এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু ২

    Rajdeep
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১০ | ৪০৬০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • samran | 117.99.45.75 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৬437539
  • কোনো হাততালি নেই, আর নেই কোনো নামি-দামি লেখক, নেই কোনো অনুষ্ঠান। সাধারনত যেমনটা হয়ে থাকে কোনো নতুন বই প্রকাশের সময়। দেবাশীষবাবুর বয়ে আনা বাক্স থেকে হাতে হাতে তারা টেবিলে উঠে পড়ল। সেখানে কোনো আলোও ছিলো না। এভাবেই কলকাতা বইমেলায় এলো বাংলা চটি সিরিজের প্রথম চারটে বই, হাম্বা, আমার ৭০, আলোচাল আর পূর্ব প্রকাশিতের পর।

    আজকে ছিল চটির দিন। যেমন হুড়মুড়িয়ে মাথা থেকে নেমে কম্প্যুটারে তারপর ছাপাখানায় আর তারপর কলকাতা বইমেলার লিটল ম্যাগ কর্নারের ১৭৯নম্বর টেবিলে এলো এই চটি বইগুলো ঠিক তেমনি হুড়মুড়িয়ে তারা চলেও যেতে লাগল পাঠকের হাতে। মুঠো মুঠো খই যেন তারা। এক ব্যগ চটি। হাম্বা, আমার ৭০, আলোচাল আর পূর্ব প্রকাশিতের পর।
  • pragati | 121.246.71.76 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫২437540
  • কোলকাতায় কাগুজে গুরুর টীমের সঙ্গে কিভাবে সরাসরি যোগাযোগ করতে পারবো, কেউ একটি যদি জানান, এই ঠিকানায়: [email protected] আগাম ধন্যবাদ:)
  • pragati | 121.246.71.76 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৭437541
  • একটু*।
  • Samran | 117.99.45.75 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৪437542
  • শুধু এই চটি বই নয়, এর সাথে সামতালে টক্কর দিয়েছে কাগুজে গুরু। ২,৩,৪ আর ৫। শনিবার সন্ধেবেলায় মেলার বাতি অফ হয়ে যায়, তারপরেও অন্ধকার টেবিল থেকে লোকে কাগুজে গুরু নিয়ে গেছেন, হম্বা কবে আসছে, কখন আসছে বলে বরে বরেই খোঁজ করেছেন অনেকে। দু-তিনজন বলে গেছেন, তাঁরা মেলাতেই থাকবেন, আর ফোন নম্বর তো রইলই, যেন একটা ফোন করে দেওয়া হয়। তো অন্ধকারে কাউকে ফোন করা হয়ে ওঠেনি।

    কেডি চলে গেছিলেন সকাল সকাল সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল বম্মা। দুজনে মিলে শুরু করে দেয় চটি ও কাগুজে গুরু বিক্রি। মাঝে মাঝে একটু দম নিয়েছে জনতা, চন্ডালগণও। নইলে ১৭৯নম্বর টেবিলের ভিড় ও বিক্রি দেখে আশে পাশের টেবিলের সক্কলের চোখ গোল!
  • pi | 72.83.210.50 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৬437544
  • *প্রগতিদি
  • pi | 72.83.210.50 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৬437543
  • প্রাতিদি, [email protected] এ একটা মেইল করবেন ?
  • samran | 117.99.45.75 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০২:১৫437545
  • সুমন মান্নার বই প্রকাশে সুমন না থাকলেও এসেছিলেন তার শ্বশুর মশাই, শাশুড়ি মা, মাসি শাশুড়ি, মেসো শো স্বশুর। আমার ৭০, হাম্বা-র লেখক না থাকলেও ছিলো অনেক বন্ধু আর শুভান্যুধায়ী।

    গুরুচন্ড৯র ওর্কুটের বন্ধুরা প্রতিদিন আসছেন, বই কিনছেন। খান্‌কটা হ্যাপাও যে পোয়াতে হচ্ছে না তা নয়, তবে যখন কেউ আগের রাতে সিঙ্গাপুর থেকে নেমে পরের সন্ধেয় বইমেলায় এসে গুরুচন্ডা৯র টেবিল খুঁজে বের করে গুরুর সবকটি সংখ্যা ও এক ব্যাগ চটি কিনে নিয়ে যান, তখন সমস্ত হ্যাপা ভুলে গিয়ে মনে হয়, সমস্ত ঝামেলা ভুলিয়ে দেওয়ার জন্যে এরকম কয়েকজন বন্ধুই যথেষ্ট!
  • samran | 117.99.45.75 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০২:৪০437546
  • আজ কাবলিদা আর স্যান ঝোলায় করে চটি-ম্যাগ নিয়ে মেলায় ঘুরে ঘুরে বিক্রি করতে যায়। একখান চটি আর একখান ম্যাগাজিন বিক্রি ও হয়। দুপুর থেকে রোদে বসে থাকা ডি মেলার রবিবারের মেলার ভিড় ঠেলে লাইনে দাঁড়ানো মানুষদের কাছে গিয়ে বই বিক্রি করে আসেন। এবং অসুস্থ হয়ে পড়েন। পার্কিংএর জ্যাম, রাস্তার জ্যাম সব ঠেলে অসুস্থ কেডির বাড়ি পৌঁছুতে লেগে যায় আরো ঘন্টা তিনেক..

    অনেকেই ছিলেন গুরুচন্ডা৯র টেবিলে। সুকন্যা এসেছিলো সাথে করে তার ফোল্ডিং চেয়ারখানি নিয়ে:-) অবশ্য নইলে তাকে দাঁড়িয়ে থাকতে হতো কারণ আমাদের তো সাকুল্যে দুখানি চেয়ার:-( টানা দাঁড়িয়ে এবং দৌড়ে দুপুর থেকে রাত অব্দি সুমেরু, সায়ন, স্যান আর শেষবেলায় ব্ল্যাংকি।

    http://www.orkut.co.in/Main#Album?uid=4008094221259273457&aid=1264941012 মেলার ছবি।

    আজ চটি বিক্রি হয়েছে ৮৩কপি আর ম্যাগাজিন ৪৬ কপি। দীপু শুনছিস:-))
  • tkn | 122.162.17.177 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৩:০১437547
  • :-o
    ইকিইইই! আর আমি যে সেই তিনটে থেকে প্রায় আটটা অবধি স্টলে থাকলাম, কতো কতো লোকের থেকে টাকা নিলাম, রসিদ কাটলাম, হাসলাম, দাঁড়ালাম, বসলাম... সেই আমার নামটা অবদি করলে না কেউ!!!
    ধুস্‌স্‌স :-(((
  • SS | 131.193.196.148 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৩:১২437549
  • হুঁ, একলাইনও না লিখে শুধু ছবির লিঙ্ক দিয়ে দিলে সবাই ভুলে যাবে না তো কি?

    কিন্তু, দেশের পাব্লিক ঘুমোয়না কেন?
  • pi | 72.83.210.50 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৭:০৭437550
  • কাব্লিদার অসুস্থতা বাদ দিয়ে বাকি সব খবর ই ব্যাপক। সবাই তো ব্যাপক জমিয়ে দিয়েছো। :)

  • dipu | 59.164.98.245 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৪১437551
  • পরেরবার থেকে বইমেলার সময় বাড়ি যাব। যাবই। আপাতত কাবলিদা, সামরানদি, সুমেরুদা, হুতোদা, টিকেন্দি, স্যান্দি, ব্ল্যাংকিদা - যারা যারা হোথা হুল্লোড় করচ - সক্কলকে হেব্বি হিংসে করচি।
  • aranya | 144.160.226.53 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৫৪437552
  • "১৭৯ নং টেবিলের ভিড় আর বিক্রী দেখে আশে পাশের আর সব টেবিলের লোকদের চোখ গোল' - সামরানের এই লাইনটা পড়ে আমার হেভী আনন্দ হল। সত্যি-ই জমে গেছে, আর আমরা প্রবাসীরা যে কি মিস করছি :-( । অন্তত প্রত্যেক দিন আপডেট-টা যেন পাই।
    পাই, চটিদের চটপট via calcuttaweb, অর্ডার দেওয়ার ব্যবস্থা কর, ওগুলো পড়ার লোভ সামলানো যাচ্ছে না।
    কাব্লি-দা কলকাতা ভাটের পর-ও একবার অসুস্থ হয়ে পড়ে ছিলেন না ? বারবার শরীর খারাপ হচ্ছে, ভালভাবে চেক-আপ করানো দরকার।
  • aranya | 144.160.226.53 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:০১437553
  • দীপুর সাথে একমত - আমি হাতে তামা তুলসী রেড বুক কাগুজে গুরু - সব নিয়ে প্রতিজ্ঞা করলাম আগামী দশ বছর জানুয়ারীতে বইমেলার সময় কলকাতায় থাকব। দশ বছর পরে বোধহয় ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা, নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলন - সর্বত্রই গুরুর স্টল হবে :-)
  • Abhyu | 97.81.105.204 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:১৬437554
  • তদ্দিনে তো চাঁদে বইমেলা শুরু হয়ে যাবে।
  • kallol | 115.184.0.39 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:১৯437555
  • আর আগেই আমরা ব্যাঙ্গালোরে বাংলা বইমেলা করবো। সেখানে গুরু বেচবো, বেগুনী খাবো।
  • aranya | 144.160.226.53 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:২৪437556
  • চাঁদের বইমেলা-টায় বোধহয় যেতে পারব না, হেভী বড়লোকেরা চাঁদে জায়গা কিনছে, বইমেলাও তাদের জন্য-ই হবে, আমার মত গরীব-গুর্বোরা বাদ। তবে ব্যাঙ্গালোরের-টায় অবশ্যই।

  • pinaki | 131.151.102.250 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৩২437557
  • তবে যাই বলো, কলকাতার জনতা জাস্ট কাঁপিয়ে দিয়েছে। সেই প্রেসির লিট্‌ল ম্যাগাজিন মেলা থেকে শুরু করে এত অল্প দিনের ব্যবধানে তিনটে মেলায় প্রতিদিন হাজিরা দেওয়া - চাট্টিখানি কথা নয়। টুপি খুলে সেলাম। সক্কলকে।
  • intellidiot | 61.8.134.18 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৩437558
  • ঠিক ঠিক, এক্কেবারে রকিং পার্ফর্ম্যান্স :-)
  • Bratin | 125.18.17.16 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৯437560
  • কৃতিত্বের আসল দাবিদার হল সুমেরু,সামরান আর কাবলি দা। কাবলি দা র এই বয়েস যা উৎসাহ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর বাকি রাও যথাসাধ্য খেটেছে। কিন্তু off নিয়ে সব্বাই চাপে । তাই ......
  • samran | 117.99.187.89 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৮437561
  • আমার প্রচন্ড মেজাজ খারাপ।
    কাল বম্মা, তেকোনা, স্যানের ফোটোসেশন হলো, সেই ছবিগুলো আমার ক্যামেরায় নেই। নেই মানে নেই! জাস্ট উবে গেছে ওই কয়েকটা ছবি। উবে গেছে আরো বেশ কিছু ছবি, কোন কোন ছবি হাওয়া হয়ে গেছে, এখন বুঝতে পারছি না, বম্মাদের ছবি আলাদা করে দাঁড়িয়ে তুলেছিলাম বলে ওগুলোর কথা মনে আছে। ক্যামেরায় নেই, তাই কম্প্যুটারে নামেনি। কিন্তু হলো কি করে?

    কান-মাথা সত্যি সত্যিই ঝাঁ ঝাঁ করছে।
  • M | 59.93.172.227 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৩437562
  • যা: আমি বিক্কিরি কল্লুম এরম একটা ডকু হাওয়া হয়ে গেলো!:(
    কি চাপ!
  • samran | 117.99.187.89 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫২437563
  • সত্যিই চাপ।

    ওর্কুটে তো আমিও কোনো ছবি দেখতে পাচ্ছি না অক্ষ:-((
  • SB | 114.31.249.105 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৮437565
  • মন ক্যামেরাতে আছে তো.... তাহলে আর চাপ কিসের?
  • Arpan | 204.138.240.254 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৮437564
  • ভূ ভূ ভূ-উ-উ-উ-উ-উ-ত? : O
  • tkn | 122.162.17.177 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৩437566
  • অর্কুটে ক্লিক করলে নো ডোনাট বলছে। কিন্তু ডোনাট কে চাইছে?? ছবি চাইইইই :-((
  • suchetana | 122.172.105.223 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৬437568
  • এখন অর্কুটে দেখা যাচ্ছে ৪০টা ছবি।
  • dipu | 61.12.12.83 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৬437567
  • পুরনো লিংকটায় আর ক্লিকাবেন্না। নতুন করে গুচ অর্কুটে গিয়ে দ্যাখেন, কালকের কত্ত ছবি।
  • suchetana | 122.172.105.223 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৯437569
  • না:। এখন আবার দেখাচ্ছে ৩৯টা, যার ৩৫ থেকে ৩৯ নং ছবি দেখতে গেলে ব্যাড ডোনাট বলছে।
  • suchetana | 122.172.105.223 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৫437571
  • শেষের কটা ফটো এখনো দেখা যাচ্ছে না। এখন আর ডোনাটের গপ্প ও দেখাচ্ছে না। পেজটাই ঘেঁটে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন