এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু ২

    Rajdeep
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১০ | ৪০৫৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 75.53.204.181 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৯437572
  • হ্যাঁ কি কেস কে জানে, আমারও তাই হচ্ছে, আগেরটাতেও হচ্চিল। আর ঐ চটিচতুষ্টয়ের অ্যালবাম আমার হোমপেজে বলছে আছে কিন্তু গুচ'র প্রোফাইলে গেলে দেখা যাচ্ছেনা, মানে পুরো অ্যালবামটাই নাম ধাম সমেত বেপাত্তা।
  • kd | 59.93.203.41 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৯437573
  • আমি ৩৬টা ছবি দেখতে পেয়েছি। সলমান খানের প্রেজেন্স গু'চর টেবিলে! দ্যাকো কান্ডো!
  • pi | 72.83.210.50 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৩437574
  • সল্লু মিঁঞা আর শীশ্‌ষেন্দু শেষে এক ই দেহে হল লীন ! :)

  • bodhisattva dasgupta | 203.99.212.54 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪২437575
  • কাগু ৫ প্রসংগে:

    আলাদা আলাদা করে অনেকদিন ধরে আমাকে বিভিন্ন লোকের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হচ্ছে, তাই এক জায়্‌গায় একটা বক্তব্য দিয়ে রাখলাম। এটা আমার ব্যক্তিগত বক্তব্য।

    আমি বইমেলা উপলক্ষে , বইয়ের রিভিউ ইত্যাদি নিয়ে একটা সংখ্যা 'করার' দায়িঙ্কÄ নিজে থেকেই চেয়ে নিয়েছিলাম। সইকত (বন্দ্যোপধ্যয়) এর কাছে। ২০০৯ এর সেপ্টেম্বর নাগাদ। তার পরে প্রায় ডিসেম্বর পর্যন্ত এই কাজে আমি মনোনিবেশ করেছিলাম। কিন্তু ডিসেম্বর এর তৃতীয় সপ্তাহে, কাগুজে গুরু র এই বিশেষ সংখ্যাটি ঠিক কেমন হবে, কি তার সম্পাদনার পদ্ধতি হবে, কি তার পরিবেশন পদ্ধতি হবে, সে বিষয়ে আমি দেখলাম, আমার সঙ্গে মূলত: সইকতের অনেক মতবিরোধ হচ্ছে। দুর্মুখ স্বভাব অনুযায়ী আমি কিছুটা চেঁচামেচি করলাম। তার পরে পত্রিকা টি প্রকাশের সমস্ত কাজ থেকে নিজেকে গুটিয়ে নিলাম। গত ২০ ডিসেম্বর এর পর থেকে আর পত্রিকার কাজ করি নি। একটা বা দুটো ঝামেলার অনুবাদ করে দেওয়া ছাড়া।
    মুশকিল হল, আমি যে কিছু করছি না, সেটা আমার নানাবিধ অতি উষ্মা প্রকাশ সঙ্কেÄও গুরুচন্ডালির লোকেরা বোঝেন নি। তাঁরা apparently ৭ জনুঅর‌্য নাগাদ বুঝতে পারেন, আমি কিসু করছি না।
    আমার পিছিয়ে আসা ছাড়া রাস্তা ছিল না, কারণ গুরুচন্দলির সংগে বা তার জন্য কাজ করা আমার পক্ষে আর সম্ভব হয় নি। মতবিরোধ টা মিতিয়ে নেওয়া হয়তো যেত, কিন্তু আমার একেবারেই ইচ্ছে করে নি। পোসালো না বেসিকালি।

    ইত্যাদি নানা কারণে, সইকত/ইপিস্ত সম্ভবত আরো অনেকের প্রচুর পরিশ্রম সঙ্কেÄও এবার পত্রিকার ছাপার মান, কা গু ৪ থেকে অনেকটা নেমে গেছে।

    যত মতবিরোধ ই হোক না কেন, আমি এর দায় অস্বীকার করতে পারি না। বিশেষত লেখকদের কাছে, কারণ আমি উদ্যোগ করে লেখা চেয়েছিলাম। অনেক লেখা ছাপা হয় নি, অনেক লেখায় সম্পাদনার বিন্দুমাত্র চিহ্ন নেই ইত্যাদি। এর জন্য মূলত: আমি -ই দায়ী। প্রচুর মতবিরোধ সঙ্কেÄও আমার অন্তত প্রতিটা অনুবাদ নিজের এবোঙ্গ প্রতিটা পিসের সম্পাদনা নিজের করা হয়তো উচিত ছিলো। আমি প্রকাশ্নার ছোটোখাটো ডিটেলের বিষয় গুলোর গুরুঙ্কÄ বোঝাতে পারি নি।

    ক্ষমা করবেন।

    আশা করি গুরুচন্ডালির কোনো ব্যাপারে আমি আর জড়িত থাকবো না। পত্রিকাটি আস্তে আস্তে বড়/ভালো পত্রিকা হয়ে উঠছে, তাতে এই সংখ্যাটা একটা aberration বলেই ধরে নেবেন, আমাকে নিশ্চিন্তে দায়ী করে দাঁত কিড়ি্‌মড় ও করতে পারেন। আমি আর যুক্ত থাকছি না, গুরুচন্ডলি নিজের যোগ্যতায় ভালো পত্রিকা হয়ে উঠবে, আমিও নিজের জায়্‌গা খুঁজে নেবো।

    সইকত/ইপিস্ত এবোঙ্গ সকলের প্রচন্ড পরিশ্রম সঙ্কেÄও, এই সংম্‌খ্‌য়াটিতে প্রকাশনার মান একটু নেমে যাওয়ায় আমি দু:খিত। আমার ভাগের দায়িঙ্কÄ আমি স্বীকার করে নিলাম।

    এই বিষয়ে ব্যক্তিগত আর কোনো ইমেল/ওনএর্সতিওন এ আশাকরি আমাকে যেতে হবে না।

    thank you.
  • kd | 59.93.203.41 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৯437576
  • ওনএর্সতিওন কী? জানার যে খুব দরকার আছে তা নয়, তবে ভুল করে যদি করে ফেলি, সেটা অ্যাভয়েড করতে আর কী।
  • sinfaut | 203.91.193.7 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৬437577
  • ওনএর্সতিওন = conversation
  • Rajdeep | 202.79.203.59 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৮437578
  • সিঁফো - ডিকোডার অফ দ্য ইয়ার :)

  • . | 198.96.180.245 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২২437579
  • দুটি বক্তব্য:

    ১) অন্যান্য পত্রিকার মত কাগুজে গুরুতে লেখক-লেখিকাদের জন্য কিছু বেসিক গাইডলাইন থাকা দরকার। প্রায় সব পত্রিকাই লেখা অমনোনীত হলে আলাদা করে জানায় না, বা কেউ কেউ হয় তো জানায়। অথবা, সব পত্রিকাই অনুরোধ করে একই লেখা দুই জায়গায় একসাথে না দেওয়ার জন্য। কিন্তু সেগুলো স্পষ্টভাবে লেখা থাকে। গুরুচন্ডালীতে লেখা জমা দেওয়া বা প্রকাশ সম্পর্কে কোনো স্পষ্ট গাইডলাইন লেখা নেই, যেটা যথেষ্ট অসুবিধাজনক।

    ২) যদি কাগুজে গুরুর জন্য জমা দেওয়া লেখা নেটে প্রকাশ করা হয় বা তার উল্টোটা, সেটা লেখক বা লেখিকাকে জানিয়ে দেওয়ার রীতি চালু করলে ভালো হয়, যদি সেই রীতি এখনও অবধি না থেকে থাকে।
  • tkn | 122.162.17.177 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৮437580
  • ফুটকির সাথে একমত
  • Manish | 117.241.228.185 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৩437582
  • কা:গু:র স্টলে এক্কেবারে চাঁদের হাট।
    একই টেবিলে সুনীল ও শীর্ষেন্দু(সুমেরু,কেডি)।শক্তিটা শুধু নেই।
  • b | 70.43.116.130 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪৩437583
  • সামরানিদির মন খারাপ কেন?তেকোনার সাথে তোমার ছবি তো দীপুর দেওয়া লিনকে আছে শুনলুম,কে যেন কইল।।ওখান থেকে নিয়ে নাও
  • Arpan | 216.52.215.232 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১১437584
  • টিকেন আর বম্মার ছবি কি দেখা যাচ্ছে কোথাও?
  • M | 59.93.163.164 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৩437585
  • টিকেনের ছবি আমি গুচর অক্কুটে দেখলুম,কিন্তু আমি নাই,
    এমন নেই হলুম কি করে?
    এবার কি হরি দিনতো গেলো গাইবো? নাকি বিলীন অলরেডি, গাইবার আর দক্কার নেই? ভ্যাঁক!
  • pi | 72.83.210.50 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৬437586
  • ২) তো করা হয়। ফুটকিদা নিজেই তো সেরকম মেইল পেয়েছেন অনেকবার :)

    এনিয়ে আগুজে গুরুর প্রথম টই তে বিস্তর আলোচনাও হয়েছিলো।

    আর ছাপা বই তো হাতে দেখিনি এখনো। নানা কারণে এবার নতুন প্রেস না করে উপায় ছিলো না। নৈলে যে অবস্থায় যা লেখা আমাদের হাতে ছিলো, তাতে বইমেলায় বই বের করা যেতো না। সবাই মিলে শেষের কদিন তাদের সাধ্য মত চেষ্টা করেছে, বই টা যাতে ঠিকঠাক বের করা যায়। এরপ র যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তা সাধ্যের অতিরিক্ত এবং অবশ্য ই ইচ্ছাকৃত নয়।
    নতুন প্রেস, আগেরবারের থেকে ভালো হবে এই আশা করেই করা হয়ে থাকে, তাদের নমুনা ছাপা ইত্যাদি দেখে।
    এবার এর পরেও ছাপা খারাপ হয়ে থাকলে সেটা আমাদের হাতে থাকেনা। বই ছাপা হয়ে বেরিয়ে যাবার আগে অব্দি তার আন্দাজ পাওয়া যায়না। তাও খারাপ ছাপা হয়ে থাকলে নিজেদের খারাপ তো লাগছেই আর তার জন্য অন্যদের কাছেও দু:খিত।

  • san | 115.117.237.255 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৯437587
  • এইটা কি হল সামরানদি? আমি যে কোনো কারণেই হোক আমার ছবি পাবলিক স্পেসে আপলোড করতে বারণ করলাম যে ! তুমি যে বললে ওগুলো তোমার পার্সনাল কালেকশনের জন্য তুলছ !!

    বেষ্পতিবার বলেছি মনে আছে , রোব্বার কি আলাদা করে বলা হয়ে ওঠেনি? হবে হয়তো।
  • sumeru | 117.99.52.202 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৫437588
  • পাই,

    বোধি ছাপার থেকেও মিন করেছে প্রিপ্রেস। সেটা সত্যিই খুব খারাপ। আমিও চেস্টা করে বোঝাতে পারিনি। ভবিষ্যতে বুঝবে আশা রাখি। হয়ে গেছে টাইপ জিনিস সেটা নয়।
  • Ishan | 12.163.39.254 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪২437589
  • প্রিপ্রেস মানে কি? বোধি যেটাকে "সইকত' বলেছে? সেটা সত্যিই খুব খারাপ। :)
  • monkhushi | 72.11.210.178 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৯437590
  • বই মেলার সব ছবি এক সাথে কোথায় দেখা যায়?
  • ranjan roy | 115.184.6.214 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৪437591
  • হনুকে হারালাম? বরাবরের মত? আমার সত্যি খুব খারাপ লাগছে। আমার অভ্যেস জয়েন্ট ফ্যামিলির। সবাইকে নিয়ে জড়িয়ে মড়িয়ে থাকা।
    আমি বাইরে থেকে কিস্যু সাহায্য করতে পারি না। প্রকাশনার ব্যাপারেও না।
    কিন্তু আমার ভাল লাগত আদি গুরুচন্ডালদের নিজেদের মধ্যের চমৎকার ইনফর্মাল সম্পর্ক। তাই মামা-মামী-রাঙাদা-দমু-অজ্জিৎ-হনু-সুমেরু-ব্ল্যাংকি এই সব বাইরে থেকে একটা পরিবারের মত লাগতো। ভাট পড়তাম শুধু এই ফিলিংয়ের গন্ধ পাবার জন্যে। তারপর ন্যাড়াবাবু-পল্লিন-পাই-পারমিতা-অজ্জো আর কতজন।
    চমৎকার লাগতো এই আড্ডার পরিবেশ।
    মজা করে যাকে নিয়ে বলা হয় "লোক্যাল ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুকো/আল্‌থুসার/হবস্‌বম পড়ে ফেলে'' সেই বোধি পর হয়ে যাবে? যে কিনা চিয়ার্স গার্ল নিয়ে ফুকোকেন্দ্রিক বিতর্কে তিক্ততা এড়াতে ঈশানকে বলেছিল ভুল বুঝো না(no mate, never!)-- সে আজকে--। ফেরানোর কোন উপায় নেই?
  • pi | 128.231.22.89 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৭:১৯437593
  • সুমেরুদা, তাই, তাই ? :)

    আর ইপিস্ত ? বোধিদা এটা কী নাম দিলো আমার ! :(
    জানি আমার নাম টা একটু বাজে মতন আছে, ছোটো থেকে স্কুলে-পাড়ায়-ফাংশন এর অ্যানাউন্সমেন্ট-সার্টিফিকেট এক সে বঢ়কর এক ভার্শন এসেছে। আর বাড়িতে চেঁচামেচি জুড়েছি নামের এফিডেভিট করতে বলে।
    কিন্তু এটার তো ধারেকাছে আসেনা সেসব। :(

    মনখুশি, অর্কুটের অ্যালবামে প্রায় সব ছবি ই আছে।
  • I | 59.93.199.94 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৬437594
  • আমার খুব পছন্দ হইছে ইপিস্ত নামটা। এবার থেকে আমি ইপ্পিরে ইপিস্ত নামেই ডাকবো।

    রঞ্জনদা,
    ভাইবেন না। বোধি একটু মাঝে-মধ্যে অভিমান-টভিমান কইর‌্যা মন হাল্কা কইর‌্যা ন্যায়। আবার ফিরা আইবো। মানুডা ভালা।
  • aranya | 144.160.226.53 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৩437595
  • রঞ্জন-দার সাথে একমত। যৌথখামার-টামার তো হবে না, যৌথপরিবারটা যেন থাকে। বোধি-র লেখার আমিও পোচন্ড ভক্ত, সেই ২০০৭ সাল থাকে, আরও অনেক লেখা চাই ওর কাছ থেকে, আর গুচ-র পাতাতেই চাই।
  • M | 59.93.203.135 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩০437596
  • ইয়ে আমারো সেই ছোটবেলা থেকেই যাকে চিনিনা পর্যন্ত্য সে চলে গেলেও এমনকি বেড়াতে গেলেও ভারী মন খারাপ হতো, এখন যেমন স্যান , দমুকে দেখতে না পেয়ে হচ্ছিলো, আর দেখে কি ভালো লাগলো, বোধি চলে গেলে ও ভারী মন খারাপ হবে।তবে ডাক্তার নিশ্চয় ঠিক বলেচে।আবার চলে আসবে, আর হনু আর কি একটা নামে কবিতা লিখছিলো সেই তো বোধি? নাকি আবার ছড়াচ্ছি।(এখানে একটা ভ্যাবাচ্যাকা স্মাইলী)
  • dipu | 61.12.12.83 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৭437598
  • ইপিস্ত-র চেয়ে বনতোষিণী ভালো। আরো ভালো ভন্তুসি।
  • Ishan | 173.26.17.106 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৭437597
  • এইসব ব্যাপারগুলো নিয়ে পাবলিকলি লেখা ঠিক কিনা জানিনা। না লিখলেই বোধহয় ভালো হত। কিন্তু কথা যখন উঠছেই, তখন ব্যাপারটা ক্লিয়ার করেই একটু বলতেই হচ্ছে।

    এই বইমেলা সংখ্যাটা বোধির করার কথা ছিল। বোধির পরিকল্পনা অনুযায়ী এই সংখ্যাটির প্রচ্ছদ হবার কথা ছিল ইপিডাব্লু ধরণের। ছবি ছাড়া শুধু টেক্সট। সাদামাটা। অন্য কিছু নয়, তাতে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পরপর রিভিউ থাকবে। এবং বইয়ের আকার কি হবে, এ নিয়েও বোধি কোনো পরিকল্পনা করেনি।

    তা, আকারের ব্যাপারে আমি বোধিকে বলেছিলাম বই ৬৪ পাতার করতে হবে। এটা করতেই হবে বলেছিলাম। বাকিদুটো নিয়েও আপত্তি জানিয়েছিলাম। পত্রিকার কনটিনিউটি, চরিত্র, এসবের সঙ্গে এই চরিত্র যায়না বলেছিলাম। এবং এগুলো বিবেচনা করে বোধিকেই শেষ সিদ্ধান্তটা নিতে বলেছিলাম।

    তা, তাতে বোধি খুব রেগে গিয়ে বলল, যে, এই দায়িত্ব ওর পক্ষে নেওয়া সম্ভব না। ফোনেও একদিন খুব চেঁচামেচি টেচামেচি হয় এই নিয়ে। :) তা, আমি ভেবেছিলাম, রাগ করে বলছে। এবং তার পরেও বোধি বিভিন্ন লেখা বিভিন্ন ফর্ম্যাটে আমাকে পাঠাতে থাকে, যে কারণে আমি ভেবেছিলাম, রাগ মিটিয়ে অন্তত কিছুটা এডিট নির্ঘাত করছে। শেষমেশ, ঐ জানুয়ারির ৭ তারিখ নাগাদ আমার চৈতন্য হয়, যে, বোধি সত্যই কিছু করবেনা।

    বইমেলা তখন কুড়ি দিন বাকি। আমার হাতে এক গাদা লেখা। যারা আকারে ও প্রকারে বিভিন্ন। বিভিন্ন বিভাগে তাদের ভাগ-বাঁটোয়ারা কিভাবে হবে আমি জানিনা। এডিট করা নেই। মোটে চাট্টে লেখা প্রুফ দেখা। পেজমেকিং বাকি (সেটা ভালো করে করতে দিন ৭-১০ লাগেই)। নতুন প্রেস খুঁজতে হবে। কারণ পুরোনো প্রেস কুড়ি দিন আগে ফাইনাল পেজমেকিং ফাইল না দিলে বইমেলায় ছাপতে পারবেনা বলেছে, (প্লাস তাদের কাজকর্মও আমাদের পছন্দ হয়নি নানা করণে)।

    এর ফলে প্রেস/প্রুফ/পেজমেকিং/প্রচ্ছদ নিয়ে বেশ কিছু লোকের বিনিদ্র রজনী গেল। এবং বই বইমেলার দ্বিতীয় দিনে ল্যান্ড করল। সাইজ আটপাতা বাড়িয়েও তাতে বেশ কিছু লেখা ধরানো গেলনা। আরও আনুহ্‌শঙ্গিক নানা ভুলভ্রান্তি নির্ঘাত থেকেই গেল।

    তা, এর পরে, যদি যিনি পুরো প্রক্রিয়াটা জানেন না, তিনি এসে আমাকে বলেন, কি হে এই ভুলটা কেন, আমি সেটা অবশ্যই মেনে নেব। যে লেখক লেখায় ভুল পেয়েছে, বা যাঁর লেখা দেওয়া যায়নি, তিনি যদি রেগে আমার মুন্ডু চেবান, আমি দাঁত কেলাবো। কারণ তাঁরা এন্ড প্রোডাক্ট নিয়ে ডিল করছেন। ভিতরে কোথায় কি হয়েছে, সেটা তাঁদের জানার কথা নয়। কিন্তু বোধি তো তা নয়। বোধি পুরোটাই জানে। সে নিয়ে কোত্থাও কখনও কোনো কমপ্লেন করিনি। কিন্তু বোধির কাছ থেকে এটা অপ্রত্যাশিত ছিল।

    যাগ্গে, রেগে-মেগে লিখেছে, কি করা যাবে। রাগ কমলে নির্ঘাত বুঝবে। যেমন প্রতি বারেই হয়েছে। :)

    পু: আরেকটা কথা। সুমেরুর কমেন্টটাও আমি বুঝিনি। সিরিয়াসলি। কারণ সুমেরু নিজে প্রি-প্রেস কাজকারবারে গুচ্ছের ছড়িয়েছে। এই চটি বই নিয়ে। এই যে "গু" বাদ গেছে। এই যে সব হয়ে গেছে বলার পরেও শমীককে মধ্যরাত্রে এবং আমাকে পরেরদিন পেজমেকিং নিয়ে বসতে হয়েছে, এসব ভুলে গেলে হবে কমরেড? :)
  • sumeru | 117.99.45.22 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৫437599
  • এরকম কথার পিঠে কথা এগোলে সত্যি খুব মুশকিল। সব এখানে লেখা উচিত বলে মনে করছি না। তবু কিছু কথা বলি, সমস্যা প্রচুর আছে, কিন্তু কাটিয়ে ওঠার চেস্টা করার দরকার।

    সমস্যা ফন্টে আছে, প্রুফ রিডিং এ আছে, পেজ মেকিং এ আছে, আর্টওয়ার্কে আছে। পেজ কম্পোজিশনে আছে। তাহলে আছেটা কী? কন্টেন্ট ও "হয়ে গেছে'।

    এবার প্রেস নিয়ে কথা বলি, কিন্তু মুস্কিল্টা এই প্রেসের কাজ ভালো/খারাপের আগেরগুলো ঠিক করা আগে দরকার।
    এবারের প্রেসের ট্রেসিং ভালো বেরোয়নি। অনেক যায়গায় কালি ঘসে গেছে, কোথাও ক্ষয়ে যাওয়া লাইনোর মত ছাপা পড়েনি। এমন কি একটি বিজ্ঞাপনেও। আর পেস্টিং খুব খুব খারাপ, দেখেই মনে হয় আনাড়ি হাতের কাজ। কোথাও পাতা উঠেছে কোথাও নেমেছে।
    গুরু ৫ এ আছে, চটিতেও আছে।

    তারপরেও কেন চটি বার করলাম, একটা কথাই স্টিকারের মত ছিল, "ঘ্যাম' ব্যপার নয় এটা, কেবল চটি। যে রাতে মোর ফন্টগুলি ভাঙল ঝড়ে, ওয়ার্ডে বাংলাপ্লেনে মিরর যখন কিছুতেই হল না, তখন শমীক ও পরে সৈকতের স্মরণাপন্ন হই, বারবেলায়। ইবলিস, আপনি জানেন এইরকম কোন ইচ্ছা আমার ছিল না। বাধ্য ছিলাম, নিজের কাছে। শমীক ও সৈকতের কাছে আমি কৃতজ্ঞ। তার মানে এই, কাজটা আমার দারুন উপকারে লেগেছিল, ব্যস আর কিছু নয়। হয়ে গেছে।
  • Samik | 122.162.75.198 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৬437600
  • সুমেরুর কাছে এই জিনিস আশা করি নি।

    স্মরণাপন্ন নয়, শরণাপন্ন। :-)

    আমি ক্ষমাপ্রার্থী সৈকতের কাছে, গুরু চার থেকেই আমার কনসিস্টেন্সি একেবারে জিরোতে গিয়ে ঠেকেছে, অনেক কাজ কথা দিয়েও কথা রাখতে পারি নি, মেলের ট্র্যাক রাখতে পারি নি, দায়িত্ব নিয়েও সময়ে কাজ করে দিই নি।

    চটিগুলো একেবারে প্রেসে যাবার আগের দিনে আমার কাছে এসে পৌঁছেছিল। একা প্রবাসে থাকি, লজিকালি সাত বছরের দিল্লিবাসে সেদিনই প্রথম আমাদের বাড়িতে বাবা-মা বাদে কোনও কুটুম এসেছিল :-) তাই নিয়ে ন্যাজে গোবরে হয়ে গেছিলাম। একদিন পুরো সময় পেলেও করে ফেলতে পারতাম।
  • Samik | 122.162.75.198 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৮437601
  • অন্য প্রসঙ্গে, ইপ্পির সেই বন্ধুর কৃপায় আমি মাত্র গত শনিবারে কাগুজেগুরু চারের বান্ডিল হাতে পেয়েছি এবং মাত্র গতকাল তাকে দোকানে দিয়ে এসেছি। এর মধ্যে অনেকে এসে সেই দোকানে খোঁজ নিয়ে গেছে পরের গুরু কবে আসবে। দোকানের লোকটা নিজেও গুরু পড়ার জন্য উদ্‌গ্রীব হয়ে ছিল :-)

    গুরু চারের গেটআপ একেবারে ঝ্যাকাস, কেবল একটাই ইয়ে, ভেতরের ছবিগুলো বড্ড বাজে প্রিন্টিং। চোখমুখ বোঝা যাচ্ছে না। মোটা মোটা হাফটোন স্টাইলের বিন্দু। আগেকার সত্যযুগ যুগান্তর কাগজে যেমন ছবি থাকত।
  • I | 59.93.216.64 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৯437602
  • গুরু সম্বন্ধে আমার কিছু ফিডব্যাক। একদিন ইপিস্ত চেয়েছিল, সেদিনই প্রথম গুরু হাতে পাই। তাই বিশেষ কিছু বলতে পারিনি।
    প্রথম কথা হল, ঘরের লোক বলে আমি শুধু খুঁতগুলোর কথাই বলব। ভালো ব্যাপার-স্যাপার নিয়ে (সেসব বহুত আছে) বলব না, তাতে যেন রেগে যাবেন না কমরেড !

    দুনম্বর কথা হল, এটা শুধু গুরু ২, ৩ ও ৪-এর ফিডব্যাক। ১ ও ৫ এখনো দেখিনি।
    তিন নম্বর কথা হল, এটাকে একজন গোলা পাবলিকের (নাকি ল্যালা?) মতামত হিসেবে নেবেন। হেসে উড়িয়ে দেবেন না, কেননা আপনারা জানেন ল্যালারাই .... ইত্যাদি।

    ২-এর কাগজ বেশ ভালো। ৩ , ৪ কেমন হলদেটে মতন। হলদে বই পড়তে আমার ভাল্লাগে না। ৩, ৪-এর ছাপাও কেমন একটু ইয়ে মত। ঝকঝকে নয়। একটু যেন ধ্যাবড়া। তবে সেটা কাগজের রংয়ের জন্যেও মনে হতে পারে। ৪-এর ছবির কোয়ালিটি নিয়ে তো শমীক যা বলার বলেই দিয়েছে। এই ছবি চলবে না।
    ৪-এর প্রচ্ছদ আমার তেমন ভালো লাগেনি(তবে অবশ্যই ২, ৩-এর চেয়ে ভালো)। যে হুতো চটিগুলোর অমন দুর্দান্ত প্রচ্ছদ করে, সে চাইলে এর থেকে অনেক ভালো প্রচ্ছদ গুরু-র জন্য করতে পারে। বাঁয়া হাত কা খেল। হয়তো কাগজ এবং ছাপার জন্য মার খেয়েছে, এমনও হতে পারে।
    ৪-এ প্রত্যেক পাতার রাইট আপার কর্ণারে একটা কালো দাগের ওপরের চশমা ব্যাপারটা ভাল্লাগছে না। অ্যামেচারিশ লাগছে।

    টুকরো খবর , বিদেশ দফতর ইত্যাদির ফন্ট পছন্দ হয় নি।
    সব মিলিয়ে ব্যাপারটা আরেকটু ঝকঝকে, স্লিক করতে হবে। সাইজটা কি আরেকটু ছোট করলে ভাল্লাগবে? ভেবে দেখবেন।

    আমার প্রস্তাব : গুরু-র বিনিময়মূল্য বাড়ানো হোক। কমপক্ষে পনেরো টাকা; প: বঙ্গের বাইরে কুড়ি। এ বাজারে কিছুই নয়।
  • I | 59.93.216.64 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪২437605
  • ওহো, আরেকটু চাপ(খচ্চা) বাড়াবো? মনে হয়, প্রতিটি লেখার শেষে পাতাটা ফাঁকা ছাড়লেই ভালো হবে। পরের লেখা পরের পাতা থেকে শুরু হোক। নইলে একটা ক্লস্ট্রোফোবিক ভাব আসছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন