এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বঙ্গভাষীর হিন্দি-বচন (ইংরেজিও চলিবে)

    Samik
    অন্যান্য | ১৮ মার্চ ২০১০ | ১১৮১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Jhiki | 124.81.82.83 | ৩১ মার্চ ২০১০ ০৯:০৭443467
  • রঞ্জন দা,
    আসল শেরটা হল:
    না গিলা করেঁ, না শিকয়া করেঁ,
    তুম সালামত রহো এহী বস দুয়া করে।
    বাঙালীর মুখে:
    না গিলা করে, না শুখা করে,
    তুম শালা মত রহো এহী বদ দুয়া করে!!

    অন্যটা-
    মেরে জনাজেকে পিছে সারা জাঁহা নিকলা,
    পর ওয়োহ না নিকলি, যিসকে লিয়ে মেরা জনাজা নিকলা।
    বাঙালীর মুখে:
    মেরে জনানে পিছে সারা জাঁহা নিকলা,
    পর ওয়োহ না নিকলা, যিসকে লিয়ে মেরা জনানা নিকলা!!

  • Jhiki | 124.81.82.83 | ৩১ মার্চ ২০১০ ০৯:২৮443468
  • এটা একদম আমার ছড়ানো..
    তখন নতুন নতুন দুবাইয়ে গেছি, গাড়ী, লাইসেন্স কিছুই নেই। আমি অফিস যেতাম কার পুল সিষ্টেমে, গাড়ী মালিক কাম ড্রাইভার মহতাব ছিল একজন পকিস্তানি, সে অবশ্য নিজেকে বালুচি বলতে বেশী ভালোবাসত। মহতাব কে নিয়ে অনেক গল্প আছে, কিন্তু এখন আমার ছড়ানোর গল্প।
    একদিন ঠিক করলাম আবু ধাবি যাবো আড্ডা মারতে, তখন ওখানে আমাদের দিল্লীর অনেক বন্ধু ছিল, মহতাবের গাড়ীতেই গেলাম, ওকে বল্লাম বিকেল ৫টায় এসে আমাদের pick করতে। এখন অনেক দিন পর বাঙালী দের সাথে আড্ডা দিচ্ছিলাম, পুরো কথাবার্তা বাংলাতেই হচ্ছিল, তারমধ্যে কখন যে ৫টা বেজে গেছে খেয়াল করিনি। হঁশ এল মহতাবের মিস কলে। ওকে সাথে সাথে ফোনে করে বল্লাম "খড়ে রহো, হম আ রহে হ্যায় (দাঁড়াও, আসছি, একেবারে সিধা অনুবাদ!)"
    কিছুক্ষনের মধ্যেই আবার মিস কল।
    -ক্যা হুয়া?
    -জি বাহার বহুত গর্মি হ্যায় (সেটা জুলাই মাস ছিল, বাইরে তখন ৪৮-৫০ ডিগ্রী তাপমাত্রা)।
    -তো?
    -তো ম্যায় খাড়া নেহীঁ রহ সকতা, ইন্তেজার করুঁ, ঠিক হ্যায়?
    -হাঁ, ইন্তেজার হি তো করনে কে লিয়ে কহী থী!
    -জি আপনে খড়া রহনেকে লিয়ে কহা থা!!!
  • Samik | 122.162.75.29 | ৩১ মার্চ ২০১০ ০৯:৩১443469
  • এইটা অ্যাকচুয়েলি উত্তম দাসের কমিক্‌সের ক্যাসেটে ছিল।

    শের-ও-শায়েরি কম্পিটিশনে বাঙালি শের বলল,

    না শুকা করেগা, না গিলা করেগা
    তুম শালা মৎ রহো, হাম দুয়া করেগা

    এরপর ফিরঙ্গী পরের শেরটা বলল, তার ফিরঙ্গী অ্যাকসেন্টে,

    বহোট সঝ্‌ঢঝ্‌কে ঘর সে মেরা জনানা নিকলা
    পর ও নহী নিকলি জিসকে লিয়ে মেরা জনানা নিকলা

    লাস্টে সর্দারজি। তার শের ছিল :

    ন য়ে চান্দ হোগা, ন তারে রহেঙ্গে / মগর হম্‌ হমেশা তুম্‌হারে রহেঙ্গে

    খুব নামকরা গান, হেমন্তকুমারের। তো, সর্দার ব্যাকস্টেজে খুব মুখস্ত করেছে, খুব মুখস্ত করেছে, কিন্তু শের আর মুখস্ত হয় না। লাস্টে স্টেজে তার ডাক পড়ল। সর্দার খুব জোশ নিয়ে শুরু করলেন :

    ওয়ে, না চান্দ হোন্দে না তারে হোন্দে ...
    ওয়ে, না চান্দ হোন্দে না তারে হোন্দে ...
    ওয়ে, না চান্দ হোন্দে না তারে হোন্দে ...

    সেকেন্ড লাইন আর মনে পড়ছে না। দর্শকরা উশখুশ। সেশে সর্দার দেখলেন সামনের রো-তে সর্দারনী পাঁচ ছেলেকে নিয়ে বসে আছেন। তাঁকে দেখে সর্দার আবার খেই পেলেন :

    ওয়ে, না চান্দ হোন্দে না তারে হোন্দে ...
    ওয়ে সোণিয়ে, 'গর তু না হোন্দে, তো য়ে সারে না হোন্দে
  • Samik | 122.162.75.29 | ৩১ মার্চ ২০১০ ০৯:৩১443470
  • এখানে আর কেউ সর্দার জোক্‌স চালাবেন না প্লিজ। এটা বাঙালিদের হিন্দি/ইংরেজি বচন নিয়ে সুতো।
  • Jhiki | 124.81.82.83 | ৩১ মার্চ ২০১০ ০৯:৪০443471
  • samik উত্তম দাসের ক্যাসেট কোনদিন শুনিনি, তাই জানিনা। এই দুটো খুবই পপুলার শের, হিন্দি সিনেমাতে প্রায়ই শুনতে পাওয়া যায়। আর বাঙলা ভার্সনটাও হিন্দি সিনেমা 'কোহরাম' থেকে, যেখানে নানা পাটেকর বাঙালী সেজে ছিলেন।

  • bubu | 220.156.176.254 | ৩১ মার্চ ২০১০ ১৫:৩৩443472
  • ছেলে নতুন নতুন ইংরিজি মিডিয়াম ইস্কুলে ঢুকেছে, তাই আমাদের পাশীর বাড়ির কাকিমা সবাইকে বলে দিলেন, আমাকে এখন থেকে শুধু আন্টি বলে ডাকবে, মাসিমা, কাকিমা বড্ড সেকেলে। তা ওনার পুত্রো একদিন ইস্কুলের টাই ইস্কুলেই হারিয়ে বাড়ি ফিরেছে। সারা জামা প্যান্টে ধুলো। আন্টি কাকী চেচিয়ে চেচিয়ে ছেলেকে ইংরিজি তে বোকঅছেন। "ইউ নটি বয়। লেট ইওর বাবা কাম। টু ডে ইওর একদিন কিম্বা মাই একদিন।" ওনাদের পোশা কুকুর বোজো বাড়ির চ্যাচামিচিতে ইন্‌স্‌পায়ার্ড হয়ে নিজেও চেচিয়ে জাচ্ছে। আন্টি কাকীর থেকেও জোরে। এইবার ছেলের থেক মুখ সরিয়ে বোজোর দিকে তাকিয়ে বোল্লেন, " ডগ ইউ শাট আপ"।
  • SB | 114.31.249.105 | ৩১ মার্চ ২০১০ ১৬:১১443473
  • যদি বেংলিশ চলে, তাহলে .... যদুপুরের ও এ টি তে প্রোগ্রম হবে, ঝিঙ্কু হবে। কিন্তু কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে এই কিছুক্ষণ আগে, মাঠ ভিজে কাদা, এক মহিলাকে বলতে শোনা গেছিল, "ওহ! দা গ্রাউন্ড ইস সো পিছল, হাও ডু আই সিট হাঁটুমুড়ে?'

  • agantuk | 128.48.203.91 | ০১ এপ্রিল ২০১০ ০১:৩১443474
  • আই এ এস পরীক্ষায় ভাল নাম্বার পেয়ে (দাদাঠাকুর নাকি বলেছিলেন 'নাম্বার নয়, ওঠবার পেয়েছিস, নামবার পেলে উঠবি কি করে?', কিন্তু সেটা অন্য গল্প) ইন্টার্ভিউ দিতে এসছে নবীন তরুনটি, জীবনে প্রথমবার ভাঁজকরা স্যুট টাই পরে ঢুকে গেছে ঘরে। একটু পরেই বেরিয়ে এসেছে, বিহ্বল চোখমুখ, বিধ্বস্ত চেহারা, হাহাকার করে বলে উঠেছে, 'শায়দ ম্যায় নে মিসটেক কর দিয়া, জব মুঝে বোলা - শো আস ইওর টেস্টিমোনিয়াল্‌স - শায়দ তব ম্যায় নে মিসটেক কর দিয়া...'
  • Samik | 122.162.75.57 | ০১ এপ্রিল ২০১০ ০৮:৪৬443475
  • হা হা হা হা হা .... অনবদ্য!!
  • bubu | 202.156.10.230 | ০৬ এপ্রিল ২০১০ ২২:১৬443318
  • ".....damadam se si`nthir morh Jaane ke liye dash Taakaa laagataa hyaay. haamako bokaa paayaa hyaay. haam roj Jaataa hyaay. aaT Taakaa degaa. legaa to legaa, naile ....।"

    রিক্সাওয়ালা ভালো ছেলের মতন মাথা পেতে আট টাকা নিল। রিক্সা ঘোরাতে ঘোরাতে, "আর আট আনা দিতে পারতেন দিদি, আজ যা রোদ্দুর....."

    "....... ওমা তুমি বাংলা জানতা হ্যায়.....।"
  • bubu | 202.156.10.230 | ০৬ এপ্রিল ২০১০ ২২:১৭443319
  • লে.... প্রথম লাইন এ ব্র্যাকেট দোষ। :(
  • Abhyu | 97.81.80.33 | ২৫ এপ্রিল ২০১০ ০৮:৩৬443320
  • এখানেও পোস্ট করে দি ।
    যারা হোস্টেলে মাছ মাংস খেতো না, তারা দুধ পেত। তবে তার জন্যে গবাকে পারমিশন দিতে হত। বিবেক বলে একটা ছেলে দেখি একদিন খুব দু:খ দু:খ মুখ করে দুধ নিয়ে এল। সেদিন থেকে তার দুধ পাওয়া আরম্ভ হল - তার আগে সে জানত না নিয়মটা। তো, তার তো খুশি হওয়া উচিত, মুখ ভার কেন? সে বলল, জানিস, গবা ননীদাকে কি বলেছে? আমাকে দেখিয়ে বলেছে -

    দিস বয়, নন ফিস, মিল্ক হিম।
  • d | 115.117.217.211 | ২৫ এপ্রিল ২০১০ ১০:২৭443321
  • এটা বঙ্গভাষীর বচন নয়, অভিজ্ঞতা। লিখবো?

    লিখেই রাখি।

    সেই ২০০৭ এ গুরগাঁও ছেড়ে পুণেতে নতুন কোম্পানীতে যোগ দিয়েছি দিন ৭-৮ হল। সবে ডেস্কটপ পেয়েছি। তেমন কাউকে চিনিটিনি না, কারণ যে প্রোজেক্টে অ্যালোকেটেড সেটার বেশীরভাগ লোকজন চেন্নাইতেই বসে। তো আমি কানে প্লাগ গুঁজে গান শুনতে শুনতে প্রোজেক্ট ডক ফক পড়ছি। সেইসময় পুণেতে MNS এর আন্দোলন বেশ জোরদার। তার ২-১ দিন আগেই সেই একসাথে ১৫০০ না ১৮০০ বিহারী'কে তাড়িয়ে দিয়েছে।

    মন দিয়ে গান শুনছি। হঠাৎ শুনি একজন প্রচন্ড চেঁচাচ্ছে REMOVE REMVE। মুখ তুলে দেখি আমার দিকে তাকিয়েই একজন চেঁচাচ্ছে। তো, মনে হল বোধহয় এই অফিসে গান শোনা মানা। কান থেকে প্লাগ খুলে ড্রয়ারে ঢুকিয়ে বেশ অ্যাপোলেজেটিক্যালি তাকালাম। তাও দেখি চেঁচিয়েই চলেছে। এবারে আবার আমার দিকে আঙুল তুলে REMOVE REMOVE করছে। এইবারে আমি একটু ঘাবড়ে গেলাম। আরো কী কী রিমুভ করতে বলছে !!!! বেশ বিনীতভাবে জিগ্যেস করলাম ভাইয়াজি,কী রিমুভ করব? তাতে ফ্লোর কাঁপিয়ে চেঁচিয়ে বলল REMOVE THE FLOOR

    অ্যাঁ!!!!!!!!!????????
    মানে কেন? তার চেয়েও বড় প্রশ্ন কীভাবে??? আমি ৪ তলায় বসি, সেই ফ্লোরেই বসে তাকে রিমুভ করব এহেন কালিদাসীয় দক্ষতা সম্ভবত: আমার নাই। তাছাড়া থার্ড ফ্লোরের লোকেরা সেটা তেমন পছন্দ করবে বলেও মনে হয় না। লোকটা কিন্তু চেঁচিয়েই যাচ্ছে। বিপক্ষের নবম উইকেট পতনের পর ভাজ্জির চোখমুখ যেরকম হয়, ঠিক সেইরকম মুখ করে চিল্লিয়ে যাচ্ছে।

    এইসময় দেখি ফ্লোরের অন্যান্য লোকেরা হেলেদুলে ফায়ার এক্সিটের দিকে যাচ্ছে। তখন খেয়াল করে দেখি ফার এলার্ম খুব মৃদুভাবে টুই টুই করে বাজছে। এইবার বুঝতে পেরে লোকটা দিকে তাকিয়ে জিগালাম Evacuate? লোকটা আমার দিকে একটা ঠান্ডা বিষাক্ত চাউনি দিয়ে আবার চেল্লাতে শুরু করল REMOVE THE FLOOR

    আমিও সিঁড়ির দিকে হাঁটা দিলাম।

  • suchetana | 122.172.59.79 | ২৫ এপ্রিল ২০১০ ১১:৫৮443322
  • দারুন এটা। বিশেষ করে "ভাইয়াজি, কি রিমুভ করব"? টা :-)
  • ranjan roy | 122.168.164.20 | ২৫ এপ্রিল ২০১০ ১২:২৫443323
  • আমার হিন্দী নিয়ে ছড়ানো আমার ব্যাংকে, বন্ধুমহলে সবাই জানে।
    দু-একটি নমুনা:
    ইউথ হোস্টেলের প্রোগ্রামে লাফাগড় পাহাড়ে চড়েছি। সক্কালে আমাকে দাঁড়াতে বলা হল। হাঁটা শুরু করতে হবে। আমি দাঁড়িয়ে আছি। কারণ পায়ে রক্ত জমে ঝিঁঝি
    ধরেছে।
    -- ক্যা হুয়া, রায় সাব?
    - আরে পাও ভারী হো গয়া, থোড়া রুক জাইয়ে। সবাই হেসে গড়িয়ে পড়ল।
    -- কল তাম্বু মেঁ কিসকে পাস শোয়ে থেঁ আপ? ড: রাহুল সিং কে বাজু মেঁ?
    আবার হাসি। ড: সিং ও দেখি মিটিমিটি হাসছেন!
    পরে জানলাম পাও ভারী হওয়ার মানে গর্ভবতী হওয়া।

    আমাদের জি এম এর ফেয়ারওয়েল ডিনারে ভোট অফ থ্যাংকস্‌ দিতে বলায় আমি বল্লাম।
    -- উনলে বতায়ে হুয়ে মার্গমেঁ চলনা হী উনকে লিয়ে সচ্চী শ্রদ্ধাঞ্জলি হোগী।
    পিন ড্রপ সাইলেন্স! ওনার স্ত্রী বড় বড় চোখে আমাকে দেখছেন। খালি জি এম হেসে বল্লেন-- বাঙালীদের এটুকু কনসেশন দেয়া যেতে পারে!
    চেয়ারম্যান আমাকে ডেকে নীচু গলায় বল্লেন--- রায়! ক'মাস পরে আমারও ফেয়ারওয়েল হবে। তখন তুমি কী বলবে তা আমাকে আগে থেকে দেখিয়ে নেবে। বুদ্ধু!
    শ্রদ্ধাঞ্জলি মৃত ব্যক্তিদের দেয়া হয়!
    ক'মাস পরে মান্থলি রিভিউ মিটিংয়ে গান্ধীজির ছবিটি দেখিয়ে চেয়ারম্যান বল্লেন-- ইসকো বঢ়িয়া মাড়ওয়াকে সামনে কী দিওয়ার পর টাং দেনা।
    আমি- স্যার, ইঁহা "" মাড়ওয়ানে'' কা মতলব ক্যা হ্যায়?
    এবারেও পিন ড্রপ সাইলেন্স।
    চেয়ারম্যানের চোখে একটু দুষ্টু হাসি খেলা করলো।
    --- পহলে তুম বাতাও, তুম মাড়ওয়ানে কা মতলব ক্যা সমঝতে হো!
    -- মেরা হিন্দি গড়্‌বড় হ্যায় না সর্‌! মুঝে নহীঁ মালুম।
    পাশ থেকে কেউ বল্লো--- মাড়ওয়ানা র এখানে মানে হল মাউন্টিং!
  • Samik | 122.162.75.224 | ০৪ নভেম্বর ২০১০ ০৮:৪৩443324
  • পোর্ট ব্লেয়ারে সামুদ্রিকা মিউজিয়ামের টিকিট কাউন্টারে:

    দিদি চারঠো কুড়ি টাকাকা টিকিট দিজিয়ে।
  • SC | 24.3.17.103 | ০৪ নভেম্বর ২০১০ ০৯:৩৭443325
  • মাদ্রাজে থাকাকালীন রাস্তাঘাটে প্রচুর শুনতাম, বিশেষ করে স্টেশনের সামনে কিংবা মেরিনা বিচের সামনের বাঙ্গালিপট্টিতে।
    আমার অবাঙ্গালী বন্ধুরা (এবং আমিও) প্রচুর খোরাক নিত।
    এদের অনেকেই মধ্যবয়স্ক বাঙ্গালি, জীবনে প্রথমবার বাংলার বাইরে পদার্পণ করেছেন।

    একবার এক বন্ধুর সাথে দেখা করতে গেছি ভেলোরে। স্টেশনে থেকে বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি।
    প্রচুর বাঙ্গালী ট্রেন থেকে নেমেছে, আর অটূয়ালারা তাদের ছেঁকে ধরেছে।
    হঠাৎ আমার বাবার বয়সী এক ভদ্রলোক, সাথে বউ ও ছেলে, হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন।
    "দাদা, ইঁহা পে বাস কাঁহা পে দাঁড়াতা হায়?"

    প্রচন্ড হাসি পেয়েছিলো শুনে, আর বয়স্ক ভদ্রলোকের মুখের উপরে হাসতেও পারছিলাম না। উনি কিন্তু নির্বিকার, কি বলেছেন সেটা নিজেও বুঝতে পারেননি।
  • Lama | 203.99.212.53 | ০৪ নভেম্বর ২০১০ ১১:১২443326
  • লোনাভালা, ১৯৯৭

    স্থান: নির্মীয়মান বোম্বে-পুনা এক্সপ্রেসওয়ের কোনো একটি অংশ।
    কাল: ব্লাস্টিঙের অব্যবহিত পূর্বে (বিপজ্জনক এলাকা ফাঁকা করার প্রাক্কালে)
    পাত্র: ব্লাস্টিং এর দায়িত্বপ্রাপ্ত বাঙালী ইঞ্জিনিয়ার এবং পেটের দায়ে মহারাষ্ট্রে আগত বাঙালী শ্রমিক।

    শ্রমিক (ইঞ্জিনিয়ারের প্রতি): শাব, উও দেখিয়ে সবুজ জামা পহনকে ঝোপকা পিছে দাঁড়াতা হ্যায়। লুকা লুকাকে ব্লাস্টিং দেখনেকা শখ! বোমা ফাটকে মরেগা শালা।
  • Sags | 114.143.7.146 | ০৪ নভেম্বর ২০১০ ১৩:৫৩443327
  • কেন শ্রীমান পৃথ্বীরাজ-এ উৎপল দত্ত তো বলেই দিয়েছিলেন "you will Burn the face of the country" : তুমি দেশের মুখঙ্কÄল করবে।

    লোকে জ্যঙ্গোর মুখে বলতে শুনেছে You go, I come

    এটা খুব ভালো টই - চলুক।
  • Shibanshu | 59.93.71.242 | ০৪ নভেম্বর ২০১০ ১৭:৩৫443329
  • এই টইটা সিম্পলি অনবদ্য !!!
  • Arpan | 216.52.215.232 | ০৪ নভেম্বর ২০১০ ১৭:৫৮443330
  • লামার লোনাভালার সবুজ জামার গল্পটা কি রিপিট হইল? ১৯শে মার্চের পোস্টটার?
  • Raj | 202.79.203.59 | ০৪ নভেম্বর ২০১০ ১৮:২৩443331
  • গতমাসে রাজধানী এক্সপ্রেসে কানে আসা একটি মোবাইল সংলাপ: দিল্লী মে রুইমাছ খা কে লেড়কা কা পাতলা পটি হো রাহা হ্যায়, ক্যায়সা দুনম্বরি হোটেল কা খানা দেতা হ্যায় আপলোগ !
  • anandaB | 135.214.42.30 | ০৪ নভেম্বর ২০১০ ২০:৫৯443332
  • না:, এবার নিজের টা লিখতেই হয়...

    দিল্লী I.S.I হস্টেলে একতলায় ঘর পেয়েছি, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ঘাড় ঘোরাতে পারছি না, পোকার কামড়ে ফুলে ঢোল হয়ে গেছে....

    গেলাম Institute-এর ডাক্তার-এর কাছে...

    "ডাক্তার-বাবু, মেরা শর পে, নেহী নেহী মেরা ঘাড় পে কীট কাটা হ্যায়'

    খুব ঠান্ডা চোখে আমায় একবার দেখে ডাক্তার-বাবু বল্লেন "বাংলায় বলো'
  • Snehanshu | 129.108.240.194 | ০৪ নভেম্বর ২০১০ ২২:২৬443333
  • আমার বৌ এর তা বলি " প্নেয়াজ কুচি কুচি কর্কে কাটানা হোগা"।।recipe বলি্‌ছলো কাউকে
  • Arpan | 122.252.231.10 | ০৪ নভেম্বর ২০১০ ২২:৫৬443334
  • আমার শ্বশুরমশায়ের কেসটা কী বলেছিলাম? বেড়াতে গিয়ে চা-ও খাওয়া চাই, এদিকে হাইজিন জ্ঞান টনটনে।

    অতএব - "অ্যাই ভাই, অ্যাই, চায়ে গ্লাস আচ্ছা সে ধোলাই কর্কে দেনা'।
  • ranjan roy | 122.168.205.1 | ০৫ নভেম্বর ২০১০ ১৭:৫৫443335
  • বিলাসপুরে কার্যরত বাঙালী মহিলা প্রফেসর,
    তাঁর বাড়ি একটি শিবমন্দিরের সামনে, রিকশা করে বাড়ি ফিরছেন।
    --- অ্যাই রিকশাওলা! হাম শিবমন্দিরকা সামনে গিরেগা।
    -- নহীঁ ম্যাডাম! হম আপকো নহীঁ গিরায়েঙ্গে।
    -- কেইসে নেহী গিরাওগে? হাম পয়সা দেতা হ্যায়, হাম জাঁহা বোলতা হ্যায় ওহি গিরাও।
  • Lama | 203.99.212.54 | ০৮ নভেম্বর ২০১০ ১০:১১443336
  • এই ঝা: রিপিট হয়ে গেল
  • Abhyu | 97.81.82.161 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৩443337
  • কলকাতা এয়ারপোর্টে সিকিউরিটি চেকিঙের পরে বসে আছি। পাশে এক প্রৌঢ় ভদ্রলোক ফোন করে কাকে যেন বলছেন - এখন উনি "waiting to be বোর্ড"
  • Bratin | 117.194.102.232 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৩443338
  • ১। এবারে গুজরাত ট্যুরে আমার শাশু মা, এক প্লেটে কটা লুচি থকবে সেটা জিগাতে গিয়ে ওয়েটার কে ' এক প্লেট মে কিতনা লুচি থাকেগা'?

    ২। তিনি ই আবার হোটেল বয় কে ' দেখো (দেখিয়ে) এই দুটো ব্যাগ দোতলা মে যায়েগা'
  • ranjan roy | 122.168.206.155 | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০০:৩৫443340
  • আমার ছোট মেয়ে, ক্লাস কেজি-২ তে পড়ার সময়ে হেডমিস্ট্রেসকে: ম্যাডাম, লিসন্‌, পি লক্ষ্মী, ক্লাস সিক্স, বিট মি, বিট মি অন মাই ফোঁড়া!
    আমার প্রতিবেশি কাকাবাবু: রায়লোগোঁ কা ঘর খোঁজ রহা হ্যায়? ও লোগ হামারে বগল মে রহতা হ্যায়।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন