এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৩৯২৭৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 127.194.102.3 | ০২ অক্টোবর ২০১২ ২৩:১৯440621
  • বুঝুন।

    এর পরেও আপনাঅর সিরিয়াল দেখা কমাবেন না? ভেবে দেখুন!! ঃ))
  • Suhasini | 202.165.213.236 | ০৩ অক্টোবর ২০১২ ১৫:২৪440622
  • আমার কুচো অর্চিকে ডাকে "অজ্জিতবাবু"।

    ডিঃ - আমি সিরিয়াল দেখি না, তিনি দিদার পাশে বসে মন দিয়ে দেখেন ও পরে আমাকে আপডেট দেন। এত মনোযোগ অবিশ্যি কেয়াপাতার নৌকোর সময় থাকে না - ওই সময়ে নিয়ম করে তিনি নিমকি খাওয়ার বায়্না করেন।
  • প্পন | 126.50.59.180 | ০৩ অক্টোবর ২০১২ ১৫:২৬440623
  • কোন এক সিরিয়ালের বালিকা বধূ চরিত্রটির নাম গোপী বহু।

    আমার মেয়ে তাকে ডাকে গোফিবাবু।
  • raatri | 24.96.58.70 | ০৬ অক্টোবর ২০১২ ০১:২৬440624
  • পামিতাদি,
    বোঝো কান্ড!!

    আমার ছেলে-ও ঠাকুমা-দিদার সাথে গুচ্ছ সিরিয়াল দেখত।অগ্নিপরীক্ষায় অপর্ণা নামে একটি মেয়ের চরিত্র ছিল,ডাকনাম অপু।ছেলে এক্দিন কি প্রসঙ্গে অপর্ণা,অপু দুটো একসঙ্গে বলেছে।ছেলের বাবা তো অবাক এবং মুগ্ধ যে ছেলে অপু-অপর্ণা জানে!!তার ভুল ভাঙ্গাতে খারাপই লাগছিল।
  • apu | 24.139.211.2 | ০৬ অক্টোবর ২০১২ ১২:০২440626
  • আপনাদের লেখাগুলো অসাধারণ ---- পড়তে পড়তে আমার কিছু দুষ্টু ছেলের কথা মাথায় এলো তাদের গল্পগুলো এইরকম---

    আজান বছর ছয় তখন------বাবা অফিস বেরোনোর পর একটা বেড়াল বাড়ি নিয়ে এসেছে দেখে তার মা এবং ঠাকুমা খুব রাগারাগি করে। তারপর মা আজান কে দুঘা দিয়ে দোতলার ঘরে চান করতে গেলে আজান মার পেছন পেছন ওপরে ওঠে। anekkhan কোনো সাড়া নেই দেখে ঠাকুমা ওপরে উঠে দেখেন সে রাগে তুলোর বালিশ ছিড়ছে
    ঠাকুমা --- আজান মারে ডাকুম
    আজান -- না একাই পারুম।

    জুরা, জুরার বাবা aims এর ডাক্তার। জুরার বাবাকে চায় কিন্তু ওকে থাকতে হয় মা আর ঠাকুমার সঙ্গে। এক গরমে কলকাতাতে এসে রবীন্দ্রসদনে চন্ডালিকা দেখতে গেছে ফেরার পথে
    জুরার মা এলি---- কেমন লাগলো রে?
    জুরা -----বুঝলাম।।
    এলি ঠাকুমার দিকে চেয়ে ---কি বুঝলি?
    জুরা----চন্ডালিকার বাবা ডাক্তার।

    বিতান ছ বছর বাঙ্গালোরে থাকে---খুব দুষ্টু ---স্কুলে ফার্স্ট হয় তাই তাড়িয়ে দেয় না। একদিন ক্লাসে বন্ধুর সঙ্গে গল্প এত জমেছে যে মাডাম কান ধরে ক্লাসের দুদিকে দুজনকে দাড় করিয়ে দিয়েছেন ক্লাস শেষে মাডাম দেখেন ওরা পাশাপাশি কান ধরে গল্প করছে
    মাডাম ----বিতান তুমি এখানে কি করে ele ?
    বিতান -----earth ইস মুভিং ম্যাম।

    গুন্জা খুব দুষ্টু গুন্ডা মেয়ে। তার মা বাবা ঠাকুমা দিদুন তাকে মারপিঠ করতে বারণ করে । পুজোর সময় হঠাত তার বাবা দেখে সে একা বসে আছে --
    বাবা ---- গুন্জা কি হলো পান্ডেলে যা
    গুন্জা--- না বাবা দূর্গা খুব মারপিঠ করে ।

    টোকাই খুব একা তার বাবা ব্যাস্ত মা ব্যাস্ত তার ঠাকুমা ছাড়া কোনো কথা বলার লোক নেই । সে শান্তিনিকেতনে thake তাই কলকাতায় মামার বাড়ি গেলে মামাতো ভাইরা তাকে গ্রাম এর ছেলে বলে।তার কলকাতা ভালো লাগে না। তার মাকে সে কিছুদিন হলো খুব খুশি দেখছে খবর নিয়ে জেনেছে কালী পুজো ভাইফোটা তে মামা মামী আর মামার ছেলে রিক আসছে।সে ওই সময় কোথাও চলে যেতে চায় । সে ঠাকুমাকে বলে
    টোকাই ---তোমার মা বাবার বাড়ি নেই।
    ঠাম্মা----আছে সে তো ওদেশ ---চাটগা
    টোকাই -- তাতে কি চলো না দেখে আসি
    ঠাম্মা----পান মুখে দিয়ে বলে যাব কি করে সৌম কাকা আসছে ?
    টোকাই -- সে কে?
    ঠাম্মা--- তোর বাবার খুরতুত ভাই ?সে তো বিজ্ঞানী?
    টোকাই--কি বিজ্ঞান ?
    ঠাম্মা-- পরমানু বোমা হয় na ওই বিজ্ঞান ।

    টোকাই এখানে ওখানে ঘুরে বাড়ি ফিরে দেখে বাড়িতে অনেক লোক । মা বলে এতক্ষণ কোথায় ছিলি বাবা বাড়ি ফিরে তোকে khunjche টোকাই । টোকাই বোঝে সেই বোমা বানায় বিজ্ঞানী কাকু এসেছে সবাই ওকে ডাকে। ও হাত ধুয়ে খেতে বসে বাবা আর বোমা বানায় বিজ্ঞানী কাকুর সঙ্গে।

    টোকাই রিককে চমকে দিতে চায় সে কিছু একটা করতে চায় দুপুরে মা পর্দা টেনে ঘর অন্ধকার করে বলে আমি খেতে বসি তুই একটু ঘুমো।টোকাই এর ঘুম আসেনা । সে বিছানা থেকে উঠে যায় বাবা আর কাকা কোথায় খুজতে । দেখে কাকা একটা ঘরে একা বসে আছে জানলা দিয়ে পাখি দেখছে টোকাইকে কাকা ডাকে
    কাকা --- কি পাখি বলত?
    টোকাই-- ডাহুক
    কাকা ---তোর পাখি ভালো লাগে
    টোকাই--- তুমি ঘুমোবে?
    কাকা---না কেন
    টোকাই----আচ্ছা পরমানু বোমা pare ফাটে না ফেটে পড়ে? ওটা কিরকম পেটোর মতো না বোমা? সলতে টা কোথায় থাকে?
    কাকা--- কেন এসব জেনে কি করবি ?
    টোকাই---বাড়িতে বোমা বানাবো এবারের কালী পুজোতে ফাটাব।
  • apu | 24.139.211.2 | ০৬ অক্টোবর ২০১২ ১২:০২440625
  • আপনাদের লেখাগুলো অসাধারণ ---- পড়তে পড়তে আমার কিছু দুষ্টু ছেলের কথা মাথায় এলো তাদের গল্পগুলো এইরকম---

    আজান বছর ছয় তখন------বাবা অফিস বেরোনোর পর একটা বেড়াল বাড়ি নিয়ে এসেছে দেখে তার মা এবং ঠাকুমা খুব রাগারাগি করে। তারপর মা আজান কে দুঘা দিয়ে দোতলার ঘরে চান করতে গেলে আজান মার পেছন পেছন ওপরে ওঠে। anekkhan কোনো সাড়া নেই দেখে ঠাকুমা ওপরে উঠে দেখেন সে রাগে তুলোর বালিশ ছিড়ছে
    ঠাকুমা --- আজান মারে ডাকুম
    আজান -- না একাই পারুম।

    জুরা, জুরার বাবা aims এর ডাক্তার। জুরার বাবাকে চায় কিন্তু ওকে থাকতে হয় মা আর ঠাকুমার সঙ্গে। এক গরমে কলকাতাতে এসে রবীন্দ্রসদনে চন্ডালিকা দেখতে গেছে ফেরার পথে
    জুরার মা এলি---- কেমন লাগলো রে?
    জুরা -----বুঝলাম।।
    এলি ঠাকুমার দিকে চেয়ে ---কি বুঝলি?
    জুরা----চন্ডালিকার বাবা ডাক্তার।

    বিতান ছ বছর বাঙ্গালোরে থাকে---খুব দুষ্টু ---স্কুলে ফার্স্ট হয় তাই তাড়িয়ে দেয় না। একদিন ক্লাসে বন্ধুর সঙ্গে গল্প এত জমেছে যে মাডাম কান ধরে ক্লাসের দুদিকে দুজনকে দাড় করিয়ে দিয়েছেন ক্লাস শেষে মাডাম দেখেন ওরা পাশাপাশি কান ধরে গল্প করছে
    মাডাম ----বিতান তুমি এখানে কি করে ele ?
    বিতান -----earth ইস মুভিং ম্যাম।

    গুন্জা খুব দুষ্টু গুন্ডা মেয়ে। তার মা বাবা ঠাকুমা দিদুন তাকে মারপিঠ করতে বারণ করে । পুজোর সময় হঠাত তার বাবা দেখে সে একা বসে আছে --
    বাবা ---- গুন্জা কি হলো পান্ডেলে যা
    গুন্জা--- না বাবা দূর্গা খুব মারপিঠ করে ।

    টোকাই খুব একা তার বাবা ব্যাস্ত মা ব্যাস্ত তার ঠাকুমা ছাড়া কোনো কথা বলার লোক নেই । সে শান্তিনিকেতনে thake তাই কলকাতায় মামার বাড়ি গেলে মামাতো ভাইরা তাকে গ্রাম এর ছেলে বলে।তার কলকাতা ভালো লাগে না। তার মাকে সে কিছুদিন হলো খুব খুশি দেখছে খবর নিয়ে জেনেছে কালী পুজো ভাইফোটা তে মামা মামী আর মামার ছেলে রিক আসছে।সে ওই সময় কোথাও চলে যেতে চায় । সে ঠাকুমাকে বলে
    টোকাই ---তোমার মা বাবার বাড়ি নেই।
    ঠাম্মা----আছে সে তো ওদেশ ---চাটগা
    টোকাই -- তাতে কি চলো না দেখে আসি
    ঠাম্মা----পান মুখে দিয়ে বলে যাব কি করে সৌম কাকা আসছে ?
    টোকাই -- সে কে?
    ঠাম্মা--- তোর বাবার খুরতুত ভাই ?সে তো বিজ্ঞানী?
    টোকাই--কি বিজ্ঞান ?
    ঠাম্মা-- পরমানু বোমা হয় na ওই বিজ্ঞান ।

    টোকাই এখানে ওখানে ঘুরে বাড়ি ফিরে দেখে বাড়িতে অনেক লোক । মা বলে এতক্ষণ কোথায় ছিলি বাবা বাড়ি ফিরে তোকে khunjche টোকাই । টোকাই বোঝে সেই বোমা বানায় বিজ্ঞানী কাকু এসেছে সবাই ওকে ডাকে। ও হাত ধুয়ে খেতে বসে বাবা আর বোমা বানায় বিজ্ঞানী কাকুর সঙ্গে।

    টোকাই রিককে চমকে দিতে চায় সে কিছু একটা করতে চায় দুপুরে মা পর্দা টেনে ঘর অন্ধকার করে বলে আমি খেতে বসি তুই একটু ঘুমো।টোকাই এর ঘুম আসেনা । সে বিছানা থেকে উঠে যায় বাবা আর কাকা কোথায় খুজতে । দেখে কাকা একটা ঘরে একা বসে আছে জানলা দিয়ে পাখি দেখছে টোকাইকে কাকা ডাকে
    কাকা --- কি পাখি বলত?
    টোকাই-- ডাহুক
    কাকা ---তোর পাখি ভালো লাগে
    টোকাই--- তুমি ঘুমোবে?
    কাকা---না কেন
    টোকাই----আচ্ছা পরমানু বোমা pare ফাটে না ফেটে পড়ে? ওটা কিরকম পেটোর মতো না বোমা? সলতে টা কোথায় থাকে?
    কাকা--- কেন এসব জেনে কি করবি ?
    টোকাই---বাড়িতে বোমা বানাবো এবারের কালী পুজোতে ফাটাব।
  • pi | 127.194.6.251 | ০৬ অক্টোবর ২০১২ ১২:৩৮440627
  • ঃ))

    আরো লিখুন !
  • jhumjhumi | 24.99.166.203 | ০৬ অক্টোবর ২০১২ ১৬:২৭440628
  • অপু , বাচ্চাগুলো দারুণ!!!!!!!!!
  • I | 24.99.253.152 | ০৭ অক্টোবর ২০১২ ০০:০১440629
  • আজানের গল্পটাই বেস্ট। ঃ-)
  • aka | 85.76.118.96 | ০৭ অক্টোবর ২০১২ ০০:২২440631
  • বিতানের গপ্পোটাও ব্যাপক।
  • Lama | 127.194.227.206 | ০৬ ডিসেম্বর ২০১২ ০৬:৩৬440632
  • (স্থান- বাসস্ট্যান্ড, কাল- পরশু সকাল, পাত্র- শিশু ও তার বাবা)

    শিশুঃ বাবা, ওই দেখো একটা বেড়াল। জানো, ওটা কাল বেড়ালছানা ছিল।

    বাবাঃ হ্যাঁ বেড়ালরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়।

    শিশুঃ হবেই তো, কারণ ওদের কোনো বার্থডে হয় না।
    ****************************************************************
    (স্থান- বাসস্ট্যান্ড, কাল- গতকাল সকাল, পাত্র- শিশু ও তার বাবা)

    শিশুঃ বাবা, ওটা কাক, না দ্রিঘাংচু?

    বাবাঃ কাকও হতে পারে, দ্রিঘাংচুও হতে পারে।

    শিশুঃ কাক হতে পারে, দ্রিঘাংচু কখনোই নয়।

    বাবাঃ কেন নয়?

    শিশুঃ কারণ এটা রাজসভা নয়, বাসস্ট্যান্ড
    ****************************************************************
    (স্থান- বাড়ি, কাল- স্কুল থেকে ফেরার পর, পাত্র- শিশু ও তার মা)

    মাঃ ছাগলের রচনা এসেছিল? কিন্তু তুমি তো গরু শিখে গিয়েছিলে। পারলে? কি লিখলে?

    শিশুঃ ওটাই লিখলাম। শুধু 'একটি লেজ আছে'র বদলে 'একটি ছোট লেজ আছে' লিখে দিয়েছি।
  • ব্যাং | 132.172.242.57 | ০৬ ডিসেম্বর ২০১২ ০৬:৪৪440633
  • শিশুটির যুক্তিজালে আমি আচ্ছন্ন এবং মায়ামুগ্ধ।
  • pi | 127.194.12.91 | ০৬ ডিসেম্বর ২০১২ ০৭:১৮440634
  • ঃ))
  • rimi | 85.76.118.96 | ০৬ ডিসেম্বর ২০১২ ০৭:৩৬440635
  • ওরে বাপরে তুষ্টুর গল্প শুনে একদম হাহাচেছিপগে!!!!
  • aka | 85.76.118.96 | ০৬ ডিসেম্বর ২০১২ ০৭:৪৮440636
  • ঃ)
  • Lama | 127.194.227.206 | ০৬ ডিসেম্বর ২০১২ ১৩:১৭440637
  • শিশু হো তো অ্যায়সা
  • গান্ধী | 213.110.243.22 | ০৬ ডিসেম্বর ২০১২ ১৩:৪৭440638
  • চরম !! দুটো ই
  • Sibu | 118.23.96.4 | ০৬ ডিসেম্বর ২০১২ ১৮:৫১440639
  • এটা মনে হয় শিশু টকেই যাওয়া উচিত।

    আজকে গিন্নির একটা সার্জারী হবে। জিজ্ঞেস করলাম ভয় করছে কিনা। উত্তর দিল - এমনিতেই তো অজ্ঞান হয়ে যাব, ভয়ের আর কি দরকার।
  • | 233.228.29.228 | ০৭ ডিসেম্বর ২০১২ ১৯:৪৮440640
  • দাঁড়াও বৌদি কে জানাচ্চ্ছিঃ))
  • সিকি | 24.97.10.234 | ০৭ ডিসেম্বর ২০১২ ২১:৩৪440642
  • লামা কি ভিডিওটা সরিয়ে নিয়েছো? দেখা যাচ্ছে না।
  • pharida | 192.68.92.119 | ০৭ ডিসেম্বর ২০১২ ২১:৪৯440643
  • কাল থেকে সপরিবারে "আকাশকুসুম" শুনে যাচ্ছি - দুখে, এটা মুখবইতে রাখলাম কিন্তু

    - ভীষণ মনখারাপ সারানর দাওয়াই হিসেবে।
  • Lama | 127.194.245.186 | ০৭ ডিসেম্বর ২০১২ ২২:৪৮440644
  • সিকি, ভিডিওটা তো আমার নয়। তাছাড়া দেখতেও পাচ্ছি তো
  • সিকি | 24.97.10.234 | ০৭ ডিসেম্বর ২০১২ ২২:৫০440645
  • পেয়েছি। ফাফতে চলছিল না। আইইতে চলল।
  • Sibu | 84.125.59.177 | ০৮ ডিসেম্বর ২০১২ ০১:০৬440646
  • বোতীন, বৌদি এখন কেতরে আছে। চিত্ত যেথা ভয়শূন্য ...
  • raatri | 69.161.186.108 | ১০ ডিসেম্বর ২০১২ ০১:০২440647
  • তুস্টু-র কি বুদ্ধি রে বাবা!!

    ছেলের বাবার এক রুগী হঠাৎ খারাপ হয়েছে এক রবিবার দুপুরে,সকালে ভালো দেখে আসার পর।সে সাপ্তাহিক এক বেলার ছুটিটুকুতেও দৌড়েছে।বাড়ি ফিরেছে পর দিন পুরো দিন কাটিয়ে রাতে।মন মেজাজ খারাপ,খাওয়া-দাওয়া প্রায় বন্ধ।এই হঠাৎ খারাপ হওয়া নিয়ে রুগীর বাড়ির লোক কিরকম আক্রমণাত্মক হয়ে উঠতে পারে,তার নানা চিন্তা মাথায়।মুখেও।আমি ছেলে-কে বললাম-তোর বাবাকে এ সব ভাবতে বারণ কর তো।সে গম্ভীর মুখে উত্তর দিল-মন কি কারো বারণ শোনে??
  • raatri | 69.161.186.108 | ১০ ডিসেম্বর ২০১২ ০১:২৬440648
  • বন্ধুদের গেট টুগেদার ছিল।এক বছর তিনের কুচি বাচ্চা দেখি ঢুকেই এক মিনিটের মধ্যে তার কাছাকাছি সাইজের এক-আধ পিস জোগাড় করে ফেললো।তার মাকে বললাম-তোর মেয়ে তো খুব ওস্তাদ!!সে ও স্বীকার করল যে কুচি খুবই করিৎকর্মা।খানিক পরে কুচিকে কাছে পেয়ে আমি আঙুল তুলে তাকে যেই না বলেছি-তুই তো খুব মিশুকে!!(সে বেচারি এ হেন গালাগাল জন্মে শোনে নি,তার দোষই বা কোথায়?)সঙ্গে সঙ্গে 'তুই মিশুকে!' বলে কুচি অন্তর্ধান!!
  • raatri | 69.161.186.108 | ১০ ডিসেম্বর ২০১২ ০১:২৯440649
  • *কুচির অন্তর্ধান!!
  • 4z | 109.227.143.99 | ১০ ডিসেম্বর ২০১২ ০২:১৪440650
  • অথ কুঁচো-কুঁচি সংবাদঃ

    কথায় কথায় কবে বাবা বলে ফেলেছিল, যাঃ হাতে হারিকেন হয়ে গেল। একথাটা তিনি মাঝে মধ্যেই বলে থাকেন। একদিন কুঁচো হাতে কি একটা নিয়ে দৌড় মারায় কোনোক্রমে তাকে ধরে হাতে কি জিজ্ঞেস করায় এক গাল হাসি সহ উত্তর হাইকেন!

    এখন দেশে যাবার আগে তাদের ঠাকুমা ট্রেনিং দিচ্ছে সেখানে লোকে কি কি প্রশ্ন করতে পারে। তো তাদের যাই জিজ্ঞেস করা হয় না কেন, উত্তর তাদের নিজেদের ইচ্ছে মতই আসে। এরকমই একবার তাদের নাম বলতে বলায় কুঁচির উত্তর, আইয়ান পাছু অ্যান্ড ওশিন পোঁদু! (এরকম উত্তরের কারন, দুজনের ডায়াপার বদলানোর সময় ইয়ার্কি মেরে বলা হয় আয় তোর পাছু পরিষ্কার করে দি, পোঁদু মুছে দি, অতএব...)
  • kumu | 132.160.159.184 | ১০ ডিসেম্বর ২০১২ ১১:২৩440651
  • ফোজ্জির এনারা কি যমজ?
  • 4z | 109.227.143.99 | ১০ ডিসেম্বর ২০১২ ১১:২৭440654
  • কুমুদি, হ্যাঁ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন