এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরু (৩)

    kd
    বইপত্তর | ২৫ মার্চ ২০১০ | ১১৭৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 122.161.63.89 | ৩০ জুলাই ২০১০ ২৩:৪৩442670
  • আজ আপিসে যাইনি। ওয়ার্ক ফ্রম হোম ছিল। সারাদিন ধরে ফোন বেজেছে। নো ঘুম। সন্ধ্যেবেলায় একটু মুক্তি পেলাম। ছেলে বলল দাবা খেলবে। ছেলে ঘুমোলো ভাবলাম একটু গড়িয়ে নিই, বৌ বলল খেতে এসো। খেয়ে দেয়ে ভাবলাম এবার যাই, এই টই খুলে বসে আছি। আর যেতে পারছিনা।

    উফ। কি জীবন। :(
  • dd | 122.167.27.176 | ৩০ জুলাই ২০১০ ২৩:৪৪442671
  • "কম্রেড স্তালিন তুমি লিচ্ছিন্দে ঘুমাও"

    কয়েছিলেন সুভাষ মুখুজ্জে।

    আম্মো। তাই কই।
  • Somnath | 188.135.2.245 | ৩১ জুলাই ২০১০ ০০:৪৫442672
  • যেটা লোকের বক্তব্য বলে মনে হচ্ছে সেটা হল, গুরুতে যেসব গল্প, পদ্য বা অন্য ক্রিয়েটিভ লেখা থাকে, সেগুলো বাজারচলতি অন্য লেখকদের চেয়ে একদম আলাদা। ইউনিক। সেগুলো পড়তে পড়াতে সব্বার খুব পছন্দ।

    কিন্তু গুরুতে প্রচুর প্রবন্ধ ও আছে, যেগুলো বাজার চলতি আর পাঁচটা প্রবন্ধের চেয়ে আলাদা কিছু নয়। বিষয় আলাদা যদি বা হয় শৈলী খুব একটা নয়। প্রবন্ধগুলোকে এখনো এরকম কিছু করে তোলা যায় নি যে, এটা "গুরুর লেখা"। একটা সিগনেচার। মানে ফর্মটা নর্মাল প্রবন্ধের ফর্মের চেয়ে কিছুমাত্র আলাদা নয়।

    তো এইখানে একটা বোরডম আসে, আর গুরুর সিগনেচার থেকে একটা স্লিপ বা এক্সপেক্টেশনের হাইট থেকে কিছু কম পাওয়া। প্রচুর প্রবন্ধ অলোচনা বা বুলবুলভাজায় বের করা খুব ভালো। কিন্তু ছাপাগুরুর জন্য তাদের মধ্যে থেকে যেগুলো একটু হঠ্‌কে সেগুলোকে বেছে নিলে বোধহয় বেটার।

    ভাবো কদ্দিন ছাপাগুরু না পড়েই এত জ্ঞান দিয়ে ফেললাম। :-)
  • kallol | 124.124.93.205 | ৩১ জুলাই ২০১০ ২০:৩৪442673
  • লেখার মান, প্রচ্ছদের মুন্সীয়ানা - সবই ঠিক আছে। দিনের শেষে
    ১) পত্রিকা নিয়মিত বের হতে হবে (তা সে মাসে মাসেই হোক, বা দুমাসে বা তিন মাসে বা চার মাসে একটা যাইইই হোক)।
    ২) পত্রিকা সব জায়গায় পৌঁছতে হবে। দেশে-বিদেশে-গ্রাহক-স্টল সব জায়গায়।
    ৩) যেখানে পত্রিকা দেওয়া হলো সেখান থেকে পত্রিকার দাম ও অবিক্রিত পত্রিকা উঠিয়ে আনতে হবে।
    এই কাজগুলো করতে একটা উৎসর্গীকৃত শ্রমশক্তি দরকার, যারা দিনে গড়ে অন্তত: ৫/৬ ঘন্টা সময় দেবেন বছর ভরে।
    এটা মাথায় রাখা হোক।
    বিজ্ঞাপন লাগবে, লাগবেই। সরকারী বিজ্ঞাপন পাওয়া যায়। কি ভাবে ? সেটা প:ব: তথ্য দপ্তর বলতে পারবে।
    কাউকে উদ্যোগ নিতে হবে।
  • kc | 89.203.49.18 | ৩১ জুলাই ২০১০ ২২:১৩442674
  • আমিও দেব মতামত। অবিলম্বে কাগুজেগুরুর দাম বাড়ান হোক। এই সব ""গৌরি সেন"' দের সঙ্গে একটু হলেও বিভিন্ন নেটওয়ার্কিং সাইটগুলোর কল্যানে আলাপ আছে, সব কটাই একদম সাধারণ লোক। তাই অপরাধবোধে ভুগি মাঝে মাঝে।
  • kanti | 125.20.14.48 | ৩১ জুলাই ২০১০ ২৩:৫৬442675
  • অনেকেই কাগুজে গুরুর বিষয়ে লঘু গুরু নানা মতামত প্রকাশ কোরছেন।আমি দুর্গাপুরে থাকি।অতি উতসাহে কাগুজে গুরুর জন্য য্‌থা নির্দেশিত ঠিকানায়
    ১৮০ টাকার ক্রশ্‌ড চেক পাঠাই।এর পরে গুরু টিমের পক্ষ থেকেআমাকে ই-মেলে একাধিক পত্র পাঠানো হয় যার মোদ্দা বক্তব্য আমি বুঝে উঠতে পারিনি।
    মাঝে মাঝে জানানো হোয়েছে যে আমাকে পত্রিকা পাঠানো হোয়েছে বা হোচ্ছে।কিন্তু আমার পাঠানো চেকটিতার কর্তব্য পালন কোরতে পেরেছে কিনা বহুবার জানতে
    চেয়েও জানতে পারিনি। আজও কোন পত্রিকা ডাক যোগে আমার হাতে পৌছায়নি। কিন্তু আমার ডাক পিয়ন মশাই অত্যন্ত নির্ভর যোগ্য। আপনারা কাগুজে গুরুর
    বিষয়ে যত খুশি ভারি আলোচনা চালিয়ে যান।কিন্তু আমি বলতে বাধ্য যে ডাক যোগে গুরু পাঠানোর দায়িত্বে যারা আছেন তারা অযোগ্যতার ১০০তে১০০+ পাবেন।
    এবং আমার বিশ্বাস এই ধরনের কাগজের পক্ষে ডাক যোগে গ্রাহকেরা অত্যন্ত গুরুত্বপূর্ন। ব্যক্তিগত উদ্দোগে কাগুজে গুরু ১,২,৩ সংগ্রহ কোরে পড়েছি।সে বিষয়ে
    পরে মত প্রকাশের ইচ্ছা আছে। অলমিতি। কান্তি
  • Guruchandali | 123.238.26.177 | ০১ আগস্ট ২০১০ ০১:৩৭442676
  • কান্তিবাবু,
    দু:খপ্রকাশ আমরা মেলেই করেছিলাম । কেননা গুরুচন্ডালি নিয়ে উৎসাহে ভাঁটা পড়ুক এমনটি কোনো গ্রাহকের ক্ষেত্রেই আমরা চাই না। কিন্তু আপনার কাছে পঞ্চম সংখ্যা পর্য্যন্ত না যাওয়ার কারন ছিল আপনার চেক এসে না পৌঁছোনো । সেটি আমরা মেলেও জানিয়েছিলাম ,এবং আপনিও সেটির আপনার অ্যাকাউন্ট এ ডেবিট না হওয়ার খবর জানিয়েছিলেন।

    আপনাকে দেওয়া কথামতো আপনার ব্যপারটিকে বিশেষ ঘটনা বিবেচনা করে চেক না পাওয়া সঙ্কেÄও এবারের সংখ্যা আমরা আপনাকে পোস্ট করে দিয়েছি (আপনি এও জানিয়েছিলেন আপনার বন্ধু আপনাকে ৪র্থ ও ৫ম সংখ্যা পাঠিয়েছেন,তাই ষষ্ঠ ও সপ্তম থেকেই পাঠানো হল,আপনার দেওয়া মেলের নির্দেশ মতো) । কিন্তু দু:খের বিষয় ডাকযোগে এবারে সকলেরই পেতে দেরী হচ্ছে কোনো অজানা কারনে। চেক না পাওয়াটার চেয়েও গুরুত্বপূর্ণ আপনাদের গুরুচন্ডালির প্রতি ভালোবাসা। কিন্তু এর মাঝে এতটা সময় যাওয়ার কারণ আর কিছুই না পঞ্চম এর পরের ষষ্ঠ ও সপ্তম যুগ্ম সংখ্যার প্রকাশের অপেক্ষা। আর একটু ধৈর্য্য ধরে একটু সহযোগিতা করবেন আশা রেখে এটুকু জানাই ডাকযোগে এবারে সকলেরই দেরী হচ্ছে দেখে আমরা আর একটু অপেক্ষা করছি। ডাকযোগের গোলোযোগে যেমন সে চেক ও এসে পৌঁছোয় নি তেমন ই আমাদেরও বই পৌঁছোতেও অসুবিধা হচ্ছে অনেকের কাছে। তবে আপনাকে কাগুজে গুরু আমরা পোঁছে দেবই।

    একান্তই যদি ডাকব্যস্থা ব্যর্থ হয় সে কারনে জানতে চাইব আপনার পরিচিত কেউ কলকাতায় যাতায়াত করেন কিনা। অনুগ্রহ করে জানাবেন।
  • Guruchandali | 72.83.82.169 | ০১ আগস্ট ২০১০ ১২:১৯442677
  • ষষ্ঠ ও সপ্তম গুরুপ্রাপ্তিস্থল

    কলকাতা ও প: বঙ্গের অন্যত্র:
    ---------------------------------

    কলেজ স্ট্রীট :
    পাতিরাম
    বই- চিত্র
    বুকমার্ক
    অফবিট ( শ্যামলের দোকান)
    পাত্র বুক স্টল - বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট
    পাত্র বুক হাউস - ৬০, মহাত্মা গান্ধী রোড
    দে'জ

    যাদবপুর :
    ওয়ার্ল্ড ভিউ বুক স্টোর
    বুক স্টল, যাদবপুর কফিহাউসের সামনে
    বৌদির স্টল
    ৮ বি বাসস্ট্যান্ডের স্টল

    ধর্মতলা:
    ডেকার্স লেন (রবি সাহা, জয়ন্ত ঘোষ, কালিয়া, জটা, দিলীপ
    মজুমদারের স্টল)
    নরেন রায়ের স্টল
    রাজভবনের উল্টোদিকে টাইমস অফ ইন্ডিয়া বিল্ডিং এ ভোলা সেনের স্টল

    শ্যামবাজার :
    সুশীল দুলেটার স্টল, শ্যামবাজারে দ্বারিক মিষ্টান্নর
    পাশে শ্যামল দত্তের কান

    বাগবাজার :
    ভরত দত্তর স্টল

    উল্টোডাঙ্গা :
    টিকিট কাউন্টারের পাশে, গোপাল , রিপনের স্টল
    সুনীলদার স্টল

    দমদম:
    স্টেশনের বিবেকানন্দ মূর্তির নিচের স্টল, সন্‌ৎ দত্তর স্টল,
    নাগেরবাজার ও য়ারপোর্টর স্টল

    রাণীকুঠি:
    মোড়ের ম্যাগাজিন স্টল ও অমিতের স্টল

    গড়িয়াহাট :
    রুনু আড্ডির স্টল

    রাসবিহারী :
    মোড়ের স্টল

    হাজরা :
    ছোটনের স্টল

    ভবানীপুর :
    পূর্ণ সিনেমার কাছে শান্তিদার দোকান

    বর্ধমান :
    পিরু , বর্ধমান স্টেশন
    খোশবাগান - আই এম এ বিল্ডিং এর পাশে
    হাজরা বুক স্টল - সারদা শাড়ীর দোকানের উল্টোদিকে

    চুঁচুড়া :
    খাদিনার মোড়ের বিদ্যার্থী ভবন

    কাঁচরাপাড়া :
    নিতাই দে'র স্টল

    স্টেশন স্টল:

    হাওড়া (মানস, বাপী, বাসু, জমীর, হাওড়ায় সাবওয়ে থেকে
    ওপরে উঠে ম্যাগাজিন স্টল
    শিয়ালদা ( মদনের স্টল )
    গড়িয়া ( সীতরামের স্টল)
    রাণাঘাট
    মশলন্দপুর
    বসিরহাট
    বারাসাত
    শিয়াখালা (মদনের স্টল)
    লিলুয়া
    শ্রীরামপুর
    বারুইপুর
    সোনারপুর
    রামরাজাতলা
    পাঁশকুড়া
    শেওড়াফুলি (মদন সাহার স্টল)
    কৃষ্ণনগর (চন্দনের স্টল)
    নৈহাটি (সুবীর, রবির স্টল )
    কল্যাণী

    ----------------------

    প: বঙ্গের বাইরে
    --------------------

    দিল্লি :

    মিষ্টিমুখ নয়ডা , সেক্টর ২৫
    আশীর্বাদ, শিপ্রা শপিং প্লাজা, ইন্দিরাপ্রুরম
    জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির স্টল

    ব্যাঙ্গালুরু :

    নিউ টিপ্পাসন্দ্রা । অয়াক্সিস ব্যাঙ্ক এটিএমের পাশে ।
    "কলকাতা", নিউ টিপ্পসন্দ্রা । মীনাক্ষী স্টীল এর উল্টোদিকে।

    পুণে :

    রাধিকা, সেনাপতি বাপট রোড , ইউনিভার্সিটি জাংশন

    আগরতলা:

    অক্ষর পাবলিকেশন,প্রযত্নে বইঘর,জগন্নাথবাড়ি রোড
    জ্ঞানবিচিত্রা
  • Guruchandali | 72.83.82.169 | ০১ আগস্ট ২০১০ ১২:২৩442678
  • * শিয়াখালা বাদ যাবে।
  • Guruchandali | 72.83.82.169 | ০১ আগস্ট ২০১০ ১৩:১৯442332
  • বাংলাদেশ :

    ছবির হাট, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর-শাহবাগ, লাইফ বাঙ্‌লাদেশ, ধানমণ্ডি।
  • indrani | 137.157.8.253 | ১২ আগস্ট ২০১০ ০৮:০৫442333
  • বলছিলাম, এত কিছু হচ্ছে-এত ছাপা-ডিস্ট্রিবিউশন-কত কি-খরচ তো প্রভূত। গুরুচন্ডালির গুণগ্রাহী পাঠক আমি। শ্রীবৃদ্ধি হোক-সর্বদাই চাই। আমি নিয়মিতভাবে কিছু কϾট্রবিউট করি যদি-সামান্য কিছু-হয়তো সমুদ্রে শিশিরবিন্দু গোছের-অন্যভাবে দেখলে সেতুবন্ধনে কাঠবেড়ালীর কϾট্রবিউশন-
    সম্পাদক/ উপদেষ্টামন্ডলীর বক্তব্য জানতে চাই। আমি নিশ্চিত, আমাহেন আরো অনেক কাঠবেড়ালী পাওয়া যাবে।

    জানান, চট্‌পট্‌।
  • indrani | 203.214.153.118 | ১২ আগস্ট ২০১০ ১৭:০৯442334
  • ঘুরে গেলাম।
    কতক্ষণ হয়ে গেল-কাঠবিড়ালি, রামচন্দ্র-কারোরই দেখা নেই।
  • aranya | 144.160.226.53 | ১২ আগস্ট ২০১০ ২১:৩২442335
  • কϾট্রবিউশনের ব্যাপারটা জানতে আমারও আগ্রহ আছে। গুচ-র তো bank account আছে, সেই account-এ চেক পাঠানোর, জমা দেওয়ার একটা ব্যবস্থা করা গেলে ভাল হয়। যেহেতু কϾট্রবিউশন-টা voluntary, এতে গুরুর পরিচালক মণ্ডলীর হয়ত আপত্তি হবে না।
    কাগুজে গুরু নিয়ে পাঠক হিসেবে আর দু একটা কথা-
    ১। কাগু ৬+৭ আমার খুবই ভাল লেগেছে। অনেক অজানা তথ্য জানলাম , লেখার মান যথারীতি বেশ ভাল।
    ২। শুধু সহিত্য করে - তা গপ্পো-কবিতার বাজারী পত্রিকাই হোক, আর গুরুগম্ভীর প্রবন্ধের পত্রিকাই হোক - এমন তো অনেক কাগজ-ই আছে। সুস্থ, দল-নিরপেক্ষ রাজনীতি, যা রং-নির্বিশেষে মানুষের, পরিবেশের ভলো চায়, এমন পত্রিকা খুব একটা দেখি না। সহিত্য আর রাজনীতি - এই দু ধরণের লেখাই যেন কাগুতে থাকে।
    ৩। কলেজের ছাত্রছাত্রীরা গুরু-র আইডিয়াল টার্গেট অডিয়েন্স বলে আমার মনে হয়। বাংলা ভাষা, সাহিত্য - এ সবের ওপর আগ্রহ জাগানো তো বটেই, তার চেয়ে অনেক বেশী দরকারী যেটা - মানুষের প্রতি ভালোবাসা জন্মানো, অন্যের জন্য কিছু করার ইচ্ছে - আমার কাছে এই চেতনাগুলো ছড়ানোর জন্যই গুরুর দরকার। বয়স্ক মানুষ-দের ক্রয়ক্ষমতা বেশী, কিন্তু তারা চাকরী, সংসার - এ সব নিয়ে বড্ড বেশী ঘেঁটে থাকে (অবশ্যই ব্যতিক্রম-ও আছে)।

    বুদ্ধদেব গুহ আমাকে একবার বলেছিলেন - ওর লেখা পড়ে অনেক ছেলেমেয়ে পরিবেশ সম্বন্ধে আগ্রহী হয়েছে, এদের কয়েকজনকে উনি ব্যক্তিগত ভাবে চেনেন যারা Indian Forest Service-এ যোগ দিয়েছে, প্রত্যক্ষ ভাবে জংগল, প্রাণী, পরিবেশ রক্ষায় যুক্ত থাকবে বলে।
    ভদ্রলোক একই জিনিস বারবার লেখেন, প্রেম আর জংগল ছাড়া অন্য বিষয়ে লিখতে পারেন না (কিছু ব্যতিক্রম আছে, যেমন 'চাপরাশ') - এমন অভিযোগ আছে। অনেকে ওকে লেখক বলেই মনে করেন না। কিন্তু খ্যাতিমান, বহু-পুরস্কৃত আরও অনেক সাহিত্যিকের থেকে, বুদ্ধদেব-কে আমার অনেক সার্থক মানুষ বলে মনে হয়।
  • aranya | 144.160.226.53 | ১২ আগস্ট ২০১০ ২১:৪৩442336
  • বলতে ভুলেছি, কাগু-র প্রচ্ছদ-গুলো জাস্ট টু গুড। পাই আর হুতোর যুগলবন্দি অসাধারণ হচ্ছে। কাগু ৪ আর ৫-এর প্রচ্ছদ খুব-ই প্রশংসা পেয়েছে আম্রিগার বংগসম্মেলনে (এটা বোধহয় আগেও লিখেছি)। প্রকাশনা জগতের সংগে যুক্ত লোকেরা - যেমন দে'জ-এর শুভংকর দে, পত্রভারতীর ত্রিদিব চট্টোপাধ্যায় - এদেরও ভাল লেগেছে, শুভংকর বলল যে কলকাতা বইমেলাতেও কাগু চোখে পড়েছে ওর।
  • sumeru | 117.194.98.108 | ১৩ আগস্ট ২০১০ ০৮:৪৩442337
  • হু। বিজ্ঞাপনটা অমিই দিয়ে দি। কা গু নিয়মিত ভাবে চলিয়ে যেতে হলে টাকার ব্যপক দরকার, যে যেমন পারেন অবশ্যই সাহায্য করতে পারেন। প্রয়োজনে তা গোপন রাখাও হবে। অ্যাকাউন্ট নম্বর জানতে মেল দিন বুলবুলভাজা এর জিমেলে।

    আর দেখুন বাৎসরিক কিছু চটি বই বার করা যায় কি না। যদিও আলাদা ব্যাংক অ্যাকউন্ট নেই, তবু এটার অ্যাকাউন্ট আলাদা বলেই জানি। সুতরাং এই খাতে টাকা দিতে আলাদা করে উল্লেখ করুন।

    এ ছাড়া বিজ্ঞাপন জোগাড় করে হেল্প করতেই পরেন। সেটাও খুব খুব দরকার।

    পুরোটাই আমার ব্যক্তিগত মত।
  • Ishan | 122.248.182.16 | ১৩ আগস্ট ২০১০ ১২:৪৭442338
  • সরি, সুগ্রীব অন্যত্র নাপানাপি করতে ব্যস্ত ছিল, তাই দেরি হচ্ছে। :)
    প্রোপোসালটার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুমেরুও ভালই লিখেছে। আমি একটু পরে আমার কথা লিখছি।
  • kathberal | 117.254.252.238 | ১৩ আগস্ট ২০১০ ১৭:০৪442339
  • আচ্ছা, বিগ্গাপন বিগ্গপন করে হেদিয়ে প্‌ড়ছেন কেন? শুধু কাঠবিড়ালি দিয়ে কাজ হবে না?
  • Ishan | 122.162.16.204 | ১৪ আগস্ট ২০১০ ২২:৩৪442340
  • হ্যাঁ, যেটা লিখছিলাম। লুকো-ছাপা করে লাভ নেই। কা-গু ডেফিসিটেই চলছে। প্রত্যাশিতভাবেই। :) যেকোনো ভাবেই সহায়তা পেলেই খুব ভালো হয়। এককালীন সাহায্য ইতিমধ্যেই কেউ কেউ করেছেন। কিন্তু কম কিন্তু "নিয়মিত' এবং "সামান্য', যেটা ইন্দ্রাণীদি লিখেছেন, সেটা বোধহয় স্টেবল হবার জন্য দরকার। অবলিগেশনের ব্যাপারই নেই, কেউ চাইলে এবং পারলে করবেন। আমাদের দিক থেকে না বলার কোনো চান্সই নেই। :)

    সঙ্গে আরও একটা কথা। আসলে এরকম কোনো পরিকাঠামো তৈরি হয়নি। খুব কিছু ভাবা হয়ে গেছে এমনও না (তাহলে একটা প্রবন্ধ লেখার চান্স ছাড়তাম না)। ফলে কিভাবে এটা করা যায় সে নিয়েও সাজেশন চাইছি। এখানে বা মেলে।

    চটপট জানাতে বলা হয়েছিল, তা চটপটই দিলাম বটে। :)
  • santanu | 95.141.130.90 | ১৫ আগস্ট ২০১০ ১৬:০১442341
  • 'নিয়মিত' ও 'সামান্য' সহায়তার সস্তা ও পুষ্টিকর উপায় হলো ECS Mandate দেওয়া। প্রতিমাসে একটা নিদ্দিষ্ট টাকা (১০০ থেকে ১০০,০০০ কুছ ভি)এক থেকে অন্য account এ চলে যাবে।

    এর জন্য কাগু কে একটা bank account খুলতে হবে (তার জন্য কাগু কে Registered body হতে হবে) অথবা কোন চেনাশোনা লোকের bank account ব্যবহার করতে হবে, আর সেই ডিটেল এখানে ছাপিয়ে দিতে হবে, ব্যস।

    জগৎসংসার এর যে যে চায়, নিজের নিজের bankstanding instruction দেবে বা ECS Mandate সই করে দেবে, প্রতিমাসে এতো টাকা/ডলার/পাউন্ড/ইউরো transfer এর জন্য।

    বি স: - এটা কেবল 'কিভাবে করা যায়' তার সাজেসন
  • kathberal | 117.254.240.97 | ১৫ আগস্ট ২০১০ ১৯:১৫442343
  • কাঠবেরালি রা তো ঐইভবেই ইলেক্ট্রিক,টেলিফোন বিল ইত্যাদি জমা দেয়। এ তো অতি সাধু প্রস্তাব।
  • kd | 59.93.198.216 | ১৭ আগস্ট ২০১০ ০১:৫২442344
  • পারিবারিক কারণে ব্যস্ত হয়ে গেছি একটু - তাই লিখতে দেরী হ'লো।

    আগেই বলে নি, আমিও কাঠবেড়ালি হবো। আমি বলি কি, যারা চান কাগুজে গুরু সুস্থভাবে চলুক, তাঁরা যদি দিনের এক কাপ চা/কফি কা'গু ফান্ডে দেন, তাহলেই কিন্তু বেশ উপকার হবে। হ্যাঁ, কম হ'লেও ঠিক আছে, বেশী হলে তো আরও ঠিক আছে।
    ও হ্যাঁ, আর একটা কথা। আমি মনে করি, আমাদের এই কনট্রিবিউশন নি:স্বার্থ হতে হবে - এডিটোরিয়াল পলিসি ডিক্টেট করার কোন অধিকার আশা করা উচিত হবে না।

    যদিও আমি গুরুর ম্যানেজমেন্টের কেউ নই (মানে এ'র জন্যে এখনও পর্যন্ত এক নয়া পয়সাও খরচ করি নি) তবে আমি যেহেতু কা'গুর খরচাপাতি/রোজগারের সঙ্গে ওত:প্রোতভাবে জড়িত তাই আরও ভালোভাবে সমস্যাটা দেখতে পারছি। আর রোজগার? - ডিস্ট্রিবিউটর/বুকসেলারদের কাছ থেকে টাকা আদায় করা যে কী কঠিন (আমার কাছে তো এখনও 'অসম্ভব' স্টেজেই আছে), তা আগে বুঝিনি।

    আশা ছিলো (ছিলো বলছি কেন, এখনও আছে) - বিজ্ঞাপন থেকে টাকা তোলার। চেষ্টা তো চলছে, তবে কবে, কত পাওয়া যাবে জানি না। এদিকে পোস্টাপিসের দয়ায় গ্রাহকেরা বই পাচ্ছেন না - অন্য উপায় দেখতেই হবে - তাতে খরচ আরও বাড়বে।

    খরচ কমাবার কিছু কিছু উপায় সৈকতের সঙ্গে আলোচনা করেছি - দেখা যাক ও সেগুলো justified and feasible মনে করে কিনা। তারপর আপনাদেরও মত নেবো'খন।
  • ranjan roy | 122.168.221.122 | ১৮ আগস্ট ২০১০ ০৫:৪২442345
  • কেডিদার সঙ্গে একমত হয়ে ইন্দ্রাণী-শান্তনুদের গঠনমূলক প্রস্তাবগুলো নিয়ে ভেবে তাড়াতাড়ি আমার মত চন্ডালদের জানানো হোক যে কি ভাবে নিয়মিত যৎসামান্য, কিন্তু নিশ্চিত আর্থিক সহযোগ শুরু করা যেতে পারে।
  • de | 59.163.30.4 | ২৪ আগস্ট ২০১০ ১২:৪২442346
  • আমি এখনো গুরু ৬+৭ হাতে পাইনি! :((( ঠিক বুঝতে পারছি না -- এরকম কি শুধু আমারই হচ্ছে? বাকিরা সবাই কি পেয়ে গেছেন?

  • kanti | 125.20.14.22 | ২৪ আগস্ট ২০১০ ১৯:১০442347
  • একটি সরল অনুসন্ধিত্‌সা। কাছে দূরে, ডাক যোগে যাদের পাওয়ার কথা তারা কেউ কি পেয়েছেন?
    কান্তি।
  • pi | 72.83.80.105 | ২৪ আগস্ট ২০১০ ২০:২০442348
  • কে কে পেয়েছেন আর পাননি ( না পেলে কোন কোন ইস্যু) , [email protected] এ একটু মেল করে জানান। যাঁরা পাননি, মেল পেলে তাঁদেরকে পরের ইস্যুর সাথে একসাথে আবার পোস্ট করা হবে। কেউ কেউ ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁদের নাম এই আবার পাঠানোর লিস্টে তোলা হয়েছে।

    বিদেশে বোধহয় বেশিরভাগ লোকজন ই পেয়ে গেছেন এবং কারুর কারুর বেলায় আবারো বই আবারো পোস্ট আপিসে চলে গেছিলো ( এটা নিয়ে খামের উপর লিখে দেওয়া সঙ্কেÄও )। তাই যাঁরা পাননি, একবার পোস্টাপিসে খোঁজ নিতে পারেন।
  • kanti | 125.20.14.123 | ২৫ আগস্ট ২০১০ ০০:০৮442349
  • আমি জানিনা,পাই গুরুচন্ডালি টিমের হোয়েকথাগুলো বলেছেন কিনা।
    তবে আমার কাছে সমস্ত ব্যাপারটাই দুর্বোধ্য হোয়ে উঠেছে। গুরু-টিমের সংগে
    আমার ই-মেলে যতটুকু চিঠি চালাচালি হোয়েছে তাতে বুঝেছি যে আমার পাঠানো
    চেক যথাস্থানে পৌছেছে।কিন্তু আমার ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট বোলছে যে ঐ
    চেকের কোন খবর তার জানা নেই। গুরু-টিম টাকা না পেয়ে থাকলে তাও স্পষ্ট
    কোরে জানান নি।অথচ আমাকে একাধিক বার জানানো হোয়েছে যে ডাক যোগে
    সামপ্রতিক সংখ্যা আমাকে পাঠানো হোয়েছে।অনুগ্রহ কোরে নিচের বিষয় গুলো
    জানাতে অনুরোধ কোরছি।

    ১/ আমাকে কি আদৌ ডাক-গ্রাহক গন্য করা হোয়েছে। আমার পাঠানো
    চেকের টাকা আপনারা পেয়েছেন কি পাননি।
    ২/ যদি আমাকে পাঠানোর জন্য পত্রিকা ডাকে দেওয়া হোয়ে থাকে তবে তা
    কবে এবং কোন ডাক-ঘর থেকে।
    ৩/আমার পাঠানো চেকের টাকাদিতে কি আমার ব্যাংক আপত্তি জানিয়েছে।

    এখানে এই কথাগুলো লিখতে বাধ্য হবার জন্য আন্তরিক ভাবে দু:খিত।
    কান্তি।

  • pi | 128.231.22.87 | ২৫ আগস্ট ২০১০ ০০:১৩442350
  • কান্তিবাবু,
    এই পাতাতেই আপনার উদ্দেশ্যে একটি পোস্ট ছিলো। একটু দেখে নেবেন।

    Name: Guruchandali Mail: Country:

    IP Address : 123.238.26.177 Date:01 Aug 2010 -- 01:37 AM


  • Ishan | 122.163.3.156 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ২২:২২442351
  • দুটো জিনিস জানানোর ছিল।

    ১। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কেন এবার বই পৌঁছয়নি তার কারণটা মোটামুটি আবিষ্কার করা গেছে। ভারতীয় পোস্টাল সার্ভিস কোনো কারণে বইয়ের খামগুলো ছিঁড়ে ফেলেছেন। তারপর কাকে পাঠাতে হবে ঠিকানা ন্যাচারালি খুঁজে পাননি। না পেয়ে শেষমেশ প্রিন্টার্স লাইন দেখে সিধে ছাপাখানায় বইগুলি পাঠিয়ে দিয়েছেন। অনেকগুলি বই ডাকযোগে পাবার পর হতচকিত ছাপাখানার মালিক আমাদের জানিয়েছেন ব্যাপারটা।

    এই হল রহস্য। কি আর করা যাবে, পরেরবারের সঙ্গে বইগুলো আবার পোস্ট করা হবে। যঁরা পাননি একটু [email protected] এ মেল করুন। যেহেতু আলাদা করে খুঁজে বার করা সম্ভব নয়, কে পেয়েছেন আর কে পাননি, মেল বা খবর পেলে তবেই পোস্ট করা হবে। এইটা একটু মাথায় রেখে মেলটা করে দিন। গ্রাহকদের মেলে আলাদা করেও ব্যাপারটা জানানো হবে। এখানেও জানিয়ে দিলাম।

    ২। গুরুকে সাহায্য করার ব্যাপারে টিটিদিদি এখানে যে পোস্ট করেছিলেন, তার পরে বেশ কয়েকজন উৎসাহ দেখিয়েছেন। তাঁদেরকে ধন্যবাদ। ব্যাপারটা একটু স্ট্রাকচারে ফেলার কথা ভাবা হচ্ছে। আমি ছাড়া অন্য কেউই ব্যাপারটা হ্যান্ডল করবেন (আমার হাতে ছেড়ে দিলে কোনোদিনই হবেনা, কয়েকজন কি করতে হবে জানতে চেলেছিলেন, আমি পরে জানাবো বলে যথারীতি ভুলে গেছি :) )। বাই এনি চান্স আর কেউ যদি আগ্রহী হন, তাহলে খুব ভালো হয়, যদি ঐ [email protected] এ একখান মেল করে দেন।
  • kd | 59.93.243.84 | ১১ অক্টোবর ২০১০ ০২:৩১442352
  • তোমাদের মধ্যে কেউ যদি পাড়ার পুজোয় কাগুজে গুরু'র ব্যানার/ফ্লেক্স লাগাবার ব্যবস্থা করতে পারো, আমায় জানাও। আমার কাছে কয়েকটা ফ্লেক্স পড়ে আছে, কলকাতার মধ্যে হলে একটা পৌঁছে দেবো।
    আমি আমাদের পাড়ায় হয়তো একটা লাগাতে পারবো।

    ও হ্যাঁ, যদ্দুর শুনেচি, নতুন কা'গু' বেরুচ্ছে ১৩ তারিখে।
  • r.huto | 117.199.66.218 | ১৩ অক্টোবর ২০১০ ২১:২৮442354
  • বেরুলো? আমি আগরতলায় যদিও, পুজোর পর দেখতে পাবো আরকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন