইপ্পি কানে খাটো নয়তো? এতবার বাচ্চাটা ডাকছে শুনছে না এটা হতে পারে? তানিশাকে বললাম্ম, তুমি ওকে পিসি বলে ডাকো কী? দু দিকে মাথা নেড়ে সে বলল, না, বম্বে পি বলে ডাকি। আমি তখন বললাম তাইলে এতক্ষণ ধরে পিসি বলে ডাকছিলে কেন? মেয়ে বলে, তুমি বললে যে! মায়া হলো খুব, বললাম না সোনা, তুমি যেনামে ডাকো, সেই নামেই পিসিকে আওয়াজ দাও। মেয়ে তখন হালকা করে শুধু একবার আওয়াজ দিলো, 'বম্বে পিইই' চমকে উঠে বম্বে পি পেছন ফিরে তাকায় আর ছুটে আসে ভাইঝির কাছে।

    সেদিন থেকে ইপ্পি হয়ে যায় বম্বে পি:-)

    খুশ?
  • Samran | 117.194.100.192 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২২:২১435322
  • শিশুটক***
  • Abhyu | 128.192.7.51 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩২435323
  • আমাদের ক্লাসে একটা ছেলে পড়ত (শুভজিৎ ওরফে ছাগলা) - একদিন টিউশানিতে
    শুভজিত, শুভজিত, *শুভজিত,* **আরে অ্যাই শুভজিত**
    - তাপ্পর আস্তে করে -
    অ্যাই ছাগলা -
    উঁ?
  • Samran | 117.194.100.192 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৪435324
  • ম্যালা কথা
    ------

    আজিকেও চটি আসেন নাই।
    প্রেসের কক্ষনো ভালো হবে না:-(

    শমীককে আমার ফোনানোর কথা ছিল, এক্কেবারে ভুলে গেছি শমীক, সরি।

    চটির শোকে ম্রিয়মান কেডি বাড়ি ফিরে গিয়ে শোক পালন করেছেন, মেলামুখো হন নাই। ৯০/ ৫০ বিপি লইয়া আমি মেলায় যখন পৌঁছাই তখন বেলা প্রায় সাড়ে চারটে, অচিন্ত্য আর তাতিন আমার পৌঁছানোর আগেই পৌঁছেছিল আর কেলো কৌশিকদার ফর্মুলা অনুযায়ী দোকানও প্রায় সাজিয়ে দিয়েছিল থুড়ি টেবিল। কিছু বিক্রি-বাট্টাও করেছে দুজনে মিলে।

    চটি আসবে বলে মেলায় এসেছিলেন, কাকিমা, সোমনাথের আম্মু। আহা, রোজ রোজ কেন সকলের আম্মুরা আসেন না? বম্বে পি'র আম্মু এলে লুচি আলুদ্দম পাওয়া যায়, আর সোমনাথের আম্মু এলে সক্কলে চানাচুর খায়:-)

    আজকেও যথারিতি গুরু ছিল দুই টেবিলে। প্রথমে পাশের টেবিলে, না না, গল্পানুর টেবিলে নয়, সেখানে কাকু ছিলেন, গল্পানুরা ছিল, আমাদের বামপাশে, নাম ভুলে গেছি:-(( তো তাঁরা আজ দেরিতে এসেছিলেন বলে ছড়িয়ে ছিটিয়ে বই-পত্তর ছিল দুই টেবিল জুড়ে। খানিক বাদে দুই দাদা এলেন আর আর গুরুর উচ্ছেদ হলো সেখান থেকে। উচ্ছেদ যাদের হয় বা যাঁরা হন, তাদেরকে তো কোথাও একটা বস্তে বা থাকতে হবে কাজেই তাঁরা যে যাঁর মতো জায়গা খুঁজে নেন বা কোথাও একটা গিয়ে জাস্ট থাকতে শুরু করেন। ঠিক তেমনি, গুরুও পাশের টেবিল থেকে উঠে গিয়ে এক্কেবারে ঢকার মুখের খালি টেবিলে জুড়ে বসল আর সেই টেবিলের জিম্মায় ছিলেন কাকিমা।

    শ্রাবণী এলো আজ, খানিক বসে গপ্পো-সপ্পো করে উঠে যায় সে মেলা ঘুরতে, পরে আবার আসবে বলে।

    এক এনারাই মতো দেখতে ভদ্রলোক এসে খঁজ করছিলেন ইপ্সিতার, সুমেরু যথারিতি বলেছে, হ্যাঁ হ্যাঁ বলুন, ইপ্সিতা তো আছে একজন, আপনি বই দেখুন, পত্রিকা দেখুন, মাল সব টানটান! কোণার টেবিলে ইপ্সিতা তখন কাকে কী বোঝাচ্ছিল আল্লা মালুম। বসুমেরুকে বেশি চাটার সুযোগ না দিয়ে আমি ইপ্সিতাকে ডাকলাম, একজন তার খোঁজ করছেন বলে, এনারাই মতন দেখতে বলে কতা! ইপ্সিতা আসতে জানা গেল, ভদ্রলোক সত্যিই এনারাই, আর ইনি ওখানে বই কিনেছিলেন ডলারে, সম্ভত ক্যালিফোর্নিয়ায়, তাতে বোধ হয় একখান বন্দুক ছিল ইপ্সিতার নামে, ইপিস্তা লোক পেয়ে নিজের বন্দুক বেচে দিয়েছিল আরেকজনকে। তো যাই হোক, কথা সেটা নয়, কথা হলো, ভদ্রলোক সেই ডলারে কেনা বই-কাগুর দাম এখানে এসে টাকায় মিটিয়ে গেছেন! গুরুর আজ বেশ ভালো দিন ছিল। মুখোশ তাঁর বেশ পছন্দ হয়েছে, তিনি আরেকদিন এসে অনেকগুলো মুখোশ নিয়ে যাবেন, ওখানে কী এক মেলায় সেগুলো ডিস্পলে দেবেন বলে।

    এসেছিল মিঠু, এই টেবিল ঐ টেবিলে জায়গা বদল করেছে খানিক পরে পরেই। সিফোঁ আর সাহানা যখন এসে পৌছায় আমি তখন বেরুনোর মুখে, এক বন্ধু ছিল মেলায়, সে বাড়ি অব্দি লিফট দেবে বলে সোজা হাঁটা গেটের দিকে।
  • Bratin | 117.194.100.199 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৪435325
  • সবই ঠিক আছে। খালি সামরান বেরিয়ে যাবার পরে ঈপ্সিতার আনা চাউমিন আর সাহানা র আনা মালপোয়া সাঁটিয়েছি সেটা বাদ গেছে!!
  • Samran | 117.194.100.192 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৫435326
  • এহহে, ব্রতীনের কথা বলতে ভুলেই গেছি।

    ব্রতীন আর আমি চা খেতে গিয়ে খানিক বসেছিলাম ছোট্ট মতন এক মাঠের ধারে। সেখানে এক মাসিমা এসে ব্রতীনকে ধরেন, একটা বই কেনার জন্যে। কী সব পুরস্কারপ্রাপ্ত বই নাকি এটা, তাঁর নিজের লেখা বই, কিনলে অটোগ্রাফ দেবেন কাজেই ব্রতীন যেন মিস না করে কিনে ফেলে বারে বারে সেটাই জোর দিয়ে বোঝাচ্ছিলেন ব্রতীনকে। বেচারা ব্রতীন, না পারে গিলতে না পারে ফেলতে। সামাল দিতে গিয়ে আমি ওনাকে বললাম, আমাদের টেবিল আছে সামনে, গুরুচণ্ডা৯, আপনি ওখানে কয়েক কপি বই দিয়ে দিতে পারেন, আমরা ডিস্পলে দিয়ে দেব। উনি বললেন, আরে না, আমার নিজেরও তো টেবিল আছে, আমি একটা পত্রিকার সম্পাদক তো। উনি তাঁর পত্রিকার নামও বললেন (নাম জিগাইয়া লজ্জা দিবেন না, এখন মনে নাই)। বেগতিক দেখে ব্রতীনকে আমি তাঁর জিম্মায় ছেড়ে দিয়ে টেবিল খালি বলে কেটে পড়ি।

    বাকিটা ব্রতীন ভাল বলতে পারবে।
  • pi | 117.194.193.137 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৮435328
  • সামরানদি, :))
    আর এদিকে আমি তো সেদিন তোমার কাচে এই গল্প শুনেছি অনেক পরে। তার আগে, ঐ নন্দন বইমেলার পর বাড়ি ফিরে কয়েকবার পিসি পিসি শুনে ঘাবড়ে গেসলুম। তারপর ভাবলুম, কখন যে তাঁর কী মর্জি হয় ! আপাতত যেমন, আমার ডাকনাম ধরে ডাকার ফেজ চলিতেছে, তিনি আমার মা হয়েছেন কিনা !
    সেসব পরে দেবোখন শিশুটকে :)

    আর্য্য,
    উত্তরপাড়াতেই না, তবে উত্তরপাড়াতেও থাকি বটেক। ista.pb অ্যাট গিমেইল এ একটা মেইলিয়ে দ্যান।

    আজ আবার কিচু জনতা এলেন... , আগেরবারে একটা হাম্বা কি একটা ল্যাল্যা কিনে নিয়ে যাওয়া পাবলিক, বাকি গুরু কিনতে :)

    আর, আমি মোটেই আমার নাম লেখা কপি পাঠাইনি, ওতে নাম লেখা আছে জান্তুম ই না ! কারণ আমি তো সেই কপি হাতেই পাইনি। উনি ওনাদের স্টলের জন্য বই চাওয়াতে কাব্লিদার কাছে যা বই ছিল, পাঠাতে বলেছিলুম।

    আরো একটা জিনিস হল, শেষবেলায়। আজিজুল হকের সাথে হেব্বি তক্কাতক্কি। :)
  • achintyarup | 121.241.214.38 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ০০:২৫435330
  • ক্কে জ্জিতল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন