এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৭৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 122.172.84.33 | ১৭ মার্চ ২০১০ ২২:৪১443564
  • প্রথম স্টেটমেন্ট সিপিএমের কোন অর্থনৈতিক নীতি নেই।
    উত্তর পাওয়ার পর এটা ঠিক নয় ওটা ভুল। ব্যাখা দেওয়ার পর তাহলে টাটা কে কেন ডাকা হচ্ছিল পশ্চিমবঙ্গে, সিপিম আর কংগ্রেসের কি তফাত, সুতরাং সিপিএম বাজে পচা। এটা কমরেড অনেক বার আগেই বলেছেন।
    সকল ব্যাখার পর এই পূর্বনির্ধারিত কনক্লুসেন এর কি দরকার :)
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ২২:৪৪443565
  • বিবি ঐ প্রথম স্টেটমেন্টটা কোথায় কবে কে বলেছে দেখিয়ে দিন।
  • Sibu | 66.102.14.1 | ১৭ মার্চ ২০১০ ২৩:২৬443566
  • একটা অন্য সীনারিও ভাবা যাক।

    ধরা যাক টাটা প্রোডাকশন চীনে নিয়ে গেল। সেখানে গাড়ী বানাতে + ইমপোর্ট করতে প্রতি গাড়ি ৫,০০০ ডলার খরচ পড়ল। ধরা যাক শ্রম আইন মেনে, প্রপার মজুরী দিয়ে সেটা ভারতে করতে ১০,০০০ ডলার খরচ পরবে। এখন ভারত সরকার বলল প্রতিগাড়ী আমদানি করতে ৪৫০০ ডলার ট্যাক্স দিতে হবে। আর গাড়ী ৯৬০০ ড্‌লারের বেশী দামে বেচতে পারবে না। টাটার সেটা করার ইনসেনটিভ আছে, প্রতি গাড়ী ১০০ টাকা লাভ। আবার সরকারও ঐ ৪৫০০ টাকা দিয়ে ওয়েলফেয়ার স্টেট চালাতে পারবে।

    এই সীনারিও অন্তত: একটা ক্ষেত্রে ঘটে। ওষুধ কোম্পানীরা আম্রিকাতে অনেক বেশী দামে ওষুধ বেচে। আবার অন্য দেশে ঐ একই ওষুধ অনেক সস্তায় তারা বিক্কিরি করে। যতক্ষণ কিছুটা লাভ আছে, ততক্ষণ বিক্কিরি করতে না চাওয়ায় কোনো লাভ নেই।

    এখন এরকম একটা কান্ড করলে ব্যালান্স অফ পেমেন্টের কি দশা হবে সেটা অন্য কথা। তবে এরকম ব্যাপার না করেও আম্রিকার ব্যালান্স অফ পেমেন্টের অবস্থা খুব ভাল না।
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১০ ২৩:৪২443567
  • শিবুদা, ভারতের মতন বড় দেশ, এই এত লোককে নিয়ে ওয়েলফেয়ার স্টেট চালাতে গেলে শুধু ঐ ট্যাক্সো রেভিনিউ দিয়ে হবে কি?

    তবে হ্যাঁ দরজা খোলার একটা লিমিট আছে। এই যেমন বিদেশী ইউনির জন্য দরজা খোলার কি মাথা মুণ্ডু কিছুই বোঝা গেল না।

    যাহোক এসো ভাটাই, কিছু করে দেখাই। এই তক্কাতক্কি করে কি লাভ। খামোকা ব্লাড প্রেসার বাড়ে। :))

  • . | 115.117.245.101 | ১৭ মার্চ ২০১০ ২৩:৫৫443568
  • motherhood statements মানে sweeping statements, over generalization
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১০ ১১:০৭443569
  • যাঁরা স্ট্যাট পছন্দ করেন, তাঁদের জন্য:

    While 18% of urban India ...defecated in the open...., the percentage was as high as 69% in rural parts of the country.....
    ....That's more than half the Indian population (54%)
    http://timesofindia.indiatimes.com/india/Every-day-11bn-people-poo-without-a-loo/articleshow/5691884.cms


    এইবার এই সংখ্যাতত্বের ভেতর থেকে প:বঙ্গের সঙ্গে গুজরাট আর তামিলনাড়ুর ""আকাশের নিচে হাগত মানুষের"" সংখ্যার একটা তুলনামূলক আলোচনা করা যেতে পারে।

  • Arpan | 204.138.240.254 | ১৮ মার্চ ২০১০ ১১:১০443570
  • সেই তুলনামূলক ডেটা কই? নাকি তাঙ্কিÄক আর বৌদ্ধিক লেভেলে আলুচানা হবে?
  • saikat | 202.54.74.119 | ১৮ মার্চ ২০১০ ১১:১৩443571
  • আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, জ্ঞানপিপাসা চরিতার্থ করার জন্য। এই যে প্রোগ্রেসিভ ট্যাক্স রেজিম, তার সাথে কি আসন্ন ফাইনান্স বিল ও ডাইরেক্ট ট্যাক্স কোডের কোন মিল আছে?
  • . | 125.18.104.1 | ১৮ মার্চ ২০১০ ১২:১৩443572
  • ধুস, বালের মত তক্কো হচ্চে।

    ডি এস টির সম্পক্কে কিছু জানি না। ইনকাম ট্যাক্স ও কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন সর্বত্র হয়, ভারতেও হয়। স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে ইনকাম স্ল্যাব সবই এই স্ট্রাকচারের এলিমেন্ট। ভারতে সমস্যা হল ডায়রেক্ট ট্যাক্স এবং ইনডায়েরেক্ট ট্যাক্সের রেশিও। স্বাধীনতার পরে এই প্রথম গত বছর মনে হয় ১:১ রেশিও হয়েছে। নইলে সবসময় এই অনুপাত একের কম থাকে। এইবারের ফাইনান্স বিলে হিসেব করে দেখুন অনুপাতটা কি দাঁড়িয়েছে গত বছরের তুলনায়। তার থেকে সিদ্ধান্তে আসুন মালটা কোথায় যাচ্ছে।

    ডি: "মাতৃত্ব বক্তব্যের" ব্যাখ্যাকারী আমি নহি।
  • . | 125.18.104.1 | ১৮ মার্চ ২০১০ ১২:২৮443574
  • 7. Provide maximum relief from taxation to workers, peasants and artisans; introduce graded tax in agriculture, industry and trade; and effectively implement a price policy in the interest of the common people.

    আর একটা কথা ছিল। প্রোগ্রেসিভ ট্যাক্সেশন মানেই কেবল কর্পোরেট ট্যাক্স বাড়িয়ে দেওয়া নয়। উপরের স্টেটমেন্টেও কর্পোরেট ট্যাক্স বাড়ানোর ব্যাপারে কিছু দেখতে পাচ্ছি না। গরীবের ঘাড়ে কম ট্যাক্স আর বড়লোকের ঘাড়ে বেশি ট্যাক্স মানে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন। তার একটি উপায় হল ডায়রেক্ট ট্যাক্স ও ইনডায়রেক্ট ট্যাক্সের রেশিও বাড়ানো। (আর কতবার বলব!!!!)

    এটা অজস্র উপায়ে করা যায়। সরকারের কাছে হাজাররকমের ফিস্কাল ইনস্ট্রুমেন্ট আছে, যা সম্পর্কে প্রচুর খুঁটিনাটি না জেনে আলপটকা তর্ক করে যাওয়ার কোনো মানেই হয় না। উপরে যেটা বলা হয়েছে সেটা গাইডিং প্রিন্সিপল। কতটা কর্পোরেট ট্যাক্স, কত ট্যাক্স হলিডে, কতটা সেস, কতটা এফবিটি ইত্যাদি হাজার রকমের প্রশ্ন আছে যা সম্পর্কে এখানে কেউই ওয়াকিবহাল নয়। কাজেই চেপে গেলে সময় বাঁচবে।
  • Arpan | 216.52.215.232 | ১৮ মার্চ ২০১০ ১২:৪৪443575
  • স্যার, আমার কোচ্চেনটা? (মুডে থাকলে)
  • . | 125.18.104.1 | ১৮ মার্চ ২০১০ ১৩:১৩443576
  • আপার স্ল্যাবে ইনকাম ট্যাক্স মনে হয় না কেউই বাড়াবে। কারণ ইনকাম ট্যাক্স রেট বাড়ার সাথে ট্যাক্স অ্যাভয়ডেন্স/ ট্যাক্স ইভেশনের সম্পর্ক আছে। সেল্‌স ট্যাক্স/এক্সসাইজ ডিউটি কমানো বাড়ানো নিয়ে ডিসিশন নিতে হলে দেখতে হবে নির্ভর করে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড এবং প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের উপর। যদি ডিমান্ড প্রাইস ইনইলাস্টিক হয়, অর্থাৎ দাম বাড়াকমার সাথে চাহিদা বিশেষ কমে বাড়ে না, সেক্ষেত্রে ট্যাক্স বাড়ার যাবতীয় হ্যাপা পোহাতে হয় উপভোক্তাকে (যথা: পেট্রল)। যদি সাপ্লাই প্রাইস ইনইলাস্টিক হয়, অর্থাৎ দাম যতই বাড়ুক বা কমুক, জোগান একই থাকে, সেক্ষেত্রে বাড়তি ট্যাক্সের বোঝা থাকে উৎপাদকের উপর। এর পরের প্রশ্ন উৎপাদক কে? চাপটা বড় কোম্পানির উপর পড়ছে নাকি ক্ষুদ্র কৃষকের উপর পড়ছে। চাহিদার ক্ষেত্রে সাধারণত: যে সমস্ত জিনিষের চাহিদা প্রাইস ইনইলাস্টিক সে সব জিনিষ গরীবের ভাজের সিংহভাগ অধিকার করে থাকে যথা চাল, নুন, আটা ইত্যাদি। অতএব শুধু বাড়ানো কমানো দেখলে চলবে না। কোন কোন জিনিষে কেন বাড়ানো কমানো হচ্ছে দেখতে হবে।
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১০ ১৮:০৪443577
  • স্ট্যাট, ইঞ্জিনিয়ারিং এবং মেরিট:
    IIT-JEE ২০০৯-এর রেজাল্টের ভিত্তিতে:

    Statewise success rate
    ১। (% of qualified candidates)
    ১ থেকে ১০-এর তালিকা:
    রাজস্থান (৫.১৫), গোয়া, অন্ধ্র, মহা, কর্ণা, মধ্যপ:, চন্ডি, দিল্লী, প:ব:, তামিল (২.৬৬)

    ২। (absolute number of qualified candidtes)
    ১ থেকে ১০-এর তালিকা:
    রাজস্থান (১৮৯৮), অন্ধ্র, উ:প:, দিল্লী, মহা, মধ্যপ:, ঝাড়খন্ড, হরিয়ানা, প:ব:, পাঞ্জাব (২৫৮)......
    তামিলনাড়ু ১২ নম্বরে।

    সিদ্ধান্ত:
    ১। ১২ ক্লাশের পরে সবচাইতে ভাল উচ্চশিক্ষা রাজস্থান ও গোয়াতে দেওয়া হয়। (% success rate-এর্ভিত্তিতে)
    ২। ভারতের সবচাইতে মেধাবী ছাত্ররা রাজস্থান ও অন্ধ্রে থাকে। (absolute number-এর ভিত্তিতে)
    ৩। তালিকার আরো নীচের রাজ্যগুলোকে বাদ দিলে ভারতবর্ষের সব চাইতে কম মেধাবী ছাত্ররা প:বঙ্গে এবং তামিলনাড়ুতে থকে।

    স্ট্যাট এমনই বস্তু ....... বুঝ লোক যে জান সন্ধান!!
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১০ ১৮:০৬443578
  • *candidates
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১০ ১৮:০৭443579
  • *এর ভিত্তিতে
    *থাকে
  • aka | 168.26.215.13 | ১৮ মার্চ ২০১০ ১৮:১২443580
  • রাজস্থানে কোট্টাকল (এই নামই তো) থেকে যারা পড়ে তারা কি রাজস্থান থেকে পরীক্ষায় বসে? শুনেছি ওখানে পড়লেই বলে বলে আইআইটি।

    আবার স্ট্যাট নিয়ে পড়লেন কেন? চারটে গাছে কাক বসল তারমধ্যে তিনটে গাছ থেকে তাল পড়ল মানে গাছে কাক বসলে তাল পড়ার সম্ভাবনা ৩/৪ - এ যে অংক কষছে তার দোষ।

    স্ট্যাটিসটিক্স কথাটির দুই অর্থ - এক, সংখ্যা যা আপনি দিলেন, দুই, রাশিবিজ্ঞান যা দিয়ে ঐ সংখ্যার ব্যাখ্যা করা হয়, সেটা স্পেশালাইজড জব, না জানলে না করাই ভাল।
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১০ ১৮:২১443581
  • স্ট্যাট আমার তৈরি নয়। পন্ডিতেরা বানিয়েছেন। আমি এটা এখানে দিলাম এইজন্য যে কে যেন একজন লিখেছিলেন এই টই তে যে ভারতের একনম্বর মেধাবীরা নাকি ইঞ্জিনিয়ারিং পড়তে আসে।
  • aka | 168.26.215.13 | ১৮ মার্চ ২০১০ ১৮:৩০443582
  • সেটা তো সত্যি খানিকটা। যা পড়লে চাকরি পাওয়ার সুযোগ বেশি তাই লোকে পড়বে। ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি বেশি তাই তো লোকে পড়তে যায়। কিছু পেছন পক্ক এই বাজারেও জেনারাল লাইনে পছন্দের বিষয় পড়তে যায়। তাদের মধ্যে অনেকেই পরবর্তীকালে বেশ ভাল করে। আবার প্রথমদিকে বিশেষ ভাল ছিল না কিন্তু পরের দিকে খুব ভাল করেছে এও দেখেছি। কে কখন ভাল হয়ে যায় বলা যায় না। কিন্তু সেগুলো উদাহরণমাত্র।

    উচ্চমাধ্যমিকের প্রথম দিকের ৫০০-১০০০ জনের বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল পড়তে যায়। এই নিয়ে কোন সন্দেহ নেই। এবারে তাদেরই ভাল বলবেন কিনা সেই নিয়ে বৌদ্ধিক লেভেলে তক্কো করাই যায়। কিন্তু ভাল ছাত্র মাপার এর থেকে ভাল উপায় এখনো বের হয় নি।
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১০ ১৮:৩৫443583
  • তাহলে তো ঝামেলা মিটেই গেল। রাজস্থানী আর তেলেগুরাই ভারতের সবচাইতে মেধাবী ছাত্র!!
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১০ ১৮:৩৯443585
  • ..... এবং বাঙালী আর তামিলরা সবচাইতে অগা!!
  • aka | 168.26.215.13 | ১৮ মার্চ ২০১০ ১৮:৪৪443586
  • আরে না ওটা মনে হয় আইআইটি আর সর্ভভারতীয় জয়েন্টের স্ট্যাট। আইআইটিতে প:ব:য়ের ছেলেমেয়েরা বহুদিন কিছু করে দেখাতে পারে নি তার কারণ সিলেবাস মিসম্যাচ। এখন নাকি সিলেবাস চেঞ্জ হয়েছে। কতটা কি হয়েছে জানি না। কিন্তু তারপরেও ট্রেনিং লাগে। এগুলো তো এলিমিনেশন টেস্ট শুধু প্রতিভা দিয়ে প্রতিযোগীতায় টিকে থাকা যায় না। প্রপার ট্রেনিং না পেলে চাপ আছে। প:ব:য়ে আইআইটির ট্রেনিং খুব ভাল হয় না মনে হয়।

    আপনি পারলে এই ডেটা দেখুন প্রতিবছর উচ্চমাধ্যমিক মেধা তালিকায় যারা প্রথমদিকে থাকে তারা কি পড়তে যায়। আমার অভিজ্ঞতা বলে বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল পড়তে যায়। খুব অল্প আইআইটি যায়। আরও অল্প জেনারাল লাইনে যায়। ঐ স্ট্যাট দিয়ে কিছু বোঝা যাচ্ছে না।

    অনেকে জেনারাল লাইনে পড়তে ঢোকে কিন্তু পরের বছরেই জয়েন্ট/আইআইটি দিয়ে বেরিয়ে যায়।
  • Arijit | 121.242.15.238 | ১৮ মার্চ ২০১০ ১৮:৪৮443587
  • কোশ্চেন: ভারতে কেন ইঞ্জিনিয়ারিং/মেডিকেলের জন্যে আলাদা এনট্রান্স হয় - এস্পেশ্যালি এরকম একটা ওয়ান-অফ্‌ টেস্ট? এরকম আর কোথায় কোথায় হয় (উন্নত দেশগুলোর মধ্যে)?

    আম্রিকায় SAT হয় জানি।
    বিলেতে কিসু হয় না - এ-লেভেলের রেজাল্টের ওপর ডিপেন করে।
  • Arijit | 121.242.15.238 | ১৮ মার্চ ২০১০ ১৮:৫০443589
  • আজ্জোর লাস্ট লাইনটা ঠিক - কিন্তু সেটা মেধাবী বলে নাকি ইঞ্জিনিয়ারিং লাইন তুলনামূলকভাবে সুরক্ষিত বলে?
  • aka | 168.26.215.13 | ১৮ মার্চ ২০১০ ১৮:৫০443588
  • *সর্ব
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১০ ১৮:৫২443590
  • তাহলে আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে সুযোগ পাওয়া আর মেধার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই?
  • Arpan | 112.133.206.20 | ১৮ মার্চ ২০১০ ১৮:৫৩443591
  • প: বঙ্গ থেকে আইআইটিতে কম পায় তার কারণ ওই সিলেবাস মিসম্যাচ। আজ্জো একদম ঠিক বলেছে।
  • aka | 168.26.215.13 | ১৮ মার্চ ২০১০ ১৮:৫৯443592
  • বেশি সুরক্ষিত বলে। কিন্তু তাও মেধাবীরাই ইঞ্জিনিয়ারিং পড়তে যায় এই স্টেটমেন্টটা ঠিক।

    আমার নিজস্ব অভিজ্ঞতা হল যারা ফিজিক্স বা অংক বা কেমিস্ট্রী ভালবাসে তারাই ইঞ্জিনিয়ারিংয়ে ভাল করে। জেনারাল লাইনে একে তো সময় প্রচূর লাগে তার ওপর প্রচূর অনিশ্চয়তা। ইঞ্জিনিয়ারিং পড়লেই চার বছর পরে চাকরি। এই নিশ্চয়তার জন্যই অনেকে যারা ইকনমিক্স বা ইংরিজি পড়লেও ভাল করত তারাও ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে। কারণ যাই হোক মেধা তালিকার প্রথম দিকের ছেলেমেয়েরা ওদিকেই যায়। খুব কম সংখ্যক আইএসআইতেও যায়।

    পিটি, আছে তো, মেধা না থাকলে ট্রেনিং দিয়েও ঐ টেস্ট উতরানো সম্ভব নয়। কিন্তু শুধুই মেধা নয়, তার সাথে ট্রেনিংও লাগে।
  • PT | 203.110.246.230 | ১৮ মার্চ ২০১০ ১৯:০৪443593
  • হিমাচল প্রদেশ, কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ুতেও সিলেবাস মিসম্যাচ?
  • aka | 168.26.215.13 | ১৮ মার্চ ২০১০ ১৯:১১443594
  • শুধু এই ডেটা দিয়ে বোঝা যাচ্ছে (ইন্টিউটিভলি) যে রাজ্যগুলোর মধ্যে আইআইটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট ভ্যারিয়েশন আছে। কারণ কি জানতে হলে ফিল্ড স্টাডি করতে হবে। দুম করে সিদ্ধান্ত টেনে দিলে হবে না। প:ব:য়ের ক্ষেত্রে সিলেবাস একটা সমস্যা ছিল বহুদিন। এবারে তামিলনাড়ুর ক্ষেত্রে হয়ত অন্য কিছু। যেমন রাজস্থানের ক্ষেত্রে হয়ত এক কোট্টাকলই সংখ্যাটাকে বাড়িয়ে দিচ্ছে। ওখানে তো আইআইটি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রী রয়েছে, বিরাট রেভিনিউ।
  • Arpan | 122.252.231.12 | ১৮ মার্চ ২০১০ ১৯:১৫443596
  • বাকি স্টেটে কী হয় আমি কী করে জানব! আমি কি প্রতীচী ট্রাস্টের মেম্বার? প:বঙ্গেরটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন