এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরু (৩)

    kd
    বইপত্তর | ২৫ মার্চ ২০১০ | ১১৭৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samran | 117.194.97.230 | ০১ নভেম্বর ২০১০ ০০:৫৪442388
  • উৎসব সংখ্যা কা গু বেশ জম্পেশ হয়েছে। পাশবিক ও অন্য আর সব নিয়মিত জিনিস-পত্তর নিয়ে বেশ উৎসব উৎসব সাজে সেজে অষ্টমীতেই সম্পাদকের বগলদাবা হয়ে মাঠে নেমে পড়েছে কা গু-র উৎসব সংখ্যা। চেহারায়ও সে অন্যরকম, আগের সংখ্যাগুলোর চাইতে। একটু ছোটখাট কিন্তু মোটাসোটা চেহারায় হাজির সে। ভেতরের- লেখা নিয়ে কিছু বলছি না কিন্তু, সুরতও বেশ ভাল, ঝকঝকে তকতকে। বানাম্ভুল আগের তুলনায় অনেক কম, যত্ন-আত্তি আগের চেয়ে বেশি পেয়েছে সেটা হাতে নিলেই বোঝা যায়।

    অনলি একখান কমপ্লেন, ঝালটা শুধু এট্টুশখানি বেশি লেগেছে:-)
  • byaang | 122.172.8.33 | ০১ নভেম্বর ২০১০ ০৯:১১442389
  • আমারও এবারের কাগু আগেরগুলোর থেকে ভালো লেগেছে। সামরানের কথার প্রতিধ্বনি করে আগের থেকে বেশি ঝকঝকে কাগজ এবং ছাপা, অলংকরণও আগের থেকে বেশি ভালো লাগল। অনেক বেশি স্মার্ট গেটাপ। তাই পড়তে ভালো লাগছে। এই চেহারাটা বজায় থাকলে ভালো। ভিতরের লেখাগুলো নতুন স্বাদের, নতুন ভাবনার, তাই খুব উৎসাহ নিয়ে তরতরিয়ে শেষ করে ফেললাম। কুচোদের আঁকা ছবি দিয়ে বই সাজানোর আইডিয়াটা খুব পছন্দ হয়েছে আমার। মোদ্দা কথা হল এবারের কাগু আগেরগুলোর থেকে অনেক বেশি সুস্বাদু ও টাটকা।
    যাদেরকে এবারের কাগু দিয়েছিলাম, তাদের মতামতগুলো ও জানিয়ে দিই। আগেই বলে রাখি, যাদের আমি এবারের কাগু দিয়েছি, তারা প্রায় কেউই আগের কাগুগুলো দেখেন নি বা পড়েন নি, এইবারেই প্রথম হাতে পেলেন। (এনারা প্রায় সবাই চল্লিশোর্ধ্ব, এবং বাজারচলতি পত্রিকাগুলো নিয়মিত পড়ে থাকেন) মোটামুটি সবাইই লেখাগুলো পছন্দ করেছেন, বিশেষ করে পাশবিক লেখাগুলো। সবার কাছেই বেশ নতুন লেগেছে লেখাগুলো এবং লেখার স্টাইল। কথা দিয়েছেন এই ধরণের লেখা থাকলে পরবর্তী সংখ্যাগুলো ও পড়বেন। অনেকেই ভুল বানান এর দিকে খেয়াল রাখতে বলেছেন আর বই সাজানোর দিকে আরো বেশি নজর দিতে বলেছেন।
    এঁদের মধ্যে একজনের মতামত একটু আলাদাভাবে জানিয়ে দিই, ইনি নিজে বিভিন্ন পত্রিকায় লেখেন এবং কাগুর আগের কয়েকটা সংখ্যা দেখেছেন ও পড়েছেন। ওনার বক্তব্য, এর আগের কাগুতে নানা ধরণের লেখা থাকলেও কখনো পুরো ব্যাপারটা জমাট বাঁধত না। এবারের থিমনির্ভর লেখাগুলো একসাথে বেশ জমাট বেঁধেছে, তবে এখনো কলেজ স্ট্রীটে তেমন গ্রহণযোগ্যতা নেই (প্রচারের অভাবে) বলে জানিয়েছেন। ওনার কুচোদের দিয়ে লেখানোর আইডিয়াটা ভালো লেগেছে। তবে ছাপার কোয়ালিটি আরো উন্নত করা প্রয়োজন বলে উনি মনে করেন, গুরুর ফুরফুরে মেজাজ উনি পছন্দ করেন, কিন্তু ছাপার কোয়ালিটিতে যথেষ্ট মনোযোগ দেওয়া হয় না বলে কাগুগুলো মার খায় বলে ওনার ধারণা।
  • argha | 59.93.172.200 | ০৮ নভেম্বর ২০১০ ১২:০৬442390
  • anyojounotasongkhaporlam
    kamalchakrabortyofkaurabkmisskorlam
    onarbramvhyovargobpuranupponaaserullekhk
    asakoriporobortisonghyaguloepabo

  • Somnath | 188.135.106.20 | ২৮ নভেম্বর ২০১০ ২৩:২০442391
  • কাগুজে গুরুর মেল পোস্টিং এর ফান্ডাটা কিরকম? দক্ষিনেশ্বরে পৌছে গেছে বেশ কিছুদিন হোলো। বারাসত এ আসেনি এখোনো। বাকিরা কি পেয়েছে হাতে কাগুজে গুরু এখনো? পুজোসংখ্যা? আগের দুটো তো ঠিকঠাক ই এসে পৌছেছিলো।

  • Guruchandali | 137.187.177.188 | ০১ ডিসেম্বর ২০১০ ০০:২৯442392
  • গুরুর উৎসব সংখ্যা :

  • vikram | 143.239.7.2 | ০১ ডিসেম্বর ২০১০ ১৬:৫৩442393
  • দেখতে ভালো। তবে ল্যাজ বানান ভুল আছে।
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১০ ১৯:৪৪442394
  • একটা কথা জিগাবো ভেবেও হয়ে উঠে নি। এই ক্যাও কুইজের ফাণ্ডাটা কি? মানে একটাও খুব ভালো করে বুই নাই। লজ্জায় এদ্দিন জিগাই নাই। :(
  • Arpan | 122.252.231.10 | ০১ ডিসেম্বর ২০১০ ১৯:৪৭442395
  • মানে? উদা চাও?
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১০ ১৯:৫০442396
  • আরে না না ঐ যে ছাপা গুরুর ছবিতে আছে। সেইগুলো ঠিক বুঝি নাই।
  • Somnath | 188.135.2.188 | ০১ ডিসেম্বর ২০১০ ১৯:৫৩442398
  • পেয়ে গেছি। বারাসতের বাড়িতে ও পৌছে গেছে। থাংকু।
  • kd | 59.93.255.0 | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:১৩442399
  • কাগুজে গুরু ৮/৯ গতকাল ইন্টারন্যাশানাল ঠিকানাগুলোতে পোস্ট করে দিয়েছি। সরি, এতো দেরী হয়ে গেলো। পেলে জানাবেন - কতোদিন লাগলো একটা আইডিয়া পাবো।
  • tatin | 70.177.55.6 | ০৭ ডিসেম্বর ২০১০ ১২:১৩442400
  • aka da মনে হয় কাগুজে গুরুতে ঐ প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে
  • kd | 59.93.245.41 | ০৮ ডিসেম্বর ২০১০ ১৯:৩১442401
  • দে, পোস্টিংএর গন্ডগোল আছে, ঠিক কোন রাস্তাটা ঠিক, খুঁজে বেড়াচ্ছি।

    বয়সের অজুহাতে আমি তোমায় 'তুমি' করে লিখছি, পছন্দ না হ'লে প্লীজ জানিও (এটা লিখতে হবে আগে ভাবতুম না, তবে রিসেন্টলি কেউ একজন অন্যজনকে ঠিকমতো সম্বোধন না করায় সেই অন্যজন তুষ্ট হয়েছিলেন, তাই সাবধান হচ্ছি)।

    এতদিন মানে 'কা-গু ৬/৭' অবধি ক্যালকাটাওয়েবের হয়ে যে ছেলেটি পোস্ট করে, সেই করছিলো। এতদিন ভারত সরকারের পোস্টাপিসই একমাত্র কুরিয়ার ছিলো। প্রত্যেক ইস্যুতেই ঝামেলা হয়েছিলো, ৬/৭ পোস্টে সেটা এক্সট্রিমে পৌঁছোয়। বেশ কিছু ফেরত আসে প্রিন্টার আর সৈকতের কাছে, অনেকগুলোর খাম নেই (তাই কাদের পাঠানো হয়েছিলো, তাও বোঝার উপায় নেই)। এইবার থেকে আমি নিজেই চেষ্টা করছি - প্রথমেই পুরো কৃতকার্য হওয়ার আশা রাখি না, তবে ইভেন্‌চুয়ালি হবো, এ বিশ্বাস আছে।

    এবার তোমার পার্টিকুলার কেসে আসি। তুমি পোস্ট করা ৬/৭ পাওনি জেনে বম্বের গুরু-কো-অর্ডিনেটর সজল ধারা (নামটা দারুণ, তাই না) তোমায় কুরিয়ার করে পাঠায়, সেটা ফেরত আসে। এইব সজল তোমায় তোমার ইনস্টিটিউটের কারুর হাত দিয়ে পাঠাবে আমার পোস্ট করা পার্সেল পেলেই। দেখা যাক।

    এবার আমি কুরিয়ারে IIT Bombayতে একজনকে পাঠিয়েছিলুম, সেটা আমার কাছে ফেরত এসেছে। একটা কলেজে পাঠানো প্যাকেজ কী করে ফেরত আসে, জানি না - সে¾ট্রাল রিসিভিং বলে কিছু নেই? কলকাতায় আমার এক বন্ধু একটা হাইরাইজ কমপ্লেক্সে থাকে, সেখানে তো গেটেই নিয়ে নেয় - ওদের সিকিউরিটির লোক ফ্ল্যাটে ডেলিভার করে।

    'গুরু'তে আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। :-)
  • d | 14.96.144.186 | ০৮ ডিসেম্বর ২০১০ ১৯:৫২442402
  • এইরে! যে কোন আবাসনে তো ডেলিভার করতে অসুবিধে হবেই না, কারণ সেখানে ফ্ল্যাটের নম্বর হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার।

    এদিকে আইআইটি বা যে কোন মোটামুটি বড় কোম্পানিতে এমপ্লয়ি নাম্বার বা রোল নাম্বার গোছের কিছু না দিলে ওরা ডেলিভার করবে কী করে? আর চতুর্দিকে বর্ধিষ্ণু নিরাপত্তার কারণে ক্যুরিয়ারকে ভেতরে যেতেও দেবে না।

    এবারে গ্রাহক করার সময় এমপ্লয়ি নাম্বার/রোল নাম্বার জানতে চাইবেন কিনা ... সেটা অবশ্য আপনাদের ব্যপার।
  • kd | 59.93.245.41 | ০৮ ডিসেম্বর ২০১০ ২০:১৭442403
  • এমপ্লয়ি নাম্বার চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা তো গ্রাহকের ওপর - উনিই তো সবচেয়ে ভালো জানেন কী ভাবে ঠিকানা দিলে ওনার কাছে মেল পৌঁছবে, তাই না?
  • pi | 72.83.86.24 | ০৮ ডিসেম্বর ২০১০ ২০:১৮442404
  • ইনি্‌স্‌টটিউটে পাঠাতে রোল নং লাগে? এই প্রথম শুনলাম। আজ অব্দি আমার যা কিছু পোস্ট ইনি্‌স্‌টটুটে এসেছে, সেটা আমার নাম ও ল্যাবের ঠিকানা দেওয়াতেই এসেছে। আই আই টি তেও এভাবে পেয়েচি ও পাঠিয়েছি। এই বম্বে আই আই টি তেই। তবে সেটা বছর কয়েক আগের ব্যাপার। এই গ্রাহক ও তাঁর ল্যাবের পুরো ঠিকানা দিয়েছিলেন আর সেখানে পাঠানো হয়েছিল।
    ঘটনাক্রমে, আমার আই আই টি তে সফল ক্যুরিয়ার পাঠানোর অভিজ্ঞতা টা আবার এই এক ই ডিপারে্‌ট্‌মন্ট এ !

    দে দি কে করা প্রথম পোস্ট টা যায়নি ( ঐ কাব্লিদা যা লিখেছে, প্রিন্টার আর সৈকতদার কাছে খাম ছিঁড়ে ফেরত আসা গুরুর মধ্যে কোনো একটা হয়তো তোমাকে পাঠানো ছিলো), আর দ্বিঈয়বার
    সজল আবার বম্বে থেকে তোমার ইনি্‌স্‌টটুটে পোস্ট করে, সেটা এরকম ফেরত আসে। সজল সেটা তোমাকে লিখেওছিলো। তাই এবার আর কোন রিস্ক না নিয়ে আগের বার আর এবারের ইস্যু তোমাকে হাতে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে ( যতগুলো জায়গাতে কো-অর্ডিনেটর রা এভাবে হাতে হাতে পাঠাতে পারেন, সেটা করার চেষ্টা করা হয়েছে)। সজলকে করা মেইল গুলোতে তো তোমাকে কপি করা হয়, ওর সাথে তুমি সরাসরি কথা বলে নিতে পারো।

    সরকারী ইনি্‌স্‌টউটে ক্যুরিয়ার পাঠানোর ক্ষেত্রে এখন কোনো নতুন নিয়ম হয়েছে, এটা হতে পারে। এ বিষয়ে ওয়াকিবহাল কেউ আলোকপাত করলে ভালো হয়।

    আর, গতবারে কারা কারা কাগুজে গুরু পাননি, সেটা এখানে ও মেইল এ ( যাদের মেইল আইডি) আছে , ফোনে বা অন্যান্য যা যা ভাবে জানতে চাওয়া সম্ভব, চাওয়া হয়েছে। সেইমত যাঁরা পাননি বলে জানিয়েছেন ও জানা গেছে, তাঁদের না পাওয়া কপি গুলি রিপোস্ট করা হয়েছে। এখনো হয়তো কেউ কেউ বাদ পড়ে গেছেন, তাঁদের কাছে আবারো অনুরোধ, এখানে বা [email protected] এ জানিয়ে দেওয়ার জন্য।
  • kd | 59.93.245.41 | ০৮ ডিসেম্বর ২০১০ ২০:২৪442405
  • তবে এটাও ঠিক যে আমাদের প্রথার কিছু উন্নতি করতে হবে। গ্রাহক নেওয়ার সময় তাঁর ইমেল-অ্যাড্রেস বা টেলিফোন নম্বর নিতেই হবে - কোনও অসুবিধে হ'লে যাতে আমরা কনট্যক্ট করতে পারি (যেমন এইবার হয়েছে, কুরিয়ার ডেলিভারি করতে পারছে না, একটা ল্যান্ডমার্ক চায়, কিন্তু কনট্যাক্ট করার কিছু না থাকায় দিতে পারছি না)।
  • Nina | 64.56.33.254 | ০৮ ডিসেম্বর ২০১০ ২০:২৫442406
  • ইপিস্তো, আমি যে কাগুজে-গুরুগুলি এনেছি (৬ টা) সেগুলি কোথায় পাঠাব? একটা আমার আর বাকি পাঁচটা?
  • pi | 72.83.86.24 | ০৮ ডিসেম্বর ২০১০ ২০:২৮442409
  • নীনাদি, ঐ পাঁচটা আমাকে পাঠাও। আমি দিয়ে দেবো।
  • pi | 72.83.86.24 | ০৮ ডিসেম্বর ২০১০ ২০:২৮442407
  • রি-পোস্ট অর্থে ক্যুরিয়ার। এবার দেশে সবাইকে ক্যুরিয়ার করা হয়েছে। অনেকেই পেয়ে গেছেন বলে জানিয়েছেন। আরো এক হপ্তার মধ্যে কেউ না পেলে এখানে একটু জানিয়ে দিলে ভালো হয়।
  • Nina | 64.56.33.254 | ০৮ ডিসেম্বর ২০১০ ২০:৩২442410
  • আর একবার তোর ঠিকানাটা আমাকে জি-মেলে পাঠা প্লিজ। আমি কালকেই তাহলে পোস্ট করে দেব। (হে হে এই সুবাদে স্যুটকেশটাও খোলা হবে)
  • Guruchandali | 72.83.86.24 | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:১০442411
  • এবারের গুরুপ্রাপ্তিস্থল :

    কলকাতা ও প: বঙ্গের অন্যত্র :

    পাতিরাম ( মোহিনীমোহনের পাশে) , বইচিত্র ( কফি হাউসের দোতলা , বুকমার্ক (ইউনিভারসিটি ইন্সটিউট হলের পাশে) , পাত্র বুক স্টল - বঙ্কিম চ্যাটের্জী স্ট্রীট পাত্র বুক হাউস (৬০, এম জি রোড) , উল্টোডাঙ্গা ( সুনীলদার স্টল) , ভবানীপুরে (পূর্ণ সিনেমার কাছে শান্তিদার দোকান)

    স্টেশনের স্টল:

    হাওড়া
    শিয়ালদহ
    ব্যারাকপুর
    খড়দা
    সোদপুর
    বেলঘরিয়া
    দমদম
    বিধাননগর
    বারাসাত
    বিরাটি
    কল্যাণী
    নৈহাটি
    খড়্‌গপুর
    মেদিনীপুর
    ঝাড়্‌গ্‌রাম
    বর্ধমান
    দুর্গাপুর
    আসানসোল
    বাঁকুড়া
    শিউড়ি
    খাতরা
    পাণ্ডুয়া
    গুড়াপ
    কাটোয়া
    মেমারি
    হাউড়
    ঘাটাল
    ঝিরাই
    কেশিয়ারি
    বনগাঁ
    কৃষ্ণ নগর
    কাঁচরাপাড়া
    বহরমপুর
    লালবাগ
    পুরুলিয়া
    বিষ্ণুপুর
    জয়পুর
    আরামাবাগ
    কোটালপুর
    ইছাপুর
    ইসলামপুর
    কান্দি
    ওন্দা
    ওমরপুর
    বসিরাহাট
    কণ্টাই
    হেরিয়া
    সাঁইথিয়া
    দুর্গাপুর
    শিলিগুড়ি
    সাগর
    বলরামপুর

    অন্যান্য শহর :

    দিল্লি:

    মিষ্টিমুখ, নয়ডা, সেক্টর ২৫

    ব্যাঙ্গালুরু :

    নিউ টিপ্পসন্দ্রা। অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএমের পাশে।
    কলকাতা, নিউ টিপ্পসন্দ্রা। মীনাক্ষী স্টীল এর উল্টোদিকে।

    ত্রিপুরা:

    জ্ঞান বিচিত্রা
    অক্ষর যাত্রা

  • I | 14.96.140.63 | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:৪৩442412
  • সোদপুরে পাওয়া যাবে? ঠিক তো?
  • de | 59.163.30.3 | ০৯ ডিসেম্বর ২০১০ ১০:৪৫442413
  • কেডিদা,

    অনেক ধন্যবাদ! আর 'তুমি' করে অবশ্যই বলবেন, আপনি অনেক বয়োজ্যেষ্ঠ।

    অ্যাকচুয়ালি, আমি সমস্ত ক্ষেত্রে যে অ্যাড্রেস দি, এক্ষেত্রেও সেটাই দিয়েছি। কোন এক্সট্রা স্পেসিফিকেশানের দরকার থাকলে বলবেন। অবশ্য এবার তো শুনছি হাতে-হাতেই আসবে!
  • Ishan | 122.248.182.16 | ০৯ ডিসেম্বর ২০১০ ১০:৫৬442414
  • হ্যাঁ হ্যাঁ, স্টলে গিয়ে নেড়ে দেখিস। দোকানদার উৎসাহ পাবে। :)
  • kd | 59.93.199.42 | ২০ ডিসেম্বর ২০১০ ১৩:৪১442415
  • কাগুজে গুরু ৮ম/৯ম যৌথ সংখ্যা (ছাপার হরফে দ্বিতীয় বর্ষ, ১ম/২য় সংখ্যা) যে সব গ্রাহকদের পাঠানোর কথা, পাঠানো হয়েছে। এতদিনে ও'গুলো পেয়ে যাওয়া উচিৎ।

    যাঁরা যাঁরা পেয়েছেন আর যারা যারা পাননি, এখানে (বা ইমেলে) একটু জানিয়ে দেবেন? গতবারের mailing disasterএর পর এবারের ফলাফলের জন্যে বড় উৎকন্ঠায় আছি।
  • kd | 59.93.218.165 | ২১ ডিসেম্বর ২০১০ ০০:৫১442416
  • আবার ওপরে তুলে দিলুম। হারিয়ে গেলে যদি উত্তর না পাই!
  • tatin | 130.39.149.160 | ২১ ডিসেম্বর ২০১০ ০১:১৭442417
  • paisi
  • riten | 98.201.111.24 | ২২ ডিসেম্বর ২০১০ ০৭:৪০442418
  • গত হপ্তায় পেলাম।
    বিশেষ ভাল লাগার মধ্যে মনু-সাহিত্য, ফিসফিসিয়ে আর অবশ্যই গরু রচনা:)
    কল্লোল দার স্মৃতিচারণ নিয়ে আলাদা করে কিছু বলার নেই মারাত্মক রকম জীবন্ত লেখা
    অভীক কুমার মৈত্রের কাব্যি দারুন লাগল ইনি আমাদের অর্কুটের অভীক দা কি?
  • kk | 68.47.236.79 | ২২ ডিসেম্বর ২০১০ ০৮:৫৫442420
  • আমি এখনও পাই নি :(। জানিনা ক্রিসমাস রাশের জন্য দেরি হচ্ছে কিনা। দেখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন