এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৮৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ১৮:১৬443531
  • হয়ত ঠিক। কিন্তু যা দেখি তার সাথে মেলে না।

    সেই প্রসঙ্গেই এসে যায় কেন তাহলে টাটাকে প:ব:য়ে বিজনেস করে প্রফিট করার জন্য ইন্সেটিভ দিতে হল? তাহলে কি হেবি কর্পোরেট ট্যাক্স শুনতেই ভাল লাগে? আসলে যার কাছে টাকা আছে তাকে বিজনেস করতে বললে তাকে ছাড় দিতে হবে?

    মূল প্রশ্ন ছিল ঐ সাত দফা শিল্প সম্পর্কিত নীতির মধ্যে টাটা এবং ন্যানো কোথায় পড়বে?
  • SB | 114.31.249.105 | ১৭ মার্চ ২০১০ ১৮:১৭443532
  • শেষেরটা কোনটা?অবসীন লেভেলে প্রফিট করতে না দেওয়াটা নিয়ে?

    সে কেউ অবসীন প্রফিট ওয়ালাদের বেতনভূক হয়, তাকে তো এর বিরোধিতা করতেই হবে, না হলে তাকেই বলতে হয় "খামু কী?"
  • Arijit | 121.242.15.238 | ১৭ মার্চ ২০১০ ১৮:১৯443534
  • সে আমরা মোটামুটি সবাই অবসীন প্রফিটওয়ালাদের বেতনভুক।
  • SB | 114.31.249.105 | ১৭ মার্চ ২০১০ ১৮:১৯443533
  • সেকি! মূল প্রশ্ন তো কাল শুনলাম সিপিএমের কোন অর্থনৈতিক নীতি নেই - এই হাইপথেসিস ট্রু না ফল্‌স।
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ১৮:২২443535
  • না ভুল। বলেছিলাম বোঝা যায় না। কারণ বামপন্থী অর্থনীতির সাথে টাটা, সিঙ্গুর, শিল্প, সেইজন্য বিগ কর্পোরেশনকে বিরাট ট্যাক্সো ছাড় এগুলো মেলে না।
  • SB | 114.31.249.105 | ১৭ মার্চ ২০১০ ১৮:৩২443536
  • অরিজিৎ, কি মুস্কিল, তোমাকে কি অবসীন প্রফিটওয়ালা বেতন দিচ্ছে অবসীন প্রফিটের গুণকীর্তন করতে?

    তুমি যে বাজারপন্থিদের কথা বল্লে, তাদের কিন্তু ওই জন্যেই দিচ্ছে। অবশ্য ব্যপারটা এতটা ক্লিয়ারলি ওনাদের জব ডেস্ক্রিপশনে লেখা নেই।

    aka, মেলে না তো ....
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ১৮:৩৪443537
  • কেন?
  • Arpan | 204.138.240.254 | ১৭ মার্চ ২০১০ ১৮:৩৯443538
  • এইবার পিটিবাবু বলবেন দিল্লিতে পরিবর্তন না আনলে এই অসামঞ্জস্য ঘুচবে না। বেশ, তো, দিল্লিতে পরিবর্তনটা কীভাবে আসবে? লোকে ভোট দিয়ে বামপন্থী জনপ্রতিনিধিদের সংসদে পাঠালেও তাঁরা সরকারে যাবেন না, শাসক দল সংখ্যালঘু হলেও। তালে জ্যানাগ্যান ভোট দেবেই বা কেন?
  • SB | 114.31.249.105 | ১৭ মার্চ ২০১০ ১৮:৪০443539
  • কারণ বামপন্থী সরকার নয়। একটা বাজারপন্থী উদারপন্থী রাষ্ট্রকাঠামোর মধ্যে অঙ্গরাজ্য ইত্যাদি ... এসব ব্যপার তো কবেই পচে গিয়ে কাগজের ঠোঙ্গা হয়ে গেছে ....
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ১৮:৪৫443541
  • তাইলে আর একটু প্রশ্ন। ধরা যাক স্টেটের মানে দেশের হর্তাকর্তাও হল বামপন্থী সরকার। হেবি কর্পোরেট ট্যাক্স বসানো হল। টাটা তখন চীনের কোন জায়গায় প্রোডাকশন নিয়ে গেল। কারণ সেটা টাটার কাছে চীপার। কি করে আটকাবেন?
  • SB | 114.31.249.105 | ১৭ মার্চ ২০১০ ১৮:৪৬443542
  • অর্পণ, লোকে ভোট দিয়ে বামপন্থী জনপ্রতিনিধিদের সংসদে মেজরিটি করে দিক ;-)

    পাঠানোর পরে তো বাইরে থেকে সাপোর্ট করেছিলেন তারা। একটা কমন মিনিমাম প্রোগরাম করা হয়েছিল। সরকার সেটা ইমপ্লিমেন্ট করে নি। অনেকগুলো সাজেশন দেওয়া হয়েছিল, কালকে লিং দিলাম, সেগুলোও শোনেনি।

    সরকারে যোগ দিলেই সব শুনে ফেলতো, তার গ্র্যান্টি?

    তারপর যখন পিনাকীরা চেচাতো, সরকারে গিয়েও কিস্যু করতে পারলো না, ঢপের বামপন্থী, তখন, সেই রিস্ক কেউ নেয় ? :)
  • SB | 114.31.249.105 | ১৭ মার্চ ২০১০ ১৮:৪৯443544
  • ................. টাটা কি কম পড়িয়াছে? ;-)
  • SB | 114.31.249.105 | ১৭ মার্চ ২০১০ ১৮:৪৯443543
  • কি সোজা কি সোজা!! :)

    টাটাকে বলে দেওয়া হবে, যেখানে বাজার এই দেশের, এখানেই প্রোডাকশন করতে হবে না হলে অন্য কাউকে বলছি এখানে বাজারে খেলে বেড়াতে। নচেৎ টাটা তুমি চীনেই প্রোডিউস কর, ওখানে বেচ!
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ১৮:৫৬443545
  • টাটা কমই পড়িবে। টাটা বিজনেস বন্ধ করে দেবে। ঠিক যে কারণে গুজরাটে যাওয়া আটকানো যায় নি সেই একই কারণে চীনে যাওয়া আটকানো যাবে না। মোদ্দা কথা ক্যাপিটাল তখনই ইনভেস্টেড হবে যখন তার থেকে প্রফিট করা যাবে। তাই চীনকেও বাজার খুলতে হয়েছে। অন্যরকম কোন এভিডেন্স থাকলে দেখান। ভারতের বাজার ৬০-৭০-৮০ র দশকে যেমন ছিল তেমন হবে। এই আমাদের মানে যারা অবসীন প্রফিট মেকিং কোম্পানির বেতনভূক ও যারা কোম্পানির অবসীন প্রফিট মেক করার জন্য শোষিত হই ও শোষণ করি তাদের গাড়ি বাড়ির ফুটুনি বন্ধ হবে। এইসব আর কি।
  • Arpan | 204.138.240.254 | ১৭ মার্চ ২০১০ ১৮:৫৮443546
  • ধুস! তালে তো আউটসোর্সড সব কাজ এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে।

    আর বামপন্থীরা দরাদরি করে কিছু গুরুত্বপূর্ণ পদ তো নিতে পারতেন (রেল বলছি না :-)) যেখানে পলিসি ইমপ্লিমেন্টেশনের সুযোগ না থাকলেও চেষ্টা থাকত। সেইটা না করে বাইরে থেকে শিক্ষকমশায়ের ভূমিকা পালন করলে তাকে সুবিধাবাদী অবস্থান বলে। ম্যাঙ্গো পাব্লিকেরা অন্তত তাই বলে। পিনাকিদের মতন অরেঞ্জ পাব্লিকদের কথা বলছি না। :-)
  • Arpan | 204.138.240.254 | ১৭ মার্চ ২০১০ ১৯:০৪443547
  • কমরেড! ডেটা দ্যান। ডেটা।

    ভারতে কি টাটাবাবুদের জন্য বড় বেশি রিগ্রেসিভ ট্যাক্ষো? বাকি দুনিয়ার সাপেক্ষে?
  • SB | 114.31.249.105 | ১৭ মার্চ ২০১০ ১৯:০৫443548
  • মানে টাটারাই ভগমান, তাই তো? টাটারা না থাকলে কেস কেলো, জীবন বৃথা, ফুটানি বন্ধ ইত্যাদি। বোঝা গেল।

    ল্যাদ লাগছে, কাজও আছে। পরে কোনদিন কন্টিনিউ করা যাবে, যদি না এর মধ্যে ফুটকি জলবৎ তরলং করে দেন আবার।

    তবে কি, টাটার গাড়ি তো আর টাটা করে না, আপনি আপনারা আমরাই করি, টাটার শুধুই ইনভেস্ট করার মত ক্যাপিটাল আছে এই যা, বাকিটা ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন :)
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ১৯:০৬443549
  • আসলে এইসব বলতে হয় খাতায় কলমে নইলে কংগ্রেস আর সিপিএমে পার্থক্য কি হল।

    করতে হলে ঐ টাটাকে ট্যাক্সো ছাড়, সিঙ্গুর ইত্যাদি ইত্যাদি। কারণ তার বাইরে অপশন নাই।

    আর আরও একটা রিয়ালাইজেশন হল সেটা হচ্ছে রাজ্যে বামপন্থী সরকার বলে কিছু হয় না। ওটা সোনার পাথরবাটি। তারমানে রাজ্যের ক্ষেত্রে রাজ্যবাসীর ঐ বামপন্থী যুক্তি ইত্যাদি ভুলে শুধু এফিশিয়েন্সি দেখে ভোট দেওয়া উচিত। অমুক 'মালকেষ্ট' নিওকন কি বলেছে ওকে দলে নেব না জাতীয় মন্তব্যগুলো যাস্ট বালখিল্য পনা। কারণ দিনের শেষে দায়ে পড়লে বামপন্থী সরকারও কর্পোরেটকে ট্যাক্সো ছাড় দেয়। ইহাই সত্য যদিও দেওয়াল লিখন নয়। :)

    সত্যি বামপন্থীরা স্টেটে ক্ষমতায় এলে সেক্টর ফাইভ উঠে যাবে?
  • SB | 114.31.249.105 | ১৭ মার্চ ২০১০ ১৯:১০443550
  • মাদারহুড স্টেটমেন্টের কোন উত্তর হয়না :) কাটিয়ে দিলাম!
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ১৯:২৪443552
  • এসবি,

    না টাটা ভগবান নয়। কিন্তু টাটার কাছে ক্যাপিটাল আছে। ঐ শ্রম, বিমূর্ত শ্রমের ভাবনা চিন্তার প্র্যাকটিস করে তো এই হাল। শুধু সফটওয়ার ধরলেই যেকোন আমেরিকান ক্লায়েন্ট কলকাতায় কাজ দিতে চায় না। শ্রম ও অধিকারের দাবীতে করা আমাদের বন্ধ ও ওয়ার্ক কালচারের জন্য। কলকতা হলেই ক্লায়েন্ট মাথা নাড়ে। পিরিয়ড। এটা অনুভব করেছি তাই বলছি। :))। টাটার কাছে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল ভগবান, সে আপনার ভাল লাগুক না লাগুক দীর্ঘ বামপন্থী আন্দোলন, পলিটিক্স এর বাইরে কিছু দিতে পারে নি।

    দেশের উন্নতির জন্য জিডিপি বাড়াতে হয়। সেইজন্যই শিল্প, দেশের দরজা খোলা। কিন্তু সেটাই যথেষ্ট নয়। জিডিপি নেসেসারি কিন্তু সাফিশিয়েন্ট নয়। সেইখানেই সরকারের ভূমিকা। সেই জিডিপি সাধারণ মানুষের কাজে কিভাবে লাগানো যায়। সেখানেই সরকারী স্পেন্ডিং এবং সরকারী এফিশিয়েন্সি। সেইজন্যই একশদিনের কাজ, মিড ডে মিল ইত্যাদি। শুধুই ক্যাপিটাল ও অবসীন প্রফিটের শূন্য রেটরিক থেকে বেরনোর সময় হয়েছে। ওতে কারুর কোন লাভ হয় নি। প:ব: দুইয়েই চরম ব্যর্থ। না তো শিল্প টানা গেছে না গভর্ণমেন্ট স্পেণ্ডিং হয়েছে। প্রথমটার মূল কারণ চিরন্তন বামপন্থী আইডিওলজির কনফিউশন আর দ্বিতীয়টার মূল কারণ ইন-এফিশিয়েন্সি।

    এর পরেও 'নিওকন মালকেষ্ট' বললে বা 'উন্মুক্ত অর্থনীতি' কে গালি দিলে তা মাদারহুড স্টেটমেন্ট বলেও মনে হয় না। বাজারকে গালি দিন কিন্তু ততটাই যতটা বাজারের প্রাপ্য ঐতিহাসিক ভাবে। কারণ হাতে বিকল্প কিছু নেই।

    এরপরে ফুটকিকে বলুন সরল করে বুঝিয়ে দিতে, বুঝে নেব। :)
  • nyara | 203.83.248.37 | ১৭ মার্চ ২০১০ ১৯:৪৪443553
  • একটা বেসিক প্রশ্ন করি -

    ট্যাক্সেশনের ইকনমিক অবজেক্টিভ/মোটিভেশন কী?

    একটা কূট প্রশ্ন করি -

    অবসীন প্রফিট কাকে বলে? কে, কীভাবে ঠিক করে?
  • a x | 99.165.171.34 | ১৭ মার্চ ২০১০ ২০:০২443554
  • মাদারহুড স্টেটমেন্ট মানে কি?
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ২০:০৭443555
  • আমি জানি না কপি করেছি। :)) ওটা দুটো '' মধ্যে পড়তে হবে।
  • Arpan | 112.133.206.20 | ১৭ মার্চ ২০১০ ২০:১৮443556
  • ওটা আমকে বলা হল না? : o
  • Arpan | 122.252.231.12 | ১৭ মার্চ ২০১০ ২০:১৯443557
  • * আমাকে
  • a x | 99.165.171.34 | ১৭ মার্চ ২০১০ ২০:২১443558
  • ধুর কাকে বলল তাও জানেনা, কি বলল তাও জানেনা।
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ২০:২২443559
  • একি তাই নাকি? :( ভাবলাম বেশ একটা জোশ আসবে লেখায় তাই লিকে দিলুম। যাকগে। :)
  • stoic | 160.103.2.224 | ১৭ মার্চ ২০১০ ২০:৩২443560
  • প্রফিটের আবার সীন অবসীন হয় নাকি ?
    মানে জানতে চাইছি আর কি।
    :-)
  • kd | 59.93.254.112 | ১৭ মার্চ ২০১০ ২০:৪০443561
  • আরে এ তো সোজা! আমার কাছে আমি যে প্রফিট করি সেটা সীন, অন্যেরা যেটা করে তা অবসীন।
  • stoic | 160.103.2.224 | ১৭ মার্চ ২০১০ ২০:৪২443563
  • বুইলাম। আল্টিমেটলি সবই রিলেটিভিটি। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন