এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরু (৩)

    kd
    বইপত্তর | ২৫ মার্চ ২০১০ | ১১৭৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 71.236.36.122 | ৩০ এপ্রিল ২০১১ ০২:২৩442488
  • রিসেশন সংখ্যা আজ পেলাম। কাব্লিদা,থ্যাংকিউ।
  • kallol | 220.226.209.2 | ৩০ এপ্রিল ২০১১ ১৮:১২442489
  • কাগুজে গুরু পৌঁছানো নিয়ে বেশ ঝ্যাম হয় প্রতিবার। প্রায়ই ক্যুরিয়ারেরা নালিশ করেন ইনসাফিশিয়েন্ট অ্যাড্রেস।
    সকলে যদি ঠিকানার সাথে ফোন্নং দিয়ে দেন (ল্যান্ডু বা হ্যান্ডু) তবে বোধহয় সুবিধা হয়।
  • pi | 72.83.97.171 | ৩০ এপ্রিল ২০১১ ২০:০৬442490
  • বই কারা পাননি বা পেয়েছেন, একটু জানান।
  • kallol | 220.226.209.2 | ৩০ এপ্রিল ২০১১ ২০:১৯442491
  • আমার চেনা একজন পাননি। জলপাইগুড়ির দেবব্রত ঘোষদস্তিদার। আমি আবেশের সাথে কথা বলে নিয়েছি। জলপাইগুড়ির অন্য গ্রাহক আভিজিত মৌলিকের ঠিকানায় দেবব্রতর বই পৌঁছে দিলেই হবে। ওরা সহকর্মী। অভিজিত দেবব্রতকে দিয়ে দেবে। আবেশ ক্যুরিয়ারকে জানিয়ে দেবে। আমিও ক্যুরিয়ারকে ফোং করে নেবো।
    সমস্যাটা ঠিকানার। দেবব্রত ঠিকানা দিয়েছেন ১৪০ অরবিন্দ নগর। জলপাইগুড়ি। এটা পোস্ট অফিসের পক্ষে যথেষ্ঠ, কিন্তু ক্যুরিয়ারের পক্ষে যথেষ্ঠ নয়। নিদেন পক্ষে ফোন্নং থাকলে ফোং করে জেনে নেওয়া যায়, কোথায় যেতে হবে। যেমন শুনলাম জনৈক প্রনতি (পদবী মনে নেই) ঠিকানা দিয়েছেন - রহড়া। এটা বেশ চাপের।
    তাই বলছিলাম - ফোন্নং না থাকলে ক্যুরিয়ারে বিবেচিত হবে না - এই মর্মে সগলকে জানানো হোক।
  • kd | 108.56.196.219 | ৩০ এপ্রিল ২০১১ ২৩:৫২442492
  • ঠিক বলেছো, কল্লোল। ভাবছি যাঁদের ফোননম্বর আমাদের কাছে নেই, তাঁদের চিঠি মারফৎ ফোননম্বর (মাস্ট), কাছাকাছি ল্যান্ডমার্ক আর ইমেল-আইডি (থাকলে) চাওয়া হবে। এবং না পাওয়া পর্যন্ত বই পাঠানো হবে না। আমাদের এই স্যুস্ট্রিঙ্গ বাজেটে বার বার পাঠাতে অযথা অনেক টাকা বেরিয়ে যাচ্ছে আর ওনারাও অসন্তুষ্ট হচ্ছেন - এটা ঠিক না। কী বলো সকলে?

    নতুন গ্রাহকদের কাছ থেকেও এই ইন্‌ফরমেশন না পাওয়া পর্যন্ত তাঁদের নাম মেলিং লিস্টে উঠবে না।
  • pi | 72.83.97.171 | ০১ মে ২০১১ ১৯:৪১442493
  • গ্রাহকদের [email protected] এ ফোন্নং পাঠাতে অনুরোধ করা হচ্ছে।
    অভ্যু, ওমনাথ, আকাদা ও দেশের বাকিরা, বই কি পৌঁছিয়েছে ?
  • aka | 24.42.203.194 | ০১ মে ২০১১ ১৯:৪৫442494
  • আমার বাড়িতে একটা DHL এর একটা স্লিপ এসেছে, নিশ্চয়ই এসেছে।

    ফোন নং এত ইম্পর্ট্যান্ট হলে গ্রাহক হবার অ্যাপ্লিতে একটা ফোন নং ফিল্ড ঢোকানো উচিত ছিল।
  • pi | 72.83.97.171 | ০১ মে ২০১১ ১৯:৪৭442495
  • হ্যাঁ, নতুন অ্যাপ্লিতে ঢোকানো হচ্ছে। কিন্তু সেতো নতুন বা পুরানোরা রিনিউ করানোর সময় দেবেন। তার আগেও লাগবে তো।
  • Somnath | 117.194.36.18 | ০১ মে ২০১১ ১৯:৪৮442496
  • আমার দুই বাড়িতেই লাস্ট "রিসেশন" সংখ্যা এসে পৌঁছেছে।
    এর পরে আর কিছু বোধ হয় এখনো বেরোয় নি।

    তাও ফোন নং পাঠাচ্ছি।

  • Abhyu | 99.172.119.232 | ০১ মে ২০১১ ১৯:৫৩442498
  • বাড়ির অ্যাড্রেস খুব ভালো করে দেওয়া আছে,বি-১৫/৭৭ - এটা কল্যানীতে ইউনিকলি ডিফাইন্ড। তাছাড়া ফোন নাম্বারও দেওয়া আছে। কিন্ত কিছুই পৌঁছয়নি রিসেন্টলি।
  • prateek | 67.9.224.71 | ০২ মে ২০১১ ০২:১২442499
  • আম্মো পাইনি "রিসেসন"'।।কিন্তু আম্রিগার ঠিকানায় তো এই issue হয় না।।
  • Abhyu | 128.192.7.51 | ০২ মে ২০১১ ০৫:২৮442501
  • মানে এই রকম http://www.guruchandali.com/?portletId=22&porletPage=1
    ছবির সাইজ ছোটো করা হোক, যাতে এক পাতায় চারটের জায়গায় ১২টা মতো ধরে। আর কবে বেরিয়েছে সেই ডেট দিয়ে দেওয়া হোক, আর সঙ্গে আরো কিছু আবশ্যিক তথ্য, যেমন পোস্ট কর হয়েছে কি না, গ্র্রীনল্যাণ্ডের গ্রাহকদের এতোদিনে পেয়ে যাওয়া উচিত কিনা ইত্যাদি।

  • Abhyu | 128.192.7.51 | ০২ মে ২০১১ ০৫:২৮442500
  • একটা জিনিস নিয়ে কনফিউশান, কোন সংখ্যা পাবো? সেইটা কি, যেটা আসলে মোষ কিন্তু ছোটো ছবিতে লোকে পাইয়ের ছবি বলে ভুল করত? সেটা তো বোধ হয় জানুয়ারি মাসে পেয়ে গেছি। এই মে মাসে কি নতুন কিছু বেরিয়েছে?

    কোন সংখ্যার কি নাম, কবে বেরিয়েছে ও তার প্রচ্ছদের ছবিওয়ালা একটা পাতা রাখা খুব জরুরি মনে হচ্ছে। আগে যেমন চটিগুলোর ছবি সহ একটা পাতা থাকত, সেই রকম।
  • achintyarup | 59.93.254.62 | ০২ মে ২০১১ ০৫:৪৬442502
  • আচ্ছা, ইগলুতে লেটারবক্স কি ভাবে বানানো হয়?
  • Abhyu | 97.81.88.118 | ০২ মে ২০১১ ০৯:৪৭442503
  • না রিসেসন ইস্যু পাই নাই, জানুয়ারীতে জীবজন্তুগুলা আইছিল।
  • r2h | 198.175.62.19 | ০৮ জুন ২০১১ ০১:৩৪442504
  • ?
  • i | 137.157.8.253 | ১৯ আগস্ট ২০১১ ১০:০৭442509
  • বইমেলা সংখ্যা মানে রিসেশন সংখ্যার পরে তো আর বেরোয় নি। তাই কি? আবার কবে?
  • pi | 128.231.22.133 | ১৯ আগস্ট ২০১১ ১০:২৩442510
  • ব্রহ্মা জানেন।
  • dd | 124.247.203.12 | ১৯ আগস্ট ২০১১ ১০:৩৮442511
  • আর পাশবিক সংখ্যাটা চোখেই দেখলাম না।

    বলে বলে মুখ ব্যাথা হয়ে গ্যালো..... যাগ্গে।

  • brahmaa | 124.247.203.12 | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৪442512
  • আমার চার মুখের একটায় দাঁতের যন্ত্রন্না,অন্যটায় মাইগ্রেইন। স্ট্রিং থিওরীটা ছিঁড়ে গ্যাছে,ব্ল্যাক হোল বেড়েই চলছে এদিকে টাটকা ডার্ক ম্যাটার আর পাওয়া যাচ্ছে না। প্রবলেম কি একটা?

    বসবার পদ্মটাও ক্যামন ল্যাড়বেড় করছে, নতুন না হলেই নয়।

    তার মধ্যে এইসব... পাইদিকে অনুরোধ করবো পরের সংখ্যা গুরুচন্ডালীর ব্যাপারে তিনি যেনো আমার নাম না ব্যাভার করেন।

    ইতি
    ব্রহ্মা
  • Tim | 173.163.204.9 | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৭442513
  • :-))))))
  • i | 137.157.8.253 | ১৯ আগস্ট ২০১১ ১১:২৯442514
  • ডিডি, আমার কাছে পাশবিক সংখ্যা আছে । পাঠিয়ে দিতে পারি।জানাবেন।
  • pi | 72.83.74.17 | ১৯ আগস্ট ২০১১ ১১:৩৯442515
  • ব্রহ্মাদেব, আপুনি হতচ্ছাড়া লুরু চণ্ডালগুলোকে একটু শাপশাপান্ত তো করতে পারেন ! তবে কোন মুখেই বা করবেন !
    দাঁতটা তুলে ফেল্লে হয় না ? কি, রুট ক্যানাল ?
  • dd | 124.247.203.12 | ১৯ আগস্ট ২০১১ ১১:৪৫442516
  • কলকেতা থেকে নাক ঘুড়ে অস্ট্রেলিয়া হয়ে পাশবিক পৌছাবে লুরুতে? না টইবোন, এনার্জির এতো অপব্যবহার আমি সইতে পারবো না।

    লুরুতে হুঁদো হুঁদো কর্মহীন পুর্ন অবকাশী ফ্যাফ্যা তরুনের দল পাশবিক সংখ্যা নিয়ে বসে আছে, নিলে তাদের কাছ থেকেই নেবো।

    এনার্জী সংরক্ষনের পথ থেকে বিচ্যুত হবো না।
  • Abhyu | 97.81.88.18 | ০৭ নভেম্বর ২০১১ ০৮:৫৩442517
  • আর কোনো গুরু বেরুবে না?

    কেউ কি খেয়াল করে দেখেছ, এখন ক্যালক্যাটাওয়েব থেকে গুরু কিনতে গেলে, দেশের মধ্যে, ১২টি সংখ্যার জন্যে ৩১ ডলার চার্জ করা হয়? (সেটা গুরুর ওয়েবসাইট থেকে কিনলে সাড়ে ছয় ডলারে হয়ে যায়)।
  • pi | 72.83.80.169 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৭442518
  • 'হুজুজে গুরু' আর 'মোচ্ছব গুরু' একসাথে পোস্ট করা হচ্ছে। শীঘ্রই।
  • Biplob Rahman | 202.164.212.14 | ০১ মার্চ ২০১২ ১৮:৪১442520
  • কয়েকদিন আগে গুরু একখান নোটিশ পোস্টাইছিল, কাগুজে গুরু ঢাকা গেছে, লিখকগন খপর লন বাঘা বরাবরে--ইত্যাদি। ভাবলাম, আমি তো লিখক না, তা-ও একবার ফাও পাওনের ধান্দা কর্লে দোষ কী?

    অ মা! সরল মনে খোমাখাতায় এই কথা লিখতে গুরু মিচকি হাসি দিয়া কৈলো, রে চণ্ডাল তুমি জানো না? তুমারে লিখক পদে প্রোমোশন দেওয়া হৈছে। সত্তর তুমার কপি লও।...

    আহা রে! গুরু যদি জান্তো, বাঘারে খুঁজিয়া পাওয়া আর আল্লারে খুঁজিয়া পাওয়া প্রায় একই কথা।...

    এরপর দেখি শ্যাজাদি, ওরফে সামরানদি'র আরেক পোস্ট। সারকথা একই।...কপির জন্য বাঘারে থাবা দেন...ইত্যাদি।

    সব মিলায়া লিখক হওনের আশায়, কাগুজে গুরু পাওনের লোভে বাঘারে কল+মিছা কল+এসএমএস এ কয়েকদিন দৌড়ের উপ্রে রাখলাম। নিজের মুবিলের ট্যাকা শ্যাষ হৈলে বউয়ের মুবিল দিয়া ট্রাই কর্লাম। সেইটাও ফাঁকা হৈলে অফিসের ল্যাণ্ড ফোন দিয়া গুতাইতেছি, আর গুতাইতেছি....

    যাক। পরে আল্লা মিয়া চণ্ডালের দিকে এট্টু নজর দিলেন। ত্যাক্ত-বিরক্ত হৈয়া বাঘা অফিস কাউন্টারে এককপি মহার্ঘ্য কাগজ দিয়া গেলো। এই দুইদিন আগের ঘটনা। ম্যাগাজিন সাইজ, পেট মোটা গুরু। পাতা উল্টাইয়া দেখি 'গুরুচণ্ডালি ডটকম' এর বাছাই করা লেখা। উরি সব্বোনাশ! সাড়ে সব্বোনাশ! এই চণ্ডালেরও তাতে এক্টা লেখা আছে গো!....

    চুপেচাপে কৈ, ছাপা অক্ষরে আদিবাসী শিশু শিক্ষা নিয়া লেখাটা পইড়া এট্টু গর্ব হৈলো, বাড়িতে গিয়া বউরে কইলাম: কই গো, আইজ এট্টু ভালো-মন্দ খাওয়াও। তোমার বরের লেখা কইলকাতা থিকা ছাপা হৈছে...হুঁ হুঁ....

    তারপর আর কি? প্রিয় লেখা 'লা জবাব দিল্লী' পর্তে না পর্তে চউখ পর্লো সুশান্ত বাবুর এই http://w4study.com/?p=2874 ঘ্যামকালো (জমকালোর বড়ভাই) লেখায়।...

    কাগুজে গুরু থুইয়া নোটবুক নিয়া আন্তর্জালে পর্লাম। সুশান্ত বাবুরে টোকাইলাম, মহাশয়, আপ্নের এই লেখা গুরুচণ্ডালি ডটকম-এ খুঁইজা পাই না! হেল্পান পিলিজ। এইটা আমরা আদিবাসী বাংলা ব্লগে কপি-পেস্ট করমু। ...গুরুর সার্চ ইঞ্জিন ধোলাইখালে তৈরি করা, মেড ইন জিঞ্জিরা। দেখনের, কামের না। ...

    http://w4study.com/?p=2874

    সুশান্ত বাবু হাইসা লিংকাইলেন। নাহ, গুরু থিকা না, উনা গো ব্লগ পাতা 'ঈশানের পুঞ্জমেঘ' থিকা।

    ...যাক। কাজ হৈলো, সেদিন রাতে গুরু-কাগজটা বউয়ের দখলেই রইলো। আমার লেখা বাদ দিয়া দেখি কি একটা লেখা পড়ে, একা একা বিড়বিড় করে, ভ্রু কুঁচকায়, ফিক কৈরা হাসে...জিগাইলে কয়, বিরক্ত কইরো না, এক্টা জট্টিল রম্য পইড়া হাস্তেছি।...

    আর অখনো কাগজখানা ওরই দখলে আছে। সেইটা তুলা ধুনা না হৈলে আমার কাছে আইবো না মনে লয়। কেমনে কী? (তব্দা ইমো)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন