এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তবু তুমি সুন্দরী কত- কলকাতা

    bb
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০০৯ | ৬২৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manish | 117.241.228.170 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৯:০৭440046
  • ঢাকুরিয়ার ঐ জলাতে ধোপারা কাপড় কাচতো আর শুকতে দিতো।
  • PT | 203.110.246.230 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৯:২৭440047
  • পরেশনাথ মন্দিরের পাঁচিল ঘেঁষে বাড়ি। একতলা থেকে দেখা যায়না, তাই সন্ধ্যে হলেই দিদি তিন লাফে পিসীমণিদের মাঝের ঘরের জানলায়। খানিক বাদেই চিল চিৎকার, ""ভা-ই-ই-ই-নী-ঈ-ঈ-ল-ট্রা-আ-আ-ম......। চোখের পলক ফেলার আগেই দিদির পাশে। বেলগাছিয়া ব্রীজের ওপর দিয়ে টং-টং করে যাচ্ছে হলুদ আলোর বদলে টিউবে সেজে ওঠা গরবিনী, রূপসী, ট্রাম। ব্রীজের নীচ থেকে কালো ভুষো স্টীম ইঞ্জীনের ইশারার সিগনাল আর ধোঁয়াকে উপেক্ষা করে চলে যেত সেই রহস্যময়ী, প্রতিবার, দিনের পর দিন.......
  • mandi | 194.176.105.58 | ০১ জানুয়ারি ২০১০ ০৭:১২440048
  • payehentecollegestreetthekenationalmedical, jekhanestudentchilamamiaarse! emonkatobaaarhoyeche.Aaropareseihoyecheamarjibansangi.
    eishaorjaneaamarprathamsaabkichu!
    sorrybanglalekhajachhenaa!
  • Manish | 117.241.228.44 | ০১ জানুয়ারি ২০১০ ১০:০৩440049
  • সুপ্রভাত কোলকাতা
    নতুন বছরে বামতৃণ সবাইকে নিয়ে সুখে থেকো।
  • ranjan roy | 115.184.61.189 | ০১ জানুয়ারি ২০১০ ২৩:৫৫440050
  • মনীশ এবং PT,
    আমাকে তোমরা যাস্ট পাগল কোরে দেবে।
    ১৯৬৭ তে আমার হায়ার সেকন্ডারির সীট পড়েছিল রামচন্দ্র হাই স্কুলে। সে একস্পিরিয়েন্স অন্যসময় বলবো:)))
    মনীশ,
    আমি আর ডিডি নকতলা হাইস্কুলের। বিশ্বজিৎএর বাড়িটা তো স্কুলের পেছনে ডালগিজ বাংলো এরিয়াতে।
    শক্তিসংঘের লাইব্রেরির আর বার্ষিক উৎসবের কথা বল্লে না?
    আর সন্ধ্যের অন্ধকারে নাকতলা স্কুলের মাঠে চাঁদের হাট!
    " সেথায় সুখে তরুণ যুগল পাগল হয়ে বেড়ায়,
    আড়াল বুঝে আঁধার খুঁজে সবার আঁখি এড়ায়''?
    আপনারা এবং রাজদীপ কেডিদার বাড়ির ঠেকে আসুন, প্লীজ!
    জম্পেশ আড্ডা হবে।

    তবে কোলকাতার ব্যাপারে মনে হয় শ্রাবণীর কথাই শেষ কথা।
    কোলকাতার তুলনা শুধু কোলকাতা!
  • dd | 122.166.83.45 | ০২ জানুয়ারি ২০১০ ০০:২৪440051
  • রঞ্জন।

    আদৌ নই। একদম নই। অ্যাট অল নই। নেভার। মানে কক্ষনো নয়। নো। না। নেহি। নিয়েৎ।

    আমি নাকতলা হাই ইশকুলে পড়ি নি। আমি মফ:শ্বলের ইশকুলে পড়িচি,(যেমতি সিউড়ি মালদা কুচবিহার বদ্দোমান)।

    রঞ্জন , মাইরী, পুরো আমার বায়োগ্রাফী ঘেঁটে দিয়েছে। ওঁয়ার অল্প বয়স। এমনটি ই হয়। সেও ও ঠিক।

    শোনো, আমি মৌলানা আজাদে পড়েছি, সেন্ট জেভিয়ার্স থেকে এক্সপেল্ড হয়ে। এবং ইগনোমিক্স। এইখানে তোমার লগে আমার মিল। বছর দুয়েকের ফারাক, এই যা। হয়তো দেখেও ছ্যালাম তোমায় - কে Zআনে?

    সে যাগ্গে। আগে বাড়ো।
  • ranjan roy | 115.184.74.182 | ০২ জানুয়ারি ২০১০ ১৯:১৩440052
  • ডিডি,
    কি কান্ড! ছড়িয়েচি।
    আমার কেমন মনে হল যখন নতুন গুরুতে এসে নাকতলার গপ্পো লিখছিলাম তখন তুমি ( বা অন্য কেউ?) বল্লো---- আমি ১৯৬৯ নাকতলা স্কুল। বহ্নি ক্লাবের খেলার মাঠে ফুটবলপেটানো, বাঁটকুল, কেলটে চেহারার বাতেলাবাজ। আপনার মনে পড়ে? এখানে অমুক নামে লিখি।
    ( আমার কেমন মনে হল উনি ডিডি নামে লিখি বলেছিলেন।)
    তাহলে কথাটা কে বলেছিলেন? প্লীজ বলে ফেলুন। মাথায় যন্ত্রণা হচ্ছে।
    এরকম হলে কোন মেয়ে আমায় প্রোপোজ করলে অন্য কোন মেয়েকে গিয়ে বলবো---আপনিই না সেদিন আমায় প্রোপোজ করেছিলেন!
    তার পর ক্যাল খাবো।

    আছা ডিডি মৌলানায় কোন সালে? আমি ১৯৬৭ তে ইকনমিক্স,
    সে বছর সমীর পতিতুন্ডি একবছর ড্রপ নিয়ে পল সায়েন্সে এস এফ আই এর ইউনিট চালাচ্ছিলেন। শিবপুর BE থেকে রজত সেন এসে আমার মত বাচ্চাদের সঙ্গে ইকনমিকস এ ভর্তি হলেন। আর ছিল হাসিখুশি হুমাউন কবীর।
  • Mmu | 78.236.153.102 | ০২ জানুয়ারি ২০১০ ২০:১৬440053
  • ranjan দা আপনারা অনেক সিনিঅর। আপনারা যা জানেন আমি তার ১-২ শতাংশও জানি না। তবে আপনার লেখা ভালো লাগে। যদিও ধরনটা বাম পন্থী, তা হোক মানুষ ভালো হলেই চলবে।
  • ranjan roy | 115.184.74.182 | ০২ জানুয়ারি ২০১০ ২১:৪৭440054
  • অ্যাই ম্মু! এসব কি কথা? এখানে ""নো সিনিয়র-জুনিয়র বিজনেস''!
    তুমি তোমার বিশ্বাসের মতই লিখবে। সবাই শুনবে, একমত না হলেও। আর একটু ভাবো, কেন তোমার বিশ্বাস মমতা এসে অবস্থা ফেরাবেন। বা আগে রেলমন্ত্রী বা বিরোধী নেতৃ হিসেবে উনি কি কি ভালো কাজ করেছেন। আমাদের বক্তব্যের বিরুদ্ধে সেইগুলো লেখ। ভাল লাগবে। আর সবসময়ই চেষ্টা করবে বিষয়গত আলোচনা করতে, কাউকে গাল না দিয়ে। গাল দিলে সাময়িক আরাম লাগে--- কিন্তু লোকে শোনা বন্ধ করে দেয়। ভালো থেকো আর লেখ।
  • dd | 122.167.39.53 | ০২ জানুয়ারি ২০১০ ২২:১৭440056
  • রঞ্জন
    বাঁটলো বাত্তেল্লাবাজ? ওটা আমি ই লিখেছিলাম। আমার বর্ননা। যথারীতি সম্পুর্ন সত্য ভাষণ। লিখেছিলাম মোলান আজাদ নিয়েই। আমি ৬৯'র শেষের দিকে মৌলানায় ঢুকি।

    এ ছাড়াও লিখেছিলাম নাকতলায় আমার মাসীর বাড়ী। ঐ ফুটবল খেলার মাঠের পাশেই।

    তুমি এরপরেই টিপিকাল ইকনোমিস্টের মতন একস্ট্রাপোলেট করে ভেবে নিলে "অতএব প্রমান হইলো ডিডি নাকতলা বয়েজ স্কুলে পত্তো"।

    বোঝো।
  • Mmu | 78.236.153.102 | ০২ জানুয়ারি ২০১০ ২৩:১৮440057
  • ranjan দা, কি আর লিখব এই সরকার সম্পর্কে। সবসময়ি পতরিকা কোট করে লেখা যায় কিন্তু কত কোট করবো????
    আপনিও জানেন ৩২ বছতের শাসনে কোথায় গেছে প:ব: । ১৯৭৭-১৯৮২ সেই সময়ের সরকার আর এখন কার সরকার কি একই ? একটু ভাবুন please । পরে আবার লিখব।
  • M | 59.93.197.246 | ০২ জানুয়ারি ২০১০ ২৩:২০440059
  • আ মোলো যা!!!!!!!!
  • Mmu | 78.236.153.102 | ০২ জানুয়ারি ২০১০ ২৩:২০440058
  • পত্রিকা,বছরের
  • debu | 72.130.151.116 | ০৩ জানুয়ারি ২০১০ ০৪:২৭440060
  • ৩২ বছরের সব দোষ বাম দের দিওনা।
    কং ও এর জন্য ৫০% দায়ি।
    কং এর নেতারা দিল্লি তে বামের নেতাদের সঙ্গে বেশ ঢলা ঢলি ছিলো, এটা আমার নিজের দেখা।
    Dunlop মোরের দারুর দোকানের মলিক কে হপ্তা দিতে হয় দু দলকে সমান সমান
  • M | 59.93.204.186 | ০৩ জানুয়ারি ২০১০ ১০:০৮440061
  • ব্যাস!!!!!
    আর ভাল্লাগেনা।
  • bb | 117.195.179.127 | ০৩ জানুয়ারি ২০১০ ১৬:১৭440062
  • এটা বিশুদ্ধ কলকাতাপ্রেমীদের জন্য, দলমত নির্বিশিষে। তাই , রাজনীতিকে দিন ছুটি এই টইতে।
  • Manish | 117.241.228.230 | ০৪ জানুয়ারি ২০১০ ১২:৪২440063
  • হর্ষবর্ধন-গোবর্ধন,ঘনাদা,টেনিদা,ফেলুদা,গোগোল কবেই লেখার পাতা থেকে ঝাপসা হোয়ে গেছে, এই সেদিনের মেয়ে কলাবতীও দোয়াৎ উল্টালো। বাংলা সাহিত্যের ঘোর কলি।

    একা রাজা রায়চৌধুরি খুরিয়ে চলেছে............
  • Manish | 117.241.228.230 | ০৪ জানুয়ারি ২০১০ ১২:৪৪440064
  • * খুড়িয়ে চলেছে
  • lcm | 69.236.172.178 | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:০৬440065
  • এখন, হরি পাত্র-র যুগ। আচ্ছা, রাউলিং-এর বাংলা অনুবাদ আছে নাকি?
  • chhuti | 117.194.66.253 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:০৮440067
  • এই শহর জানে আমার প্রথম সব কিছু----পালাতে চাই যত সেআসে আমার পিছু পিছু।---------না,পালাতে চাইনা।এই শহর আমার প্রাণ।মন খারাপ হলে নন্দন-চত্তর বা কলেজ-স্ট্রীট ঘুড়ে এলেই মন ভাল হয়ে যায়।এত প্রাণ আর কোন শহরের আছে?
  • Blank | 203.99.212.53 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:২০440068
  • আমি বই মেলার বাংলা দেশের স্টলে হরি নাম দেখেচি বাংলায়। কলেজ স্ট্রীটেও দেখেছি মনে হয়।
  • Blank | 203.99.212.53 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:২৪440069
  • ছুটি স্যার
    আরো অনেক শহরেই আছে। বরং কোলকাতা বেশ নীচের দিকে।
    শহর পিছু টোটাল প্রানের হিসেব দিচ্ছি একটা,
    মুম্বাই ১৩,৯২২,১২৫
    সাংহাই ১৩,৮৩১,৯০০
    নিউ ইয়র্ক ৮,৩৬৩,৭১০

    কোলকাতা ৫,০৮০,৫১৯ (৩২ এ র‌্যাংক)
  • chhuti | 117.194.66.253 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:৩৮440070
  • এম,সেই আড্ডাবাজ মেয়েগুলোর প্রায় ট্রামে চাপা পড়তে পড়তে বেচে যাওয়ার কথা বল! আর তাদের সেই প্রদীপ সারের(য-ফলা লাগাতে পারলামনা) কোচিং থেকে ফেরার পথে রকবাজি আর উইন্ডো শপিং? তারপর আমি ভিখারীর গল্পটা বলবো।
  • M | 59.93.205.97 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:৩৯440071
  • উ:!!!!!!!!

    কি ছেলে দেখো!

    ওরে এ প্রান সে প্রান নয় রে।
  • M | 59.93.205.97 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:৪১440072
  • ওরে সেই ক্লাসিক গপ্পটা তুই গপ্পের টইতে লেখনা, আমি অলরেডি একটা সেখানে দিয়েচি।
    আর আমাগো ছোটবেলা নিয়ে যে উপন্যাসটা লিকছিলিস।

    আর কবিতার টইতে আমি তোকে চাই।:P
  • M | 59.93.205.97 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:৪২440073
  • syaar = স্যার
  • tkn | 122.173.178.94 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:৪৬440074
  • গোলপার্ক থেকে গড়িয়াহাটের দিকে হাঁটছি। ফুটপাথের একপাশে একজন বসে আছেন কিছু কাঁঠালি কলা আর খানিক ঝিরিঝিরি পাতাওয়ালা শাক নিয়ে। দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলাম "এগুলো কি শাক?"
    কড়াই শাক দিদি
    কেমন করে রান্না করে?
    দোকানদার - যেমন খুশি। ভেজে খেলেই হয়
    খদ্দের ১ : ছোটোছোটো ছোলা সেদ্ধ করে এর সঙ্গে মিশিয়ে একটু পোস্ত ওপর থেকে ছিটিয়ে দিলেও ভালো লাগে
    খদ্দের ২ : এমনি রসুন দিয়ে সরষে ফোড়ন দিয়ে ভেজেও খেতে পারেন
    পথচলতি একজন : এই শাকভাজা গরমভাতে মেখে তার সঙ্গে বকফুল ভাজা ..... দারুন টেস্ট। ঐ তো দেখবেন মোড়ের মাথায় বসে বকফুল নিয়ে সাদা সাদা....

    হ্যাঁ হ্যাঁ, জানি, কলকাতার লোকেরা বড্ড কথা বলে। কিন্তু ভাগ্যিস বলে :-))) কিনে আনলাম কড়াই শাক।
    ........ আমার কলকাতা
  • Blank | 203.99.212.53 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:৪৭440075
  • ও অন্য প্রান !!
    সে তো মুম্বাইতে ছিলো, এখুন মনে হয় মারা গেছে।
  • chhuti | 117.194.66.253 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:৪৮440076
  • ব্ল্যান্‌কবাবু, আমি স্যার নই,ম্যাডাম।আর প্রাণের হিসাব কি শুধু সংখ্যা দিয়ে হয়?প্রাণ মানে আয়ু নয়,জনসংখ্যা নয় ,জীবন।বেচে থাকার উত্তাপ।
  • M | 59.93.205.97 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:৫০440078
  • ঠিক,
    সেদিন কাঁকড়া দেখে হেবি কিনতে ইচ্ছে করলো,অথচ বর্বরটাও নেই, কে ছাড়িয়ে দেবে?(আহাগো!!! ছেলেটাকে উঠতে বসতে কত জ্বালিয়েছি, এদিকে কাছে নেই বলেই উপকারিতা টের পাচ্চি)তো কাঁকড়াওয়ালা কি বকাটাই না দিলে,যেন আমার গার্জেন, অথচ কি যত্ন করে ছাড়িয়ে আবার কেমং করে রাঁধবো বলে দিলে।(ফোঁচ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন