এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বঙ্গভাষীর হিন্দি-বচন (ইংরেজিও চলিবে)

    Samik
    অন্যান্য | ১৮ মার্চ ২০১০ | ১১৮১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.75.200 | ১৮ মার্চ ২০১০ ২৩:৩৮443316
  • দাদারা, দিদিরা, মণিমুক্তোগুলো একটু এইখানে কষ্ট করে কপি পেস্টো করে দেবেন পিলিজ। জমে যায় অ্যাকেবারে।
  • Lama | 203.99.212.54 | ১৮ মার্চ ২০১০ ২৩:৪২443388
  • সেদিন মেয়েকে নিয়ে দোকানে গেছি বইখাতা কিনতে, এক ভদ্রমহিলা আমার মেয়ের সমবয়সী বাচ্চা মেয়েকে নিয়ে গেছেন একই দোকানে গেছেন। বললেন, "ঐ ফ্রেন্ডসটাকে দেখ, কাঁদছে তোমার মতো? বায়না করছে?'
  • Du | 65.124.26.7 | ১৮ মার্চ ২০১০ ২৩:৪৬443399
  • আমি অসমীয়াভাষীর একটা বলি - ছোটমামা টিম নিয়ে গেছে বেনারস। তো সবাই গেছে শাড়ি কিনতে। তো একজন বলছে - 'বেলেগ (অন্য) একঠো দেখাইয়ে' আর সে দোকানী খালি কালো শাড়ি দেখিয়ে যাচ্ছে। যতই বলে বেলেক কালার ততোই আরো একটা কালো শাড়ি ---
  • Lama | 203.99.212.54 | ১৮ মার্চ ২০১০ ২৩:৫১443421
  • আমি যতবার পুরী বেড়াতে গেছি, ততবার টুরিস্ট গাইডদের মুখে নিম্নরূপ ভাষণ শুনেছি:

    "গুড মর্নিং লেডিজ অ্যান্ড জেন্টলমেন, অ্যান্ড ওয়েলকাম টু...

    আমি সাধারণত: বাংলার চাইতে ইংরেজীতেই স্বচ্ছন্দ বোধ করি। তা হলেও আজকে যে সব যাত্রী আমাদের সঙ্গে আছেন তাঁদের অধিকাংশই বাঙালী। তাই, লেট মি কন্টিনিউ ইন বেংগলী।'

    একবার এইরকম এক গাইডের সঙ্গে এক বাঙালী ভদ্রলোকের ঝগড়া হয়, বাঙালী ভদ্রলোক উত্তেজিত হয়ে ইংরেজী শুরু করলে গাইড বললেন, "ইংরেজী বলবেন না, ইংরেজী বুঝি না।'

    তখন অন্যজন বললেন, "একটু আগেই যে বললেন, বাংলার চেয়ে ইংরেজীতে বেশী স্বচ্ছন্দ?'
  • aka | 168.26.215.13 | ১৮ মার্চ ২০১০ ২৩:৫১443410
  • ম্যাকডোনাল্ডে একজন জিগ্যেস করলে ফর হিয়ার অর টু গো?

    স্মার্টলি উত্তর এল বোথ।

    দোকানি থ।

    এটা জোক বলে ভুল করিবেন না ইহা সত্য, শুধু স্থান, কাল, পাত্র বলা যাইবেক না।
  • Samik | 122.162.75.200 | ১৯ মার্চ ২০১০ ০০:১৩443443
  • এটা অর্পণের জন্য,

    উদিত নারায়ণকে যে কোনও মিউজিক রিয়েলিটির শো-তে জাজ হিসেবে কমেন্ট দিতে দেখো। সদাসর্বদা বলে ক্লিয়ারিটি। আর খুব-খুব করে বলে।
  • Samik | 122.162.75.200 | ১৯ মার্চ ২০১০ ০০:১৩443432
  • পোথোম দিল্লি এসে বউ শালিকা নিয়ে চিত্তরঞ্জন পার্কের থেকে ছাড়া বাসে চেপে আগ্রা গেছি। তাজমহল দেখতে। তো, ফতেপুর সিক্রি হয়ে যাবার পরে গাইড বলেছিল আগ্রা ঢুকে আগে আমরা লাঞ্চ করব, তারপরে আগ্রা ফোর্ট আর তাজমহল ইত্যাদি দেখব।

    আগ্রা ঢুকে গেছে, বাস চলে তো চলেই, থামে আর না, বাসের নিরানব্বই শতাংশ বাঙালি টুরিস্টের ক্ষিদে পেয়ে গেছে। এক চশমা পরা লোক শেষে গাইডকে ডেকে বলল, অ্যাই যে ভাইয়া, অ্যাই লাল জামা, হামকো খানা খানানা হ্যায়। জলদি রুকো।

    ########

    গেলবারের আগের্বার রাজস্থান বেইবেই করতে গেছিলাম। তো, জোধপুরে জসবন্ত থাড়ার সামনে ইচ্ছে হল, স্বামী-স্ত্রীতে ফটো তুলব। এক ভদ্রলোককে ক্যামেরাটা দিয়ে হিন্দিতে বললাম, ফটো তুলে দিন, ভদ্রলোক ক্যামেরাটা (পাতি ডিজিটাল ক্যামেরা) কেমন একটা থতমত লুক দিয়ে দেখে বললেন, দাঁড়াইয়ে, হামারা লেড়কাকো ডাকতা হ্যায়, ও তুলে দেগা। অ্যাই বাবাই, এদিকে আয় তো ...
  • Nina | 66.240.33.46 | ১৯ মার্চ ২০১০ ০০:১৮443454
  • কলকাতার খুব বনেদিবাড়ীর ছেলে অমুকদা। চাকরি টেনে এনেছে ফিলাডেলফিয়ায়। ভিষন বিরক্ত এসে অব্দি এই ইয়াঙ্কি ব্যাটাদের ইংরিজিতে--কি যে বলে হাফ পেটে হাফ মুখে --যাইহোক সকালে গেছেন ডাইনারে ব্রেকফাস্ট খেতে। গলদঘর্ম ওয়েট্রেস ও অমুকদা , কেউ কারুর বিদ্‌ঘুটে ইংরেজি বুঝতে পারছেনা। ভেতর ভেতর খুব চটেছেন অমুকদা কিন্তু উপায় কি , খুব ক্ষিদে পেয়েছে তাই ভাবলেন সোজা একটা কিছু চাই
    ---বল্লেন গিব মি ফোর ফ্রাইড এগস
    ওয়েট্রেস একগাল হেসে ( এতক্ষনে সেও বুঝতে পেরেছে এই প্রাণি কি চাইছে)
    ha d ya like ur eggs sir--sunny side up
    অমুকদা আর পাল্লেননা । রাগে ফেটে পল্লেন,
    ডিম, মা জননী ডিম চাই , তার আবার আপ ডাউন কি"?!
  • aka | 168.26.215.13 | ১৯ মার্চ ২০১০ ০০:২২443465
  • একটি বিখ্যাত প্রতিষ্ঠানের তত বিখ্যাত নয় ডিপার্টমেন্টে একজন স্যারকে এক ছাত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাল

    ""হ্যাপি বার্থ ডে স্যার""।

    স্যার খানিক ঘাবড়ে গিয়ে সামলে নিয়ে বললেন ""সেম টু ইউ""।

    ইহাও সত্য ঘটনা অরণ্যের প্রবাদের মতন এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ঘুরে ফিরে বেড়ায়।
  • tkn | 122.173.184.111 | ১৯ মার্চ ২০১০ ০০:২৯443317
  • বাপ্পীদা ঘোষ এন্ড কোং-এ বসে ইন্টার্ভিউ দিতে দিতে লতা মঙ্গেশকরের প্রসঙ্গে :
    লতাজী! শি ইজ 'জাস্ট' সোয়ারোস্বোয়াতি মা। হার সিংগিং ইজ টোটালী 'ফ্লোলেস'। ইট ইজ আনবিলিভেবল হাউ 'ফ্লোলেস' শি ক্যান সিং ...
    পুরো ইন্টারভিউতে অন্তত বার আষ্টেক লতাজী আর আশাজীর 'ফ্লো-লেস' সুখ্যাতি শুনে চ্যানেল চেঞ্জালাম
  • anandaB | 170.35.224.65 | ১৯ মার্চ ২০১০ ০০:৩১443328
  • aka-র কাহিনী টি আমার জীবনেও ঘটেছিল, ১৯৯৯ সালে, প্রথম বার বার্গার কিং এ খেতে গিয়ে...

    শুধু পার্থক্য হল, আমি ছিলুম (বা এখোনো আছি) আরো বড় কেলানে, ক্রমাগত ঘাড় নেড়ে 'ইয়েস', 'ইয়েস' বলে গেছিলুম...

    আর দিল্লী I.S.I -এর দু পিস ঘটনা তো মোটামুটি কিংবাদন্তীর পর্যায়ে পড়ে...

    একটু বাদে লিখছি
  • Samik | 122.162.75.200 | ১৯ মার্চ ২০১০ ০০:৩৫443339
  • আরে এই হ্যাপি বার্থডে সেম টু ইউ দু সপ্তা আগেই আমার বাড়িতে ঘটল।
  • Binary | 148.141.31.16 | ১৯ মার্চ ২০১০ ০০:৪১443350
  • গত পশ্‌শু-ই দুপুরে ম্যাকডোনাল্ডে, চিকেন বার্গার অর্ডার দেওয়ার পরে, মেয়েটা, 'অ্যা অ্যা ডাব ফ আ ড', জিগাতে, খানিক্ষণ বোঝার জন্য বোকা বোকা মুখ করে এদিক-ওদিক তাকিয়ে, শেষে, লালমোহনবাবুর স্টাইলে হাঁয়েস বলাতে, দেখি একটার জায়গায় দুটো বার্গার দিয়ে ৪ টাকার জায়গায় ৫ টাকা নিলো।
  • SS | 131.193.196.148 | ১৯ মার্চ ২০১০ ০০:৪৬443361
  • 'অ্যা অ্যা ডাব' টা কী?
    ফ আ ড তো ফর এ ডলার.... তাও ৫ থেকে ৪ বাদ দিয়ে বুঝলাম!
  • Binary | 148.141.31.16 | ১৯ মার্চ ২০১০ ০০:৪৯443372
  • মুম্বাইতে থাকার সময়, এক প্রতিবেশী দাদা, তার প্রথম প্রবাসে আসা বৌ-এর গপ্প করেছিলেন,

    -- তোমার বৌদি, কাজের বাই -কে কাজ শেখাচ্ছে,

    'কাপড়া, অ্যাইসা .......' তার্পর মাথার উপর দুহাত তুলে আছাড় মারার মাইম
    'রোটি, অ্যাইসা .....' তার্পর দু হাত দুদিকে করে বেলন চালানোর মাইম
  • Binary | 148.141.31.16 | ১৯ মার্চ ২০১০ ০০:৫০443385
  • অ্যাড অ্যা ডাবল
  • SS | 131.193.196.148 | ১৯ মার্চ ২০১০ ০০:৫০443383
  • আচ্ছা.... অ্যা অ্যা= অ্যাড অ্যানাদার
    ডাব কি ডাবল চীজ?
  • kaatakutu | 65.82.131.225 | ১৯ মার্চ ২০১০ ০০:৫৩443386
  • দুই বন্ধু ট্রেনে করে বেড়াতে গেছি। বাঙ্কে বসে নিচে কাগজ পেতে গুছিয়ে বসেছি রাতের খাবার লুচি আর তরকারি নিয়ে। water bottle এর গ্লাসটা একটু জল দিয়ে ধুয়ে, নীচে বসা ভদ্রোলোককে হিন্দিতে বল্লাম,"প্লীজ ইসকো ফেক দিজীয়ে'।

    জা: পুরো গ্লাসটাই জানলা দিয়ে ফেলো দিলো মাইরী!!
  • Blank | 59.93.199.3 | ১৯ মার্চ ২০১০ ০০:৫৪443387
  • আমি পাতি বাংলায় ক্লায়েন্টের সাথে কথা বলেছি, তাও প্রোডাকশান ঝাড় খাবার পর। তাতে কি হইলো !!
  • Samik | 122.162.75.200 | ১৯ মার্চ ২০১০ ০০:৫৭443389
  • ইন্দোরে গেছিলাম ১৯৯৫ সালে। চোখের অপারেশনের কাজে। তো, হসপিটাল লাগোয়া ধরমশালায় আছি। কেয়ারটেকার সন্তোষ বলে দিয়েছিল, জল লাগলে বলবেন, পাম্প চালিয়ে দেব। এমনি বাথরুমে কল খুললে জল পাবেন না।

    চানের সময় হয়েছে। মা তাই সন্তোষকে ডেকে বলল, ও সন্তোষ, ট্যাংক চালা দে, পাম্প ভর জায়েগা, (আমাকে দেখিয়ে) ইসকা বাবা কতক্ষণ শিরে তেল মেখে খাড়া হ্যায়, জলদি চালিয়ে দে বাবা!
  • til | 220.253.187.47 | ১৯ মার্চ ২০১০ ০১:২৯443390
  • এটা তো জব্বর টই। হাসতে হাসতে পেট ফাটার উপক্রম।

  • Lama | 117.194.225.70 | ১৯ মার্চ ২০১০ ০১:৪৫443391
  • প্রথম দিককার চাকরিতে (মোট চৌদ্দটা চাকরি করেছি গত তেরো বছরে) পুনের কাছাকাছি লোনাভালায় টানেল তৈরীর জন্য ব্লাস্টিং করতাম। সেখানে কিছু কিছু বাঙালী শ্রমিক ছিলেন। একদিন গোলাবারুদ সব ফিট করে এক্সপ্লোডারের বোতাম টেপার আগে শেষ বারের মধ্যে দেখে নিচ্ছি বিপদসীমার মধ্যে কোন জনপ্রাণী আছে কিনা। এমন সময় একটা লোক কোথা থেকে এসে বলল, "সাহাব, সাহাব, ও দেখিয়ে, ডাম্পারকে নিচে লুকাতা হ্যায়, সবুজ জামা পহনকে'
  • Nina | 66.240.33.37 | ১৯ মার্চ ২০১০ ০১:৫৭443392
  • আমার বন্ধুর মাসী কলকাতা থেকে পাটনা বেড়াতে এসেছেন তাঁর একটি মাত্র মেয়ে, বছর ১৬ তাকে নিয়ে। একদিন দুপুরে বন্ধু ও তার মাসতুতো বোন একটি রিক্সায়, ও মা মাসী আর একটি তে সিনেমা দেখতে যাচ্ছেন। চোখে চোখে রাখার জন্য মেয়েদের রিক্সার পেছনে মা মাসীর রিক্সা থাকার নির্দেশ মাসী দিয়ে রেখেছেন। হবি তো হ' বৃষ্টি শুরু হল। পাটনায় রিক্সাগুলোতে একটা কাপড় ( মোটা ত্রিপল মতন) লাগানো থাকে ওটা বৃষ্টি পড়লে সামনে ঝুলিয়ে ঢেকে দেয় যাতে যাত্রী না ভেজে। রিক্সাবালা তাড়াতাড়ি সেই কাপড়টা ঝুলিয়ে দিল যাতে মা-জীরা না ভেজেন। মাসীর খুব চিন্তা সামনের রিক্সায় দুটো মেয়ে একলা একলা যাচ্ছে, আর বৃষ্টির জন্য সামনে ঢাকা, কিছু দেখা যাচ্ছেনা। যেই না বৃষ্টি থেমেছে, মাসী শশব্যস্ত হয়ে রিক্সাবালাকে হিন্দীতে :

    এই রেক্সাবালা, জোলদি তুমারা সামনে কা কাপড়া খোল , হাম দেখেগা।

  • RM | 75.22.182.221 | ১৯ মার্চ ২০১০ ০২:২৮443393
  • হাহাহাহাহা - যদিও আমার নিজের ইংরিজি আর হিন্দির দৌড় ঠিক এইরকম-ই, তাও এই টইটা পড়ে খুব হাসলাম
  • nv | 64.140.94.70 | ১৯ মার্চ ২০১০ ০২:৫৭443394
  • বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে প্রয়াত সাংসদ চিত্ত বসু উবাচ:

    এই যে বাবরি মসজিদ ধ্বংস হুয়া ইশিকে লিয়ে তো বিজেপি-ই জবাবদায়ী হ্যায়।
  • a x | 143.111.108.124 | ১৯ মার্চ ২০১০ ০৩:০৯443395
  • নীনার গল্পটা :-)))
  • tatin | 130.39.149.5 | ১৯ মার্চ ২০১০ ০৩:২৯443396
  • রুমমেটের সঙ্গে ডি এমভি অফিসে গেছি, ওর অন্য কিছু একটা কাজ ছিল, আমি গাড়ির রেজিস্ট্রেশন করাবো, একট্যা স্লিপ তুলে ওয়েট করছি, স্লিপের নাম্বার দেখে কোন কাউন্টারে ডাকবে সেটা বুঝলাম। সেই কাউন্টারে খুব স্লো কাজ এগোচ্ছে, আরেকটা কাউন্টারে বেশ তাড়াতাড়ি হচ্ছে, টূক করে আরও একটা স্লিপ তুলে নিলাম। কাজটাও হয়ে গ্যালো, এবার কাউন্টারের মহিলা লক্ষ করেছিলেন যে দুটো কুপন তুলেছি, ডেকে ধমক দিতে যাচ্ছিলেন, আমি দূরে দাঁড়ানো রুমমেটকে দেখিয়ে বল্লুম- ' মি,স্লিপ, নৌ স্লিপ, হি কার , ডাকছে, আই মি ইউ হি -দেন' মহিলা হাত থেকে স্লিপ্টা কেড়ে নিয়ে চলে গেলেন।

    এরপর ছোটখাটো বাওয়ালে যতবার কেস খাওয়ার উপক্রম হয়েছে, পুলিশ থেকে ওয়ালমার্টের লাইন অবধি সর্বত্র এই ইংলিশটা চালাই- দিব্যি কাজ চলে যায়।
  • kallol | 115.184.121.206 | ১৯ মার্চ ২০১০ ০৮:১৭443397
  • বারামতীতে আছি অপিসের কাজে। সঙ্গে এক বাঙ্গালী সহকর্মী। তার হিন্দি বলায় প্রচুর উৎসাহ, কিন্তু হিন্দি ভালো বোঝেন না।
    তা, অটোয় উঠেছি কোথাও একটা যাবার ছিলো। উঠতে গিয়ে দেখি একটা ছোট্ট মেয়ে পিছনের সিটে বসে আছে। অটোচালক জানালেন, তার মেয়ে। আমার সহকর্মীটির আবার বাচ্চা ছেলে-মেয়েতে খুব উৎসাহ। প্রায়ই আলাপ জমান আর লজেন্স খাওয়ান। তো উনি চালু হলেন - হাআআঁ, তুম্‌হারা(জেন্ডার নিয়ে মাথা না ঘামালেও চলবে) নাম কেয়া হাআআয়? মেয়েটি উত্তর করে না, কেমন লজ্জা পাচ্ছে। এরকম দু তিন বার বলার পর, পরের কৌশল শুরু হলো। আচ্ছা, তবে এক লতা মঙ্গেশ্‌কর কা গানা গাআআও। অটোচালক বাবা খুব কুন্ঠিত হয়ে বললেন - সাহাব য়ো গুঙ্গী হ্যায়। ব্যস, সহকর্মী ওমনি দ্বিগুন উৎসাহে তাকে বলে উঠলেন - ঠিক হায়, তো এক আশা ভোঁসলে কা গানা গাআআও। অটোচালক আবারও মিস্টি হেসে কিছু বলার চেষ্টা করতেই, সহকর্মী বাণী দিলেন - আচ্ছা লেড়কি হায়। একটু লজ্জা পতা হায়। তো কেয়া হায়, লজ্জা তো লড়কিকা ভূষণ হোতা হায়।
  • Jhiki | 124.81.82.83 | ১৯ মার্চ ২০১০ ০৯:০৮443398
  • এই গল্পটা দিল্লী CES এর, সেখানকার অধিকাংশ বস বাঙালী, সেই রকম দুই বসের গল্প..
    সেদিন কোন এক কারণে রায়বাবুর ড্রাইভার ছুটীতে ছিল, রায়বাবু অফিসের কাছেই সি আর পার্কে থাকেন। লানচ ব্রেক এর ঠিক আগে বোসবাবু তাঁর কেবিনে ছিলেন, বোসবাবু রায়বাবুর অধস্তন। তো লানচ ব্রেক হল, এখন দুজনের ই বাড়ীতে যাওয়ার কথা, বোসবাবু কলকাজী এক্সটেনশন এ থাকেন। রায়বাবুর বেরোনোর তাড়া নেই দেখে বোসবাবু বল্লেন কি স্যার আজকে লানচ এ বাড়ী যাবেন না?
    - না আজ ড্রাইভার ছুটীতে আর হার্ট আট্যাকের পর আমার গাড়ী চালানো মানা, তাই এখান থেকেই কিছু আনিয়ে খেয়ে নেবো।
    বোসবাবু তেল মারার এই সুবর্ন সুযোগ হাতছাড়া করতে চাইলেন না, তিনি বলেলেন আমার সাথে চলুন, ফেরার সময় ও অমি নিয়ে আসব। রায়বাবু রাজী হলেন।
    এরপর গাড়ীতে চেপে তাঁর হিন্দীভষী ড্রাইভার কে অমোঘ নির্দেশ "পহলে সাব কো সি আর পার্ক মে ফেকনা বাদ মে মুঝে ফেকনা"!

  • Jhiki | 124.81.82.83 | ১৯ মার্চ ২০১০ ০৯:১২443400
  • এই বোসবাবুকেই কেউ ফোনে বলতে শুনেছিল...
    "ইয়ে তো খাল কাটকে কুমীর লানে য্যায়সি বাত হো গয়ি!"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন