এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৯২৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 117.195.178.64 | ১৬ জানুয়ারি ২০১০ ১৩:২৪438971
  • জনতাকে অনুরোধ এই মমতার সভা কি রকম হোল বা কটা কলেজে তৃণমূল এসএফ আই কে হারাল ছেড়ে একটু বৃহত্তর ক্ষেত্র নিয়ে আলোচনা হোক। কেন তৃণমূলকে মানুষ একটা বিকল্প ভাবছেন।
    @ ranjan আপনার বামপন্থায় বিশ্বাস আর মমতাকে বিকল্পভাবা এটা আমার কাছে ঠিক বোধগম্য হচ্ছেনা। আমার মতে ত্রূটি বিচ্যুতি আলোচনা করা যেতে পারে, অন্য বামপন্থী বা সোসালিস্ট বিকল্পের কথা ভাবা যেতে পারে, কিন্তু তৃণমূল যা মূলত: কংগ্রেসের আরেকটা রূপ, তা কখনই বিকল্প নয়। বরং কংগ্রেসের যে সমাজবাদী অংশ আছে তারা বেশী গ্রহণযোগ্য বিকল্প।
  • PT | 203.110.246.23 | ১৬ জানুয়ারি ২০১০ ১৪:২৫438972
  • সিদ্ধার্থ রায়ের সঙ্গে প: বঙ্গের নকশালদের অতীতের special relationship-এর জন্য, তাঁরা কংগ্রেসের হাত ধরতে নজ্জা নজ্জা বোধ করছেন। কিন্তু সিপিএম হাটানোর জন্য একদল নকশাল তৃণমূলের আঁচল ধরে পরোক্ষে কংগ্রেসের অবস্থানকেই জোরদার করছেন। নিজেদের এই ভ্রান্ত রাজনৈতিক অবস্থানকে অবিশ্যি নকশালরা সিপিএমের ""ঔদ্ধত্য"" কমানো জাতীয় চিনির মোড়োকে বেচার চেষ্টা করছেন। অন্যদিকে, বর্তমান পরিস্থিতে যে সিপিএমকে ছাড়া বিকল্প বামপন্থী আন্দোলন করা সম্ভব নয় সেটাও স্বীকার করতে রাজী নন নকশালরা। সেইজন্য আরেকদল প্রাক্তন নকশাল রাষ্ট্রের দরকার নেই বলে নৈরাজ্যবাদে আশ্রয় নিয়েছেন।
  • lcm | 69.236.180.111 | ১৬ জানুয়ারি ২০১০ ১৪:৫৬438973
  • ধুর! ধুর!
    এই বামপন্থা, ডানপন্থা.... কাজে কিছু নেই, শুধুই পন্থা... গত ১০০ বছর ধরে এসব তো অনেক হল.... গেঁজিয়ে হেজে গেল... মার্ক্সীয় থেকে নেহেরুভিয়ান, কনসারভেটিভ/লিবার‌্যাল/সোস্যাল/অ্যান্টিসোস্যাল ... ডেমোক্র্যাট/ বুরোক্র্যাট/অটোক্র্যাট ... রাইটিস্ট/লেফি্‌টস্ট/মাওয়িস্ট/অ্যানার্কিস্ট ...কত খিচুরি হল... এবার একটু কর্মপন্থা, মানে কাজের কাজ।
    বেশী কিছু না... এই যেমন রাজ্যে ৩৪১টা ব্লকে একটা করে হাসপাতাল, যেখানে হাত-পা ভেঙ্গে গেলে প্লাস্টার লাগাবার মতন ন্যুনতম ব্যবস্থা আছে... ছাদ, দরজা, জানালা আছে এমন প্রাইমারী স্কুল... মাস্টার আছে এমন হাই স্কুল... ছাত্র ইলেকশনের নামে বোমাবাজি হয় না এমন কলেজ... এই সব।
  • PT | 203.110.246.23 | ১৬ জানুয়ারি ২০১০ ১৫:২১438974
  • ...... কপাল খারাপ আমাদের। প্রকৃত অর্থে কোন পন্থারই প্রয়োগ করা হয়নি...... শুধু মাত্র একদল লোক কোটি টাকার পাহাড় বানিয়েছে....
  • SB | 59.93.254.57 | ১৬ জানুয়ারি ২০১০ ১৫:৩৩438975
  • আসল . আজকাল শুধুই impersonification এর ওপর নজর রাখে :-)
  • aka | 24.42.203.194 | ১৬ জানুয়ারি ২০১০ ১৬:৪৯438976
  • ল্যাদোষ-দাকে একটা বিরাট বড় ক দিলাম।
  • tuli | 131.95.30.233 | ১৬ জানুয়ারি ২০১০ ২০:৪৫438977
  • ভাইস-আআব ও বোনেরা, আসুন আমরা ভেঙে দিই গুঁড়িয়ে দিই অটোক্রেসি বুরোক্রেসি বুড়োক্রেসি ডেমোক্রেসি মাঐজম বাঐজম ডানপন্থা বামপন্থা লিবারেলিজম কমুনিজম সোশালিজম সবকিছু। :-)

    "আরে তুই অ্যানার্কিস্ট নাকি?"

    অ্যানার্কিও আমরা গুঁড়িয়ে দেবো।

    আহা আজ মুজতবা আলি থাকলে!!!
  • Mmu | 78.236.153.102 | ১৬ জানুয়ারি ২০১০ ২০:৫৯438978
  • PT দা সবই বুঝলাম, কিন্তু লোক তো ভালো হয়েছিল কি বলেন। আর তাছারা CPM হলে তো ডায়মন্ডহারবার থেকে লোক নিয়ে যেত।
    আর মমতার বক্তব্য টা কেমন লাগল।
    মোটামুটি সব মিলিয়ে কেমন লাগল?
    মাও/কমিটি সবার বয়্‌কট সত্যেওতো ভালো কি না কি বলেন??
  • PT | 203.110.246.23 | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৫৩438979
  • MmU

    মমতা কল্পতরু হয়েছিলেন-শুধু দিনটা পয়লা জানুয়ারী নয় এই যা। এইরকম সব দেওয়ার গপ্প মমতার গুরুমা ইন্দিরার মুখেও শুনেছিলাম আমার বাল্যকালে। অবিশ্যি গরীবি হটানোর বদলে ইন্দিরার ছোটছেলে গরীবদেরই হটিয়ে দিয়েছিল। সে যাই হোক, computerised railway booking counter এবং শিলান্যাস চাকরী তৈরি করেনা। কাজেই মমতার আদিবাসীদের চাকরী দেওয়ার গপ্প ইন্দিরার গরীবি হটানোর ঢপের নতুন সংস্করণ মাত্র।

    এক্ষুণি তৃণমূলের চ্যানেল কলকাতা TV-তে তৃ-সাংসদ কাকলী ঘোষ দস্তিদার আর তৃণশাল পূর্ণেন্দু বসুর এই প্রসঙ্গে আলোচনা শুনলাম। একঘন্টা ধরে সাংবাদিক বার বার প্রশ্ন করার পরেও আদিবাসীদের উন্নতির মমতাময়ী মডেলের তিলমাত্র আভাস দুজনের কেউই দিতে পারলেন না।
  • kallol | 115.184.55.6 | ১৬ জানুয়ারি ২০১০ ২৩:১৬438981
  • সত্যি, এইটা জানতাম না। রাষ্ট্রের অবলুপ্তি চাওয়া মনেই নৈরাজ্যবাদ। মার্কসও কেমন যেন নৈরাজ্যবাদী।

  • Mmu | 78.236.153.102 | ১৭ জানুয়ারি ২০১০ ০১:২৩438982
  • PT দা
    ধন্য দাদা ধন্য আপনি। যেতে যেতে একদম ইন্দিরা পর্যন্ত চলে গেলেন দাদা।
    তাহলে ভারতের যত উন্নতি হয়েছে আজপর্যন্ত সবই বামপন্থিদের চাষ করা ফসল। তাই কিনা বলুন।
    তাহলে চাকরি দিতে হলে কি কি করতে হবে যদি বলে দেন।
    কারন মমতা বা তার কোন শুভাকানক্ষি অবশ্যই গুরুতে চোখ রাখে, আলোচনা দেখে। আর তাহলে ভবিষ্যতে সেভাবেই চলতে পারবে মমতা।

  • Mmu | 78.236.153.102 | ১৭ জানুয়ারি ২০১০ ০১:৪০438983
  • PT দা উন্নয়নের ব্যপারে এই খবর টা পড়লেই বুঝতে পারবেন। আপনি বোধহয় সময়াভাবে পড়ে উঠতে পারেন নি।
    http://www.anandabazar.com/16med1.htm
  • Animesh | 117.200.81.202 | ১৭ জানুয়ারি ২০১০ ১১:৪৯438984
  • ম্মুদেবী, ঝাড়গ্রামে মমতাদেবীর ভাষণ আপনার ভালো লেগেছে? যাক একজন অন্তত বললেন এ কথা। প্রবল তৃনমুলীরাও এই ভাষণ নিয়ে হাসাহাসি করছেন শুনতে পাচ্ছি । অবশ্য এ সবই সিপিএমের খেউড় কিম্বা রটনা হতে পারে। আপনারা ভালো জানেন।
    আচ্ছা, জনসাধারন কমিটির সঙ্গে আপনাদের দিদির ব্যাপারটা কি হল? তারাও সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে নাকি? একটু খোলসা করে বলবেন দিদি।
    আর একটা কথা জানতে ইচ্ছে হল। আপনাদের দিদির ভাষনে সেদিন এই রকম একটা বাক্য ছিল । কি চান ? রেল? চাকরি? ইন্দাস্ট্রি? ইত্যাদি প্রভৃতি
    আচ্ছা ম্মুদিদি, রেলটা কি আপনাদের দিদির সম্পত্তি? (বাপের সম্পত্তি বলি নি কিন্তু) কাদের টাকায় দিদির এমন দান্‌ছত্র? অবশ্য সবটাই মুখে। সে তো আমি আপনাকে মুখে মুখে হোয়াইট হাউসটাই দিয়ে দিলাম । আপনার মুখে এত দিদি-পাঁচালি শুনে আমার এমন সাধু ইচ্ছে হল। এর মধ্যে দয়া করে সিপিএমের চক্রান্ত খুঁজবেন না দিদি।

  • Mmu | 78.236.153.102 | ১৭ জানুয়ারি ২০১০ ১৫:২৫438985
  • Animesh, আমি দিদি, কে বলল ? আমি দাদা। আপনার প্রশ্নের উত্তর পরে দেব এখন একটু ব্যস্ত আছি। মমতা রেল দিয়ে দেবে কে বলল? এই সামান্য কথাটা তেও ভুল ধরেন আপনারা?
    PT দা রেল দিয়ে দেওয়া মানে কি? আপনি একটু বুঝিয়ে বলুন তো ।
    শমিক অথবা দুখে থাকলেও বলতে পারত।
  • Mmu | 78.236.153.102 | ১৮ জানুয়ারি ২০১০ ০২:৩৮438986
  • জ্যোতি বসুর জিবনাবসানে আমি শোকার্ত।
  • Arijit | 61.95.144.122 | ১৮ জানুয়ারি ২০১০ ১০:৩১438987
  • ওয়েলফেয়ার স্টেট নিয়ে কল্লোলদার মতামতটা জানা হল না।
  • kallol | 124.124.93.202 | ১৮ জানুয়ারি ২০১০ ১১:৪৪438988
  • ভারত একটি জনকল্যানমূলক রাষ্ট্র - সংবিধানের ডায়রেক্টিভ প্রিন্সিপাল তাই বলে।
    জনকল্যানমূলক রাষ্ট্র নিয়ে এর বেশী কিছু বলার আছে কি?

    তবু - এই জনকল্যান বস্তুটি কোন রাষ্ট্র দয়া করে দেয় নি। এই সব "জনকল্যান" তারা করতে বাধ্য হয়েছে মানুষের বহু বহু লড়াইয়ের ফলে। যদিও বিশ্বায়নের অর্থনীতিতে রাষ্ট্রকে এসব কাজ থেকে স্পষ্টত:ই সরে আসতে বলা হচ্ছে।

    কাজেই স্যোশাল ওয়েলফেয়ার স্টেটকে যদি কেউ মানবিক রাষ্ট্র ভাবে - তো সেটা তার মত আমার নয়।
  • Ri | 121.241.218.132 | ১৮ জানুয়ারি ২০১০ ১১:৪৫438989
  • রাষ্ট্র না থাকলে নির্বাচন ও থাকবে না। মানুষের গণতান্ত্রিক ক্ষমতাও থাকবে না।সংখ্যাগরিষ্ঠ কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে খুল্লমখুল্লা চলবে "এলোমেলো করে দে মা লুটে পুটে খাই"।
  • Arijit | 61.95.144.122 | ১৮ জানুয়ারি ২০১০ ১১:৫৩438990
  • ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে - সফল ওয়েলফেয়ার স্টেট বলতে এইগুলোকে বোঝানো হয়ে থাকে। হ্যাঁ, ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে ধারণা না থাকলে আলাদা কথা - তবে সেটা স্বীকার করে নেওয়াই ভালো।
  • kallol | 124.124.93.202 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:১১438992
  • অরিজিত - ওগুলো-ই একমাত্র ওয়েলফেয়ার স্টেট নয়। ওদের ঐতিহাসিক-ভৌগলিক কিছু সুবিধার ফলে ওরা অনেকটা নমনীয় রাষ্ট্র, কিন্তু শেষ বিচারে দমনের যন্ত্র।
    ফুটবল মানে পেলে, মারাদোনা, পুস্কাস, ক্রুয়েফ যেমন। তেমনি ফুটবল মানে - কেষ্টো মিত্র, গুরদেব সিং ইত্যাদিরও বটে।

    রি - রাষ্ট্র না থাকলে নির্বাচন থাকবে না, গণতন্ত্র থাকবে না? কি বলবো!! এইতো রাষ্ট্রের জয়। ভাবতেই পারেন না রাষ্ট্র না থাকলে কি হবে!!
  • PT | 203.110.243.21 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:২২438993
  • kallol

    স্ক্যান্ডেনেভিয়ার বেশীরভাগ দেশগুলিতে ঠিক কিভাবে রাষ্ট্র শেষ বিচারে ""দমনের যন্ত্র"" হচ্ছে সেটা যদি একটু ব্যাখ্যা করেন।
  • Ri | 121.241.218.132 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:৩৩438994
  • কল্লোল দা,
    ঠিক ধরেছেন আমার ধারনা গতানুগতিক রাষ্ট্রপন্থী।
    আপনি যখন বিকল্প ভেবেছেন যখন তখন একটু বোঝান না। সেই ইউটোপিক ব্যবস্থায় আইন কানুনের দায়িত্ব কে নেবে? কে প্রায়োরিটি ঠিক করবে?কে পলিসি ইম্পলিমেন্ট করবে? অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু থাকবে? না থাকলে বিকল্প কি এবং থাকলেই বা সেই অল্টারনেট সিস্টেম কেই বা আমি রাষ্ট্র নামে ডাকবো না কেন?ব্যাপার টা নতুন বদলে তা পুরোন মদ নয় তো? এবং এই ব্যবস্থায় জনতা কিভাবে পার্টিসিপেট করবে?
    ধরাযাক কয়েকজন কিছু ভেবে একটা সিস্টেম বার করল। এবার সেটা যে জনতার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে না সেটা কে এনসিওর করবে?
    ছোট্ট ফুটনোট : কারাগারে কদিন বন্দী থাকবে এটা স্থির করতে দিয়েছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র।হিউম্যান রাইটস কমিটি হয়ত দাবি জানিয়েছে,ব্যাস তার ভূমিকা সেখানেই শেষ। ম্যারিকায় থাকাকালীন আম্মো সোস্যাল সিকিউরিটি ট্যাক্সো দিয়েছি। সেটাও রাষ্ট্র নেয়। কোন অ্যাসোসিয়েশন আমার ওপর ট্যাক্স বসাতে চাইলে আমি দিতাম না, কারন আমি জানি না তারা সে টাকা কি করবে বা তাদের ক্রেডিবিলিটি কি। আমার মত ভাবে এমন কোটি কোটি মানুষ আছে। তো?
  • Ri | 121.241.218.132 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:৩৬438995
  • স্যরি। টাইপো ***
    না থাকলে বিকল্প কি এবং বিকল্প থাকলেও বা সেই অল্টারনেট সিস্টেম কেই বা আমি রাষ্ট্র নামে ডাকবো না কেন? ব্যাপার টা নতুন বোতলে পুরোন মদ নয় তো?
  • Ri | 121.241.218.132 | ১৮ জানুয়ারি ২০১০ ১৩:৪৯438996
  • কল্লোল দাকে আরো একটা প্রশ্ন।
    আচ্ছা ধরে নিলাম রাষ্ট্র রাজ্য ইত্যাদি অবলুপ্ত হল। আলুচানায় ঠিক হল এলাকার দেখভাল রাষ্ট্রবিহীন কমিউনিটি গুলো নিজেরাই করবে 'চাঁদা' তুলে।
    এবার কমিউনিটি গুলোর আয় তো সমান নয়, তাদের উন্নতি ও সমান নয় , এবার তাদের মধ্যে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হলে সেটা কিভাবে মীমাংসা হবে?ধরুন বাজেট অ্যালোকেশনের বিষয় টা -
    দুটো কমিউনিটি বরানগর আর আমলাশোল।
    বরানগর কমিউনিটির কাছে যানজট,খারাপ রাস্তা,বেহাল হাসপাতাল,জল জমা,জলসংকট প্রধান সমস্যা যেগুলো এলাকার মানুষ দের দৈনন্দিন জীবনে অঙ্গাঙ্গী ভাবে জড়িত।ডানলপ বরানগরের মধ্যবিত্ত এরিয়া , কমিউনিটির কাছে বছর বছর চালাবার মত রেস্ত আছে।তারা ঠিক করল রাষ্ট্র খবরদারি করার নেই অতএব আমাদের টাকা আমাদের কমিউনিটির উন্নয়নেই খরচ করব অন্যদের একটা পয়সাও দেবো না। অন্যদিকে আমলাশোলের সমস্যা ওখানে জল নেই,স্কুল নেই,হাসপাতাল নেই রাস্তা নেই মানুষ প্রায় খেতে পায় না। আমলাশোল কমিউনিটি দরিদ্র ওদের এলাকা উন্নয়নের প্রয়োজনীয় টাকা ও নেই।এবার তাকে তো বরানগর টাকা দিচ্ছে না,জবাব দিয়েছে 'আপনি বাঁচলে বাপের নাম'। এবার কে আমলাশোল কে টাকা দেবার জন্যে বরানগর কমিউনিটি কে "বাধ্য" করবে?
    বিবেক জাগ্রত হবে, মানবিকতায় সাড়া দিয়ে তারা টাকা দিয়ে দেবে বলবেন না যেন :-)
    কেউ বাধ্য না করলে মিটেই গেলো :-) না হলে যদি কোন খবরদারি কমিটি বাধ্য করে তাকেই কি 'রাষ্ট্র' বলে না? ( সেই কনসেপ্ট টাকেই এতদিন ওয়েলফেয়ার স্টেট হিসেবে জেনেছি। )
    প্রশ্নগুলোর উত্তরের অপেক্ষায় রইলাম।
  • PT | 203.110.243.21 | ১৮ জানুয়ারি ২০১০ ১৩:৫০438997
  • Ri

    এই চমকপ্রদ নিবন্ধটি পড়ে দেখতে পারেন:

    The Rule of Law without the State:
    Were there such a category, Somalia would hold a place in Guinness World Records as the country with the longest absence of a functioning central government.

    http://mises.org/story/2701

  • Anwar | 59.94.73.181 | ১৮ জানুয়ারি ২০১০ ১৫:১৭438998
  • শমীকবাবু, মোচ্ছব কদ্দুর?
  • Samik | 219.64.11.35 | ১৮ জানুয়ারি ২০১০ ১৫:৩০438999
  • আনোয়ারবাবু,

    অনেক দূর!
  • Blank | 170.153.65.102 | ১৮ জানুয়ারি ২০১০ ১৫:৩৫439000
  • যাস্ট কৌতুহল। এই আনোয়ার বাবু কি অর্কুটের আনোয়ার যিনি বিভিন্ন বাম কমিউনিটি গুলোতে লেখেন? বিশেষত 'আমরা তঙ্কেÄর চেয়ে বেশী নেতাদের মেনে চলি' এমন একটা থ্রেড যিনি খুলেছিলেন?
  • kallol | 124.124.93.202 | ১৮ জানুয়ারি ২০১০ ১৬:৫৭439001
  • রি - মার্কস সায়েব বলে গেছেন - রাষ্ট্র উবে যাবে। ওনাকে জিজ্ঞাসা করুন। মানে, ওনাকে তো আর পাওয়া যাবে না। উনি এখন জ্যোতিবাবুর ফ্রেশার্স ওয়েলকমের ঝামেলায় আছেন। ওনার বই পড়ুন।
  • Blank | 170.153.65.102 | ১৮ জানুয়ারি ২০১০ ১৯:১৩439004
  • ওনার বই পড়েও খুব কিছু হয় নি। স্টেট উঠে যাওয়াটা বেশ ধোঁয়া লাগে। আর এদিক সেদিক ঘুরে দেখেছি যে প্রসেসটা বেশ ধোঁয়া সবার। এক একজন এক এক ভাবে জিনিসটাকে বোঝে।
    প্রলেতারিয়েতরা রুলিং ক্লাস হবে, তারপর সব ধন ধান্য হবে, তারপরে সবাই উঠে আসবে সোসাইটির দেখার জন্য। আর যেহেতু ধন ধান্য তাই conflict of interest ও থাকবে না, এটাই মনে হয় মার্ক্স বলেছিলেন। তাই কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন