এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বঙ্গভাষীর হিন্দি-বচন (ইংরেজিও চলিবে)

    Samik
    অন্যান্য | ১৮ মার্চ ২০১০ | ১১৮১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 202.141.148.99 | ১৯ মার্চ ২০১০ ১৬:০৮443434
  • আকাশে মেঘ দেখে, "আজ বহুৎ বৃষ্টি হোগা, আকাশমে বহুৎ মেঘ হ্যায়"
  • Samik | 219.64.11.35 | ১৯ মার্চ ২০১০ ১৬:৩২443435
  • আমি একবার ভুবনেশ্বরে স্তুতিকে কী এক কনটেক্সটে যেন বলেছিলাম, বহুৎ আলো আতা হ্যায় ...

    স্তুতি বেশ খিল্লি করেছিল, আর আমি বেশ এনজয় করেছিলম।
  • de | 59.163.30.6 | ১৯ মার্চ ২০১০ ১৬:৪১443436
  • মুম্বইয়ের এক অটোআলা বাবাকে অনেক পাক খাইয়ে বাড়ির সামনে ছেড়েছে -- বাবা, খুব চটেমটে -- হামকো গাধা পায়া হায়! এতনা ঘুরা ঘুরাকে মেরা শির ঘুরা রহা হায়, আউর থোড়া ঘুরাতা তো হাম ঘুম জাতা (ঘুমিয়ে পড়তাম)---
  • dipu | 61.12.12.83 | ১৯ মার্চ ২০১০ ১৭:০৪443437
  • এম্নি।

  • .original | 125.18.104.1 | ১৯ মার্চ ২০১০ ১৭:১০443438
  • এই গল্পগুলো আগেও নিশ্চয় লিখেছি।

    কাটোয়ারিয়াতে আমাদের বিখ্যাত মুদীর দোকানে (কি যেন নাম ছিল দোকানটার, আজ্জো?)-

    ডিম কিনতে গিয়ে
    - ইয়ে আন্ডেকা কিৎনা কিরায়া হ্যায়?
    - (হেসে গড়িয়ে পড়ে) কিরায়ামে লেকে কেয়া করেঙ্গে?
    - ফ্রাই করেঙ্গে।

    একই দোকানে হোলির আগে
    - আপকে পাস লড়কি হ্যায়?
    - (হাঁ মুখ) মতলব?
    - আজ রাতকো হোস্টেল মে লড়কি জালায়েঙ্গে।

    এর পরের গল্প কালকাজি এক্সটেনশনের বরসাতিতে। আমি আপিসে এবং সহধর্মিণী বাড়িতে একা। এপ্রিলের কাঠফাটা গরম। একটা গন্ধমাদন সাইজের বিশাল এয়ার কুলার ছিল যে শুধু হাওয়া দিত না, তার সাথে এরোপ্লেনের এঞ্জিনের মত ডাক ছাড়ত এবং চান্স পেলে লাফিয়ে লাফিয়ে ঘরে ঘুরে বেড়াত। রাতে তার জ্বালায় দুকানে বালিশ চেপে ঘুমাতে হত এবং হঠাৎ জোর হাওয়াতে ঘুম ভাঙলে দেখা যেত গন্ধমাদন লাফাতে লাফাতে ঘরের বাইরের ছাদ থেকে মাথার পাশে চলে এসেছে। তো সেই গরমে গন্ধমাদনও গেছে বিগড়ে। অগত্যা পাড়ার ইলেক্ট্রিশিয়ানকে ডাকতে হয়েছে। সে বেচারা চশমাপরা রোগাসোগা হিন্দিভাষী বাচ্চা ছেলে, দুপুরে ঘরে ঢুকতে গিয়ে শোনে

    - আপ চাট্টি উতারকে আইয়ে।
    - (প্রচন্ড ঘাবড়েঘুবড়ে) জী ম্যাডাম?
    - আরে, চাট্টি উতারকে অন্দর আইয়ে। ফ্লোর গন্দা হো যায়েগা।

  • Samik | 219.64.11.35 | ১৯ মার্চ ২০১০ ১৭:১৭443439
  • উরেবাবারেবাবা ... এটা ফাটাফাটি ...
  • dipu | 61.12.12.83 | ১৯ মার্চ ২০১০ ১৭:২০443440
  • :-)))
  • sana | 58.108.232.36 | ১৯ মার্চ ২০১০ ১৭:৩৩443441
  • খেয়ে উঠে এই টই দেখা মানা,এমন নিষেধাঞা থাকা উচিত!
    ওরে বা---বাবা পেট ফেটে গেলো গিয়া----
  • Arijit | 121.242.15.238 | ১৯ মার্চ ২০১০ ১৭:৪৬443442
  • আরেট্টু হলে কংকলটা ভেস্তে যাচ্ছিলো। সামলে নিয়েছি।
  • Arpan | 204.138.240.254 | ১৯ মার্চ ২০১০ ১৭:৫২443444
  • উরে বাবা। পড়ার পর থেকে সমানে হেসে যাচ্ছি! :)))
  • aka | 168.26.215.13 | ১৯ মার্চ ২০১০ ১৭:৫৭443445
  • বাতরা জী অথবা আংকল জী র দোকান হবে। বাতরা মাইরি দোকান তুলে দেবার আগে আমার থেকে ৫০০ টাকা নিয়েছিল। আমি ভালমানুষ দিয়েছিলাম কিন্তু উদ্ধার করতে শুকতলা খয়ে গিয়েছিল। খচ্চর দি গ্রেট।
  • Manish | 117.241.229.28 | ১৯ মার্চ ২০১০ ১৭:৫৮443446
  • Mr.khandekar কে বিদায় জানানোর অনুষ্ঠান। সভা শুরু হতেই আমদের পেছন পক্ক কলিগ কমলেশ কাউকে বলবার সুযোগ না দিয়ে নিজে বলতে শুরু করলো।
    ডিয়ার ফ্রেন্ডস, খান্ডেকার সাব লিভিং আস ফর বেটার ফিউচার এন্ড বেটার পে প্যাকেজ.........
    আই প্রে টু গড
    তারপরেই শেষ করলো

    May his soul rest in peace

    হল থমথমে তারপরেই সবাই হাসিতে ফেটে পড়লো।
    পরের সপ্তাহ কমলেশ ছুটিতে ছিলো।

  • Lama | 203.99.212.53 | ১৯ মার্চ ২০১০ ২০:১৩443447
  • গঙ্গাসাগর মেলায় মাইকে হিন্দি ঘোষনা বেশ শোনার মত ব্যাপার।
  • Z | 59.162.23.19 | ১৯ মার্চ ২০১০ ২০:১৯443448
  • এটা আমার শোনা গল্প। "এখনো বিয়ে করছোনা কেন?" এই প্রশ্নের উত্তরে কে যেন বলেছিল,

    "FirstImarrymysister, thenmymotherwillmarryme"

    (আগে আমি আমার বোনের বিয়ে দিই, তারপরে মা আমার বিয়ে দেবেন)
  • Samik | 219.64.11.35 | ১৯ মার্চ ২০১০ ২০:২৯443449
  • সুভ্রান্ত রায়চৌধুরী সেকেন্ড ইয়ারের ক্লাসে কিছু একটা মেকানিক্স পড়াচ্ছেন। সেদিনের সাবটপিক লোহার কুরী পয়েন্ট। যে পয়েন্টে এলে চুম্বকের চৌম্বকত্ব নষ্ট হয়ে যায় ইত্যাদি। মাতাল উদাস হয়ে জানলা দিয়ে চড়াই পাখি দেখছে।

    আচমকা সুভ্রান্ত স্পট করেছেন মাতালকে। "হেই ইউ'।

    মাতাল উঠে দাঁড়াল।

    "কী করছিলে?'

    "স্যার, শুনছিলাম।'

    "জানলার দিকে তাকিয়ে শুনছিলে? ওকে, টেল মি, লোহা কুরী পয়েন্টে এলে কী হয়!'

    মাতাল চুপ।

    "বলো, বলো, শুনছিলে তো, হুইচ স্টেট অফ আয়রন ক্যান ইউ সী?'

    মাতাল মরিয়া হয়ে বলে ফেলল, "ভেপার স্টেট।'

    অত:পর সুভ্রান্ত : "ভেপার স্টেট? আই ভেপার ইউ!'

    সুভ্রান্তর আরো খোরাক আছে, কিন্তু সেগুলো অভিনয় না করে বোঝানো যাবে না। ওর কথ অবলার স্টাইলটা ছিল অনেকটা বীরু সহস্রবুদ্ধের মত।
  • nyara | 122.167.253.224 | ১৯ মার্চ ২০১০ ২০:৩৫443450
  • আমাদের ফার্স্ট ইয়ারের ফ্রেশার্স ওয়েলকামে সত্যদা সৌম্যকে বলেছিলেন, 'এনি গাঁড় ইউ চুছ, ইউ ছিং'।
  • nyara | 203.83.248.37 | ১৯ মার্চ ২০১০ ২০:৩৮443451
  • কেউ প্রতিবাদ করার আগে লিখে দিই, ওটা হল
    'Any গান you choose, you sing'।
  • Lama | 203.99.212.53 | ১৯ মার্চ ২০১০ ২০:৩৯443452
  • হিমাংশু গুপ্তার প্রতি কার্পেϾট্র ওয়ার্কশপের স্যর: এ লেড়কা বহুত আচ্ছা রাঁদা ঘষতা হায়
  • tatin | 70.177.57.60 | ১৯ মার্চ ২০১০ ২০:৪১443453
  • জ্যাঙ্গোর টাইটেল তো মন্ডল
  • Hukomukho | 198.184.5.252 | ১৯ মার্চ ২০১০ ২৩:৪৭443455
  • ওহ্‌হ এটা পুরো রত্নখনি, কোন কথা হবে না। শুধু হিন্দী কেন বাংলাতেও লোকে মাঝে মাঝে যা দু একপীস ছাড়ে সারা দিনের খোরাক। একটু নোংরা মতন ঘটনা , নিজের চোখে দেখা, পাঠক পাঠিকা নিজগুনে ক্ষমা করিবেন।

    এলাকার ছোট বাজারে অল্পবয়সী মহিলা বাজার করছেন, একটি বেশ বড় গোটা কুমড়ো কিনে ব্যাগে ভরার সময় দোকানির উক্তি "বৌদি আপনি ফাঁক করুন আমি ঢুকিয়ে দিচ্ছি।

    এক কম্পিউটার ক্লাসে, অবাঙলীনি টিচার জাভা শেখানোর সময়ে
    "ম্যায় পুছতী হুঁ কি ......" বলামাত্র, আমার পাশে বসা বাঙালী, সশব্যস্ত হয়ে হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে, না না পুঁছবেন না পুঁছবেন না আমার এখনো লেখা হয়নি।

    শমিক, ইট ইজ নট মাই দোষ স্যার , আই একটু বেশী ইট স্যার - নারায়ণ গঙ্গোপ্যাধায়, বক্তা কুট্টিমামা, গল্পটা বোধহয় কুট্টিমামার হাতের কাজ ।
  • dd | 122.167.36.95 | ২০ মার্চ ২০১০ ০০:২১443456
  • এই টইতেই ল্যাখলাম। বাধ্য হয়ে। ক্ষী: করবো কন? যদি উনার মানে হুঁকোবাবুর চোখে পরে।

    হুঁকোবাবুরে রিকোয়েস্ট। প্লীজ।

    স্যার, আপুনে বন্দুকবাজি নিয়া এট্টু কন্না ক্যানো। ল্যাখেন্না। আপ্নেন যা ঝানেন। ইতোলবিতোল। আপনমনেই কয়ে যান। টেকনিক্যাল ব্যাপার। হ্যান্ডগান। কামান। হ্যানত্যান। নিজেই টই খুল্লা দমাদ্দম ল্যাখেন।

    যা প্রান চায়। অন্তত: অ্যাগজন (=আমি) খুব,খুব মন দিয়া পড়ুম, কোশটেন জিগমু.... ইত্যাদি।

    (১) যাগো ভাল্লোগবো না, তারা পড়বো না
    (২) যাগো এক্সের বন্দুকবাজী ভাল্লাগে না কিন্তু ওয়াইএর খুন খারাবী ভাল্লাগে (হ্যাদায় সেই বন্দুকেই) অ্যান্ড , মানে এবং ,তাদের কথা বাদ্দেন। স্রেফ বাদ্দেন।
    ৩) তক্কো কইরেন্না। দিনের শ্যাষে সগলেই অ্যাক। আপ্নেও, তিনি ও। সুদু গলা ফাটানো তো উনি এগিয়ে আছেন।

    (৪) মানে, খুব সেলফীস ইন্টেরেস্ট, জান্তে চাই এই গোলাগুলির হিসেব। সেল্ফীস অ্যান্ড পার্সোনাল। আমি,আমি।

  • ps | 117.201.113.174 | ২০ মার্চ ২০১০ ০০:৪৯443457
  • আমার এক ননদিনী উবাচ - মানুষ মাত্রেই ভুল হয়,ম্যান ইজ মর্টাল।
  • pi | 128.231.22.89 | ২০ মার্চ ২০১০ ০৩:৫৯443458
  • উফ্‌ফ! সব তো অ্যাক সে বঢ়কর অ্যাক গপ্পো :)

    আমার মা আর মামার হিন্দিজ্ঞান সুবিদিত। তেনারা বঙ্গদেশের বাইরে পা রাখলেই আমাদের স্টক একেবারে উপচে পড়তো। আর সেসব স্যাম্পেলের আদানপ্রদানের ছিল মামাতো-পিসতুতো ভাইবোনদের জমায়েতে এক ফেবারিট পাসটাইম।
    মা র গপ্পো পরে কখনো, আপাতত মামা।
    ভদ্রলোক আপিসের কাজে জামশেদপুর গেছেন। সেই প্রথম কলকাতার বাইরে কানুবাবুর পদার্পণ। কোনো এক আপিস ফেরত বিকেলে প্রাণটা খুব মুড়ি মুড়ি করে ওঠায় গেলেন এক মুদীর দোকানে। স্টার্টিংটা ছিলো মুড়ি দিজিয়ে।বলে কিছু লাভ হলনা দেখে বুঝলেন, মুড়ি র মডিফিকেশান প্রয়োজন।ছোলাকে ছোলে, তালাকে তালে এই লজিক লাগিয়ে নেক্সট ট্রাই, মুড়ে দিজিয়ে।

    দোকানীর মুখ দেখে আর হিন্দি র রিস্ক নিলেন না। গীয়ার বদলে সোজা ইংরাজি । কিছু একটা রাইস হবে মনে ছিলো, কিন্তু প্রেফিক্সটা আর মনে আসেনা। আবার লজিক্যাল থিংকিং শুরু। আউটপুট : ড্রায়েড ফ্রায়েড রাইস।এরপর নাকি, ফ্রায়েড উইদাউট ওয়েল, খোলা ফ্রায়েড ইত্যাদি ব্যাখ্যা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু ততোক্ষণে দোকানের ছোকরা কোণার রেস্তোরা দেখিয়ে দিয়েছে।

    এই ঘটনার পর থেকে হিন্দি প্রতিশব্দ বোঝাতে বাংলা, হিন্দি, ইংরাজি কোনোটারি রিস্ক আর না নিয়ে মামা সোজা সংস্কৃত শব্দাবলী চয়ন শুরু করেন। এই যেমন, পরবর্তীকালে যখন দিল্লিতে আয়না কিনতে গেলেন। দোকানে ঢুকে স্মার্টলি, দরপোন দিজিয়ে। কেবলে যাওয়া দোকানীর মুখের দিকে তাকিয়ে স্মার্টতর নেক্সট থ্রো : আরে, মুকুর তো সমঝতা। নেহি রাখতা ক্যা? মুকুর ?
  • Abhyu | 65.13.24.158 | ২০ মার্চ ২০১০ ০৫:৪৯443459
  • না লিখে পারা গেল না। গবা। হ্যাঁ নরেন্দ্রপুরের সেই গবা - স্বামী বিবেকানন্দের পরে সব থেকে বিখ্যাত সন্ন্যাসী।

    ভুক্তভোগী মাত্রেই জানেন নরেন্দ্রপুরের হোস্টেলের খাবার খুব খারাপ হলেও দুধ আর দইটা ছিল খুব ভালো। একবার একজন জাপানী ভদ্রলোক এসেছেন। গবা তাঁকে খাওয়াতে বসে দই আসতেই খুব উৎসাহের সাথে বলল: টেক টেক। ডিস ইস ভেএএরী গুড। টেক ইট মোর।
    এত উৎসাহ দেখে ভদ্রলোক জানতে চাইলেন জিনিসটা কি?
    প্রব্লেম। এতো এত উৎসাহে দইয়ের ইংরেজীটা তো মনে পড়ছে না।
    টেক ইট - ইট ইস স্পয়েল্ট মিল্ক।
    অ্যাঁ! না বাবা থাক (বা ঐ রকম কিছু একটা) বললেন ভদ্রলোক। গবা বুঝল মাখিয়েছে। ওনাকে সাহস দিয়ে বলল -
    নো নো ইট ইস ইন্টেনশেনালি স্পয়েল্ট মিল্ক !

    দুধ চিঁড়ের ইংরেজী জেনে রাখুন - ইন্টেনশেনালি স্পয়েল্ট মিল্ক উইথ ডেলিবারেটলি ফ্ল্যাটেণ্ড রাইস।
  • lcm | 128.48.7.66 | ২০ মার্চ ২০১০ ০৬:২০443460
  • হিমগিরি এক্সপ্রেস। এক মাঝবয়েসী হিন্দীভাষী ভদ্রলোক আর একটি বছর বারো বয়েসের বালকের কথোপকথন :
    - তুম কাঁহা যা রহে হো বেটা
    - কাশ্মীর
    - ঘুমনে যা রাহে হো?
    - ঘুমোতে যাবো কেন। বেড়াতে যাচ্ছি।
  • Arijit | 121.242.15.238 | ২০ মার্চ ২০১০ ১০:২২443461
  • শমীকের "ইট ইজ নট মাই দোষ স্যার, আই একটু বেশি ইট স্যার' হল কুট্টিমামার ডায়লগ। নারাণ গাঙ্গুলি।
  • Kaatakutu | 65.82.131.225 | ২৭ মার্চ ২০১০ ২৩:২৯443462
  • মিনিবাসে এক সুট পরা ভদ্রলোককে বলতে শুনেছিলাম, ' মি: বোস, ডোন্ট কাট মাই টিকিট, অই উইল কাট মাই টিকিট!'
  • Nabanita | 199.133.16.230 | ৩১ মার্চ ২০১০ ০১:০৪443463
  • এটা একজন এর থেকে শোনা ঘটনা। তবে সত্যি ঘটনা। কোলকাতা এর একটা নাম করা college থেকে বেড়াতে যাচ্ছে বিহারে। train এ দলের একটা ছেলে সামনের ভদ্রলোক কে বললো
    " দাদা হামকো সামনের station মে নামনা হায়"
    ভদ্রলোক: হ্যা হ্যা আমিও সামনের station এ নামবো।
  • ranjan roy | 122.168.224.240 | ৩১ মার্চ ২০১০ ০৮:৩৭443464
  • আরে অভ্যু!
    শোন, গবাটা সত্যিই গবা, ওর দোষ নেই। খালি ডায়লগটা টুকেছে।
    আসলে বরানগর মিশনে আমার মেট শক্তিসান্যালের দাদা তাঁর ইংরেজ শ্যালক (আবার পাদ্রী)কে নিয়ে ভাইকে দেখতে এসে হোস্টেল দেখাচ্ছেন।
    তখন অনিল মহারাজ ( স্বামী আপ্তানন্দ, আমাদের হাপ্তানন্দ) ওনাকে আপ্যায়ন করছেন। আমি , গবা( তরুণ কান্তি দে, বা মদনকান্তি) ও আরো অনেকে কাছে পিঠে ঘুরঘুর করছি। তখনই দৈ খাওয়া নিয়ে অনিলদার ওই অমৃতবচন শোনা গেল। প্রথমে spoilt milk, তারপর please take it, because it is intentionally spoilt.
    গবা পরে মহারাজ হয়ে ওর চেয়ে বড় গবা অনিল মহারাজের আপ্তবাক্যটই মনে রাখলো?
    হোস্টেলে "চন্দ্রগুপ্ত" নাটক হবে। অনিল মহারাজ করাচ্ছেন।
    রাত্তিরে যুদ্ধ জয়ের পর বিজয়ী গ্রীক সৈন্য দল এনজয় করছে। ওরা আগুনের সামনে কি গান গাইবে নাট্যকার লিখে দিয়েছেন। কিন্তু অনিল মহারাজ ঠিক করলেন-----না, ওরা গাইবে ""জয় রামকৃষ্ণ, রামকৃষ্ণ বলরে আমার মন ।""
  • ranjan roy | 122.168.224.240 | ৩১ মার্চ ২০১০ ০৮:৫৭443466
  • হিন্দীভাষীদের বয়ানে বাঙালীদের হিন্দীবলা নিয়ে যে জোকস্‌ গুলো চালু আছে।

    এক, শেরটি হল
    " না শিকুয়া হ্যায়, না গিলা হ্যায়,
    তুম সলামৎ রহো, এহী দুয়া হ্যায়।""
    ( কোন নালিশ নেই, কোন অভিযোগ নেই;
    শুধু এই প্রার্থনা করি যে তুমি ভালো থেকো।')
    এটি যখন কোন বাঙালী পড়বেন---
    " না শুখা হ্যায়, না গিল হ্যায়,
    তুম শালা মৎ রহো, এহী দুয়া হ্যায়।''
    ( না শুকনো, না ভিজে, তুমি শালা গায়েব হও এই প্রার্থনা।)

    দুই,
    " জব মেরা জনাজা নিকলা, সারে জহাঁ অকে নিকলা,
    পর ও নহী নিকলী, জিসকে লিয়ে মেরা জনাজা নিকলা।"
    ( যখন আমার শবযাত্রা বেরুলো, সারা দুনিয়া পথে নামলো, কিন্তু ও তো এল না, যার জন্যে আমার এই শবযাত্রা!)
    বাঙালীর মুখে:
    " জব মেরা জেনানা নিকলা, সারে জহাঁ আকে নিকলা, কিন্তু ও শালা নেই নিকলা, জিসকে লিয়ে মেরা জেনানা নিকলা।''

    (যখন আমার বৌ পথে বেরুলো, সারা দুনিয়া দেখতে এলো। কিন্তু ও শালা এলো না, যার জন্যে আমর বৌ পথে নামলো।)

    তিন,
    এক বাঙালী ট্রেনে শুয়েছিলেন, পেছনে বন্দুকটি সাবধানে রেখে। ঘুম ভেঙে দেখলেন বন্দুকটি চুরি হয়ে গেছে। উনি স্টেশনমাস্টারকে কমপ্লেন করলেন নীচের ভাষায়:
    "" হায়! হায়! ম্যায় বার্থমেঁ আপনা গাণ আপনা পিছে রাখকে শোয়া থা। নীদ আ গয়া থা।উসমে কোঈ শালা আমার পিছেসে আকে গাণ মারকে চলা গয়া। হায়! হায়!"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন