এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্যোতি বসু - একটি অন্তহীন অধ্যায়

    eshhaa
    অন্যান্য | ১৭ জানুয়ারি ২০১০ | ১০৭০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.93.198.229 | ২১ জানুয়ারি ২০১০ ০০:৩২436575
  • বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, আর দুই দিনাজপুর আছে ১৭০ টি ব্যাকওয়ার্ড district এর মধ্যে। এটা ২০০৫ এর রিপোর্ট। এদের মধ্যে বাঁকুড়া পুরুলিয়া আর মেদিনীপুর পরে প্রথম ৫৫ টার মধ্যে।
  • debu | 170.213.132.253 | ২১ জানুয়ারি ২০১০ ০২:৫৭436576
  • TOI এর এম জে আকবর এর লিন্‌ক টা কেও দেবেন?
  • Mmu | 78.236.153.102 | ২১ জানুয়ারি ২০১০ ০৩:২১436577
  • জ্যোতি বাবুকে নিয়ে অতিকাহিনির কোনো মানে হয়না। উনি শ্রধ্ব্যেয় মানুষ অবশ্যই (উনি মারা গেছেন তাই উনি ভগবান)। অন্তত আম তাই মনে করি। কিন্তু অতি কাহিনির কোনো দরকার নেই।

  • Mmu | 78.236.153.102 | ২১ জানুয়ারি ২০১০ ০৩:২২436578
  • আমি
  • Mmu | 78.236.153.102 | ২১ জানুয়ারি ২০১০ ০৩:২৬436579
  • আরো অনেক লিন্‌ক বাকি আছে।
  • lcm | 128.48.7.92 | ২১ জানুয়ারি ২০১০ ০৩:৪৩436580
  • ব্ল্যাংক, থ্যাংকু। এসব ডেটা কোথায় থাকে? NSO? আরো কি সব সংস্থা আছে।

    জ্যোতি বসু। ৬৩ বছর বয়েসে মুখ্যমন্ত্রী হন। ৮৬ বছর বয়স অবধি পদে ছিলেন। এই দীর্ঘ উপস্থিতি একটা ইমেজ তৈরী করবেই - ভালো না খারাপ, তার সময়ে রাজ্য এগিয়েছে না পিছিয়েছে, এগুলো অন্য কথা, ইমেজটাকে অস্বীকার করা মুশকিল।
    যেমন, পি কে ব্যানার্জি। তার ফুট্‌বল খেলা, কোচিং, ধারাবিবরণী - সেগুলো ভালো না খারাপ না খোরাক... - সে সব বাদ দিয়ে একটা কথা নি:সন্দেহে বলা যায় যে, বাংলা ফুটবল আলোচনা পিকে ছাড়া অসম্পুর্ন।
    জ্যোতি বসু, ইন্দিরা গান্ধী, পি কে ব্যানার্জি, গাভাসকার, কপিল, হেমন্ত/মান্না, সলিল/আরডি - এদের নিয়ে সমালোচনা, আলোচনা, মস্করা, প্রশংসা, নিন্দা, ব্যঙ্গ - এসব তো জীবনের অঙ্গ... গায়ে মাখো আর না মাখো - বোরোলীনের মতন।
  • dukhe | 122.160.114.85 | ২১ জানুয়ারি ২০১০ ১০:২৭436581
  • কিছু করার নেই । বালক ব্রহ্মচারী বেঁচে উঠবেন না বলায়ও ভক্তরা তুমুল ক্ষুব্ধ হয়েছিলেন ।
  • Blank | 59.93.170.54 | ২১ জানুয়ারি ২০১০ ১১:০৪436582
  • এটা national informatics center এর data। প্ল্যানিং কমিশনের সাইটে মেলে।
  • Blank | 59.93.170.54 | ২১ জানুয়ারি ২০১০ ১১:৩১436583
  • আর ঐ ১৮ টার মধ্যে ১৪ টা, ওটা কংগ্রেসের বুকলেটের ডেটা, লোকসভা ভোটের আগে পাবলিশ করেছিলো। ওরা কাকে দিয়ে যেন সমীক্ষা করেছিলো।
  • lcm | 69.236.177.160 | ২১ জানুয়ারি ২০১০ ১১:৪৬436340
  • বোঝো!
  • Rajdeep | 61.14.13.7 | ২১ জানুয়ারি ২০১০ ১৫:২২436341
  • এই টইয়ের বিষয়ে শ্রাবণীর পোষ্ট যথার্থ ; অনেক ""মণিমুক্তোর"" মত এই লিংকটাও থাক http://tinyurl.com/yz6xtzm
  • dukhe | 122.160.114.85 | ২১ জানুয়ারি ২০১০ ১৫:৩৩436342
  • যাক, বক্তব্য পরিষ্কার - শোকাহত না হলে তুমি অসুস্থ । জয় বাবা কিরমিরিয়া!
  • Samik | 219.64.11.35 | ২১ জানুয়ারি ২০১০ ১৫:৪২436343
  • ও আচ্ছা। এটা গণশক্তি? তাই বলো।
  • Arpan | 204.138.240.254 | ২১ জানুয়ারি ২০১০ ১৫:৪৮436344
  • যাহ। অতি অল্প হইল। দ্বিতীয় পাতা?
  • dukhe | 122.160.114.85 | ২১ জানুয়ারি ২০১০ ১৬:০২436345
  • আবাপ এমনকি ইন্দিরা ভবনে মিউজিয়াম বানানোর প্রস্তাবেরও বিরোধিতা করেছে । ভিক্টোরিয়া মেমোরিয়াল থাকতে পারলে এটাই বা কী দোষ করল ? নিত্যপুজোর একটা ব্যবস্থা তো দরকার - নাকি ? মারা গেছেন বলে কি তিনি ভিটেছাড়া হবেন ?
    তবে গণশক্তি এতটা খোরাক না করলেই পারত । অভিরূপ সরকারের বিশেষণ 'সর্বঘটে কাঁঠালি কলা'? আরে - সাম্রাজ্যবাদী বা সি আই এ-র দালাল বলতে কি মুখে ব্যথা হয় ? নিদেন দক্ষিণপন্থী অর্থনীতিবিদ বলে উড়িয়ে দিতিস । এ তো ভালো করে গালাগালিও হল না । জ্যোতিবাবুকে মাথায় না তোলার পাপের এই কি একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ ?
  • SB | 114.31.249.105 | ২১ জানুয়ারি ২০১০ ১৯:৩১436346
  • http://pragoti.org/node/3769 After Jyoti Basu's funeral কিছু প্রশ্ন ...
  • debu | 72.130.151.116 | ২২ জানুয়ারি ২০১০ ০৫:৩১436347
  • মরিচ ঝাঁপির ফাইল টা এবার খুল্লো বর্তমানে
    এই ফাইল টা তে ওনার শ্রাধ্য এর খাওয়া হয়ে যাবে
  • PT | 203.110.246.23 | ২২ জানুয়ারি ২০১০ ১০:২৭436348
  • মরিচঝাঁপির প্রসঙ্গ নিয়ে ঐ ঘটনার সময় কেন বড় মাপের আন্দোলন গড়ে তোলেনি বিরোধীরা সেই প্রশ্নটারও উত্তর পাওয়া জরুরী।
  • Mmu | 78.236.153.102 | ২৪ জানুয়ারি ২০১০ ০২:১৬436349
  • PT দা, বিরোধীরা দুর্বল ছিল, তাই যা খুশি করে যাওয়াটাই কি ঠিক বলে মনে করেন? এই কি আপনার ভালোবাসার সরকারের আদর্শ হওয়া উচিত। এই সরকারে প্রশংসায় পন্‌চমুখ হয়ে কত কিছুই না লেখেন, তাই না? তার মানে একজনও বিরিধী যদি না থাকত তাহলে তো কথাই নেই ।
  • Mmu | 78.236.153.102 | ২৪ জানুয়ারি ২০১০ ০২:১৯436351
  • অনেকটা 'তুমি অধম বলিয়া আমি উত্তম হইব কেন'?
    (অপরাধ নেবেন না বিক্‌ত করার জন্য)
  • ranjan roy | 115.117.208.180 | ২৪ জানুয়ারি ২০১০ ০৬:২৪436352
  • মরিচঝাঁপির ঘটনা নিয়ে কিছু কথা:
    আমি এখন কোলকাতায়। দুজনের সঙ্গে কথা বলেছি--- একজন অমিতাভ ঘোষ মশায়ের উপন্যাসটির "" ভাটির দেশ'' নামে বাংলা অনুবাদটি করেছেন। আর একজন প্রাক্তন সাংবাদিক লেখক ও প্রকাশক রাঘব বন্দ্যো। এরা দুজনেই মনে করেন মরিচঝাঁপি নিয়ে যে আবেগপ্রধান ক্যাম্পেন তাতে দুপক্ষের বয়ানেই অতিকথন রাজনীতি সব মিলিয়ে সত্যিটা হারিয়ে গেছে।একদিকের রেকর্ডে মাত্র দুজন মারা গেছে,আর এক দিকের ক্যাম্পেনে হাজার। অতিশয়োক্তি। অমিতাভ উপন্যাস যেমনই লিখে থাকুন এটাতে খুব বেশি রিসার্চ করেন নি। যে ফরাসী লেখকের তথ্যের ওপর উনি নির্ভর করেছিলেন সেটি মহাভাট। গালগল্প বেশি।সে এমন কথাও লিখেছে যে এত মৃতদেহ যে তখন থেকে সোঁদরবনের বাঘেদের মধ্যে নরখদকদের সংখ্যা বেড়েছে।এইসব ছাইপাঁশ লিখে প্রাইজ-টাইজ ও পেয়েছে।
    যাকগে, সত্যের খোঁজ শুরু হইয়াছে।তৎকালীন ঐ এলাকার পুলিশ সুপার ( বর্তমানে অবসরপ্রাপ্ত) সঙ্গে অনুসন্ধিৎসুরা কথা বলিয়াছেন। ডকুমেন্ট, ঐ এলাকার জনগণ সবই দেখা হইতেছে। দলটির রিপোর্ট বাজারে আসিতে কিঞ্চিৎ সময় লাগিবে।
    তবে all said and done ইহা স্পষ্ট যে ক্ষমতায় আসিবার পূর্বে যে বামদল বাঙালদের শাকের ক্ষেত দেখাইয়াছিলেন তাহারা ক্ষমতায় আসিয়া প্রথম দিকে যে মানা ক্যাম্পের রিফিউজিদের "ফিরে চলো আজ আপনঘরে'' বলিয়া ডাক দিলেন। তাহারপর যে ভাবে বুকা বাঙাল জনগণ(আমার মত)বাসের মাথায় ট্রেনের মাথায় চড়িয়া ঘটিবাটি লইয়া কলিকাতা অভিমুখে হাসিহাসি চেহারায় রওনা দিল, সে দৃশ্য এই হরিদাস পালের চোখের ক্যামেরায় আজও ধরা আছে। আমি তখন গ্রামীন ব্যাংকের চাকুরি সুবাদে ছত্তিশগড়ের ঐ এলাকায় ছিলাম যে! তাহার পরের ইতিহাস সবারই জানা। জামাইআদরের আশায় যাহারা গিয়াছিল য়াহারা শ্বশুরবাড়ির গলাধাক্কা খাইয়া মানসিক অবসাদগ্রস্ত হইয়া ফিরিল। তাহার পর মানা ক্যাম্প এলাকায় অপরাধ বর্দ্ধিত হইল।
    আমার হিসাবে দুই কি হাজারের চাইতেও বড় কথা উহাদের দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার। উহাদের de humanaise করা।
    কেন? উহাদের সুন্দরবন হইতে খেদানো কেন জরুরি ছিল? ইহার উত্তর জানা প্রয়োজন।
  • PT | 203.110.246.23 | ২৪ জানুয়ারি ২০১০ ১২:১৯436353
  • MmU
    সরকারের দোষ বা আদর্শচ্যুতি ঢাকার জন্য আগের পোস্টিংটা লিখিনি। মরিচঝাঁপির অনেকটাই এখনও ধোঁয়াশা (RR এর লেখাটা দেখুন)। কিছু লেখক-শিল্পীরা মিলে প্রতিবাদ সভা করেছিলেন-সেই সব পোস্টার দেখেছিলাম।

    আমি জানতে চাইছি যে পশ্চিমবঙ্গের অন্য কোন রাজনৈতিক দল কি সেই সময়ে চাইছিল যে আবার কলকাতায় নতুন করে ""ভিড়"" বাড়ুক? তখন প্রতিবাদ না করে এখন সেইসব ঘেঁটে তোলা তো ধান্দাবাজীর নামান্তর। বর্তমানের লেখা পড়লেই বোঝা যায় যে কোন রকম গবেষণা না করেই খবর তৈরি করা হচ্ছে।
  • Mmu | 78.236.153.102 | ২৪ জানুয়ারি ২০১০ ২১:০৭436354
  • এ কি বলছেন PT দা। বর্তমানের লেখাটা না হয় ধান্দাবাজী, কিন্তু তৎকালীন আ:বা: পত্রিকা ও অন্যান্য রা। আমি তখন আ: বা: তেই পড়েছিলাম।
    আর তা ছারা আপনার লেখার আগেই Ranjan দার লেখা টা পড়ুন।
  • Mmu | 78.236.153.102 | ২৪ জানুয়ারি ২০১০ ২১:১২436355
  • PT দা, RR বলতে কি Ranjan roy? যদি হয় তাহলে আমি তো ঐ লেখাটাই পড়তে বলছি।
  • Mmu | 78.236.153.102 | ২৫ জানুয়ারি ২০১০ ০৩:৩৯436356
  • পুরোটা পড়া হয় নি তাই কেউ যদি একটু বিশ্লেষন করে বলেন তাহলে ভাল হয়-
    http://www.bartamanpatrika.com/content/main2.htm
  • ranjan roy | 115.117.202.74 | ২৫ জানুয়ারি ২০১০ ০৭:১৯436357
  • জ্যোতি বসুর স্মরণ সভায় কাল প্রকাশ কারাত, বুদ্ধদেবরা রাজনৈতিক বক্তব্য রাখলেন তাই লিখছি।

    ১)প্রকাশ ঐতিহাসিক ভুল নিয়ে কিছু বলেন নি। সি পি এম এর সাইটে বলা হয়েছে যে ১৯৯৬ এ যখন ধর্মনিরপেক্ষ শক্তি ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে বলে তখন কেন্দ্রীয় কমিটি রাজি হয় নি, কারণ তখন সরকারে না গিয়ে বাইরে থেকে সমর্থন দেয়ার নীতি ছিল। যেটা বলেনি তা হল যে উনি পরে হিমালয়ান ব্লান্ডার বলায় যে বিতর্কের সৃষ্টি হয় তার জেরেই পরে সম্ভবত: ২০০১ সালে পার্টি প্রোগ্রামে লাইন সংশোধন করে সরকারে যোগ দেয়ার লাইন নেয়া হয়।
    এইটুকু ঋণ স্বীকার কালকের স্মরণসভায় কারাতেরা করলে শোভন হত।
    ২) বুদ্ধদেব জ্যোতিবাবুর লিগ্যাসি নিয়ে বারবার বল্লেন। এটা বল্লেন না যে তাহলে উনি কেন ""দু:সময়" নাটক লিখে মন্ত্রীসভা ছেড়ে বেরিয়ে ছিলেন। পরে প্রডিগাল সনের মত কেন ফিরে এলেন? এ' নিয়ে কালকের স্মরণসভায় কিছু খেদ প্রকট করলে ভাল হত।
    ৩) শৈবালের দেয়া প্রগতি পত্রিকার সুতোয় এই সূত্রে কিছু ইন্টারেস্টিং বক্তব্য এসেছে। অবশ্যি শুধু মার্কসবাদ কোন পথে নিয়ে যাঁরা চিন্তিত তাঁদের জন্যে।
  • Mmu | 78.236.153.102 | ২৬ জানুয়ারি ২০১০ ০২:০৮436358
  • PT দা, আমার দেওয়া লিন্‌ক পড়েন নি? আবার দিলাম পড়ে দেখুন please
    ইনিই আপনাদের ভালোবাসার (শ্রদ্ধ্যেয়) জ্যোতি বসু।
    যদি খবর টা মিথ্যা হয় অবশ্যই মামলা করুন 'বর্তমানের ' বিরুদ্ধে, এতো সাহস কোথা থেকে পায় ওরা????
    http://www.bartamanpatrika.com/content/main2.htm
  • AB | 117.200.81.221 | ২৬ জানুয়ারি ২০১০ ০৮:০৬436359
  • Mmuবাবু বা বিবি, সিপিয়েমের ভয়ে আপ্নি তো নিজের নামটিও লেখেন না তাই বাবু না বিবি জানি না।আপ্নার লেখাগুলো পড়ে আর আপ্নার কথায় কথায় নিজেকে justify করার জন্যে লিন্‌ক দেওয়া দেখে হাসব কি রাগব বুঝে পাই না।নেটে বসে লিখছেন যখন কিছু তো লেখাপড়া আছে।education নাই থাক literacy তো আছেই।জ্যোতি বসুর গায়ে কাদা ছেটাবার চেষ্টা না করে এক্টু নিজের বুদ্ধি দিয়ে বোঝার ব্যবস্থা করলে হয় না!কত আর অন্য লোকের বিচারবুদ্ধি দিয়ে নিজের বক্তব্য justify করবেন।মমতাভক্তি ছাড়া আপ্নার লেখায় আর কোনো যুক্তি আছে বলে ranjanবাবু কল্লোলবাবুরাও মানবেন না।

  • PT | 203.110.243.21 | ২৬ জানুয়ারি ২০১০ ১২:৪৯436360
  • MmU

    আপনি যদি সাংবাদিকতা আর হলুদ সাংবাদিকতার মধ্যে ফারাক না বোঝেন তাহলে আপনার সঙ্গে অন্তত: রাজনীতি নিয়ে এই ফোরামে কোন আলোচনা করা যাবেনা। দেশে ফিরলে আগে জানাবেন, যাদবপুরের চায়ের দোকানে বসে গা-গরম করা যাবে।
  • rokeyaa | 203.110.243.22 | ২৬ জানুয়ারি ২০১০ ১৯:৪৬436362
  • আচ্ছা, এই টইতেই কি কেউ জানিয়েছিলেন যে জ্যোতিবাবুর হাসপাতালের খচ্চা চন্দন্দা নিজের গ্যাঁট থেকে দেয়? নাকি আমি ভূল করছি? আজকের আবাপ কিন্তু ঠিক উল্টো লিখেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন