এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৭৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 114.31.249.105 | ১৯ মার্চ ২০১০ ২০:৩৮443664
  • গোয়েবেলের নাম নিশ্চই শুনেছেন, ব্যপারটা সেরকম। কেউ যদি কাল থেকে বলতে শুরু করে সাঁইবাড়ি গণহত্যার বিচার চাই, তারপর আরো বেশ কিছু তিণোমূলী মিডিয়া সেসব নিয়ে ল্যাখাল্যাকি করতে শুরু করে, তার পরে কোন কোন সুসিল / অতিবাম তার সাথে গলা মেলায়, তখন যে কোনদিন কিছুই শোনেনি, ব্যপারটা জানেই না, তার মনে হয় ডাল মে নিশ্চই কুছ কালা আছে, তখন প্রকৃত ইতিহাস টা ওপেডে লেখাটাও সন্দেহের পাত্র হয়ে যায় :)
  • SB | 114.31.249.105 | ১৯ মার্চ ২০১০ ২০:৫৬443665
  • আকাবাবুর মনে হল অবসীন প্রফিট কথাটা হেব্বি লেগেছে , তাই ওই নিয়ে একটা লেখার লিং দিলাম, পছন্দ হবে গ্রান্টি http://www.capmag.com/article.asp?ID=3426 কারণ এখানে বলা হয়েছে প্রফিটের বড় গুণ হলো গিয়ে খরচ টাকে কম রাখতে পারে এই অবসীন প্রফিট মোটিভ :)

    সপ্তাহান্তের ছুটি খুশীতে কাটুক!
  • Arpan | 204.138.240.254 | ১৯ মার্চ ২০১০ ২১:০১443666
  • আরো একটা ব্যপার জানতে চাই। মামলার সব রেকর্ড আছে, না হারিয়ে গেছে/নষ্ট হয়ে গেছে? কাগজে এ বিষয়ে সরকারপক্ষের পরস্পরবিরোধী বক্তব্য প্রকাশিত হয়েছে। কোনটা ঠিক সেইটা জানতে চাই।
  • Arpan | 204.138.240.254 | ১৯ মার্চ ২০১০ ২১:০৪443667
  • আমি বাড়িতে বাবাকে জিগ্যেস করে যা জানলাম: সাঁইবাড়িতে রাজনৈতিক সঙ্ঘর্ষের ফলে একই বাড়ির কংগ্রেসি তিনজন ছেলে মারা যায়। তবে তারাও "অতি সরেস' জিনিস ছিল।
  • pinaki | 12.233.17.119 | ১৯ মার্চ ২০১০ ২১:৪৯443668
  • আসলে সাঁইবাড়ীটা বোধহয় শুধু কংগ্রেসী জোতদার মারা যাওয়ার জন্যে কুখ্যাত তা নয়। কংগ্রেস জোতদার তো আরো বহু খুন হয়েছে। এইটা কুখ্যাত এর নৃশংসতার জন্য। জনরোষ তো ছিলই। কিন্তু এরকম মিথ শুনেছি - যে ছেলেদের খুঁচিয়ে খুঁচিয়ে মেরে তাদের রক্ত দিয়ে ভাত মেখে মাকে খাওয়ানো হয়েছিল। সত্যি মিথ্যে জানিনা। কিন্তু মিথটা আছে।
  • PT | 203.110.246.230 | ১৯ মার্চ ২০১০ ২২:০৩443669
  • ""ডাল মে যদি কিছু কালা"" সত্যিই থাকে তাহলে কংগ্রেসের তো অনেক আগেই সাঁইবাড়ির মামলা শুরু করার উচিৎ ছিল। চল্লিশ বছর বাদে এখন তৃণমূলের হাতে তামাক খেতে চাইছে কেন? কেঁচো খুঁড়তে গিয়ে আবার কেউটে বেড়িয়ে পড়বে না তো যেটা কংগ্রেসের পক্ষে খুব একটা সুখকর হবে না?
  • a x | 143.111.108.124 | ১৯ মার্চ ২০১০ ২২:০৫443670
  • এটা তো অব্‌ভিয়াস কংগ্রেস এতদিন কেন করেনি। time was not ripe, এখন করলে ফায়দা তোলা যায়।

    কিন্তু এই ঘনঘন গবেলস্‌ইত্যাদি কে ব্যবহার না করে বলা হোক না, কি কি মিথ্যে?

    কেউ খুন হয়নি? মিথ্যে?
    খুনের জন্য অনিল, বিনয় ইত্যাদি-র বিরুদ্ধে মামলা হয়নি? মিথ্যে?
    এবং এই মামলার কাগজ কি লোপাট? মিথ্যে?
    ঐ খুন কি খালি তিন সাঁই ভাই দের, একটি কয়েক মাসের শিশুকেও কি খুন করা হয়েছিল? মিথ্যে?

    মামলা হলে তারা কি সিপিএম ক্ষমতায় আসার পর অন্যান্য রাজবন্দীদের মত ছাড়া পেয়েছিল?

    ব্যাস এই গুলির কোনটে মিথ্যে কোনটে সত্যি এবং কোনটি গবেলীয় তা স্পেসিফিকালি বললেই তো মিটে যায়, তা না বলে কেন কবর থেকে টানা হচ্ছে এই প্রতিপ্রশ্ন করলে বুঝতে হবে উত্তর দিতে অস্বস্তি হচ্ছে। হওয়াটা খুব স্বাভাবিক সেটাও বুঝি।

    ও রাজদীপ, শঙ্কর সামন্ত কে বর্ধিষ্ণু কৃষক বলব? বললাম।
  • a x | 143.111.108.124 | ১৯ মার্চ ২০১০ ২২:০৯443672
  • আরো একটা যোগ করি কেমন? এখানে যিনি লিখে গেছিলেন সিপিএম কোর্টে যাচ্ছে এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে, তিনি কি একবার বলবেন, সিপিএম কি সেই মামলা প্রত্যাহার করেছে? মিথ্যে? করলে কেন করেছে?
  • Du | 72.64.103.5 | ১৯ মার্চ ২০১০ ২২:০৯443671
  • মামলা প্রত্যাহার করা হয়ে থাকলে এইজন্যই হয়েছে। কারণ এই সুযোগে আরও এইরকম যথেচ্ছ হরর স্টোরি মকশো করা যাবে। আর কে না জানে 'গুজব'ই বিপ্লবের হাতিয়ার এই জমানায়।
  • Du | 72.64.103.5 | ১৯ মার্চ ২০১০ ২২:১০443674
  • কাগজ লোপাট টা মিথ্যে - স্পেসিফিক্যালি বলা হয়েছে
  • a x | 143.111.108.124 | ১৯ মার্চ ২০১০ ২২:১১443676
  • কোথায় জানা গেছে কাগজ লোপাট মিথ্যে?
  • a x | 143.111.108.124 | ১৯ মার্চ ২০১০ ২২:১১443675
  • মামলা করলে হরর স্টোরি মকশো হয়? মানে কি? কাদের মক? সাঁই দের হরর মক হবে বলে সিপিএম মামলা প্রত্যাহার করেছে? একটু বোঝানো হোক।
  • Du | 72.64.103.5 | ১৯ মার্চ ২০১০ ২২:১৩443678
  • মক না - মকশো- হরর স্টোরি লেখা প্র্যাকটিস -
  • a x | 143.111.108.124 | ১৯ মার্চ ২০১০ ২২:১৩443677
  • এত বড় একটা মিথ্যের প্রমাণ সিপিএমের হাতে কিন্তু তারা বিবেকের তাড়নায় মামলা প্রত্যাহার করল?
  • a x | 143.111.108.124 | ১৯ মার্চ ২০১০ ২২:১৪443680
  • ওহ্‌ তো আমাকে কেউ রেপ করলে আমি মামলা করব না, কেননা আমি মামলা করলে অনেকে আরো রেপ করাতে হাত পাকাবে - বক্তব্য কি এটা?
  • Du | 72.64.103.5 | ১৯ মার্চ ২০১০ ২২:১৪443679
  • প্রচার পাওয়াটাই যেখানে লক্ষ
  • Du | 72.64.103.5 | ১৯ মার্চ ২০১০ ২২:১৫443681
  • হালিমের লেখাতেই আছে।
  • a x | 143.111.108.124 | ১৯ মার্চ ২০১০ ২২:১৮443682
  • RTI ফাইল করা হয়েছিল সেই কাগজ চেয়ে, বলা হয়েছিল কাগজ নেই। এখন আছে? তাহলে যিনি RTI ফাইল করেছিলেন, তাকে সেই কাগজের কপি পাঠানো হয়েছে?
  • Du | 72.64.103.5 | ১৯ মার্চ ২০১০ ২২:২০443683
  • উদাহরণটা দিয়ে ভালোই করেছ - রেপ করলে অনেকেই মামলা করেনা কারণ উল্টোপার্টি আদালতে তাদের চরিত্রের মিথ্যে বদনাম দিয়ে আরও একবার অতটাই অপমানজনক কান্ড করে। এখানে তো উদ্দেশ্যই এটা নিয়ে একবছর কাটানো -- তার পরে মানহান্র মামলায় কে সাজা পেলেও বা কি?
  • a x | 143.111.108.124 | ১৯ মার্চ ২০১০ ২২:২৪443685
  • তো আদালতে অপমান হবে বলে একটা emancipation আহ্বানকারী দল সত্যি হাতে থেকেও মামলা উইথড্র করল?

    সাজা পেলেই বা কি মানে? অন্যায় মিথ্যে রটানো হবে আর সাজা পেলেই বা কি?! সিপিএম কি সত্যি সত্যি গান্ধিবাদী হয়ে গেল?
  • a x | 143.111.108.124 | ১৯ মার্চ ২০১০ ২২:৩৩443686
  • আর এটা তোমাকে ব্যক্তিগত ভাবে বলছি দু। কগ্রেস, তৃণমূল ইত্যাদি নিয়ে আমার কোনো ইলিউশন নেই। কিন্তু সিপিএমের ক্যাডাররা যখন চারদিকে বলে বেড়ায় যে নন্দীগ্রামে একটিও ধর্ষণ হয়নি, তখন সেটা ঐ গুজব গুলোর চেয়ে হাজারগুণ ঘৃণ্য।
    এবং সেদিন মানুষ কি আতঙ্কের মধ্যে দিয়ে গেছিল তার আভাস কিছু হলেও আমি দেখেছি। আগেও লিখেছি এখানে। আবার লিখব। বারবার লিখব।

    পিজিতে এক মহিলা ছিলেন যার গায়ে একটিও আঁচড় লাগেনি। অথচ তিনি একটিও কথা বলেন না, খালি কয়েক মিনিট বাদে বাদে কেঁপে ওঠে? কিসের সাক্ষী হলে মানুষ এইরকম ভয় পেতে পারে?!

    ইপ্সিতা এখানে বহুবার ঐ মেডিকাল টিমের ভিডিও দিয়েছে, একবার দেখ। সুমিতা মন্ডলের খুন নিয়ে সরব হও, লেখা, বল, যা খুশি কর, একশো বার সমর্থন করব, কিন্তু সবই বিরোধীদের গবেলীয় প্রচার তোতাপাখির মত এই কথা বলে যেও না।
  • nyara | 122.167.253.224 | ১৯ মার্চ ২০১০ ২২:৫২443687
  • বুঝলাম - গোয়েবলস - ভেরি সিম্পিল।

    একটা দলের লোকেরা অকিউজড। সে দল ক্ষমতায় এল। মামলা প্রত্যাহৃত হল। কোন গোলমাল নেই। কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। সব রাজনৈতিক লুম্পেনবাজী তিরিশ বছর পরে প্রশ্ন তোলায়।

    ভে-রি সি-ই-ম-পি-ল।
  • kc | 89.203.49.18 | ১৯ মার্চ ২০১০ ২৩:০৯443688
  • নন্দীগ্রামের ব্যাপারটাতে মাওবাদী কথাগুলো সামনে আসার পরে তিনোমূল যেন একটু পিছিয়ে আসছে। নিকট অতীতের ঘটনাগুলো, যেমন সিঙ্গুর ইত্যাদি নিয়েও ঝিমিয়ে গেছে যেন, এইসময় দরকার এমন কিছু ইস্যু যাতে করার কিছু নেই কিন্তু আসর যেন গরম থাকে, লোকজনের হাড়হিম যেন হতেই থাকে। এটাই লুম্পেনবাজী। ২৯ বছর ধরে কিছু না করে ৩০ বছর পর মাঠ গরম করার প্রচারের নাম লুম্পেনবাজী।
    জঙ্গলমহলের লোকেদের উপর অত্যাচারের কথা ছেড়ে সুমনবাবু যদি আজ বরানগরের হত্যলীলা নিয়ে সংসদে ধর্না দিলে সেটাও হবে তাই।
    মানহানির মামলা তুলে নিয়ে ঠিকই করেছে, মামলা চললে ঘটনাটাকে আজকের দিনে একটা আনডিউ প্রচার দেওয়া হত। তার চেয়ে ভাল হল নির্বাচন কমিশনের কাছে নিরুপম সেন কেন মিথ্যা তথ্য দিয়েছেন সেই নিয়ে মামলা করা। সেটাই বা হচ্ছেনা কেন?
  • Du | 72.64.103.5 | ২০ মার্চ ২০১০ ০০:১৩443691
  • ডেটটা দেখলাম ১৯৭০ এর মার্চ। ৩০ ও না ৪০ বছর।
  • bitoshok | 69.180.128.132 | ২০ মার্চ ২০১০ ০০:২৭443692
  • হ্যাঁ, এবার আরেকবার গণশক্তি-র লিংক গুলো দিন। যেখানে চার্জশীটের নামগুলো আর \underline{হোস্টাইল} সাক্ষীদের বিবরণ ছিলো।

    বাই দ্য ওয়ে, গনশক্তি জনৈক পল্টু ব্যানার্জি-র আইডেনটিটি কনফার্ম করেছে। এজন্য গণশক্তির ধন্যবাদ প্রাপ্য।
  • PT | 203.110.246.230 | ২০ মার্চ ২০১০ ১৩:১৬443693
  • ইলেকশন কমিশনের কাছে নিরুপম সেনের এফিডেভিট। এই ""মিথ্যা""(?) তথ্যের ভিত্তিতে তৃ আর কং তো এখনই মামলা রুজু করতে পারে।

    http://eci.nic.in/affidavits/AFF_AENov2006/West%20Bengal/271/NirupamSen/NirupamSen_CR1.htm
  • Manish | 117.241.228.137 | ২০ মার্চ ২০১০ ১৩:৩৩443694
  • মমতা উবাচ :
    শুধু ঝগড়া করলেই হবে, আমার মত বুদ্ধি চাই।দেখুন আমি কেমন বুদ্ধি করে প্ল্যটফর্মে অনুষ্ঠান করছি।

    রেলের জন্য স্বেচ্ছায় জমি দিলে আমরা ক্ষতিপূরণ দেবো । প্রয়োজনে চাকরি।

    উপসংহার:
    এত ঢাকঢোল পিটিয়ে নিজের বুদ্ধি জাহির করার চেষ্টা কেনো দিদির।

    এতদিন তো দিদি বলে এসেছে জমি দিলেই চাকরি সেটা 'প্রয়োজনে' হয়ে গেলো কি ভাবে।

    একেই কি বলে পরিবর্ত্তন?

    http://www.anandabazar.com/20raj5a.htm

  • Manish | 117.241.228.137 | ২০ মার্চ ২০১০ ১৫:১৭443696
  • রাজনীতির বাইরে একটু অন্যরকম লিঙ্ক। অসাধারন বাঙাল ভাষায় কথপোকথন।

    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন