এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩২৭৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 99.53.141.11 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ০২:১৬435331
  • এইত্তো! এদ্দিনে বুঝলাম এনআরআইদের কেমন দেখতে হয়! :-))

    কিন্তু এবার সুমেরুর স্পেশ্যাল ড্রেস কই?
  • a x | 99.53.141.11 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ০২:১৯435332
  • আর আজিজুলের মুখ দেখে মনে হয়েছে তিনি যারপারনাই আহ্লাদিত হয়েছেন এতদিনে একটাকে পাকরাও করা গেছে ভেবে। মুখে একটা ওহে অবোধ বালিকে টাইপ হাসিও আছে।
  • tatin | 117.194.194.171 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ০৮:০২435334
  • সুমেরুদার পাশে বইবিক্রির সময়ে বসে থাকা বিশাল চাপ- মাঝে মাঝেই হাসি চাপতে উঠে যেতে হচ্ছিল - লেটেস্ট ছিল বাচ্চা সহ ফ্যামিলি দেখলে ডেকে ছোটোদের 'হাম্বা' বিক্রি করা!
  • tatin | 117.194.194.171 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ০৮:০৬435335
  • আর, আজিজদা কি বুলবুলভাজা লিখতে রাজি হলেন? এর পরের টার্গেট স্বয়ং দিদি হওয়া উচিৎ।
  • Bratin | 117.194.98.131 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৫৫435336
  • হ্যাঁ আমি ও দেখেছি একটা বাচ্ছা কে অম্লান বদনে বললো : ' হাম্বা নিয়ে যাও বাচ্ছা দের বই ,খুব ভালো' :-))
  • kelo | 117.254.254.57 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ০৯:০৮435337
  • আজিজুলদাকে দিয়ে ভোটের আগে বুলবুলভাজায় অ্যান্টি-দিদি লেখা লেখাবেন?
    আপনি কি চান যে ভোটের পর গুচ র আপিসে তালা পড়ুক?

    জল অ্যাতোটা যদি নাও গড়ায় তবুও আমাদের অন্তত কাব্লীদার মুখ চেয়ে আজিজুলদার অ্যান্টি দিদি লেখা ছাপা থেকে বিরত থাকা উচিত। কাব্লীদার কালো এস্টীমটা যে রোজ রোজ ত্রিনোমুল ভবনের সামনে পার্ক করা হয় সেটা জানেন? সরকার সমর্থিত গিল্ডের লটে জায়গা থাকলেও শঙ্করদা যে কিসের টানে গাড়ী নিয়ে খাল পেরিয়ে ত্রিনোমুলের মাঠে যান কে জানে!!
    কারনটা হয়ত কাব্লীদা বলতে পারবেন।

    সুমেরুদার কথায় ভুলে একবার হাম্বা কিনে নিয়ে গেলে বাচ্চার মা-বাবা ঠিকই সেটাকে কাজে লাগাবে। দুধ গরম করতেই হোক.... বা অন্য কিছু।
  • d | 14.99.113.95 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৩৫435338
  • :)) আজিজুলের মুখে সত্যিই কিরম একটা 'পাইসি তরে' টাইপ হাসি।

    যে যাই বলুক বাপু, এই বইমেলায় আমি দেখলাম ভারতীয় জাতীয় কংগ্রেসই হল সবচেয়ে বুঝদার ও ভালো দল। ওদের স্টলের বাইরে ছায়াতে চমৎকার মোটা মোটা মেরুণ রঙের গদি দেওয়া সোফা ও চেয়ার পাতা থাকে। ঘুরতে ফিরতে দিব্বি ধুপুত ধাপুত করে বসে পড়া যায়। কেউ কিচ্ছু বলে না। এমনকি মাইক টাইক রেডি করতে দেখে উঠে আসলেও কিছু বলে না।
  • u | 61.12.12.83 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১০:১০435339
  • কংগ্রেসের কুইজ মামণিদের নিয়ে তো চতুর্দিকে হাহুতাশ চলছে।
  • kumudini | 59.178.128.252 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৫435341
  • কেলো,আপনার নাম কৌশিক।এই বিচ্ছিরি লেলো নামটা জীর্ণবস্ত্রের মতো ত্যাগ করেন।ডিমের্ঝোল খাওয়া লোকের এই পচা নাম মানায় না।
  • kumudini | 59.178.128.252 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৪435342
  • সরি,লেলো নয় ,কেলো।
  • Ishan | 117.194.33.18 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৬435343
  • একটু শারীরিক ভাবে কাহিল হয়ে পড়ায় বইমেলা আপডেট দুদিন বন্ধ রেখেছি। দেখি আজ থেকে আবার চালু হয় কিনা। :)
  • kumudini | 59.178.128.252 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৯435344
  • বাচ্চা বাচ্চা ছেলে সব,শারীরিক ভাবে কাহিল??
    সামরান,আমারে বল্লে ঝালিয়ে নিতে?আমারে?
    জীবন যে কুড়ি কুড়ি বছরের পার চলে গেছে ভাই!
    তাও লড়ে যেতে রাজি,কিন্তু দিল্লী-কলির মাঝে ১৪০০ কিমী।
  • dd | 124.247.203.12 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪৪435345
  • কেলো নামটি অতি মনোহরন,গভীর ও গাঢ়। এর দ্ব্যর্থহীন ব্যাঞ্জনা ও আর্ষিত ব্যাপ্তি আমাদের আচ্ছন্ন করে। মৃদু হেত্বাভাস,অনুনকরনীয় প্রয়োগ প্রকরণ ও ফাজলামির সীমাহীন পোটেনশিয়াল আমাদের বোমকে দেয়।

    বল্লে হবে ?

  • kumudini | 59.178.128.252 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১২:১১435346
  • ঠিকাছে তবে।কেলো-ই চলুক।
    গুরু-আজ্ঞা শিরোধার্য।
  • h | 203.99.212.53 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৩435347
  • তা সে যতই কেলো হোক।
  • lcm | 69.236.160.55 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৫435348
  • কেন, কেলো তো রাম -এর মতন।
    বার বার বলতে ..লোকে লোকে... সব লোকে বলবে।
  • pi | 117.194.203.152 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৩435349
  • সর্বশেষ আপডেট : এক জোড়া চটি প্রিণ্টার আপিসে পদার্পণ করিয়াছে। তারা কারা এখনো অবশ্য জানা যায় নাই।
  • dukhe | 122.160.114.85 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৭435350
  • তারা কবে প্রিন্টারের গর্ভ থেকে বেরোবে ?
    বৃথা আশা মরিতে মরিতেও মরে না ।
  • Ishan | 117.194.33.18 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ১৯:০০435352
  • এসেছে, এসেছে। একজোড়া চটি এসেছে। আরেকজোড়া কাল সক্কাল সক্কাল।
  • Ishan | 117.194.33.18 | ০২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৮435353
  • আমি আর পুত্তর কীকরে কেজানে (বইমেলার ধুলো খেয়েই হবে) সর্দি-কাশি-হাঁপে কাহিল। তাই বইমেলায় ফাঁকি, কিন্তু তাতে আপডেট আটকায়না। এই বইমেলায় যাঁরা এতদিন খালিপায়ে হাঁটছিলেন, ভুলভাল বই দেখে দেখে যাঁদের মুখ ছিল শুকনো, চুলে পরত-পরত ধুলোর আস্তরণ আর ফুসফুসে খুশখুশে কাশি, তাঁদের জন্য অবশেষে সুখবর। আজ উৎসবের দিন। মেলায় এসে গেছে গুরুর অন্তত একজোড়া সুলভ চটি। সে নিয়ে মেলাময় চন্ডালদের কী দাপাদাপি। খোকাবাবু যায়। লাল চটি পায়। বড়ো বড়ো হনুরা সব উঁকি দিয়ে যায়।

    সে কী কান্ড। টেবিলে শেষবেলায় চটি এসে পৌঁছনোর আগেই চটির জন্য অপেক্ষমান জনতা-- এ জিনিস চন্ডালগণ কদাচ দেখেননি। আর চটি এসে পৌঁছানোর পর তো কেলোর কীর্তি। বিদগ্‌ধ ভদ্রোমহোদয় ও লেডিসগণ আসছেন, দেখছেন, আমাদের পাকামো নিয়ে ফিসফিস করছেন। কচি-কবি প্রেমিকার হাতে চটি-পেটা হচ্ছে, দুষ্টু বালক চোখ মারলেই ভদ্রমহিলারা চটি তুলে দেখাচ্ছেন, মহাবিপ্লবী বন্দুকের বদলে হাতে চটি নিয়ে ঘুরছেন, শ্মশ্রুমন্ডিত বাঘা আঁতেল চাট্টি সঙ্গোপাঙ্গোকে নিয়ে গম্ভীর ভাট দিতে দিতে রেফারেন্সের বদলে পকেট থেকে একখানি চটি বার করে হেসে কুটোপাটি। দেখে তো চন্ডালদের চক্ষু ছানাবড়া, ক্ষীণ ছাতি ফুলে বেমালুম ছত্তিরিশ।

    তো সে যাই হোক, মোদ্দা কথা হল,আজ ছিল চটির আদিকান্ড। চটি সিরিজের প্রথম পর্ব এসে গেছে আজ। বাকিটা কাল আসবে। দিনের শেষে আসার পরেও চাহিদা মারকাটারি। বাংলা মরালটা হল, কিনতে হলে কিনুন, না কিনতে হলে কাটিয়ে দিন, কিন্তু এই বইমেলায় গুরুর চটিকে আপনি উপেক্ষা করতে পারবেননা।
  • ranjan roy | 122.168.181.83 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪৫435354
  • কেলো নিয়ে দুকথা:
    মিশনের হোস্টেলে ক্লাস সিক্সে ভর্তি হওয়ার পর আমার নামকরণ হল কালো ভূত, কদ্দিন পরে ''কেলোভূতি''।
    তিনমাস এমনি চলার পর আর থাকা গেল না। যেই কেউ বলতো--এই কেলোভূতি?
    আমার অন্ত্যমিল দিয়ে চটজলদি জবাব: তোর মুখে--।
    স্বামীজির কাছে কমপ্লেন হল: দুজনেই মার খেলাম, কিন্তু কেলোভূতি বলা বন্ধ হল।
    তাই এখানে কেলো শুনে অস্বস্তি বোধ করছিলাম, তবে ইনি তো শুধুই কেলো!:))
  • kelo | 117.254.242.250 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪৭435355
  • সৈকদ্দা, আমার এই পোস্টে বইমেলার চটি নিয়ে উন্মাদনার সুর কাটছি বলে মনে কিছু করবেন না। এদিকে অস্তিত্বের প্রশ্ন, বাপের নাম ভুলে যাবার যোগাড়।

    যাঁদের উদ্দেশ্যে এটা লেখা তাঁরা ছাড়া বাকিরা অক্লেশে এই লেখাটা স্কিপ করে পরের লেখাগুলোয় চলে যেতে পারেন। আজ বইমেলামুখো হতে পারি নি। সারাদিন ফুলুওরেসেন্ট কাগজ কিনতে কিনতে চোকে সর্ষে ফুল দেখছিলাম। তাই আমার নিচের লেখাটায় মেলার খবর কিছুই নেইকো।
    ***********************************************

    কুমুদিনীদিদি,
    সর্বাগ্রে আমার প্রণাম নেবেন।
    জানি না আমার এমন সুন্দর পৌরানিক নামখানি আপনার এত অপছন্দ হবার হেতু কি। একথা ঠিকই যে অষ্টোত্তর শতনাম থেকে স্বনাম নির্বাচন এই কলিযুগে খুব নিরাপদ পন্থা নয়। সাম্ভাব্য প্রতিবাদী হিসেবে আগাম চিহ্নিত হয়ে রাজরোষে পড়বার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু স্বয়ং নারায়ন জানেন, যে অন্যান্য উপায়ে প্রতিবাদ দূরস্থান, আমি অদ্যাবধি কোনদিন ঊর্ধাঙ্গে গামছাও ব্যবহার করি নি। সুতরাং আমার অমঙ্গল আশঙ্কায় যদি আপনি আমাকে নাম পরিবর্তন করতে অনুরোধ করে থাকেন, তবে আপনি নির্ভয় হোন।
    এই ঘোর কলিকালে পশ্চিমবঙ্গের আবস্থাও আর এমন নয় যে মাত্র ১০৮ টি নাম পরিহার করে চললেই আমাদের জীবন ও জীবিকা সুরক্ষিত থাকবে। এ প্রসঙ্গে আপনার স্মরনে থাকতে পারে যে বিগত দশকের মাঝামাঝি কলিকালের মরুদ্যানসম এই পশ্চিমবঙ্গেরই হুগলী জেলার হরিপালের একটি ঘটনায় সুভাষ নামটি জড়িয়ে যায়, এবং ঐ নামে নানা দেশনায়ক, কবি, গুরু ও চন্ডাল (কলিকাতা মেট্রোরেলের রুটম্যাপ দ্রষ্টব্য) থাকা সত্বেও আমাদের অতিপ্রিয়, সন্তসম ক্রীড়ামন্ত্রীকে (অধুনাপ্রত) কিঞ্চিত বিড়ম্বনার শিকার হতে হয়। সাম্রাজ্যবাদী শক্তির রূঢ় চক্রান্ত ছাড়া একে আর কী ই বা বলা যেতে পারে? ঐ সময় সাহিত্যক চন্দ্রিল ভট্টাচার্য্য মহাশয় বঙ্গবাসীকে অনুরোধ করেছিলেন নামাকরনের অভ্যাস পরিবর্তনের জন্য। দেরাদুন চালের বিকল্প যেমন ডালিয়া বা বুট (মনোমোহন সিংহ দ্রষ্টব্য), তেমন চন্দ্রিলবাবুও বাঙ্গালী জাতিকে তাদের প্রিয় সুভাষ নাম পরিহার করে ক্লাপসিউত্‌স বা গর্গনজোলা জাতীয় স্বল্পপঠিত-সাহিত্য ভিত্তিক নাম প্রচলনের আহ্বান জানিয়েছিলেন।

    আপনি অবশ্য কখনও চন্দ্রিলবাবুর মত আমার পিতৃদত্ত নাম পরিবর্তনের কথা বলেন নি। বরং স্বল্পপরিচিত পিতৃদত্ত নামটাই পুন:প্রচারের অনুরোধ করেছিলেন মাত্র। কিন্তু বিধি বাম। ঘোর সাম্রাজ্যবাদী ছাপাখানার ভুতেদের চক্রান্তে (পাইদিদির বক্তব্য অনুসারে) সম্প্রতি আমার পিতৃদত্ত নামটুকুরও বর্ণ-বিপর্যয় ঘটেছে। অর্থাত আমি জন্মসূত্রে প্রাপ্ত বিশ্বামিত্র গোত্র পরিবর্তন করে, কায়স্থ থেকে উচ্চবর্নীয় চকরবরতী ব্রাহ্মনে (typo নয়, শিব্রামী বানান অনুসৃত হল) পরিনত হয়েছি (গুচ উচ্ছেদ সংখ্যার জম্বুদ্বীপ প্রবন্ধ দ্রষ্টব্য)। প্রবল বুর্জোয়া এবং রাজতন্ত্রের প্রতিভূ আমার আদি পূর্বপুরুষ মহারাজ কৌশিককে এই সামান্য পরিবর্তনের জন্যই নাকি বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছিল, শেষে অপ্সরা মেনকার গর্ভে শকুন্তলা নামের কন্যাসন্তান লাভের মধ্য দিয়ে যার পরিসমাপ্তি ঘটে।

    গ্রহের এমনই ফের যে, পুরাকালে রাজর্ষির সেই কন্যা দুর্বাসার দ্বারা অভিশাপগ্রস্থ হলেও, গুরুচন্ডালীর পাল্লায় পড়ে এ যুগে কৌশিক মিত্র স্বয়ং বইমেলার দুর্বাসার কাছে প্রতিনিয়ত শাপগ্রস্ত হচ্ছেন।

    পরিবর্তনই কাম্য, এ বিষয়ে আমি আপনার সঙ্গে সম্পূর্ন একমত। তবে প্রশ্ন হল - কিসের পরিবর্তন ? (পিতৃদত্ত না স্বনির্বাচিত)

    ঘোর কলি ….. জয় গ্রু।
  • achintyarup | 121.241.214.38 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ০১:১৪435356
  • কি কেলো :-((
  • Nina | 64.56.33.254 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ০২:০৭435357
  • কেলোবাবু,
    আমার লেখা স্কিপ করে যাওয়া বড়ই ক্লেশের ব্যাপার--ও না পড়ে কি থাকা যায়! :-))))
  • Nina | 64.56.33.254 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ০২:১১435358
  • উফ! কি মিস যে করছি--এমন কান ঘেঁষে মিস হয়ে গেল, বড় দুক্কু--বইমেলার অভিযানে মনে মনে সবার সঙ্গে যোগ দিয়েছি আর পরেরটায় যেন থাকতে পারি --জয় গুরু!

    ইপিস্তো,
    আমার জন্যি চটি আনিস ভাই যে ক জোড়া বেরিয়েচে, আর আমার কাগু ও --বসে রইলুম পথ চেয়ে।
  • Abhyu | 97.81.82.161 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ০৭:৪৪435359
  • কেলোদা আবার ফর্মে ফিরেছে :)
    তা দু চারটে অন্য টই হবে নাকি? ডিমের ঝোলটা না হয় আমিই স্পন্সর করে দেব এক দিনের জন্যে।
  • ranjan roy | 122.168.55.152 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৬435361
  • উ: কি হিংসে, কি হিংসে!! ব্রাহ্মণের ছেলে হলে সবকটাকে ব্রহ্মশাপ দিয়ে ভস্ম করে দিতুম। রোজ রোজ এমন জমাটি আড্ডা আর আমি ধ্যাড়ধেড়ে ছত্তিশগড়ে সাড়ে বত্রিশভাজা ভাজছি!
    কেউ আমাকে বলে নি যে বইমেলা কবে হয়। ভেবেছিলাম ফেব্রুয়ারিতে। এ বছর পিতিজ্ঞা করলুম যে আগামী বইমেলা তে আগেভাগে টিকিট কেটে হাজির থাকবো, করসেবা করবো।
    যদি মিথ্যে হয় তো কালীঘাটের কোন কুকুরের গলায় তক্তি বেঁধে তাতে ""হরিদাস পাল '' নাম লিখে কাবলিদার পাড়ায় দিদির বাড়ির সামনে ল্যাম্পপোস্টে বেঁধে দেবেন।
  • dd | 124.247.203.12 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৮435363
  • আম্মো।

    হিংসা,ঈর্ষা,দ্বেষ আর ধারালো নস্টাল জি..... সবেতে টই টম্বুর হয়ে আছি।

    ঈশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন