এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ২১৪০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ১০ মার্চ ২০১০ ১১:১৫445299
  • ** টিচারদের ইভ্যালুয়েশন হয়... **
  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ১১:১৮445301
  • দু:খিত, SC নয় RS
  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ১১:১৮445300
  • আশা করছি aka এবং SC উচ্চশিক্ষার সঙ্গে সরাসরি জড়িত এবং বর্তমান/আজকাল/গণশক্তি/জাগোবাংলা/আবাপ-র উপর নির্ভর না করেই সঠিক খবরাখবর রাখেন।

    aka-র সব প্রশ্নের উত্তর দিতে কম করে ১০টা চিঠি লিখতে হবে। শুধু এটুকু জানাই যে IISc, NCL, IICT-ইত্যাদি জায়গাতে যারা প:বঙ্গ থেকে PhD করতে যাচ্ছে তাদের বয়স ২৫-এর ধারে পাশে। এরা এবং আজ থেকে ২০ বছর আগেও যারা PhD করতে গিয়েছিল তারাও প: বঙ্গের উচ্চশিক্ষার ফসল।

    SC-র অবগতির জন্য জানাই যে প:বঙ্গে আরও দুটি CSIR-এর গবেষণাগার আছে:
    1. Central Glass & Ceramic Research Institute, Kolkata
    2. Central Mechanical Engineering Research Institute, Durgapur

    আরো জানাই যে পুণার CMERI-এর ইউনিটটি বন্ধ করে তাদের বেশীর ভাগ কর্মীদের দুর্গাপুরে বদলী করে দেওয়া হয়েছে।

    আসলে পূর্বনির্ধারিত সিপিএম বিদ্বেষ বা বিরোধীতা থেকে কোন আলোচনা শুরু করলে শেষ পর্যন্ত প:বঙ্গ বা বাঙালীকে টেনে নামানো ছাড়া কোন গত্যন্তর থাকে না।
  • Rajdeep | 202.79.203.59 | ১০ মার্চ ২০১০ ১১:২০445302
  • রাজ্যে রাজ্যে csir inst গুলো সম্ভবত কেন্দ্রীয় সরকার বানায় - সেখানে বোধহয় যত নষ্টের গোড়া সিপিয়েম এখনও ক্ষমতায় আসে নি

    সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স না করার ক্ষেত্রে তৎকালীন মুক্তিসুর্য ইন্দিরাজি যুক্তি দিয়েছিলেন সীমান্তের কাছাকাছি তাই হবে না

    হলদিয়া পেট্রোকেমিক্যালের অ্যাপ্রুভ্যাল মাত্র বারো বছরে দেয়া হয়েছিল , অবিশ্যি প্রথম বাঙালী বাণিজ্য পরে অর্থমন্ত্রী গুজরাটে রিলায়েন্সসহ অন্যান্য পেট্রোকেমের অনুমোদন দিতে ছয়মাস দীর্ঘ সময় নিয়েছিলেন

    কে জানে এই তথ্যগুলি চেপে গিয়ে বা অস্বীকার করে কাদের লাভ হয় , তবে সব ব্যাটাকে ছেড়ে দিয়ে ........ ইত্যাদি হলে কিই বা বলার আছে
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১১:২৫445303
  • শুরু হল.... অঙ্গুলি প্রদর্শন....

    হরি হে মাধব,
    চন করব না গা ধোব।
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১১:২৭445304
  • *চান
  • Rajdeep | 202.79.203.59 | ১০ মার্চ ২০১০ ১১:২৯445306
  • লসাগুবাবুর বুঝি ""সিপিয়েমমার্কা"" যুক্তি দেখলেই অঙ্গুলির কথা খেয়াল আসে - তা বেশ

    আপাতত: গা-মাথা দুই ধুয়ে আসুন :-)
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১১:২৯445305
  • দীপু, পি এইচ ডি তে টাকা এখন আগের থেকে তো অনেক বেড়েছে। এখনাকা এদেশে যেরকম দ্যায়, প্রোপোর্শানেটলি দেখেলে সেরকম ই কিন্তু। থাকা, খাওয়া প্রচণ্ডভাবে সাবসিডাইজড। চিকিৎসা ওষুধপত্তর বেশিরভাগ বিনামূল্যে। বই পত্র কেনার টাকা দেওয়া হয়। দেশ বিদেশে কনফারেন্স ইত্যাদিতে যাবার খরচ দেওয়া হয়। আর কিসে কত লাগে ?
    একটা কথা মাঝে মাঝেই মনে হয়। ঠিক কত টাকা হলে ঠিকঠাক হয় ? বরং অন্যান্য কিছু কিছু চাকরিতেই একটু বেশি রকম বেশি বেশি টাকা দেওয়া হয় না ?
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১১:৩০445307
  • বোঝো! একটু রেস্ট নাও। আঙ্গুল তো ব্যাথা হয়ে যাবে। একটু জল খাও।
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১১:৩৬445309
  • আর RS, ডি এস টি র আন্ডারে আরো আরো ইন্সটিটিউট আছে তো ! কাল্টিভেশন অব সায়েন্স সাহা এগুলোকে বাদ দিলেন !
  • dipu | 61.12.12.83 | ১০ মার্চ ২০১০ ১১:৩৯445310
  • আইআইটির পি এইচ ডি স্টুডেন্টরা এখন মাসে পায় চোদ্দ হাজার টাকা। গত দু'বছর ধরে শুনছি এটা বাড়িয়ে কুড়ি না কত যেন করা হবে। সেখানে মাস্টার্স করে চাকরি করলে এর চেয়ে অনেক বেশী রোজগার করা যায়। আর কোনো উপায় না থাকলে লোকে খামোখা পি এইচ ডি করবে ক্যানো? আর এই কত টাকা হলে ঠিকঠাক হয় এর কি কোনো উত্তর হয়? আমার যা ক্ষমতা, সেই দেখে যে বেশী টাকা দেবে সেখানে যাবো। নাকি তাকে গিয়ে বলবো এত বেশি বেশি দিও না, পি এইচ ডি দের সরকার কম দিচ্ছে। নাকি আজ যদি সরকার টাকা বাড়ায় তাহলে পি এইচ ডি রা আপত্তি করবে, আমরা অ্যাদ্দিন যা পাচ্ছিলুম তাই দিন।
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১১:৪৪445311
  • রাজদীপ,
    সিপিএম-এর পজিটিভ দিক নিয়ে আলোচনা করলে আমি সেটাই সিপিএম মার্কা মনে করি এবং তাতে আপত্তির বিন্দুমাত্র কারণ দেখি না। কিন্তু, দিনের পর দিন ধরে অন্য দলের দিকে ফিঙ্গার পয়েন্টিং করে যাওয়াকে আমি সিপিএম-মার্কা মনে করি না।
  • aka | 24.42.203.194 | ১০ মার্চ ২০১০ ১১:৪৫445312
  • তাহলে রাজদীপ কি দেখা গেল (এই টইতেই আগে পিটি লিখেছেন) সিপিএম অন্যান্য আর সব দলের মতনই, মানে কোন ভ্যালু অ্যাডিশন নেই আবার অন্য দিকে কেন্দ্রে অন্যদল আর রাজ্যে অন্যদল থাকলে এহেন ""কেন্দ্রীয় চক্রান্ত""। যদি ডিফারেন্সই না থাকে তাহলে রাজ্যে কেন্দ্রে এক দল নয় কেন? মানে রাজ্যে সিপিএমকে ভোট দেওয়ার পিছনে লজিকাল কারণটা জানতে চাইছি।

    বাকি কথা কাল হবে।

    শুধু পিটি কে কি বাদ দেন না। একবারও আপনার সার্টিফিকেট দেখতে চেয়েছি? ঠিক শালীন নয়।

    আমার প্রশ্নগুলোর উত্তর দেন তারপরে পিএইচডি নিয়ে ভাবা যাবে। আমার প্রশ্নের জন্য কত ছেলেপুলের মাস্টার্স আটকে যাচ্ছে। আপনি স্টেপ জাম্প করে চলে গেলেন।
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১১:৪৭445313
  • লোকে পি এইচ ডি তো শুধু টাকা রোজগার করবে বলে করে না, সচরাচর। অন্তত আমার চেনা জানা লোকজনের বেশিরভাগ ই পি এইচ ডি করবে বলেই করেছে, অন্য কোনো চাকরি জোটেনি বলে করেছে, এমনটি না।
    আর পি এইচ ডি আর চাকরি র টাকার অনুপাত টা সব দেশেই প্রায় এক । আমেরিকায় সে হিসেবে দেখতে গেলে আরো কম কিন্তু !

  • aka | 24.42.203.194 | ১০ মার্চ ২০১০ ১১:৪৯445314
  • দীপু আম্রিগায় পিএইচডি করতে আরও কম টাকা। পিএইচডি স্টুডেন্টরা খুব বেশি হলে ২৪K পায়। চাকরি করলে তারাই ৯০-১০০K পেত।
  • nyara | 203.110.238.16 | ১০ মার্চ ২০১০ ১১:৫১445315
  • দীপুর কী কথা! টাকাই কি সব পাগলা? শুনলি না বাঙালী জ্ঞানতাপস। দেশের অন্য সব ব্যাপারে ট্রেন্ড ফলো করে - অন্য প্রদেশ আইন মানে, বাঙালী তো আলাদা কিছু নয় - তাই তারাও আইন মানে না ইত্যদি। কিন্তু খালি জ্ঞানতপস্যায় বাঙালী ট্রেন্ডব্রেকার। অন্য প্রদেশ টাকা চায়, বাঙালী চায় শুধু জ্ঞান।

    বাঙালীকে টেনে নাবাবেন না।
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১১:৫২445316
  • আসলে ভারতবর্ষে ব্যাপারটা একটু আলাদা। ভাল চাকরি ছেড়ে পিএইচডি-তে ঢুকেছেন, এমন আছেন, কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ নন।
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১১:৫৪445317
  • কিন্তু, আই এ এস পরীক্ষায়, বা, আইআইএম ... বা, বেশী মাইনের কর্পোরেট চাকরি, ন্যাশনাল লেভেলে বিজনেসম্যান --- এগুলোতে বাঙালীরা সংখ্যালঘু। মানে, অন্য কয়েকটি রাজ্যের তুলনায় কম।
  • dipu | 61.12.12.83 | ১০ মার্চ ২০১০ ১১:৫৬445320
  • চাকরি জোটেনি বলে পি এইচ ডি করছে এমন অনেক আছে, ভালবেসে পি এইচ ডি করছে এমনও অনেক আছে। প্রচুর সাউথ ইন্ডিয়ান ছেলে আম্রিকায় পি এইচ ডি করতে যায় শুধু ফ্যামিলি স্ট্যাটাস বাড়ানোর জন্য। কথাটা সেটা নয়। কথা হল পি এইচ ডি তে টাকা বাড়লে আরো অনেক লোক দেশে পি এইচ ডি করবে। তাতে আখেরে উপকার হবে।

    আম্রিকায় ক্যালিফোর্নিয়ার ইউনিগুলোতে পি এইচ ডি দের মাসে পনেরোশো ডলার দ্যায় জানতুম। দেশের হিসেবে সে আর কম কী হলো? রিসেসনের ধাক্কায় কমে গেছে?

    তবে কিনা আই আই টির সিনিয়র প্রফরা প্রচুর টাকা কামায়। মানে এইসব পি এইচ ডি, পোস্ট ডক ইত্যাদি করে গেঁড়ে বসতে পারলে পরে প্রচুর রোজগার করা যাবে। শুধু শর্ট টার্মে চাপ।
  • Rajdeep | 202.79.203.59 | ১০ মার্চ ২০১০ ১১:৫৬445318
  • আকা - সব লজিক লিখতে গেলে হাত ব্যাথা হবে :)

    তার চেয়ে মাঝে মাঝে টিসার অ্যাড টাইপের দেব .... চলবে ?

    আর হ্যাঁ, আপনিও কংগ্রেস বা তার নীতির কেন এত বড় সমর্থক - তার লজিকও দিতে ভুলবেন না কিন্তু ;-)
  • Arijit | 61.95.144.122 | ১০ মার্চ ২০১০ ১২:০০445321
  • আইএএসে বাঙালী কম তার কারণ কতটা সিপিয়েম আর কতটা বাঙালীর অনীহা এই নিয়ে কোনো তথ্য আছে?

    আরো কারণ আছে - আমার নিজের ইচ্ছে ছিলো, কিন্তু কম্প সায়েন্স পড়ে আইএএস হয়ে কি কাঁচকলাটা করতাম? এবং পরীক্ষাটাই বা দিতাম কি করে? সাবজেক্টই তো নাই।

    ইভেন, IES-এও সিভিল, মেক্যানিক্যাল আর ইলেকট্রিক্যাল ছাড়া অন্য সাবজেক্ট নাই। ক'জন এগুলোর খবর রাখে? আবাপ লেখেনি, তাই জানে না;-)
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১২:০৬445322
  • আহা, অরিজিৎ। ধুর, এর কারণ সিপিএম হবে কেন। আমি ওভারঅল স্ট্যাট ভাবছিলাম।
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১২:০৭445323
  • মাসে পনেরশো ডলার কে এদেশের সাথে তুলনা করলে চলবে ?
    দেশে থাকা প্রায় ফিরি, আম্রিগায় সেটা কম করে পাঁচশো ডলার ( শেয়ার করে থাকলে):)
    আজ্জোদা যেটা বল্লো, অনুপাত ওটাই। অনেক জায়গায় ২৪ k র ও কম।

    আর, টাকা কিছুটা বাড়ানো তো উচিত ই । আমরা যখন ঢুকেছিলাম, তখন ছিল ৫০০০ এর কাছাকাছি। তুমুল হৈ চৈ , ধর্না, বিক্ষোভের হয়েছিল। তারপর এক নোবেল লরেটের লেকচারের দিন প্রেসের সামনে স্কলারশিপ বাড়ানো নিয়ে প্ল্যাকার্ড ধরানো হবে, এই হুমকি দেবার পর বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছিল :)

    শ্যামাপ্রসাদ মুখার্জী ফেলোশিপ পেলে কিন্তু অনেক টাকা দেওয়া হয়।

    আর কম্প্যুটার সায়েন্সে অনেক কে দেখেচি কোন কোম্পানীর প্রজেক্টে কাজ করলে কোম্পানী থেকে অনেক টাকা পেতে।
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১২:০৯445324
  • আমার চেনা প্রচুর লোকই চাকরি পায়নি বলে পিএইচডি করেছে। এবং আরো বেশি সংখ্যক লোক চাকরি পায়নি বলে পোস্ট ডক করেছে।

    আর সব দেশেই এই তারতম্য আছে বলেই সেটা অ্যাক্সেপটেবল কেন?
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১২:১২445327
  • অ্যাক্সেপ্টেবল তো নয়। অবশ্যই নয়। চাকরি না পাওয়াটাই তো অ্যাক্সেপ্টেবল নয়।
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১২:১২445326
  • lcm দা,সারা ভারতের হিসেবে সংখ্যাগরিষ্ঠ কিনা জানিনা। আমার চেনাজানা লোকজনের মধ্যে দেখলে একটা বড় সংখ্যা। আমাদের ইনি্‌স্‌টটিউটে তো বটেই। আর বিদেশে পিএইচ ডি করতে যাওয়া ধরলে তো RS এর বক্তব্যের সাথে আরো দ্বিমত হতে হবে।
  • dipu | 61.12.12.83 | ১০ মার্চ ২০১০ ১২:১২445325
  • হ্যাঁ, প্রোজেক্টে ঢুকতে পারলে আরো কিছু পাওয়া যায়। কিন্তু দেশের পি এইচ ডি ম্যাক্স যত টাকা পেতে পারে সেটা ওই একই কোয়ালিটির ছেলে চাকরি করলে মিনিমাম যত কামাতে পারে তার চেয়ে কম। প্রচুর ছেলেপুলে এই জন্যে চাকরি করে।
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১২:১৯445328
  • হ্যাঁ অনেকে বাড়িতে সাপোর্ট দিতে হবে বলে চাইলেও পিএইচডি করতে বা গবেষণাতে যেতে পারেনা।
  • aka | 24.42.203.194 | ১০ মার্চ ২০১০ ১২:২৮445329
  • রাজদীপ না না আমি কারুর সমর্থক নই। একজন ভোটার মাত্তর, জানতে চাইছি কেন কংগ্রেসকে না বেছে সিপিএমকে বাছব। রাজ্যে কেন্দ্রে একদল থাকলে কেন্দ্রীয় বঞ্চনাও থাকবে না আবার অন্যদিক দিয়ে সিপিএম আর কংগ্রেসের কোন বিশেষ পার্থক্য নেই।
  • de | 59.163.30.2 | ১০ মার্চ ২০১০ ১২:৩৩445331
  • ফ্যাকাল্টি -লিস্ট শুধু এক-জায়গায় দেখলে চলবে --TIFR, IISC, JNCSR, IIT's, BARC, SINP, IACS, IISCR's, IIA, IUCAA, SNBCBS, IMSC, MRI এমনি আরো কত নাম বাদ দিয়ে একটা অন্ধের মতো যুক্তি ছুঁড়ে দিলে চলবে -- এর সমস্তগুলোতে CSIR fellowship ও এদের নিজস্ব ফেলোশিপে গবেষণা করা যায়। বাঙালীর সংখ্যা চোখে পড়ার মতো! এছাড়াও ইউনিভার্সিটি গুলো তো আছেই। মোটা মাইনে সবার একমাত্র হাতছনি হয় না -- এটা নিয়ে সামহাউ তর্ক হয় না -- যে বোঝে সেই বোঝে বাকিরা বোঝে না --বাইনারির ০ আর ১ এর মতো! আমি এমন অজস্র উদাহরণ দিতে পারি যেখানে চরম দারিদ্রে থাকা বাঙালী ছেলেমেয়েরাও লাখো টাকার হাতছানি অগ্রাহ্য করে গবেষণার পথ বেছে নেয় -- আজকের দিনেও নেয় -- ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যায় নেয়। কি অদ্ভুত ভাবে লোকে মন্তব্য করে -- PT র দেওয়া অন্যান্য ইন্সটিট্যুট -দুটোর নাম ছেড়েও কলকাতায় IACS (ভারতের সর্বপ্রথম বিজ্ঞান গবেষনার প্রতিষ্ঠান), SNBCBS, SINP, VECC, বসু-বিজ্ঞান মন্দির, IISCR, এছাড়াও খড়গ্‌পুর IIT -- এতোগুলো প্রতিষ্ঠানের একটার নামও RS করেননি বা জানেননা -- এটাও জানেন না যে গত প্রায় পাঁচ-সাত বছর ধরে গবেষণা করতে চাওয়া ছেলেমেয়েরা কলকাতার বাইরে কম আসছে -- এলেও বেশীর ভাগ্‌টা কয়েকটা নামকরা ইন্সটিট্যুটের মধ্যেই থাকছে -- কারণটা হলো গবেষণার সুযোগ কলকাতার ইন্সটিট্যুট-গুলোতে অনেক বেড়েছে -- DST, CSIR অজস্র গ্রান্ট দিচ্ছে, অনেক নতুন নতুন স্কলারশিপ, ফেলোশিপ ইত্যাদী বেড়েছে -- যেগুলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ভাবতেও পারিনি -- তাই প:ব:র বাইরে আসতে বাধ্য হয়েছিলাম! এগুলো না জেনে বেখাপ্পা মন্তব্য সস্তার হাততালি দিতে পারে --অন্য কিচ্ছু দেয় না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন