এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু ২

    Rajdeep
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১০ | ৪০৬৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.89 | ২৯ জানুয়ারি ২০১০ ০০:০৫437472
  • পঞ্চম গুরু আবির্ভূত হলেন আজ। :)

    'এবার খালি বই-চই!'

    পোস্ট করা হবে সামনের হপ্তার শুরুতে। ইত্যবসরে কেউ গ্রাহক হয়ে ডাকযোগে পেতে ইচ্ছুক হলে,

    ক্রেডিট/ডেবিট কার্ড এর মাধ্যমে সরাসরি গ্রাহক হবার নেট বন্দোবস্ত করা হয়েছে এখানে,
    http://www.calcuttaweb.com/cgi-bin/booksrch.php?SRCHCAT=MAGAZINE

    বা,
    চেক পাঠিয়ে গ্রাহক হতে চাইলে ঠিকানা জানিয়ে মেইল করুন : [email protected] এ।
  • Somnath | 117.194.193.31 | ২৯ জানুয়ারি ২০১০ ০১:১৯437473
  • আর আমি এখনো চতুর্থ গুরু পাই নি পোস্টে। :-(
  • Nina | 66.240.33.41 | ২৯ জানুয়ারি ২০১০ ০২:২৪437474
  • pi আবার হলনা। আমার ফোন # দিয়েছি তোমায় ই-মেল এ , প্লিজ ফোন কর ।
  • Nina | 66.240.33.41 | ২৯ জানুয়ারি ২০১০ ০২:৩৩437475
  • হে হে হইছে--সাকসেস!থ্যাঙ্কু pi
  • Samran | 117.99.47.91 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:৪২437476
  • কাগুজে গুরুর বইমেলা অভিযান-

    প্রথম ও দ্বিতীয় দিন
    ------------------

    এদিকে গুরুগণ বইমেলা- বইপত্তর নিয়ে নানারকম প্ল্যান প্রোগ্রাম, সেগুলোর বাস্তবায়ন নিয়ে চরম ব্যস্ত। আমার বাড়িতেও তুমুল ব্যস্ততা। রাত-দিন ফোনাফুনি, মেলা-মেলি, টাইপা-টাইপি। ওফফ্‌ফ... গুরু পাঁচ নামি নামি করছে, প্রেসে যাবে কে? আমার ভদ্রলোকটি দৌড়ুলেন বইয়ের খোঁজে, হাতে নিয়ে এক্কেবারে মেলায় যাবেন! ততক্ষণ হাতে যা আছে সম্বল তাই নিয়ে আমি গুটি গুটি পায়ে মেলার পথে। সেখানে আবার এক ডাগদারবাবু আসিবেন বলিয়া জানাইয়াছিলেন। আসবে স্যান বালিকা, টিম্ভাই। মেলার গেটে দাঁড়িয়ে বইয়ের ব্যাগ হাতে বাবাই।

    প্রেসিডেন্সি আর নন্দন দু জায়গাতেই বেশ সহজেই কা গু জাঁকিয়ে বসেছিল প্রথম দিন থেকেই। চেনা জানা সব লোকজন এসেছেন, পত্রিকা নিয়ে গেছেন, চন্ডালেরা এসেছেন, জোর আড্ডা হয়েছে ক'দিন। কেডি দশ হাতে সব সামলেছেন। রং বেরঙা জামা পরে মেলা ঘুরে, বুকের পরে কাগুজে গুরুর পোস্টার সাঁটিয়ে লোক পর্যন্ত ডেকে এনে বই বিক্রি করেছেন। এতসব কান্ড করতে গিয়ে খানিকটা কাবু হয়ে পড়েছেন শরীরের হাতে। প্রেসিডেন্সি-নন্দনের মেলা শেষ হতে না হতেই আবার অসুস্থ শরীর নিয়ে জুটে গেছেন নিখিল বিশ্ব বঙ্গ ভাট সম্মেলনের আয়োজনে। সেটাকেও সম্পন্ন করেছেন সফলভাবে। কিন্তু শরীর বলে, বাবাজী। মেলা হয়েছে, এবার একটু আরাম দাও আমাকে। ব্যস। কাবলিবাবু কাবু! ফলে যা হল, কলকাতা বইমেলায় গুরুচন্ডা৯ যাত্রা শুরু করল কাবু কাবলি মুখার্জীকে ছাড়াই।

    কোথায় মমার্ত কোথায় কী। মেলায় শুধু ধুলো আর ধুলো। দু মাস লাল রঙের চোখ রাঙানি সহ্য করে সদ্য সেরে ওঠা চোখে আমার তুমুল জ্বালা ধুলোর ঝাপটা খাওয়ামাত্রই। উবুদশ খুঁজে পাবো না আমি জেনেও ডান-বাঁ কিছুই না বুঝে শুধু ঘুরে বেড়াই বেদিশার মতো। সাথে ঘোরে বেচারা বাবাই, যে কিনা আমার থেকেও বড় বেদিশা:-( না পাওয়া যায় মমার্ত, না উবুদশ। সামনে দিয়ে কে বেরিয়ে যায়? সেও কি যেন খুঁজছে। মমার্ত কি? ঠিক! স্যানও মমার্ত খুঁজে বেড়াচ্ছে। সেখানেই ডাগদার্বাবু আমাদের সঙ্গীতাকে নিয়ে অপেক্ষা করছেন যে! এগলি ওগলি সেগলি কোথাও নেই কাঙ্খিত মমার্ত। অগত্যা ডাগদারবাবুই এগিয়ে আসেন মেক্সিকোর পতপত করে উড়তে থাকা রঙীন কাপড়ের বিশাল ঘেরের প্যাভিলিয়ন পেরিয়ে।

    বহুদিন বাদে দেখা সঙ্গীতার সাথে। ছোট্ট করে খানিক আড্ডা। আবার খোঁজ। উবুদশ। ভর্সা আছে মনে, পেয়েই যাব। তবে আমার ভাগ্য খুব ভাল কিনা তাই তখনও মেলায় পৌঁছননি অসিতদা। একমাত্র ভর্সা যাঁর পরে, মেলায় খানিকটা জায়গা তাঁর হাত ধরেই করে নেবে গুরুচন্ডা৯। ভাটুরেগণ ঢুকে যায় বইয়ের দেশে, বইয়ের ব্যাগ নিয়ে আমি উবুদশে, অসিতদা কখন আসবেন। আমার বেজার মুখ দেখেই হয়ত উবুদশের জাঁদরেল সম্পাদকের খানিকটা মায়া হয়, তিনি সঙ্গে করে নিয়ে যান লিটল ম্যাগ কর্নারে, যেখানে পরবর্তী ১২দিন অধিষ্ঠান করবে কাগুজে গুরু। অসিতদার ব্যবস্থামত গুরুচন্ডা০ খানিকটা জায়গা পেয়ে যায় কণিকার টেবিলে। সহৃদয় অরিজিত বলেন, আপনি বসুন এই টেবিলেই, যতক্ষণ-যদ্দিন আপনাদের টেবিলের ব্যবস্থা না হয়। মনে প্রচন্ড ভয় তখন, যদি আদৌ টেবিল না পাওয়া যায়? অরিজিত বলেন, ন অপেলে এখানেই বসবেন আর কি। খানিক নিশ্চিন্ত হয়ে আবার সন্ধান, এবার ডাগদারবাবুগো। তাদের যদিবা পাওয়া যায় পাওয়া যায় না চায়ের কোনো দোকান। আবার খোঁজ। এদিক সেদিক। আসলে কোনো দিকেই নয়। প্রায় একই জায়গায় ঘুরপাক। অগত্যা চায়ের আশা বাদ। আমি ৬৭নম্বর টেবিলে এবং জনতা আবার বইয়ের দেশে।
  • samran | 117.99.47.91 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:৪৪437477
  • যাত্তারা!!!!!!!!!!! টই খুললাম যে, সেখানে না গিয়ে এখানে এলো ক্যাআআআআআ:-(((((((((((
  • I | 59.93.170.214 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:১৭437478
  • বাংলা চটির প্রচ্ছদ খুব ভালো হয়েছে। মানে নেটে যা দেখতে পাচ্ছি।
  • Arpan | 216.52.215.232 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:৩৫437479
  • হ্যাঁ, ইন্দোদাকে ক। ফাটাফাটি রকমের ভালো হয়েছে।
  • M | 59.93.185.76 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:৫৮437480
  • সবাই হেবি আবাজ দেবে জানি তবু জিগাসা করেই ফেলি, বইমেলা কটায় শুরু হয়? দুটোয়?
  • Rajdeep | 202.79.203.59 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:৫৯437482
  • দুটোয় , রবিবার বারোটায়
  • pi | 72.83.210.50 | ২৯ জানুয়ারি ২০১০ ১৩:০৮437483
  • প্রচ্ছদ সায়নের , মানে আমাদের হুতোর কীর্তি।
  • I | 59.93.170.214 | ২৯ জানুয়ারি ২০১০ ১৩:১৬437485
  • হুতো ইজ গ্রেট। যে যতই নিন্দা করুক ;-)হুতো , তুমি চালায়া যাও, পতিরা তোমার পিছনে আছে।

    হুতোরে আমি টাকো বেল পুরস্কার দিলাম। এবং টাকো বেল লয়ে কবিতা রচনার ফরমাশ দিলাম। সমাস বিচ্ছিন্ন করিয়া টাকোপরি বেল লিখিলেও চলিবে।
  • Bratin | 125.18.17.16 | ২৯ জানুয়ারি ২০১০ ১৩:১৬437484
  • সোমনাথ, তোমর পাওয়ার কোন সম্ভাবনা নেই। কারন নাম মেলিং লিস্টে আপডেটিত হয় নি। আমার কাছে এক কপি আছে । বিয়ে র দিন তোমাকে দিয়ে দেব।
  • SB | 114.31.249.105 | ২৯ জানুয়ারি ২০১০ ১৪:১৯437486
  • ৬৭ না ১৭৯ নং টেবিল? কাল যাওয়ার ইচ্ছে রইলো।
  • suchetana | 122.172.148.71 | ২৯ জানুয়ারি ২০১০ ১৪:২৫437487
  • আজ সকালে অর্কুটের গুরুচন্ডালি জানতে চাইলো, কেমন লাগছে কাগুজে গুরু। উত্তরে যা লিখেছিলাম, সেটা এখানে লিখে দিলাম piএর অনুরোধে।

    ""কেমন লাগলো কাগুজে গুরু!! এখনো হাতে ধরার বিশেষ চান্স পাই নি। আমার বাড়িতে একজন ভদ্রলোক আছেন, তিনি তিনটে পাত্‌লা বই অত্যন্ত মনোযোগ সহকারে পড়ে যাচ্ছেন এক সপ্তাহ ধরে, আমাকে বইগুলো ধরার চান্স দিচ্ছেন না। অথচ আমি যখন রাত জেগে গুরুচন্ডালির সাইটে গিয়ে বুলবুলভাজা আর টইপত্তর পড়তাম, এই দুই সপ্তাহ আগেও, তখন আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, বাজে সময় নষ্ট করছি নাকি আমি। গতকাল আরো একটা অদ্ভুত জিনিশ দেখলাম। রাত ১০:৩০টার পরে আমাকে ফেসবুক থেকে জোর করে ঠেলে তুলে দিয়ে গুরুচন্ডালির সাইট খুলে গেলো, আর গোঁফজোড়ার নিচে মুচকি মুচকি হাসি!! মনের দু:খে পরের দিনের রান্নার জোগার করতে গেলাম। অন্যদিন ঐ সময়ে কি সব ফিনানশিয়াল সাইট খোলা থাকে বাড়ির কম্পুটারে।''

  • dipu | 61.12.12.83 | ২৯ জানুয়ারি ২০১০ ১৪:২৭437488
  • ১৭৯
  • rabaahuta | 203.99.212.53 | ২৯ জানুয়ারি ২০১০ ১৭:৪৯437489
  • চিকিৎসক ও চণ্ডালদের প্রতি: ধন্যবাদসূচক পংক্তি সমূহ ও ফর্মায়েসি মস্তিষ্কবৃত্তি
    ******************************************
    শ্রীফলের পূর্ণতায় বায়সের নিরাসক্ত মেধা
    চিরুনির ফিরিওলা যেরকম ইন্দ্রলুপ্ত উদাসীর প্রতি
    উদাস, বিপ্রতীপে আমার মনন খোঁজে - টাকোবেল স্বাদ।
    চিকিৎসক চর্মজিহ্বে চেখেছেন চিরাগসম্ভুত চরু
    ক্ষুধার্ত নাবিকেরা যেরকম চাখে দূর ধু ধু বালুচরে
    তাবৎ চণ্ডালকন্ঠে টাকোবেল ধ্বনি - শিরোধার্য
    বাহবা ও বকসিস, প্রশস্তি এবং পরমাদ।
  • ranjan roy | 115.184.73.152 | ২৯ জানুয়ারি ২০১০ ২১:৩৮437490
  • ওয়া! ওয়া! সায়ন, মারহাব্বা! মারহাব্বা!
  • I | 59.93.200.148 | ২৯ জানুয়ারি ২০১০ ২১:৪৪437491
  • মারহাব্বা ! মারহাব্বা ! কেয়া খেলিস !!!
  • vikram | 193.120.76.238 | ২৯ জানুয়ারি ২০১০ ২১:৪৯437494
  • স্বাধু স্বাধু
  • sumeru | 117.99.10.223 | ৩০ জানুয়ারি ২০১০ ১২:৪৪437496
  • তাহলে বইমেলায়-
    ক গু ৫ পাওয়া যাচ্ছে-
    ১২০- আরণ্যক
    ৪৯০- এখন বিসংবাদ
    ৫০৬- উবুদশ

    লিটিল ম্যাগ কর্ণার- গুরুচন্ডা৯- টেবিল- ১৭৯
    একদম লাস্ট রোর সেন্টারে। গেট- ৩ এর কাছে হয়। এখানে পুরানো কিছু সংখ্যা ও চটি পাওয়া যাবে।

    আর রাজদীপ যে টাইম জানিয়েছিল সেটা ঠিক নয়।

    মেলা রোজ দুপুর বারোটা থেকে রাত আটটা। রবিবার ৯টা পর্যন্ত।
  • samran | 117.99.47.7 | ৩০ জানুয়ারি ২০১০ ১৩:১৩437497
  • আজ গুরুচন্ডা৯র টেবিলের দায়িত্বে থাকবেন যো বূলার।
    আমাদের কিউরেটর বন্ধু, লন্ডন থেকে এসেছে, পিচ্চি।
  • rabaahuta | 117.194.232.226 | ৩০ জানুয়ারি ২০১০ ১৯:৩৬437498
  • এই উবুদোশ ব্যাপারটা... কে জানে কি।
    মনে শুধু পাপ, শুধু পাপ।
  • a x | 75.53.204.181 | ৩০ জানুয়ারি ২০১০ ১৯:৫৪437499
  • উবু দশ ... কুড়ি ...
  • rabaahuta | 117.194.232.226 | ৩০ জানুয়ারি ২০১০ ২০:০০437500
  • অ।
    কিন্তু দশ উবু কেন?
    ?
    ?
  • a x | 75.53.204.181 | ৩০ জানুয়ারি ২০১০ ২০:০৩437501
  • উবু বলার সময় হাতটা একবার মুখে ছুঁতে হয়। তারপর দশ কুড়ি করে গুনতে হয়। কেন আবার কি কেন? হ্যাঁ?
  • rabaahuta | 117.194.232.226 | ৩০ জানুয়ারি ২০১০ ২০:২৮437502
  • অ:। কিছুই জানিনা, মানবজমিন রইল পতিত।
  • aka | 24.42.203.194 | ৩০ জানুয়ারি ২০১০ ২০:৪৯437503
  • মেলায় দেখলাম সেই বইটা পাওয়া যাচ্ছে। কেউ কি এক কপি কিনে পাঠাতে পারবেন? নেটে আপলোড করতে বলতে পারতাম। কিন্তু ভদ্রলোকের বইয়ের কাটতি কমে যাবে। ব্ল্যাংকি?
  • Abhyu | 97.81.70.133 | ৩০ জানুয়ারি ২০১০ ২১:০৪437505
  • উবুটা ফ্লাইং কিসের মতো করে বলতে হয়। তারপর দশ কুড়ি...

    বিহারী-বাঙালীরা বলে রাম, দশ, কুড়ি ... পুরোনো খবর কাগজওয়ালাদের মুখে এটা শুনে থাকবেন... আর কবি বাল্মীকিও জানতেন এটা। রামের বাবার নাম ছিল দশ, তার বাবার নাম ছিল কুড়ি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন