এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৯২৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৫৩438905
  • ওপরের পোস্ট PTকে।
  • Suvajit | 59.177.195.214 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৫৬438906
  • পিটির শেষ পোস্ট পড়ে আমারো খ্যা খ্যা করে হাসতে ইচ্ছে করছে :-)
    শালা বুদ্ধ সরকারের কি জ্বালা। অনিচ্ছাসত্বেও ইউএপিএ আইন প্রয়োগ করতে হচ্ছে। পুলিশ দিয়ে আদিবাসীদের ধরপাকর, শ্লীলতাহানি, খাবার জলে পেচ্ছাপ, ভাতের হাঁড়ি ভেঙে দেওয়া, ইত্যাদি কাজকম্ম নিতান্ত বাধ্য হয়ে করতে হচ্ছে। কি করবে, কেন্দ্র বলেছে যে।

  • PT | 203.110.243.21 | ১২ জানুয়ারি ২০১০ ১৪:২২438907
  • খুন করলে বা খুনের মদত দিলে জেলে যেতে হবে। এই সরকার নিজের দলের লোকেদের বিষয়ে দ্বিচারিতা করলেও কথাটি সত্য। এমনকি সিঙ্গুরের নেতাদেরও সিবিআই তদন্তের পরেও জেলে যেতে হয়েছিল।

    কিন্তু আমার ""হি-হি"" প্রসঙ্গে জানাই যে এই ফোরামে অনেক সময় ধরে সিপিএমের তথাকথিত ""দলদাস""-রা একটা বিষয় বারবার বলেছে যে মাওবাদীদের তৃণর সঙ্গে আঁতাতটা তৃণমুল কং-কংগ্রেসের জোটকে আসল issue-কে, পাশ কাটিয়ে যেতে সাহায্য করছে। গতকাল পর্যন্তও প: বঙ্গের বিরোধীদের রাজনৈতিক আলোচনাটা ""সিপিএম খেদাও""-এ সীমাবদ্ধ ছিল। গত প্র্রায় এক বছর দরে পার্থ এবং ব্রাত্যরা (এই টইয়ের পকাবুদের মতই) অত্যন্ত সতর্কতার সঙ্গে সর্বভারতীয় ক্ষুধা, অপুষ্টি ইত্যাদি প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। হয়ত না ভেবেই, কসু আসল রাজনৈতিক issue-গুলো উচ্চারণ করে ফেলেছেন। আমি তাতে বেজায় খুশী। কসুর অবস্থান পকাবুদের খুঁটি নড়িয়ে দিয়েছে মনে হচ্ছে।
  • Arpan | 216.52.215.232 | ১২ জানুয়ারি ২০১০ ১৪:৩৩438908
  • কসু তালে আবার "দলদাস'দের চোখে হিরো হচ্ছেন। এতদিন ধরে পেছনে না লাগলেও পারতেন লোকটার। কখন কাকে আবার দরকার পড়ে যায়! তবে মনে রাখবেন উনি কিন্তু এখনো বঙ্গ থেকে সিপিয়েম খেদাতেই চান।
  • PT | 203.110.243.21 | ১২ জানুয়ারি ২০১০ ১৪:৪৫438909
  • ""হিরো"" বলিনি কিন্তু! পড়ে দেখুন আবার-লিখেছি, ""হয়ত না ভেবেই...... উচ্চারণ করে ফেলেছেন""।

    যদি টিকে থাকেন আর প্রকৃত রাজনৈতিক সততা থাকে, তাহলে সিপিএম খেদিয়ে তার পরে ক্ষুধা ইত্যদি নিয়ে কসু কার সঙ্গে লড়েন সেটা দেখার বাসনা রইল।
  • SB | 114.31.249.105 | ১২ জানুয়ারি ২০১০ ১৬:০৯438910
  • ধন্যবাদ কল্লোলদা পড়ার জন্যে, পরেরটা পড়ে জানান, তারপরে আমারো কিছু বলার আছে।

    আর আপনির বদলে তুমিই চালান ...
  • PT | 203.110.243.21 | ১৩ জানুয়ারি ২০১০ ১৯:৩৪438911
  • অরুনাভ-নির্বেদ-কৃষ্ণা বসু-সফি-পুততুন্ডুর পরে এবার মাওবাদীদের ঘাড়ধাক্কার প্রক্রিয়া শুরু হয়েছে। অবশ্য এই ক্ষেত্রে কে কাকে ঘাড়ধাক্কা দিচ্ছে এখনো পরিষ্কার নয়।

    Maoists issue diktat to thwart Mamata’s rally
    http://www.expressindia.com/latest-news/maoists-issue-diktat-to-thwart-mamatas-rally/566822/
  • PT | 203.110.243.21 | ১৪ জানুয়ারি ২০১০ ১২:২৭438912
  • ""এই দলের বদলে ঐ দল, শুধু এতে পরিবর্তন হয় না""........
    তিন কিস্তির এই সাক্ষাৎকারটি অনেকের জ্ঞানচক্ষুউন্মীলনে সাহায্য করতে পারে।
    http://www.anandabazar.com/14edit3.htm
  • PT | 203.110.243.21 | ১৪ জানুয়ারি ২০১০ ১৩:৩৬438913
  • কাল রাতে, এই প্রথম, স্টার আনন্দের কোন আলোচনা সভা থেকে পার্থ চ্যাটার্জী ওয়াক আউট করলেন।
  • Rajdeep | 61.14.13.7 | ১৪ জানুয়ারি ২০১০ ১৩:৪৭438915
  • বলেন কি ? হাইব্রীড মাগুর জল থেকে লাফ মেরেছে ! ! একটু বিশদে জানান প্লিজ
  • Manish | 117.241.228.164 | ১৪ জানুয়ারি ২০১০ ১৩:৫১438916
  • PT কে,
    এই যোগেন্দ্র যাদবের সমীক্ষার linkটা পাওয়া যাবে। এই রকমের যে একটা সমীক্ষা হয়েছে জানা ছিলো না।
  • Arijit | 61.95.144.122 | ১৪ জানুয়ারি ২০১০ ১৩:৫২438917
  • সকালে দেখাচ্ছিলো। সুমন দে লাস্টে যা ঝাড়লো না - আমি আরেট্টু হলে চেয়ার থেকে পড়ে যাচ্ছিলুম। অবাক হয়ে আর কি। একে স্টারানন্দ, তায় সুমন দে...
  • lcm | 69.236.180.111 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:০৫438918
  • সুমন দে - কে? চ্যাটার্জী তো - নাকি?
    অরুনাভ, নির্বেদ, সফি, পার্থ, পূত... এরাই বা কারা?
    নাহ্‌, বড় পিছিয়ে পড়ছি... তার ওপর মনেও থাকে না...
  • Rajdeep | 61.14.13.7 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:০৮438919
  • এটা মার্কেটিং গিমিক হতেও পারে
    সাধারণ লোক তো ছেড়ে দিন অনেক তৃমু সমর্থককেও আজকাল বলতে শুনছি যে ওটা আমাদের চ্যানেল , গট-আপ করে ইমেজ মেকওভারের চেষ্টা বলেই মনে হয়

    এই বাজারে আরেকটা খবর অনেকে বোধহয় মিস করে গেছেন দিনকয়েক আগে তারানন্দের পুর্ব মেদিনীপুরের সংবাদদাতা শঙ্কুদেব পন্ডা তৃ ছা প সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। দুর্জনেরা বলছে কোম্পানী চেঞ্জ হলেও পেরোল একই আছে :) কাজেই বুঝতেই পারছেন কমরেড গত কয়েক বছর ধরে পুর্ব মেদিনীপুরের যেসব খবর তারানন্দে পরিবেশিত হয়েছে তার বিশ্বাসযোগ্যতা !

  • Arijit | 61.95.144.122 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:১৪438920
  • স্টারানন্দ না দ্যাখলে জানবা কি কইর‌্যা সুমন দে কে?

    সুমন চাটুজ্জে ১: আবাপ-র এক্স-সাংবাদিক, কলকাতা টিভির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, এখন "একদিন'-এর সম্পাদক (সম্পাদকই তো?)

    সুমন চাটুজ্জে ২: অধুনা কবীর সুমন

    সুমন দে: অধুনা সুমন চাটুজ্জে ১-এর আবাপ সংস্করণ

    সফি - সইফুদ্দিন চৌধুরী

    পার্থ - পার্থ চাটুজ্জে, তিনোমূল বিধানসভা দলনেতা, ডেসকন-এর ভাইস প্রেসিডেন্ট না কি যেন

    পূত - সমীর পূততুণ্ড এবং অনুরাধা - তস্য পত্নী - এককালে উচপ জেলা সিপিয়েমের ডাকসাইটে নেতা

    নির্বেদ - কংগ্রেস নেতা - দেখলে কেন জানি না লরেল-হার্ডির হার্ডির কথা মনে হয়।
  • dipu | 61.12.12.83 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:১৫438921
  • উ না দ?
  • lcm | 69.236.180.111 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:২০438922
  • থ্যাংকু অরিজিৎ। আজ অনেকটা এগোলাম।
    বাজারে সুমন বেশী হয়ে গেছে ...
  • PT | 203.110.243.21 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:২৭438924
  • কেউ কি জানে,তারানন্দ কেন প্রায় কখনই অরুণাভ ঘোষ বা নির্বেদ রায়কে ডাকে না?
  • lcm | 69.236.180.111 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:২৭438923
  • দীপু কি জিগ্গেস করছে -- এরা সব "উ ন্মা দ' কিনা?
  • lcm | 69.236.180.111 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:২৯438926
  • PT, অরুনাভ ঘোষ কে? (এটা জানলে আজকের কোটা কমপ্লিট)।
  • Arijit | 61.95.144.122 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:৪২438927
  • উ না দ ভুলে গেছি:-(
  • PT | 203.110.243.21 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:৪৪438929
  • Manish
    http://epw.in/epw/user/loginArticleError.jsp?hid_artid=13962

    lcm
    অরুণাভ ঘোষ একজন ঘাড়ধাক্কা খাওয়া তৃণমুলী। এখন কংগ্রেসে। শুনেছি তিনি অত্যন্ত দক্ষ আইনজীবি। সিঙ্গুর উত্তর আলাপচারিতায় মমতা, তারানন্দ এবং অনেক পকাবুদের বিরাগভাজন হয়েছেন বারংবার এইকথা বলে যে, আইনের চোখে ""অনিচ্ছুক চাষী"" বলে কিছু হয়না এবং আইন না বদলানো পর্যন্ত ৪০০ একর কোন ভাবেই ফেরৎ দেওয়া যাবেনা।
  • Rajdeep | 61.14.13.7 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:৪৪438928
  • দ হবে ..... একদম সিওর
  • kallol | 124.124.93.202 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:৫১438930
  • এসবি -What Is To Be Learnt পড়লাম। খুব কৌতুহলদ্দীপক লেখা। আমি জানিনা, সিপিএমএর মাথারা এসব লেখা পড়েন কি না।
    লেখাটি থেকে এটা পরিষ্কার : ১) যে ধরনের শিল্পায়ন প:ব:তে করার চেষ্টা হচ্ছে - তা বিশ্বায়নের দায়ে পড়ে। ২) এই শিল্প ও অনুসারী শিল্পে চাগরী-বগরী হবে না। ৩) এই ধরনের শিল্পায়নে শ্রেণী দৃষ্টিভঙ্গীর অভাব।
    তাহলে এসবের কী দরকার? কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে যেতে হবেই কেন? আর মার্কসবাদী দর্শনের জায়গা থেকে (স্তালিন ও মাও এর অবদান) সেটা জনগণতান্ত্রিক বিপ্লব ছাড়া সম্ভব কি? Question of Eroding Communist Values and Dilution of Politics-এ যেটা বলার চেষ্টা করেছো।
    আসলে সিপিএম ধরে নিয়েছে বিপ্লব হবে না। তাই তাদের ""ভালো কংগ্রেস"" হতে হবে। ভালো কংগ্রেস বলে যে কিছু হয় না - সেটাই ভুলে গেছে সিপিএম।
    আজ যে জীবন যাপনে অভ্যস্ত হয়ে গেছে সিপিএম নেতৃত্ব (কেন্দ্রীয় ও প:ব:, কেরালা) তাতে বিপ্লবের ঝামেলায় যেতে কেউ রাজি নয়।
    আমি ব্যক্তিগতভাবে মার্কসবাদে আর আস্থা রাখি না। তাই আমার আরও অন্যকিছু মনে হয়। সে বারান্তরে হবে।

  • PT | 203.110.246.23 | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:২৮438931
  • আমরা ""বিপ্লব"" বলতে যা বুঝি বা বোঝাই, ভারতবর্ষের বেশীরভাগ মানুষ কি তা চাইছে আদৌ?
  • Ishan | 12.163.39.254 | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৩১438932
  • "বেশিরভাগ" মানুষ কি চায় বলা শক্ত।

    ২৫-৩০ শতাংশ লোক সোনিয়াজি ওরফে মনোমোহনকে চায়। প্রায় সমসংখ্যক লোক আদবানীজি ওরফে আরেসেসকে চায়। কিছু লোক সিপিএমকে চায়। অনেকে মাওবাদীদের চায়। এমনকি গুচ্ছের লোক টিএমসিকেও চায়।

    তাতে ক্যা ভৈল? :)
  • Mmu | 78.236.153.102 | ১৫ জানুয়ারি ২০১০ ০২:৪২438933
  • Icm
    অরুণাভ ঘোষ একজন নমকরা advocate (high court)
    প্রতিষ্ঠান সংক্রান্ত মামলাই করেন (মানে বিভিন্য company র কেস)।
    বিধান নগরে বাড়ী (বোধহয় BC ব্লক,ভুলে গেছি)
    বাড়ীর চেম্বারে বামপন্থী দু-একজনের ছবি আছে।
    অনেকদিনের কংগ্রেসী,পরে ত্‌নমূলের উত্তর ২৪প: র chairman
    বক্তব্য ভালো রাখেন।
    ত্‌নমূলের টিকিটে দম দম থেকে নির্বাচিত হয়েছিলেন। টার্ম শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন।
    তারপর পূনরায় কংগ্রেসে যোগদান।
    বর্তমানে তার প্রধান কাজ মমতার বিরোধিতা করা। মানে জোট বিরোধী।
  • AB | 117.200.80.181 | ১৫ জানুয়ারি ২০১০ ০৭:৩৯438934
  • Mmuবাবু, মমতাদেবীর বিরোধিতা করছেন অরুনাভ?এখোনো পশ্চিম্বঙ্গে বসে?ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারছেন না আপনারা?
    স্টার আনন্দ থেকে পার্থো চটুজ্জের ওয়াক আউট নেহাত গট আপ কেস মনে হচ্ছে।ঘোলা জলে মাছ ধরতে যেভাবে কৌশিক সেন নেমে পড়লেন, তাও আবার স্টার আনন্দের channelএ।
    ব্রাত্যো বসু কখন কোন দিকে বলবেন বুঝে উঠতে পারছেন না।ওদিকে তো মমতার জন-আহারে মাইনে নিচ্ছেন।নুন খেয়ে গুন না গাইলে চলবে না বুঝছেন। এদিকে কবীরদা কৌশিক।গোত্তা খেয়ে একবার ইদিক একবার সিদিকে কথা বলছেন।
    ভালো জমেছে।
    ওদিকে মমতাদেবী একখানা জমি নাকি একবার মিঠুন চক্কোত্তিকে দিয়েছিলেন রেলের তরফে।নাকি আগের বার রেলমন্ত্রী হয়েছিলেন যখন।সেই একই জমি এখোন বস্তির লোকেদের বাড়ি বানিয়ে দেবার ঘোষনা করলেন।একে তো শোনা জাচ্ছে ঐ জমি নাকি রাজ্যসরকারের।শেষমেষ বাড়িগুলো কোথায় হবে কে জানে।
    আরো এক্টা কৌতুহল।মিঠুন এতদিন সে জমিতে কিছু করলেন না কেন।তবে মমতার সভায় মিঠুনের এত সরব উপস্থিতির কারন এদ্দিনে বোঝা গেল।
    ranjanবাবু কল্লোলবাবুরা কি বলবেন?এ সবই সিপিয়েমের চক্রান্ত?নাকি সিপিয়েমের বদলে যাদের আনতে চাইছেন তাদের মানবিক মুখের গপ্পো?
  • ranjan roy | 115.184.0.1 | ১৫ জানুয়ারি ২০১০ ০৭:৪২438935
  • SB,
    মনে হচ্ছে আমাদের কমন প্যাশন ও ইন্টারেস্ট অনেকটা মেলে। কাল কোলকাতায় পৌঁছুবো। যদি কোলকাতায় থাকো তবে কোন একদিন ঠেকে বসে নির্মল আনন্দ পাওয়া যেতে পারে। আমার নম্বর ০৯৯৮১০৮৩৭৩৬।
  • ranjan roy | 115.184.0.1 | ১৫ জানুয়ারি ২০১০ ০৮:০০438937
  • AB,
    আপনার শস্তা খেউড়ে আমার কোন ইন্টারেস্ট নেই।এই সিস্টেমে কে কাকে শস্তায় জমি দিল, কেন দিল? এ'ব্যাপারে কোন সরকারের জামা পরিষ্কার নয়, হতে পারে না।
    জাস্টিস ভগবতী ব্যানার্জিকে সল্ট লেকে বে-আইনী ভাবে কোন সরকার জমি দিয়েছিল?
    রাজনৈতিক লাইন নিয়ে বিতর্ক করতে চান তো আমি আছি। (আপনি AB মানে অর্ধেন্দু ব্যানার্জি তো? কেন আমার পেচনে লেগেছেন মশায়?)
    শস্তা খেউড়ে ইন্টারেস্ট থাকলে যান, আলিমুদ্দিনে শিশির বাজোরিয়া বলে যে বস্তুটি আছে তার ঠিকুজি খুঁজে বের করুন।
    আর বাড়ি জমি নিয়ে শখ তো আলিমুদ্দিনের বাড়িটার প্রপার্টি ভ্যালু আজকে কত? কর্পোরেশন কত ট্যাক্স নেয়? বাড়িটার মালিক রেকর্ডে কে? এগুলো একটু দেখুন না!

    বহুবার লিখেচি যে আমি মমতাকে র‌্যাবল রাউজার এর চেয়ে বেশি কিছু ভাবি না।
    ইন্দিরার বিরুদ্ধে কোন সময় বিন্দুতে বিজেপিকে ভোট দেয়া মানে আর এস এস এর রাজনীতির সমর্থক হওয়া নয়। আবার বিজেপিকে হটাতে কংগ্রেসকে ভোট দেয়া ( যা বঙ্গ, কেরালা, ত্রিপুরার বাইরে অধিকাংশ সিপিএম কর্মীরা করছেন) মানেই কংগ্রেস সমর্থক হওয়া নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন