এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরু (৩)

    kd
    বইপত্তর | ২৫ মার্চ ২০১০ | ১১৭৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 128.192.7.51 | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:১১442455
  • হ্যাঁ :))
  • Somnath | 188.135.52.6 | ০৮ মার্চ ২০১১ ২২:৩৮442456
  • আচ্ছা এই বইমেলা সংখ্যাটা কি পোস্ট করা হয়েছে মেম্বারদের? কেউ পেয়েছে পোস্টে? আমার কোনো বাড়িতেই এখনো পৌঁছয়নি যে!
  • Guruchandali | 72.83.97.171 | ১৯ মার্চ ২০১১ ২০:০৭442457
  • এবারে পোস্টে দেরি হবার জন্য দু:খিত। পোস্টের আগে কিছু আপডেট প্রয়োজন।

    দেশে -বিদেশে, কাগুজে গুরু, চটি পেতে এখানে ক্লিক করুন এবং আপনার বই পাবার ঠিকানা অনুযায়ী অপশন বেছে নিন:

    http://www.guruchandali.com/paypal/subscribe.html

    কিছু গ্রাহকের সাবস্ক্রিপশন ফুরিয়েছে। তাঁরা রিনিউ করতে আগ্রহী হলে উপরের লিংকে ক্লিক করুন।

    এছাড়াও, দেশে পোস্ট করার খরচা বৃদ্ধির জন্য দেশের গ্রাহক মূল্যের পরিবর্তন করা হয়েছে।

    এগুলি একটু তাড়াআড়ি জানালে ভালো হয়। একসাথে সব পোস্ট করা হবে।

    অনেক ধন্যবাদ।
  • Somnath | 85.154.255.46 | ১৯ মার্চ ২০১১ ২০:১৭442458
  • যে সাবস্ক্রিপশনগুলি ফুরোয় নি (অলরেডি দেরিতে সাবস্ক্রাইবড করা) , আর যারা রিনিউ এর টাকাকড়ি হাতে হাতে দিয়ে এসেছে তাদের এখানে এখন কিছু করার নাই তো?
  • Guruchandali | 72.83.97.171 | ১৯ মার্চ ২০১১ ২০:৩৯442459
  • রিনিউয়াল পরিবর্তিত দামে করতে হবে।
  • Abhyu | 97.81.114.123 | ১৯ মার্চ ২০১১ ২১:২৪442460
  • ঠিক বোঝা গেল না। ধরুন ২০১১-র জানুয়ারী মাসে ক্যালকাটা ওয়েব দিয়ে ১ বছরের জন্যে রিনিউয়াল করিয়েছি। এবার আমাকে কী করতে হবে?
  • Arpan | 122.252.231.10 | ১৯ মার্চ ২০১১ ২১:৩৪442461
  • আমার সাবস্ক্রিপশন ফুরিয়েছে কিনা কীভাবে জানতে পারব?
  • Abhyu | 97.81.114.123 | ১৯ মার্চ ২০১১ ২১:৪৬442462
  • অর্পণের প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ । আমার ধারণা আমি এক বছর ফুরানোর আগেই রিনিউ করিয়েছি।
  • Guruchandali | 128.231.22.150 | ১৯ মার্চ ২০১১ ২৩:২৩442463
  • দেশের কারুর এখনো রিনিউয়ালের সময় আসেনি। যাঁরা দ্বিতীয় সংখ্যা থেকে পাচ্ছেন, এবারের যুগ্ম ইস্যু পাবার পর তাঁদের রিন্যু করতে হবে। আমরা মেইল এ জানিয়ে দেবার চেষ্টা করবো।

    অভ্যু, আপনাকে মেইল করা হচ্ছে।
  • Guruchandali | 128.231.22.150 | ২০ মার্চ ২০১১ ০০:৩৫442465
  • কাগুজে গুরুর দ্বিতীয় সংখ্যা থেকে ডাকযোগে পাঠানো শুরু হয়েছে।
    ২,৩,৪, ৫ , এর পরে অন্য যৌনতা (৬-৭) , পাশবিক (৮-৯) ও এবারের রিসেশন (১০-১১) ইস্যু স্পেশাল যুগ্ম সংখ্যা ।
    হিসেবটা এভাবে হবে। আপনারা নিজেরা হিসেব করে সরাসরি রিন্যুয়াল করে নিতে পারেন।

    আমাদের দিক থেকে মেইল এ যোগাযোগ করার ( যাঁদের কন্ট্যাক্ট আমাদের কাছে আছে) চেষ্টা করা হবে। এছাড়াও এবারের কাগুজে গুরুর সাথে এই মর্মে বিজ্ঞপি পাঠানোর চেষ্টা চলছে।

    কোন অসুবিধা হলে বা প্রশ্ন থাকলে [email protected] এ মেইল করতে পারেন।
  • Guruchandali | 128.231.22.150 | ২০ মার্চ ২০১১ ০০:৩৯442466
  • দেশে বিদেশে এবারের ও আগেরবারের চটি বা গুরু পেতে যাঁরা এখানে, মেইল এ বা অন্যত্র আগ্রহ প্রকাশ করেছেন, তাঁরা এখানে (http://www.guruchandali.com/paypal/subscribe.html )
    অর্ডার দিয়ে দিলে আমাদের লিস্ট ও পোস্ট করতে সুবিধা হয়।

    অনেক ধন্যবাদ। :)

  • kanti | 111.93.160.202 | ২০ মার্চ ২০১১ ১৯:২২442467
  • আমি শুধু উত্‌সব সংখ্যা ক্যুরিয়ার মাধ্যমে হাতে পেয়ে সে কথা ফোনে যথাস্থানে জানিয়েছি।
    এখন আমার অবস্থান কি জানতে আগ্রহী।কেডি বাবু এটি পাঠিয়েছিলেন। কান্তি।
  • Somnath | 188.66.135.222 | ২১ মার্চ ২০১১ ০১:৩৭442468
  • এখনো কারো সাবস্ক্রিপশন রিনিউ করার সময় হয় নি, অথচ কিছু লোকজন রিনিউ করবেন কিনা না জানানো পর্যন্ত দেড়মাস আগে বেরিয়ে যাওয়া কাগুজে গুরু সংখ্যাটি এখনো দেশে গ্রাহকদের পোস্ট করা হয় নি !! আজব তো!! এমনকি সেই রিনিউ করার বিজ্ঞপ্তি দেওয়া হল পত্রিকা বেরোনোর দেড় মাস পরে। এতদিন কিসের অপেক্ষায় পোস্ট করা স্থগিত ছিল তাও স্পষ্ট নয়। বিজ্ঞপ্তিটিতে কোথাও "আমি আর কাগুজে গুরুর সাবস্ক্রিপশন রাখব না' এটা বলার জায়গাও নেই। এতখানি জরুরি বিজ্ঞপ্তিটা, বা বিজ্ঞপ্তির লিংকটাও সাইটে কোথাও না রেখে, রাখা হয়েছে টইয়ের একটি পোস্টে।

    কাদের পক্ষ থেকে কোন তথ্যগুলি কত তাড়াতাড়ি না জানানো পর্যন্ত পত্রিকা পোস্ট করা সম্ভব হচ্ছে না সেটাও ঘোলাটে।

    এইবার সার্ভিসটির প্রতি সহানুভূতি, আমার, ব্যক্তিগতভাবে, একটু কম পড়ছে, এই আর কি।

    এটা বলা বরং তুলনামূলকভাবে ভালো ছিল যে বইমেলা সংক্রান্ত হুজ্জুতির পর এবং কাবলিদার অনুপস্থিতি ও অসুস্থতার কারণে কাগু পোস্ট করতে এবার বিলম্ব হল।

    যাক গে।
  • Guruchandali | 72.83.97.171 | ২১ মার্চ ২০১১ ০২:১৬442469
  • বিদেশে অনেকগুলি রিন্যুয়ালের কেস রয়েছে।
    দেশ বিদেশের পোস্টের জন্য হিসেব, মেইলিং লিস্ট, পোস্ট, এগুলো সাধারণত: একসাথে একবারেই করা হয়।

    মূল অসুবিধার কথাটা একটু বিশদে বলা যাক। দেশের সাবক্রিপশন নিয়ে একটা জটিলতা আছে। দেশে ডাকযোগে যা দাম ধরে সাবস্ক্রিপশন নেওয়া হয়েছিল, বাস্তবে তার থেকে অনেক বেশি খরচ করে আমাদের পোস্ট করতে হচ্ছে। তাই ম্যাগাজিন প্রতি এতটা ক্ষতি করে দেশের সাবস্ক্রিপশন গুলি কীভাবে চালিয়ে যাওয়া হবে, তাই নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছিল।
    সেই সিদ্ধান্ত নেওয়া অব্দি পোস্টিং স্থগিত ছিল।

    এই নিয়ে যা স্থির হয়েছে, সেটা জানিয়ে বিশদে পরের পোস্ট আসছে।

    এছাড়াও , দেশে নতুন গ্রাহক যাঁরা হচ্ছেন বা হতে চেয়েছেন বলে জানিয়েছেন, তাঁদের জন্য এই নতুন লিংকটি প্রয়োজন ছিল।

    আর ও একটি ব্যাপার হল চটি। যেহেতু ডাকযোগে সেটি পেতেও কেউ কেউ ইচ্ছা প্রকাশ করেছেন, সব কিছুর পেইমেন্টের ব্যবস্থা একসাথে করা দরকার ছিল।

    যেহেতু নানা জায়গায় নানা রকম পোস্টিং এর ব্যাপার, অপশন আছে এবং সব কিছুর জন্য একটা ইউনিফর্ম পেমেন্ট সিস্টেম রাখা প্রয়োজন, সেগুলি তৈরি করতে সময় গেছে। বেশ কিছু টেকনিক্যাল সমস্যা ও ছিল, যার জয় সময় গেছে। তবু এজন্য আমরা দু:খিত।

    তবে, দেশে যেহেতু ক্যুরিয়ার করা হচ্ছে, পেতে আর বেশি দেরি নেই বলেই আশা করা যায় :)

    সাবস্ক্রিপশন না রাখা আর রিন্যু না করা তো এক ই ব্যাপার ! সেই অপশন তো সবসময় ই থাকছে ! :)

    আর, হ্যাঁ, বিজ্ঞপ্তিটা সাইটে তোলা হচ্ছে তো :)
  • Abhyu | 128.192.7.51 | ২১ মার্চ ২০১১ ০৪:১৬442470
  • ঈশানদা,পাই, দুটো দরকারী জিনিস খেয়াল কর।

    (১)
    প্রথম পাতায়
    Subscription Option: Subcribe for 6 joint issues (Or 12 general issues)
    Rs.250.00 ($6.50) (Shipping included)

    পরের পাতায়
    Guru_Subscription_INDIA_WB_12_issues $6.00

    অর্থাৎ সাড়ে ছয় কমে ছয় হয়ে যাচ্ছে।

    (২)
    আর অন্য অ্যামাউন্ট এন্টার করার উপায় নেই মনে হল।
  • pi | 72.83.97.171 | ২১ মার্চ ২০১১ ০৫:০৮442471
  • অভ্যু,

    ১) দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ। :)

    ২) অন্য অ্যামাউন্ট এন্টারের জন্য :
    http://www.guruchandali.com/paypal/donate.html

    বাকিটা ও নেড়েচেড়ে আর কিছু ভুলত্রুটি চোখে পড়লে জানাও :)
  • Abhyu | 97.81.103.39 | ২১ মার্চ ২০১১ ০৭:১২442472
  • ৩। আমার মনে হয় paypal-এ টাকা দেওয়ার সময় কমেন্টের অপশন রাখাটা জরুরী।
  • kd | 59.93.192.228 | ২১ মার্চ ২০১১ ১৩:৩২442473
  • অভ্যু, তুলনামূলকভাবে এটা বলা আদৌ ভালো না। মাইরি, দিন পাঁচেক হিরো হ'তে গিয়েছিলুম বলে বলে দেবে আমি দু'মাস অনুপস্থিত? ইল্লি আর কী! বাকি সময়টা কি আমি সিক্স-প্যাক অ্যাব্‌স বানাচ্ছিলুম? :)

    হুতো, ভালো হবে না বলে দিচ্ছি।
  • kd | 59.93.192.228 | ২১ মার্চ ২০১১ ১৩:৩৭442474
  • সরি, অভ্যু না, অভ্যু না, সোমনাথ।

    ধুস্‌, এবার বলবে মতিভ্রম। উ: আর পারিনা গো!
  • Guruchandali | 128.231.22.150 | ২১ মার্চ ২০১১ ২২:৪৫442476
  • দেশের গ্রাহকদের জন্য কিছু কথা :
    -----------------------------------------------------------

    কাগুজে গুরু যখন শুরু হয়েছিলো, তখন পোস্ট করার খরচ হিসেবে আপনাদের কাহ থেকে ৫ টাকা প্রতি ইস্যু নেওয় হয়েছিলো। কিন্তু পোস্ত করতে গিয়ে দেখা গেলো পোস্টাপিস ১২ টাকা করে চার্জ করছে। এ ছাড়া খাম পিছু খরচা (৩ টাকা) তো আছেই ।

    এ সঙ্কেÄও দুর্ভাগ্যক্রমে অনেকেই মাগাজিন পাচ্ছেন না - আমরা আবার পোস্ট করছি, আরো খরচা হচ্ছে। এই কারণে, নিরুপায় হয়ে উৎসব (বা পাশবিক) ইস্যু থেকে আম্রা প্রাইভেট ক্যুরিয়ার ব্যবহার করছি, কিন্তু তাতে খরচা আরো বেড়ে গেছে - কলকাত'র মধ্যে পাঠাতে ১২/-, পশ্চিমবঙ্গের অন্যত্র ২০/- আর বাকি ভারতে ৪৭/-। গ্রাহকমূল্য যা বাড়ানো হয়েছে, তা এই ডাকখরচের বর্ধিতমূল্য বাবদ ।
    প্রিণ্টের খরচ বেশি পড়লেও ম্যাগজিনের দাম বাড়ানো হচ্ছেনা।

    পুরানো গ্রাহকেরা অবশ্য ই পুরানো দামেই সব কটি ইস্যু পাবেন, সেটি দিতে আমরা বাধ্য।
    রিন্যুয়াল করতে হবে নতুন দামে। যাঁরা দ্বিতীয় ইস্যু থেকে পাচ্ছেন, এই ইস্যু পাবার পর তাঁদের গ্রাহকপদ শেষ হয়ে যাবে। এবং এইভাবেই বাকিদের হিসেব ও হবে। আমাদের দিক থেকে চেষ্টা থাকবে, যাঁদের মেইল আইডি আছে, তাঁদেরকে রিমাইন্ডার পাঠানোর।
    তবে নিজেরাও একটু খেয়াল করে দেখে নিলে খুব সুবিধা হয়।

    আপনারা যত ইস্যু অব্দি গ্রাহক হয়েছেন, ততগুলি আপনাদের পুরোনো দামেই দেওয়া হবে, দিতে আমরা বাধ্য।

    তবে, এখনকার পোস্ট বাবদ বাড়তি খরচটুকু কেউ যদি দিয়ে দিতে চান তো, এখানে 'ডোনেট' করতে পারেন :
    http://www.guruchandali.com/paypal/donate.html

    যে ব্যাঙ্ক অ্যাকাউণ্টের উল্লেখ আছে, সেখানেও চেক পাঠিয়ে দিতে পারেন বা কোন চণ্ডালের হাতে ক্যাশ দিয়ে দিতে পারেন।
    এটি এখন, বা পরে রিন্যুয়ালের সময়, যখন হোক করতে পারেন।

    তবে আবারো বলা হচ্ছে, এটি সম্পূর্ণভাবে গ্রাহকদের ইছা ও বিবেচনার উপরে, এর সাথে গুরুর ইস্যু পাঠানোর কোনো সম্পর্ক নেই। আমরা সকল গ্রাহককেই বারোটা ইস্যু পাঠাবো।

    আর কোন সমস্যা থাকলে bulbulbhaja অ্যাট gmail.com এ মেইল করবেন।

    ধন্যবাদ।

  • a | 208.240.243.170 | ২৩ মার্চ ২০১১ ০০:১২442477
  • আচ্ছা চটির সাথে গুরুর কি সম্পোক্কো? মানে গুরুরাই চটি লিখে থাকে, এছাড়া?
  • bolta | 98.201.111.24 | ২৪ মার্চ ২০১১ ০৯:৩৩442478
  • কুচো কথা সেকশনটা পরের ইস্যু গুলোতে নিয়মিত বেরোলে ভালো লাগবে |
    'তাই শুনে বাইসনটা ভাল হয়ে গেল'-- এইটা পড়ে আমার একটা দিন ভাল হয়ে গেল |
  • Guruchandali | 72.83.97.171 | ০৪ এপ্রিল ২০১১ ০৪:৩২442479
  • কোলকাতা ও আশেপাশে কাগুজে গুরুর কিছু প্রাপ্তিস্থল :
    ----------------------------------------

    ১। রহড়া বাজার। সুরমা বুক ডিপো।

    ২। খড়দহ ষ্টেশন - ১ নং টিকিট কাউন্টারের সামনে।অসুনীল সাধুখাঁ।

    ২ নং প্ল্যাটফর্মের সামনে।অসুরজিত সাহা। প্রভাতী।

    শনি মন্দিরের সামনে। গোপাল ঘোষ।

    ২ নং প্ল্যাটফর্মের সামনে।অখড়দহ বুক ষ্টল।

    ৩। সোদপুর ২ নং প্ল্যাটফর্মের সামনে। সোদপুর বুক ষ্টল।

    ৪। বেলঘরিয়া - ব্রীজের নীচে। বিপ্লব সাহা।

    টিকিট কাউন্টারের সামনে।অসুরজিত মুখার্জী।

    ২ নং প্ল্যাটফর্ম। রেলওয়ে বুক ষ্টল।

    ৫। দমদম বুক ষ্টল। ২ নং প্ল্যাটফর্ম।

    ৬। বিধাননগর ১ নং প্ল্যাটফর্ম। বাবলু পাল।

    ৭। ব্যারাকপুর - ১ নং টিকিট কাউন্টারের সামনে। বাবু রায়।

    ২ নং প্ল্যাটফর্ম। কিশোর চোপড়া।

    ৮। শিয়ালদহ - গেট নং ৩। রঞ্জিত সিংহ।

    গেট নং ২। তারাপদ সিংহ।

    গেট নং ৬। পিন্টু।

    সাবওয়ে'র সামনে।(২ নং) সমীর চ্যাটার্জী।

    সাবওয়ে'র সামনে।(৩ নং) রঞ্জিত।

    সাবওয়ে'র সামনে। (১ নং) রঞ্জিত।

    এছাড়াও, মানিক, বাবন, সুজিত, সুভাস, চণ্ডী, সমীর, পিণ্টু, অপু, রঞ্জণ, তারক, বাপী কোলে, দুলাল, বাসু, মমতাজের স্টল

    ৯। কলেজ ষ্ট্রীট।

    পাতিরাম বুক ষ্টল।

    বই-চিত্র ( কফি হাউসের উপরের তলায় )

    . মুখার্জী বুক ষ্টল।(কলেজ স্কোয়ারের উল্টোদিকে)।

    মোহিনী মোহন কাঞ্জিলালের সামনে

    গোপা মণ্ডল,
    বিকাশ মণ্ডল।
    মহেন্দ্র মণ্ডল।
    আর.কে. সিং।

    0। উল্টোডাঙ্গায় সুনীলদার স্টল

    ১১। যাদবপুর – ভুলু , সুব্রত

    ১২। সোনারপুর – অমল, তারাপদ, প্রভাস, রাজু, বিধান, গোবিন্দ

    ১৩। বারুইপুর- বাপি, বিনয়নী

    ১৪। চম্পাহাটি- দেবদাস

    ১৫। বাঘাযতীন – মিন্টু

    ১৬। বোলপুর - কাϾট্র রোডস।

  • Bratin | 122.248.182.16 | ০৪ এপ্রিল ২০১১ ১৪:১২442480
  • সত্যি কারোর নাম অসুরজিত? চাপ তো!!
  • Ishan | 117.194.32.167 | ০৪ এপ্রিল ২০১১ ২১:৫৫442481
  • "অ' গুলো ইউনিকোড থেকে কনভার্সানের সময় নিজে নিজেই বসেছে। :) অনেক সময়েই বসে যায়। বিশেষ করে রিচ টেক্সট কপি পেস্ট করার সময়।

    আর দোকানগুলোকে ডিসপ্লে টিসপ্লে কেমন হচ্ছে, সময় সুযোগ পেলে এট্টু ঢুঁ মেরে দেখবেন। ফ্রিতে ফিডব্যাক পেলে ভালই হয়। :)
  • siki | 122.162.75.222 | ০৪ এপ্রিল ২০১১ ২২:৩২442482
  • ইউনিকোডে দাঁড়ির পরে স্পেস না দিয়েই পরের অক্ষর শুরু করে দিলে সেটা বাংলাপ্লেনে একটা অ জুড়ে দেয় মাঝে। তাই বেস্ট প্র্যাকটিস হল, দাঁড়ির পরে একটা স্পেস দিন।
  • kd | 74.72.161.90 | ০৭ এপ্রিল ২০১১ ০১:৫৫442483
  • কাগুজে গুরু'র ২য় বর্ষ, ১/২ সংখ্যা, ওরফে ৮/৯ সংখ্যা, ওরফে উৎসব সংখ্যা, ওরফে পাশবিক সংখ্যা (হ্যাঁ, একই অঙ্গে এত রূপ) দেশের গ্রাহকদের পাঠানো হয়েছিলো সেই কবে। অ্যাদ্দিনে কুরিয়ারের কাছ থেকে স্লিপ নিয়ে এসে হিসেব মিলিয়ে দেখা গেলো, ৫জনকে দেওয়া যায় নি, বাড়ী বন্ধ, বাড়িতে সই করে নেওয়ার কেউ নেই, পুরো ঠিকানা নেই, ইত্যাদি কারণে। ভাগ্যক্রমে আমাদের ফাইলে এনাদের ইমেল আছে, আমি জানিয়ে দিয়েছি এবং ওনাদের উত্তরের অপেক্ষায় আছি - পেলে নতুন সংখ্যাটির সঙ্গে আবার পাঠিয়ে দেবো। ওনারা ছাড়া আর কেউ যদি এখনও না পেয়ে থাকেন, দয়া করে জানান আমাদের।

    বিদেশের ঠিকানায় আমি দেশপ্রিয় পার্ক পোস্টাপিস থেকে মেল করেছি অনেকদিন হ'লো। একমাত্র একটি ফেরত এসেছে ভূল ঠিকানা বলে। অন্য কেউ জানাননি এখনও পাননি বলে, তাই ধরে নিচ্ছি ওনারা পেয়েছেন আর সেইভাবেই এবারও পাঠানো হচ্ছে।

    আর একটা কথা, আর কুরিয়্‌গ্‌রাহকের মোবাইল নম্বরটি চান। যেহেতু অনেকেই অঞ্চলটি চেনেন না, বাড়ি খুঁজে পেতে অসুবিধে হয়। আর ইমেলটিও দেবেন - পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দিতে পারবো আর কোনো কারণে না করতে পারলে তাও।

    আজ এই পর্যন্ত।
  • aka | 168.26.215.13 | ০৭ এপ্রিল ২০১১ ০১:৫৬442484
  • বিদেশে আমি পাই নি।
  • kk | 71.236.36.122 | ০৭ এপ্রিল ২০১১ ০২:৩০442485
  • আমিও না।
  • kk | 71.236.36.122 | ০৭ এপ্রিল ২০১১ ০২:৩৩442487
  • না পাশবিক সংখ্যা মনে হয় পেয়েছি (পাই আমার ঠিকানায় পাঠিয়েছিলো), রিসেশন সংখ্যা এখনও পাইনি। আজকাল সবকিছু এত ভুলে যাই যে মহা মুশকিল তো !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন