এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু ২

    Rajdeep
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১০ | ৪০১৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | 115.117.154.214 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৯437672
  • না: দীপু, জোরজার করে তো আর কমেন্ট দেবা যায়না!!!
    যদিলেখার নিচে কমেন্ট দেবার যায়গা থাকতো, যার কি না rfe ও ছিল বহুদিন ধরে, তাহলে এটা আরো স্ট্রীমলাইন্ড হত।
  • Arpan | 204.138.240.254 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৬437673
  • ঠিক! অয়নকে ক।
  • sinfaut | 203.91.193.93 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৬437674
  • আমাকে একটা পেজমেকার ফাইল দ্যাও*, খুলে দেখবো।

    (*দ্যাও: যদি পাঁচ এম্বির বেশি হয় তাহলে মেইলে না দিয়ে লিঙ্ক দ্যাও।)

    যা পড়েছি, তাতে .pmd বা .p65 (এইটা সিওর নয়) ফাইল ইম্পোর্ট করা যায় না। কিন্তু ভেক্টর ইমেজ ফাইল
    EPS, TIFF, JPG, SVG, PNG, PSD খোলে।
  • sinfaut | 203.91.193.93 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৯437675
  • আর কেসটা হলো এই পেজমেকিং এর ব্যাপারে আমি কিছুই জানিনা। মানে, প্রথমে কিধরনের ফাইল নিয়ে পেজমেকারে কাজ করা হয়। কিংবা, স্ক্রিবাস দিয়ে যে মাল (এক্ষেত্রে ফাইল, কোনো অন্য ফর্ম্যাটে) বেরোবে, সেটা প্রিন্টে দেওয়া যাবে কিনা। কিসুই জানিনা।
  • Arijit | 61.95.144.122 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২437676
  • আমার কনফিউজন হল প্রেস তো আর কোনো রকম এডিটিং করছে না, লে-আউটও বদলাচ্ছে না। যা করার সেটা গুচ-র লোকজনই করে দিচ্ছে। তাইলে প্রেসকে কেন পেজমেকার ফাইলই দিতে হবে? একটা পুরো লে-আউট বানানো পিডিএফ দিলে অসুবিধা কি? কেউ জিগ্গেস করেছ?
  • sinfaut | 203.91.193.93 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৭437677
  • এক-ঝ্যাক্টলি। কী এর উত্তর?
  • . | 125.18.104.1 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৪437678
  • একটি সামান্য পরামর্শ:

    কোনো পাঠক বা পাঠিকা পত্রিকার মান নিয়ে তাঁর মতামত জানালে সেই মতামত নিয়ে চাপান-উতোরে না যাওয়াই বাঞ্ছনীয়। সেই মতামতের কতটা গ্রহণীয় এবং কতটা অগ্রাহ্য- সেটা নিয়ে সম্পাদকীয় গোষ্ঠীর আলোচনা আভ্যন্তরীণ থাকাই শ্রেয়। পাঠক বা পাঠিকাকে ভুল প্রমাণ করাটা ভালো নয়। বেশির ভাগ পত্রপত্রিকাই এই শিষ্টাচার মান্য করে চলেন।
  • dipu | 61.12.12.83 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০১437679
  • খুব ঠিক কথা।
  • I | 59.93.223.186 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৫437680
  • কৃষ্ণকলিকে ক।

    হাফ-কুকড প্রসঙ্গে : শরীর খারাপ ছিল , কমরেড। ওর বেশী আর লিখতে ইচ্ছে করছিল না। কেননা বসন্ত এসেছিল। তবে সে না এলে হাফ কেন, কোনোপ্রকার কুকিংই করা হয়ে উঠত না।
  • rabaahuta | 203.99.212.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২০437682
  • গুরু গম্ভীর

    .'র সঙ্গে একমত।

    বলেই যখন ফেললাম, আরো দুখান কথা।

    kkদি, এই কার্টুনিশ ইলাস্ট্রেশন নিয়ে আমিও অশান্তিতে আছি, কিন্তু অন্য স্টাইলে আঁকার লোক পাওয়া যাচ্ছেনা। তো এই অবস্থায় আমার মত হল, সিরিয়াস লেখায় ইলাস্ট্রেশন কাটিয়ে দেওয়া।

    আর, লোকজন যখন ক্যাল খাচ্ছেই, আমিও একটু পিঠ পেতে দি। আমি একটা প্রচ্ছদে একটা খুব ভুলভাল টাইপো করেছি, সেটা কি আমি বলবো না, গুরু পাপ দেবেন; তবে আমি একটু পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবসি কিনা, তাই ওটা হয়ে গেছে।
  • h | 203.99.212.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৯437683
  • হুতোর কমেন্ট :- শিশুসুলভ অথবা সিপিএম অথবা খাদি গ্রামোদ্যোগ অথবা আবেগপ্রবণ অথবা পরিবারের খামখেয়ালি মানুষ্‌ডা বা অন্তত ডিসকন্টিনিউইটি এবং অ্যাবারেশন। শুড হ্যাভ বিন অ্যাভয়ডেড ;-)
  • . | 125.18.104.1 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৬437684
  • হুতো না হয়ে আজ্জো হবে বোধ হয়।
  • i | 124.168.188.194 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০৯437685
  • বুলবুলভাজায় এখন অনেক নতুন লেখক লিখছেন-এটা খুব বড় ব্যাপার। চেনা কলমের গন্ডির বাইরে যাওয়ার উদ্যোগটা অসম্ভব প্রশংসনীয়।সেই কথাটা বলা দরকার মনে হ'ল।

    আর ফীডব্যাক না পেলেই লেখা খারাপ হয়েছে ভাবার কোনো কারণই নেই। বিশেষত: বুবুভা গোত্রের লেখায় খুব ভালো লেখা ধরণের কমেন্ট সচরাচর খুব কেউ করেন না বরং সেই সুতো ধরে সেই প্রসঙ্গে আলোচনা, বিতর্ক উঠে আসে-এটাই দেখেছি। এর সঙ্গে লেখার মানের খুব কিছু যোগ নেই। প্রাসঙ্গিকতা কাজ করে কিছুটা।

    এতজন মানুষ হাজার ব্যস্ততার মধ্যেও এতখানি ইনভলভড এই পত্রিকার কাজে।প্রাথমিক কিছু বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি হতেই পারে। আবেগ তাগিদ ইনভলভমেন্ট থেকেই অনেক অনভিপ্রেত ঘটনা ঘটে যায়। এড়াতে পারলে ভালো হয়।

    অনেকদিন আগে আমিও লেখাপত্র যোগাড় করা ইত্যাদির কাজে যোগ দিয়েছিলাম। কিছুই করে উঠতে পারি নি। একদমি কিছু না। সব সামলে এই কাজ নিয়মিত করে যাওয়া যে কি কঠিন-হাড়ে হাড়ে বুঝেছিলাম।

    গুরুর জনতাকে সেলাম।
    চালিয়ে যাও। সঙ্গে আছি।
    হনুজী, চলে এসো।
  • Samik | 219.64.11.35 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:২৭437686
  • গুগল করে এইটুকু পেলাম আপাতত :
    disappointed is that Scribus does not have a direct way to import Adobe Pagemaker or Adobe InDesign files.

    অরিজিৎকে,

    প্রেসের কাছে পেজমেকারই আছে। একটা সফটওয়্যার তো লাগবে ফাইলটা খুলতে, নইলে প্রিন্ট আউটটা আর বের করবে কোত্থেকে? তো ওরা কেবল p65 ফাইল থেকেই প্রিন্টাউট বের করতে পারে। তাই পেজমেকার।

    অরিজিতের স্ক্রিবাসের কেসটা আমি একেবারে ভুলে মেরে দিয়েছিলাম। মাঝে দীপু একটা দিয়েছিল, সেটা নেড়েচেড়ে দেখেছিলাম, পেজমেকারের মত অত ফিচার নেই তাতে, মোরওভার, ওতেও ইউনিকোডে লেখা যায় না। এখন স্ক্রিবাসটা দেখি।
  • Arijit | 61.95.144.122 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৩437687
  • ফাইলটা যদি একটা গোদা পিডিএফ (পুরো লে-আউট করা, প্রুফ-টুফ দেখা রেডি ফাইল - যাকে বলে ক্যামেরা রেডি) হয় তাইলে পেজমেকার কেন লাগবে - কোশ্চেন হল সেটা। পিডিএফ ফাইল পিডিএফ রিডারে খুলবে, প্রিন্টারে ফেলবে - মিটে গেল। যাদের লে-আউট ওরা নিজেরা করে তাদের জন্যে পেজমেকার লাগবে।
  • Lama | 203.99.212.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৯437688
  • একটা অপ্রাসঙ্গিক কথা মনে পড়ে গেল সাম্প্রতিক আলোচনা পড়তে পড়তে:

    ছোটবেলায় তারাপদ রায়ের 'আখের গুড়ে শালুকডাঁটা' নামে উপন্যাস পড়েছিলাম, যার মুখ্য চরিত্র এক কিশোরপাঠ্য মাসিকপত্রের সম্পাদক যিনি একটা 'বিশেষ ভূত সংখ্যা' বার করবেন।

    কিন্তু যে প্রেসে ছাপা হয়েছে তাদের চন্দ্রবিন্দু বাড়ন্ত। এদিকে ভূতের গল্পে চন্দ্রবিন্দু মাস্ট ।সেই জন্য প্রেস থেকে ছেপে আসার পর সম্পাদক আর সহ সম্পাদক দুজনে রাত জেগে ম্যনুয়্যালি চন্দ্রবিন্দু বসাচ্ছেন ...
  • Samik | 219.64.11.35 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৫437689
  • আরে এটা আম্মো পড়েছিলাম। গল্প অনেকটা এগিয়ে যাবার পরে লেখা ছিল, প্রচুর বাড়তি চন্দ্রবিন্দুর স্টক এসে পৌঁছেছে ছাপাখানায়, তাই এর পর থেকে সমস্ত কথায় চন্দ্রবিন্দু বসানো হবে। :-)
  • Arijit | 61.95.144.122 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৮437690
  • সেটা নারায়ন গঙ্গোর গপ্পে - যেখানে এক কবি কবিতা লেখার জন্যে গ্রামে যাবেন..."প্যাঁলাঁ, এঁক কাঁপ চাঁ আঁর এঁকটাঁ ম্যাঁপাঁক্রীঁন' ;-)
  • shrabani | 124.124.86.102 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৩437691
  • আমারও স্বভাব আছে লেখা পড়ে ভালো লাগলেও কমেন্ট করিনা অনেক সময়ই, মনে হয় অন্যরা তো করছেই, অথবা টইয়ের ফ্লো নষ্ট করবনা ইত্যাদি। আসলে সেরেফ কুঁড়েমি! এরকম হয়ত আরো আছে!
    আর এখানে ভাট টই সবসময় না পড়া হলেও বাকী লেখা সবই পড়ি।
  • M | 59.93.206.109 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০০437693
  • আম্মো(কাঁচুমাচু স্মাইলী)

    এদিকে আমার লেখা কেউ পচ্ছে না ভাবলেই কি রেগে যাই, ভেবেও দেখিনা সেটা পড়া যাচ্ছে কিনা।(গম্ভীর স্মাইলী)
  • Tim | 71.62.121.158 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১২437694
  • ফুটকিদার সাথে ক। কেউ ফিডব্যাক দিলেই সেটা নিয়ে কাঁটাছেঁড়া না করলেই মনে হয় ভালো। নইলে লোকে এরপর খারাপ লাগলেও বলবে না। এই ফিডব্যাকগুলো নিয়ে সম্পাদকমন্ডলী নিজেদের মধ্যে আলোচনা করুক, ঠিক-ভুল বিচার করুক, তারপর পরের স্টেপ ভাবুক।

  • aka | 168.26.215.13 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫০437695
  • হানুদা ওটা আমারে বলেছে। খাদি গ্রামোদ্যোগ, আবেগ প্রবণ ইত্যাদি না হতে হলে কাজের শুরুতেই এইসব খুঁটিনাটি ঠিক করে নেওয়া উচিত। নয় কি? ইনফরম্যাল সেটিংসে কাজ করতে গেলে জমি ছাড়তেই হবে দুজনকেই। পুরো কাজটায় আসল কনটেন্ট ছিল বুক রিভিউ। স্টাইলের (বাকি যা কিছু ডিটেল) চাপে কনটেন্ট মাঠে মারা গেল। সেটা কাম্য নয়। ভেবে দেখো।
  • ranjan roy | 115.184.49.234 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৪437696
  • অজ্জিৎকে,
    আরে ঐ গল্পে কবি শীতে কচুরিপানা ভরা পুকুরে চান করে ম্যালেরিয়ার ভয়ে কাঁপতে কাঁপতে
    ওই ডায়লগ। ওতে কিন্তু একটা চমৎকার ভাট কবিতা ছিল।
    "" হে মুরগী, তুমি যদি হইতে কোকিল,
    গগনে গগনে বেড়াতে উড়িয়া যেমন উকিল
    রামদাস সরখেল,
    কালোকোট গায় খুঁজে ফেরে কোথায় মক্কেল!""

    ফের প্রসঙ্গের বাইরে ভাট বকছি, কবে যে আক্কেল দাঁত গজাবে!
    হিন্দিতে বলে--""বান্দর কিতনা ভি বুড্‌ঢে হো, গুলান্টি খানা নহীঁ ভুলতে''।
  • Ishan | 12.163.39.254 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫০437697
  • ওরে বাবা কতো লেখা হয়েছে। :)

    বেশি কথার কিছু নাই। দু লাইনে বলি।

    ১। লেখা নিয়মিতই উঠছে। আগের থেকেই বেশিই উঠছে। অনিয়মিত বলাটা ঠিক না।

    ২। লেখার সাজানো/কনটেন্ট/মান নিয়ে তেড়ে ফিডব্যাক দিন। পছন্দ হলে দিন, না হলেও দিন। ওতে সুবিধেই হয়। অসুবিধে নয়।

    ৩। মতামতের পরে ফর্মাল/ইনফর্মাল সম্পাদকীয় বক্তব্য/ব্যাখ্যা আসতেই পারে। সর্বত্রই আসে। কিন্তু ভয় নাই, সেটা মইর‌্যা ফেলুন/কাইট্যা ফেলুন গোছের কিছু হবেনা। :)

    কা-গু নিয়ে পরে লিখছি। আমি কেমন একটা তত্ব তত্ব গন্ধ পাচ্ছি ওতে। হাত চুলকাচ্ছে। :)
  • a x | 143.111.109.1 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৫437698
  • কাগু সংক্রান্ত না, পেমে সংক্রান্ত। পে-মে বা ইন-ডিসাইনের কোনো টিউটোরিয়াল আছে গুরুর?
  • dipu | 59.164.233.178 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০৪:৪৮437699
  • পেজমেকারের টিউটোরিয়াল আছে। শমীকদার বানানো। সাইজে আটান্ন এমবি। ম্যাক্রো চালানো বাদে সবই তাতে আছে। ম্যাক্রো চালানোটা জুড়ে দিলে কমপ্লিট হয়ে যাবে।
  • Ishan | 173.26.17.106 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৮437700
  • কা-গু নিয়ে এত মতামতের আলাদা করে উত্তর দেওয়া চাপ। সে রাস্তাতেই যাচ্ছিনা। সব কটাই কাজে লাগবে। শুধু একটা কথা আলাদা করে বলার ছিল। ম্যাগাজিনের (বইয়ের নয়) প্রচ্ছদ যদি খারাপ লাগে, সে জন্য হুতোকে গাল দেবেন না। হুতোকে যে কি খাটানো হয়েছে, সে না বলাই ভালো। বেচারি না হলেও এবারের কা-গুর গোটা দশেক সেট প্রচ্ছদ বানিয়েছে। এবার (এবং আগেরবারেও) প্রচ্ছদে ইপির তোলা ছবি ব্যবহার করা হয়েছে (আগের বারের কথাটা এই জন্য বললাম, যে, জনতা যেটাকে নন্দনের লোগো বলে ভাবছে, ওটা আসলে নন্দনের ফটোগ্রাফের অংশ)। এবং তার উপরে হুতোকে নানা অসম্ভব কাজ করতে বলা হয়েছে। প্যাঁচা কেন উপরে, ওটাকে ট্রামের মাথায় বসাও, ভেড়া কেন হাতে আঁকা, এই নাও অজ্জিনাল ভেড়া বসাও, ইত্যাদি নানাবিধ বাজে আব্দার হুতো হাসিমুখে মেনে নিয়েছে। এবং সেই প্রচ্ছদই বেরিয়েছে, যেটা আসলে ৫০% অন্য লোকের জুলুমবাজির ফসল। হুতো সেইসব উদ্ভুতুড়ে দাবী কিকরে ম্যানেজ করে তার পরেও একটা জিনিস নামিয়েছে, সে শুধু হুতোই জানে। :)
  • Ishan | 173.26.17.106 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৭437701
  • আরেকটা কথা হল পত্রিকার চরিত্র। সেটা নিয়ে যা চিন্তাভাবনা সেটা নিয়ে দুই কথা কয়ে নিই। এটা বেসিকালি বোধির কথার উত্তর। কিন্তু ব্যক্তিগত বাদ-প্রতিবাদের স্তরে নয় আর কি।

    এমনিতে আমরা সবাই ছোটোবেলায় অ্যামেচার ম্যাগাজিন বার করেছি। অ্যামেচারই হোক, আর বেশ গম্ভীর ম্যাগাজিন, যাদেরকে আমরা লিটল ম্যাগ বলি, তাদের চরিত্রে বিভিন্ন পার্থক্য আছে, থাকে, কিন্তু একটা জায়গায় মোটামুটি সবাই এক, যে, সেখানে লেখে তেরোটা লোক এবং পড়ে এগারো জন। তেরোর জায়গায় ওটা পঞ্চাশ হতে পারে, এগারোর জায়গায় সাতচল্লিশ, কিন্তু ব্যাপারটা একই। এবং এই যে পাঠক সংখ্যা, তার একটা বড়ো অংশই হলেন বোদ্ধা পাঠককুল, যাঁরা নিজেদের লেখা নিজেরাই পড়েন, নিজেই নিজেদের ভালো বা মন্দ বলেন। সব মিলিয়ে একটা তিব্বতী গুম্ফার গোপন সাধনার মতো অবস্থা, যেখানে পঞ্চাশ একশ কি এক হাজারটা লোক বসে গোপনে মন্ত্রোচ্ছারণ করে। বাইরের লোক সেখানে ঢোকেওনা, ঢুকতে চায়ওনা, তাদের ডাকাও হয়না।

    ছাপা হোক কি নেট, গুরু যখন চালু করা হয়, তখন একটা সচেতন প্রয়াস ছিল, শিল্পকলা নামক এই গোপন একটা বৃত্ত থেকে বেরিয়ে আসার। শিল্পে ব্রাত্য জনগোষ্ঠীর কথা শোনার, তাদের ভাষায় কথা বলার, এবং তাদের কাছে পৌঁছনোর। সেই জন্যই পত্রিকার নাম গুরুচন্ডালি। যার মোদ্দা কথা হল, অ্যাজ সাচ গাম্ভীর্যে আপত্তি নেই, কিন্তু গাম্ভীর্যের যে আড়ম্বর, তার দুর্গপ্রাকারে গিয়ে অন্তত এক আধটা পটকা ফাটিয়ে আসা।

    (চলবে)
  • a x | 143.111.109.1 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২০437702
  • প্রশ্ন পাচ্ছে, করি? না কি শেষ হলে করব?
  • Arijit | 61.95.144.122 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৭437704
  • কিন্তু প্রেস/পেজমেকার/পিডিএফ সংক্রান্ত কোশ্চেনটার উত্তর?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন