এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু ২

    Rajdeep
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১০ | ৪০১৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.210.50 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৪৩437872
  • কল্লোলদা ও a,
    যেখানে যেখানে এটা করা যায়, করা হচ্ছে।
    কিন্তু ইন্ডিভিজ্যুয়াল পোস্টিং ও অনেক গুলো করতেই হবে।
    কলকাতা ও অন্যান্য অনেক শহরে অনেক লোক আছেন, যাঁদের আমাদের চেনা কেউ ই চেনেন না। ঐ একদিন ভাট ইত্যাদি করে বিলি করা যাবেনা।

    রেজিস্ট্রেশনের বন্দোবস্ত চলছে।
    বিজ্ঞাপন দরকার তো বটেই, সেই মর্মেই তো এই লুটিশ।
    http://www.guruchandali.com/temp/abedan.htm

    নইলে সব বই বিক্রি হলেও খরচা উঠবে না। এবারে ১৫০০ বই শুধু ছাপতেই খরচ হয়েছে ২৩০০০ টাকার উপর। বিনা ডাকযোগ হলে দাম ১০ টাকা। তার উপর ৩৫-৪০% ডিস্ট্রিবিউটরের কমিশন। :(

    এখন দাম ( পোস্টের জন্য) বাড়ালে যাঁরা ইতিমধ্যে গ্রাহক হয়ে গেছেন , তাঁদেরকে জানানো আবার একটা চাপের ব্যাপার।
  • kallol | 124.124.93.202 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫437873
  • আবাপ-সানন্দা-আলো-দেশ-বর্তমান এসবের কথা ভেবে লাভ নেই। ওদের অনেক বড়ো ইনফ্রাস্ট্রাকচার, তাতেও পারে না। কেসিদাসের পাশের স্টলে খোঁজ নিয়েছি। সব এয়ার মেল-এ আসে। সব শহরেই লোকাল অপিস/এজেন্ট আছে। তারা বিতরন করে। তাও আবাপ আসা বন্ধ প্রায়।
    চালাতে গেলে বিজ্ঞাপন ছড়া গতি নেই। বিজ্ঞাপনে (রেজিস্টার্ড হলে) পাওয়া সবচেয়ে সহজ - প:ব: সরকারি বিজ্ঞাপন। একটু রাইটার্সে হাঁটাহাঁটি - তথ্য দপ্তরে চেনা থাকলে ভালো হয়। আমার একজন চেনা আছে।
    অন্য বিজ্ঞাপন - পাওয়া বেশ চাপ। আমি চেষ্টা করেছি। সবারই এক কথা - ব্যাঙ্গালোরে বিক্কিরি কতো? তার ওপর স্থানীয় ভাষা বা ইঙ্গ নয়।
    কলকাতায় - একজন বা দুজন (দুচাকাওয়ালা হলে ভালো হয়) এক রবিবার(না হলে আর এক রবিবার) দুগ্গা বলে বেরিয়ে পড়ো সাথীয়োঁ। গুরুর পাঠকদের সাথে জান পহেচানও হয়ে যাবে। এটুকু বোধহয় করা যায়। যায় কি?
  • Bhuto | 203.91.201.56 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫৭437874
  • এই তো আমি আছিইইইইই।
    মিতাসি এই রবিবার মিতাসির বাড়ি যেতে বলেছে। যাবে?

    অয়ন , চলে আয়। মেল করছি দেখে নে।

    আর হ্যাঁ সমর্থ কেউ কলকাতা থেকে বেঙ্গালুরু এলে একটু জানাবেন পিলিজ।

    অয়ন তোর বাড়ি থেকে কেউ আসছে না :) ?
  • kallol | 115.184.14.66 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৬437875
  • ভুতো - মেলিয়েছি - চেকা।
  • pragati | 59.93.162.247 | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৪437876
  • হতে পেলাম পঞ্চম গুরুচন্ডালি।

    লেখা পাঠানোর সময় বই-এর একটা পরিচিতি দিয়ে ছিলাম। নাম, প্রকাশক, পৃষ্ঠাসংখ্যা, প্রকাশের বছর ইত্যাদি দিয়ে,সেটি ছাপা না হয়ে লেখাটি কিছুটা অসম্পূর্ণ দেখাচ্ছে।

    লেখক-পরিচিতি পরিবর্তনের আগে যদি একটু জানাতেন!

    লেখায় একটি শব্দ,'রাবাই'(ছাপা হয়েছে 'রাবি') এর বাংলা অনুবাদের (ইহুদি পাদ্রী) হয়তো দরকার ছিলো না। বেশী অনুবাদে, বিশেষত পরিচিত শব্দের, লেখাকে কিছুটা থমকে যায়।

    পাঠক হিসেবে মনে হয়েছে সরাসরি বই-এর আলোচনা দিয়েই সংখ্যাটি শুরু হতে পারতো। অনেক ভালো লেখা, মিঠুন ভৌমিকের লেখাটি, বা দৈপায়ন বা ইন্দ্রাণীর লেখাটি আসতে পারতো সামনের পাতাতেই।

    শেষে একটা কথা।
    গুরুচন্ডালি এই সংখ্যাটি পেলাম দমদম ষ্টেশনের বিবেকানন্দ মূর্তির নিচের বুকস্টলটি থেকে।
    গুচন্ডালির প্রাপ্তি-সুলভতা বাড়ছে দেখে ভালই লাগলো।
  • Abhyu | 97.81.71.179 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯437878
  • ন্যাপকিনের ওপর প্যাঁচা আর ইঁদুরটা বেশ লাগলো। হাত্তালি @ হুতো
  • aka | 24.42.203.194 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:২১437879
  • সোজা লাইন, একদম সোজা। বুইতে সুইতে।
  • aka | 24.42.203.194 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৮437880
  • প্রগতি আপনি বুলবুলভাজা ইমেলে মেইল করে জানতে চেয়েছেন কিকরে কাগুর কলকাতার লোকজনের সাথে যোগাযোগ করা যায়। কেউ উত্তর দেয় নি। কি আর বলি? কেউ কথা রাখে না। :)) ব্যপারটা ঠিক দাঁড়ায় নি। একদম বাজে কাস্টোমার সার্ভিস। তবে আশা রাখি কখোনো না কখনো ঠিক ঠাক দাঁড়িয়ে যাবে। বোঝাতে পারলাম কি? গুছিয়ে গালি দেন, এরপরের বার শুধরে নেব। মানে প্রসেস টসেস সবই আস্তে আস্তে দাঁড়াচ্ছে, ভালুক উইথ আস। ইয়ার্কি মেরে লিখলুম বলে কিছু মনে করবেন নি, প্লিজ।
  • til | 220.253.71.161 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫৭437882
  • ভালুক উইথ আস!
    খুব হাসলাম, খুব, খুব।
  • kanti | 125.20.14.45 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪৯437883
  • গুরুচন্ডালী থেকে আমাকে বার বার মেইল করা হোচ্ছে।অর্কুটেও মেইল কোরতে বলা হোচ্ছে।আমিঅর্কুটে কয়েক বার জবাবও দিয়েছি।
    ।কোন অজানা কারনে দুদিকের যোগাযোগ হোচ্ছেনা।তাই এখানে লিখছি। অবিলম্বে আমাকে মইল কোরে চেক পাঠাবার ঠিকানা মেইল করা হোক। এবং কোন address-e মেইল কোরবো, জানানো হোক। আমি চেক পাঠাচ্ছি।কান্তি।
  • pi | 72.83.210.50 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৬437884
  • প্রগতিদিকে অনেকদিন আগেই উত্তর দেওয়া হয়েছে।
  • pi | 72.83.210.50 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৮437885
  • কান্তিবাবু, আপনাকে তো বারবার [email protected] এ মেইল করতে বলা হচ্ছে। কেন আসছে না তো জানা নেই। আপনার মেইল আইডি দিন বরং।
  • aka | 24.42.203.194 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩৬437886
  • ইপিস্তা, মেইলের উত্তর যদি অন্য ইমেল থেকে দেওয়া হয়, তাইলে একটা করে সেল্ফ রিপ্লাই দিয়ে রেখো - অ্যাকশন টেকেন টাইপ, নইলে আবার বুর্বাক বনব। :))
  • h | 121.242.108.34 | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৩437887
  • প্রগতিদি,

    আপনার প্রশ্ন পড়ে মনে হল, আমার কিছু বলার দায় আছে। পাবলিকলি-ই।

    ১। আমার ধারণা ছিল পেশা/পজিশন ইত্যাদি হিসেবে উচ্চারণ রাবাই। আর ব্যক্তি হিসেবে ব্যবহার হলে রাবি।
    হতে পারে আগে পড়া কোন বাংলা অনুবাদে 'রাবি' পড়েছিলাম বা কোনো নেটিভ স্পিকারের 'ভুল' উচ্চারণ কানে ভুল ভাবে লেগে আছে।
    হ্যাঁ আপনি ঠিক। আমি ভুল। অক্সফোর্ড ডিকশনারি বলছে রাবাই। ওয়েবের ডিকশনারি ডট কম বলছে দুটো-ই সম্ভব। তবে এই সংখ্যাটার সঙ্গে যদ্দিন যুক্ত ছিলাম, ইংরেজি বানানের ক্ষেত্রে মোটামুটি সব ক্ষেত্রেই অক্সফোর্ড ডিকশনারি ব্যবহার করেছিলাম। সেটা এক্ষেত্রেও করা উচিত ছিল। সরি।

    ২। বইয়ের নাম কেন যায় নি জানি না। আমি আমার কাছের শেষ ভারসনের কপি রেখেছি, তাতে দেখছি, ইংরেজিতে বইয়ের ডিটেল রয়েছে।

    ৩। পরিচিতি টা আমার লেখা। আপনার দুটো ভারসন ই আমার পছন্দ হয় নি। আমার টা আবার আপনার প্‌ছন্দ হল না। অসত্য কথন কিছু করেছি কি? এই ভারসন টা তা নিজে লিখে নিয়েছিলাম। দেখিয়ে নেওয়া উচিত ছিল। সরি।

    ইন্দ্রাণী আর দমুর বেলাতেও তাই করেছিলাম। আমার ডিসটিন্‌ক্‌টলি মনে আছে, আপনাদের নিজেদের লেখা আত্মপরিচয় পড়ে সেগুলো আমার মনে হয়েছিল, বড্ড বেশি বিনয়ী। যেটা আপনাদের লেখার কোয়ালিটি আর বিশ্লেষণ ক্ষমতার সঙ্গে যায় না।
  • Samik | 219.64.11.35 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:০৮437888
  • কাগুজেগুরু ৪, ল্যালা সংখ্যা একেবারে চেঁচেপুঁছে সাফ! নয়ডার দোকানে আর একটিও কপি পড়ে নেই। আজ কাগু ৫ আর চটি দিয়ে এলাম। দেখি কেমন বিকোয়। :-)
  • rabaahuta | 203.99.212.53 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৮437889
  • দা ব্যা
    রু পা

    তো
  • Samik | 219.64.11.35 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৪437890
  • সে

    তে!
  • Arijit | 61.95.144.122 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২437891
  • আমি এখনো কাগু-৫ পাই নাই।
  • de | 59.163.30.2 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪০437893
  • আম্মো পাই নি! এট্টু লজ্জা কচ্চিলো তাই বলতে পারছিলুম না!
  • rabaahuta | 203.99.212.53 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪437894
  • ক্কী: কান্ড! কাগুপাঁচ না পাওয়াতে লজ্জার কি আছে? কত্তো লোক পাচ্ছেনা, জানেই না আদ্ধেক লোক, কেউ কি লজ্জা পাচ্ছে?
    না না, লজ্জার কিছু নেই।
  • Blank | 203.99.212.54 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:১০437895
  • আমারে ওপিয়ামে না ডাকলে পাবে কোত্থেকে !!
  • de | 59.163.30.2 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৫437896
  • ওপিয়াম কোতায়?
  • Arijit | 61.95.144.122 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৭437897
  • আমার পুরনো আপিসের নীচে। ব্ল্যাংকিটা পাষণ্ড। খোঁড়া ঠ্যাঙে অদ্দুর যেতে হবে, আর তায় উদিকে রাস্তাটাও খোঁড়া:-(
  • san | 203.91.201.56 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:২১437898
  • এ: ওপিয়ামে এরকম ফিসফিসিয়ে দুজনে মিলে ওয়ান-ও-ওয়ান সেশন করার কোনো মানেই নেই। আমরা সকলে মিলেই হল্লা করি না ক্যানো?

    ডি: আমার কোনো কাগুপাঁচ পাবার বা দেবার নেই।
  • de | 59.163.30.2 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৯437899
  • সেখেনে আমি ক্যামোনে যাবো ও ও ?

    ইস কলকাতা কি ভালো! আপিসের নীচেই খাবারের দোকান-- এখেনে ক্ষিদে পেলেই বাটাটা-বড়া, ছো:!
  • pi | 72.83.210.50 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৭437900
  • দিল্লি, ব্যাঙ্গালুরুর জনতা কা-গু ৫ পেয়ে গেছেন ভুতো এবং সুমনদার দৌলতে। বাকিদের একটু ধৈর্য ধরতে হবে। যিনি পোস্ট করেন, তিনি অসুস্থ।
    নৈলে, খুব তাড়া থাকলে কলকাতা থেকে এক্‌খন মুম্বই যাচ্ছে, এমন লোকের সন্ধান দিতে হবে। কাব্লিদা তাকে স্টেশনে বা এয়ারপোর্টে বই পৌঁছে দেবার বন্দোবস্ত করে দেবে। গ্রান্টি। :)
  • suchetana | 122.172.52.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৯437901
  • আমি পাই নি। পাজি ভুতো সমানে খুড়োর কল দেখিয়ে যাচ্ছে ""এই এলুম '' বলে!
  • sumeru | 117.99.40.166 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪২437902
  • ওপিয়ামে ডাকলে আমিও দিয়ে আসতে পারি।
  • Samik | 219.64.11.35 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৯437904
  • ভ্রূপল্লবে ডাক দিলে
    দেখা হবে ধূমে ওপিয়ামে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন