এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু ২

    Rajdeep
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১০ | ৪০১৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৫437805
  • বহুক্ষণ নিজেকে সংবরণ করেছি। স্বভাবে আমি একটু বেশি বকি মাঝেমাঝে। আমার ফিডব্যাক না চাইলেও দিয়ে থাকি। সেই প্লাটিপাসের আমল থেকে আমি নী:পা:, এখন অতি স:পা:, তার বহুবিধ কারণের মধ্যে একটা হল বন্ধুত্ব। যখন নী:পা: ছিলাম তখনও তোমাদের চিনতাম। দীপ্তেন দা কে চিনতাম, মিতাদি কে চিনতাম, আরও অনেককেই চিনতাম, ফুটকি/রঙ্গন কে তো চিনতামই। অনেকটাই রিমির জন্য কারণ সে বহুদিন ধরে নেটে স:পা:। সেই থেকে আমিও কবে থেকে এই চরিত্র গুলোর সাথে একাত্মতা বোধ করি বলা মুশকিল। কিন্তু করি, তাতে অবেগ টাবেগ বলে হ্যাঠা দিতে পারো। কিন্তু কিছু ক্ষেত্রে আবেগ থাকবে তাই মানুষের ধম্মো। সেই ধম্মো পালন করলাম।

    কমন বন্ধুদের মধ্যে এই গণ্ডগোলটা ভালো লাগছে না। এবার যদি বলি দুই পক্ষেরই আত্মসমালোচনার জায়গা আছে তাহলে দুজনেই খচবে। খচলে খচো, কিন্তু এটার একটা এক্সিট পয়েন্ট বের করো। আমি খেলব না, আর তুমি খেলবে না তাতে বয়েই গেল এই মোডে হয় না। লেট মি নো হাউ ক্যান আই হেল্প। এর থেকে জেনেরিক বার্তা দেওয়া সম্ভব নয়। এরপর পয়েন বাই পয়েন বোঝানোর খেলায় যেতে হয়, তাতে শুরু হবে আবার চাপান উতোর। বার্তাটি পছন্দ না হলে প্লিজ কন্টিনিউ।
  • ranjan roy | 115.184.12.78 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৪437806
  • আকা'র সঙ্গে আছি, যদিও রিয়ালি কাউকেই চিনিনে, কিন্তু একাত্মতা বোধ করি, আকার মতো।
  • stoic | 160.103.2.224 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৭437807
  • মিডরিব না, মিডরিফ। midriff
    :-))
    গুড ওয়ান।
  • h | 121.242.55.34 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৮437808
  • stoic, পাঁজরের সঙ্গে পেটের গুলিয়ে যাওয়াটা আমার ক্ষেত্রে আনলাইকলি ছিল, তবে সব-ই পিয়ার প্রেসার, কেট মসের দিব্যি:-)
  • bhixaa | 59.93.163.52 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৪437809
  • দয়া করে এবার আপনারা এই থ্রেডটাকে আরো লম্বা করা কোনভাবে বন্ধ করুন। এটা অন্য কোন থ্রেডের মতো হয়ে যাচ্ছে। পার্থক্য এটুকুই যে সে থ্রেডগুলোয় স্থূলতা মাঝেমধ্যেই কমবেশী এসে পড়েছে, ফলে সেগুলো আর পাঁচটা আগের মারামারি-ঝাড়াঝাড়ির মত ছোট বড় ঢেউ তুলেই থেমে গেছে। দ্বিতীয়ত: সেগুলো অন্য কোন বিষয়বস্তুকে কেন্দ্র করে হোত বা হয়, যাতে এখানের কেউই তোপের মুখে পড়তো না বা পড়ে না, কেবল তাদের সমর্থন বা ঝোঁকাটা আক্রান্ত হয়।
    কিন্তু এটা তো একেবারে সরাসরি নিজেদের মধ্যে, নিজেদের মধ্যেই এক একেকজন ব্যক্তিকে নিয়ে। আর এখন এই থ্রেডটা খুব সূক্ষ্ম, তাত্বিক, মতাদর্শগত যন্ত্রণাময় বিরোধীতাকে ধীরে ধীরে বড় বেশী আবেগময় জায়গায় নিয়ে যাচ্ছে। এবং সেটা অনভিপ্রেতভাবে সর্বসমক্ষে।

    আপনাদের কাছে অনুরোধ আপনারা এ সংক্রান্ত যাবতীয় আলাপ আলোচনা, পরামর্শ, প্রত্যাখ্যান সব কিছুকে পারস্পরিক মেলের মধ্যে সীমাবদ্ধ রাখুন। বা ফোন করুন সরাসরি। কিন্তু গু চ-র দিব্যি খেয়ে এটাকে বন্ধ করুন।

    দয়া করে।
  • debu | 72.130.151.116 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৪৭437810
  • আরে এ সব তো হবেই ,এই জন্যেই আম্রা বং

  • sumeru | 117.99.9.125 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৯437812
  • লিঙ্ক এখনে ক্যা?
  • dipu | 61.12.12.83 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৮437813
  • এখানেই ভালো :-)
  • pi | 72.83.210.50 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৮437815
  • হ্যাঁ, হ্যাঁ, এটা খালি কাগুজেগুরু নিয়ে ঝগড়াঝাঁটির জন্য সংরক্ষিত টই :)

    কাল এতবার করে বোধিদাকে বল্লাম, এখানে লিখতে চাইনা, উত্তর পেতেও না, তাও দেখি মেইলের একেকটি লাইন রেফার করে করে এখানে উত্তর। যাক, আর কিছু বলার নেই। মেইলে ও না, এখানেও না।

    তবে, 'এই জন্যেই আমরা বং' কিনা জানিনা, এই জন্যই যে কোনো কাজ করতে নামা বা, নামা তো দূরস্থান, করার কথা ভাবাও উচিত না, সেটা কিন্তু বিলক্ষণ টের পাচ্ছি। গত কয়েকদিন ধরেই।
  • Arijit | 61.95.144.122 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৪437816
  • না: এটা বং ফং নয়। প্রপার বং-রা গুচ বা গুচ জাতীয় জিনিসকে পোঁছেই না। এটা বাঙালী ইশ্‌টাইল।

    আজ্জোর সাথে এই ব্যাপারে ক।
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৮437817
  • যারা ছবি তুলেছো আর যারা আপলোড করেছো, দেখা হলেই (কলকাতায় হলে - সিরাজে, ব্যাঙ্গালোরে হলে রিচি'জ-এ বিরিয়ানী)। অনেক বন্ধুদের সাথে দেখা করিয়ে দিলে তোমরা। ৪১, ৪২ সপ্তর্ষী (ওকেই পুলিশ ২০শে জুলাইয় ৭৪এর মিছিল থেকে গ্রেপ্তার করায় সেদিনের ঐ ঘটনা),
    ৪৬ শুভজিত - খুব বিরল জাতের ছবি তুলিয়ে, ১১০,১১১ চন্দন ও অন্যান্যরা - আমার বইমেলা দিনের গানের সাথী।

  • dipu | 61.12.12.83 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৩437818
  • যাক, আমিও আপলোড করেছি।

    লাজিজ এ ও আপত্তি নেই :-P
  • a x | 143.111.109.1 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৫437819
  • কল্লোলদা, যদি না কারো বা অ্যালবাম মালিকের আপত্তি থাকে এই গুলো পিকাসার কমেন্টে লিখে দেবেন একটু?
  • pi | 72.83.210.50 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:১১437820
  • লিখে দিন না কল্লোলদা !

    তবে আগে জানলে আমিও কিছু আপলোড করতাম :(

  • A | 99.183.185.250 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৮437821
  • ওরেঞ্জ শাড়ি অধীশা/অদেশা, না?
  • Arijit | 61.95.144.122 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৯437822
  • আমার তো আপলোডানোর কিছু নেই - ছবিই নেই কারণ যাইই নি - এই প্রথম কলকাতায় আছি অথচ বইমেলা যেতে পারলুম না। তা সেই জন্যে কি আর কেউ বিরিয়ানী থেকে বঞ্চিত করবে? এতটা পাষাণহৃদয় মনে হয় নায়।
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪২437824
  • দিপু - চলে আয় যে কোন দিন সাঁঝের ঝোঁকে। তবে জিশান নয়। ওখানে তো কলকাতার মতো বিরিয়ানী পাওয়া যায়। সে তো জীবনভর খেলিই। রিচি'জ ব্যাঙ্গালুরুর মুসলমানেদের দোকান। এখানকার বিরিয়ানী অন্যরকম। ব্যাঙ্গালোরে যে লাল-হলুদ অখাদ্যটা সব জায়গায় বিরিয়ানী বলে চলে (সে হৈদ্রাবাদী বা দম যে নামেই চলুক) এটা সেটা নয়। তাপ্পর পানী-কম-চায়ে ক্যারামেল পুডিং খাওয়াবো।
    অরিজিত - না কৈ, আমার পা তো ষাঁড়ের মতো নয়! একদম ক্ষুর নেই। সে আর হতে পারলাম কৈ। কল্কেতায় আসি। তাপ্পর লিচ্চয় হবে, বিরিয়ানী সহ ভাট।
    পাই - পব্লিক স্পেসে ওসব না লেখাই ভালো। আসলে আমিও আবেগে এখানে লিখে ফেলেছি। সকলে তো, তাদের পরিচয় সবাই জানুক, তা নাও চাইতে পারে।
  • Ishan | 173.26.17.106 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪২437823
  • হুঁ।

    আমারও শোনা হয়ে গেছে, কোনো কনট্র্যাক্ট/আন্ডারস্ট্যান্ডিং না করেই অন্য লোকের সঙ্গে কাজে নেমেছি। অন্যের কাছ থেকে দায়িত্ব কেড়ে নিয়েছি। তার আনা লেখাগুলো সব বাদ দিয়েছি। যাদের লেখা বাদ গেছে তাদের জানাইনি। ইত্যাদি।

    শুধু অন্যকে টুপি দিয়ে টাকা নিয়ে বই ছাপিয়েছি টা বাদ গেছে। ওটা বললেই শান্তিতে কাগুজে গুরু ৬ এর কাজে নেমে যাই। :)
  • Ishan | 173.26.17.106 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৪437827
  • এই গুগুঅল আইডিটা আমি খুলেছিলাম। সে হিসেবে আমারও কিছু অবদান আছে বইকি। :)
  • . | 115.117.210.103 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৬437828
  • "আর কিছু বলব না" বলা সঙ্কেÄও পাই শেষে যে মন্তব্য যোগ করল সেটা অসম্ভব condescending
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮437829
  • অ্যাই ঈশেন, কি হচ্ছে। এটা বন্ধ কর।
    একটা জিনিস পরিস্কার বোধি গুরুতে যুক্ত থাকতে চাইছে না। ব্যস। আর তুইমুই করিস না। কার দোষ জানতে আমার (আমার মনে হয় অনেকেরই) কোন ইচ্ছে নেই। এবার তোরা ক্ষ্যামা দে। যত যাই হোক বিষয়টা মোটেই আনন্দের নয়। একজন বন্ধুর চলে যাওয়াটা - চলেই যাওয়া। মন খারাপ হয়।
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯437830
  • দিপু জিশান কে লাজিজ পড়ো।
  • lcm | 69.236.169.214 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩437831
  • কল্লোলদা লালহলুদ অখাদ্য বলল!! নেহাৎ বিরিয়ানি - নইলে....
  • s | 117.99.9.125 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪437832
  • অরেঞ্জ শাড়িতে অধীশা।
  • a x | 143.111.109.1 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০437833
  • ধ্যাত কল্লোলদা, আরেকটু চালাতে দিন। এতদিন সিরিয়াস ঝগড়া হচ্ছিল, এখন যেখানে চলছে তাতে পরিষ্কার বুঝতে পারছি মশলা খাবার স্টেজ আগত প্রায়। তুই আমার বলটা নিয়ে নিলি কেন? তুই আগে ব্যাট করতে দিলি না কেন? আর চিন্তা নাই। ইয়ার্কি মারছিনা কিন্তু। চোখা চোখা যুক্তির চেয়ে যখন এরম হয় তখন বুঝতে হবে হাই চান্স ছেলেপুলে কাল পরশু হ্যান্ডশেক করে ফেলবে।
  • Ishan | 173.26.17.106 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯437834
  • কল্লোলদা,

    খোলাখুলি বলছি। আমার লাইফে একটা প্রবলেম আছে। কেউ যদি খিস্তি করে, এবং আমি যদি চুপ করে থাকি, তার মানে হবে, সে ঠিকই বলেছে। যেমন রঞ্জনদা বইটা না পড়েই কনভিনসড হয়ে গেছেন (রঞ্জনদা, ঠিক বললাম কি?)। গুরুর স্বার্থে আমি সেটা করতে দিতে পারিনা।

    আবার কেউ যদি খিস্তি করে, এবং আমি যদি ক্ল্যারিফাই করতে যাই, তার মানে হল তুই-বিড়াল-মুই-বেড়াল করছি।

    কোন দিকে যাই, ডানদিকে, না বামদিকে? :)

  • lcm | 69.236.169.214 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৪437835
  • সোজা।
  • pi | 72.83.210.50 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৭437836
  • ফুটকিদা, এতো ভারি মুশকিল। আমি এখানে এসব নিয়ে কচলাতে চাইছি না, বারবার বলছি, তা সঙ্কেÄও আমার মেইল রেফার করে এখানে কথা বলা হয়েচে (যেটা আমার কাছে যথেষ্ট আপত্তিকর )।
    এদিকে আমাকে খুব গোদাভাবে মেইল করতে বারণ করে দেওয়া হয়েছে। একটি পাবলিক ফোরামে।
    তাহলে আমি আর কী ই বা বলতে পারি ?
    আমার কাছে আর কি বা অপশন আছে, এখানে এক এক করে বোধিদাকে উত্তর দেওয়া, প্রতিপ্রশ্ন করা, প্রত্যুত্তরে আরো কিছু কথা, বাগ-বিতণ্ডা করা ছাড়া।

    আমি এখানে এটা চালাতে চাইছি না। প্লেইন অ্যান্ড সিম্পল।

    তবে, অবাক লাগলো। খারাপ ও। আমার পোস্ট যাঁদের 'অসম্ভব condescending' লাগলো, Date:08 Feb 2010 -- 05:36 PM এর পোস্ট ও যে আমার কাছে খুব খারাপ লাগার ও অপমানজনক মনে হতে পারে, সেটা তাঁদের মনে হলনা।

    এবার সত্যি ক্লান্ত লাগছে। এখনকার এই চাপান-উতোরে আখেরে কী যে লাভ হচ্ছে ভগা জানেন।
    এই টই থেকে দয়া করে আমাকে ছাড়ান দেওয়া হোক। এটা অনুরোধ। সম্ভব হলে কাগুজে গুরু থেকেও। ক্রমশ: আমার স্থির প্রতীতি জন্মাচ্ছে, এই উদ্যোগ নেওয়া ভুল ছিলো।

  • lcm | 69.236.169.214 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৮437838
  • সোজা চলতে থাকো, কি মানে হবে ভাবতে হবে না। তোমরা যে কাজে নেমেছ ভাই, তাতে তো এরকম একটু হবেই। ফ্রিল্যান্সিং অ্যাকুমুলেটেড এফোর্ট - একটু কনফ্লিক্ট ইনএভিটেবল্‌। আজ সম্পাদনা নিয়ে হচ্ছে, কাল অন্য কিছু নিয়ে হতে পারে। এসব নিয়েই চলতে হবে। মানে, যদি চলতে চাও। কিন্তু ভেবে দ্যাখো কিছু ভালো সাজেশন তো এসেছে এই বিতর্কে - এই যেমন অমনোনীত লেখা নিয়ে তোমরা কি করো... এসেট্রা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন