এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩২৮০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 117.194.199.111 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ০৮:০১435464
  • টেবিলে সব রসাতল ফুরিয়ে গেছিল পর্শুই- কাল কি রিফিল করা হয়েছে?
  • byaang | 122.172.5.158 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ০৮:১৪435465
  • সব কটা চটি, কাগু, ক্যালেন্ডার, মুখোশ, দেশলাই সব লাগবে, এর জন্য আবার মেল করে অর্ডার প্লেস করতে হবে নাকি!! পারব না বাপু। ভালো চাও তো আমার কপিগুলো আলাদা করে রাখো। আর হ্যাঁ, আমার কপিগুলোয় যেন লেখক ও প্রচ্ছদশিল্পীর অটোগ্রাফও থাকে। যখন কোলকাতা আসবো, নিয়ে নেবো। এমনকি লুরুর কোটার চটি-কাগুও যেন রাখা থাকে! মানুষ ভুতোর প্রতি দিন দিন ভরসা হারাইতেছি।
  • pharida | 122.163.99.143 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ০৮:২২435466
  • আজ ভাসান। আজই ভাসাও সব কুঁচো ফুল, লিফলেটসমূহ। নীলকন্ঠ উড়ে যেতে থাক গলার কাছে দলা পাকানো অব্যক্ত শব্দ নিয়ে। এবারেও বলা হল না। এবারেও আরতির তাপ নিয়ে মাথায় ছোঁয়ালে না তুমি।

    ঘুরঘুর করে গেছি চাতালে সেই বোধন থেকে। সকালের অঞ্জলির পর প্যান্ডেল ফাঁকা হলে ঘুরে গেছি কি? কিম্বা অনেক রাতে একে একে প্রতিমা সাজ বদল করেন, তখন?

    আমি পারিনি ফিরে যেতে। আসতেও পারিনি সময়মতো। তবু ট্রেন আসা যাওয়া এ মর শরীর জুড়ে টের পাই। নিজের বলতে তো থাকে প্রাত্যহিক জলবাতাসা নিয়মমতো।

    ভলো থেকো। তুমি ভলো থেকো।
  • pharida | 122.163.99.143 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ০৮:২৩435467
  • আজ ভাসান। আজই ভাসাও সব কুঁচো ফুল, লিফলেটসমূহ। নীলকন্ঠ উড়ে যেতে থাক গলার কাছে দলা পাকানো অব্যক্ত শব্দ নিয়ে। এবারেও বলা হল না। এবারেও আরতির তাপ নিয়ে মাথায় ছোঁয়ালে না তুমি।

    ঘুরঘুর করে গেছি চাতালে সেই বোধন থেকে। সকালের অঞ্জলির পর প্যান্ডেল ফাঁকা হলে ঘুরে গেছি কি? কিম্বা অনেক রাতে একে একে প্রতিমা সাজ বদল করেন, তখন?

    আমি পারিনি ফিরে যেতে। আসতেও পারিনি সময়মতো। তবু ট্রেন আসা যাওয়া এ মর শরীর জুড়ে টের পাই। নিজের বলতে তো থাকে প্রাত্যহিক জলবাতাসা নিয়মমতো।

    ভলো থেকো। তুমি ভলো থেকো।
  • Samran | 117.194.97.45 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৫৬435468
  • গতকাল তানিশা এসেছিল মেলায়, পিসির সঙ্গী হয়ে। পিসির সঙ্গেই বসে দোকান সামলাচ্ছিল চেয়ারে বসে। আমাকে দেখেই দু'খানা লজেন্স এগিয়ে দিল, সুমেরুকে দেখিয়ে তানিশাকে বললাম পিসেমশায়কে দাও। খানিক সুমেরুর দিকে বড় বড় চোখে তাকিয়ে থেকে মেয়ে বলে, ওটা পিসেমশায় নয়, গোলাপ কাকু! রং-বেরঙের জামা-টুপি-গয়না গাটির জন্যে ঐ নাম। খানিক বাদেই অবশ্য গোলাপকাকু হয়ে যায় রসগোল্লা কাকু:-)

    মজার বিষয় হচ্ছে, এখন সকলে ইপিস্তোকে বম্বে পি বলে ডাকে, আর যে এই নামে ডাকত সে এখন পিসি বলে ডাকে:-)

    দুখেবাবু এসেছিলেন। এই দুখেবাবু আগেও একদিন এসেছিলেন, গম্ভীরমুখে কিছু বই-পত্র কিনে নিয়ে গিয়েছিলেন। কথা বেশি কন নাই। আমার এট্টু সন্দো সন্দো লেগেছিল যে ইনি চেনা কেউই হবেন। কাল আবার তাঁকে দেখে আর সুমেরুর তাকে একই বই আবার সবকটা বিক্রির চেষ্টা দেখে বোধ হয় নিজেকে প্রকাশ করেই ফেললেন। বম্বে পি সেখানেই ছিল, সঙ্গে সঙ্গে দুখেবাবুর সমস্ত ভূগোল-ইতিহাস বের করে ফেল্লো।

    কার্তুজ বা কাজু পালিয়ে গেল কেন কে জানে। টেবিলের ওপাশে দাঁড়িয়ে খুব বেশি আড্ডা হয় না ঠিকই, কিন্তু খুব কমও হয় না। আর আলাপ কত্তে এলে আমরা এমনি এমনি যেতে দিতাম নাকি? হয় কাগু নয় উচ্ছেদ ধরিয়ে দিয়ে মেলা ঘুরতে পাঠিয়েই দিতাম, বিক্কিরি করার জন্যে। নিদেনপক্ষে লিফলেট-পোস্টার:-)

    গেটে কেডি এসেছিলেন বই আর পিচবোর্ড পৌঁছাতে, সেখান থেকে ফেরার পথে দেখা গেল একটি ছেলে সারা গায়ে ফ্লেক্স জড়িয়ে নির্বিকার চেহারায় একটা ল্যাম্পপোস্টের তলায় বসে আছে। বইয়ের বান্ডিল হাতে বম্বে পি সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমাদের এরকম করলে কেমন হয়? মামু তাকে কিছুতেই আটকাতে পারেনি, সে থেমে যায় ফ্লেক্স জড়ানো ছেলেটির কাছে। আধঘন্টা বাদে টেবিলে ফেরে, জানায় আবু-ছেলেটির নাম আবু, রাজী হয়েছে কাল গুরুচণ্ডা৯র ফ্লেক্স জড়িয়ে মেলায় ঘুরতে! পরে অবশ্য প্ল্যান চেঞ্জ হয়। আবু'র পরিবর্তে ফ্লেক্স গায়ে জড়িয়ে মেলায় কে ঘোরে সেটা জানতে বা দেখতে চোখ রাখুন আজকের মেলায়:-)

    আমার যৌনতার সঙ্গে কাল বিক্রি করার চেষ্টা হয়েছে বন্দরের যৌনতারও। পূর্ব প্রকাশিতের পর কখনো হয়ে যায় এসেমেসের সংকলন, কখনও গল্প সংকলন তো কখনও বড়দের/ ছোটদের সক্কলের পড়ার-লেখার/ টোকার যুগ্যি প্রেমপত্রের সংকলন। আর হাম্বা তো কবে থেকেই ছোটোদের:-) ও হ্যাঁ, দিল্লির যৌনতাও আছে আমাদের টেবিলে:-) যৌনতার এত ছড়াছড়ি দেখে পরের বার পূর্ব প্রকাশিত যৌনতা ছাপানোর প্ল্যানও হয়ে গেল:-)

    আটদশটি কন্যে- যারা প্রত্যেকেই এই আমার যৌনতা আর অন্য যৌনতা কিনে নিয়ে গেছে আর গুরুচণ্ডা৯র টেবিলকে তাদের নিজেদের টেবিল বলে গেছে, তারা মেলাফেরত এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে বই-ম্যাগাজিন পড়ছিল, নিজেদের মধ্যে আলোচনা করছিল ভেতর্কার বিষয় নিয়ে। একজন বয়স্কমতোন ভদ্রমহিলা তাদেরকে রিতিমত খেদিয়ে খেদিয়ে নিয়ে গেলেন ঐ গোল হয়ে দাঁড়িয়ে বই পড়া থেকে, বলছিলেন, বাড়ি গিয়ে পড়িস বাবা, এখানেই সব পড়ে ফেলবি নাকি?..

    ফরিদাবাদী সুমনের এক বন্ধু এসেছিলেন লা জবাব দিল্লি'র জন্যে। কিন্তু টেবিলে এত কিছু হাজির যে এক ব্যাগ বই-ম্যাগ-চটি না নিয়ে পারলেন না তিনি। নিয়ে গেলেন আগেরবারে নিয়ে যাওয়া চটিগুলূ। দু পিস লা জবাব দিল্লি গেল তাঁর সঙ্গে।
  • kumudini | 122.162.135.66 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৫435469
  • ফরিদা,আপনার লেখাটা বড়ো ভালো লাগলো।
    পাই,ফটোর লিং খোলে না ক্যান?পরে দিও সময় করে।
    বইমেলার গুরুরা,এবারের মতো পর্দা পড়ার আগে আমার নাম করে এক রাউন্ড কফি/আইসক্রীম/স্ন্যাকস যা খুশী খেয়ে নিও,মনে করো কুমুদি খাওয়াচ্ছে।

  • Samran | 117.194.97.45 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১০:০৬435470
  • কুমু আইসক্রীম খাওয়াচ্ছে! আমি লিচ্চয় খাব।

    অনীক বম্বে পি'র ছ্যালো! ক্ষী ক্ষরে জানব? বম্বে পি তো মেলাময় হাজার টাকার নোট আর আর ডলারের শতি নোট সব ছড়িয়ে বেড়ায় আর টেবিলগুলোর তলায় সব কিনে আনা বই। আমি ভাবলাম অনীক কেউ বিক্কিরি করার জন্যে দিয়া গ্যাসে! কাল তো অন্য নারীর পাঁচখানা কপিও টেবিলে ওঠার তালে ছিল। নেহাত টেবিলে জায়গা ছ্যালো না:-( পরে ক্ষী য্যানো মনে হলো, জিগাইলাম, তয় গিয়া জানতি পার্লাম যে ওগুলো বম্বে পি কিনেছে নিয়ে যাবে বলে! তা টেবিলের তলায় যদি পুরনো আর ছিঁড়ে যাওয়া সব পোস্টারের সঙ্গে ওগুলো পড়ে থাকে আর মেলাশেষে ওগুলো ম্যাগমালিককে বেজার মুখে ফেরত দিতে হয়, তার থেকে ডিসকাউন্ট দিয়ে বেচে দেয়া বেটার না?
  • Samran | 117.194.97.45 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৪435471
  • দশদিন মেলায় কাটিয়ে সবে কত্তা-গিন্নিতে মিলিয়ে তিনপিস বই কিনেছিলাম, ব্রেক নিয়ে ফিরে এসে দেখি প্যাকেট সুদ্ধু বই হাওয়া। খোঁজ খোঁজ, কিছুতেই পাওয়া গেল না। স্যান বসে বিক্কিরি করছিল সেই দুপুর থেকে, স্যানকে বইয়ের কথা জিগাইতে ভয় পাওয়া মুখে বল্লো, আমি ঝাড়িনি কিন্তু! আরে বাবা ঝাড়িসনি সেটা তো জানি, বেচে দিয়েছিস কিনা সেটা জানতে চাইছিলাম তো:-(

    দু'দিন ধরে একখান প্যাকেট পড়ে আছে, লীলা মজুমদারের দু পিস বই। কেউ ফ্যালে গেছেন। আজ বিকেল অব্দি দেখে নিয়ে তার্পর...:-)
  • kumudini | 122.162.135.66 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৮435472
  • লী ম??আমি নেবো,ও সামরান,এই যে আমি।
    আর গুরুর ক্যালেন্ডার,চটির সেট,মুখোশ-ও পেলে ভাল হতো,কিন্তু ক্যামনে? মেলা শেষে সবাই হাক্লান্ত,শরীর ও মনে,তখন কি এক একেকজনের জিনিস আলাদা করে রাখা সম্ভব?
  • kumudini | 122.162.135.66 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৫435474
  • ভাবছিলাম,এইটা আর জিগাবো না,এখন ভাবলাম জিগিয়েই ফেলি।
    ইয়ে,কেউ কিচু মাইন্ড কইরেন না,কেডিদার সেলফোনটাও কি বিক্কিরি হয়ে গ্যালো,না চটি বা কাগুর সাথে ফিরি গিফট দিলে?
  • Bratin | 117.194.100.13 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩০435476
  • হল না। যে কাবলি দার ফোন টা নিয়েচে তাকে রাহাখরচ বাবদ আমরা কিছু টাকা পয়সা দিয়েছি :-))
  • siki | 122.162.75.33 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৩435478
  • সুমেরু, আছে। তিনটে সেনটেন্স। পিডিএফ চাই?

    মধুমিতাদিদি এখন আর আজকালে নেই?
  • pipi | 78.52.229.72 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৪435479
  • আচ্ছা সবই তো হল, সব্বাইকে দেখলাম কিন্তু মশা মেসো (নাকি পিসে?)র ছবি কই?
  • sumeru | 117.194.97.45 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৫435480
  • শমীক,
    পিডিএফ চাই।
    কি ফন্টে ওটা দেখা যাবে? পারলে ফন্টাও
  • sumeru | 117.194.97.45 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৩435481
  • * কী
  • Arpan | 112.133.206.2 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪০435482
  • সুমেরু, এইখানে ফন্ট পাবে।

    http://www.aajkaal.net/help.php
  • u | 59.164.99.234 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৮435483
  • ইন্টারনেট এক্সপ্লোরারে খুললেই তো দেখতে পাওয়ার কথা।
  • siki | 122.162.75.157 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৪৬435486
  • রাইটো।

    যাই হোক, সুমেরুকে পিডিএফ পাঠিয়ে দিলাম।
  • pharida | 122.161.180.248 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৪435487
  • আপডেটাও। পিলিজ। ঝটপট।
  • Du | 71.252.229.212 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ০৬:৪০435488
  • আমিও এই লিংক পেস্ট করতে এসেছিলাম। খুব খুশি হয়েছি। আরো সবাই অনেক অনেক সই করো, খুব বড়ো হোক গুচ।
  • a x | 99.54.69.229 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ০৮:১৯435489
  • প্রতিটি চটির প্রচ্ছদ একেবার দুর্ধর্ষ্‌! সোমনাথেরটা বাদে বাকি তিনটেই কি হুতোর সৃষ্টি?
  • r h | 203.132.214.11 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৭435490
  • Thosewhoseizedthebenefitofbanglaplain,
    Anddonotshare,
    ResistPeerh
    Thosewhoperceivedtheraidofchoti,
    Anddonotupdate
    RebelPeerh
    Thosewhotamedthetempestofgrime
    Anddonotengrave
    RevoltPeerh
    Shallbecomeunsubstantial, reducedinvain,
    Shallbestrippedoftheirtreasuredbutnotused
    ThetoolofUnicode, themachineofBanglaplain
  • kallol | 220.226.209.2 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৯435491
  • বাব্বা! এইডা কি ওলটেস্টামেন?
  • Sags | 114.143.7.146 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪২435492
  • একটাই কথা - ওয়েল ডান গুচ টিম। ছবিগুলো দেখে খুব মজা হোলো, অনেককে চিনলাম।
  • siki | 123.242.248.130 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৮435493
  • kibhaabeghaaplabaajikorekhuleifellaamguru, officetheke.banglaplainaboshyoaschhena, unicode-edekhchhi, aaravroneibolebanglish-eilikhchhi.
  • Sags | 114.143.7.146 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৮435494
  • জ্জিও বাঙ্গালী
  • Shibanshu | 59.97.232.13 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৩435495
  • আমার মনে হচ্ছে, এটা ৫০ নস্ট্রাদামুস, ৫০ কাবালা। সাহিত্য-টাহিত্য করা এতো কঠিন হয়ে পড়চ্ছে, আবার বাশুলি গ্রামে ফিরে যেতে হবে। :-)
  • r.h | 203.132.214.11 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৮435497
  • পীড়ের কোপ ঘাড়ে এসে পড়লে আমাকে দুষবেননা যেন।
    এই কথাটুকু বলার জন্যে বাংলা প্লেন চলে এলো, পীড়ের কি মহিম।

    মর্মপীড় ঘর্মবীর
    সিক্তহেমা ধরমবীর

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন