এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু ২

    Rajdeep
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১০ | ৪০১৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 61.12.12.83 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯437839
  • হ্যাঁ হ্যাঁ লাজিজ। কাগু পাঁচ আর চটি এসে পৌঁছলে হবে খন :-)
  • Ishan | 173.26.17.106 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩২437840
  • অমনোনীত লেখা নিয়ে আবার কি করব? ছাপাইনা।

    সাজেশনটা কি এসেছে? সেগুলোও ছাপাতে হবে? :)
  • lcm | 69.236.169.214 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৬437841
  • না মানে, ছাপাও না তো ঠিক আছে। কিন্তু, অরিজিন্যাল লেখাটাকে কি ফেরৎ দিয়ে দাও। লেখককে কি ফরম্যালি জানাও যে ছাপানো হল না।
    বা, কোথাও কি লিখে দিয়েছ যে অমনোনীত লেখা ফেরৎ দেওয়া হয় না, বা, লেখককে জানানো হয় না। এগুলো কোথাও লিখে রাখলে, পরে এ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এই আর কি। এভরি ইভেন্ট ইস এ লার্নিং লেসন.... এই সব জ্ঞানের কথা, তোমরা এ সবই জানো :)
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪১437842
  • আহা লসাগু - আরে না না, ইসে ইসে নয়। আহা, সে সুমোয় কাইট্যা গেলে লাল-হলুদ রক্ত পড়তো। তবে কি, ব্যাঙ্গালুরুতে সাধারনভাবে যে অখাইদ্য বিরিয়ানীডি পাওয়া যায় - হেইয়ার চাউলের রং লাইল আর হইলদ্যা। হাজার হৌক আমেদ সায়েবের শয়র কি না। আইচ্ছা, আমেদ সায়েবে কি বাইচ্চা আসেন? তয় এট্টা খুজ লাগায়ে ত্যানার পায়ের ধুলি নিতাম আর কি।
  • lcm | 69.236.169.214 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪437843
  • তাই কয়েন। ছেলেবেলায় বাড়িতে শুইনতাম আমেদ-এর কথা। তার ড্রিবলিং এর কথায় গুরুজনের মুখচোখ উদ্ভাসিত হইত। তিনি বোধহয় ইহলোক ত্যাগ করসেন।
  • Arpan | 216.52.215.232 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬437844
  • কল্লোলদা, কবে খাবো বল। আমার বাড়ির কাছেও একটা ভালো অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানির ঠেক আছে। মিতাদি আর স্যান দ্বারা পরীক্ষিত। একদিন সেখানেও হয়ে যাক।
  • Arpan | 216.52.215.232 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৩437845
  • লাজিজের বিপক্ষে ভেটো দিলাম। প্রচুর তেল দেয় ওখানে। রিচি'জে হোক।
  • Sayantan | 125.22.97.34 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৫437846
  • জনতা এলিট ঠেক'এ বিরিয়ানি খাওয়ার চিন্তা ছেড়ে শিবাজিনগরে আসুন; রাসেল মার্কেটে; দম বিরিয়ানি'র দম টের পাইবেন গিয়া; এনিবাডি? :-)
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৮437847
  • আম্মো-ও শুনেছি রাসেল মার্কেটের বিরিয়ানী। কিন্তু ঠেকটা ঠিকঠাক কোথায়।
  • Sayantan | 125.22.97.34 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫৫437849
  • কল্লোলদা, এটা একটা ঝুপস। জামিয়া মসজিদের ঠিক পিছনে। ইব্রাহিম চিচা'র দোকান। শেষ গেছিলাম লাস্ট জুন।
  • dipu | 61.12.12.83 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০০437850
  • ভুতোদা চটি নিয়ে এসেছে। অনেক কাগু৪ ও (কাগু ৫ ও কি?)। সুতরাং সেই বলুক কবে বিলি করবে। সেইদিনই হয়ে যাক। অ ভুতোদাআআআআ .....
  • Samik | 219.64.11.35 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২১437851
  • পাইকে:

    সব আপত্তিকর কথার জবাব দিতে নেই। উত্তর না-দিয়েও অনেক মেসেজ অনেকের কাছে পৌঁছে দেওয়া যায়। নীরবতাও অনেক সময়ে বড় প্রতিবাদ হয়। এখানে তোমাকে তো আমরা কেউ কম চিনি না। দুটো কথার প্রতিবাদ করলে সেই চেনা আরও কিছু বেড়ে যাবে না।

    ইশানকে : ঐ।

    সাথে, ... কী আর বলব, থাক। :-)

    বোধিকেও : ঐ। তুমি কী করেছো, আমি জানি। সেটাকে কোনওভাবেই ছোটো করতে পারি না। তুমি কতটা লেবার দিয়েছিলে, সেটা নিয়ে নিজের কাছে ক্লিয়ার আছো তো? তা হলেই হবে। সবার কাছে ক্ল্যারিফিকেশন না-দিলেও চলবে।

    তোমাদের তিনজনের সাথেই আমার খুব ভালো সম্পর্ক, জিনিসটা নিতান্ত ল্যাক অফ কমিউনিকেশন ছাড়া আর কিছু হয় নি, হয় তো ওভার দা টাইম তোমরা সবাইই মাথা ঠান্ডা করে বুঝতে পারবে।

    প্লিজ, মেলেও না, এখানেও আর ঐ জিনিস নিয়ে বাদানুবাদ কোরো না। খারাপ লাগছে। ঝগড়া আমি একেবারে ভালোবাসি না। অপছন্দ হলে কথা-বলা বন্ধ করে দিই, লেখা ছেড়ে দিই, কিন্তু কথার ওপর কথা চাপাতে ভালো লাগে না।
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৫437852
  • অ্যাই ভূতো-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও

  • a | 124.247.197.9 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:০০437853
  • এই এই জনতা আমি ২০শে আসছি লুরু, পাকাপাকিভাবে। আম্মো লাজিজ/রিচিজ টা তার পরেই হোক...

    ভূতো শুনছিস?
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৭437854
  • আর্‌র-এ-এ-এ-এ। ক্যাবাৎ - লুরুতে গুরু জমে ক্ষীর।
    আমাদের একটা ভাট তাড়াতাড়ি হোক।
  • Samik | 219.64.11.35 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৬437855
  • দিল্লিতে আর কেউ রইল না গো ...
  • kallol | 115.184.71.231 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৬437856
  • তবে আর কি, তুইও ফেরৎ আয়।
  • Samik | 219.64.11.35 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৭437857
  • ফেরৎ? আমি অদ্যাবধি বিন্ধ্যপর্বত পার হই নি।
  • Ishan | 12.163.39.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৬437858
  • একটু কিলিয়ার করে দিই।

    এরকম নয়, যে, পত্রিকা, কি নেটের গুরু দেখে খারাপ-ভালো লাগবেনা। সেটা সে এক্সপ্রেস করবেনা। একশবার করবে। তাতে খারাপ-ভালো লাগার কোনো জায়গা নেই। ওটা পার্ট অফ জব।

    কিন্তু ইনসাইডার্স ইনফরমেশন নিয়ে এসে তা নিয়ে বাইরে এসে কথা বলা, আন এথিকাল একটা ব্যাপার। এটা এক্কেবারে আন-অ্যাকসেপ্টেবল।

    সংশ্লিষ্ট সকলে এটা মাথায় রাখলে ভালো হয়।
  • ranjan roy | 122.168.164.8 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৯437860
  • না:, ঈশানের মতন ঠান্ডা মাথার ছেলে ও রেগে গেছে।
    সোজা কথা, আমি কনভিন্‌স্‌ড -টিন্‌স্‌ড-্‌ নই। বই মেলা শুরু হতেই বেরিয়ে এসেছি। কথা ছিল পঞ্চম গুরু বইমেলা সংখ্যা হয়ে বেরুবে।
    বাদ-প্রতিবাদ শুনে একটা ইম্প্রেসনিস্টিক আইডিয়া হল যে ওই রিভিউ সংখ্যাটা বেরোয় নি।
    যখন জানলাম পরের সংখ্যা বেরিয়েছে- ভাবলাম রুটিন অনুযায়ী বেরিয়েছে। তবে বিশেষ রিভু সংখ্যাটা নয়।
    পাইয়ের পোস্ট পড়ে ভুল ভেঙেছে, কিন্তু অ্যাকনলেজ করা হয় নি। সেটা ল্যাদের জন্যে। ব্যস্‌, এই হোল ব্যাপার।
    এখন মনে হচ্ছে যখন গিয়ার-ব্রেক-ক্লাচ হেঁচকি তুলার পরও গাড়ি চলছে তখন পাই আর ঈশান ক্ষ্যামা দ্যাও। ৬ষ্ঠ সংখ্যার জন্যে কোমর বেঁধে লাগো।
    মূল বক্তব্য দুপক্ষেরই শোনা হয়ে গেছে। নতুন কিছুই কারো অ্যাড করার নেই।
    যুধিষ্ঠির দ্রৌপদীকে বনবাসে বলেছিলেন:

    ক্রোধ সম পাপ দেবী নাহিক সংসারে,
    অবক্তব্য কথা লোকে ক্রোধ হইলে বলে।
    ( যেমন আর্থিক লোকসান নিয়ে হনু ও টাকা ঠকানো নিয়ে ঈশান)

    "" কিৎ কিৎ খেলা মাঝে কেনারাম কুন্ডু,
    খচ্‌ করি খসাইলো ক্যাবলার মুন্ডু''।
  • a x | 143.111.109.1 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৫437861
  • পরেরটা কি দ্রৌপদীর উত্তর?
  • dipu | 59.164.98.109 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:০১437862
  • :-))))))
  • kd | 59.93.201.193 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১২437863
  • কাগুজে গুরু'র ছাপা অক্ষরগুলির সঙ্গে আমার তেমন সম্পর্ক নেই, কিন্তু ঐটির ছাপা এবং লোকেদের হাতে পৌঁছে দেওয়ার তদারকির ভার আমি নিয়েছি কিছুদিন হ'লো। আমি এই ব্যবসার কিছু জানিনা বললেও বোধহয় বেশী বলা হবে, তবুও এরা আমায় এটা করতে দিয়েছে কারণ আমি বেশীরভাগ সময় কলকাতায় থাকি, আমি বেকার, তাই হাতে অজস্র সময় আর এইগুলো করতে কোন ট্যালেন্ট লাগে না।

    আমি আপনাদের সকলের সাহায্য চাই এই কাজটি ঠিকমতো করার জন্যে, কেননা কাগুজে গুরু আমাদের সকলের। মাঝে মাঝেই এমন জ্বালাবো। আপাতত: এইটা -

    সদস্যদের কাছে বই পাঠানোর জন্যে একজনকে ভার দেওয়া হয়েছে - সে বই প্যাক করে, ঠিকানা লিখে ভারত সরকারের পোস্টাপিস মারফত বই পাঠায়। আমরা ভারতবাসী সদস্যদের কাছে পাঁচটাকা নিই এই খরচের জন্যে যদিও সত্যিকারের খরচ পড়ে প্রায় কুড়ি টাকা - পোস্টেজ ১০ টাকা, প্যাকিংএর জিনিসপত্রের দাম ৭ টাকা আর লেবার প্রায় ৩ টাকা। শুনেছি প্যাকিং খুব ভালো, কিন্তু খরচ কমানোর জন্যে কোন কম্প্রোমাইজ করা যায় কী, কোনো ভাবে?

    আর পোস্টাপিস ছাড়া আর কোন অপশন? রিপোর্ট পাচ্ছি, এক'ই শহরে একজন পাচ্ছে না - এদিকে কুরিয়ারে বড্ডো খরচা।

    শুনেছি এই 'পাঁচ টাকা' ঠিক করা হয়েছিলো এখানকার কয়েকজনের দেওয়া ইনফর্মেশন অনুযায়ী - আমার আশা, তাঁরা যদি 'গুরু' পড়েন, তাঁরা সাহায্য করবেন।


  • Samik | 219.64.11.35 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২২437864
  • ১। প্রাইভেট কুরিয়ারের সাথে কথা বলা হয়েছে? অনেক সময়ে বাল্ক ডিসপ্যাচে কুরিয়ারে শস্তা অপশন থাকে।

    ২। সর্বভারতীয় ডিস্ট্রিবিউটর কিছু নেই? কোনও পাবলিশিং হাউসের সাথে কথা বলে দেখা যায় কি? সাপ্তাহিক বর্তমান, বাংলা স্টেটসম্যান, এরা কীভাবে সারা ভারতে সার্কুলেট করে?
  • a | 124.247.197.9 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৩437865
  • একটা সাজেশন:

    বোঝাই যাচ্ছে "পার কাস্টমার" ডেলিভারি ও খরচ হিসাব করা হচ্ছে। এটা না করে, ডিলারশিপ মডেলে ভাবা যায় কি?

    যেমন, প্রতি শহরে কেউ একজন ডিলার হবে আর তাকে পুরো লট পাঠানো হবে। তারপর সে ফারথার ডিস্ট্রিবিউট করবে।

    আমি যা শুনেছি, এলাহাবাদ থেকে দিল্লী পোস্ট করতে ৭-৮ টাকার বেশি লাগে না।
  • a | 124.247.197.9 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৪437866
  • বেথে, IPO generally সবথেকে সস্তা। আর ওদেরো বাল্ক ডিস্প্যাচের (আর ট্র্যাকিং এর) ব্যাবস্থা থাকে। এদের রিচ ও খুব ভালো
  • pi | 72.83.210.50 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ০৬:১৮437867
  • কলকাতার মধ্যে পোস্ট করতেও তো মিনিমাম পনের টাকা পড়েই যাচ্ছেই। ঐ প্যাকিং, পোস্ট করার সার্ভিস চার্জ বাদ দিলেও। শুধু খাম আর স্ট্যাম্পের খরচ। এখন একটা বুকপোস্টের মিনিমাম খরচ এত বেড়ে গেছে ! কেউ কি একটু খোঁজ নিয়ে জানাতে পারেন ?

    শমীক,ক্যুরিয়ারের খরচ আরো অনেক বেশি।
  • kallol | 115.184.64.72 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ০৭:০১437868
  • প্রতি গ্রাহককে আলাদা করে পোস্ট করার কোন মানে হয় না। অসম্ভব খরচ। এমনিতেই ছাপা ও অন্যান্য খরচের তুলনায় কাগুর দাম বেশ কম (১৫ টাকা ধরেই বলছি)।
    ১) Name: a -- IP Address :124.247.197.9 Date:10 Feb 2010 -- 04:23 PM প্রস্তাবে দুহাত তুলে।
    ২) যে যে শহরে আমাদের কেউ না কেউ আছে সেখানে কাউকে না কাউকে বিলির দায়িত্ব নিতে হবে। ব্যাঙ্গালোরে যেটা হয় - কাগু এলে এক শনি বা রবি ভাট হয়। যে যার মতো নিজের জন্য আর বিক্রির জন্য নিয়ে যায়।
    এ ছাড়া এমনও হতে পারে একজন দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে। সেক্ষেত্রে দুচাকাওয়ালা হলে ভালো হয়। যাতায়াতের খরচ দেওয়া যাবে না। ওটা কাগুতে ওর দান। বিনিময়ে মিনিমাগনায় একটা কাগু হতে পারে বড়জোর।
    ৩) শহরে শহরে পৌঁছানোর খরচও অনেক। তার জন্য : ক) দাম বাড়ানো, খ) বিজ্ঞাপন - কাগু কি প:ব:তে রেজিস্টার্ড? তাহলে প:ব: সরকার বিজ্ঞাপন দেয়। ছোট পত্রিকায় কেউ চেনা থাকলে সে বিশদে বলতে পারে। চর্চাপদে রঘুদা বা অনুষ্টুপে অনিলদা ফান্ডা দিতে পারে। দুজায়গাতেই প্রয়োজন পড়লে আমার রেফারেন্স দেওয়া যেতে পারে। রঘুদার ওখানে রঞ্জনের রেফারেন্সও চলবে। তবে - এসবের দরকার হবে না।
    আপাতত: এই পরে কিছু মনে পড়লে আবার জানাবো।

  • dipu | 59.164.190.25 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ০৭:২২437869
  • ব্যাঙ্গালোরের মডেলই মোটামুটি সবজায়গায় ফলো করা হয়। তবে লোকজন অনেক হয়ে গেলে সিটি কো-অর্ডিনেটরদের পক্ষেও সবসময় শহরের এমুড়ো থেকে ওমুড়ো নিজে গিয়ে বিলি করা চাপ, তাই পোস্টাপিস ছাড়া শস্তার কোন অপশন খুঁজে পেলেই ভাল।
  • dipu | 59.164.190.25 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ০৭:২৯437871
  • কিন্তু সস্তার কোন অপশন নেই মনে হয়। তাই ডিস্ট্রিবিউটরই ভরসা। দেশ, সানন্দা, আনন্দলোক ইত্যাদি দিল্লী, ব্যাঙ্গালোর ইত্যাদি জায়গায় কীভাবে দোকানে দোকানে পৌঁছয় তাই নিয়ে আইডিয়া চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন