এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বঙ্গভাষীর হিন্দি-বচন (ইংরেজিও চলিবে)

    Samik
    অন্যান্য | ১৮ মার্চ ২০১০ | ১১৮১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 121.242.15.238 | ১৯ মার্চ ২০১০ ১০:২৪443401
  • আমাদের ইস্কুলের এক স্যারের কয়েকটা ডায়লগ বলি -

    (১) বোথ অব ইউ থ্রী কাম হিয়ার
    (২) মিট মি অ্যাট দ্য ব্যাক অব দ্য ক্লাস হোয়েন আই অ্যাম এম্পটি
  • lcm | 69.236.164.146 | ১৯ মার্চ ২০১০ ১০:২৭443402
  • হিন্দি মে বোলতা কো কেয়া বোলতা হ্যায়?
  • Arpan | 216.52.215.232 | ১৯ মার্চ ২০১০ ১০:৩৩443403
  • নিজের কানে শোনা:

    (৩) ক্লোজ দ্য লাইট। (আলোটা বন্ধ করে দাও)

    (৪) ইওর শু রোপস আর ওপেন। (জুতোর ফিতে খুলে গেছে)
  • kallol | 124.124.93.202 | ১৯ মার্চ ২০১০ ১০:৩৬443405
  • আমার প্রথম বস ফোনে কাউকে বলছেন - আরে আই তো সে, ইউ তো কাম।

    আমার আরএক সহকর্মীর গল্প।
    আমরা সেই আদি যুগের ITওয়ালা, যখন সবে মিনি কম্পু এসেছে। আমাদের কাজের কদর হতো না কারন IT তখন Accountsএর মধ্যে। আমাদের অসন্তোষ উপরে পৌঁছাতে, হেড অপিস থেকে এক HR কত্তা এলেন কথা বলতে। তিনি সদ্য আম্রিগা ফেরৎ এবং গাঁকগাঁক করে আম্রিগান বলেন। কোন-কিচ্ছুই বুঝছি না। তো, সেই সহকর্মী, বিরক্তির শেষ সীমায় পৌঁছে উত্তেজিত হয়ে বললেন Mr Bhalla, I dont undersnad your spelling। ভাল্লা স্তম্ভিত, হতবাক। মিটিং আর এগোয় নি।
    আর একজনের কথা, সেও আমার সহকর্মী। তার তখন একই সাথে ছানি(চল্লিশ নাগাদ ছনি পড়া খুব বিরল, তবুও...) আর অর্শ অপারেশন হয়েছে। তারপর তিনি অপিসে এসেছেন। সেই দিন ব্যাঙ্গালোরের আর এক কত্তা কলকাতায় এসেছেন। তার সাথে আমাদের এই সহকর্মীটির কাজের ব্যাপারে প্রায়ই চিঠি-চাপাটি হয় (প্রাক ইমেল তো বটেই, সেটা প্রাক এসটিডি যুগ)। তিনি আসতেই ডেকে পাঠালেন সেই সহকর্মীকে। চেম্বারে ঢুকতেই কত্তা হাতটাত ঝাঁকিয়ে বললেন good to meet you। আমার সহকর্মী উত্তর কল্লেন, yes, now you can view me
    কত্তা বিষম-টিষম খেয়ে ভদ্রতা করে জিগাইলেন - So, how's your health? আমার সহকর্মী উত্তেজিত, সায়েবে হেলথ জানতে এয়েছে। সে বাঁ হাতের তর্জনী চোখের দিগে তাক করে, আর ডান হাতের তর্জনী অপারেটেড অর্শের দিগে তাক করে, করুন স্বরে বল্লে - what to say sir, operated from here to here
  • a | 208.240.243.170 | ১৯ মার্চ ২০১০ ১০:৩৬443404
  • আমার বাংলাদেশী ক্লায়েন্ট আমাকে ফোন করে কইলেন, অয়নদা, আসেন আলাপ করব। আমি শুনে পুরো থ। মানে? রোজ ই দেখা হয়, এদ্দিন বাদে আলাপ করব মানে?

    পরে বুঝলাম, ওটা আলোচনা, যাকে আমরা বলি আলাপ-আলোচনা।
  • a | 208.240.243.170 | ১৯ মার্চ ২০১০ ১০:৩৭443406
  • বোলতা কো হিন্দিমে বোলতা বোলতা হ্যায়
  • Arpan | 216.52.215.232 | ১৯ মার্চ ২০১০ ১০:৪৯443407
  • টিম আউটিং হবে। অ্যাকাউন্ট ম্যাঞ্জার সবাইকে ডেকে বলছেন সবাইকে ঠিক সময়ে আসতে হবে। নইলে বাস মিস হয়ে যাবে। তো, ওনার বক্তব্য, 'আই ডোন্ট সি এনি ইস্যু উইথ দ্য নিউকামার্স। বাট দ্য প্রোজেক্ট ওল্ডকামার্স অলওয়েজ ক্রিয়েট আ প্রব্লেম।'
  • Manish | 117.241.229.28 | ১৯ মার্চ ২০১০ ১১:০০443408
  • ভুটানের গেষ্ট হাউসে মিটিং চলছে,H.O থেকে বস এসেছে। মাইনিং এর লোকদের হেভি ঝার দিচ্ছে।পানিগ্রাহী সাহেবকে অর্ডার দিলেন আফিস থেকে তৎক্ষনাত project report নিয়ে আসবার জন্য।পানিগ্রাহী সাহেবের প্রস্থান এবং একটু বাদেই ফিরে আসা। boss পুছলেন রিপোর্ট লেকে আয়া, উত্তর : নেহি সাব।
    প্র: তো ব্যাপাস কিউ আয়া।
    উ:(ভয়ে ভয়ে) স্যার, আই হ্যাভ লেফ্‌ট মাই টেস্টিকিল্‌স হেয়ার।
    উনি সত্যি চশমাটা ফেলে গেছিলেন গেষ্ট হাউসে।
    সত্য ঘটনা।
  • kc | 89.203.49.18 | ১৯ মার্চ ২০১০ ১১:০৩443409
  • দিল্লিতে থাকার সময় একবার দোকানে ঝাঁটা কিনতে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম '' ঝাঁটা হ্যায় কেয়া আপকে পাস?'' দোকানদারটি ভাল লোক ছিল, একবার 'প্যাঞ্চো..' বলে কাটিয়ে দিয়েছিল।
  • lcm | 69.236.164.146 | ১৯ মার্চ ২০১০ ১১:০৫443411
  • ট্রেনে ওপরের বার্থ থেকে নামার সময় নীচের জনতার উদ্দেশ্যে জনৈক বাঙালীর মন্তব্য --
    'আপ জারা হাঠিয়ে, হাম ইয়াহা পা-দেগা'
  • Arijit | 121.242.15.238 | ১৯ মার্চ ২০১০ ১১:০৬443412
  • স্পর্শমণি চাটুজ্জে (এম্নিতে খুব মাইডিয়ার লোক) বিই কলেজে বিখ্যাত হয়ে রইলেন রিইউনিয়ন মঞ্চে দাঁড়িয়ে "মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাণ্ড গার্লফ্রেন্ডস'-এর জন্যে।
  • Lama | 203.99.212.54 | ১৯ মার্চ ২০১০ ১১:০৯443413
  • আরো স্পর্শমণি চাটুজ্জে:

    "হোয়াই লয়টারিং? নো ক্লাস? ইফ নো ক্লাস গো লাইব্রেরি।'
  • Lama | 203.99.212.54 | ১৯ মার্চ ২০১০ ১১:১১443414
  • আবার স্পর্শমণি-

    হোয়াই লেট?

    স্যরি স্যর

    গুড। বাট হোয়াই চপ্পল?

    ভেরি স্যরি স্যর

    ভেরি গুড
  • Lama | 203.99.212.54 | ১৯ মার্চ ২০১০ ১১:১৩443415
  • এবারো স্পর্শমণি চাটুজ্জে-

    স্পর্শমণি- "হোয়াই চপ্পল ইন লেগ?'

    ছাত্র- 'রাখেন তো স্যর, একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে পারেন না, চপ্পল চপ্পল করেন।'
  • tatin | 70.177.57.60 | ১৯ মার্চ ২০১০ ১১:৫৫443416
  • জ্যাঙ্গো, যাদবপুরের প্লেসমেন্ট অফিসার ছিলেন, তাঁর ইংলিশ বিখ্যাত ছিল:
    স্টেন্টস হিয়ার, কোম্পানী দেয়ার (স্টুডেন্ত রিপ্রেসেন্টেটিভ-রা কোনো কোম্পানীর ইন্টারভিউ বোর্ডের সঙ্গে দেখা করতে গ্যাছে, ক্যাম্পাস ইন্টারভিউ কি কি ভাবে হবে, কজনকে করা হবে, কদিন ধ'রে, এসব জানতে)
    স্টুডেন্টস টক, কোম্পানী টক, আই মিডল টক
  • Samik | 122.162.75.115 | ১৯ মার্চ ২০১০ ১১:৫৯443417
  • সব ইঞ্জি কলেজেই কি এক কেস ঘটে? অরিজিতের এক আর দুই নংগুলো আমি নিজের কানে শুনেছি আমাদের জলু কলেজের এসআরসি-র মুখে। বোথ অফ ইউ থ্রি কাম হিয়ার ...

    আরো আছে। পরে লিখছি।
  • Samik | 122.162.75.115 | ১৯ মার্চ ২০১০ ১২:০০443418
  • তাতিন, জ্যাঙ্গো আমাদের কলেজের প্রডাক্ট। জলপাইগুড়ি। অনেক খোরাক আছে এই নিয়ে। :-)
  • su | 117.194.233.119 | ১৯ মার্চ ২০১০ ১২:৩৯443419
  • ক্লাস সিক্স এ পড়ি তখন। মা বাবা বোন এর সাথে হরিদ্বার বেড়াতে গেছি। বাবা আমাদের সামনে সব ব্যাগ পত্র রেখে স্নান করতে নামলো; আমরা মুগ্‌ধ হয়ে চারদিকের দৃশ্য দেখছি....
    স্নান সেরে বাবা অমাদের কাছে এসে দেখেন টাকা পয়সার ব্যাগ সব হাওয়া!!!

    পুলিশ এর কাছে গিয়ে বাবা বলছে
    " হামলোগ ত্রিপুরা কে বাসী হে, ঘুরনে কে লিয়ে আয়া থা। সব রুপয়া টুট গেয়া!! "
  • Nam nei | 125.20.3.146 | ১৯ মার্চ ২০১০ ১৩:৩৪443420
  • কেন ঐটা...'বোম্বাইয়ের বোম্বেটে' তে পুলক ঘোষাল কি বলেছিল পেরুমল-কে (সিনেমায়) -

    "তুমহারা ট্রেন কে ছাদ পে চড়নে কা কথা থা, অর তুম ভেতরে ঢুককে আয়া?"

    আল্টিমেট লেগেছিল মাইরি !
  • Nam nei | 125.20.3.146 | ১৯ মার্চ ২০১০ ১৩:৪২443422
  • @তাতিন,

    JU এর placement officer যাঁর কথা বললে তিনি কি ২০০৩ এও ছিলেন আর তাঁর পদবী কি ভট্‌চায্যি? স দিয়ে নাম? (নামটা লিখতে পারছি না কেস খাবার ভয়ে)
  • dipu | 61.12.12.83 | ১৯ মার্চ ২০১০ ১৩:৪৪443423
  • ২০০৬ এ ও ছিলেন। উনিই।
  • de | 59.163.30.6 | ১৯ মার্চ ২০১০ ১৩:৪৫443424
  • আরে এই টইটা দারুণ হয়েছে তো! আম্মো লিখি একটা --

    ইন্সটিট্যুট ক্যান্টিনে খাবার নিয়ে দাম দেওয়ার কাউন্টারে যেসব মেয়েরা বসে থাকে দাম দেওয়ার পর ট্রে নিয়ে চলে যাওয়ার সময় মিষ্টি হেসে তারা বলে "গুটেন অ্যাপেটিট" -- তো আমাদের গ্রুপের একটি নতুন আসা ছেলে প্রত্যুত্তরে প্রথম দিন বল্লো -- "গুটেন অ্যাপেটিট ", সাথে মিষ্টি হাসিও ফেরত। মেয়েগুলির মুখের ভাব দেখে সে পাবলিক গেস করলো, কিছু গড়বড় করেছে -- তাই পরের দিন থেকে "সেম টু য়ু", "বেল্কাম" ইত্যাদী সব চালিয়ে "থ্যাংকিউ " তে পৌঁছে তবে স্বস্তি!

    এটা অবিশ্যি ভাষা নিয়ে এট্টু হাসাহাসি --ভুল বলা নিয়ে নয় ।

    আমাদের এক বন্ধু দিল্লী
    থেকে সবে মাইন্‌জ -এ এসেছে, সকাল বেলা ঘুম ভাঙ্গলো -- শোনে কেউ একজন বলছে "ডাঙ্কে" পরক্ষণেই কেউ জবাব দিচ্ছে "বিট্টে" -- এইরকম সিরিয়ালি চলেই যাচ্ছে। খানিকক্ষণ পরে আর থাকতে না পেরে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দ্যাখে -- পাশের বাড়ির রেনোভেশন চলছে, ইঁটের লরি এসেছে, আর দুটো লোক ইঁট নামাচ্ছে -- গাড়ির ওপরে একজন ইঁট নিয়ে নীচে দাঁড়িয়ে থাকা লোকটির হাতে দিচ্ছে -- সে বলছে "ডাঙ্কে" (thank you)-- আর ইঁট হাতে নিয়ে নীচের লোকটি বলছে "বিট্টে" (welcome) -- তাই এই ননস্টপ "ডাঙ্কে-বিট্টে", ""ডাঙ্কে-বিট্টে" ---:))
  • Samik | 219.64.11.35 | ১৯ মার্চ ২০১০ ১৩:৫১443425
  • জ্যাঙ্গো-র নাম সুব্রত মন্ডল।
  • Samik | 219.64.11.35 | ১৯ মার্চ ২০১০ ১৩:৫৩443426
  • ইট ইজ নট মাই দোষ স্যার, আই একটু বেশি ইট স্যার ... এটা কার যেন লেখায় ছিল? আশাপূর্ণা? নাকি সঞ্জীব? ... লাইনটা পড়ার পরে আমি সত্যি সত্যি দোষ ইংরেজি ভুলে গেছিলাম।
  • dipu | 61.12.12.83 | ১৯ মার্চ ২০১০ ১৩:৫৪443427
  • সিধু ভটচাজ্জি তবে কে?
  • Nam nei | 125.20.3.146 | ১৯ মার্চ ২০১০ ১৩:৫৭443428
  • তাও তো guten appetit বলেছে, malzheit বললে কি হত বোঝাই যাচ্ছে। Institute বলতে Goethe Institute এর কথা হচ্ছে কি?
  • de | 59.163.30.6 | ১৯ মার্চ ২০১০ ১৪:২২443429
  • না, স্টুট্‌গার্ট ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিট্যুট!
  • SB | 114.31.249.105 | ১৯ মার্চ ২০১০ ১৫:২৭443430
  • ট্রেনে একবার থ্রী টায়ারের মাঝের বার্থটা খুলে শোবেন বলে নিচের 'হিন্দুস্থানি" যাত্রি কে বললেন, "আভি হাম নিচে ঘুমায়গা, তুম নিচেসে সরে যাও"
  • quark | 202.141.148.99 | ১৯ মার্চ ২০১০ ১৬:০৬443431
  • ইন্টারভ্যু দিতে ইলাহাবাদ যাত্রা আনরিজার্ভড কম্পার্টমেন্টে। বাঙ্কে একজন শুয়ে ঘুমোচ্চে, ঠিক তার নিচেই বুদ্ধ বসে আছে। অনেকক্ষণ থেকে মাঝে মাঝে সেই ওপরের ঘুমন্ত পা এসে গায়ে লাগছে। বুদ্ধ উত্তেজিত হয়ে, "অ্যায়, বহুৎ দের সে ঘুমা রহা হ্যায়!"
  • P | 109.77.9.8 | ১৯ মার্চ ২০১০ ১৬:০৭443433
  • এইটা খানিকটা সেমসাইড আর বাকীটা গিনিসখেকো আইরিশদের ইংগ-বচন !

    সেই সদ্য পোড়া ডুবলিনে এসে অ্যাকদিন সিনিমা দেখতে গেছি। অন প্রিন্সিপ্যাল আমি আবার পপকর্ণ ছাড়া সিনিমা দেখি না। কাউন্টারে কেনার সময় জিগায়
    "ডু য়ু ওয়ান্ট সাম বুরুর উইথ দ্যাট? "
    আমি হ্যাঁ বলতেই পরের ব্যাটা জিগালো কি দিতে বল্লি জানিস ? বল্লুম বাটার ছাড়া তো আর কিছু দেওয়া পপকর্ন খাই নি কখোনো , খেয়েই দেখি না।

    তারপর সেই মাখন দেওয়া পপকর্নের সঙ্গে গিলতে হল কন্সট্যান্ট পাশ থেকে আসা স্মার্ট অ্যাস পরের ব্যাটার চাট :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন