এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ২১৭২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rajdeep | 202.79.203.59 | ০৯ মার্চ ২০১০ ১৩:১৩445165
  • "লুপে্‌মন" কখন বলল ? বললে প্রতিবাদ করতাম ;-)

  • Blank | 170.153.65.102 | ০৯ মার্চ ২০১০ ১৩:১৮445166
  • না বল্লে পতিবাদ কর্তুম
  • lcm | 69.236.183.240 | ০৯ মার্চ ২০১০ ১৩:২৪445167
  • সে যাই বলো, মমতা ভালো। বুদ্ধদেব ভালো মানুষ। মনমোহনজী, সোনিয়া, প্রকাশ, বাজপেয়ী -- এরা সকলেই খুব ভালো মানুষ। সক্রিয় রাজনীতি যারা করেন, তাদের অনেকেই ভালো।
  • Rajdeep | 202.79.203.59 | ০৯ মার্চ ২০১০ ১৩:৩৩445168
  • সেই ভালো; ল সা গুলিয়ে দাও সব
  • lcm | 69.236.183.240 | ০৯ মার্চ ২০১০ ১৩:৩৫445169
  • এই সবসময় রাজনীতির লোকজনের প্রতি বিদ্বেষ ভালো নয়। জন্মে থেকে দেখে আসছি সবার খুব রাগ পলিটিশিয়ানদের ওপর। সমস্ত ক্ষোভ, হতাশা উগরে দেয় মানুষ এদের ওপর। .... সব কটাকে দাঁড় করিয়ে গুলি করে মারতে হয়.... - এমনও লোকজনকে বলতে শুনেছি। সিনেমা, গান, মিছিল সর্বত্র এদের বিরুদ্ধে ক্ষোভ, বিষোদগার। এনারাও তো মানুষ!
  • lcm | 69.236.183.240 | ০৯ মার্চ ২০১০ ১৩:৩৯445170
  • জন্মে থেকেই যেন একটা ফিঙ্গার পয়েন্ট করে আছে সবাই এদের দিকে। যত ব্যর্থতার দায় এদের। দেশের ১১০ কোটি জনসংখ্যার বোধহয় ৫% মানুষও পেশাগত ভাবে হোলটাইমার রাজনীতি করেন না। কিন্তু, বাকি ৯৫% একেবারে বন্দুক বাগিয়ে আছেন এদের দিকে।
  • lcm | 69.236.183.240 | ০৯ মার্চ ২০১০ ১৩:৪৮445171
  • না না, রাজদীপ, গুলিয়ে দিতে চাই না। একটাই তো জীবন, কিছু মানুষের প্রতি বিষোদগার করে কাটিয়ে দেবো - এটা ভাবতে ভালো লাগে না।
  • Rajdeep | 202.79.203.59 | ০৯ মার্চ ২০১০ ১৩:৫৪445172
  • ০১:৩৫ এর পোষ্টে এটাও করা যায়

    Ctrl H , Find What "পলিটিসিয়ান' Replace with "সিপিয়েম"

    কং-ভাজপা-তিনো - এরা খুউব ভালো , কেন্দ্রে বসে গাদা গাদা টাকা বরাদ্দ করে , সিপিয়েম রাজ্যে কিসুই করে না
  • . | 125.18.104.1 | ০৯ মার্চ ২০১০ ১৪:০৬445173
  • অল হট গ্যাল্‌স পুট য়ুওর হ্যান্ড্‌স আপ অ্যান্ড সে
    ওম্‌ শান্তি ওম্‌
    অল খুল বয়েজ কাম'ন মেক সাম নয়েজ অ্যান্ড সে
    ওম্‌ শান্তি ওম্‌
  • lcm | 69.236.183.240 | ০৯ মার্চ ২০১০ ১৪:০৮445176
  • না, আবার সেই আঙ্গুল। হয় এদিকে, নয় ওদিকে। পরস্পরের দিকে তাক করা আঙ্গুল। এরকম ভাবে চলতে চলতে একদিন এক হাতে তাক করা আঙ্গুল নিয়ে অন্য হাতে ছোট্ট করে আমরা সবাই পটল তুলব।

    এই আর্টিকল-টা দেখো, ইন্টারেস্টিং -
    People Need Someone To Blame :
    http://www.citizeneconomists.com/blogs/2009/01/23/people-need-someone-to-blame/

    এখানে, ... people crave a scapegoat. They need someone to blame so they don’t have to take responsibility for their own lives....
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৪:০৮445175
  • যারা রাজনীতি এবং রাজনৈতিকদের তুলোধোনা করে তাদের জিগ্গেস করো সুযোগ পেলে তুমি এই প্রফেশনে আসবে কি - ৯৯.৯৯% বলবে না। কিন্তু বুড়ো বয়সে হলদে দোতলা বাড়ির সামনের বাগানে দোলনায় দুলতে দুলতে খবরের কাগজ পড়তে পড়তে বলবে "ডার্লিং, পলিটিক্সনে ইস দেশকা সত্যানাশ কর দিয়া' ;-)

    (ধার নিলাম - নায়ক থেকে)
  • . | 125.18.104.1 | ০৯ মার্চ ২০১০ ১৪:১৬445177
  • কমরেড অজ্জিত, এগিয়ে চলো, আমরা তোমার পিছনে আছি। :-P
  • PT | 203.110.246.230 | ০৯ মার্চ ২০১০ ১৪:৩২445178
  • রাজনীতিতে আসার দরকার নেই, কলকাতাতে চেনা লোকেদের অটোরিক্সাতে ড্রাইভারের ডানদিকে বসতে বারণ করে দেখবেন কি উত্তর পান।

    প্রায় তিরিশ বছর বাদে আবার পরীক্ষাতে টুকতে না দেওয়ার জন্য ছাত্ররা শিক্ষকদের মারধোর করে পর্ষদের গাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে।

    মনে হবে প্রতিটি মানুষ যেন নিয়ম ভাঙ্গার খেলায় মেতেছে, এমনকি নিজের জীবন বিপন্ন করেও।

  • Rajdeep | 202.79.203.59 | ০৯ মার্চ ২০১০ ১৪:৪১445179
  • অটোয় যেদিকে খুশী বসব - মানবাধিকার
    টুকলি করুন ও করান - মানবাধিকার

    পুলিশ স্টেট করার তালে আছেন বলে মনে হচ্চে ?

    যতসব অনাছিষ্টি
    বকে দেবে অ্যামোনিষ্টি
  • nyara | 121.242.102.208 | ০৯ মার্চ ২০১০ ১৪:৪৬445180
  • আরেকটা বলুন তা'লে, কলকাতায় অটো কেন মিটারে চলে না? তারা কী সব মাওবাদী? না কি দিল্লি থেকে পরিবর্তন শুরু করতে হবে?
  • Arpan | 204.138.240.254 | ০৯ মার্চ ২০১০ ১৪:৫৪445182
  • ডানদিকে বসে বসেই সব দক্ষিণপন্থী পকাবু হয়ে গেছে বলছেন?
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৪:৫৪445181
  • ন্যাড়াদা - মিটারে চলে না তার বড় কারণ "লোক'। সমস্ত কিছুর জন্যে প্রশাসন ফেল বলে দায় এড়ানো যায় বটে, কাজ হয় না। কলকাতায় কিছু জায়গায় মিটার দিয়েই অটো শুরু হয়েছিলো - চলেনি। এখনও চলবে না কারণ লোকে এই শেয়ারে অটোই চায়। সে সুভাষ দত্ত মামলা করলেও এই ফ্যাক্টটা থেকেই যাবে।

    কলকাতায় লোকে কেন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয় না?
    কলকাতায় লোকে কেন মাঝ রাস্তায় বাসের জন্যে দাঁড়িয়ে থাকে?
    কলকাতায় লোকে কেন বেজায়গায় বাসে ওঠে?
    কলকাতায় লোকে সিগন্যাল ভাঙলে পুলিশ ধরলে কেন পুলিশকে পেটায়?

    অবভিয়াসলি এগুলো ফেইলড প্রশাসন(!), তবে কখনো সখনো নিজের/নিজেদের দায়দায়িত্বটা স্বীকার করে নেওয়া ভালো। স্বাদটা বদলায়।
  • Rajdeep | 202.79.203.59 | ০৯ মার্চ ২০১০ ১৪:৫৫445187
  • কল্কেতার সব অটো রুট পারমিটে চলে , অন্য শহরের মত সিটি পারমিটে নয়। নির্দিষ্ট রুটে নির্ধারিত পার হেড ভাড়া - তাই মিটার দরকার নেই .... ব্যাস

    আর এখানে মিটারওলা ট্যাক্সি আছে তো - কাজ চলে যায়
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৪:৫৫445184
  • আরো আছে:

    বাঁদিকে ঘোরার জন্যে দাঁড়িয়ে থাকলে পিছনের গাড়ির লোক কেন খিস্তি মারে? (সব লেফ্‌ট ফ্রী লেফ্‌ট নয়)

    সবকিছুকেই "ফেইলড প্রশাসন' বলে দেওয়াটাও এসকেপিজম। আর এটা নিয়ে কড়াকড়ি হলে আবার "পুলিশ স্টেট' বলে চেঁচানোটাও ফ্যাশন।
  • a | 208.240.243.170 | ০৯ মার্চ ২০১০ ১৪:৫৫445183
  • করলে ভালৈ হয়। দিল্লীতেও মিটারে চলে না :)। এমংকি লুরুতেও নয়।

    তবে কোল্কেতার অটো ইউনিয়নবদ্ধ। আমি এরকম কেস জানি ইউনিয়নে নালিশ করে পয়সা ফেরত পেয়েছে। (ইউনিয়ন দুপক্ষেরি আছে, দুটৈ সমান ভালো/খারাপ)
  • Arpan | 204.138.240.254 | ০৯ মার্চ ২০১০ ১৪:৫৬445188
  • লুরুতে মিটারেই চলে। তবে তুই - আমি রুরাল লুরুতে থাকি। সেখানে চলে না। :)
  • dipu | 61.12.12.83 | ০৯ মার্চ ২০১০ ১৪:৫৭445189
  • ব্যাঙ্গালোরে অধিকাংশ ক্ষেত্রে অটো মিটারে চলে।
  • stoic | 160.103.2.224 | ০৯ মার্চ ২০১০ ১৪:৫৮445190
  • কিন্তু বিপ্লব টা ঠিক কবে হবে ? আমি সেই কবে থেকে, মানে সেই যেদিন থেকে গুরুর পাতায় যাতায়াত, সেদিন থেকে অপেক্ষা করে আছি, আর ভাবছি 'এইবার বিপ্লব হল বলে'। তাপ্পর আমাগো দ্যাশ স্বর্গরাজ্য হবে, আর আমিও লোটা-কম্বল বেঁধে, পচ্চিমের বুজ্জোয়া, পোতিক্কিয়াশীল, শোষণ, দক্ষিণপন্থী এটসেট্রা সমাজব্যবস্থাকে দুচ্ছাই করে, নিজের দ্বিচারী জীবনযাপনকে জলাঞ্জলি দিয়ে ব্যাক টু সুজলাং সুফলাং করব, লোকজন আর এনারাই বলে গালি দেবে না। মনের শান্তি, প্রাণের আরাম হবে। তা সে সবের কি হইল ?
    :-)
  • nyara | 121.242.102.208 | ০৯ মার্চ ২০১০ ১৫:০১445191
  • অরিজিত, 'লোক' নয়। এনফোর্সমেন্ট। মিটারে চলার কথা। শুরু হয়েছিল। কিন্তু পরে লোক, পার্টিজান পলিটিক্সের কারণে এনফোর্স করা হয়নি। বাকি স্থিকাবুদের জবাব থেকেই মোটামুটি ট্রেন্ডটা বোঝা যায় যে প্রবলেম সলভ করা তো দূরের কথা, ওটাকে স্বীকারই করা হচ্ছে না।

    আসলে সিপিয়েম বল, তৃণমূল বল, কংগ্রেস বল - লোকে ক্ষমতায় আনে গুড গভরনেন্সের জন্যে। অধিকাংশ লোকই ইডিওলজি নিয়ে বিচলিত হয় না। কাজে যদ্দিন সিপিয়েম একটা মোটামুটি চলনসই গভরনেন্স দিতে পেরেছে, লোকে খুব কিছু বলে নি।
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৫:০৬445192
  • ওই পিটির একটা কথা চেষ্টা করে দেখলেই বোঝা যাবে - লোক না এনফোর্সমেন্ট - অটোতে সামনে ডানদিকে বসতে না চেয়ে। পিছনের "লোক'-গুলো আর অটো-চালক কি বলে দেখলেই বোঝা যাবে।

    গত বছরখানেকে এই সমস্ত নিয়ম ভাঙা আর সেগুলো নিয়ে ম্যাঙ্গো পাবলিকের বক্তব্যের অনেক এক্ষপিরিয়েন্স হয়ে গেছে কিনা...
  • Rajdeep | 202.79.203.59 | ০৯ মার্চ ২০১০ ১৫:১০445193
  • হুঁ , চেন্নাইতে কয়েকমাস আগে দেখেছি আডয়ার থেকে গিন্ডি শেয়ার অটো রমরমিয়ে চলে

    কবি কি সাধে বলেন বাংলা আজ যা ভাবে .......

  • san | 203.91.201.56 | ০৯ মার্চ ২০১০ ১৫:১১445194
  • রুরাল বা সে¾ট্রাল লুরুর কোত্থাও সামনে লোক বসে না।

    অরিজিত, ম্যাঙ্গো পাবলিককে দিয়ে এনফোর্সমেন্টের দোষ ঢাকা যায়না। এই পাবলিকেরাই লুরুতে লুরুর মতই চলে, আম্রিকা গেলে আম্রিকার মতই। কেন?
  • san | 203.91.201.56 | ০৯ মার্চ ২০১০ ১৫:১২445195
  • আই মিন, কোলকাতার যে সব ত্যাঁদোড় পাবলিকেরা সময়বিশেষে লুরু বা আম্রিকা যায় ....তারা
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৫:১৬445196
  • সেই প্রশ্নটা আমারও। কেন, আমি জানি না। ভয়টা একটা কারণ হতে পারে (আম্রিকায় সিগন্যাল ভেঙে পুলিশকে পেটালে আর দেখতে হবে না)। কিন্তু এখানে "পুলিশ মাত্রেই খচ্চর এবং তাদের পেটানোই উচিত' মেন্টালিটিটা খুব কমন। খুবই কমন। এবং শুনে খুব অবাক হয়েছি/হই - কারণ যার/যাদের কাছ থেকে শোনা তার/তাদের কাছ থেকে এটা এক্সপেক্টেড নয়।

    আর আমার কথাটা সত্যি কিনা সেটা সন্ধ্যে ছটার পর রুবির মোড়ে এসে দাঁড়ালেই টের পাবে।
  • Arpan | 204.138.240.254 | ০৯ মার্চ ২০১০ ১৫:১৭445198
  • কেন কমন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন