এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৭৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 12.154.81.113 | ১৯ মার্চ ২০১০ ০৫:৪৫443631
  • আর একটা ব্যাপার আছে - যেটা বাঙালীর সংস্কৃতির সাথে জড়িত। যে কারণে বাঙালী ব্যাবসা করতে কম যায়, সেই একই কারণ। ঝুঁকি নিতে না চাওয়া। কোটা থেকে যারা পায় তার মধ্যে অনেকেই প্লাস টু এর পরে এক বছর টানা প্রিপারেশন নিয়ে আইআইটি দেয়। কারেন্ট ইয়ারে দেয়ই না। সেবার না পেলে তার পরের বার আবার। মেডিক্যালে তো বছরের পর বছর। বাঙালী বড়জোর একবছর ওয়েট করবে। কিন্তু তাতে না পেলে তার পরের বছর জেনারেল স্ট্রীমে কোথাও ঢুকে যাওয়ার ডিসিশন নেবে। তবে এই প্রবণতা পাল্টাচ্ছে।
  • lcm | 69.236.164.146 | ১৯ মার্চ ২০১০ ০৭:৫২443632
  • আইআইটি গিয়ে কি হবে, গন্তব্য তো আইটি, ফালতু সামনে একটা বাড়তি আই-এর জন্য এত ঝামেলা।
  • Arpan | 204.138.240.254 | ১৯ মার্চ ২০১০ ০৯:৪২443633
  • রিস্কের ব্যপারটা তো আছেই। আইআইটিতে বসতে গেলে আমাদের সময় যেমন তিনটে আলাদা জিনিসের জন্য প্রিপারেশন নিতে হত। এইচএস, প:ব: জয়েন্ট এবং আইআইটি এ¾ট্রান্স। সময় মেরেকেটে মাত্র দেড়টি বছর। এক বছরের মাথায় তখন ওই শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হত। শেষপর্যন্ত অনেককেই প্রথমটি সুরক্ষিত রেখে দ্বিতীয়টির জন্য লক্ষ্যস্থির করতে হত। তৃতীয়টির মায়াত্যাগ করেই।
  • SB | 114.31.249.105 | ১৯ মার্চ ২০১০ ১৩:৩৮443634
  • সাঁইবাড়ি মামলা নিয়ে লেখা: http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=124659

    তিণোমূল নতূন করে বাওয়াল করার চেষ্টা করছে কিছু মিথ্যার ভিত্তিতে, অতি বামরা কেন তাদের তালে তালে নাচছে কিলিয়ার হলো না।
  • kc | 89.203.49.18 | ১৯ মার্চ ২০১০ ১৩:৪৬443635
  • অতি বামরা সাঁইবাড়ি নিয়ে বেশী নাচছেনা কিন্তু, নাচছে তিনোমুল, সবথেকে বেশী পত্তিদিন।
  • Rajdeep | 202.79.203.59 | ১৯ মার্চ ২০১০ ১৪:১০443637
  • ধুর সাঁইবাড়ি ইস্যুটা কোন ব্যাপার নয়

    বছরদুয়েক ধরে পোরিবত্তনের হাওয়ায় গেরামে গেরামে জোতদার-ফড়েদের আবার দাপট বাড়ছে ..... তারই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হল গিয়ে সাঁইবাড়ি নিয়ে কং-তৃণ রণহুংকার

    ঐ পাজী খেতমজুর হাড়-হাভাতেরা ৩৪ বচরে বড্ড বেড়েছিল ! ৫০-৭০দশকের বদ্দমানের নরমেধকারী সাঁইবাবাদের নাম নাও আর ব্যাটাদের কোতল করো - এই আর কি মোটামুটি ; সত্তরহাজারি নচি তো গতকাল দৈনিক জাগো বাংলায় একপিস হুমকি কবতে নামিয়ে দিয়েছে ""কৌরবদের শরীরে দেব লক্ষ হাজার ক্ষত""

    মনে হয় সিপিয়েম এতে খুশিই হচ্ছে ..... কংগ্রেসিরা যত সাঁইবাড়ি সাঁইবাড়ি করে চ্যাঁচাবে, ২০১১য় এসে ""বিচার"" করবে লং টার্মে সিপিয়েমের ভুমিহীন চাষী -খেতমজুর সমর্থনের ভিত্তি আরও পোক্ত হবে ।
  • SB | 114.31.249.105 | ১৯ মার্চ ২০১০ ১৪:১০443636
  • পোত্তিদিন কেন, এখানে তো কে যেন দৈনিক স্টেটসম্যানের লিং দিয়েছিল।
  • Arijit | 121.242.15.238 | ১৯ মার্চ ২০১০ ১৪:১৩443638
  • দৈনিক স্টেটসম্যান অনলাইনই নয় - লিংক আসবে কোত্থিকে?
  • Arijit | 121.242.15.238 | ১৯ মার্চ ২০১০ ১৪:১৪443639
  • এম্নি স্টেট্‌সম্যানের হতে পারে। দৈনিক স্টেট্‌সম্যানটা সেই ঢপের কাগজটা...
  • Arpan | 204.138.240.254 | ১৯ মার্চ ২০১০ ১৪:২২443642
  • দৈনিক স্টেটসম্যানেরই স্ক্যানড কপি ছিল।
  • SB | 114.31.249.105 | ১৯ মার্চ ২০১০ ১৪:২২443641
  • http://tinyurl.com/ydxbnm5

    শেষের আগের পোস্ট দ্রষ্টব্য
  • PT | 203.110.246.230 | ১৯ মার্চ ২০১০ ১৪:৩১443643
  • বিরোধীরা আর পকাবুরা বুঝেছে যে নন্দীগ্রামের ঘটনা মানুষের স্মৃতিতে ফিকে হয়ে আসছে। এদের রাজনীতি যেহেতু শব-সাধনা কেন্দ্রিক, অতএব নতুন মৃতদেহের সন্ধান চলছে। জঙ্গলমহলের মৃতদেহগুলো নিয়ে সাধনা করে লাভ নেই কেননা সেগুলো মূলত: সিপিএম সমর্থকের মৃতদেহ আর মৃত মাওবাদীদের নিয়ে মোমবাতি মিছিল করতে গেলে ভোটের বাক্সে হিতে বিপরীত হতে পারে। বামফ্রন্ট আর যাই করুক গত দুবছরে যেহেতু সেরকম কোন ""ব্লান্ডার"" করেনি, অতএব মৃতদেহ কিছু কম পড়িয়াছে। সুতরাং এবার কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।

    একটা সাইড ইস্যু অবশ্যই আছে। নিরূপম সেনের গায়ে যতটা সম্ভব কালি ছিটিয়ে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হওয়ার পথে বাধা সৃষ্টি করা।

    সব চাইতে করূণ অবস্থা কংগ্রেসের। তাদের তিরিশ বছর লাগল সাঁইবাড়ি নিয়ে চ্যাঁচামিচি শুরু করতে।!!
  • Manish | 117.241.229.28 | ১৯ মার্চ ২০১০ ১৫:৫০443644
  • দিদির রেল মন্ত্রক রেক কমিয়ে দিয়েছে কয়লা আনবার জন্য যাতে করে কয়লা অভাবে প:ব: বিদ্যুৎ উদপাদন ব্যহত হয়।
  • Manish | 117.241.229.28 | ১৯ মার্চ ২০১০ ১৬:৩৩443645
  • মুকুল রায় সম্পূর্ন রাজনৈতিক কারণে সূচারুভাবে হলদিয়া পোর্টকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।একদিকে যেমন DCI জাহাজ তুলে নিচ্ছে অন্যদিকে জাহাজ মন্ত্রক হলদিয়া পোর্টকে কেন্দ্রীয় অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে। প্যানাম্যাস্ক জাহাজ মোটামুটি ৬০০০০ M.T মাল নিয়ে আসে। আগে হলদিয়ায় draught পাওয়া যেতো বর্ষাকালে ৯ থেকে ১০ মিটার আর অন্যান্য সময় মোটামুটি ৬,৭ মিটার।পারাদ্বীপ পোর্টে ২৫০০০ থেকে ৩৫০০০ M.T আনলোড করে (হলদিয়ার গভীরতা অনুযায়ী) বাদবাকী হলদিয়াতে আনলোড করানো হতো।হলদিয়ার locational advantage বা proximity to works হওয়ার দরুন সব আমদানী কারকদের লক্ষ্য থাকে যতবেশী সম্ভব মাল হলদিয়াতে unload করনোর। cost of transportation অনেক কমে যায়।হলদিয়ার এই সুবিধা থাকার জন্য এখানে শিল্পের জোয়ার এসেছে।
    মুকুল রায় ঠিক এখানেই বাংলাকে ভাতে মারতে উদ্যোগ নিয়েছে।দুদিক দিয়ে শারাষি আক্রমনের ফল এখন গভীরতা পাওয়া যাচ্ছে মাত্র ২ থেকে ৩ মিটার।জাহাজ আসা বন্ধ প্রায়। হলদিয়া বন্দরের নাভীশ্বাস উঠেছে আর শিল্পপতি ও শ্রমিকদের মধ্যেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
    জাগো তৃনমুল ,জাগো বাংলা।

  • Manish | 117.241.229.28 | ১৯ মার্চ ২০১০ ১৬:৪৪443646
  • * সাঁড়াশি
  • Pankajaksha Hota | 117.241.229.28 | ১৯ মার্চ ২০১০ ১৬:৫২443647
  • হলদিয়া পোর্ট রিভারাইন পোর্ট হওয়ার জন্য এই অসুবিধায় পড়তে হচ্ছে। এই অসুবিধা কলকাতা পোর্টের ক্ষেত্রে ও হয়। এখন বিশ্বে প্রায় সব পোর্টই Sea port
  • a x | 99.165.171.34 | ১৯ মার্চ ২০১০ ১৭:২৭443648
  • কখনও বলে তৃণমূলের মুখপত্র সংহতি, কখনও আবার আমাকে বলে অতি বাম। যখন যেটা সুবিধে, কিম্বা সবই তো এক, সিপিএম বাদে।

    হ্যাঁ হ্যাঁ, এই সাঁইবাড়ির "মিথ্যে কেস" নিয়ে প্রতিদিন না কার বিরুদ্ধে মামলা ঠুকেছিল সিপিএম, এখানেই তো "কে জানি" বলে গেছিল, তো সেই মামলা প্রত্যাহার হল কেন, কে জানে!

    আর বর্ধিষ্ণু কৃষক খুন করলে এই তো আমরা বিপ্লবকে আরো কয়েক ইঞ্চি এগিয়ে আনলাম। আর শঙ্কর সামন্তর মত খুনী, রেপিস্ট, ২০ একর জমির মালিক খুন হলে শহীদ! চালিয়ে যান।

    কিন্তু মিথ্যে কোনটা যদি কেউ একটু বলেন,

    কেউ খুন হয়নি?
    সিপিএমের কেউ খুন করেনি?
    যাঁরা সেই খুনের নেতৃত্বে ছিলেন তারা কেউ কোর্টে ট্রায়েড হননি?

    ব্যাস এটুকু বললেই হবে।
  • PT | 203.110.246.230 | ১৯ মার্চ ২০১০ ১৭:৩৩443649
  • সিপিএমের খুনীদের জেলে পোরার জন্য কংগ্রেস তিরিশ বছর ধরে সাঁইবাড়ির ঘটনা নিয়ে কোর্টে যায়নি কেন?
  • a x | 99.165.171.34 | ১৯ মার্চ ২০১০ ১৭:৩৭443650
  • মানুষের স্মৃতি ফিকে হয়নি। জমা ঘেন্নাও একতিল কমেনি। এই পিটি/এসবির পোস্টগুলো তাতে আরো সাহায্য করে।

    ৭০-এর নকশাল খুনের একজনও প্রশাসনিক, পুলিশের কারো যেমন শাস্তি হয়নি,
    নন্দীগ্রামের খুনগুলি (নাকি সেটাও মিথ্যে!) তিনবছর হল, একজনও পুলিশ, ক্যাডার, প্রশাসনের কারো শাস্তি হয়নি এখনও।
    এত সোজা না ভুলে যাওয়া।

    http://kafila.org/2010/03/16/three-years-of-nandigram-an-appeal/
  • Rajdeep | 202.79.203.59 | ১৯ মার্চ ২০১০ ১৭:৪৬443652
  • আর জঙ্গলমহলে সিপিয়েম সমর্থকদের খুনীরা কোন কোর্টে ট্রায়েড হবে?

    ক্যাঙারু .... না তেনারা তারও উর্দ্ধে?
  • PT | 203.110.246.230 | ১৯ মার্চ ২০১০ ১৭:৪৯443653
  • আমি প্রার্থনা করি যেন ২০১১-তে সরকার বদলের পরে নন্দীগ্রামের ঘটনার জন্য দায়ী স-ক-লে-র আইনমাফিক শাস্তি হয়। (যারা নন্দীগ্রামে মাওবাদীদের ডেকে নিয়ে এসে অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল তাদের শুদ্ধু)

    কিন্তু সাঁইবাড়ি নিয়ে কংগ্রেস কেন ৩০ বছর চুপ করে ছিল সেটার উত্তর পেলাম না। তাদের দলে তো সিদ্ধার্থশঙ্কর রায় বা অরুণাভ ঘোষের মত দুঁদে আইনজীবিরা আছেন।
  • Rajdeep | 202.79.203.59 | ১৯ মার্চ ২০১০ ১৭:৫৯443654
  • বিশেষণের ব্যাভারটাও বেশ দারুন

    সাঁইরা বর্ধিষ্ণু কৃষক আর শঙ্কর সামন্ত হল গিয়ে ইত্যাদি ইত্যাদি ..... পসন্দ আপনা আপনা !

    শুধু এইটা বোঝা এক্টু বাকী আছে নন্দীগ্রামে জ্যানাগ্যাণের বিপ্লবীরা সুনীতা মন্ডলের মৃতদেহটা গাছে ঝুলিয়ে কি বিচারের বাণী বর্ষিত করেছিল ; সুনীতা বোধহয় ভুউপ্রক-র কাউকে রেপ করেছিল - এখানেই তো "কে জানি" বলে গেছিল পুরুষও ধর্ষিত হয়
  • PT | 203.110.246.230 | ১৯ মার্চ ২০১০ ১৮:২৩443655
  • নন্দীগ্রামের হত্যার তীব্র নিন্দা করছি। কিন্তু এই বক্ত্যব্যের একটু ব্যাখ্যা প্রয়োজন:

    Till date not a single police official, government bureaucrat or CPI (M) politician involved in the wanton massacre of peasants resisting forcible takeover of their land has been prosecuted

    ১। সুমিত সরকারেরা কিকরে জানলেন যে কোনো দলের রাজনীতিবিদরা ঐ ঘটনার সঙ্গে জড়িত? মানে তাঁরাই দিল্লীতে বসে জেনে গিয়েছেন সবকিছু। তাহলে আর কোর্টে যাওয়ার দরকার কি?

    ২। নন্দীগ্রামে কখনই জমি অধিগ্রহণ করা হয়নি এবং হবেনা বলেও সরকারী ভাবে ঘোষণা করা হয়েছিল। কাজেই forcible takeover কথাটি সম্পুর্ণ মিথ্যা। ঐ ঘটনার আগে বা ঐদিন কেউ অন্তত: জমি দখল করতে যায়নি।

    That no clear judgment has been pronounced on this important issue till now only serves to lower the credibility of our judicial institutions.

    এটার জন্য সিপিএম দায়ী নয় আশা করি!! ভারতে এই প্রথম কেউ বিচার পেতে দেরী হচ্ছে এমনটি নয়।

    চিঠির তারিখ ১৬-ই মার্চ। ইতিমধ্যে তেলেগু দীপকের (এবং কিষেণজীর) কথা অনুযায়ী তারা ঐ ঘটনার আগে থেকেই এবং ঐ দিনও নন্দীগ্রামে উপস্থিত ছিল। সুমিত সরকারেরা সেই প্রসঙ্গে নীরব কেন? যদিও তৃণ-কে মিষ্টি করে গাল দিয়েছেন তাঁরা, মাওবাদীদের সঙ্গে তৃণের যোগাযোগ, অস্ত্রের আদান-প্রদান ইত্যাদি বিষয়গুলি এড়িয়ে নন্দীগ্রাম প্রসঙ্গে তিন বছরবাদে (রাজনৈতিক ভাবে) সৎ মানুষেরা কিছু লিখতে পারেন?
  • aka | 168.26.215.13 | ১৯ মার্চ ২০১০ ১৮:২৪443656
  • ইয়ে মানে আইআইটির ব্যপারটা শেষ হয়ে গেল? যা:।
  • stoic | 160.103.2.224 | ১৯ মার্চ ২০১০ ১৮:৩৯443657
  • আইআইটির আলুচানার জন্য আলাদা টই খুলুন কমরেড, যদি না অলরেডি এগজিস্টিং টই থাকে। এখানে আইআইটি কল্কে পাবে না। যেমন ঐ উচ্চশিক্ষা পিএইচডি ইত্যাদি আলুচানা পেল না। :-)
  • Du | 72.64.103.5 | ১৯ মার্চ ২০১০ ১৯:৫৭443658
  • টু আজকালস ক্রেডিট, ঐ গৌরাঙ্গ সুকুমারের কথা কিন্তু নন্দীগ্রামের সময় আজকাল লিখেছিল - যখন আমরা নন্দীগ্রামে মাওবাদী আছে - এই মর্মে সরকারের কথাকে একেবারেই মানতে রাজি ছিলাম না। আমরা মানে আমিও একটু সন্দই করেছিলাম - এই ভেবে যে তৃণমূলে (পার্টি নয়) নন্দীগ্রামের সাথে যাদের যোগাযোগ তারা যখন না বলছে তাহলে হয়তো মাওবাদীরা নেই। এখন দেখছি তা নয়।
  • Arpan | 216.52.215.232 | ১৯ মার্চ ২০১০ ১৯:৫৯443659
  • গৌরাঙ্গ আর সুকুমার তার আগে কেশপুরেও ছিল। :)
  • SB | 114.31.249.105 | ১৯ মার্চ ২০১০ ২০:১৪443660
  • ইসে, মানে বর্ধমান নিয়ে আলুচনা হচ্ছে আবার শিক্ষা নিয়েও। তাই একটা ঘটনার কথা মনে করিয়ে দিতে সাধ হল। ৭৬ -এ বর্ধমান ইউনিভার্সিটি তে কোন পরীক্ষা হয়নি - বর্ধমান রাজ কলেজে ৭৭ এর ১লা সেপ্টেম্বর ছাত্র শহীদ দিবসে শহীদ বেদীতে মালা দিয়ে পরীক্ষার হলে যায় - প্রথম ৩টি বেঞ্চে প্রশ্নপত্রের সঙ্গে ভোজালি রাখা ছিল - আনোয়ার হোসেন তার প্রতিবাদ জানায় ও উপাচার্যর কাছে অভিযোগ জানায় উপাচার্য এসে টোকাটুকি তে বাধা দেন - পরীক্ষা দিয়ে বেড়নোর পরে রাজ কলেজের পাশে লালদীঘির সামনে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করে তার বস্তাবন্দী দেহ দীঘিতে ভাসিয়ে দেয় - পরের দিন তার দেহ ভেসে ওঠে - ঐ পরীক্ষার ফল বেরনোর পর দেখা যায় আনোয়ার MSC কেমিস্ট্রিতে FirstclassFirst হয়েছে - ঐ সময়ে রাজ কলেজে ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল - আনোয়ার বর্ধমান ইউনিভার্সিটির ছাত্র ছিল।

    সাঁইদের মত সামন্ত প্রভুদের তোল্লা দিয়ে এই সময়টা আরকবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। তাতে চেষ্টাতে কারা মদত দেবেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যপার। তবে তার প্রতিবাদ করা যাবে না নাকি? :O
  • kc | 89.203.49.18 | ১৯ মার্চ ২০১০ ২০:২৭443661
  • সাঁইবাড়ির ঘটনাকে আমার মনে হয় আমাদের চিরাচরিত মব মেন্টালিটির ফল, সেই এক মেন্টালিটি যার ফলে চোর সন্দেহে দুতিনটি লোককে স্রেফ হাত দিয়ে পিটিয়ে মেরে ফেলে লোকেরা, এই আজকের দিনেও। এই সব ঘটনাকে খুঁড়ে বার করে তোল্লা দেওয়াটা একরকমের রাজনৈতিক লুম্পেনবাজী। হ্যাঁ, লুম্পেনবাজীই, কেননা দুবছর আগেও এই ইতিহাস শোনা যায়নি।
  • nyara | 122.167.253.224 | ১৯ মার্চ ২০১০ ২০:৩৩443663
  • আমি একমত কেসির এবং অন্যান্যদের সঙ্গে। রাজনৈতিক ফয়দা তুলতে সাঁইবাড়িকে কবর থেকে বের করা হচ্ছে। আমি অন্তত: আগে সাঁইবাড়ির নাম শুনিনি।

    কিন্তু এও জানতে চাই সাঁইবাড়ি শুনলেই সিপিয়েমের লোকেদের নি-জার্ক রিয়্যাকশন হচ্ছে কেন। যদি সত্যি কিছু না থাকে তো, let process take its own course। সিপিয়েমিদের কথাবার্তায় মনে হয় ডালে কিছু কালো আছে। হাসিম আব্দুল হালিমকে পর্যন্ত আত্মপক্ষ সমর্থনে অপ-এড লিখতে হচ্ছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন