এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরু (৩)

    kd
    বইপত্তর | ২৫ মার্চ ২০১০ | ১১৭৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 98.221.52.119 | ২৩ জুলাই ২০১০ ০৯:১০442637
  • আম্রিগায় বঙ্গসম্মেলনে কিছু কাগু৫ দিয়েছি লোকজনকে, উড়ালপুল পত্রিকাটার সাথে স্টল ভাগাভাগি করেছিলাম। প্রচ্ছদ-টা বেশ প্রশংসা পেয়েছে।
  • dd | 122.167.34.127 | ২৬ জুলাই ২০১০ ২০:০৭442638
  • গু চ'র ৬+৭ সংখ্যা আজ পেলাম আর পড়ে ফেল্লাম, অনেকটাই।

    কইয়া ফালাই ? ক্যামোন ?

    . থীমের উপর ইস্যু খারাপ আইডিয়া নয়, কিন্তু ঐটাই যেনো একমাত্র ইস্যু না হয় (বুঝলেন তো?)। মানে যেমন হয় কলকাতার থীম পুজো - গতবারে ডিজনীল্যান্ড আর এইবারে রাজোস্থান করেছি তো নেক্স' বারে ক্ষি মেক্সিকো কর্বো?

    মাঝে মধ্যে থাকলেই ভালো। থিম রোজকার খাদ্য হলে জমবে না।

    . পলিটিকাল ল্যাখা , মানে বুবুভা বা টুকরো খবর, এগুলোর অনেকাংশেই তাৎক্ষনিক আপীল। দুই তিন মাসের পুরোনো খবর বাসী,খুব বাসী। ততোদিনে নর্দমা আর নর্মদা দুটো দিয়েই অনেক জল বয়ে গেছে, অনেক ট্রেন উল্টে গেছে। আর আমার কাছে ক্লান্তিকর রকমের বেশী মনে হয়েছে।

    . আরেকটা, গুচর প্রচ্ছদ থেকে শুরু করে ব্যাক কভার,সম্পাদকীয়,ব্লার্ব, সুচীপত্র লেখা গপ্পো,কাব্যি... ইত্যকার সব কিছুতেই ফাজলামী ফুসকরিতে ভরা, কিন্তু এবারের হোঁৎকা ইস্যু বড়ই গুরু গম্ভীর। নো চন্ডালি, অথচ ওটাই গু চ'র ইউ এস পি।

    . ইটি ক্ষি মুলত: সাহিত্য পত্রিকা? না ক্ষি বেসিকালি প্রোবোন্ধের ? যখন য্যামন তখন ত্যামন হলে কোনো দোষ হয় না, কিন্তু একটা টার্গেট অডিয়েন্স থাকলে ভালো হয় না ?

    ঠিকাছে ?
  • nyara | 122.172.29.20 | ২৭ জুলাই ২০১০ ১৬:২৮442639
  • ডিডিদাদাকে ক্ক:
  • Ishan | 125.18.17.16 | ২৭ জুলাই ২০১০ ১৭:৩০442640
  • চার নং টা ক্লিয়ার হলনা। টার্গেট অডিয়েন্স মানে কবি এখানে কি বলছেন? শুধু প্রবন্ধ পাঠক বা শুধু সাহিত্য পাঠক বলে কি কোনো টার্গেট অডিয়েন্স হয়?

    নাকি এইরকম বলতে চেয়েছেন, যে, প্যাকেজটা কিরকম হবে সেটা সেট করে ফেলতে হবে। যতে পাঠকের একটা এক্সপেক্টেশন তৈরি থাকে এবং তার সঙ্গে প্যাকেজটা ম্যাচ করে।
  • dd | 122.167.15.201 | ২৭ জুলাই ২০১০ ২১:৪৪442641
  • চান্নম্বোর টাতো ? হ্যাঁ হ্যাঁ, লিখবার সময়ে আমারো ক্যামোন ঝাপসা ঝাপসা লাগছিলো।

    মানে ক্ষি, আমি তো ৭/৮ কপি চেনাজানাদের গছিয়ে দি'। যাদের দি' তারা (সবাই কম্পিউটারোয়ালা, সিকি আঁতেল, ও এক দশমাংশ ফ্যাকাশে বামপন্থী) বেশ ঘ্যান ঘ্যান করে। সবাই গুছিয়ে ছোটো গল্পো, ভালো ভালো ভ্রমন কাহিনি, শিক্ষামুলক প্রেমের পদ্দো, জমাটি ধারাবাহিক - এগুনো পত্তে চায়। প্রবন্ধও - তবে খুব বেশী না হলেই হলো।

    ঐ দেশ টাইপের। গপ্পো পদ্দো আরেট্টু বেশী।

    এবার পরিষ্কার? আমি তো দিব্বি বুঝতে পারছি এখন।
  • rokeyaa | 203.110.243.22 | ২৮ জুলাই ২০১০ ০৯:৪৩442642
  • শিক্ষামূলক প্রেমের পদ্দো আমিও চাই :)
  • Ishan | 125.18.17.16 | ২৮ জুলাই ২০১০ ১৭:২৫442643
  • ডিডিদা। এইটা করা যাবেনা। "দেশ' কোনো মডেল নয়। অন্য মডেলটা দেশের চেয়ে ওঁচা হতে পারে (ভালও হতে পারে), কিন্তু "অন্য' মডেলই করতে হবে।
  • kallol | 124.124.93.205 | ২৮ জুলাই ২০১০ ১৭:৩৯442644
  • আমার তো থিম ব্যাপরটা ভালই লাগলো।
    তবে থিম ছাড়া অন্য সব লেখাও তো থাকছে। শুধুই থিম তো হচ্ছে না।

  • dd | 122.167.28.206 | ২৮ জুলাই ২০১০ ২১:৩২442645
  • @ঈশেন,
    আরে দেশ মানে কি দেশ? শুধু ই দেশ?
    না,না, এর মানে সাপ্তাহিক বত্তোমান, মানে ই রোব্বার; এই সব ই। বেসিকালি গপ আর কাব্বি আর রম্যরচনা আর আলোচনা আর ভ্রমন কাহিনি আর পোবোন্ধোও, কিন্তু অনুষ্টুপের মতন অতো বড়ো ভারী মোটা প্রবন্ধোয়ালাই নয়, বেশ রসে বসে ফেমিলি মাগাজিন। ঝোঁকটা সেদিকে।

    @ কল্লোল
    থিম? থাকুক না। কিন্তু রোজ নয়। কেনো না একেতো থিম ফুরিয়ে যাবে, আর লেখক সংখ্যাও তো হাতে গোনা। সেই একই মাল নানান মোড়কে বেরোবে। য্যামন ধরো নেক্স' ইস্যু হচ্ছে দাদ,হাজা,খোস,পাঁচরা নিয়ে। তো এই এই লেখা থাকবে, দেখ নিও।
    ক বাবুর "পুরাণে চর্মরোগ","খ বিবির "কেন্দ্রীয় চক্রান্তে দাদগিরি", গ বাবুর "লালগড়ে হাজার চুরান্ত",ঙ বিবির "খোস মেজাজের দশ দফা", ণ বিবির "পাঁচড়া ও ছয়রা",পোচুর লিং, ক্ষমাঘেন্না করে কয়েকটি মুহ্যমান পদ্দো,তাদের উপর ইলাস্ট্রেশনের আখাম্বা মলম," একজিমার একজামিনার " বলে ঢ বাবুর রম্য রচনা,

    সব ই চেনা মাউস।
  • i | 137.157.8.253 | ২৯ জুলাই ২০১০ ০৮:১৭442647
  • DD মনে হয় বলতে চাইছেন কাগুজে গুরু যেন বাঁধাধরা ছকে না পড়ে-যেমন 'থিম' ছক..
    তবে ফ্যামিলি ম্যাগাজিনের আইডিয়া একটু গোলমেলে মত। দেশ, বর্তমানে যা লেখাপত্তর বেরোয়-অধিকাংশই জঞ্জাল-একদম জঞ্জাল। এত যাচ্ছেতাই গল্প পড়ি আজকাল দেশে-অবাক হয়ে যাই-এ লেখা ছাপা হয় ক্যামনে? ভ্রমণ কাহিনীও তথৈবচ। রেয়ার এক একটা লেখা চমকে দেয়-এই গত সংখ্যয় একটা ভ্রমণ্‌কাহিনীর লিখনশৈলী চমকে দিল। বর্তমান অবশ্য পড়ি না-নেট সংস্করণে রোব্বার অতীব সুখপাঠ্য। এবং অবস্থান দেশ, বর্তমান ছকের বাইরে।
    দায়িত্ব নিয়ে বলতে পারি-গুরুর লেখাপত্রর মান দেশে যা ছাপা হয় তার থেকে অনেক উঁচু মানের।এবং অন্যরকম। চেনা মাউসের সমস্যা আছে। নতুন মাউসওলা পেলে ভালো হয় আবার সেটা মাউসোলাদেরও ভাবতে হবে-মাউস বদলানো যায় কি না।
    বাংলা লেখাপত্তর কজনই বা পড়ে-তার মধ্যে পড়ার ঝোঁক মূলত: সহজবোধ্য গল্প, গদ্যর দিকেই চিরকালই।
    অন্যরকম লেখাপত্তর কবেই বা জনপ্রিয় হয়েছে?
    তবে কাগজ বেরোচ্ছে যখন তার বাজার তৈরি করা দরকার-পাঠক কতখানি প্রস্তুত জানা দরকার। আমরাও কতখানি দিতে পারি সেটাও দেখতে হবে।
    কোনো সমীক্ষা করা হয়েছে এব্যাপারে?

  • arindam | 202.56.207.56 | ২৯ জুলাই ২০১০ ১০:৩০442648
  • কাগজে গুরু অন্যদের থেকে আলাদা তো বটেই, তবে একে বাণিজ্যিক ভাবে সফল করতে হলে ভাবতে হবে বৈকী,
    উদা:- ইন্দ্রণীলের "সব চরিত্র কাল্পনিক' ঋতুপর্নই ঠিক বুঝবেনা সেখানে আম পাবলিক তো কোন ছাড়!
    বাণিজ্যিক ভাবে সফল হতে গেলে রাখাল ও গোপাল সকলকেই বাগে আনতে হয়। আর তা'হলে গুচ তার কৌলিণ্য হারাবে।
    মাস না ক্লাস এই পয়েন্ট টা জরুরী, টার্গেট পাঠক বোধহয় সেই অর্থেই ব্যবহৃত হয়েছে।
    "রোববার' ও কিন্তু থিম ভিত্তিক, একেকবার একেকটা বিষয় নির্দ্দিষ্ট থাকে, সেটা মন্দ নয়।
  • Samik | 121.242.177.19 | ২৯ জুলাই ২০১০ ১১:৫১442649
  • অরিন্দমকে বড় হাতের ক।
  • arindam | 202.56.207.56 | ২৯ জুলাই ২০১০ ১৩:০৭442650
  • ধন্যবাদ,
    পিঠ পেতে নেব?
  • kallol | 124.124.93.205 | ২৯ জুলাই ২০১০ ১৭:৩৩442651
  • কোন কিছুতেই আটকে যাওয়া নয়। আর আটকে গেলে কিভাবে বের হতে হবে সে ব্যাপারে গুচ-এ পোতিভার আকাল নেই।
    এতএব - চালাও পান্সী...............
    তবে, অরিন্দমের কথা ফ্যালনা না। কিন্তু, স্বাবলম্বী হতে গেলে কতগুলো ব্যাথা আছে। প্রত্যেক দিন অন্তত: ৫-৬ ঘন্টা সময় দিতে হবে কম করে ৩ জনকে। এটা আমি অনুষ্টুপ, একক মাত্রা, পরিকথা, কোরক, অনীক, কৌরবের অভিজ্ঞতা থেকে বললাম। যে পত্রিকাগুলো মোটামুটি নিয়মিত। এগুলোতে একজন/দুজন গোটা সাংগঠনিক ব্যাপারটা নিয়ন্ত্রন করে। বাকিরা কাজ করে। অপিস থেকে ফিরে দিনে ৫-৬ ঘন্টা রোজ।
    তাইতেই এরা বছরে একটা/দুটো সংখ্যা বের করে। কেউ কেউ বছরে ছটা।
    এটা মাথায় রাখতে হবে।

  • a x | 99.74.167.50 | ২৯ জুলাই ২০১০ ২০:২০442652
  • ইসে, ইন্দ্রনীলের সব চরিত্র'র যে লেখাটা এখানে বেরিয়েছিল, সেটার কথাই হচ্ছে কি? না বোঝার তো কিছু ছিলনা, ইন্দ্রনীল, ইন্দ্রাণী, দুজনের লেখাই সিনেমাটা দেখা থাকলে বুঝতে এতটুকু ঠেকার কথা না। না দেখা থাকলে অসুবিধে হবে, ভাসা ভাসা লাগবে। ঋতুপর্ণ কেন, আম আদমীরও বোঝার অসুবিধে নেই। আম আদমীকে বুঝতে দেবার সুযোগটাই দেওয়া হয়না, এটাই মুশকিল। স্বপন সাহাই তোমার জন্য ঠিক, এটাই বা কারা ঠিক করে দেয়? এক ভদ্রলোক ছিলেন, দক্ষিণের গ্রামে গ্রামে প্রোজেক্টরে বার্গম্যানের সিনেমা দেখাতেন। তাঁর অভিজ্ঞতা আমাদের শহুরে প্রি-কনসিভড ধারণার সাথে মেলেনা।
  • nyara | 122.167.170.184 | ২৯ জুলাই ২০১০ ২১:০৫442653
  • শম্ভু মিত্র মশাইয়েরও একই অভিজ্ঞতা। ওনার অভিজ্ঞতায় শহুরে বোদ্ধা প্রিটেনশস দর্শকদের থেকে তথাকথিত গেঁয়ো অসাংস্কৃতিক দর্শকরা নাটকে অনেক পজিটিভলি রিয়্যাক্ট করত।
  • arindam | 59.93.215.146 | ২৯ জুলাই ২০১০ ২২:১৩442654
  • "সব চরিত্র কাল্পনিক' না দেখেও ইন্দ্রনীলের লেখা পড়া যায়। ইন্দ্রনীলের লেখা কোন প্রচলিত সিনেমার রিভ্যিউ নয়, সেখানে কারিগরি দক্ষতা(যেমন ক্যামেরা, আলো ইত্যাদি) কস্টিউম ডিজাইন, ইন্ডোর সেট নিয়ে কোন ডিটেলস নেই। শুধুমাত্র মূলভাব বা বিভিন্ন দৃশ্যপটের অন্তর্নিহিত অর্থকে নিয়ে বাখ্যা আছে। সিনেমা দেখার অনন্দের চেয়েও ঐ লেখা পড়ার আনন্দ অনেকগুণ বেশী, আর সত্যি বলতে ঐ লেখাটা বারবার পড়ি, প্রতিবারই পড়তে ভাললাগে।
    আমি অন্তত: অনেকগুলো লেখা পড়েছি "সব চরিত্র কাল্পনিক' নিয়ে সেগুলো সিনেমার রিভ্যিউ, ইন্দ্রনীলের লেখা আলাদা।
    গ্রাম শহরের তুলনা অপ্রাসঙ্গিক, যে বার্গম্যানের ছবি দেখাত সে যেখানেই থাকুক বুঝতে হবে লোকটা সিনেমা বোঝে, আর তার কাছে "বাবা কেন চাকর' কোনদিনই গ্রহনযোগ্য হবেনা।
    ইন্দ্রনীলের লেখা একবার পড়েই যে বুঝে যায়, সে সত্যিই আলাদা।
    রবীন্দ্রনাথের লেখা তো অনেকেই পড়ে ছোটবেলা থেকে সকলেই বোঝে?

  • a x | 143.111.22.23 | ২৯ জুলাই ২০১০ ২২:২১442655
  • বোঝা তো যার যার আলাদা হবারই কথা। আমি যে ভাবে বুঝব, আপনাকে সেভাবেই বুঝতে হবে এমন তো কোনো কথা নেই। "বুঝবেনা" এটা তো আপনিই ধরে নিয়েছিলেন। না দেখেও কেউ বুঝতে পারে, আমি সেই পসিবিলিটা এক্সক্লুড করেছি বলে মনে হলনা।

    আর রবীন্দ্রনাথের লেখা পড়ে বোঝে কি বোঝেনা এরকম তথ্য কিভাবে পাওয়া যায়? নাকি আপনি যে ভাবে বুঝলেন আরেকজন সেভাবে বুঝলনা, তাই আদপেই বুঝলনা, এরকম কিছু নয়ত?
  • a x | 143.111.22.23 | ২৯ জুলাই ২০১০ ২২:২৪442656
  • আর আমি ইন্দ্রনীলের লেখাটা দেখার আগে এবং পড়ে দুইবার পড়েছি, দুইবার দুইরকম অনুভূতি হয়েছে। দুটো অনুভূতির কোনোটাই ঠিক বোঝা বা না-বোঝার বাক্সে ফেলা যায়না।

    সিনেমা দেখে একরকমের ভালো লেগেছে, পড়ে আরেকরকমের, ইন্দ্রাণীরটা পড়ে আরো আরেক রকমের। এবং যা যা ইন্দ্রনীল বলেনি কিন্তু দেখতে দেখতে জেনেছি, সেগুলো জানার আনন্দও আরেক রকমের।
  • a x | 143.111.22.23 | ২৯ জুলাই ২০১০ ২২:২৫442658
  • দেখার আগে এবং পরে*
  • mrigankasekhar | 117.194.193.226 | ৩০ জুলাই ২০১০ ০৪:৫০442659
  • আমার বেশ ভালৈ লেগেছে।বিস্তরিতো বোল্বো পোরে।
  • arindam | 59.93.244.157 | ৩০ জুলাই ২০১০ ০৭:১১442660
  • এই যে আপনি পড়ছেন, পড়তে পড়তে ভাবছেন, সিনেমাটা দেখছেন দেখতে গিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে। প্রতিনিয়ত ভাবা, কেন বলছে , কী বলছে এটা ভালো না লাগলে হয় বা বোঝার চেষ্টা না-থাকলে হ'ত?
    যে লেখা ভালোলাগেনা তাকে নিয়ে লোকে এত ভাবে? বা বোঝার চেষ্টা করে?
    কবিতা ক'জন পড়ে? কেন পড়েনা? আসলে কবিতা বোঝার চেষ্টা করেনা, সবকিছুর একটা প্রস্তুতি লাগে।
    বর্তমানের রূপচর্চা বা রামদেবের কাহিনি পড়তে কোন প্রস্তুতির দরকার নেই, অক্ষর জ্ঞান থাকলেই যথেষ্ঠ।
    বুঝবেনা, বা বোঝা শব্দটা একটু ভেঙে দেখুন। বোঝা ব্যাপারটা "বোঝা'(ভারী বস্তু) হয়ে গেলে তখন আর খুঁজে দেখার ইচ্ছে থাকেনা।
    আলোচনা শুরু হয়েছিল গুচ ও তার টার্গেট দর্শক নিয়ে। মাস না ক্লাস কী হবে?
    আপনার দুনিয়া বোধহয় শুধু মাত্র বিদ্দজনদের মধ্যেই সীমাবদ্ধ। ইন্দ্রনীলের লেখা সাধারন(পাতি পাবলিক)মানুষের হয়ে গেলে, ভারতবর্ষের মানুষের রুচি বদলে যেত।
    আমার আপনার ভাবনার মধ্যেই একটা বড় ফারাক, আপনার কাছে সব লেখাই মাসের আমার কাছে ইন্দ্রনীলের লেখা(সব চরিত্র কাল্পনিক)বা রবীন্দ্রনাথের সৃষ্টি ক্লাসের জন্য সীমাবব্ধ।
  • i | 137.157.8.253 | ৩০ জুলাই ২০১০ ০৭:৫৫442661
  • এই সুতোর সব চরিত্র কাল্পনিকের কথা যখন উঠলই -
    ইন্দ্রনীলের লেখাটি ওর নিজস্ব কন্ঠস্বর-একান্ত নিজের। এবং এখানেই গুরুচন্ডালি আমাকে টানে। একদম আলাদা নিখাদ নিজস্ব কন্ঠস্বর।
    দেশ এর লেখাপত্রের কথা উঠেছিল- সেখানে নিজস্ব কন্ঠ শুনতে পাই না বললেই চলে। শুনি না সচরাচর। চারদিকে তাকিয়ে দেখলে চর্বিতচর্বন। পাঠকও তাতে অভ্যস্ত হয়ে গেছেন। গুরুচন্ডালি ঠিক এইখানেই পাঠক, লেখক দুপক্ষকেই টানবে-আমার বিশ্বাস। হয়তো সময় লাগবে। তবে টানবেই।
    ঠিক এই কারণে , গুরুতে লিঙ্ক দেওয়া লেখা পড়তে আমার ভালো লাগে না। রাজনৈতিক বিশ্লেষণেও খুব কম নিজস্ব কন্ঠস্বর শুনি।
    অথচ অন্যান্য গদ্য-একদম আলাদা।
    গুরু ৬/৭ এর গদ্যই ধরুন। বিক্রমের লেখা, তারেকের লেখা। একদম নিজস্ব। আগেই পড়েছি-অথচ গতপরশু ছাপা গুরুতে আবার পোড়্‌লাম-বার্বার পড়লাম। বোঝা না বোঝার বাইরেও শুধু পড়ারই যে কি আনন্দ-বিক্রমের এই গদ্য বারে বারে পড়েছি-এই আনন্দ আমি বাজারচলতি কোনো পত্রিকাতে খুব খুব কম পাই। এখানেই অনন্য গুরু।
    গুরু ৬/৭এ নিয়ে আরো দু এক কথা হ'ল-
    ১। নতুন লেখক অনেককে পাওয়া গেল -নিয়মিত হয়তো লেখেন না তাঁরা
    ২। অপেক্ষাকৃত কম চন্ডালি এই ইসুর থিমের সঙ্গে খাপ খেয়ে গেছে
    ৩। থিম ভিত্তিক সংখ্যায় ভয় থাকে কুন্তলীনের গল্পের মত গল্প ইত্যাদির। এখানে গল্প একদম মিশে গেছে থিমের সঙ্গে।
    আপাতত: এই।

  • Samik | 122.162.75.230 | ৩০ জুলাই ২০১০ ০৯:৫১442662
  • অকপট স্বীকারোক্তি : আমি ইন্দ্রনীলের লেখা একেবারেই বুঝতে পারি নি। যেমন পারি নি তারেকের গল্প বুঝতে, কিংবা সৈকতের পাইথনের গপ্পো বুঝতে। মাথার অনেক ওপর দিয়ে বেরিয়ে গেছে।
  • arindam | 202.56.207.56 | ৩০ জুলাই ২০১০ ১০:২৪442663
  • শমীক
    না বোঝারও তো একটা আনন্দ আছে।
  • Ishan | 122.161.63.89 | ৩০ জুলাই ২০১০ ২৩:২০442664
  • এইটা ডিডিদাকে।

    ১। "সবই চেনা মাউস' কথাটা ফ্যাকচুয়ালি কারেক্ট নয়। গত দুটো সংখ্যায় নিদেন পক্ষে পঁচাত্তর শতাংশ লেখক আলাদা।

    ২। দেশ মানে মোটেও দেশ নয়। র‌্যাডিকাল কথাও কিছু নয়। দেশ, সাপ্তাহিক বর্তমান, রোব্বার, টাইম ম্যাগাজিন, তেহেলকা, পেন্টহাউস, সব্বার নিজের নিজের ইউএসপি আছে। নতুন মাল বাজারে ছাড়তে গেলে নিজের ইউএসপিটা দরকার। নইলে পুওর ম্যান্স দেশ কি পুওর ম্যানস টাইম হবে। এত ঝঞ্ঝাট পুইয়ে সেটা করার কোনো মানে আছে কি?

    ভুল বুঝিবেন না। জিনিসটা কেমন নেমেছে এ নিয়ে আলোচনা-সমালোচনা সবসময়েই কাম্য। দরকরও। এটা সে নিয়ে লিখিনি। ফিলসফিটা ক্লিয়ার করলাম মাত্র।
  • Ishan | 122.161.63.89 | ৩০ জুলাই ২০১০ ২৩:৩১442666
  • ক্লাস বনাম মাস নিয়েও আমার চাট্টি বক্তব্য আছে। কথাটা হল ক্লাস আর মাসে এই দুটো ক্যাটেগরিই বানানো যায়না। গাঁয়েগঞ্জে সিরিয়স সিনেমা থিয়েটার দেখিয়ে অনেকেই অনেক রকম ভালো রেসপন্স পেয়েছেন একথা সত্য। সে নিয়ে নানা গপ্পো আছে, সে পরে আলোচনা করা যাবে, কিন্তু পেয়েছেন, সেটা সত্য। উল্টোদিকে এই একই লোক "পপুলার' জিনিসের স্বাদ পেয়ে ঐসব "সিরিয়াস' জিনিসকে ছুঁড়ে ফেলে দিয়েছে, একথাও সত্য।

    এবার এটা কেন ঘটল সে নিয়ে নানারকম ব্যাখ্যা থাকতে পারে।
    এক। বাজার "সরল' লোকগুলিকে পলিউট করেছে। যে কারণে তারা ক্ষীর ছেড়ে ফুচকা খায়।
    দুই। সো কলড "সিরিয়াস' জিনিসগুলো আসলে খাজা। অন্য কিছু না পেয়ে লোকে ঐ খেঁদিবুঁচি বা খেঁদাবোঁচাকেই পছন্দ করত। অন্য কোনো অপশন পেতনা। বেটার চয়েস আসতেই পগার পার।

    এই দুটো এক্সট্রিম দুটো সম্ভাবনা। রিয়েলিটি, ধরে নিচ্ছি, এর মাঝামাঝি কোথাও থাকবে। কোনো একটা দিকে হেলেই থাকবে। কিন্তু যেদিকেই হেলে থাক, সমস্যাটা আমাদের পক্ষে একই। লোকে পলিউটেডই হোক, আর বেটার চয়েসেই যাক, সো কলড সিরিয়াস বস্তুগুলিকে দেখেনা।

    ধুর বাকি পরে লিখব। ঘুম্পায়।
  • dd | 122.167.27.176 | ৩০ জুলাই ২০১০ ২৩:৩১442665
  • . ইয়েস। সেটা ঠিক। পোচুর নোতুন নাম দ্যাখলাম লাস' ইস্যুতে। থাগবে তো? এম্নি? যোদি ক্রোমাগতো থিম পাট্টি করো ? যোদি হয় তো খুব ভালো। ফাস ক্লাস।

    . হ্যাঁ, সে ও ঠিক। মানলাম।
  • dd | 122.167.27.176 | ৩০ জুলাই ২০১০ ২৩:৩৮442667
  • ঘুম্পায়? ঘুম্ম পায়?
    উফ।

    তো ক্যানো না অপিসে ঘুমাও? কে আটকায়?
    আর ওয়ার্ক ফ্রম হোম হলে গে' দুকুরে ঘুমাও। বাড়ীতেই।
  • Ishan | 122.161.63.89 | ৩০ জুলাই ২০১০ ২৩:৪০442669
  • ডিডিদা। পত্রিকা চললে লোকও আসবে। নইলে উঠে যাবে। সে থিমই হোক আর নাই হোক।

    তবে এর অনেক রকম ফ্যাচাং আছে। দুই ধরনের মার্কেট। অনেক রকমের কনস্ট্রেন্ট। ইত্যাদি। সেও পরে লিখব। এখন ঘুম্পাচ্ছে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন