এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু ২

    Rajdeep
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১০ | ৪০১৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 204.138.240.254 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৭437606
  • ইসে, হুতো বোধহয় সব প্রচ্ছদ করেনি।
  • I | 59.93.216.64 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৩437607
  • আমি তো ৪-এর কথা কইলাম। সেইটে
    তো হুতো করেছে , নাকি?
  • Arpan | 216.52.215.232 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৭437608
  • হ্যাঁ। হুতোই করেছে সেটা। আমিই ভালো করে পড়িনি। সরি।
  • M | 59.93.169.64 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৮437609
  • অ! এটা ঝগড়া আর অভিমানের টই।

    ওকে বাচ্চেলোগো এবার লবেঞ্চুস খাও আর কান্নাকাটি বন্দ করো।

    পালাই!
  • Samik | 219.64.11.35 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৯437610
  • হুঁ, চার হুতোই করেছে। ক্যালালে হুতোকে ক্যালানো হোক!

    আমার মোটের ওপর খারাপ লাগে নি, তবে ল্যালা-র কনসেপ্টের সাথে খাপ খায় নি একেবারে। আর প্রচ্ছদে নন্দনের লোগোটাও বুঝি নি। মানে, ওটাও তো এক রকমের কপিরাইট ভায়োলেশন আর কি ...

    আর পাতার ওপরে ডানদিকে চশমা রাখা নিয়ে আমি ইন্দোদাদার সাথে ক। নতুন লোক ওটাকে গান্ধি-চশমা ভাবতে পারে :-)
  • . | 125.18.104.1 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৩437611
  • নেট থেকে কাগজে ছাপা হলে কি হয় জানি। উল্টোক্ষেত্রে কি হয় জানি না। যদি সেক্ষেত্রেও জানানোর রীতি থাকে তাহলে খুব ভালো।
  • rabaahuta | 203.99.212.54 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৯437612
  • কবি বলেছেন, প্রচ্ছদকে ক্যাল দিন, প্রচ্ছদশিল্পীকে নয়
  • indrani | 124.168.188.194 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫৩437613
  • বোধিসঙ্কÄ, ঈশানের পোস্ট প্রসঙ্গে:

    গোটা ব্যাপারটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
    আপিস, সংসারের হাজার হ্যাপা, দৈনন্দিনের একরাশ ঝুটঝামেলা -সম্পাদক, লেখক-সকলেরই লেখালেখি নিয়ে বসতে মধ্যরাত, ডেডলাইন রাখতে বিনিদ্র রজনী। দু পক্ষেই সমান আবেগ, তাগিদ। এর পরে যদি দুর্ভাগ্যবশত: লেখা প্রকাশিত না হয়, ছাপায় ভুলভ্রান্তি থাকে-অনুভূতিটা একই-কি সম্পাদক, কি লেখক।
    এই দুর্ভাগ্যজনক ভুলবোঝাবুঝি, কমিউনিকেশনের সমস্যা এড়ানো যায় না? এতই কঠিন কি?
  • i | 124.168.188.194 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:২০437614
  • আমার আগের পোস্টে সম্পাদক বলতে সম্পাদকমন্ডলী, কারিগরি সহায়তার নেপথ্যে যতেক কুশীলব-সকলের কথাই বলতে চেয়েছি।
  • pi | 72.83.210.50 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২৪437616
  • ইন্দোদা, দীপু !! x-(

    যাহোক, এখানে এভাবে লিখবো না ই ভেবেছিলাম। কিন্তু সবাই যখন সিরিয়াসলি ই লিখছে আর আমাকে উদ্দেশ্য করেও অনেক কথা লেখা হয়েছে, তখন বোধহয় এখানেই উত্তর দিতে হয়। সময় নেই। গুছিয়ে গাছিয়ে লিখতে পারছিনা। যে একটা দুটো কথা বলার বলে দিচ্ছি।

    গুরু কতটা গম্ভীর হবে ইত্যাদি ইস্যুতে মতান্তর হওয়াতে বোধিদা রাগ করে আর কিছু করবে না বলে জানিয়ে দিলো, মাঝপথে, তখন ডিসেম্বরের শেষবেলা। আর অনেক রকম লেখার সেট পেতে থাকলাম মেলে। কোনটা
    ভার্শন ১, কোনোটা ০, কোনোটা ২ এরকম। বোধিদার সেট । স্যানের সেট। বোধিদা প্লাস স্যানের সেট , যাতে দুজনের ই কিছুটা করে কাজ করা আছে কিন্তু কোনোটাই নাকি শেষ না। একটাতে একজনের এডিটিং এর কাজ হয়েছে তো অন্যটাতে অনুঅজনের প্রুফরিডিং।
    এমতাবস্থায় কোনগুলো নিয়ে আমরা এগোবো জানতে চাওয়ায়
    বোধিদা স্পষ্ট জানিয়ে দিল , এই পাঠানো এতগুলো লেখার মধ্যে কেবল চারটি পুরো 'কমপ্লিট' , আর বাকিগুলোর প্রুফ ট্রুফ সব 'ইন প্রসেস' ছিল, এবং তারপর পরিত্যক্ত।
    আমরা যেনো আমাদের মতো করে , কিছুই হয়নি ধরে নিয়ে, আমাদের মত করে সবগুলোর ই আবার প্রুফ দেখে নিয়ে এগো ই ইত্যাদি।

    তাই করা শুরু হল। বিভাগ, লেখা ঠিক করার পর কেঁচে গণ্ডুষ।
    তবে বোধিদার এডিট করা ভার্শন নিয়ে এগোনো হয়েছিলো, আর সেগুলোতে মূলত করা হয়েছিল প্রুফ দেখার কাজ। অন্য কিছু করার সময় ছিলো না, কারণ তখনো চলছে প্রয়োজনমত নতুন লেখা পত্তর ঠিক করা ইত্যাদি।

    আরো মেইল আসছিলো। আরো লেখা। আসবেই ধরে রাখা কিছু লেখা আসবেনা, সেরকম খবর ও আসতে থাকলো। অতএব ভেবে রাখা বিভাগগুলো পুনর্বিন্যাস।

    অনেক ইংরাজী লেখা , অনেক হাতে লেখা লেখা। অনুবাদ শুরু হলো। বোধিদার পছন্দ না জানিয়ে দিলো, কিন্তু তাই নিয়ে আর কিছু করতে পারবে না তাও জানিয়ে দিলো আর এসব আর বোধিদাকে না পাঠাতেও জানিয়ে দিলো।
    এসব হতে হতে জানুয়ারী প্রথম হপ্তা পার প্রায়।

    ছবি টবি। প্রচ্ছদ। পেজমেকিং ইত্যাদি।

    তার সাথে রয়েছে আরো একগাদা কাজ। না:, তার ফিরিস্তি ধরিয়ে বোর করবো না এখানে, শুধু প্রেসের ব্যাপারটা প্রাসঙ্গিক বলে বলি।

    চতুর্থ সংখ্যা হাতে পাবার পর যা যা দেখে খারাপ লেগেচিলো:

    ১।দু রঙের কাগজ। বারবার বলা ছিলো, ঐ হলদে কাগজ যেনো না হয়, তারপরেও হলুদ কাহজ। তার থেকেও বড় কথা,এক ই বইয়ে দু রকম রঙের কাগজ। অথচ ঠিকঠাক কাগজের জন্য সব তৈরি হয়ে প্রেসে তিন হপ্তা ধরে চার নম্বর গুরু বন্দী। তার পর ও এই।

    ২। প্রচ্ছদ আবার কাটা পড়েছে, ৩ নং এর মত। লেখা কাটা যায়নি বটে, কিন্তু চশ্মা কাটা কোথাও , কোথাও ওপরের বর্ডার হাপিশ।

    ৩ প্রচুর বই তে নাকি পাতা জোড়া।

    ৪। এটা সবচে সাঙ্ঘাতিক ব্যাপার। অ্যাতো হাই রেসোলিউশনের ফোটো, আলাদা আলাদা করে একেকটা এডিট করে, আলাদা করে প্রতিটার টিফ ফাইল পাঠানোর পর, ফটো ছাপার জন্য আলাদা করে ফিল্ম বানানোর জন্য আলাদা টাকা দেবার পর ফোটোগুলোর ওরকম দুর্দশা !! :(

    প্রেসের কাছে এর একটারো সদুত্তর মিললো না, উল্টে জানা গেলো, বইমেলায় এত চাপ, এবার অন্যবারের চেয়ে অনেক আগে না দিলে বই ছাপা যাবে না, বইমেলার আগে বা চলাকালীন।

    অতএব হুড়মুড়িয়ে নতুন প্রেসের সন্ধান , একের পর এক কন্ট্যাক্ট ধরে।
    নমুনার কোয়ালিটি, সময় , টাকা, কাগজ , যোগাযোগের সুবিধা ইত্যাদি সব কিছু অপটিমাইজ করে একটা প্রেস ঠিক করা।

    এমত ব্যাদনার পর পঞ্চম গুরু ভূমিষ্ঠ হল। বইমেলার শুরুতেই।
    হুতো, দীপু, শমীক ,সিঁফো, সৈকতদা, কাব্লিদা, সুমেরুদা ইত্যাদি সবার ( নাম বাদ গ্যালো নিগ্‌ঘাত :( ) এই শেষের কদিন কী পরিশ্রম গেছে তা জাস্ট বলার অপেক্ষা রাখেনা।

    হ্যাঁ, সবাই যতটা সম্ভব চেষ্টা করেছে সব কিছু নিখুঁত করার। সাধ্যের অতিরিক্ত ই করেছে। যা হয়নি, সেটা সাধ্যের অতীত বলা চলে প্রায়।
    তবুও, হ্যাঁ, তবুও, ভুল ত্রুটির দায় তো আর এড়ানো যায়না।
    তার জন্য আন্তরিকভাবে দু:খিত । আর কী বা বলতে পারি।

    আর হ্যাঁ, পরে যা কিছু হোক না ক্যানো, যা কাজ করেছেম তার জন্য ই বোধিদাদের একটা বড়সড় ধন্যবাদ প্রাপ্য। বা, এরকম শুকনো ধন্যবাদ আদৌ যথেষ্ট নয়। বইয়ের দ্বিতীয় বিভাগের বেশিরভাগ লেখাই বোধিদার সুবাদে প্রাপ্ত এবং বোধিদা কর্তৃক সম্পাদিত।

    বোধিদা আমাদের সঙ্গে থাকলে আমাদের সবার ই ভালো লাগবে:), শুধু জানিনা, বোধিদা সেটা বোঝে কিনা :(
  • a | 115.117.149.209 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৪437617
  • বোধিদা "দের" বলতে?
  • pi | 72.83.210.50 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৮437618
  • সুমেরুদাকে।
    প্রি প্রেস না বলে কেনো প্রেসের কথা বলেছিলুম।
    কথাটা বোধিদার কথা প্রসঙ্গে এসেছিলো।
    আর কথাটা ছিলো, এবারের ছাপা চতুর্থ গুরুর তুলনায় খারাপ।

    এবার, এই প্রুফ, পেজমেকিং, আর্টওয়ার্ক ইত্যাদি প্রি-প্রেস কাজ তো আগেরবারের মত ই হয়েছে।
    আর এই জনিত সমস্যাগুলো তো অনেকটা কাটিয়েই ওঠা হয়েছিলো চতুর্থ গুরুতে, তাই নয় কি ? তাহলে এরপর যদি এবারের ছাপা 'চতুর্থ সংখ্যার থেকে বেশি খারাপ' হয়ে থাকে, তাহলে সেই তুলনামূলকভাবে খারাপ হওয়াটা প্রি-প্রেসের কাজের জন্য নাকি প্রেসের কাজের জন্য ? তুমি ই বলো। :)

    তবে, এই পেজমেকিং যারা করে, সৈকতদা,দীপু, শমীক, তাদের উপর একটা প্রচণ্ড চাপ পড়ে। প্রচণ্ড সময় ও যায়। আর এবারের মতন এরকম শিরে সংক্রান্তি থাকলে তাতে কিছু ত্রুটি বিচ্যুতি ও হবেই।
    চতুর্থ গুরুর পেজমেকিং ভালো হয়েছিল বলে অনেকেই জানিয়েছেন। তাই সেই টেমপ্লেট মোটামুটি ফলো করে বাকিটা একটু দায়িত্ব নিয়ে পেজমেক করতে পারবে এরকম একজন প্রফেশনাল পেজমেকারকে আমরা কীভাবে খুঁজে চলেছি, সেতো তুমি ও জানো :(

    তবে, যা শুনছি, ভিতরে ফোটো এবার ও বাজে এসেছে :( তার মানে, ফোটো আর সিম্পলি দেওয়া যাবেনা। প্রেস ছাপার আগে মুখে কনফিডেন্টলি যাই বলুক, ছাপার পর দেখা যাচ্ছে ব্যাপারটা পুরো ছড়াচ্ছে।
    কিম্বা যেসব ম্যাগাজিনে ফোটো ভালো আসে, তাদের কাছ থেকে ম্যাজিকটা জানতে হবে।

    এই ট্রেসিং হবার সময় কেউ প্রেসে গিয়ে দেখতে পারলে বোধহয় ভালো হত।
  • Samik | 219.64.11.35 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০১437619
  • প্রচুর বইতে পাতা জোড়া। হ্যাঁ, এটা আমিও পেয়েছি।

    যাক, তবু তো নেমেছে। এটাই বা কম কী?
  • pi | 72.83.210.50 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০২437620
  • ফুটকিদা, হ্যাঁ, তাও করা হচ্ছে।

    a, যে ভার্শন নিয়ে আমরা কাজ করেছি, সেটা সেই অবস্থায় আনার জন্য যারা সাহায্য করেছে, তাদের সবাইকে বুঝিয়েছি।
  • Arpan | 216.52.215.232 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৯437621
  • একজন প্রফেশনাল পেজমেকারকে দরকার। এর থেকে বড় সত্যি আর হয় না। এমন নয়, সে আমাদের থেকে কাজ ভালো করবে। কিন্তু কাগুর শুরুর দিকে কিছুটা হাতেকলমে করার অভিজ্ঞতা থেকে বনের মোষ যত্নআত্তি কাজ কতটা কঠিন, মাসের পর মাস, সেটা বুঝি।
  • nyara | 122.167.80.90 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:০২437622
  • আমার ব্যক্তিগত মত হল গুরু বড্ড তাড়াতারি বড্ড বেড়ে উঠতে চাইছে। একটু রয়েসয়ে হলে আমার ভাল লাগত, কারণ তাহলে দীর্ঘজীবনের ও ক্রমান্নত মানের ভরসা করা যেত মন বেঁধে।

    আমার অভিজ্ঞতায় এধরণের কাজে প্রথম দিকে যত লোকের যত উৎসাহ থাকে, কদিন পরেই তা চলে যায়। তখন ভরানদীতে মাঝি একা।

    এছড়াও, কাজের লোকের তুলনায় গুরুর এখনকার কাজই বেশি হয়ে গেছে মনে হয়। কাগুজে গুরু আর চটির দাপটে আলোচনা আর প্রকাশিত হয় না, কূটকচালী হাওয়া হয়ে গেছে, বুলবুলভাজা অনিয়মিত, অনলাইন ম্যাগাজিন বন্ধ। অথচ গুরুর আজকের অধিকাংশ পাঠকের এগুলোর জন্যেই এসেছিলেন। গোড়া কেটে আগায় বালতি বালতি জল ঢালা হয়ে যাচ্ছে না তো?
  • a x | 143.111.109.1 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৩437623
  • ন্যাড়াদার সাথে আমি অনেকটা সহমত হলেও এটা বলব - অনেকদিন ধরেই ছাপা গুরুর পরিকল্পনা জল্পনা কল্পনা হচ্ছিল, কিন্তু কেউ শেষ অবধি ঝাঁপটা না নেওয়া অবধি এতদিন ধরে হয়ে ওঠেনি। এই চটি, পত্রিকা সবগুলোই ওরকম, take the plunge তারপর দেখা যাবে, এই মনোভাবটাও বোধহয় থাকা দরকার, নইলে প্ল্যানিংএ তো আমরা ভুবন জয় করি :-)

    যেহেতু কিছুই জানিনা বিহাইন্ড দ্য সীন কি হয়, তাই কয়েকটা প্রশ্ন করব -

    ১) এডিটিং, ঠিক বানান এটা বোধহয় একটা পত্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। গুরুর কি কোনো এডিটিং টিম আছে? যেমন স্যান, দম, সৈকত, এরকম লোকজন মিলে? যাদের কেউ বানান জানে, কেউ ভাষাটা বোঝে, সবরকম মিলিয়ে? এটা একটা ফিক্সড টিম হওয়া উচিৎ। বাকি টেকনিকাল কাজে এদের কে ব্যবহার না করে, শুধু এর জন্যেই এদের সময় চাওয়া উচিৎ।

    ২) লেখা জমা পরা আর প্রেসে যাবার উপযুক্ত ভার্সান তৈরি হবার মধ্যে একটা সময় সীমা আছে কি? এটা থাকা ভয়ংকর দরকার এবং কোনো অবস্থাতেই সেটাকে ভাঙ্গা উচিৎ না। তুমি তিনদিন পরে লেখা দিয়েছ, টু ব্যাড, পরের ইস্যুর জন্য অপেক্ষা কর। এর জন্যে হাতে উদ্বৃত্ত লেখা থাকা দরকার, সেগুলো নিজেদের লোক দিয়ে হলে ভালো প্রথমে, যারা রাগারাগি করবেনা, যে এই ইস্যুতে না এলেও পরের বার আসবে। কিন্তু আজ লেখা পেলাম, কাল প্রেসে যাবে এই লাস্ট মিনিট সিচুয়েশনটা অ্যাভয়েড করা দরকার।
  • shrabani | 59.94.105.158 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৫437624
  • লিখব কিনা ভাবতে ভাবতে লিখে দিলেন।

    এটা সত্যিই খুব খারাপ লাগে এক এক সময়। আলোচনা অনেককালই দেখা যায়না। নতুন কিছু তো দুরের কথা নেটের সব বিভাগই এখন অনিয়মিত। যারা কাগুজে গুরু পড়ছেনা বা হাতে পাচ্ছে না (বা সেইভাবে বই হাতে পড়ার সময় নেই অথচ নেটে কাজের ফাঁকে চোখ বোলাতে পারে) তারা গুরুতে এসে বোর হবার মত জায়গা এসে যাচ্ছে।
    ইন ফ্যাক্ট, ভাট বা টই সেই অর্থে তো সবার জন্য নয়। ভাট এক ধরণের চ্যাট যেরকম অনেক সাইটেই আছে তা যে নামেই থাকুক (লোকে চেনা ঘরে গিয়ে আড্ডা মারবে, এখানেও সেরকম লোকই আসে)।
    টই খুলে খুলে খুঁজেপেতে কি পড়বে না পড়বে তা দেখার সময় থাকেনা। টই ডুবে গেলে তো লোকে (নী: পা:)জানতেও পারবেনা কি ছিল তার মধ্যে যতক্ষণ না রেগুলার গুরু চন্ডালদের কোনো রেফারেন্স চোখে পড়ে। কিন্তু বিষয়ভিত্তিক বুবুভা, আলোচনা, ম্যাগাজিন এগুলো খুলে দেখা পড়া যেতেই পারে।

    হয়ত কা: গুরু একটু এস্ট্যাবলিশ হয়ে গেলে আবার নেটে মন দেওয়া হবে বলে রাখা আছে, তাহলে ভালোই। আমি অবশ্য সুবিধে অসুবিধে গুলো জানিনা (আছে নিশ্চয়ই অনেক), একজন সাধারণ পাঠিকা হিসেবে বলছি।
  • Samik | 122.160.41.29 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৩437625
  • অক্ষকে জানাই,

    বাংলা প্রুফ দেখার টিম আছে। সব কাজের জন্যই টিম ভাগ করা আছে প্রিন্ট এডিশনের জন্য। তারপরেও অনেক ভুলভ্রান্তি থেকে যাচ্ছে, তার অনেক কারন, কখনও ওয়ার্ড থেকে পেজমেকিং সফটওয়্যারে লেখা ফেললে কিছু কিছু বাংলা ঘেঁটে যাচ্ছে, কখনও অত্যধিক রাত জাগার জন্য লাল চোখে অনেক বানান ভুল চোখ এড়িয়ে যাচ্ছে, কখনও অন্য কিছু।

    খুব ধীরে ধীরে একটা প্রসেস সেট ইন করছে, এটা ঠিক, কিন্তু টিমটা মাঝে মাঝেই নড়েচড়ে যাচ্ছে .. এইসব ভুল বোঝাবুঝি রাগারাগির জন্য। পুরোটাই থ্যাংকলেস জব, স্রেফ ভালোবাসি বলে করা, একটু মানিয়ে গুছিয়ে নিলে আরো ভালো হত অবশ্যই।

    তবে কেউই একদিনে বড় হয় না। গুরু টিমও তাই। সবাই আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড। একটা কমন প্রসেস ম্যাচিওরিটি আসতে একটু সময় নেবেই তাই।
  • a x | 143.111.109.1 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৭437627
  • ঐ অত্যাধিক রাত জাগা অ্যাভয়েড করতেই তো সময় বেঁধে দেওয়া উচিৎ :-)
  • ranjan roy | 115.184.91.219 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৫437628
  • ইন্দোডাক্তারের সঙ্গে একমত। আমার আর কি! কোন দায়-দায়িত্ব নেই, ব্যস্‌, বলে দিলাম।
    আমার যেটুকু অস্বস্তি লাগছিল ডাক্তার তাকে কংক্রিট ধরেছে। যেমন ঘুমের মধ্যে শীত করলে বুঝতে পারি না যে চাদরে চলবে নাকি লেপ চাই। কেউ দিলে পরে--।
  • Bratin | 117.194.100.3 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৯437629
  • সবাই লিখছে। আমি কটা কথা লিখি

    ১। ন্যাড়া দা যাকে 'যে মাঝ নদী দে একা ' বলেছে সেটা আমরা হাড়ে হাড়ে অনুভব করছি। কয়েক জনের প্রচুর চাপ পড়ে যাচ্ছে। সৈকত,ঈপ্সিতা,শমীক,হুতো,দীপু,সুমেরু। এদের সব্বার নিজের নিজের কাজ আছে ।তার পরে ওরা যথাসাধ্য করছে।

    ২। আপনারা যারা গুরু তে রেগুলার লেখেন, গুরু কে ভালোবাসেন, তার যদি কিছু কিছু কাজে আমদের হেল্পাতে এগিয়ে আসেন ভালো হয়। প্রচুর কাজ.... বিষয় নির্বাচন,
    প্রুফ রিডিং,পেজ মেকিং,প্রচ্ছদ,ছাপাতে দেওয়া,ছাপানোর সময় গুগত উৎকর্ষ ঠিক আছে কিনা সেট দেখা,Add জোগাড় করা।

    কয়েক জন এগিয়ে এলেও অমাদের কিছু কিছু কাজ ভাগ করে নিতে পারি। আরো ভালো মানের গুরু উপহার দিতে পারি
  • a x | 143.111.109.1 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩০437630
  • হ্যাঁ কিন্তু সব কাজ সবাইকে দিয়ে হয়না। যেমন বিষয় নির্বাচন, যেমন বানান দেখা। শুধু ভল্যান্টারি করলেই তো হবেনা, যে করছে তার কোনদিকটা নিলে অপ্টিমাইজেশন হয় সেটাও কাউকে দেখতে হবে। এবং এইভাবে দেখতে গেলে ফোড়ন কাটার কাজটাই আমাকে দেওয়া উচিৎ ;-)
  • Arpan | 112.133.206.20 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৪437631
  • আমিও একটা কথা বলব না বলব না করে বলেই ফেলি।

    মাসিক কাগু বের করার প্রোজেক্টটা একটু ওভার অ্যাম্বিশাস হয়ে গেছে এই মুহূর্তে (আমার মতে)। আরো মোটাসোটা আরো কম ভুল নিয়ে বছরে চারটে কাগু বের করাই যেত।
  • pi | 128.231.50.118 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৫437632
  • 'অনিয়মিত' হবার ব্যাপারে যদি একটু আলোকপাত করেন ? গত হপ্তাতেও কূটকচালি , আলোচনা বেরিয়েছে। এহপ্তাতেও আপলোড হয়েছে। আপডেট দেওয়া হয়নি।
    একটি লেখাতে কিছু ছবি তুলতে টেকনিক্যাল সমস্যা হচ্ছে বলে দেরি হচ্ছে।
    আলোচনা অনেক দিন বের করা যায় নি, বোধিদা কগুজে গুরু ছাপার আগে বের হোক চায়নি বলে।

    সবার অন্য কাজ আছে, তাও সবাই এক্‌স্‌ট্‌রা চাপ নিচ্ছে। যাতে নেট টা অবহেলিত না হয়। তাতেও যদি মনে হয় ...
    মাজে্‌হ্‌হ নন্দনে বইমেলা চলাকালীন, সবাই ছবি দেখতে মেলার গল্প শুনতে এত উৎসাহী হয়ে পড়লো দেখে দীপু রেগুলার ঐসব ছবি আপলোড করতে থাকলো। সারা হপ্তা ধরে এত কিছু আপলোড করা হয়েছে বলেই সাপ্তাহিক আপডেট করা হয়নি।

    টাটকা খবর এখন হপ্তার মাঝেই আপডেট হয়। যখন ই খবর আসছে, হচ্ছে।

    আর বানান দেখাটা তেমন কোনো সমস্যা না। এবারের মত এরকম অদ্ভুত অবস্থা না হয়ে দাঁড়ালে কাউকেই এত চাপে পড়তে হত না। আর সেটা কেনো হয়েছে বিশদে লিখেছি কাল ই।
  • pi | 128.231.22.89 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৫437633
  • শ্রাবণীদি, 'নতুন কিছু তো দূরের কথা' টা একটু বিশদে বোঝালে ভালো লাগবে।

    গত এক বছরে কতগুলো নতুন লেখা আপডেট হয়েছে সে সংখ্যাটা এখন http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=20&porletPage=1, এই পাতায় গেলে দেখা যায়।
  • Du | 65.124.26.7 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৬437634
  • তিন চার মাসে কিন্তু স্মৃতি বা চাহিদা তৈরির ব্যপারটা ধাক্কা খেতে পারে।
  • pi | 128.231.22.89 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:২১437635
  • বুঝলাম না , দু দি। গত তিন চারমাসে নতুন লেখা ওঠেনি ?

    আলোচনা কেনো বন্ধ ছিলো তাও লিখেছি। একেবারে বন্ধ ছিলো, এমনটাও নয়।
  • aka | 168.26.215.13 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৯437636
  • একটা কথা বলি।

    পাই,
    পাঠক যদি কোন ফিডব্যাক দেয় তাহলে সেটা পজিটিভলি নেওয়াটাই সদর্থক। কটা সংখ্যা, কোন ভার্সন এই চুলচেরা হিসেবের মধ্যে না যাওয়াই ভালো। অনেক সময়েই সঠিক ফিডব্যাক দেওয়া অসুবিধাজনক হতে পারে। যেমন ধরা যাক আমার আলোচনা পছন্দ হয় নি। তার ফিডব্যাক লোকে দিল যে বহুদিন ভালো আলোচনা পড়তে পারছি না। এর মানে হল যে আলোচনা আসছে তার মান ভালো নয়। কিন্তু লোকে সরাসরি বলতে কিন্তু কিন্তু করছে। (পুরোটাই উদাহরণ দেবার জন্য, আমি জানি আমার আলুচোনা ঝক্কাস হয়েছে)। এর পরেই সম্পাদকের ক্যারিশমা, সঠিক লেখা নির্বাচন ইত্যাদি ইত্যাদি। তাই এই ফিডব্যাক গুলো নিয়ে ড্রয়িং বোর্ডে ফিরে গিয়ে আলোচনা করলেই ভালো। কেউ কিন্তু নঞর্থক অর্থে সমালোচনা করছে না। তুমি অসম্ভব খাটাখাটনি করছ, যেটুকু যা হয়েছে তার অনেকটাই তোমার কৃতিত্ব (অন্যদের এফর্ট খাটো না করেও)। কিন্তু ক্রমাগত উন্নতি একটা লক্ষ্য। সেখানে পাঠকের ফিডব্যাক দরকারী। সব ফিডব্যাক ফেসভ্যালুতে নিলেও চলবে না। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ।
  • pi | 128.231.22.89 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪২437638
  • ফিডব্যাক পজিটিভলি নিতে আপত্তি কেনো করবো ? কিন্তু নিতে গিয়ে প্রথম ধাপেই তো আটকাচ্ছি। তাই তো ক্লিয়ার করতে চাইছি।

    'নতুন কিছু তো দূরের কথা, সব বিভাগ অনিয়মিত' এ ব্যাপারটা না বুঝলে তার পরের কথাগুলো কেমন করে বুঝবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন